রাম গরুড়ের ছানা , কবি :সুকুমার রায় Ramgorurer Chhana)Sukumar Ray
ฝัง
- เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025
- রাম গরুড়ের ছানা
#bangla_kobita #Sukumar_Ray #Chotoder_kobita
কবিতা~ রাম গরুড়ের ছানা (Ramgorurer Chhana)
কবি~ সুকুমার রায় (Sukumar Ray)
কণ্ঠে~ গাজী ইউসা সিদ্দিকী( GAZI YOUSA SIIDDIQUIE)
রাম গরুড়ের ছানা
(সুকুমার রায়)
রামগরুড়ের ছানা হাসতে তাদের মানা,
হাসির কথা শুনলে বলে,
"হাসব না-না, না-না !"
সদাই মরে ত্রাসে- ঐ বুঝি কেউ হাসে !
এক চোখে তাই মিটমিটিয়ে
তাকায় আশেপাশে ।
ঘুম নেই তার চোখে আপনি ব'কে ব'কে
আপনারে কয়, "হাসিস যদি
মারব কিন্তু তোকে !"
যায় না বনের কাছে, কিম্বা গাছে গাছে,
দখিন হাওয়ার সুড়সুড়িতে
হাসিয়ে ফেলে পাছে !
সোয়াস্তি নেই মনে- মেঘের কোণে কোণে
হাসির বাষ্প উঠছে ফেঁপে
কান পেতে তাই শোনে ।
ঝোপের ধারে ধারে রাতের অন্ধকারে
জোনাক জ্বলে আলোর তালে
হাসির ঠারে ঠারে ।
হাসতে হাসতে যারা হচ্ছে কেবল সারা,
রামগরুড়ের লাগছে ব্যাথা
বুঝছে না কি তারা ?
রামগরুড়ের বাসা ধমক দিয়ে ঠাসা,
হাসির হাওয়া বন্ধ সেথায়,
নিষেধ সেথায় হাসা ।