দলিল থাকলেই জমির মালিকানা নয় | ভূমি সেক্টরে কঠোর পদক্ষেপ |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 พ.ย. 2024

ความคิดเห็น • 41

  • @mdalmgir759
    @mdalmgir759 28 วันที่ผ่านมา +1

    আপনার হায়াত দারাজ করুক আল্লাহ আপনার কথা শুনে অনেক ভাল লাগলো ভাই

    • @easyland1
      @easyland1  28 วันที่ผ่านมา

      Thanks priyo vai ♥️

  • @MdShakil-d9s5i
    @MdShakil-d9s5i หลายเดือนก่อน

    Apnar video onek sundor lage

  • @businesscomputer7965
    @businesscomputer7965 หลายเดือนก่อน +3

    আমি আপনার প্রত্যেকটি ভিডিও দেখি খুব ভাল লাগে। আপনার মাধ্যমে একটি আবেদন করতে চাই, তা হলো- যারা প্রকৃত মালিক প্রমাণ রয়েছে দাখিলাসহ। কিন্তু প্রতিপক্ষ শক্তিশালী হওয়ার কারণে দুর্বল লোক কিছুতেই দখলে যাইতে পারে না। আজীবন চেষ্টা করে মামলা করেও পারবে না কারণ, টাকার নিকট এবং ক্ষমতার নিকট সব দিক ম্যানেজ করে ফেলে। তা বর্তমানের ম্যাজিষ্ট্রেসি ক্ষমতাপ্রাপ্ত মিলিটারীরা যেন কোন কিছুর তোয়াক্কা না করে এরূপ জমিগুলো সরাসরি সরজমিনে থেকে বুঝিয়ে দেয়। আর এই ছাড়া তাদের পক্ষে হাজার মামলা করেও কোনদিনও জমি উদ্ধার করা সম্ভব হবে না ম্যানেজ করে ফেলবে। কারণ তাদের রয়েছে যেমন আওমিলীগের বড় নেতা তেমন রয়েছে বিএনপির বড় নেতা। আওয়ামীলীগের সময় বিএনপিকে প্রটেক্ট করে বিএনপির সময় আওমিলীগকে প্রটেক্ট করে। বিষয় সম্পর্কে যদি আপনি সরকারের তথা মিলিটারীর নজরে আনতে সহায়তা করেন কৃতজ্ঞ থাকব।

    • @tasiqulislam4320
      @tasiqulislam4320 หลายเดือนก่อน

      বাস্তবতা আমিও ভুক্তভোগী

  • @jmfarukhssein
    @jmfarukhssein หลายเดือนก่อน

    কাকা আমি জমি সম্মদক করিছি টাকাও দিছি দুই বছর হয়েছে দলিল করে দিছেনা এখন টাকা ঘুরে দিতে চাই এখন কি করবো আমি তো টাকা ঘুরে নিবো না।আমাদের উপরে পুলিশের কাছে কাছে মামলা করছে কাকা

  • @MafuzAloam
    @MafuzAloam หลายเดือนก่อน

    ভাই আমাদের একটা জমি আজ থেকে ৩৫ বছর আগে কিনছিলো এখন ঐ জমির দলিল নাই এখন কি করতে পারি পরামর্শ চাই

  • @mozaffar3551
    @mozaffar3551 หลายเดือนก่อน

    আমি কিন্ত জমি করায় করিনাই ,আর জমি করায় ও করবোনা হাঃ হাঃ হাঃ ....

  • @yasminmitu133
    @yasminmitu133 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম, আমার মা নানার থেকে ওয়ারিশ পেয়েছে সেটা আমাদের নামে করে দিয়েছে আমরা সেখানে থাকিনা আমার এক সৎ বোন সেখানে তার টাকায় দুইটা রুম তুলে থাকছে আর আমাদের যে রুম আছে ভাড়াটিয়া আছে সেগুলা দেখা শুনা করে এখন কিছু ঝামেলার কারণে আমরা তাকে সেখানে রাখতে চাচ্ছিনা আমরা বলছি তার রুমের খরচ দিয়ে দিব কিন্তু সে উঠতে চাচ্ছেনা সে আমাদের আইন দেখায় ৮/১০ থাকলে নাকি সে জায়গার মালিকানা সে পাবে এখন এইরকম কি আইন আছে বা যেহেতু আমাদের ওয়ারিশ জায়গা আর সে আমাদের সৎ বোন এক্ষেত্রে কি সে দখল নিতে পারবে আইনিভাবে একটু জানাবেন প্লিজ আমরা খুব সমস্যায় আছি

  • @alamgirhasan778
    @alamgirhasan778 หลายเดือนก่อน

    বর্তমানে আরএস পরছা দিয়ে নাকি জমি কেনাবেচা হচ্ছে না
    দিয়ারা দিয়ে নাকি নতুন করে নামজারি করতে হবে..?

  • @AbdulAlim-wm5jx
    @AbdulAlim-wm5jx หลายเดือนก่อน

    জরুরি ব্যাবসহা করা হোক

  • @Landknowledge-z4p
    @Landknowledge-z4p หลายเดือนก่อน +2

    Best

    • @easyland1
      @easyland1  หลายเดือนก่อน

      Thanks

    • @MafuzAloam
      @MafuzAloam หลายเดือนก่อน

      ভাই আমাদের একটা জমি আজ থেকে ৩৫ আগে কিনছিলো এখন ঐ জমির দলিল নাই এখন কি করতে পারি পরামর্শ চাই

    • @Landknowledge-z4p
      @Landknowledge-z4p หลายเดือนก่อน

      @@MafuzAloam sir আপনার কি ওয়ারিশন সম্পত্তি.... না আপনি কারো কাছ থেকে সাব্যাবলা হাবা বিভিন্ন সূত্রে প্রাপ্ত হয়েছেন সে বিষয়টা আগে জানান...

  • @alamgirhasan778
    @alamgirhasan778 หลายเดือนก่อน

    ভাই বর্তমানে আর এস পর্চা দিয়ে নাকি নামজারি হচ্ছে না..?

  • @imamhasan4177
    @imamhasan4177 หลายเดือนก่อน +1

    ধারাবাহিকতায় আমার দলিল আগে, নামজারি আমার আছে, খাজনাও ২০২৪-২০২৫ পর্যন্ত পরিশোধ করা এবং সেখান থেকে ১৬ শতাংশ বিক্রি করেছি কিন্তু আরও ১৪ শতাংশ আমার আছে যেটার দখল নাই এমতাবস্থায় কি করতে হবে?

    • @easyland1
      @easyland1  หลายเดือนก่อน

      মামলায় যান। দখল পাবেন

  • @maniruzzaman78
    @maniruzzaman78 หลายเดือนก่อน

    ভাই আমার বাবা আমাদের পাচ ভাইয়ের নামে একটি জমি ক্রয় করেছিল।পরবর্তীতে সেই জমি একটি প্রতিষ্ঠান এ দান করে দেন।তখন আমরা নাবালক ছিলাম। এখন কি এই জমি উদ্ধার করা যাবে।জানালে কৃতজ্ঞ থাকবো।

  • @ChannelBps24
    @ChannelBps24 หลายเดือนก่อน

    Eita keno jader dolil ache tara ki korbo

  • @MdRaselIslam-y3t
    @MdRaselIslam-y3t 24 วันที่ผ่านมา

    ভাই আমাদের জমির কাগজ পাতি সব ঠিক আছে একটু পরামর্শ করার জন্য আপনার নাম্বারটা চাচ্ছি দেওয়া যাবে

  • @Shohaggeming-mia
    @Shohaggeming-mia หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

    • @easyland1
      @easyland1  หลายเดือนก่อน

      ♥️♥️♥️

  • @D.DDipto
    @D.DDipto หลายเดือนก่อน

    স্যার,,, আমার জমির রেকর্ড আমাদের নামে আর এস খতিয়ান আছে,,,, কিন্তু আমাদের জমির অন্য জন দখলে রয়েছে এবং তারা ১৯৭৪ সালে জাল দলিল করেছে,, যায় কাছ থেকে দলিল টা করে শেষে বেছে নেই । এখন তারা আমাদের নামে কেস করেছে কারণ রেকর্ডটা আমাদের নামে,,,তো আমরা কি জমি টা পাবো,, এবং পাওয়ার সম্ভাবনা কতটুকু

  • @AadilsVlog
    @AadilsVlog หลายเดือนก่อน

    সিলেট ও চট্টগ্রামে যদি এস এ রেকর্ডে মালিকানা থাকে, কিন্তু বি.এস এ ১টা বাদে অন্য সকল দাগে রেকর্ড ছুটে গেছে! তখন এসকল দাগের মালিকানা লাভ সম্ভব?!

  • @mr.palash2029
    @mr.palash2029 หลายเดือนก่อน

    ইউনুস কি ভূমি আইন বিশেষজ্ঞ নাকি?

  • @rhfood
    @rhfood หลายเดือนก่อน

    এইগুলো ভিডিও না করে ফুটপাতে গিয়ে বসেন

    • @easyland1
      @easyland1  หลายเดือนก่อน

      Thanks

  • @MdzakirAkone
    @MdzakirAkone หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম ভাই আপনার কাছে একটা পরামর্শ জানতে চাই আমি নিলামকৃত জমি ক্রয় করছি সেই জমি আমার নামে সম্পূর্ণ রেকর্ড না হয়ে অন্য অন্য জনের নামে রেকর্ড হয়েছে করণীয় কি

  • @jakaria69hossain
    @jakaria69hossain หลายเดือนก่อน

    এত সহজ না রেকর্ড সংশোধন ও জমির দখল বুঝে পাওয়া মামলা করে..! হুদাই এমন ভাবে বলেন কেন?

  • @MdMasudRana-nu5cx
    @MdMasudRana-nu5cx หลายเดือนก่อน

    কি সব বাহানা শুরু করলেন একদিন বলেন দলিল জার জমি তার আজ আবার বলছেন অন্য

  • @masudiqval8575
    @masudiqval8575 หลายเดือนก่อน

    kothor ghush-khorer byabostha akhon-o cholomun ...

  • @SubashChRoy-kq1wl
    @SubashChRoy-kq1wl หลายเดือนก่อน

    এ গুলো ভিডিও করার কোন দরকার নেই।

  • @JarinIsrat
    @JarinIsrat หลายเดือนก่อน

    আসসালামুয়ালাইকুম।ভাইয়া আমার একটা দলিল দেখে বলবেন কি বৈধ না অবৈধ দলিল।আমরা আটভাইবোন।আমার এক ভাই মাদারীপুরের ৮৩ শতাংশ জমি অবৈধ ভাবে দলিল করেছে।যা আমার বাবা বা সাত ভাই বোন কেউ জানি না। আপনার কাছে আমি দলিলটা পাঠাতে চাই।

  • @MafuzAloam
    @MafuzAloam หลายเดือนก่อน

    ভাই আমাদের একটা জমি আজ থেকে ৩৫ বছর আগে কিনছিলো এখন ঐ জমির দলিল নাই এখন কি করতে পারি পরামর্শ চাই

  • @mdsuyel61
    @mdsuyel61 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @MafuzAloam
    @MafuzAloam หลายเดือนก่อน

    ভাই আমাদের একটা জমি আজ থেকে ৩৫ বছর আগে কিনছিলো এখন ঐ জমির দলিল নাই এখন কি করতে পারি পরামর্শ চাই

  • @MafuzAloam
    @MafuzAloam หลายเดือนก่อน

    ভাই আমাদের একটা জমি আজ থেকে ৩৫ বছর আগে কিনছিলো এখন ঐ জমির দলিল নাই এখন কি করতে পারি পরামর্শ চাই

  • @MafuzAloam
    @MafuzAloam หลายเดือนก่อน

    ভাই আমাদের একটা জমি আজ থেকে ৩৫ বছর আগে কিনছিলো এখন ঐ জমির দলিল নাই এখন কি করতে পারি পরামর্শ চাই