মাকে ছাড়া জীবনের আপডেট

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 มิ.ย. 2024
  • অনুগ্রহ করে আপনাদের সকল বয়স্ক প্রিয়জনদেরকে এবং নিজেকে নিউমোনিয়া বা অন্য যে কোনো রোগের টিকা দিন যা একটি ভ্যাকসিন দ্বারা নিরসন করা যেতে পারে।
    ভিডিওতে আমি এটি উল্লেখ করতে ভুলে গিয়েছি, কিন্তু আমি স্বাস্থ্যকর খাবার খাচ্ছি, ব্যায়াম করছি এবং ভালো থাকার জন্য আমার যা করা উচিত তা সবই করছি। এই অংশটুকু নিয়ে চিন্তা করবেন না। আমি ধন্যবাদ জানাই আমার বন্ধু মানু এবং বারজানকে, যারা বালিতে আমার পাশে ছিলো যখন আমি খবরটি শুনি। সেই সাথে আমি ধন্যবাদ জানাই দেশের আমার সকল বেস্টফ্রেন্ডদের, সেইদিন থেকে আমার খেয়াল রাখার জন্য।

ความคิดเห็น • 3.3K

  • @NadirOnTheGoBangla
    @NadirOnTheGoBangla  5 วันที่ผ่านมา +2701

    অনুগ্রহ করে আপনাদের সকল বয়স্ক প্রিয়জনদেরকে এবং নিজেকে নিউমোনিয়া বা অন্য যে কোনো রোগের টিকা দিন যা একটি ভ্যাকসিন দ্বারা নিরসন করা যেতে পারে।

    • @user-ip2dx4co1o
      @user-ip2dx4co1o 5 วันที่ผ่านมา +24

      আমি নিজেও আজ এক সপ্তাহ যাবত ভুগছি সাধারণ জ্বর ভাবছিলাম আজ নিওমোনিয়া ধরা পড়লো

    • @Mastarfan
      @Mastarfan 5 วันที่ผ่านมา +9

      আল্লাহ তায়ালা আপনাকে সুস্থতা দান করুন আমীন 🤲🏻

    • @miturahim3028
      @miturahim3028 5 วันที่ผ่านมา

      আব্বু,
      অনেক দিন ধরেই আমার খুব ইচ্ছে ছিল তুমি দেশে আসলে তোমার মামনি, বাবা, বোন সহ তোমাকে আমার বাসায় দাওয়াত দিব, তোমাদেরকে আমি রান্না করে খাওয়াব। যখনই ভেবেছি তোমাকে টেক্সট করব, আমার বাচ্চারা বলত, "মা, নাদির তোমার টেক্সট এর রিপ্লাই দিবেনা "। এসব ভেবে আর তোমাকে কখনও টেক্সট করা হয়নি। আপার (তোমার মামনি) চলে যাওয়াটা আমি এখনও মেনে নিতে পারিনা। উনার সাথে তোমার বন্ধুত্ব দেখে খুব ভালো লাগে আমার। আমিই ভাবতে পারিনা আর তোমার বা তোমাদের সবার জন্য তো আরও কঠিন।। তুমি যদি allow কর তাহলে আমি একদিন একটু কিছু রান্না করে তোমাকে পাঠাতে চাই, বাবা। আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম ব্যবহার করিনা। তুমি রিপ্লাই দিলে আমার বাচ্চাদের কারো ইন্সটাগ্রাম থেকে তোমার সাথে যোগাযোগ করতে পারি। ভালো থাকো, বাবা, আল্লাহ তোমাকে আর তোমার পরিবারের সবাইকে এই কঠিন সময় পার করার শক্তি দিক।।

    • @Mrfarukgamingo1
      @Mrfarukgamingo1 5 วันที่ผ่านมา +5

      আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি অনেক ভাল আছেন আমি অনেকদিন যাবৎ আপনার ভিডিও গুলো দেখি অনেক ভালো লাগে আমি আপনার ভিডিও ব্যবহার করতেছি ফারুক অন ব্লগ নামে একটি আইডিতে ভিডিওগুলা ব্যবহার করতেছি আমি কি আপনার ভিডিওগুলো ব্যবহার করতে পারব????? জানাবেন একটু

    • @Mrfarukgamingo1
      @Mrfarukgamingo1 5 วันที่ผ่านมา +3

      ভাই আমি কি আপনার ভিডিও ছেড়ে কোন দোষ করছি আপনার গ্রুপের ফেসবুক গ্রুপের এডমিন টা আমাকে একটা দিয়ে দিছে মিডিয়ার মধ্যে যদি এ সমস্যা হয় তাহলে আমাকে বলতেন স্ট্রাইক কেন দিছে ❤❤❤❤

  • @PCBuilderBangladesh
    @PCBuilderBangladesh 5 วันที่ผ่านมา +4998

    নাদির আপনার ভিডিওতে আপনার মাকে অনেকবার দেখেছি। খুব আপন মনে হত খালাম্মাকে। সন্তানের জীবনে মা হারানোর থেকে কষ্টের আর কিছু নেই। আশা করি তিনি আরো ভালো কোথাও আছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।

  • @hktdiary
    @hktdiary วันที่ผ่านมา +22

    গত বছরের এই সময়ে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। বাচানোর অনেক চেষ্টা করেছিলাম কিন্তু মহান রাব্বুল আলামীন উনার হায়াত অতটুকুই রেখেছিলেন৷ এক বছর পেরিয়ে গেছে, এখন বুঝতে পারছি জীবনের কি অমূল্য সম্পদ ই না হারিয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করি যেন পৃথিবীর সব বাবা মা ভাল থাকে। রাব্বিল হামহুমা কামা রাব্বায়ানি সাগিরো

  • @MehediHasan-1988
    @MehediHasan-1988 วันที่ผ่านมา +20

    নাদির চোখের পানি লুকিয়ে অনেক কষ্ট নিয়ে কথা গুলো বলছে, আল্লাহ নাদিরের আম্মাকে জান্নাত নসিব করুক আমিন। আমার মত সকল দর্শকদের জীবিত মায়েদের মাঝে বেচে থাকবে নাদিরের মামনি।

  • @polashawon
    @polashawon 2 วันที่ผ่านมา +12

    মা মানেই ঘর,মা নাই তো ঘর নাই।
    যে হারিয়েছে সেই বুঝবে।আমাদের মা যতদিন আছে জীবিত,আমরা কল্পনাও করতে পারিনা মা ছাড়া জীবন।কিন্তু নিয়তি তো মেনে নিতেই হয়।
    আল্লাহ আপনার মা কে শান্তিতে রাখুক।

  • @tanvirhafij4923
    @tanvirhafij4923 5 วันที่ผ่านมา +379

    ছেলেটা এক বুক চাপা কষ্ট নিয়ে পুরো ভিডিওটা কথা বলবো।স্পষ্ট বুঝা যাচ্ছে, চোখে পানি টলটল করছে। ছেলেরা যে চাইলেই হাউমাউ করে করে কান্না করতে পারে না উনি তার আর একটা প্রমাণ। যা-ই হোক দোয়া করি আল্লাহ পাক আপনার মাকে জান্নাত নসিব করুক। আমিন।

    • @farhantareqofficial129
      @farhantareqofficial129 4 วันที่ผ่านมา

      🫠🫠

    • @fatemajesmin4741
      @fatemajesmin4741 4 วันที่ผ่านมา

      Allah tomake dhorjo din

    • @k.m.rsgamingyt3072
      @k.m.rsgamingyt3072 4 วันที่ผ่านมา +5

      Same kahini ta jodi kono.. onno celebrity r shathe hoto.. tahole at least video r jonno haw maw kore ovinoy korto 😅

  • @mirhamuddinmahmud6067
    @mirhamuddinmahmud6067 วันที่ผ่านมา +4

    বুকের ভিতর হাজার কষ্ট নিয়ে কথাগুলো বলছে। আন্টিকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।

  • @RoamingwithHasan
    @RoamingwithHasan 4 วันที่ผ่านมา +65

    রাব্বির হামহুমা কামা রাব্বাই আনি সাগিরা।
    আল্লাহ আপনার মামণি কে জান্নাত নসিব করুন। আমার আম্মুও নিউমোনিয়া আক্রান্ত হয়ে ২০১৯ এ চলে গেছেন। সকল মা দের জন্য দোআ এবং ভালবাসা। ❤

    • @smsislam9219
      @smsislam9219 วันที่ผ่านมา

      Maa er jonne bashi bashi dowa-kalam Koro, Mayer pokkhe Dan-sadakh Koro..... Sontan hishabe nijai nijai dowa Koro 😢

  • @BissoyBangla
    @BissoyBangla 5 วันที่ผ่านมา +336

    দোয়া করি আল্লাহ আপনার আম্মু কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর আপনাকে ধৈর্য ধারন করার ক্ষমতা দিন। আমিন।

    • @shadabhossain
      @shadabhossain 5 วันที่ผ่านมา

      তুই কিভাবে চিনিস তারে

    • @skhatun9813
      @skhatun9813 5 วันที่ผ่านมา +1

      Amin

    • @desayeedcharles5242
      @desayeedcharles5242 5 วันที่ผ่านมา +6

      ​@@shadabhossain একজন ভদ্র মানুষ কখনো এরকম আচরণ দেখান না। নিজেকে ছোট করবেন না।

  • @user-hj5vn4zj5i
    @user-hj5vn4zj5i 5 วันที่ผ่านมา +348

    আমার আম্মাকে নিয়ে ২০২১ সালে প্রায় ১০ দিনের মতো আইসিউতে ছিলাম। আম্মার তখন করোনা থেকে নিউমোনিয়া হয়ে গেসিলো। আম্মার এতো বাজে অবস্থা হয়ে গেসিলো যে বাঁচার সম্ভাবনা কম ছিলো অনেক। কিন্তু আল্লাহর অশেষ রহমতে, উনার দয়ায় আম্মা বেঁচে ফিরলেন। ভাই, আমি আপনার ব্যাপারটা একটু হলেও ফিল করতে পারতেসি। নিয়মোনিয়া এতোটা ভয়ংকর কিছু হতে পারে তখনই বুঝছিলাম প্রথম। ভাই, একটু শক্ত থাকেন, মহান আল্লাহ তা'আলা আপনাকে শক্ত হওয়ার শক্তি দিক।
    হে আল্লাহ, আন্টিকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন।

    • @maheennoor
      @maheennoor 5 วันที่ผ่านมา +7

      নিউমোনিয়া বাচ্চা ও বয়স্কদের কাবু করে ফেলে। সময় খুব কম দেয়।সময় মত চিকিৎসা পেলে সারভাইভ করে।

    • @irinakter9390
      @irinakter9390 5 วันที่ผ่านมา

      ভাইয়া আপনি কী টিকটিক এর Tonmoys dairy???

  • @NazmunRipa
    @NazmunRipa 37 นาทีที่ผ่านมา +1

    সন্তানের কাছ থেকে বাবা মা হারানোর কষ্ট আর বাবা মার কাছ থেকে সন্তান হারানোর কষ্ট, এর থেকে পৃথিবীতে আর বড় কষ্টের কিছু নেই। আল্লাহ তোমার ধৈর্য ধারণ করার শক্তি দান করুন। আমিন

  • @ashikur95
    @ashikur95 16 ชั่วโมงที่ผ่านมา +3

    জীবন চলমান,
    আমার 20 বছর বয়সে মা মারা যায়। আমার পকেটের 200 টাকাও ছিলো না। কোনো চাকরী ছিলো না। কোনো সাপোর্ট ছিলো না। এক বড় ভাইয়ের অফিসে রাতে ঘুমাইতাম। আন্টির বাসায় খেতাম। কিন্তু আল্লাহ আমাকে ছেড়ে যায় নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে আসতে আসতে সব দিচ্ছে।
    কিন্তু মায়ের স্মৃতি গুলা এখনো আমায় কষ্ট দেয়। আপনাকেও দিবে, তাই মায়ের জন্য বেশি বেশি দোয়া করেন, দান সদকা করেন

  • @sunnyafm6127
    @sunnyafm6127 5 วันที่ผ่านมา +91

    মা হারানোর থেকে কষ্টের আর কিছু নেই।আমার মা নেই আজ ২৯ বছর চলে, আল্লাহ পাক আমাদের মায়েদের জান্নাতবাসী করুক। আমিন

  • @shaon880
    @shaon880 5 วันที่ผ่านมา +84

    কান্না লুকাতে নাদির ভাই'র ডান দিকে বার বার থাকানো দেখে আমার চোখে পানি এসে গেল

    • @MdMehedi-by7ge
      @MdMehedi-by7ge วันที่ผ่านมา

      ওটা বাম সাইড

  • @situmo-ni6wu
    @situmo-ni6wu 4 วันที่ผ่านมา +23

    নাদির,
    আমিও আমার ১৮ বছর বয়সে মা কে হারিয়েছি। ২০২৩ সালে। আমি আপনার অনেক ছোট আমি আল্লাহর ওপর ভরসা রেখেছি। আপনিও রাখুন। মা কে নিজের মাঝে জীবিত রাখুন। মাকে মনে করুন। তার জান্নাত কামনা করুন। মায়ের স্বপ্ন কে সত্যি করতে এগিয়ে যান।❤

  • @debla3778
    @debla3778 4 วันที่ผ่านมา +39

    আমার আব্বুকে আমি নিজের সামনে মারা যেতে দেখেছি..
    সুস্থসবল আব্বু আমার এভাবেই হঠাৎ করে চলে যায়। আল্লাহ আমাদের মৃত বাবা-মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন...আমিন।

  • @shrahmd
    @shrahmd 5 วันที่ผ่านมา +306

    মায়ের মৃত্যুর খবরের চাইতে কষ্টের খবর আর নাই ভাই। আন্টিকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসীব করুক।

  • @mistiafa223
    @mistiafa223 5 วันที่ผ่านมา +24

    বাবা,
    তুমি বিয়ে করে নিজের একটা ফ্যামিলি গড়ে নাও। তোমার আম্মাও সব সময়েই মনে প্রানে সেটা চেয়েছে বলে আমার মনে হয়।
    বল্লেইতো বিয়ে হয়না, মনের মত একজন মানুষ, পাওয়াটা not so easy. কিন্তু তবুও ট্রাই করবো। একজন মা হিসেবে আমিও মনে প্রানে চাই।

  • @banglascene2247
    @banglascene2247 15 ชั่วโมงที่ผ่านมา +2

    আপনি একজন অত্যন্ত নম্র মানুষ বাংলাদেশের প্রেক্ষিতে এর প্রধান কারন নিশ্চয় আপনার আব্বু আম্মু অত্যন্ত সৎ মানুষ খুবই পরিচ্ছন্ন পরিবার আপনার আম্মু আব্বু সহ পরিবারের সবার জন্য দোয়া রইল

  • @mdsifulislam4862
    @mdsifulislam4862 5 วันที่ผ่านมา +10

    আমাদের যাদের মা বাবা বেঁচে আছে আমরা সর্বোচ্চ দিয়ে ভালবাসবো এবং চেষ্টা করব সব সময় উনাদেরকে খুশি রাখতে।
    নাদির ভাইয়ের আম্মুর জন্য দোয়া রইল, আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।

  • @amin3090
    @amin3090 5 วันที่ผ่านมา +168

    কষ্টটা লুকানোর চেষ্টা করছেন, আপনার মামনিকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুক

  • @shajahankhan7049
    @shajahankhan7049 5 วันที่ผ่านมา +157

    কষ্টটা লুকানোর চেষ্টা করছেন, আপনার মামনিকে আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন

  • @rokeyapervin6137
    @rokeyapervin6137 2 วันที่ผ่านมา +3

    নাদির তুমি আমার সন্তানের মতো তোমার কথা শুনে চোখে পানি ঝরছে। রাব্বুল আলামিন তোমাকে যেন ভালো রাখেন। মা বাবা একদিন চলে যায়, তুমি মায়ের দোয়ায় ভালো থাকবে বাবা। রাব্বুল আলামিন যেন তোমার মাকে জান্নাতবাসী করেন।

  • @Selinaoc
    @Selinaoc 3 วันที่ผ่านมา +4

    কথাগুলো শুনতে শুনতে আমার চোখ ভিজে গেল ।আহা ! সন্তান তার "মা" নেই এই কষ্ট চেপে কথাগুলো বলছে ,কষ্ট চাপা দেয়াও কষ্টের ।😭

  • @masudrobin
    @masudrobin 5 วันที่ผ่านมา +118

    একমাত্র ট্রাভেল ভ্লগার, যাকে মনের ভিতর থেকে ভালোবাসা যায়। ❤❤❤

  • @moynulislam9469
    @moynulislam9469 5 วันที่ผ่านมา +150

    একজন মায়ের হঠাৎ করে এভাবে চলে যাওয়া প্রত্যেক সন্তানের জন্যে আসলে ই অনেক কষ্টকর।দোয়া করি ভাই আল্লাহ যেন আপনাকে ধর্য্য ধারন করার ক্ষমতা দান করেন।

  • @joyeetaskitchen
    @joyeetaskitchen 4 วันที่ผ่านมา +7

    তোমার মামনীর জন্য অনেক অনেক দূআ রইল। কি প্রাণময় একটা মানুষ ছিলেন তিনি! ভ্রমণের মত এত সুন্দর একটা শখ তোমার জীবনের সাথে জুড়ে দিয়েছেন তিনি। পরম করুণাময় তাঁর ভুল -ত্রুটিগুলো ক্ষমা করুন, তাঁকে জান্নাতের উঁচু মাকাম নসীব করুন। তোমার সব ভালো কাজের মধ্যে মামনীর অস্তিত্ব খুঁজে পাবে। একমাত্র মা-বাবাই হোল পৃথিবীর শর্তহীন ভালোবাসা, অফুরান দূআর ভান্ডার। তোমার জন্য ভালবাসা অবিরাম।

  • @t.fatemajyoti6547
    @t.fatemajyoti6547 20 ชั่วโมงที่ผ่านมา

    আমার বাবার বয়স ৭৫+, ডাক্তার তাকেও নিউমোনিয়ার ভ্যাকক্সিং নিতে বলেছিলেন।এটার ২ টা ফেজ।একটা সারাজীবনের জন্য।সেটা কম্পলিট, আরেকটা ১ বছর পর পর নিতে হবে, সেটার ১ টা ডোজ নেয়া হয়েছে, বাকি গুলো নিতে হবে।আমার মনে হয় সকলেরই এই ভ্যাক্সিন টা নেয়া উচিৎ। সকল বাবা মা কে আল্লাহ সুস্থ রাখুন।আন্টিকে আল্লাহ জান্নাত নসিব করুন।

  • @Hasibalfahad
    @Hasibalfahad 5 วันที่ผ่านมา +63

    আন্টিকে দেখলেই এতো আপন অনুভব হতো, দূর থেকেই আন্দাজ করা যেতো ভীষণ মিশুক একজন মানুষ !! আন্টিকে আল্লাহ বেহেশত নসিব করুক, আমীন।

  • @NosratJahan-lx5ce
    @NosratJahan-lx5ce 5 วันที่ผ่านมา +35

    প্রায় ২ টার দিকে আপনার ভিডিও দেখার মাঝে খবর পেলাম আমার ফুফা আর নেই। আমার দাদা নেই আম্মুর বিয়ের আগে থেকেই এই ফুফাই আমার দাদার মতন ছিল। ফুফাকে হসপিটাল থেকে গ্রামের বাড়িতে নেওয়া হইছে। এই রাতটা যেন আজকে বড় হয়ে গেছে শেষই হয় না ফুফির কাছে যেতাম।
    দোয়া করবেন আল্লাহ যেন সকল আত্তাদের জান্নাতবাসী করেন।

  • @mdbelal92
    @mdbelal92 วันที่ผ่านมา

    নাদির তোমার ভিডিও গুলো কয়েক বছর থেকে দেখি,আজকে তোমার মায়ের মৃত্যুর কথা শুনে চোখের পানি চলে আসলো, আল্লাহ তাআলা তাকে বেহেস্ত নসিব করুক।

  • @ronihossain6887
    @ronihossain6887 3 วันที่ผ่านมา

    স্যার,,,এটা প্রকৃতির একটা নিয়ম,,, গত কিছুদিন আগে আপনার সাথে হয়েছে,,,কাল হয়তো বা আমার বা সবার এই নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে,,,,,,দোয়া করি আপনার মাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক,,,,,,

  • @tonmoydas1968
    @tonmoydas1968 5 วันที่ผ่านมา +28

    আপনার কথাগুলো শুনছিলাম রাত ১.৩৯ মিনিট।।
    আমার মা আজ থেকে ৪ বছর আগে মারা গেছেন।।
    মায়ের সাথে পুরো ১ মাস কাটিয়ে ছিলাম। আজ তোমার গল্পে মায়ের কথা মনে পড়লো।।
    চোখ ভিজে গেছে ভাই।। মা ছাড়া জীবনের কোনো ডেসটিনেশনে ফিল আসে না।। সেটা এখন আপনি বুঝতে পারবেন।।

  • @DrTahia
    @DrTahia 5 วันที่ผ่านมา +78

    ২০০৪ এ বাবা,২০১৯ এ মা,২০২৩ এ বড় আপাকে হারিয়েছি!
    জীবন থেমে থাকে না তবুও, কি নিষ্ঠুর এই জীবন তাই না?
    নাদির,আপনার মায়ের জন্য আমি দুয়া করি।তিনি যেন অনেক ভালো থাকেন।আর আপনার জন্য দুয়া থাকলো,আপনি এই শোক কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরুন,নিজের যত্ন নিন।বেশ শুকিয়ে গেছেন।

    • @00username1
      @00username1 5 วันที่ผ่านมา

      💔🙃

    • @MdNazmul-dd5ky
      @MdNazmul-dd5ky 4 วันที่ผ่านมา

      হ্যাঁ ভাই, পৃথিবী অনেক নিষ্ঠুর। যাকে ছাড়া আমার অস্তিত্ব নেই একমুহূর্ত কখনো থাকতে পারতাম না, এখন ৩টি বছর তাকে ছাড়া বেঁচে আছি। পৃথিবী খুব ছোট ও পর মনে হয় 😢

  • @mrbruise
    @mrbruise 4 ชั่วโมงที่ผ่านมา

    সম্পুর্ন ঘটনাটা শুনে চোখে পানি চলে আসলো, মহান আল্লাহ তায়ালা আপনাকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুক এবং আন্টিকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।

  • @shahinreza438
    @shahinreza438 5 วันที่ผ่านมา +508

    আন্টিকে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করুক আমিন।

    • @TrueDreams-313
      @TrueDreams-313 5 วันที่ผ่านมา +6

      আমিন

    • @shrabonfahad1074
      @shrabonfahad1074 5 วันที่ผ่านมา +4

      Amin

    • @SOADHEDITS
      @SOADHEDITS 5 วันที่ผ่านมา +5

      AMIN

    • @zannifarsvlogz
      @zannifarsvlogz 5 วันที่ผ่านมา +4

      আন্টিকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুক!! আমিন ভাইয়া আপনার কথা গুলো শুনে চোখে পানি চলে আসছে 😭😔

    • @skhatun9813
      @skhatun9813 5 วันที่ผ่านมา +1

      Amin

  • @sadiabdullah3140
    @sadiabdullah3140 5 วันที่ผ่านมา +18

    You are one of the very few lucky people on earth who can say, "Well, I travelled the world with my Mom!", May Allah grant her jannah.

  • @chompa1651
    @chompa1651 2 วันที่ผ่านมา +1

    I have lost my ammu 15 days back and I could relate to you. My mother was the rock to our world. She also went to Dhaka to support my father's open heart surgery. And within a few days my ammu had a heart attack while my abbu was just in rehab. And from heart attack to brain stroke to a similar case like aunty, pneumonia. Ammu's 3 months of fight and strugglewas her only own. I pray for your mamoni. And may Allah give you and your family the strength to tackle whatever you all are going through.

  • @mdmoshiurrhaman5053
    @mdmoshiurrhaman5053 5 วันที่ผ่านมา +200

    আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক আমিন 🤲

  • @dailysports2741
    @dailysports2741 5 วันที่ผ่านมา +10

    ভাই কান্না করিয়েন না। আন্টির জন্য দোয়া করি। উনি অনেক ভাগ্যবতী। আপনার মত একটা সুসন্তান দুনিয়াতে রেখে গেছেন উনি। আপনার মাঝেই উনি বেঁচে থাকবেন।

  • @omar0972.
    @omar0972. 16 ชั่วโมงที่ผ่านมา

    মা হারানোর ব্যাথা সত্যিই দুঃখজনক! আপনার মাকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন,আমিন।

  • @sezangaming6922
    @sezangaming6922 วันที่ผ่านมา

    ঘটনা টা শুনে আমিও হতবাক হয়ে গিয়েছিলাম। আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। অনেক খারাপ লেগেছিলো মনে হচ্ছিলো আপন কাউকে হারিয়েছি। সৃষ্টিকর্তার বিধান মেনে নেওয়া ছাড়া কিছুই করার নাই। আল্লাহ আপনার মা'কে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। 😢😢

  • @ABC73086
    @ABC73086 5 วันที่ผ่านมา +22

    রেগুলার আপনার ভিডিও দেখতাম তো , তাই আপনার সাথে আপনার আম্মুর সাথে অনেক দিনের পরিচয় আছে বলেই মনে হয় , সেদিক থেকে নিজের খালা-ফুফুকে হারালে যেমন কষ্ট পেয়েছি ঠিক তেমনই ফিল হচ্ছে এই মুহূর্তে । আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস কবুল করুক

  • @SadSad-sf4nj
    @SadSad-sf4nj 5 วันที่ผ่านมา +94

    নিউমোনিয়া অনেক ভয়ংকর হয়।আমার ছোট বাচ্চাটা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অনেক বাজেভাবে অসুস্থ গেছিল। আল্লাহর রহমতে সুস্থ হয়ে উঠল।

  • @najmulhasannaim1434
    @najmulhasannaim1434 17 ชั่วโมงที่ผ่านมา

    আপনার আম্মুর জন্য মন থেকে দোয়া রইলো
    আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান বানিয়ে দেন।

  • @helloitsme365day
    @helloitsme365day 5 วันที่ผ่านมา +63

    আল্লাহ আপনাকে সুস্থ ও ধৈর্যের দরার তৌফিক দান করুক।

  • @khairuzzamanroni9670
    @khairuzzamanroni9670 5 วันที่ผ่านมา +13

    আপনার মানসিক শক্তি অসম্ভব রকমের, আপনার ভিডিও গুলো থেকে উজ্জীবনী শক্তি পাওয়া যায়।
    তবুও আপনি নিজের মা এর বিষয়ে বলছেন, আশা করি আপনি নিজেকে গুছিয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন।

  • @asmmohiuddinsirazirumi578
    @asmmohiuddinsirazirumi578 21 ชั่วโมงที่ผ่านมา

    মার মতো আদর এই দুনিয়ায় আর কেউ করে না। দুনিয়ায় সব কিছুর বিনিময়েও আমি আমার মাকে ফেরত চাই। আল্লাহ আমাদের মা কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
    রাব্বির হামহুমা ক্বামা রাব্বা ইয়ানি ছাগীরা

  • @md.obydullah9127
    @md.obydullah9127 3 วันที่ผ่านมา

    কিছু বলার ভাষা নেই । শুধু এতটুকুই বলবো আল্লাহ আপনাকে ধৈর্য্য ধরার ক্ষমতা দিক । আপনার মাকে আল্লাহ শান্তিতে রাখুক ।

  • @sanjidaahmed608
    @sanjidaahmed608 5 วันที่ผ่านมา +16

    আপনার মায়ের এভাবে চলে যাওয়াটা শুধু আপনার জন্য না,আমাদের জন্য ও খুব কষ্টকর। আপনার এই অভাব অপূরনীয়।দোয়াকরি মহান আল্লাহতায়ালা আপনাকে এই শোক সহ্য করার মানসিক শক্তি ও সাহস দিন।আপনার মমতাময়ী মাকে আল্লাহতায়ালা জান্নাতবাসী করুন।আমিন ❤

  • @joynulabedin5348
    @joynulabedin5348 5 วันที่ผ่านมา +27

    ও আমার রব তুমি আমাদের যাদের মা-বাবা বেছে আছেন তাদের যত্ন নেয়ার
    তাওফিক দান করুন।
    আল্লাহ আংটিকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করুন।

  • @limamirza2111
    @limamirza2111 15 ชั่วโมงที่ผ่านมา

    আজকেই জানলাম হৃদয় কষ্টের কথা।আপনার মাকে আল্লাহ্ জান্নাতুল ফেরদৌস নসীব করুন।আমিন।

  • @sailorscope
    @sailorscope 2 วันที่ผ่านมา

    She raised a good child and made him a good human being!! May Allah grant her Jannah.

  • @sksohan7610
    @sksohan7610 5 วันที่ผ่านมา +19

    ওনার চেহারাটা এখনো চোখে ভাসে। এত স্মার্ট উইমেন আমি আগে দেখি নাই। আল্লাহ আন্টিকে জান্নাত নসিব করুক

  • @interestingthingsaboutmovie
    @interestingthingsaboutmovie 5 วันที่ผ่านมา +16

    খালাম্মার জন্য অনেক দোয়া রইলো, আল্লাহ উনাকে জান্নাত বাসী করুন
    আমিন।

  • @golpotoru
    @golpotoru 5 วันที่ผ่านมา +1

    আন্টিকে আপনার ভিডিও তে কয়েকবার দেখেছি। উনি মাশা আল্লাহ্ খুবই সুস্থ সবল ছিলেন। তাই উনার মৃত্যুর সংবাদ শুনে কিছুটা অবাকই হয়েছিলাম। আজকে আপনার ভিডিও দেখে জানতে পারলাম।
    মহান আল্লাহ্ আন্টিকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

  • @rockshanaruchy1314
    @rockshanaruchy1314 ชั่วโมงที่ผ่านมา

    কান্না আসছে তাই না? কাঁদলাম আমিও।এখনো কাঁদি। ভিডিও টা শেষ করতে পারি নি। আল্লাহ ভরসা। সকল মাকে হায়াত দরাজ করে দিন।

  • @gamingwithsourav370
    @gamingwithsourav370 5 วันที่ผ่านมา +20

    আপনার চ্যানেল থেকে এ রকম একটা ভিডিও পাবো আসাই করিনি
    আল্লাহ আপনার মা কে জান্নাত বাসী করুক আমিন।।

  • @mdhridoykhan3557
    @mdhridoykhan3557 5 วันที่ผ่านมา +20

    আপনার মা কে অনেক বার দেখেছি ভিডিও তে,,, কিছুটা উপলব্ধি করতে পারতেছি আপনার কষ্টটা,,আপনার কথা গুলা শুনতে শুনতেও আমি কান্না করেছি,,,
    আল্লাহ রাব্বুল আলামিন,,, খালাম্মাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন,আমিন,

  • @sathisathi7931
    @sathisathi7931 2 วันที่ผ่านมา +2

    এখন রাত ২ টা।আর আমি আপনার ভিডিও দেখছি, কারন সান্ত্বনা খুজছি।৪ বছর আগে মাকে হারিয়েছি কিন্তু এখনো যখনই মায়ের কথা মনে পরে সারারাত ঘুমাতে পারিনা।কান্নায় ভেংগে পড়ি আর দোয়া করি।এটা ছাড়া আর কি'বা করতে পারি। মা ছাড়া আর কেউ ছিল না জগতে আমার। আর যার যায়, সেই বোঝে।
    আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে জান্নাত নসিব করুন- আমিন।

  • @desayeedcharles5242
    @desayeedcharles5242 5 วันที่ผ่านมา

    দেখেই মনে হয় খুব কষ্ট চেপে উনি কথাগুলো বলছেন। আল্লাহ আপনাকে এই কষ্ট মোকাবিলার শক্তি দিক এই প্রার্থনা করি।। আপনার ভ্লগ অনেক লম্বা সময় থেকে দেখে আসছি, অনেক নতুন কিছু জেনেছি-শিখেছি আপনার ভ্লগ থেকে। আমি আশা করি আপনি ভবিষ্যতেও আপনার ভ্লগ অব্যাহত রাখবেন এবং দেশের আরো মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন। আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করবেন।
    পরিশেষে আপনার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন ও ওনাকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।❤❤

  • @Saidul_Sabbir
    @Saidul_Sabbir 5 วันที่ผ่านมา +5

    না জানি কেন আপনার বর্ণনা শুনে কান্না চলে আসল। আপনার কেমন লেগেছে ভাবতেই পারছিনা যখন আন্টির মৃত্যুশয্যায় আপনি তার কাছে থাকতে পারেন নাই। আপনার এই মেসেজ আমাদের মতো অনেক বেখেয়াল সন্তানদের নিজের পিতামাতার বিষয়ে একটা অ্যাওয়ারনেস যে তাদের জীবনের বেলা ফুরাবার এই প্রান্তে তাদের বিচ্ছেদ কেবল সময়ের; আমাদের জন্য সবসময় তাদের জন্য আরো কিছু করার তাগাদা কিংবা তাদের খেয়াল রাখার দায়িত্বের বিষয়ে আমাদের আরো সতর্ক করল আপনার এই বিচ্ছেদের বর্ণনা।
    আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে উঁচু মর্যাদা দান করুক; সাথে আপনাকেও ধীরে ধীরে শোক সামলে স্বাভাবিক জীবনে ফেরার ধৈর্য ও সামর্থ্য দিক।

  • @NeelaBlue
    @NeelaBlue 5 วันที่ผ่านมา +11

    লাস্ট আন্টি কে নিয়ে,সবাইকে নিয়ে বেড়াতে গেলেন...কি আনন্দ ছিলো আন্টির মুখে..আরো কতবার দেখেছি আন্টিকে ভিডিও তে! আল্লাহ আন্টিকে ভালো রাখুন..আমাদের হাসি খুশী আন্টি টা..❤

  • @farhanahoque9027
    @farhanahoque9027 5 วันที่ผ่านมา +42

    মা এর কোন বিকল্প নাই। সারাজীবন শূণ্যতা অনুভব হবেই। নিজেকে ব্যস্ত থাকতে হবে।
    আপনার মামনিকে আমরা ও অনেক মিস করব।
    আপনার বেশ কিছু ভিডিওতে উনার উপস্থিতি খুব উপভোগ করতাম। মা-ছেলের খুনসুটি।

    • @tasnuvabibhu3092
      @tasnuvabibhu3092 5 วันที่ผ่านมา +1

      সত্যিই আমিও খুব উপভোগ করতাম, অনেক মিস করব।

  • @nahiantech5026
    @nahiantech5026 5 วันที่ผ่านมา +6

    মা যতদিন দুনিয়াতে থাকে ততদিনই দুনিয়া সুন্দর। আল্লাহ আপনাকে হেফাজত করুক ভাই। খালাম্মাকে জান্নাতবাসি করুক। আমিন🤲

  • @MehediHasan-hk9mk
    @MehediHasan-hk9mk วันที่ผ่านมา

    মন খারাপ করেনা লক্ষী ভাইটা আমার। আন্টির জন্য আমি দোয়া করেছি। অনেক ভাল মানুষ ছিলেন উনি, উনাকে দেখেছি। আল্লাহ রাহনুমার রাহিম। উনি ভাল আছেন ইনশাআল্লাহ। দুবাই আসলে দাওয়াত থাকলো ভাই আমার। ❤️

  • @musicbbl5762
    @musicbbl5762 5 วันที่ผ่านมา +29

    সবার জীবনে এই দিনটা আসবে। আমার এখনই ভাবতে কষ্ট লাগে আমি মা-বাবাকে ছাড়া কিভাবে থাকবো। এই ভিডিওটা দেখে আমার অনেক কষ্ট লাগেছে।

    • @mdrisvikizer1666
      @mdrisvikizer1666 3 วันที่ผ่านมา

      "এখনই ভাবতে কষ্ট লাগে আমি মা-বাবাকে ছাড়া কিভাবে থাকবো।" ভাই, এটা খুবই মারাত্মক Mindset, এটা ঝেড়ে ফেলুন। বাবা-মা'র আগে আপনি/আমিও তো মারা যেতে পারি। যে কেউ যে কোন সময় মৃত্যুবরণ করতে পারে, আগে কিংবা পরে। বাবা-মা'রা ১০০+ বছর বাঁচুক, আমরা বরং তার আগে চলে যাই।

  • @ayshamahmud7011
    @ayshamahmud7011 5 วันที่ผ่านมา +20

    My father died in 2021, my whole life changed. I'm constantly dealing with anxiety and depression, your videos have helped me immensely.. To cope up. Because I always dreamt of travelling the world. It’s like seeing my dreams realised..
    I understand how you're feeling right now.Things won't get better but you’ll get used to it.
    I'm sorry for your loss, take care.

    • @eagleseyes9579
      @eagleseyes9579 5 วันที่ผ่านมา +1

      Lost my father in 2020. There was no last sight for me cause I had been living abroad for about a decade. In 2024, someone left me for her own good. Now, I do not know what depression is, what anxiety is, but I know what loneliness and memories look like, and can feel how those things hit my heart and soul harder. Loneliness is killing me gradually.

    • @eagleseyes9579
      @eagleseyes9579 5 วันที่ผ่านมา +1

      We never get over it whenever it is a loss of a loved one. We just get through it. May Almighty make it easier for whome whoever does go through such heartache.

  • @farzanahasnat7749
    @farzanahasnat7749 4 วันที่ผ่านมา

    প্রথমেই তোমার মা'র বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তোমার অনুভূতি তোমাকে দেখেই আমার কাছে পরিস্কার। take your time. everything will be fine. আমি এবং আমার পরিবারের অনেকেই এ্যাসমা, নিমুনিয়াতে আক্রান্ত তাই নিমুনিয়ার ভ্যাকসিন ইনফরমেশন টা আমাদের জন্য অনেক ইমপোর্টেন্স। ধন্যবাদ।

  • @shohelontheway1657
    @shohelontheway1657 4 วันที่ผ่านมา

    ভাই আমি যে কি বলবো বুঝতেছি না, আন্টির মতো মা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, দোয়া করি অন্তরের অন্তরস্হল থেকে আল্লাহ আন্টির সকল গুনাহ মাফ করেন জান্নাতের সর্বচ্চ স্থান দান করুন। আমিন❤🤲🤲🤲

  • @sabujdey4474
    @sabujdey4474 5 วันที่ผ่านมา +4

    নাদির আপনার মানসিক অবস্থা কিছুটা হলেও অনুমান করতে পারতেছি। কারন জীবনের এই ছোট সময়টাতে এরকম সময়টা আমিও পার করেছি। আন্টির যেখানেই থাকুক ভালো থাকুক।
    আপনার এখন মানসিকভাবে শক্ত ও পরবর্তী পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন।
    ভালো থাকবেন ❤️

  • @fatemazohora8665
    @fatemazohora8665 5 วันที่ผ่านมา +4

    একজন সন্তানকে তার মা হারানোর কষ্ট বয়ে বেড়াতে হয় আজীবন 😢😢। আমার এই ভাইটিকে বলবো নিজের প্রতি যত্ন নিতে আর সাহসের সাথে সামনে এগিয়ে যেতে। ওনার বাবা ও তার প্রতি আল্লাহ রহম করুন এবং তার আম্মুকে আল্লাহ বেহেশত নসিব করুন, আমিন ❤🤲🏻।

  • @nafisaraisa2971
    @nafisaraisa2971 5 วันที่ผ่านมา

    চোখে মুখে ফোটে আছে আপনার কষ্ট,
    এই কষ্ট কেউ কমাতে পারবে না। আল্লাহ আপনাকে সবর এর মাধ্যমে আগামী দিন পার করার তৌফিক দান করুক।
    জীবন যাদের কে ছাড়া ভাবা যায় না, একসময় আমরা তাদের ছাড়াই চলতে শিখে যাই।
    জীবনের সব থেকে বড় লস হচ্ছে মা বাবা কে হারিয়ে ফেলা।
    আপনার মামণি কে আল্লাহ জান্নাতের উচ্চ মোকামে পৌছায় দিন,আমিন।

  • @moshiourrahman-sk7qm
    @moshiourrahman-sk7qm 4 วันที่ผ่านมา

    ভাইয়া, আল্লাহ আপনার মা কে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমি আপনার মানসিক অবস্থা বুঝতে পারছি কারণ আমিও কয়েক মাস আগে আমার মা কে হারিয়েছি এবং বাবাকে হারিয়েছি ছোটবেলায়। আপনি আপনার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন। মা ছাড়া পৃথিবী আসলেই অন্ধকার।

  • @jamaluddinafm6304
    @jamaluddinafm6304 5 วันที่ผ่านมา +8

    ইন্নানিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন।
    আপনার মায়ের আত্মার মাগফিরাত কামনা করছি। দোয়া করি মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মা কে জান্নাতুল ফেরদাউছ নছিব করেন।

  • @alhajhossain5792
    @alhajhossain5792 5 วันที่ผ่านมา +8

    দক্ষিণ এশিয়ার সব থেকে ভালো ট্রাভেল ভ্লোগার ❤️ আল্লাহ আপনার আম্মুকে জান্নাতবাসী করুন ❤

  • @kalerkantho5296
    @kalerkantho5296 3 วันที่ผ่านมา

    নাদির আপনার ভিডিওতে আপনার মাকে অনেকবার দেখেছি। খুব আপন মনে হত খালাম্মাকে। সন্তানের জীবনে মা হারানোর থেকে কষ্টের আর কিছু নেই। আশা করি তিনি আরো ভালো কোথাও আছেন। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।
    ziaul
    from kaler kantho

  • @jasmenerahaman1647
    @jasmenerahaman1647 4 ชั่วโมงที่ผ่านมา

    আপনার এই কষ্টের দিনে আল্লাহ আপনার সহায় হউন। পাবলিকের জন্য আপনি অনেক কষ্ট করেন। I really appreciate all your hard work.

  • @KaziIftekharAhmmed
    @KaziIftekharAhmmed 5 วันที่ผ่านมา +43

    নাদির ভাইয়া আপনার মামুনি চলে যাওয়াতে আমার খুবই খারাপ লেগেছে।আপনার মোবাইলে যখন আপনার মায়ের আর কল আসবে নাহ এটা ভাবলেই আমার প্রায় কান্না চলে আসে। ❤

  • @asimuzzaman
    @asimuzzaman 5 วันที่ผ่านมา +19

    আপনার এই কষ্টের ঘটনা টা শুনে সেদিন খুবই অবাক হয়েছিলাম, নিজেও অনেক শক পেয়েছিলাম। নিজের বাবার সাথে রিলেট করতে পাচ্ছিলাম। আশা করি আপনি নিজেকে শক্ত রাখবেন এবং ওনার জন্য দোয়া করবেন।

  • @NusratNisa-bc7mq
    @NusratNisa-bc7mq วันที่ผ่านมา +1

    আল্লাহ আপনাকে সব দিক থেকে ধৈর্য এবং শক্তি দিক

  • @sanjidahasin2484
    @sanjidahasin2484 4 วันที่ผ่านมา

    এই ভিডিও দেখার আগে খবরটা পেয়েছি।কিন্তু বিশ্বাস হয়নি।আপনাকে কিছু বলার ভাষা নাই।এতো তারাতারি মাকে নিয়ে এরকম কথা বলতে হবে আপনাকে খুবই দুঃখ জনক।ভালো থাকবেন।যেখানেই থাকেন।বাবা আর বোনের দিকে খেয়াল রাখবেন।মায়ের জন‍্য অনেক দোয়া র‍ইল।

  • @comedy_fun647
    @comedy_fun647 5 วันที่ผ่านมา +27

    আজ ২২ তারিখ রাতে আমার বিশ্ববিদ্যালয়ের একজন তরুন শিক্ষক মারা যান ব্রেইন স্ট্রোক করে । দুপুর ৩ টা নাগাদ আমরা খবর পাই , স্যার খুব ক্লোজ ছিল আমাদের । বিশ্বাস করাতে পারছিলাম না । যারাই মারা গিয়েছেন সবার আত্মার মাগফেরাত কামনা করছি ।

  • @HumayonKabir-ty2yz
    @HumayonKabir-ty2yz 3 วันที่ผ่านมา

    বুঝা যাচ্ছে নাদির ভাই প্রচুর কষ্ট বুকে চাপা রেখে কথা বলতেছে।আপনি একা না ভাই আমরা অনেকেই এসময়ের উদাহরন।বাবা হারানোর পরে দীর্ষদিন মানসিকভাবে অসুস্থ ছিলাম। এখনো ঠিক সুস্থ হতে পারি নাই।বাবারে প্রচন্ড মনে পড়ে😭

  • @istiak_ahmed10
    @istiak_ahmed10 4 วันที่ผ่านมา

    মা হারানোর কষ্ট সবাই উপলব্ধি করতে পারে আপনার ভিডিও দেখে চোখ দিয়ে অজান্তেই পানি বের হয়ে গেল।

  • @lithuanam
    @lithuanam 5 วันที่ผ่านมา +31

    ভাই আপনার জন্য শুভকামনা থাকলো। স্ট্রেট টা কাটিয়ে ওঠেন।

  • @zakianeela1172
    @zakianeela1172 5 วันที่ผ่านมา +12

    পৃথিবীতে এর চেয়ে বড় শোক বোধহয় আর কোনটা হয় না! আল্লাহ্‌ আন্টিকে জান্নাত নসিব করুন। আর আপনাকেও এই শোক সহ্য করে সামনের দিনগুলোতে এগিয়ে যাওয়ার শক্তি দিন। ভালো থাকেন।

  • @shaikhalvee
    @shaikhalvee 4 วันที่ผ่านมา +6

    ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    আমাদের যাদের বাবা মা বয়স্ক অবস্থায় আছে, আমাদের সবারই একটা ভয় থাকে, কখন কি হয়ে যায়।
    আন্টি কে কয়েকবার ভিডিও তে দেখসিলাম।
    আল্লাহ্‌ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

  • @mrinalineemeen8095
    @mrinalineemeen8095 2 วันที่ผ่านมา

    আমার আম্মু, বোন, আমি ৩ জন একসাথে আপনার ভিডিও দেখেতাম। আমরা হঠাৎ করে জাস্ট শকড হয়ে গিয়েছি আপনার কথা শুনে।
    আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন 🤲

  • @shakilhasan833
    @shakilhasan833 2 วันที่ผ่านมา +1

    আল্লাহ্ আন্টিকে জান্নাতবাসী করুন এবং আপনাকে ধৈর্য ধরার আর সামনে এগিয়ে যাবার তৌফিক দান করুন।আমিন।

  • @iamARmaruf
    @iamARmaruf 5 วันที่ผ่านมา +11

    ভাই আপনার কষ্ট এতটাই যে আপনি ক্যামেরার দিকে তাকায় কথা বলতে পারছেন না। ধৈর্য্য ধরুন। এইটা অনেক বড় একটা ধাক্কা। আমিও তিন বছর আগে একই সমস্যা ফেস করছি।

  • @muktamahobuba8171
    @muktamahobuba8171 5 วันที่ผ่านมา +4

    জানার অপেক্ষায় ছিলাম... 😢
    আল্লাহ তায়ালা আন্টিকে বেহেশত নসীব করুন, আমিন 🤲

  • @ayeshastravel8072
    @ayeshastravel8072 2 วันที่ผ่านมา

    Vhaiya you are so responsible and strong. Encourage me your each video clip. মা হারানো মনে হয় পৃথিবীতে সবচেয়ে কস্টের। আপনার আম্মা ভাল থাকুন যেখানেই থাকুন।

  • @mahbubalom9651
    @mahbubalom9651 3 วันที่ผ่านมา

    আপনার চোখগুলো দেখলেই বুঝা যাচ্ছে কতটা কষ্টে আছেন,, চোখে পানি টলমল করছে তারপরও শক্ত থাকতে চেষ্টা করছেন,, সৃষ্টিকর্তা আপনাকে যেন ধৈর্য্য ধরার তৌফিক এবং আপনার শ্রদ্ধেয় মামণিকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন,,, পরবর্তী জীবনে আপনারা যেন জান্নাতে গিয়ে দেখা করেন এটাই প্রার্থনা করি

  • @tech_factory_DIY
    @tech_factory_DIY 5 วันที่ผ่านมา +3

    আমার মনে হয় আপনার আম্মুর টাইপয়েড হইছিলো, সেটা নিউমোনিয়ার দিকে চলে গেছে ll আমারও টাইপয়েড হইছিলো আর নিউমোনিয়ার লক্ষণও ছিলো ll আমাদের পরিবারের মোট ৮ জনের এক সাথে টাইপয়েড হইছিলো ll আল্লাহর রহমতে এখন সবাই সুস্থ আছে ll আল্লাহ আপনার আম্মুর ভুলত্রুটি ক্ষমা করে বেহেস্ত নসিব করুক ll জাযাকাল্লাহু খাইরান ll

  • @sajibdeb4160
    @sajibdeb4160 5 วันที่ผ่านมา +4

    খবর টা পাওয়ার সাথে সাথে আমার এমন অনুভূতি হচ্ছিলো, মনে হয় আমার পরিবারের কাউকে হারিয়েছি। সৃষ্টিকর্তা আন্টিকে জান্নাতবাসী করুক।
    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sarahnafisa4090
    @sarahnafisa4090 วันที่ผ่านมา

    ২০২২ এ আমার ছোট বোন নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। ১৫ বছরের সুস্থ চঞ্চল মেয়েটা হঠাৎই অসুস্থ হয়ে আই সি ইউ তে ভর্তি হয় আর ফিরে আসেনি। আপনার কথাগুলির সাথে তাই রিলেট করতে পারছিলাম। আল্লাহ আন্টিকে জান্নাত নসিব করুন দোয়া করি। পরিবারের মানুষ হারানো অনেক কষ্টের , যার যায় সে ই বুঝে।

  • @muhammadjakaria2126
    @muhammadjakaria2126 5 วันที่ผ่านมา +18

    মায়ের জন্যে সন্তানের দোয়া খুবই কার্যকরী। আপনি আপনার মায়ের জন্যে মন খুলে দোয়া করবেন।
    আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক।

  • @pabelahmed7113
    @pabelahmed7113 5 วันที่ผ่านมา +10

    আপনি এই জায়গায় আসছেন ভিডিও দেখার জন্য, আসলে আপনার মাথায় কোন আবর্জনা নেই ধন্যবাদ। Nadir on the go best youtuber ❤

  • @eczanyar9312
    @eczanyar9312 วันที่ผ่านมา

    "নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকে এসেছি এবং তারই কাছে আমাদের প্রত্যাবর্তন " দোয়া করি আল্লাহ আপনার মাকে জান্নাত দান করুন৷ আপনি ছেলে হিসেবে উনার জন্য সদকায়ে জারিয়া করুন যাতে উনি কবরে থেকেও নেকী পেতে পারেন

    • @rimenhasan6032
      @rimenhasan6032 วันที่ผ่านมา

      তিনি এসবে বিশ্বাস করেন বলে মনে হয় না।