Jhepi farm stay near Bijanbari - Offbeat North Bengal Best homestay, cab & events @wowgateways544​

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • This video is sponsored by WowGateways. WowGateways is renowned and trusted brand for Homestay & Cab booking for hilly districts of West Bengal and Sikkim. They also provide services for event organisation anywhere in North Bengal and Sikkim.
    contact number- +91 8391022950
    WOW Cabs Contact Number - +91 8391022951
    Website- www.wowgateways.com
    Instagram: www.instagram....
    Facebook:
    / 100083183924011
    Mention "WOWExS100" for INR 500 discount for more than INR 5000 booking. This discount is available for first 100 booking, so hurry up :)
    *If the line is busy, the team understands that the person you are trying to reach may be assisting someone else. In such cases, please feel free to leave your query details on WhatsApp or try calling again later. Rest assured that your call is important, and a response will be provided as soon as possible.*
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explore... (Preferable)
    Facebook: bit.ly/explorer...
    Facebook group: bit.ly/bhromon...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicso...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Products that I use, following are Amazon affiliate links, when you purchase a product using the following link I get small commission from your purchase, although that does not cost you extra.
    -------------------------------------------------------------------------------------------------------------------
    My Vlogging camera:
    I use two GoPro cameras, GoPro Hero 9 and Hero 10:
    GoPro Hero 10 : amzn.to/3UjSFft
    GoPro Hero 9: amzn.to/3KD7BlP
    For live sound recording, I use Rode Wireless Go II, although bit costly,
    but this is the best without doubt:
    Here is the link: amzn.to/3nKWIoW
    Mic that I use for voice over: amzn.to/411NkeN
    Micro SD Card for my camera: amzn.to/3nQH7nD
    I have an alternative mic as well and that is Rode Videomicro: amzn.to/3Ujo0Py
    GoPro Battery: amzn.to/3Kb5GmR
    GoPro Charger: amzn.to/414fk1C
    2TB External Hard Disk that I Use: amzn.to/3Ms0Cgy
    My Macbook: amzn.to/43cPyu2

ความคิดเห็น • 914

  • @explorershibaji
    @explorershibaji  ปีที่แล้ว +42

    হোম স্টের ভাড়া সহ সব তথ্যের জন্য যোগাযোগ করুন Wowgateways এর সাথে, ফোন নম্বর +91 8391022950
    Wowgateways সম্পর্কে সব তথ্য দেওয়া আছে ভিডিওর description box এ.

    • @jyotirmoybanerjee3634
      @jyotirmoybanerjee3634 ปีที่แล้ว +2

      Akhane ki broadband internet ache

    • @rituparnaghosh6232
      @rituparnaghosh6232 ปีที่แล้ว

      Dawaipani te pine hill homestay ta darun

    • @dyutimoybose5713
      @dyutimoybose5713 ปีที่แล้ว

      Wowgateways er ki Kolkata a kono office achhe? Jodi thake ektu janaben. Best of luck. Regards.

    • @SutapaRoy-ph7xb
      @SutapaRoy-ph7xb ปีที่แล้ว

      আপনার সফর সাথী কি সব সময় Prithijeet da থাকেন???

    • @ananyomukherjee8754
      @ananyomukherjee8754 11 หลายเดือนก่อน

      শিবাজিদা Wow Gateways এর থ্রু মেগিটারে বুকিং করেছিলাম কিন্তু খুব ঝুলিয়েছেন ওনারা। প্রথমত তিন মাস আগে বুকিং করে জার্নির আগেরদিন রাত সাড়ে আটটায় ফোন করে জানিয়েছে ওনারা যে মেগিটারে যাওয়া যাবেনা। জলের সমস্যা নাকি হোমস্টেতে- তার বদলে ঝেপিতে আলফা হোমস্টেতে যেতে বলে। আমাদের সাথে চারজন ব্যয়জ্যেষ্ঠ মানুষ ছিলেন। অনেক বুঝিয়ে আমরা একরকম জোর করেই মেগিটার পৌঁছে দেখি ওখানে কোনো সমস্যা নেই। আমরা যে তিনমাস আগে বুক করেছি সেটা wow gateways হোমস্টে মালিককে জানিয়েছে আগের দিন। এডভ্যান্স এর টাকা যেটা Wow গেটওয়ে নিয়েছিল সেটাও হোমস্টে জানেনা। আমাদেরকে হোমস্টের মালিকের ফোন নাম্বার দেয়নি আবার আমাদের নাম্বার ওনাকে দেয়নি। হিন্দিতে কথা বলে এমন ভাব করেছে যেন মালিক wow gateway নিজেই। হোমস্টের মালিক অতিশয় ভদ্রলোক আর অতিথিপরায়ন বলে শেষমেশ ব্যবস্থা হয়। কোনরকম সাহায্যই wow gateway করেনি। আমার মনে হয় সরাসরি হোমস্টে মালিকের সাথেই বুক করা বা হোমস্টের নাম্বারগুলো প্রচার করাই সবচেয়ে ভাল। এই ধরনের ট্রাভেল এজেন্সিগুলো আমার আপনার হোমস্টের মালিকের সবার ক্ষতি করে শুধু নিজের লাভ করছে।

  • @debasishmandal4754
    @debasishmandal4754 ปีที่แล้ว +28

    আপনারা Explorer তাই আরও বেশি করে offbeat জায়গায় গেলে আমরা খুশি হবো ।এই পর্বটা ও অসাধারণ।শুভ বাংলা নববর্ষ এর আগাম শুভেচ্ছা।

  • @tumbamondal14
    @tumbamondal14 ปีที่แล้ว

    Amar dekha sera episode gulor moddhe ekta. Darun jayga ta. R ei bar gaan to sunte pelam. R ami o Pritthi dar sathe achi.
    Sob sesh a 'Joy Bindass BangalirJoy'. ❤

  • @rajkumarkarfa1142
    @rajkumarkarfa1142 ปีที่แล้ว

    Darun, dhanyabad. Swarga varman holo. Shivaji da porer tar janya ebar waiting suru holo. Thank u. Rajkumar Karfa . Besi wating korte jano na hoi

  • @arun.akdbkp
    @arun.akdbkp ปีที่แล้ว

    অসামান্য একটা জায়গার খোঁজ পেলাম। ইচ্ছে রইলো যাবার। 👍🏼

  • @kaushikchowdhury6930
    @kaushikchowdhury6930 ปีที่แล้ว

    ঝেপির home stay টা তো অসাধারন কিন্তু ব্যালকনি টা দেখে মনে হচ্ছে ' হাম ইয়ার অর 100 pipers ' 😊

  • @Amimeghmollar18
    @Amimeghmollar18 7 หลายเดือนก่อน

    Satti bhison sundor...😮sudhu abak cheye thaki..

  • @pallavsaha4017
    @pallavsaha4017 ปีที่แล้ว

    Edli ar Dhokla breakfast ❤

  • @deysurya
    @deysurya ปีที่แล้ว

    Shivajida, ekhane hatchback (low ground clearance) gari nije jaoa jabe? amar gari VW Polo.

  • @kajalbanik8964
    @kajalbanik8964 ปีที่แล้ว

    Sibaji da ai trip ta January te kamon khorcha hote pare aktu bolo plz ....

  • @agami5547
    @agami5547 ปีที่แล้ว

    দাদা আপনি কি ক্যামেরা ব্যবহার করেন?

  • @SUDIPTA1976
    @SUDIPTA1976 ปีที่แล้ว +23

    জীবন টা শিবাজী দা, আপনি ই উপভোগ করছেন, আমরা তো শুধু দেখেই গেলাম।

    • @sovanmaity8969
      @sovanmaity8969 ปีที่แล้ว +2

      সব এই ইউটিউব ছিল বলে, জয় বাবা ইউটিউবের জয়, আর আমি আপনি সেটাতে আরো সাপোর্ট দিচ্ছি।

    • @somnathbanerjee-iq4rq
      @somnathbanerjee-iq4rq ปีที่แล้ว

      😂parishram,buddhi , uposthapona , sathe uporolar kripa jokhon eksathe hoi tokhon I Shibji Babu hoa jai . Asadharon uposthapona 👏👏♥️🙏

    • @SUDIPTA1976
      @SUDIPTA1976 ปีที่แล้ว +1

      @@somnathbanerjee-iq4rq মানতেই হবে।

    • @manasipatra9638
      @manasipatra9638 4 หลายเดือนก่อน

      Exactly... ami sob samay khub hingse kori dada apnake... valo thakben...

    • @wasi-safayet
      @wasi-safayet 28 วันที่ผ่านมา

      thik bolecen

  • @sagnik.guha85
    @sagnik.guha85 ปีที่แล้ว +13

    আপনি আর পৃথ্বীজিতদা একে অপরের পরিপূরক হয়ে উঠছেন।আপনাদের বন্ধুত্ব অটুট থাকুক❤️❤️

  • @sabyasachimukherjee9644
    @sabyasachimukherjee9644 ปีที่แล้ว +74

    আমি সম্পূর্ণ ভাবে পৃথ্বী বাবুর পক্ষে। খাওয়া নিয়ে উনি যা বলেছেন অক্ষরে অক্ষরে সত্যি। সবই বিজ্ঞাপন আর গোগোল বাবার চাপে হচ্ছে।

    • @dr.hasanslifestyleclinic4639
      @dr.hasanslifestyleclinic4639 ปีที่แล้ว

      মোটেও সত্যি নয়৷ সাদা চাল যেটা খাচ্ছেন সেটা প্রাকৃতিক নয়৷ সেটা মেশিনে সরু করা হচ্ছে৷ আজ থেকে ৩০/৪০ বছর আগে মানুষ মোটা চাল/ লাল চাল খেতো, এখন সাদা চাল দিয়ে বিষাক্ত সব খাবার খাচ্ছেন। ডায়াবেটিস হাইপ্রেশার এখন ঘরে ঘরে। ৫০ বছর আগেও যা ছিলো না।
      লাল চাল হলো আদি অকৃত্রিম হোল গ্রেইন। প্রসেসড ফুড না।
      বিষকে বিষ বলাই বাঞ্চনীয়। সেটা নিয়মিত খাই বলে ভাল বলার কোন দরকার নেই।

    • @sanjaydhar3829
      @sanjaydhar3829 ปีที่แล้ว

      সহমত

    • @AmitBiswas24
      @AmitBiswas24 ปีที่แล้ว

      Ekdom thik.....

  • @chanchalmukherjee5500
    @chanchalmukherjee5500 ปีที่แล้ว +10

    মৈত্রেয়ী দি তাঁর পোষ্য কে নিয়ে ভালো থাকুন আর যদি সম্ভব হয় পৃথ্বী দার একটা পোষ্য জুটিয়ে দিন ❤️❤️

    • @sabyasachimukherjee9644
      @sabyasachimukherjee9644 ปีที่แล้ว

      দাদা ভুল করলেন। পৃথ্বী দার পোষ্য নয় মালকিন চাই।

  • @ranjitray6091
    @ranjitray6091 ปีที่แล้ว +6

    শুরু থেকেই আপনার সাবস্ক্রাইবার আর নিয়মিত দর্শক।আপনার পরিবেশনা আর তথ্য পূর্ণ ভিডিও দেখে বুঝেছিলাম আপনার চ্যানেল খুব জনপ্রিয় হবে, তাই হয়েছে। কিন্তু ইদানীং সব ই তো স্পন্সরড টুর। রিভিউ কতটা অথেনটিক হবে, বুঝতে পারছি না। আগামী দিনে চ্যানেল আরো বড় হোক, এই শুভেচ্ছা রইলো।

  • @ncdam2399
    @ncdam2399 ปีที่แล้ว +5

    শিবাজি বাবু আপনার দেখানো VDO দেখে অনুপ্রাণিত হয়ে গত 8.9.23 চেতনা ফার্ম থেকে ঘুরে এলাম আমরা 8 জন 4 জন সিনিয়র citizen
    (66,68,70,77 ). Daron উপভোগ করলাম প্রকৃতিকে .আপনার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে মিল পেলাম . রমেশ জির তুলনা হয় না .আমার ছেলে আপনার ব্লগের বিশেষ অনুরাগী . ও আর আমার বউমা হায়দরাবাদ বসে সব ব্যাবস্থা করে আমাদের নিয়ে গিয়েছিলো. আমরা Sodepur থাকি. অনেক অনেক ধন্যবাদ.

    • @soutampal4064
      @soutampal4064 หลายเดือนก่อน

      @@ncdam2399 দাদা, ওখানে per day খরচ কিরকম?

  • @saikatkghose8501
    @saikatkghose8501 ปีที่แล้ว +4

    পৃথিজীত দার মত প্রকৃত বাঙ্গালী ও আপনার পরিবারের সকল কে শুভ বাংলা পয়লা বৈশাখ এই প্রণাম 🙏🙏 ও ভালোবাসা।। ঝেপি টে গিয়ে খেপী পেলেন কি ❤❤😅😀😁😀😁😀

  • @chandanchakraborty4834
    @chandanchakraborty4834 ปีที่แล้ว +1

    পাহাড়েই যান কিংবা সমতলে, সারা পশ্চিম বঙ্গের home stay গুলোর breakfast, lunch এবং dinner র মোটামুটি একই menu , একই test. শুধু আপনারা you tube বার রা wow , wow বলে লাফালাফি করেন আর হাত চাটেন। আর sponsored program হলে তো কথাই নেই।

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 ปีที่แล้ว +4

    আপনাদের সাথে আমিও সহমত শান্তিতে, নিরিবিলিতে ২-৩ দিন কাটানোর এক আদর্শ জায়গা এই ঝেপী। যদিও ইডলিতে কোনো অসুবিধা নেই তবুও বলব বাঙালির সকালের জলখাবারে লুচি-তরকারির জুড়ি মেলা ভার। শুধু তুমি শুধু তুমি পৃথ্বিজিতদা ❤️। ভালো থাকবেন দাদারা ❤️🙏

  • @arundatta2423
    @arundatta2423 ปีที่แล้ว +5

    সত্যিই এই পর্ব টা অসাধারণ লাগল। আশাকরি এইভাবেই আমাদের আরও নতুন নতুন ভিডিও দিয়ে মুগ্ধ করবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই। নববর্ষের আগাম শুভেচ্ছা রইল।

  • @rupaghosh8473
    @rupaghosh8473 ปีที่แล้ว +1

    Shibajii da and prithi da
    Aapnader vlog bhishon vabe enjoy kori ami
    R ai Jhepi off beat place
    Darun laglo
    Ami North Bengal khub valobasi
    Vabchi lam new place, seta peye gelam December e jabo

  • @GoogleUser-mv4ew
    @GoogleUser-mv4ew ปีที่แล้ว +6

    অসাধারণ জায়গাটা,both of you শিবাজী এবং পৃথ্বিজিত ,পুরো presentation টা অসাধারণ ,আপনারা থাকছেন স্যার

  • @ichhedana382
    @ichhedana382 ปีที่แล้ว +13

    এ যেন এক স্বপ্নের দেশ ❤❤

  • @swagatodas4869
    @swagatodas4869 ปีที่แล้ว +3

    আপনাদের চ্যানেল এর একজন পুরনো সদস্য হিসেবেই বলছি, এই ভিডিওটি আপনাদের বানানো একটি অন্যতম এবং সেরা ভিডিও।

  • @sunandanbanerjee747
    @sunandanbanerjee747 ปีที่แล้ว +5

    Idly, Dosa vada , apam, uttapam are the best breakfast option if made by any South Indian. I had been to Kochi and Chennai for Three four years now in Purulia. Missed those beautiful dishes along with filter coffee a lot.

  • @somenbanerjee1274
    @somenbanerjee1274 ปีที่แล้ว +4

    I cried at the time of check out. Don't know why? What a feeling by the vlog. Really 🥺

  • @subhamroy1741
    @subhamroy1741 ปีที่แล้ว +2

    Explorar Shibaji আপনাদের ভিডিও নিয়মিত দেখি। আপনার বাচনভঙ্গি, আপনার দেওয়া ইমফর্মেশনগুলো খুবই কাজে লাগে। অনেক অদেখা জায়গা আমরা ঘরে বসে আপনার দৌলতে দেখতে পারি।ঈশ্বর আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন আর খুব তাড়াতাড়ি আপনি বিশ্বভ্রমণে যেতে পারেন সেই ইচ্ছা পূরণ হোক। একটা রিকোয়েস্ট রইল বারাণসী আর তার কাছাকাছি দর্শনীয় স্থানগুলোর ওপর ডিটেলে একটা ব্লগ দেখার ইচ্ছা রইল।

  • @jayabratamukherjee4098
    @jayabratamukherjee4098 10 หลายเดือนก่อน +1

    আমার গিন্নি ইহলোক ছেড়ে ছেন অনেক দিন হলো। থাকলে বায়না করতেন ঘুরিয়ে আনার জন্য। সত্যি ই দারুন দারুন জায়গা। ভালো থেকো সুস্থ থেকো।

    • @explorershibaji
      @explorershibaji  10 หลายเดือนก่อน

      আপনার সহধর্মিণীর আত্মার চিরশান্তি প্রার্থনা করি, ভালো থাকবেন।

  • @fiftyrupees
    @fiftyrupees ปีที่แล้ว +24

    I think this is the best episode you guys deliverd ever ! ❤❤ p.s prthwijit is indeed a real animal lover how he handled that cat and the dog was so cute and lovely.

  • @tapankumardatta8499
    @tapankumardatta8499 ปีที่แล้ว +2

    ডিয়ার শিবাজী ও পৃথ্বী তোমরা সকলে আমার শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করো । এই ভিডিওটা সত্যিই খুব ভালো লাগল। এই রকম off beat tour মাঝে মাঝে দেবার চেষ্টা করো । ভীষন ভাল লাগলো।

  • @siddharthaganguly7023
    @siddharthaganguly7023 ปีที่แล้ว +3

    Rammam is the first hydro electric project in India. It was set up in 1897 during British Raj.
    আগে বইতে পড়েছি, ভিডিও তে দেখে দারুণ লাগলো।
    ❤❤

  • @abhishekbanerjee4737
    @abhishekbanerjee4737 ปีที่แล้ว +3

    জায়গাটার সুন্দর্য প্রকাশ এর জন্য অসাধারণ অনবদ্য এই শব্দ গুলোকে খুব ছোট মনে হচ্ছে ভাষা নেই প্রকাশ করার 7দিন না এরকম জায়গাতে পুরো জীবন কাটানো যায় ❤

  • @jayantakumarsarkar8710
    @jayantakumarsarkar8710 ปีที่แล้ว +2

    আমি এবং আরো ছযজন 1981এ আমার জীবনের দ্বিতীয় ট্রেক এই রুটে ঝেপি লোদামা রিমবিক হয়ে সানদাকফু গিয়েছিলাম । ঝেপি এবং রিমবিকে রাত্রিবাস করেছিলাম। আপনারা সেই পুরনো দিনের স্মৃতি গুলো উস্কে দিলেন। এখন সবাই মানেভনজঙ চিত্রে বা টুমলিঙ হয়ে সানদাকফু যায়। আপনাদের অনেক ধন্যবাদ।

    • @parthaghosh24
      @parthaghosh24 ปีที่แล้ว

      দাদা শ্রী খোলা হয়ে আমরা ফিরেছিলাম সান্দাকফু থেকে. রিম্বিক হয়ে মানেভন্জন পৌছেছিলাম।
      শ্রী খোলা আমারা কেউ সারাজীবনে ভুলব না।
      ঝাঁপি টা আমার কাছে একেবারে নতুন।

  • @patralikadeb5000
    @patralikadeb5000 ปีที่แล้ว +4

    ঝেপির সৌন্দর্য্য এক কথায় অনবদ্য।👍👍

  • @ratnamallick6530
    @ratnamallick6530 ปีที่แล้ว +2

    Excellent Explore of Jhenpi......কিন্ত অত সুন্দর জায়গাতে প্রকৃতির বই ছেড়ে ছাপানো বই পড়ব কেন!!🥰

  • @rajumakhal370
    @rajumakhal370 ปีที่แล้ว +3

    শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা... আরো অনেক offbeat Location explore করবেন, খুব ভালো লাগলো, ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙂❤️👍🇮🇳

  • @animeshchakrabortyYT
    @animeshchakrabortyYT ปีที่แล้ว +4

    Thank you Shivaji & Prithijit for delivering videos of such beautiful places. Awesome exploring. Excellent work done by you two.

  • @swapanchakraborty8751
    @swapanchakraborty8751 ปีที่แล้ว +2

    অসাধারণ একটা জায়গার খোঁজ দিলেন দাদা, কি অপূর্ব বর্ণনা আর সেই সঙ্গে বড় আন্তরিক সঙ্গীতের মূর্ছনায় মনটা আনন্দে ভরে উঠলো ❤️❤️❤️❤️

  • @suchitranayak2747
    @suchitranayak2747 ปีที่แล้ว +4

    How a graceful and wonderful place! How the natural panorama is! A perfect place for enjoying the life with nature. And the food items and dishes , when I saw them I was pleased. The guest house was also a great palace with good hospitallity and the pets !

  • @jagadishmandal7133
    @jagadishmandal7133 ปีที่แล้ว +1

    মোরগের ডাক শুনতে পেলাম। যদি মোরগটা কে দেখাতেন।

  • @madhubantichakraborty3046
    @madhubantichakraborty3046 ปีที่แล้ว +3

    Love your vidoes sir. Me and my husband both are huge fan of yours and ofcourse Prithhijit sir. Thanks aton for your enormous efforts and courage to make our travel plan so smooth. Best wishes to you. Everytime we enjoyed your vlogs alot. But after watching this one just blown away sir. Lots of respect from me and my husband sir!!!!!!!!

  • @ankitaabiswas
    @ankitaabiswas ปีที่แล้ว +2

    জোর গলায় বলতে পারি, এই মানুষটা সত্যি ৫০ বছরে বাঙালি পুরুষের সংজ্ঞা বদলে দেওয়ার ক্ষমতা রাখে...❤️

  • @indrajitganguly3650
    @indrajitganguly3650 ปีที่แล้ว +3

    Awesome Vlog !! Just loved it

  • @bhaskargoswami8714
    @bhaskargoswami8714 ปีที่แล้ว +1

    APURBA. ANABADYA. AARO ANEK VIDEO DEKHA R AASHAI ROILAM. THANKS.

  • @Bapin08
    @Bapin08 ปีที่แล้ว +1

    Dada breakfast a idki amaro khub pochondo.. Amr south indian flavour khub valo lage

  • @poemworld9947
    @poemworld9947 ปีที่แล้ว +2

    শিবাজী দা পুজোর সময় আমরাও এই জায়গাটিতে ঘুরে এসেছি। সত্যি খুব সুন্দর জায়গা, আপনারা যেই ঘরে ছিলেন আমরাও সেই ঘরেই ছিলাম। আজকে আবার জায়গাটা দেখে খুব ভালো লাগলো

  • @bhromonindia
    @bhromonindia ปีที่แล้ว

    পাউরুটি পছন্দ নয় কিন্তু সুজির বা রাভা ইডলি পছন্দ। লুচি খেতে ভাল কিন্তু অ্যাসিড হবার ভয়ে বেড়াতে বেরিয়ে একেবারেই পছন্দ নয়।

  • @sharmisthadasgupta6456
    @sharmisthadasgupta6456 ปีที่แล้ว +1

    Ami aache tomar saathe Shibaji !!! 😊😊😊

  • @আধুনিককবিরাজ
    @আধুনিককবিরাজ ปีที่แล้ว +2

    বই পড়লে জ্ঞান বাড়ে,
    ভ্রমণ করলে জ্ঞান বাড়ে,
    ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

  • @sazalkhandakar3023
    @sazalkhandakar3023 ปีที่แล้ว +2

    আমি শিবাজি যা দেখাতে পারে, তা সবাই পারে না। খুঁজে খুঁজে যে জায়গা গুলো সে বের করে আসলে অনবদ্য। অবিরাম শুভ কামনা দাদা।

  • @hasanriaz4390
    @hasanriaz4390 ปีที่แล้ว

    পৃথ্বী দার পক্ষে আমি....মিস্টি যেমন মিস্টিই হবে....মরিচ তেমনই ঝালই হবে....ভগবান যেমন দিনে ঘুমোই, পৃথ্বীও তেমন দিনে ঘুমোই..... বাঙ্গালীর পরিচয় লুচি তরকারীতে NoT ইডলিতে.... love from BD...

  • @debabratabhadra1167
    @debabratabhadra1167 ปีที่แล้ว +2

    Pritwijit's choice of breakfast & other food preferences are far more common & traditionally Bengali's
    Bread omlet as breakfast once in a week fine but Luchi/ kachuri/ parota/ ruti sabji is always comes first as it put up. And idli straight way no, I prefer upma or medu bada far far better & dosa is nationally accepted as any time food.
    So, pritwijit wins without any argument.

  • @ashokbanerjee1491
    @ashokbanerjee1491 ปีที่แล้ว +2

    সত্যি দারুন জায়গা ❤️ ছবিতে দেখেই ভালো লেগে গেল । খুব ভালো লাগলো এই পর্ব টা 👍👍

  • @subirghosh5526
    @subirghosh5526 2 หลายเดือนก่อน

    খুব পরিমিত অথচ খুব ভাল description...
    আবার family সহ...
    বাড়তি কথা নেই, বেশ ভালো বোঝানো as usual of Shivaji Da....

  • @utpalroy4633
    @utpalroy4633 ปีที่แล้ว +1

    Background এ Nepali music লাগালে ভালো হয়

  • @malaybanerjee3172
    @malaybanerjee3172 ปีที่แล้ว +1

    Bah!!!! Kato sundor bhabe tour enjoy korchi shibajida tomader songe.chaliye jao.lalmohonbabu boi niye dol khete khete porche dekhe bhalo laglo.

  • @sandipanchatterjee503
    @sandipanchatterjee503 ปีที่แล้ว

    যেই আপনি বলা শুরু করলেন "ঘুম থেকে..... বাকি line টা আমরা add করলাম, "ওঠেই দৌড় দিলাম"😅😅.
    অসাধারণ লাগলো video ta..❤

  • @maharshimukherjee9529
    @maharshimukherjee9529 ปีที่แล้ว +1

    Apnader 5 best videos gulor moddhe this one will come, superb ki editing skills and ekta virgin place explore korlen, salute to explorer shibaji and prithijitda.

  • @sarmisthabakshi377
    @sarmisthabakshi377 ปีที่แล้ว +1

    😊❤ প্রথমেই জানাই আমি সকালের জলখাবারে পৃথ্বিজিৎ বাবুর দলে 😂 বাকি ভিডিওর জন্য শিবাজি বাবুকে অসংখ্য ধন্যবাদ সঙ্গের ম্যাডামের পরিচয় পেলাম ভালো লাগলো

  • @sagarkumarbandyopadhyay9233
    @sagarkumarbandyopadhyay9233 ปีที่แล้ว +1

    নতুন জায়গা দেখতে পেলাম বেশ ভালো লাগলো
    Prithijit বাবুর বই পড়ার আগ্রহটা নজর
    করার মতো, আপনাদের জুটিটা বেশ
    মজাদার...
    ভালো থাকবেন।❤

  • @ratnamallick6530
    @ratnamallick6530 ปีที่แล้ว

    বইয়ের থেকে ওখানে Prithwi বাবুকে মনে হয় গীটারে বেশি মানাবে....😋16th কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হচ্ছি....

  • @tapanmukhopadhyay354
    @tapanmukhopadhyay354 14 วันที่ผ่านมา

    Jepir Farm House satyai anobadya.Aponader bhagya khub valo,tai eto sundar sundar jaigate giye jibantake upovoger karchen,amra pachhi tar nirjastuku.Abosya eti khub Ananda pachhi.karan pahar amar khub valo lage.
    Thanks to you and also others.❤❤❤❤❤❤❤❤

  • @chandrasen9744
    @chandrasen9744 ปีที่แล้ว +1

    খুবই সুন্দর এবং আকর্ষণীয় স্থান দেখে আমার মন অত্যন্ত ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

  • @samiksengupta7705
    @samiksengupta7705 ปีที่แล้ว

    Darun Darun Darun lagche Khub bhalo Thakben Sustha Thakben Sobsamay Bhalo Basha Naban ❤❤❤❤❤👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arnabbera5294
    @arnabbera5294 4 หลายเดือนก่อน

    Jhepi farm stay দারুণ enjoy করেছি.. সুন্দর property আর অসাধারণ অতিথেয়তা.. কিন্তু Wow Gateways কে tour operator এর থেকে fraudster বললেই বেশি ভালো হয়, যার কাছে কিছু hotel / homestay আর গাড়িচালক দের contact no. আছে.. বাকি tour এ bare minimum guidance বা খবরাখবর নেওয়ার প্রয়োজন বোধ করে না... Dawaipani Farms নামে একটা homestay তে আমাদের থাকার ব্যবস্থা করেছিলো, যা আক্ষরিক অর্থেই আমাদের tour এর আনন্দ মাটি করে দেয়... এই tour operator এর commission এর থেকে professionalism এ বেশি মনোনিবেশ করা উচিৎ...

  • @tushitachatterjee1201
    @tushitachatterjee1201 ปีที่แล้ว +2

    জায়গাটা র প্রেমে পড়ে গেলাম । সত্যি অসাধারণ

  • @bandanabhattacharyya3528
    @bandanabhattacharyya3528 ปีที่แล้ว +1

    সত্যিই খুব খুব ভাল একটা জায়গা দেখলাম। এর সাথে পুরো নর্থ বেঙ্গল ভীষন ভাল লাগল। আমরা যারা এই জায়গা গুলো ঘুরে দেখতে পাই না ,ঘরে বসে যেন বিশ্ব ভ্রমণ করে ফেলছি।অসাধারণ। আর শিবাজী র কথা বলার ভেতর যাদু আছে। দুজনেই খুব গুনি মানুষ । আপনারা সুস্থ শরীর নিয়ে এই ভাবেই এগিয়ে যান,আর আমাদের সাথে থাকুন।খুব ভাল থাকুন।আপনাদের এই বন্ধুত্ব অটুট থাকুক। দুজনেই একে অন্যের পরিপূরক। ❤

  • @subhajeet_mukharjee_07
    @subhajeet_mukharjee_07 8 ชั่วโมงที่ผ่านมา

    Khub Sundor Jaega Dada, Apnader eto height uthte bhay lagena ?

  • @nirupamchatterjee
    @nirupamchatterjee ปีที่แล้ว

    বাঙালি হিসাবে লুচির কোনো জুরি নেই। কিন্তু চাকরি সুত্র্যে Hyderabad এ থাকি। তাই idly তেও আপত্তি নেই, বরং ভালোই লাগে।
    কিন্তু comparative stady তে লুচি-সাদা আলুর তরকারি আর মিষ্টি এগিয়ে।

  • @souravbanerjee7307
    @souravbanerjee7307 ปีที่แล้ว +2

    Wonderful vedio . It sends me to a blissful world far from the madding crowd of reality.A lot of congratulations to Shibaji and Prithijit Babu for giving us such piece of vedio.

  • @rumadas8237
    @rumadas8237 ปีที่แล้ว +1

    আমরা গত বছর অক্টোবর মাসে 6 জন মিলে গিয়ে দুদিন এই ফার্মস্টে তে থেকে এসেছি । সত্যিই অসাধারণ জায়গা। সুযোগ পেলে আবার যাবো।

  • @pujachatterjee8245
    @pujachatterjee8245 8 หลายเดือนก่อน

    আমি prithhijit da র দলে ওই idli র দেশে থেকে র ওইটা নেওয়া যায়না 😢 সকালবেলা idli khawa jayna😮... Afterall আমরা বাঙালি 😊

  • @biswajitgoswami1355
    @biswajitgoswami1355 ปีที่แล้ว

    অফিসের কাজে ১৯৮৭তে ভাইজ্যাগ গিছলাম তখন দেখেছিলাম trainএ ইডলি,বড়া breakfast packet করে বিক্রি হচ্ছে

  • @himadrisekhardas7838
    @himadrisekhardas7838 ปีที่แล้ว

    আমার পছন্দ ইডলি। আজ সকালেই ইডলি খেয়েছি, শান্তিনিকেতনে বেড়াতে এসেছি। পৃথ্বীজিৎ দা আজকাল আমাদের, বাঙালিকূলকে, বেশ ঠেস্ দিচ্ছেন। শিবাজি দা ব্যপার টা একটু ভাবুন।😊

  • @duttabuddhadeb
    @duttabuddhadeb ปีที่แล้ว

    Hello Shibaji da, WoW Gateways booking করতে গেলে কি কাঞ্চন শা নামের কারুর পার্সোনাল একাউন্ট এ Payment করতে হয়? আমি Payment করার আগে একটু sure হতে চাইছি, pls advise

  • @sanjibsengupta3156
    @sanjibsengupta3156 ปีที่แล้ว

    Breakfast হিসেবে idli আমার ভালোই লাগে তবে ঝোলা গুড় দিয়ে । আমি সঞ্জীব ,Indore এ থাকি আমার বয়স 76 years
    Rted.central govt.employeeছিলাম এবং OFB .KOLKATA থেকে retired .আমি আপনাদের maximum vlog দেখেছি এবংএখনও দেখি ।ভালো থেকো❤

  • @ninjahyper5886
    @ninjahyper5886 ปีที่แล้ว

    Dada ar jai bolen na keno jalkhabar South Indian e chai,Idli,Dhosa,Uttapam,etc tar por chai ba coffee,darun episode,NABABARSHER ANEK SHUVECHHA

  • @tuhinmukherjee1487
    @tuhinmukherjee1487 ปีที่แล้ว

    Dada homestay r breakfast er review ta dilen na, quantity and quality to superb chhlo, vande Bharat er ato কাটাছেঁড়া, এটার একটু করলে ভালো লাগতো,impartial লাগতো।।

  • @eternalpeace7354
    @eternalpeace7354 ปีที่แล้ว

    পৃথীজিতের বেড়ালের সাথে interaction তার আগে পোষা কুকুরকে আদর করা মন ছুঁয়ে গেল. মনটা সত্যি অনেক বড় ওর. হ্যামকে দোল খাওয়াটাকে thumbnail করতে পারতেন for change ভালোই হত.

  • @priyankakarmakar2662
    @priyankakarmakar2662 4 หลายเดือนก่อน

    Apnar video dekhe ekhane elam,ei muhurte ekhanei achi...jayga ta shotti e sundor...
    Kintu khawar quality ekdom bhalo na....rannay lobon jhal ekdom nei....khawar er songe achar , salad kichui dey ni..
    Slow service...ekta kichu bolle prochur time ney dite....
    Apnara hoyto vlogger,tai jonne apnader bhalo bhabe diyeche...
    Cook ekdom bhalo na....!!!
    Tobe Ramesh ji khub bhalo...

  • @chaloghuri23
    @chaloghuri23 ปีที่แล้ว

    বাঙ্গালীদের পিযো খাবার লুচি ও কষা আলুর দম কিন্ত আজকাল অনেক বাঙ্গালী বিদেশিদের নকল করে থাকে জেমটা আপনি । যাই হোক আপনার ভিডিও দেখার জন্য আমি সব সময়ই অপেক্ষায থাকি। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।

  • @20peegee
    @20peegee ปีที่แล้ว

    প্রধান দের homestay একদম homstay concept এর প্রথম থেকে। ঋষিখোলায় 2014 সালে একমাত্র homestay ছিল নদীর পাড়ে। রামধুরা তেও তাই। সান্ডাকফু থেকে ফালুট হয়ে রাম্বাম, রিম্বিক হয়ে বিজনবাড়ি রাস্তা ছিল, একদিনে trekking করে নামা যেত, জানিনা আজ আছে কিনা। গোর্খা আন্দোলনের সময় সব ই তো ধ্বংস হয়ে গেছে।

  • @jamai39
    @jamai39 ปีที่แล้ว

    মৈত্রেয়ীদি কি স্কুলে পড়ান? পড়ালে কি পড়ান? আমার অর্ধাঙ্গিনীর সাথে একটা বাজি ধরেছি। শিবাজীদা জানাবেন প্লিজ।

  • @debasishdutta6428
    @debasishdutta6428 ปีที่แล้ว

    শিবাজি দা আমি আপনার খুব বড় ফ্যান।আপনাকে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।।আমার একটা আপনার কাছে অনুরোধ যে আপনি অনেক জায়গায় যান।
    আপনি যদি মধ্যপ্রদেশ টুর টি করেন তাহলে খুব ভালো লাগবে। ❤ আমি আপনার সাথে আছি ।
    ধন্যবাদ।।।।

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 ปีที่แล้ว

    আমি বেশী কমেণ্ট করিনা তবে আজ করা যাক।
    ১. ঝেঁপি দারুণ লাগলো।
    ২. ইডলি আমারও ভালো লাগেনা তবে ধোসা ভালো লাগে। পৃথ্বীর কি ধোসা ভালো লাগে? তাই আমি পৃথ্বীর সাথে।
    ৩. পৃথ্বীর দু'লাইন গান অসাধারণ। তবে পৃথ্বীর অনেক "তুমি" আছে কিন্তু সব "তুমি" দের সঙ্গেই ওর সম্পর্ক আছে কিন্তু কোনো একটি "তুমি" কে ও আঁকড়ে ধরেনা। এটা তো গন্ডগোলের ব্যাপার। আধুনিক কেষ্ট! 😂😂
    ৪. শিবাজীর খাওয়া দেখতে ভালো লাগে।
    ৫. মৈত্রেয়ীকে সেই প্রথম ভ্লগে দেখেছিলাম আর অনেকদিন পর আজ দেখলাম।
    I love #ExplorerShivaji

  • @abhirupghosh1510
    @abhirupghosh1510 ปีที่แล้ว

    Aara goto 30 tarik thek 2 tarik obdi Darjeeling lava &mirik trip korechilam......mirik e j home stay te chilam (PRADHAN HOMESTAY) ami apnader and sobai k bolbo j jodi mirik Jan okhan e thakben.....ota sotti karer home stay.... poriskar porichonno ...darun

  • @mukulmohaimen9975
    @mukulmohaimen9975 ปีที่แล้ว

    ভয়ঙ্কর সুন্দর;বর্ণনা সম্ভব নয়।
    আর বয়স ওটাও ভ্রমণে অনুমোদন দেয়না বা করেনা।
    যাইহোক জানা গেলো ঝেঁপি একটা খামার বাড়ি মানে Farm House কিন্তু থাম্ব নেইলের ক্যাপশন Firm stay.
    কোনটা ঠিক??
    আবার হয়তোবা দুটোই ঠিক।
    কে জানে ❓❓
    আমার দেখাতেই আনন্দ।

  • @TheArpan1983
    @TheArpan1983 ปีที่แล้ว

    11:56 হতে পারে, আমি এক্সপ্লোরার শিবাজীর ফ্যান, তবে এই ক্ষেত্রে আমি পুরোপুরি পৃথ্বী বাবুর সমর্থনে। সাতসকালে ইডলি আমারও নাপসন্দ। ফুলকো লুচি, বা টোস্ট অমলেট জিন্দাবাদ। বড়জোর রুটি তরকারি পর্যন্ত নামতে পারি।

  • @anweshapurkait9598
    @anweshapurkait9598 ปีที่แล้ว

    আজকে নীল ষষ্ঠী করে আছি আমি, এখনও পেটে ভাত পড়েনি😒 তার উপর আপনি এসব খাওয়া দাওয়া দেখিয়ে খিদেটা আরো বাড়িয়ে দিলেন😭😭😭 মনের মধ্যে এখন শুধু chicken chicken চলছে😋 বাবা ভোলানথ !! আমাকে ক্ষমা করবেন 🙏

  • @durgapur13117
    @durgapur13117 ปีที่แล้ว

    আমি একমাত্র বাঙালি যে ডিম পাওয়া রুটি ভাল বাসি না।
    তবে অনেক অনেক ধন্যবাদ 🙏 দুজনকেই , অনেক কথা আছে যেগুলো লেখাতে প্রকাশ করতে পারলাম না। পৃথিবী টা গোল তাই কোন দিন দেখা হলে না হয় ভাষায় প্রকাশ করবো। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন।🙏🙏🙏🙏🙏🙏

  • @wheellover550
    @wheellover550 ปีที่แล้ว

    পৃথিজিৎ বাবুকে আপনি কিছু স্বাস্থকর খাবার খাওয়ার অভ্যাস করান। শাক, ইডলি এসব না খেয়ে এই বয়সে তৈলাক্ত খাবার খাচ্ছেন।
    আমিও আপনার দলে,৫০ বছর বয়েসের পুরুষের সংজ্ঞা বদলাতে গেলে আপনার মত সুঠাম স্বাস্থ্য চাই। খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।

  • @sayakpal4153
    @sayakpal4153 ปีที่แล้ว

    সকালে জলখাবার এর ব্যাপার এ আমি পৃথ্বীজিত দার সঙ্গে , একটু লুচি তরকারি বা ডিম পাউরুটি হলে জমে যাবে, বা chowmein হলে

  • @kalyanghosh2528
    @kalyanghosh2528 ปีที่แล้ว

    দাদা ইডলি পছন্দের তবে লুচি আর সাদা আলু চচ্চড়ি প্রাতঃরাশের প্রথম পছন্দ 👌👌👌

  • @tapaskmitra6263
    @tapaskmitra6263 ปีที่แล้ว

    সব থেকে আগে বলে রাখি যে ভিডিও শেষ হওয়ার সময় যে মিউজিক টা বাজে সেটা শুনতে অনবদ্য লাগে। দ্বিতীয়তঃ আমি পৃথ্বীজিত এর সাথে একমত। লুচি-তরকারি বা কচুরি-আলুর দম এবং জিলিপি এর কোনো তুলনা হয়না। পরের টার অপেক্ষায় রইলাম।

  • @chiranjibdasgupta6837
    @chiranjibdasgupta6837 ปีที่แล้ว

    শুভ নববর্ষ।
    ঝেপি তে ঝাপিয়া পড়তে ইচ্ছে করছে।
    পৃথ্বী দা লাল টি শার্ট , নীল জেকেট,লম্বা চুল, সঙ্গে প্রেমের গান।
    আর কি ভাবে বোঝাবে। কিছু একটা করুন।

  • @shyamalkumar4767
    @shyamalkumar4767 ปีที่แล้ว

    ঝেপি কি করে যেতে হয় বা গাড়ী ভাড়া করে নিলে তা ততদিনের জন্য রেখে দিতে হয় কি ?
    প্রাকৃতিক সৌন্দর্য আসাধারন দেখছি । কটেজের বারান্দা আমার ভাল লেগেছে ।এখানে বসে রবীন্দ্র সময়কালের কবিতাগুলো পড়তে স্বর্গীয় অনুভূতি তৈরী হবে ।
    এখানে ১৫ দিন থাকলে থাকা খরচ কত লাগবে দয়া করে জানাবেন ।
    সকালে ইডলি খুব ভাল প্রাতরাশ । তবে পৃথ্বীর চালচলনে একটু ছেলেমানুষি দেখেছি । এটা শুধু এখানে নয়,অন্য ভিডিওতে লক্ষ্য করেছি ।
    মদের বোতল দেখতে আমার ভাল লাগে না ।

  • @malabikaghosh6048
    @malabikaghosh6048 ปีที่แล้ว

    না, সত্যি কথা, তেল বিহীন ইডলি সকালের জন্য ideal খাওয়া। ইডলি খাওয়ার পর এক আধটা লুচি চলতে পারে, তবে না হলেও ক্ষতি নেই। 😃

  • @parthaghosh24
    @parthaghosh24 ปีที่แล้ว

    ঝাঁপি টা তো অদ্ভুত সুন্দর। ধন্যবাদ শিবাজী দা।
    ডেলোর প্যারা গ্লাইডিং টা সত্যি অসাধারণ।
    আমরা wow gateway র থেকে না করে যদি সরাসরি এই রিসর্টে বুক করতে চাই যদি একটু বলেন,

  • @sirinsultana3734
    @sirinsultana3734 ปีที่แล้ว

    Prithwi বাবু ছাড়া আপনার ভিডিও অসম্পূর্ণ তাই উনি না থাকলে বেশ জমে না।
    আর আপনাদের কাছে পৌঁছে যাবে এটা এবার 4 জনের মাধ্যমে এডিটিং করে বলুন ব্যাপার টা আরো হিট হবে