বেলি ফুল। কলমে : তানভীর আহমেদ। কণ্ঠে : নূর নূফা।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • বেলিফুল(তানভীর)
    তোমারে দেখিবার লোভ হয় আমার প্রতি ন্যানো সেকেন্ডে।
    তোমায় পাইবার মাত্র আমি সব ভুলিয়া যাইতাম।
    তোমাকে দেখিবার স্বাদ জাগে আমার মস্তিষ্কের প্রতিটা নিউরনে।
    তোমাকে একবার দিখিবার লাগিয়া আমি অন্ধকারে আলোর সন্ধান করিতাম।
    তোমার মাথায় বেলি ফুলের গাজরা গুচে দেওয়ার জন্য আমি ১০০ বিগা জমিতে বেলিফুলের চাষ করিয়াছি।
    ফুল ফুটে, মালা তৈরি হয়, গন্ধ ছড়ায় তোমার দেখা মিলে না।
    শত বছার চলিয়া যায়।
    যায় যুগের পড় যুগ।
    তোমারে না দেখার আক্ষেপ আমার চিরস্থায়ী হয়।আমার আত্মা চিরস্থায়ী হবে।
    দেহো থেকে মাংস যাবে খসে পড়ে।
    আমর করবের উপর রোপন করা হবে বেলি ফুলের চারা।
    আমি জানি, আমি জানি তুমি আসবে।
    তুমি আসবে আমার কবরের পাশে।
    তোমার কোমল স্পর্শে ছুয়ে দিবে তোমার জন্য রোপন করা সেই বেলি ফুলের পাপড়িতে।
    ফুলেরাও তাদের হাজার বছরের তৃষ্ণা মিটাবে।
    শুধু আমি,শুধু আমিই পিপাসিত হয়ে কবরের চার দেয়ালে আটকা পড়ে যাবো।
    তোমার চোখের কোনে জমে থাকা মেঘের কনা গুলো গড়িয়ে পরবে আমার কবরে।
    আমার আত্মা তখন ছুটে চলে আসবে তোমার নীড়ে।
    যেকিনা এতো গুলো বছর দেহের অবর্তমানে তোমায় খুজিয়াছে।
    এরই মাজে হয়তো তোমায় দেখার আক্ষেপ আমার পূর্নতা পাবে।
    #poetry #কবিতা #আবৃত্তি

ความคิดเห็น • 1

  • @NAYEM5683
    @NAYEM5683 หลายเดือนก่อน

    😊😊