আপনাদের বাইবেল বলছে যীশু ঈশ্বর নয়? AHMED DEEDAT.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • প্রশ্ন ও উত্তর পর্ব। শেখ আহমেদ দিদাত।
    পিস টিভি বাংলা ।

ความคิดเห็น • 147

  • @AbdulHamid-op3qt
    @AbdulHamid-op3qt 4 หลายเดือนก่อน +76

    আমি একজন সৌদি প্রবাসী আমার সাথে আমার রুমে একজন ফিলিপাইনে একজন খৃষ্টান একসাথে থাকতাম তার নাম ছিল Ronduo সে গত ৫ বছর আগে খৃষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে আমি জিজ্ঞেস করেছিলাম কেন খৃষ্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করছো সে আমাকে উত্তরে বলেছিল ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করে সে এবং ডক্টর আহমেদ দিদার এর অনেক ভিডিও দেখেছে তাই সে ইসলাম ধর্ম গ্রহন করে সে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে সে গত বছর প্রবাস জীবন শেষ করে একেবারে চলে গিয়াছে, তার একটা ছবি আমার ফেইসবুক দিয়েছিলাম তা এখনো আছে, ধন্যবাদ সৌদি আবহা মেইন সিটি,

    • @UmmaHabiba-p5t
      @UmmaHabiba-p5t 4 หลายเดือนก่อน +2

      আহমেদ দিদার নয়.দিদাত..

    • @Islamicsongsbyzahid
      @Islamicsongsbyzahid 3 หลายเดือนก่อน

      আলহামদুলিল্লাহ

    • @MDABDULLAH-ee1pr
      @MDABDULLAH-ee1pr 3 หลายเดือนก่อน +1

      আলহামদুলিল্লাহ

    • @golamrabby1882
      @golamrabby1882 3 หลายเดือนก่อน +1

      আপনি আবহা কোন জায়গায় থাকেন?
      আমিও আবহা তে থাকি।

    • @patrickgomes2757
      @patrickgomes2757 3 หลายเดือนก่อน

      What kind of Research is being done, would you please tell me !
      Only for Researching a man can be converted is unbelievable.

  • @mdliton-xq9qv
    @mdliton-xq9qv 5 หลายเดือนก่อน +19

    আল্লাহ তুমি তোমার প্রিয় মেহমান অহম্মেদ দিদাদ স্যার কে জান্নত এর উচ্চ মযদা দান করুন ❤

  • @MdShahabul-ez9km
    @MdShahabul-ez9km 10 หลายเดือนก่อน +41

    হে আমাদের রব তুমি শেখ আহমেদ দিদার (রহঃ) মাফ করো আমিন
    এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান বানাও আমিন

    • @EkbalIslam-bi5rn
      @EkbalIslam-bi5rn 3 หลายเดือนก่อน

      শুদ্ধতা প্রয়োজন

  • @mdylias7277
    @mdylias7277 4 หลายเดือนก่อน +56

    আলহামদুলিল্লাহ আমরা ইসলাম ধর্ম পেয়ে ছি সত্য ধর্ম

  • @borhanborhanuddin
    @borhanborhanuddin 4 หลายเดือนก่อน +11

    মহান আল্লাহ উনাকে ক্ষমা করুন এবং জান্নাত দান করুন, আমিন ইয়া রব ।

    • @RonyFrancis-g2u
      @RonyFrancis-g2u 4 หลายเดือนก่อน

      তোরে জবাই করুম

  • @mdmojaherislam4213
    @mdmojaherislam4213 4 หลายเดือนก่อน +5

    আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।
    ১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।
    ২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।
    ৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।
    ৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।
    ৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।
    ৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।
    আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
    আমীন।

  • @TravelWithSaiSmAbir
    @TravelWithSaiSmAbir ปีที่แล้ว +21

    ডক্টর জাকির নায়েকের ওস্তাদ।

  • @KarimAli-p2s
    @KarimAli-p2s 4 หลายเดือนก่อน +5

    হে আল্লাহ খ্রিস্টানদের তুমি সঠিক বোঝ দেও।

  • @Akbarali-rj1je
    @Akbarali-rj1je 7 หลายเดือนก่อน +24

    আহাম্মদ দিদা বৰ্তমান আৰ বেচে নাই আল্লাহ তাকে জান্নাত নোচিব কোৰুন আমি্ন

    • @channelcraft-mz8fz
      @channelcraft-mz8fz 4 หลายเดือนก่อน

      আপনি কি আসামের

  • @SaddamHosen-rd3xr
    @SaddamHosen-rd3xr ปีที่แล้ว +18

    ওস্তাদ / গুরু ভালো হলে তাহার অনুগত শীর্ষ্যও ভালো হয়!
    উদাহরণ:
    আমার প্রিয় (জাকির - নায়েক) দুজনকেই ভালোবাসি "মহান আল্লাহর জন্য।
    আলহামদুলিল্লাহ।

  • @NurHossen-ms2tq
    @NurHossen-ms2tq 6 หลายเดือนก่อน +7

    জাজাকাল্লাহ খায়ের

  • @mdmojaherislam4213
    @mdmojaherislam4213 4 หลายเดือนก่อน +5

    নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্থ, কিন্তু তারা ব্যাতিত, যারা ঈমান আনে, সৎকর্ম করে, সৎকাজের উপদেশ প্রদান করে এবং ধৈর্যধারনের উপদেশ দেয়।
    সুরা আছর(২-৩)

  • @Md.Imrankhan-ch6kc
    @Md.Imrankhan-ch6kc 8 หลายเดือนก่อน +4

    আলহামদুলিল্লাহ

  • @jueltalukder2625
    @jueltalukder2625 ปีที่แล้ว +6

    Massallah

  • @forsage1214
    @forsage1214 10 หลายเดือนก่อน +21

    গোটা বাইবেলে কোথাও ইসা ( আ) নিজে বলেন নি যে আমি ঈশ্বর।
    তিনি কখনোই দাবি করেন নি।
    এখানে খ্রিস্টানরা যা করে তা হলো তারা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়।
    এই ছাড়া আর কিছুইনা

    • @mahabulalamalam8788
      @mahabulalamalam8788 9 หลายเดือนก่อน

      ভাই ওরা ওদের পাপের জন্য অবশ্যই সাজা পাবেন, কারন আমি জানি ওরা নিজেরাই জাহান্নামে যাবে এটা একদম ঠিক আমি বলছি, কারন টা বুঝে নাও ভাই আমি সব জানি ও সব দেখেছি 😢

    • @productmaster
      @productmaster 4 หลายเดือนก่อน

      তারপর সেই এগারোজন শিষ্য গালীলের সেই পর্বতে গেলেন, যেখানে যীশু তাঁদের যেতে বলেছিলেন। 17 তাঁরা তাঁকে দেখে প্রণিপাত করলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করলেন। 18 তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতি থেকে শিষ্য তৈরি করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্মa দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।

    • @productmaster
      @productmaster 4 หลายเดือนก่อน

      তারপর সেই এগারোজন শিষ্য গালীলের সেই পর্বতে গেলেন, যেখানে যীশু তাঁদের যেতে বলেছিলেন। 17 তাঁরা তাঁকে দেখে প্রণিপাত করলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ প্রকাশ করলেন। 18 তখন যীশু তাঁদের কাছে এসে বললেন, “স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে। 19 অতএব, তোমরা যাও ও সমস্ত জাতি থেকে শিষ্য তৈরি করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিষ্মa দাও। 20 আর আমি তোমাদের যে সমস্ত আদেশ দিয়েছি, সেগুলি পালন করার জন্য তাদের শিক্ষা দাও। আর আমি নিশ্চিতরূপে, যুগান্ত পর্যন্ত নিত্য তোমাদের সঙ্গে সঙ্গে আছি।

    • @productmaster
      @productmaster 4 หลายเดือนก่อน

      থোমা তাঁকে বললেন, “প্রভু, আপনি কোথায় যাচ্ছেন, আমরা জানি না, তাহলে সেই পথ আমরা জানব কী করে?”
      6 যীশু উত্তর দিলেন, “আমিই পথ ও সত্য ও জীবন। আমার মাধ্যমে না এলে, কোনো মানুষই পিতার কাছে আসতে পারে না। 7 তোমরা যদি আমাকে প্রকৃতই জানতে, তাহলে আমার পিতাকেও জানতে।b এখন থেকে তোমরা তাঁকে জেনেছ এবং দেখেছ।”
      8 ফিলিপ বললেন, “প্রভু, পিতাকে আমাদের দেখান, তাই আমাদের পক্ষে যথেষ্ট হবে।”
      9 যীশু বললেন, “ফিলিপ, এত কাল আমি তোমাদের মধ্যে আছি, তবুও কি তুমি আমাকে চেনো না? যে আমাকে দর্শন করেছে, সে পিতাকে দর্শন করেছে। তাহলে ‘পিতাকে আমাদের দেখান,’ একথা তুমি কী করে বলছ? 10 তোমরা কি বিশ্বাস করো না যে, আমি পিতার মধ্যে বিরাজ করি এবং পিতা আমার মধ্যে বিরাজ করেন? আমি তোমাদের যা কিছু বলি, তা শুধু আমার নিজের কথা নয়, বরং পিতা, যিনি আমার মধ্যে আছেন, তিনি তাঁর কার্য সম্পাদন করছেন। 11 আমি যখন বলি, পিতার মধ্যে আমি বিরাজ করি এবং আমার মধ্যে পিতা বিরাজ করেন, তখন তোমরা আমাকে বিশ্বাস করো, অন্তত অলৌকিক কর্মগুলি দেখে বিশ্বাস করো। 12 আমি তোমাদের সত্যি বলছি, আমার উপর যার বিশ্বাস আছে, আমি যে কাজ করছি, সে-ও অনুরূপ কাজ করবে, এমনকি, এর চেয়েও মহৎ সব কাজ করবে, কারণ আমি পিতার কাছে যাচ্ছি। 13 আর আমার নামে তোমরা যা কিছু চাইবে, আমি তাই পূরণ করব, যেন পুত্র পিতাকে মহিমান্বিত করেন। 14 আমার নামে তোমরা যা কিছু চাইবে, আমি তা পূরণ করব।

  • @mdyusufali9105
    @mdyusufali9105 4 หลายเดือนก่อน +1

    JazakAllah khairan to all audience and late Ahmad Didat

  • @z_Feroz
    @z_Feroz ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ।

  • @md.baharulislambabu359
    @md.baharulislambabu359 2 ปีที่แล้ว +6

    I thanks Allah. I remembered founder of Islam Muhammad (SM). I remembered all Prophets of Islam. Allah said I'm one no more, no wife's, no child's. Isa only messenger of God. Prophet Isa said God is one no more, no child's, no more.

  • @shaikulislam7126
    @shaikulislam7126 4 หลายเดือนก่อน +10

    দেওবন্দী হুজুরের ছাত্র আহমদ দিদার আর তার ছাত্র জাকির নায়েক

    • @TaslimaKhondoker-d4e
      @TaslimaKhondoker-d4e 4 หลายเดือนก่อน

      দেওবনদিরা নিজেদের ১০০% হানাফি দাবি করে।আহমেদ দিদাত আর ডঃ জাকির নায়েক নিজেদের আহলে হাদিস দাবি করেন। তথ্য দেয়ার সময় সঠিক তথ্য দিবেন। গুনাহ থেকে বাচুন।মাযহাব বাদ দিয়ে রাসুল সাঃ এর পতাকার নিচে এসে দোজখ থেকে বাচুন।

    • @abdulalim8457
      @abdulalim8457 4 หลายเดือนก่อน

      হতেও পারে -না হতেও পারে।তবে হলে দোষ নেই কারণ আজরের পুত্র ছিলো ইব্রাহিম আ:।

    • @usar97
      @usar97 4 หลายเดือนก่อน +2

      তো কি হয়েছে?

    • @anwarparvez5837
      @anwarparvez5837 3 หลายเดือนก่อน

      আপনি না বুঝে কাউকে দোষারোপ করছেন

    • @saharaislam1492
      @saharaislam1492 3 หลายเดือนก่อน

      সঠিক না

  • @iamakkach
    @iamakkach ปีที่แล้ว +3

    Ma Sha Allah.

  • @KamruFaranChristian
    @KamruFaranChristian 3 หลายเดือนก่อน +1

    Right

  • @rejonahamedprince6447
    @rejonahamedprince6447 ปีที่แล้ว +2

    amin

  • @lianvibe8531
    @lianvibe8531 4 หลายเดือนก่อน +1

    Informative

  • @SakilIslam-uy1zc
    @SakilIslam-uy1zc 3 หลายเดือนก่อน

    Alhamdulillah

  • @john.adbd1048
    @john.adbd1048 2 ปีที่แล้ว +4

    the King James Version of the Bible it is translated as: And Thomas answered and said unto him, My Lord and my God. The modern World English Bible translates the passage as: Thomas answered him, "My Lord and my God.
    John 20:28

  • @murshidkhan1936
    @murshidkhan1936 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @debaterhabib4297
    @debaterhabib4297 3 ปีที่แล้ว +5

    😍😍

    • @mdjunaid-al-masud6701
      @mdjunaid-al-masud6701 2 ปีที่แล้ว

      😆👀📖🇸🇦🌹🙋🕋😀💙🔥🤝🕋❌☝️

  • @MdRaseluddin-qb9zz
    @MdRaseluddin-qb9zz 4 หลายเดือนก่อน +1

    আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দেন

  • @মুহাম্মাদআব্দুল্লাহ-ধ১ন

    Allah is one

  • @OwasimRoy-lb9ye
    @OwasimRoy-lb9ye 4 หลายเดือนก่อน +2

    বাইবেলে অনেক জায়গায় লেখা আছে।

  • @mdnuzmulhosen1112
    @mdnuzmulhosen1112 2 ปีที่แล้ว +3

    Nic😍😶😶

  • @abkhan6758
    @abkhan6758 ปีที่แล้ว +3

    May Allah gift jannat you

  • @AbdurRahman-nn8zf
    @AbdurRahman-nn8zf ปีที่แล้ว +85

    এতো প্রমাণ দেওয়র পরে ও কি তোমরা ইমান আনবে না

    • @mir.miskatulferdush
      @mir.miskatulferdush 5 หลายเดือนก่อน

      ভাই, এরা ঈমান আনবে না, কারণ এরা কপাল পোড়া।

    • @ShaktyDas-bd8dv
      @ShaktyDas-bd8dv 4 หลายเดือนก่อน +1

      ভাই সেম তো আপনারাও আপনাদেকেও এতো প্রমাণ দিলেও আপনারা বুঝতে চান না।

    • @janukhan826
      @janukhan826 4 หลายเดือนก่อน

      কি বলছেন??দাদা​@@ShaktyDas-bd8dv

    • @MDNur-Alam-09
      @MDNur-Alam-09 4 หลายเดือนก่อน

      Ki proman den to dekhi 😵 ​@@ShaktyDas-bd8dv

    • @MerafiqulIslam-kc6yh
      @MerafiqulIslam-kc6yh 4 หลายเดือนก่อน

      ,rtty

  • @Akbarali-rj1je
    @Akbarali-rj1je 3 หลายเดือนก่อน

    অবিশ্বাসীৰা নিজেৰ ধৰ্ম গ্ৰন্থ সমন্ধে কিছুই জানেনা ওৰা অনুমানে তৰ্ক বিতৰ্ক কৰে অনুমানে তৰ্ক বিতৰ্ক কোৰে শীৰশেৰ আগ শাৰী দখল কোৰতে চায় মানুষ যদি ইশ্বৰ হোতা মানুষে মানুষে জঘৰা বিপদ কোৰে এই পৄথিৱী ধংস হৈৱে জেতো ইয়া আল্লাহ তুমি এদেৰ কে বুজ বাৰ জন্ম তৌফিক দান কোৰো আমিন

  • @OwasimRoy-lb9ye
    @OwasimRoy-lb9ye 4 หลายเดือนก่อน +1

    বাইবেলে জোড়া পদ আছে।যেটা আপনি জানেন না।

    • @mdrabbyislam6584
      @mdrabbyislam6584 4 หลายเดือนก่อน

      তোদের পুরো ইহুদি জাতি যে জ্ঞান অর্জন করতে পারবে না
      তা আমাদের আল্লাহ তাঁকে দিয়েছে

  • @mdyusufali9105
    @mdyusufali9105 4 หลายเดือนก่อน +1

    Most of my traditional Christian brothers are misunderstood about Prophet Isha pbuh that he is God. Really all Prophets are human and Messenger of God. Isha or Jesu pbuh is also a messenger of God like Musa or Moses pbuh

    • @patrickgomes2757
      @patrickgomes2757 3 หลายเดือนก่อน

      Jesus Christ was Son of God that is why he performed numerous miracles, could you show that anyone did numerous miracles like Jesus ? Not at all possible.

  • @mdmojaherislam4213
    @mdmojaherislam4213 4 หลายเดือนก่อน

    🇧🇩❤❤😊

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 4 หลายเดือนก่อน +4

    কোরআনের নিম্নে উল্লেখিত আয়াতগুলোতেই প্রমাণিত হয়েছে ঈসা আল্লাহর সন্তান পরিচয়ে মূলত দুনিয়ায় মানুষরূপী আল্লাহ।
    আল্লাহ বলেছে "জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে" (কোরআন - ২৯ঃ৫৭), শুধুমাত্র আল্লাহ চিরঞ্জীব (কোরআন - ০৩ঃ০২, ২৫ঃ৫৮)। ঈসার মৃত্যু হয়নি, আল্লাহ ঈসাকে সশরীরে তার কাছে তুলে নিয়েছে, সেই থেকে ঈসা আল্লাহর কাছে আরশে আছে (কোরআন - ০৩ঃ৫৫ ও ০৪ঃ১৫৮)। ঈসা চিরঞ্জীব এবং আরশে আছে আল্লাহর যেসব গুণাবলী ও ক্ষমতা আছে সেসবের কিছু ঈসা পৃথিবীতেই নিজের মধ্যে থাকার প্রমাণ দিয়েছে। যেমন - ঈসার কাছে কোনো ফেরেশতা ওহী নিয়ে আসেনি, ঈসার মুখের কথাই ইঞ্জিল (কোরআন - ১৯ঃ২৯-৩০)। কোরআনে ইঞ্জিলকে আল্লাহর বানী বলা হয়েছে, অর্থাৎ কোরআনে ঈসাকে দুনিয়ায় মানবরূপী আল্লাহ বলে স্বীকার করে নেওয়া হয়েছে। ঈসা মাটির তৈরী পাখিতে প্রাণ সঞ্চার করেছে, জন্মান্ধকে দৃষ্টিমান করেছে, শ্বেত-কুষ্ঠ রোগীকে সুস্থ করেছে, মৃতকে জীবিত করেছে, কে কী খেয়ে এসেছে ও কে কী ঘরে রেখে এসেছে সেসব বলে দিতে পেরেছে (কোরআন - ০৩ঃ৪৯, ০৫ঃ১১০)। এসবই তার গায়েবী এলেম থাকার প্রমাণ দিয়েছে, যেসব একমাত্র আল্লাহরই আছে। কোরআনে বলা হয়েছে ঈসা তাওরাত সত্যায়ন করেছে (০৫ঃ৪৬, ৬১ঃ০৬)। এবং কোরআনে আল্লাহ এও বলেছে কোরআন পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে, অর্থাৎ আল্লাহ নিজেই পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করেছে (কোরআন - ০৫ঃ৪৮, ১০ঃ৩৭)। অর্থাৎ আল্লাহ কোরআনপূর্ব কিতাবগুলো সত্যায়ন করেছে, এবং ঈসা ইঞ্জিলপূর্ব কিতাব সত্যায়ন করেছে। সুতরাং
    তাহলে মানেটা কী দাঁড়ালো? আল্লাহ নিজেই দুনিয়ায় মানবরূপে ঈসা পরিচয়ে ছিলো বলেই তাওরাত সত্যায়ন করতে পেরেছে, তাই নয় কি?
    ০৩. সূরা আল্-ইমরান
    ০২. আল্লাহ্ ছাড়া কোন উপাস্য নেই, তিনি চিরঞ্জীব, সবকিছুর ধারক।
    ২৫. সূরা আল-ফোরকান
    ৫৮. আপনি সেই চিরঞ্জীবের উপর ভরসা করুন, যার মৃত্যু নেই এবং তাঁর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করুন। তিনি বান্দার গোনাহ্ সম্পর্কে যথেষ্ট খবরদার।
    ২৯. সূরা আল-আনকাবুত
    ৫৭. জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে।
    ০৩. আল্-ইমরান
    ৪৬. যখন তিনি মায়ের কোলে থাকবেন এবং পূর্ণ বয়স্ক হবেন তখন তিনি মানুষের সাথে কথা বলবেন। আর তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হবেন।
    ৪৭. তিনি বললেন, ‘পরওয়ারদেগার! কেমন করে আমার সন্তান হবে; আমাকে তো কোন মানুষ স্পর্শ করেনি’! বললেন, এ ভাবেই’ । আল্লাহ্ যা ইচ্ছা সৃষ্টি করেন। যখন কোন কাজ করার জন্য ইচ্ছা করেন তখন বলেন যে, ‘হয়ে যাও’ অমনি তা হয়ে যায়।
    ৪৮. আর তাকে তিনি শিখিয়ে দেবেন কিতাব, হিকমত, তওরাত, ইঞ্জীল।
    (কমেন্টের বাকী অংশ নীচের কমেন্ট বক্সে)

    • @sofiqulislam1462
      @sofiqulislam1462 4 หลายเดือนก่อน

      ঈসা আ: আমাব পৃথিবীতে আসবেন,এবং তিনি কিছুকাল পর আবার মৃত্যু বরণ করবেন।।
      কোরআনও হাদিসএ তাই বলা আছে

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 4 หลายเดือนก่อน

      @sofiqulislam1462
      কোরআনের কোথায়ও লেখা নাই যে, ঈসা পুনরায় দুনিয়ায় ফিরে আসবে।

    • @RonyFrancis-g2u
      @RonyFrancis-g2u 4 หลายเดือนก่อน

      ​@@bonggojbihonggo991তোদের কোরআনে ভুল আছে

  • @draokumarreang9656
    @draokumarreang9656 3 หลายเดือนก่อน

    Jesus said, before Abraham was I am.

  • @HaasiimBadka
    @HaasiimBadka 4 หลายเดือนก่อน +1

    Jisu ja bolchey idhar ek. Khotata ek na ami I idhar ek.Amra jani jisu ek paigamber chilen crichtain der.Jisu khrichto tane ek kristro dharmer jajok chillen.Tsbe idhar jisu ke bola jabe na.

  • @abuzafarsardar2487
    @abuzafarsardar2487 4 หลายเดือนก่อน +1

    আমার কোন অবদানকে তোমরা অধিকার করো?

  • @AmirHossain-le9xx
    @AmirHossain-le9xx 4 หลายเดือนก่อน +1

    Gajakhor golpo....

  • @King_Rafi_10
    @King_Rafi_10 7 หลายเดือนก่อน +3

    আহমদ দিদারের ছাত্র হচ্ছে ডক্টর জাকির নায়েক

  • @ShaktyDas-bd8dv
    @ShaktyDas-bd8dv 4 หลายเดือนก่อน

    একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তিনিই ভগবান ও তিনিই স্রষ্টা ও তিনিই সবকিছুর উর্ধে,
    অবতার রুপে জন্মগ্রহণ করেছিলেন ৫২৪৯ বছর আগে।
    Hare krishna 🙏🥰

    • @dreamrr17
      @dreamrr17 4 หลายเดือนก่อน +1

      Jonmo niye mone hoi prithibi toiri korechilo?

    • @ShaktyDas-bd8dv
      @ShaktyDas-bd8dv 4 หลายเดือนก่อน

      @@dreamrr17 আপনাকে কথার অর্থ বুঝতে হবে আগে, অবতার রুপে জন্মগ্রহণ করেছিলেন বলেছি, আপনি আরও সহজ করে বুঝতে হলে ইউটিউবে চার্জ দিন
      ( শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন )
      এগুলো আমরা লুকিয়ে রাখিনি।
      বিশ্বরূপ দর্শনে সবকিছু পেয়ে যাবেন ভগবান কিভাবে মানুষ রুপে জন্মগ্রহণ করে।🙏

    • @mishkaturrahman3329
      @mishkaturrahman3329 4 หลายเดือนก่อน

      তিনি বলদ ছিলেন তাই এই কথা বলেছিলেন

    • @ShaktyDas-bd8dv
      @ShaktyDas-bd8dv 4 หลายเดือนก่อน

      @@dreamrr17 এগুলো আপনার উদ্ভট কথা বার্তা ভাই, আপনি এক কাজ করতে পারেন ইউটিউবে চার্জ দিয়ে দেখে নিতে পারেন আমার কথা সঠিক কি না।
      চার্জ👉 শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন?

    • @sabbirahmed-hn4nh
      @sabbirahmed-hn4nh 3 หลายเดือนก่อน

      তোমরা তো আহলে কিতাবের আওতায় নাই।।ফাও আলাপ কইরো না ভাই

  • @bimalroy387
    @bimalroy387 4 หลายเดือนก่อน

    Chhagol huzur

  • @md.abdur.rahmaneidul296-wj9sm
    @md.abdur.rahmaneidul296-wj9sm 4 หลายเดือนก่อน +31

    শায়খ আহমদ দিদার ( র.)আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন
    ডক্টর জাকির নায়েক এর ওস্তাদ আহমদ দিদার র.

  • @mzoomhossain1990
    @mzoomhossain1990 4 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ

  • @md.nurolislam5301
    @md.nurolislam5301 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @MdsumonRohman-im7hl
    @MdsumonRohman-im7hl 4 หลายเดือนก่อน +7

    ঈসা নবীকে আপনারা কেন যীশু বলেন বলেন তাতে দুঃখ নাই কিন্তু তিনি কেন আল্লাহ হবেন বরং আল্লাহ পাকই তো তাকে নবী হিসেবে পাঠিয়ে দিয়েছিল কেন তিনি একজন সৃষ্টিকর্তা হতে যাবেন তিনি তো আমাদের মত একজন মানুষ এবং নবী ছিলেন মুসলিম ব্যতীত বাকি সমস্ত ধর্মের অনুসারী যারা তারা মারাত্মক ভুলের ভিতরে ডুবে আছে

    • @patrickgomes2757
      @patrickgomes2757 3 หลายเดือนก่อน

      Only a man can’t do numerous miracles. Jesus was Man and God at the same time.
      God, Son and Holy Spirit = One God.Being a simple man can not understand the Trinity.

    • @antiby9203
      @antiby9203 3 หลายเดือนก่อน

      আসসালামু আলাইকুম ভাই এটা বাইবেলের বাসা বলা হয়েছে যেন খ্রিস্টানরা বুঝতে পারে এবং বাইবেল খুব উদ্ধৃতি দিচ্ছে যে ঈসা আঃ আল্লাহর পুত্র নন আল্লাহর রাসূল এইজন্য আর অবশ্যই ঈসা আঃ আল্লাহর একজন নেক্কার রাসুল আশা করি বুঝছেন আসসালামু আলাইকুম

  • @Durulhoda5138
    @Durulhoda5138 ปีที่แล้ว +26

    আল্লাহ্ তোমার দায়িকে জান্নাতুল ফেরদাউস দান করুন

  • @bolbonbolbon7935
    @bolbonbolbon7935 5 หลายเดือนก่อน +16

    আল্লাহ সকল ইসলামিক ইস্কলার কে জান্নাত দান করুন।

  • @golammostafa3994
    @golammostafa3994 5 หลายเดือนก่อน +11

    আমাদের অজান্তেই এ কথাটা বলা হয়ে থাকে , যা আমরা কখনও ভেবে দেখি না। যেমন আমরা বলে থাকি , আল্লাহ একজন আছেন। আসলে , আল্লাহ তো মানুষ নন। " জন " শব্দটি শুধু মানুষের বেলায় প্রযোজ্য। কারণ , " জন " অর্থ মানুষ বা লোক।

  • @rejonahamedprince6447
    @rejonahamedprince6447 ปีที่แล้ว +10

    আল্লাহ্ তোমার দায়িকে জান্নাতুল ফেরদাউস দান করুন

  • @sazzadmohsin4659
    @sazzadmohsin4659 ปีที่แล้ว +16

    মাশাআল্লাহ আল্লাহ আপনি উনাকে জান্নাত দান করুন।

  • @Mdnajimkhin-k5e
    @Mdnajimkhin-k5e 4 หลายเดือนก่อน +8

    আলহামদুলিল্লাহ ইসলাম হলো শান্তর ধর্ম আসন ইসলামের পথে চলী জীবন অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ

  • @mdashik301
    @mdashik301 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @mehedi100k91
    @mehedi100k91 4 หลายเดือนก่อน +3

    ড. আহমদ দিদাত জিন্দাবাদ
    আহলে সুন্নাত জিন্দাবাদ ❤️

  • @shiblirahman9524
    @shiblirahman9524 ปีที่แล้ว +3

    May grant Allah him jannatul ferdaous higher position.

  • @LATEEFMir-o8t
    @LATEEFMir-o8t 2 หลายเดือนก่อน +1

    😂
    Urdu language mein Maulana Ahmed deedat

  • @HaasiimBadka
    @HaasiimBadka 4 หลายเดือนก่อน +1

    IhuduAmi tomader ishar ar keu nei ami chra.Ei kotha thik hoi nai.

  • @sumonmia7184
    @sumonmia7184 ปีที่แล้ว +4

    মাশাআল্লাহ

  • @MdShakayet-b3z
    @MdShakayet-b3z 4 หลายเดือนก่อน +2

    জাযাকাল্লাহ খাইরান

  • @MdmanikMiya-mr6iu
    @MdmanikMiya-mr6iu 4 หลายเดือนก่อน +1

    এত সুন্দর প্রমাণ দিতাছে তারপরও মানুষ তোমরা বিশ্বাস করো করো না ইসলাম ঈশ্বরের বাণী

  • @farukmalik508
    @farukmalik508 ปีที่แล้ว +2

    We are proud we are muslim 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @LoveYou-e4x
    @LoveYou-e4x 6 หลายเดือนก่อน +2

    Alhamdulillah 🤍

  • @AnoarBoiea
    @AnoarBoiea 3 หลายเดือนก่อน

    কথার ব্যবসা মূলত টাকা।টাকার নাম কি?

  • @mdzehadislam936
    @mdzehadislam936 ปีที่แล้ว +2

    মাশআল্লাহ

  • @AlbertModhu
    @AlbertModhu 4 หลายเดือนก่อน

    মথি ৪ অধ্যয় ৭ পদে আছে ।
    যীশু তাহাকে কহিলেন আবার লেখা আছে , তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না ।

  • @sknajarul5755
    @sknajarul5755 ปีที่แล้ว +2

    Nice

  • @zaidul1234-xo5uu
    @zaidul1234-xo5uu ปีที่แล้ว +2

    Alhamdulillah

  • @riyazkhan4115
    @riyazkhan4115 2 ปีที่แล้ว +2

    Masallha

  • @AnwarHossain-l6g
    @AnwarHossain-l6g 2 หลายเดือนก่อน

    Alhamdulillah

  • @DrimanHossain
    @DrimanHossain 7 หลายเดือนก่อน +1

    Zazakomullahu khiron

  • @GreenEarth-n1s
    @GreenEarth-n1s 3 หลายเดือนก่อน

    Ahmed deedat❤️❤️❤️🇧🇩✔️

  • @Islamicsongsbyzahid
    @Islamicsongsbyzahid 3 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ

  • @mdumorfarukbadhon3467
    @mdumorfarukbadhon3467 4 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ

  • @mdmojaherislam4213
    @mdmojaherislam4213 4 หลายเดือนก่อน

    হাল্কা ভুল হইচে,আল্লাহ একজনই, তিনি এক ধর্মই দিয়েছেন!!?
    ভিন্ন ভিন্ন ধর্ম নয়, তিনি মানুষকে সৃষ্টি করছেন তাহার ইবাদত করার জন্য, কোনো পুতুল, মুর্তি, পাথর, মানুষকে ইবাদত করার জন্য বলে নাই!?
    সুরা ইখলাছ, দেখেন সবই ভুজবেন।
    ১/ তিনি এক ও অদ্বিতীয়।
    ২/তাহার কোনো শরিক নেই।
    ৩/তাহার কোনো পিতা-মাতা ও সন্তানাদি নেই।
    ৪/তিনি এক ও অদ্বিতীয়, তাহার কোনো ছবি কিংবা ফটোগ্রাফ নেই।তিনি মহান।
    যারা প্রকৃতভাবে এসব মানে তারাই প্রকৃত ইমানদার, সে যেই হোক, মুসলিম কিংবা ভিন্ন ধর্মী কেউ। আর যারা বিভিন্ন মরন নেশায় মেতে থাকে, তাহার জন্য তাহারা অবশ্যয়ই শাস্তি পাবে পরকালে এবং দুনিয়াতে।
    কাহারো ছাড় নেই, কেউ অনু পরিমান সৎ কাজ করলেও তাহা লিখা হয়,অসৎ করলেও লেখা হয়, মুসলিম কিংবা অমুসলিম।
    সকল অপরাধিই সমান।

  • @alhadi8599
    @alhadi8599 5 หลายเดือนก่อน +1

    Alhumdolillah.

  • @BadiyanathSarkar
    @BadiyanathSarkar 4 หลายเดือนก่อน +1

    Islam.dharm.mithya.badi.dharma

    • @Rahulali-m4q8e
      @Rahulali-m4q8e 4 หลายเดือนก่อน

      Islam is the best religion of the world.