কালীঘাট মন্দিরে একটু সাবধানে !! | Kalighat Temple Kolkata | Bengali Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2022
  • কালীঘাট মনে একান্ন সতীপিঠের একটি অন্যতম পীঠ।
    গত 13,04,22 আমার কালীঘাট গিয়েছিলাম পূজা দিতে। সেই মতো বাড়িয়ে পরি আমরা। সব ঠিক ছিলো কিন্তু কিছু মানুষের জন্য অভিজ্ঞতাটা একটু অন্য রকম ছিলো। ভিডিও টি দেখুন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে।
    #kolkata #kalighat #travelvlog #information

ความคิดเห็น • 425

  • @sitanathmardanya
    @sitanathmardanya 2 ปีที่แล้ว +63

    আপনার অভিজ্ঞতা জানানোর জন্য ধন্যবাদ। কালীঘাটে পূজা দিতে গেলে, যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তা কম বেশি সকলের জানা। শুধুমাত্র এই উৎপাতের জন্যই, মনের মধ্যে বহু ইচ্ছে থাকা সত্ত্বেও আমি এবং আমাদের পাড়ার কোনো মানুষ আজ পর্যন্ত কালীঘাটে পূজা দিতে যায় নি। সেই দিক থেকে দক্ষিনেশ্বর খুব সুন্দর। দক্ষিনেশ্বরে কোনো উৎপাত নেই। তাই আমরা ওখানে প্রতি সপ্তাহে পূজো দিয়ে আসি। আপনার কাছে অনুরোধ রইল, এই রকম সমস্যার সম্মুখীন যদি আবার কোথাও কখনো হোন, তাহলে আজকের মতোই আবার সেইগুলা মানুষের সামনে তুলে ধরবেন। এতে মানুষের খুব উপকার হয়।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +6

      ধন্যবাদ আপনাকে ভিডিওটি কে গ্রহণ করার জন্য। কালীঘাটের এই অভিজ্ঞতা তুলে ধরার জন্য, বেশ কিছু লোক আমাকে বোকা বলে আখ্যা দিয়েছেন। তাতে যদি ও বা কোনো সমস্যা নেই। কিছু situation এমন আসে যে অনেক চালাক লোক ও বোকা হয়ে যায়।
      আমি পূজা দিতেই গিয়েছিলম তার সথে একটি সাধারণ ভিডিও বানানোর ইচ্ছা ছিলো। কিন্তু যে ঘটনা ঘটলো, আমি আপনাদের সথে তা share না করে পারলাম না। ধন্যবাদ আপনাকে আমাদের এই ভিডিওটি র উদ্দেশ্য বোঝার জন্য।। 🙏🙏🙏.

    • @user-xv2bn3mg3r
      @user-xv2bn3mg3r 2 ปีที่แล้ว +4

      দক্ষিণেশ্বর 1 টাকা দিয়ে পূজা দেওয়া যায় ।কোনো উৎপাত ছাড়া ।

    • @nirmalnirmal6571
      @nirmalnirmal6571 2 ปีที่แล้ว +1

      ওটা তো মমতার পাড়া!দিদিকে বলো!

    • @nirmalnirmal6571
      @nirmalnirmal6571 2 ปีที่แล้ว

      মন্দিরে না গিয়ে কি দর্শন হয় না ? পন্ডিত মশাইরা কী বলেন ?কালীঘাট এবং এইরকম অনেক মন্দির তো দীর্ঘকাল যাবত অসুর দেরই দখলে !

    • @Two_wheels7373
      @Two_wheels7373 ปีที่แล้ว

      আমি ১৯৮৮ সালে আমার বি কম ফাইনাল পরীক্ষার আগে এক সকালে মাকে দর্শন করতে যাই। কিন্তু সেদিন আমার কাছে দুশো টাকা ছিল। পান্ডা আমার সব পয়সা নিয়ে নেয়। বাসায় ফিরবো বাস ভাড়ার পঞ্চাশ পয়সা ছিল না। শেষে অনতিদূরে পোটো পাড়ায় এক চেনা জানা দাদার কাছ থেকে পাঁচ টাকা ধার নিয়ে বাসায় ফিরি। আজ প্রায় পঁয়ত্রিশ বৎসর হলো পান্ডার ভয়ে মায়ের দর্শন নিতে পারিনি।

  • @chandrasen7305
    @chandrasen7305 2 ปีที่แล้ว +16

    আমি ও আগে বিভিন্ন তীর্থ স্থানে যেতাম। পরে বুঝতে পারলাম ওটা আমার ভ্রম। মা কে আমি নিত্য পূজা করি বাড়িতে। মা কে ডাকার মতো ডাকতে পারলে মা তোমার কাছে নিজে আসবে। ভক্তের ও যেমন ভগবানের প্রয়োজন, ভগবানের ও ভক্তের প্রয়োজন। আসলে তীর্থে ঘুরে কিছু হয় না। মা তোমার কাছাকাছি ই আছেন। শুধু চোখের জলে মায়ের আহ্বান করো। অনুভব করতে পারবে মায়ের উপস্থিতি।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      একদম ঠিক। আমাদের একটা বিশেষ দিন ছিলো তাই গিয়েছিলম। আমার প্রথম বার ছিলো।

  • @abhijitsarkar3944
    @abhijitsarkar3944 2 ปีที่แล้ว +18

    দহ্মিণেশ্বর সব দিক থেকে ভালো, এখানে কোনো টাকা পয়সার খেলা নেই। বারবার যেতে ইচ্ছে করে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      একদম তাই। খুব ই ভালো পরিবেশ দক্ষিনশ্বেরে

  • @chandandutta6993
    @chandandutta6993 2 ปีที่แล้ว +9

    আমারও একই অভিজ্ঞতা হয়েছিল, পান্ডাগুলি খুবই ঠগ

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      একদমই ই তাই

  • @dikludas
    @dikludas 2 ปีที่แล้ว +47

    কার জায়গাটা একবার দেখুন , অসভ্য অভদ্র হতেই হবে 😷😁

    • @jmondal3396
      @jmondal3396 2 ปีที่แล้ว +5

      Akdak100% sathik katha.

    • @Sumanadas370
      @Sumanadas370 2 ปีที่แล้ว

      ঐ জায়গার, মানুষের তৈরি সুবিধা নিতে একটুখানি ও বুকে বাঁধে না ভন্ড রাম ভক্ত বাম রাম পাঁঠাদের।

    • @chandanaray3728
      @chandanaray3728 2 ปีที่แล้ว +2

      Eta 2011 r age o hoto apner jana nei

    • @rajsaha2114
      @rajsaha2114 2 ปีที่แล้ว +3

      Sob kothar ek kotha....100% agree

    • @ranjanchakraborty6283
      @ranjanchakraborty6283 2 ปีที่แล้ว

      আগে কি এমনটা হতো না ?

  • @samirdas-ih9lp
    @samirdas-ih9lp 2 ปีที่แล้ว +39

    আমারও একই অভিজ্ঞতা হয়েছিল, ৩ বছর আগে। আর যাই না। দক্ষিণেশ্বর অনেক ভালো। ওখআনে ৪ বার পূজো দিয়েছি, কোন প্রব্লেম হয় নি। কালীঘাটএর মন্দিরের চারপাশ টা একটা অসভ্য অভদ্র জায়গা।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +4

      সত্যি কথা বলতে, এই ভিডিওটি পোস্ট করার পর ভাবছিলাম আমি একাই এমন ঘটনা face করছি। কিন্তু যত comment পাচ্ছি, তত বুঝতে পারছি,এ তো এক নিত্য ঘটনা বলা চলে। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা বলার জন্য।

  • @a.chakraborty6024
    @a.chakraborty6024 2 ปีที่แล้ว +2

    আমাদেরও একই অভিজ্ঞতা হয়েছিল। ঘেন্নায় আর যাই না । অভিজ্ঞতা শেয়ারের জন্য ধন্যবাদ 🙏

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আপনাকে ও ধন্যবাদ আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ।

  • @bishnudeb2194
    @bishnudeb2194 2 ปีที่แล้ว +13

    খুব সুন্দর হয়েছে ধন্য বাদ।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      ধন্যবাদ। একটা অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করলাম মাত্র । ধন্যবাদ 🙏

    • @shyamalkantichatterjee619
      @shyamalkantichatterjee619 2 ปีที่แล้ว +1

      Bahukal dhare etai hochhe Pandader atyachar. Kokhono kono Panda nite nei.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      একদম সঠিক।

  • @gourangakumarmukherjee6093
    @gourangakumarmukherjee6093 2 ปีที่แล้ว +11

    আমি কালীঘাটের মানুষ। অনেক তীর্থ ঘুরেছি।কালীঘাট আর তারকেশ্বরের মতো বদ জেয়গা কোথায় পাই নি,এইসব পান্ডারা আরো অসভ্য হয়,যদি সাথে মহিলা থাকেন। একটা অভিজ্ঞতার কথা বলি। আমি তারকেশ্বর ইন্সটিশানে নামতেই ছেঁকে ধরলো।প্রথম জনকে বললাম চলো।নাম জিজ্ঞেস করলো,বললাম ছেলের নাম জয়দীপ মুখার্জি, ও বললো গোত্র?আমি বললাম, বলছি মুখার্জি, আরগোত্র জানো না?? তুমি কেমন পুরহিত??বলে গোত্র বলে দিলাম।এবার বললো সংকল্প অর্ধেক না পূর্ণ!!আমি অবাক হয়ে যা-ই!! মানে ঠাকুর কে ডাকবো সেটা হাফ!!ভানুর সিনেমার হাফ করেলা😂😂নাকি??তোমাকে ১০টাকা দিলাম, কেটে পড়ো,আমার পূজা আমিই করবো।তুমি দেখো ঠিক হচ্ছে কি না???অনেক অনেক জেয়গাতে গেছি,৩বার কেদারনাথ হয়ে গেছে। কোথাও এ-ই দুটো জেয়গা ছাড়া অস্যভতা দেখিনি। বয়স কম ঘুরে নিন পরে দেখবেন ঠাকুর আপনার ঘরে 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      একদম ঠিক বলেছেন। আমরা ইচ্ছা আছে সমস্ত জায়গা ঘুরে আসা। এবং খুব শীঘ্রই শুরু করবো বলে আশা করছি। ধন্যবাদ সুন্দর1 এক অভিজ্ঞতা শোনানোর জন্য। ভালো থাকবেন।

    • @malatinagchowdhury3708
      @malatinagchowdhury3708 2 ปีที่แล้ว +1

      আপনি ঠিকই বলেছেন।কালীঘাট আর তারকেশ্বর এর মত তীর্থ স্থানে পান্ডা দের উৎপাত এর জন্য আর যাইনা।দক্ষিণেশ্বর মন্দিরে এই উৎপাত নেই।মা ভবতারিণী মন্দিরে বহুবার পুজো দিয়েছি। হাজার হাজার মানুষের সমাগম এর মধ্যেও সুষ্ঠু ও সৃঙ্খলা

    • @malatinagchowdhury3708
      @malatinagchowdhury3708 2 ปีที่แล้ว +1

      সুষ্ঠু ও শৃঙ্খলা ভাবে লাইনে দাড়িয়ে পুজো দিয়ে ছি।কোনো অসুবিধা হয়নি।

    • @shyamasreerakshit5638
      @shyamasreerakshit5638 2 ปีที่แล้ว +1

      পুরীতেও পান্ডারা খুব উৎপাত করে

  • @ashischakraborty4862
    @ashischakraborty4862 2 ปีที่แล้ว +13

    আমার একি অবস্থা হয়েছিলো।খুব চেঁচামেচি করাতে।কিছু না নিয়ে ছেড়ে দেয়।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      একই রিপোর্ট অনেকের থেকেশুনলাম।

  • @pradipranjandhar3225
    @pradipranjandhar3225 2 ปีที่แล้ว +1

    Very good information. Khub bhalo laglo. To be sobtai Didir Anuprerona,

  • @shantanuchowdhury6974
    @shantanuchowdhury6974 2 ปีที่แล้ว +1

    Really very very good thing. Thanks

  • @swapankumardebnath1001
    @swapankumardebnath1001 2 ปีที่แล้ว +2

    THANK YOU VERY GOOD INFORMATION. TOLAMUL SARBOTRO.

  • @kabitaguha8714
    @kabitaguha8714 2 ปีที่แล้ว

    Khub valo korecho dekhiye . Sobai januk .

  • @Sangita9012
    @Sangita9012 6 หลายเดือนก่อน

    Video ta puro dekhlam.satorko hoye jaoya tai uchit khub valo korechen apnara vlog ta share kore.aslam.🎉🎉🎉asben apnara.

    • @BoundlessBong
      @BoundlessBong  6 หลายเดือนก่อน +1

      ধন্যবাদ 🙏🏻🙏🏻🙏🏻

  • @RobertCLIFFORD-gh5cw
    @RobertCLIFFORD-gh5cw 2 ปีที่แล้ว +1

    Thanks for the precious information. Completely Informative.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Thank you for your Comment, it's means a lot to us....😊🙏

    • @RobertCLIFFORD-gh5cw
      @RobertCLIFFORD-gh5cw 2 ปีที่แล้ว

      @@BoundlessBong, It's my pleasure, I am
      a converted Christian, but my wife and 14 years old son didn't accept Christianity. We never went to Kalighat but one time we wanna visit there. Your information will help us a lot regarding Kalighat Temple. Thank you so much for your kind tenderness.🙏🙏🙏🙏🙏. May God bless both of you.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Okay..okay..Thank u so much,and I m also pray to God same for you and your family,Stay happy and bless.. Always.

  • @asimachakrabarty5912
    @asimachakrabarty5912 2 ปีที่แล้ว +1

    আপনার বিষয়টি বেশ অদ্ভুত। ধর্মস্থানে গিয়ে এরকম অভিজ্ঞতা প্রায় সকলের। কিন্তু আমার পরিচিত একজনের চিন্তা ধারা আমাকে এসব থেকে শান্তি দিয়েছে। উনি ধর্মপ্রাণ। সব দেবমন্দিরে পূজো দেন, কিন্তু নিজে। বিশুদ্ধ বাংলায় দেবতাকে নিজের মনের কথা বলেন। বলেন , হে দেবী তুমি আমার পূজো গ্ৰহণ কর। ওনার কথায় যে ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তিনি শুধু সংস্কৃত বোঝেন, বাংলা জানেন না, এমন হতে পারে না। তিনি তো বোবা মানুষের পূজো ও গ্ৰহণ করেন। কিছুদিন আগে পুরীর জগন্নাথদেবের মন্দিরে পূজা দিলেন, ডালা কিনলেন, দেবতাকে উদ্দেশ্য করে নিজের মনের কথা বললেন। বাক্সে প্রনামী দিলেন, চরণামৃত নিলেন। প্রসাদ সকলের সঙ্গে ভাগ করে খেলেন

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      হ্যাঁ কিছুটা অদ্ভুত বটে,তবে ধর্ম স্থানে এমন হয় কম বেশি জানতাম, কিন্তু এটা একটা অন্য মাত্রা য় চলছে,যারা এই অভিজ্ঞতা করছেন তারা ভালো জানবেন। আর আপনার পরিচিত ব্যাক্তির যে অভিজ্ঞতা তুলে ধরলেন বেশ সুন্দর লাগলো। এমনই করা উচিত, এটাই ভালো,ঝুট ঝামেলা হীন দর্শন।

  • @dulalnath2147
    @dulalnath2147 2 ปีที่แล้ว +10

    তারকেশ্বরে গিয়ে আমিও ঐ রকম সমস্যার মধ্যে পরেছিলাম,তাই বলছি বর্তমানে যেকোনো তীর্থস্থানে গিয়ে একটু সচেতন থাকবেন। ঐ সব স্থানে সৎ এর থেকে অসতের সংখ্যা বেশি।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      একদম তাই। ধন্যবাদ

  • @joyodeeptabanerjee3111
    @joyodeeptabanerjee3111 2 ปีที่แล้ว +1

    A toh daaroon chokh kholaa experience thanks bhayi ,aagey thekay shaabdhan thaakbo Joy Maa Kali 👌🙏

  • @SanjayBarman-qs4rd
    @SanjayBarman-qs4rd 2 ปีที่แล้ว

    Information er jonno dhonnobadh.

  • @shakhargupta4291
    @shakhargupta4291 ปีที่แล้ว +2

    Hi Nice Looking Good Vlog TQ.
    Love From PATNA

    • @BoundlessBong
      @BoundlessBong  ปีที่แล้ว

      Hey!! Thanks for your comment.. THANKS 🙂

  • @mrinalseth8658
    @mrinalseth8658 10 หลายเดือนก่อน

    Khub.valo.laglo

    • @BoundlessBong
      @BoundlessBong  10 หลายเดือนก่อน

      ধন্যবাদ 🙏🏻

  • @balaramdas6869
    @balaramdas6869 2 ปีที่แล้ว +2

    Ei experience share karar janya anek dhanyabad brother, religion-business der haath onek lamba ora dangerous hoye thake.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      Thanks..hmm se to bujhte parchi...ja experience korechi tai share korchi,n again Thanks for appreciation..🙏😊

  • @PradipGorai-xl1op
    @PradipGorai-xl1op หลายเดือนก่อน +1

    Dhanyabad

  • @rajnarayanbasu3442
    @rajnarayanbasu3442 2 ปีที่แล้ว +1

    tarokesware r o beshi hhoi. apni eta share kore khub valo korechen

  • @sankarsarma3576
    @sankarsarma3576 2 ปีที่แล้ว +1

    Kalighat Bamun gulo bohut bodmash hoi ...

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      তাই তো দেখছি

  • @arupsafui1656
    @arupsafui1656 ปีที่แล้ว +1

    কাল আমার wife এর ও এই ধরনের অভিজ্ঞতা হয়েছে।

    • @BoundlessBong
      @BoundlessBong  ปีที่แล้ว

      দুর্ভাগ্যজনক ঘটনা, এখনো যে ঘটে চলছে, এটাই আশ্চর্যর বিষয়।

  • @wondersubhodas6410
    @wondersubhodas6410 2 ปีที่แล้ว +2

    Ami ভাবছিলাম কালীঘাট যাবো এই সমস্ত দেখে ত ভয়ে যেতে ইচ্ছে চলে গেলো

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      যেতে পারেন, কিন্তু পাণ্ডাদের থেকে সাবধানে।

  • @somchatterjee7102
    @somchatterjee7102 2 ปีที่แล้ว +1

    Maa kali onek mandire achen, utpater jonno okhane jabe na manus. Janarailo. Asonkho donnobad apnake.

  • @ayonmukherjeeanikini659
    @ayonmukherjeeanikini659 2 ปีที่แล้ว +6

    Kalighat a Amar sathe ai rokom age ghoteche 2012 te.. Tar por theke jai na

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      2012 তে। অনেক দিন আগের ঘটনা তো। আজ এতদিনে কোনো পরিবর্তন নেই।

  • @sapna844
    @sapna844 2 ปีที่แล้ว +8

    কালীঘাটে গলা কাটে জানা কথা । সততা সব জায়গা থেকে বিদায় নিয়েছে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      সবার প্রায় একই অভিজ্ঞতা ।

  • @swapansaha1257
    @swapansaha1257 2 ปีที่แล้ว +1

    একদমই এই অভিজ্ঞতা আমার ও আছে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      হমম।।।অনেকেই আছে একই ঘটনার সাক্ষী।

  • @debasishdutta5737
    @debasishdutta5737 2 ปีที่แล้ว +1

    Thanks for good information and your experience

  • @skalen5270
    @skalen5270 2 ปีที่แล้ว +3

    Nice 👍🏻🙂

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Thanks bondhu 😊😊

    • @santoshsarkar1471
      @santoshsarkar1471 2 ปีที่แล้ว

      ধিক্কার জানাই তোমাদের ।

  • @ajitrajbhar5474
    @ajitrajbhar5474 5 หลายเดือนก่อน +1

    Amar sathy same hoy chilo panda gulo sob chitter.

  • @dr.pralaykumarkamar9493
    @dr.pralaykumarkamar9493 2 ปีที่แล้ว +3

    Kalighat sob somoy i Eroko.ghotonar jonno bikhato...

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আমাদের অভিজ্ঞতা এবং সবার comment থেকে তেমনই ইঙ্গিত পাচ্ছি।

  • @debasishbanerjee6453
    @debasishbanerjee6453 2 ปีที่แล้ว +1

    Ami majhe modhye kalighat mondire Jay. General line diye pujo diye beriye asi. Panda der help nei na. Panda der offer ignore kori.
    Jaba phuler Mala, Pera, dhoop, Dakshina to purohit (in front of Maa Kali) sob miliye ₹100/- taka te hoye jai.
    Tobe general line diye pujo dite 1hr 30 mins somoy lage(around 90 minutes)

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      একদম সঠিকভাবে পূজা দেন আপনি। এটাই করা দরকার। একটু অসচেতন ভাবে গেলে আমাদের মতোন অবস্থা হইবে। ধন্যবাদ আপনাকে আপনার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য।

  • @abhra3648
    @abhra3648 2 ปีที่แล้ว +1

    Amaro khub kharap aviggata hoyeche kalighat mondire jawar par. Khub sabdhan

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      একদমই সাবধানে যাওয়া দরকার।

  • @parthomittro9393
    @parthomittro9393 2 ปีที่แล้ว +1

    মা কালী সময় হলেই দুষ্টের দমন এবং সৃষ্টের পালন অবশ্যই করবেন।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      অবশ্যই এবং অবশ্যম্ভাবী।

  • @indraky6647
    @indraky6647 2 ปีที่แล้ว +1

    Amar sathe o emon Tai hoyechilo

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Hmm.. kom beshi sobai ai ghotona face korchi.. Thank u for sharing ur experience.🙏

  • @amritakumar5343
    @amritakumar5343 2 ปีที่แล้ว +1

    একবার তারাপীঠ গিয়েছিলাম । মন্দিরে র দরজার চৌকাঠ পেরিয়ে যেই একেবার মাএর দিকে দু এক পা এগিয়েছি , মাকে দেখতেই পেলামনা ।
    মায়ের সামনেই ভিড় করে দাঁড়িয়ে থাকা
    ষণ্ডা গণ্ডা গোটা ছয়েক পান্ডার মধ্যে পড়ে গেলাম ।সেকেন্ডের মধ্যে ওরা আমার ঘাড় ধরে ঠেলে দিল বেরনোর দরজার দিকে । বাইরে বেরিয়ে এসে
    খুব খারাপ লাগছিল । মাকে দর্শন করতে এসে ঘাড়ধাক্কা খেয়ে বাহিরে ।
    আমি জানি , আমার পেছনেও অনেক দর্শনার্থী আছেন । তবুও সেদিন খুব ভিড় ছিলনা । আমার কথা প্রতি দর্শনার্থী কে যদি তিন থেকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া যায় , আর পান্ডারা মায়ের সামনে দাঁড়িয়ে ভিড় করে না থাকে , তাহলেই মাকে প্রণাম ও দর্শন করা হয়ে যায় ।
    যাইহোক , জানিনা মা আবারো কোনদিন ডাকবে কিনা । তবে ,আমি ঠিক করেছি আর যাবনা । মায়ের দরকার হলে বাড়িতে এসে দেখা দিয়ে যাবে । মায়ের কৃপায় ভাল আছি ।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে আপনার সথে। জানিনা কত এমন মানুষ আছেন যারা এই ভাবে প্রতিনিয়ত কোথাও না কোথাও কোনো না কোনো মন্দিরে একই ঘটনার শিকার হচ্ছে। ভগবান সবার তাই সবাইকে যেকোনো ধর্ম স্থানে সমান ভাবে দর্শন না পূজার সুযোগ দেওয়া দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে তা হচ্ছে না।

    • @amritakumar5343
      @amritakumar5343 2 ปีที่แล้ว +1

      @@BoundlessBong ঠিক বলেছেন ।
      সহমর্মিতার জন্য অনেক শুভেচ্ছা রইল।
      মনে করে নিলাম , সব ই মায়ের খেলা ।
      ঠিক আছে , যাবনা ।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      মা নিশ্চই ডাকবে,সময় কথা বলে,সময়ের অপেক্ষা করুন।

  • @sreemaacreation6466
    @sreemaacreation6466 2 ปีที่แล้ว +3

    Eta amader satheo hoyechilo

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Hmm...Ami apni shudu na...Ami pore jante pari amr ak Friend ar family ar sote same hoichilo.. tara regularly jai.. Tao Ora ai gotonar sikar

  • @mousumimajumder2382
    @mousumimajumder2382 2 ปีที่แล้ว +2

    Amr o apnar moto experience hoyeche march ei....

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আপনার মত অনেকের থেকে একই কথা শুনেছি। পরিবর্তন হওয়া দরকার।

  • @sanjoyadhikary6569
    @sanjoyadhikary6569 2 ปีที่แล้ว +5

    Dakkhineswar onek bhalo

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      একদম আলাদা পরিবেশ।

  • @saswatiroy7887
    @saswatiroy7887 2 ปีที่แล้ว +1

    আমরা কালীঘাটে অন্তত 45 year ছিলাম।এরকম কোনও ঘটনা ঘটে নি।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আমাদের হয়তো দুর্ভাগ্য।

  • @abhilashbasak3903
    @abhilashbasak3903 2 ปีที่แล้ว +1

    আমাকেও এই ভাবে সংকল্প করিয়ে 500 টাকা নিয়ে নিয়েছে.. আমার সাথে আমার দাদা ছিল তাকে আলাদা করে সরিয়ে দিয়েছিল.. আমি ডাকতেই পারছিলাম না, এমন কথার জালে জড়িয়ে রেখেছিল.. বলে বাচ্চাদের খাওয়ানো হবে এবং মায়ের কাপড় সবাই পায় না তাই 500 দিতে হবে.. এর থেকে দক্ষিণেশ্বর ঢের ভালো

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      হ্যাঁ কথার জালে ওরা ফাঁসিয়ে দেয়। এমন পরিস্থিতি বানায় যে তার থেকে সরে আসা মুশকিল হয়ে পরে। খুব তিক্ত অভিজ্ঞতা।

  • @uttamsen
    @uttamsen 2 ปีที่แล้ว +1

    Om joy ma

  • @tusharsinha4490
    @tusharsinha4490 2 ปีที่แล้ว +16

    এটা কি বাঙালি পান্ডা ছিলো ? "বঙ্গদেশে কালিকা " কালী পূজা টা বাঙালি হিন্দুরাই বেশি করে কিন্তু এখন তো কালীঘাটে অবাঙালি পান্ডাদের ভির বেড়ে গেছে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +4

      একদম সঠিক ধরেছেন। অবাঙালি ছিলেন উনি। এদের একটা পুরো গ্রুপ আছে। তাতে বাঙালি অবাঙালি মিলে মিশে এক।

    • @tusharsinha4490
      @tusharsinha4490 2 ปีที่แล้ว +3

      @@BoundlessBong আগে কিন্তু এতটা ছিল না । বর্তমানে অবাঙলী পান্ডা এসে যাওয়ায আরো বেশি হচ্ছে। বিভিন্ন রাজ্যে যে সমস্ত মন্দির বা তীর্থ ক্ষেত্র গুলো আছে , সেইখানে কিন্তু ঐ রাজ্যের লোকেদেরই পান্ডা হিসেবে দেখা যায়। কিন্তু বাংলা এবং বাঙালি ?

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +2

      একদম সঠিক বলছেন। আজ এটাই বাস্তব। একটা পরিচ্ছন্ন ব্যাবস্থার দরকার আছে।

    • @ranjanchakraborty6283
      @ranjanchakraborty6283 2 ปีที่แล้ว +1

      আতস্ কাঁচ দিয়ে খুঁজতে হবে।
      ভারতের অন্যান্য রাজ্যের তীর্থে বাঙালি পাণ্ডা পাবেন কি ?!

    • @nirmalnirmal6571
      @nirmalnirmal6571 2 ปีที่แล้ว

      তুষার সিনহা মশাই, বাঙালি হলেই ভালো আর অবাঙালি হলেই খারাপ ? মমতা তো বাঙালি, অভিষেক, কুণাল, পার্থ - এরাও বাঙালি । তবে ??

  • @monojbhattacharjee744
    @monojbhattacharjee744 2 ปีที่แล้ว +2

    Amar satheo ei rokom ghote. Tai amio kalighat mondir e jete chaina

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আমরা সবাই প্রায় একই ঘটনার সাক্ষী। আরো কত না মানুষ জন আছেন, তারাও একই ঘটনা Face করছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

  • @annapurnabhaumik640
    @annapurnabhaumik640 2 ปีที่แล้ว

    Kalighat Kali ma er place for puja . . But now Mamatar jayaga . Tolabaji . .

  • @sarmisthasarkar8359
    @sarmisthasarkar8359 2 ปีที่แล้ว +1

    Amrao besh kichu din age giachilm bt same problem fase korechilm.
    Amader kache 1500 - 2000 taka chawa hyechilo.
    R pujor dali dokan a 750 taka bill korechilo

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      Ai vabe ora jar theke pare,jamon kushi luth kore..R ha oi dokan gulo o shubidhar na..Apnar moton onk ar comment thake ek e ghotona janalam.Dhonnbad experience share korar jonno.

  • @shibanipaul3219
    @shibanipaul3219 2 ปีที่แล้ว +4

    প্রশাসন এর উদ্যোগ নেয়া উচিৎ ।নাকি প্রশাসন এর মদত আছে এ ব্যাপারে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      প্রশাসন কে এ বিষয় দেখা দরকার আছে, সাধারণ মানুষের ও গৌরবের স্বার্থে।

    • @susilkumardatta124
      @susilkumardatta124 2 ปีที่แล้ว

      প্রসাসনের মদত না থাকলে এমন অত্যাচার প্রকাশ্যে চালিয়ে যাওয়া সম্ভব নয় । চাকরি নেই, যেন-তেন-প্রকারে করে খা, আমরা পিছনে আছি

  • @swatibanerjee9557
    @swatibanerjee9557 2 ปีที่แล้ว +8

    চোরের জায়গা। না যাওয়া ই ভালো। একই অভিজ্ঞতা - - -

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      সবার প্রায় এক অভিজ্ঞতা।

  • @gbasu2010
    @gbasu2010 2 ปีที่แล้ว +2

    it happens

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      In fact happening from long long time ago.

  • @user-lq3bc4mx1e
    @user-lq3bc4mx1e 2 ปีที่แล้ว +7

    Bribes have to be paid for both government work and temple visits

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +2

      Yes.. It's kind of daily routine nowdays.

  • @debvdo5134
    @debvdo5134 2 ปีที่แล้ว +1

    😀😀😀

  • @snigdhadas7849
    @snigdhadas7849 2 ปีที่แล้ว +3

    Thik bolechen amadero khub baje avigatta

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      সেটাই দেখছি। কত না মানুষজন problem Face করছে এদের কারণে।

  • @abhrajyotiroy1996
    @abhrajyotiroy1996 2 ปีที่แล้ว +1

    আমাকেও হঠাৎ না জানিয়ে সংকল্প করে দেয় মা মনসা মন্দিরে ৫০০ না ৭০০ টাকার। আমি তো অবাক।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      হাঁ।।। একদম এই ঘটনা আমাদের ও। আমরা কিছু বোঝার আগেই সব হয়ে গেলো।

  • @avabhattacharjee5573
    @avabhattacharjee5573 2 ปีที่แล้ว +1

    Amader saatheo akie ghotona hoyeche ,amra probasi bangali prothom bar giyechhilam

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Apnar amr moton aro onak a ai ghotonar simar.

  • @goodraj4769
    @goodraj4769 ปีที่แล้ว

    দাদা একটু বলবে জে পূজো কি কি বারে হয় আর দক্ষিণা কি কেমন নেই

    • @BoundlessBong
      @BoundlessBong  ปีที่แล้ว +1

      প্রতিদিন ই পূজা হয়,আর দক্ষিনা আপনার মনের ইচ্ছা অনুসারে দেবেন। এই ভিডিওটা আপনি নিশ্চই দেখেছেন, আশা করি আপনি বুঝতে পারছেন,তাই চোখ কান খোলা রেখা যাবেন। ধন্যবাদ

    • @goodraj4769
      @goodraj4769 ปีที่แล้ว

      @@BoundlessBong dhonno bad Dada amar question ar Anwar biyor jonno ❤️

  • @mousumimajumder2382
    @mousumimajumder2382 2 ปีที่แล้ว +5

    Kalighat e khub e nongramo hoi
    Dakshineshvar mandir e erom kono utpaat nei
    Aaj 16yrs dhore jai 51..taka diyeo ei bochor pujo korechi

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      একদম ই তাই। আমরা ও কিছু দিন আগে গেলাম এবং প্রায় যাই,এক কথায় বলা যায় শুধু বাংলায় না সারা ভারতে এত পরিছন্ন ভাবে পূজা কোথাও দেওয়া যায় না,যেভাবে দক্ষিনশ্বেরে দেওয়া যায়। একদম আলাদা।

  • @bishakhabiswas4013
    @bishakhabiswas4013 2 ปีที่แล้ว +1

    আমার ও খুব খারাপ অভিজ্ঞতা হয়েছিল কালীঘাটে আগের বছর september মাসে ওখানে পূজা দিতে গিয়ে একেবারে মায়ের মূর্তির সম্মুখেই দর্শন করার সময়ে আমার husband এর phone এবং ১০০০/টাকা pickpocket হয়ে যায় তখন পুজা দেবার আনন্দটাই মাটি হয়ে যায় আমরা থানায় ডাইরি করে তবে আসি ওখান থেকে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      কমবেশি সবাই কিছু না কিছু face করছি। আপনার অভিজ্ঞতা share করার জন্য ধন্যবাদ।

  • @mithunmistimou
    @mithunmistimou 2 ปีที่แล้ว +1

    দাদা আমার সঙ্গে কালীঘাটে এরকম হয়েছে আমার থেকে ৫০০ টাকা চয়েছিলো অনেক বলার পর ৩০০ টাকা চায় দিতে হলো

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      কম বেশী সবাই ভুক্তভোগী। সুযোগ বুঝে ওরা চেপে ধরে। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা Share করার জন্য।

  • @tapatibiswas8297
    @tapatibiswas8297 2 ปีที่แล้ว +2

    Jabar darkar ki? Kali murti ki annoy kothao nei? DIDI K BALUN

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      সেই। হ্যাঁ এবার বলতে হবে বইকি 👍

    • @apaul8321
      @apaul8321 2 ปีที่แล้ว +1

      যাদের মায়ের প্রতি শ্রদ্ধা ভালবাসা নেই ,তাদের কোন ও জায়গাতে যাবার ই দরকার নেই। এখানে দেবী সাক্ষাত বিরাজ করছেন। তাই প্রাচীনকাল থেকে এই ভূখন্ড কালীক্ষেত্র রূপে প্রসিদ্ধ। শাস্ত্রেও এই ক্ষেত্রের উল্লেখ আছে।ইনি কোন ও মূর্তি নন, সাক্ষাত জগদীশ্বরী ভগবতী মহামায়া। আপনাদের অনেক সৌভাগ্য যে এই কালীক্ষেত্রে বাস করছেন, তাঁর দর্শন লাভ করছেন। তাই আজেবাজে কথা বলার আগে ভাল করে ভেবে নাও গো মেয়ে, কাকে কি বলছো। 🌺🌺🌺🙏🏻

    • @tapatibiswas8297
      @tapatibiswas8297 2 ปีที่แล้ว

      @@apaul8321 biswase milay bastu tarke bahudur

  • @vidyanopan9604
    @vidyanopan9604 2 ปีที่แล้ว +1

    Shab samay chena jana panda der kachhe jaben

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আমাদের কেউ চেনা জানা ছিলো না। ওটাই সম্যসা হয়ে গিয়েছিল।

  • @biswajittapadar1847
    @biswajittapadar1847 2 ปีที่แล้ว

    Kalighat a gea Sudhu Maa ke valo kore darshan korun ,pujo ta nijer barite valo kore nishtha vore din kono problem hobe na ,ami every Saturday tai jai ,sobai Maa ke darshan korun , pronam korun ....pujo deoar hole barite din.Joy Maa Dakkhina kali 🙏

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      একদম ঠিক বলেছেন। আমি আবার ও যাবো,মা কে দর্শন করবো ব্যাস ওটাই শান্তি।

  • @chandrima04soumen27
    @chandrima04soumen27 2 ปีที่แล้ว +1

    Amader Tai fixed panda ache tar kachei jai. Maximum 100 rs khorcha hoy.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আচ্ছা খুব ভালো।।সেই কারণে কোনো সমস্যা হয়না। সাধারণ যারা নতুন কাও যায় তাদের টার্গেট করে।

  • @mamataguha3498
    @mamataguha3498 2 ปีที่แล้ว +1

    Apani kalighat a gala saraj halder dokana jabo panda dharla saraj da name bolban

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      অসাধারণ information। অনেক ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏

  • @gopendrasarkar2464
    @gopendrasarkar2464 2 ปีที่แล้ว +1

    Aami prothom Kalighat giyechilam 1968. Takhon kono panda ba pujarir atyachaar chhilo. Tar por2008 e jai. A very very bad experience. Not even the locals were terrorising, one pujari was trying to snatch mi finger ring.Some how I could save. I am going to Dakshineswar since 1979. Very pleasant. I go twice in a year till 2020. Now, due to corona, I am not going there.
    Adyapith was full of local gundas earlier, but now they have educated themselves.
    Due to Gunda Giri, I don't visit tarapith even though my in-laws house is in Nalhati, near Parboti tala.
    There's one more place Kalyan..
    near durgapur. Same experience
    Seat down with pujari, offer Puja and then they used to asked ₹101/- in 2008. Now I don't know.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Thanks for sharing such a experience..A pandit tried to snatched you Ring.. It's a Shame.

  • @sangitsovan7949
    @sangitsovan7949 2 ปีที่แล้ว +1

    এখন পূজা দিতে গেলে ডালি কিনে মনের ভক্তি দিয়ে ডাকলে সেটাই সম্পূর্নভাবে পূজা হয়।যে কোনো পূজার স্থানে পান্ডা বা পুরোহিতের অর্থের লালসায় পূজার মনোস্কামনা পূর্ণ হয় না।

  • @pranabeshchakroborty5325
    @pranabeshchakroborty5325 2 ปีที่แล้ว

    😀😀😀ara sob ooo didir possible😄😄😄

  • @shampagandhik6066
    @shampagandhik6066 2 ปีที่แล้ว +1

    Amra o same condition face korechi amar theke total 1300 taka nia che

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আমরা প্রায় সবারই কম বেশি একই অভিজ্ঞতার সাক্ষী। খুবই দুঃখজনক।

  • @bijoymakhal7228
    @bijoymakhal7228 2 ปีที่แล้ว +1

    Apni janten na kalighat mayer mandire chirokal chiting jeder adda

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Jantam but aivabe hoi jantam na..Boka bene galam dada.

  • @PrasantaSadhuhkan
    @PrasantaSadhuhkan 2 ปีที่แล้ว +10

    আপনি প্রথমবার গেছেন বলে এই ভুলটা হয়েছে। আর পান্ডারা বুঝতে পারে কারা লোকাল আর কারা বাইরে থেকে আসে। আমরা রেগুলার ফ্যামিলি নিয়ে পুজো দিয়ে, খুব বেশি হলে 50 টাকা আমাদের খরচা হয়।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আপনার কথা একদমই সঠিক। আমি প্রথমবার গেলাম। কিন্তু আমার wife 3rd time গেলো। ওহ হতবাক ব্যাপারটা নিয়ে।
      ঘটনাটা খুব ই নাটকীয়, যা বোঝার আগেই সব ঘটে গেল। যাই হোক ধন্যবাদ আপনার comment এর জন্য 🙏🙏😊😊

    • @maheshbhawnani5129
      @maheshbhawnani5129 2 ปีที่แล้ว +1

      Apnar kothar sathe ekmat regular ba sthaniyo darshonarthi pandader ke kono care kode na kintu notun keu Maa er mondire Darshan korte gele tader ke pandara harass kodei

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      @Supriya Manna Thank u.

  • @shibanipaul3219
    @shibanipaul3219 2 ปีที่แล้ว +1

    আমাদের দুজনের পূজা দিতে 3500taka লাগলো। bokabona galom আমরা।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      3500/- কি অবস্থা। কি বলবেন এদের। এটা সবাই কে বোঝানো সম্ভব না,কি plan করে ওরা লুঠ করে। ধন্যবাদ অভিজ্ঞতা share করার জন্য। আরও কত না মানুষ আছে,যাদের কে ও লুঠ করা হয়েছে।

  • @user-mn8vx5nj1y
    @user-mn8vx5nj1y 5 หลายเดือนก่อน

    Aj ami giyechilam.. Experience better than explanation.. Same incident holo. But Only 30/-.😂 ta diyechi..... Taka ta boro kotha noy. Sotik bhabe chaile ami 100 takao diye ditam... Full mala sob use kora dey... Ami nije deklam maa er niche theke full niye dokane rekhe dilo.. 😂😂😂😂... By the way , thanks for your experience... Joy maa kali....🙏🙏🙏🙏

    • @BoundlessBong
      @BoundlessBong  5 หลายเดือนก่อน

      👍🏻👍🏻👍🏻👍🏻😀😀😀😀

  • @apuchowdhury3542
    @apuchowdhury3542 2 ปีที่แล้ว +7

    Kalighat temple is very close to the den of corruption - you can't expect anything better than this - you can pursue god or goddess sitting inside your residence because you pray vide your mind & devotion, not these formalities. These formalities are nothing but eyewash. - Dr. Apu Chowdhury

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Very true...Sir..🙏🙏🙏

    • @santimukherjee6182
      @santimukherjee6182 2 ปีที่แล้ว +1

      পুরীও খুব খারাপ জায়গা।

  • @ruparoy1222
    @ruparoy1222 ปีที่แล้ว

    Dada at amardaro hoycha

    • @BoundlessBong
      @BoundlessBong  ปีที่แล้ว

      Ora aktu sujog pele e chepe dhore..Apnar amr moto koto na manush ar sote amon koreche..K jane.

  • @d.k.chowhan1369
    @d.k.chowhan1369 2 ปีที่แล้ว +5

    Please avoid going Kalighat temple there are several other Temples viz. Lake Kali Bari Thanthnia Kali Bari or Firingi Kali Bari.

    • @ranjanchakraborty6283
      @ranjanchakraborty6283 2 ปีที่แล้ว +1

      আরও অনেক মন্দির এই কলকাতাতেই আছে --- টালীগঞ্জের কাছে করুণাময়ী কালীবাড়ী, বেহালা ট্রামডিপোর কাছে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির , বাগবাজার সিদ্ধেশ্বরী মন্দির (এখানে ঠাকুর রামকৃষ্ণ মানসিক-পূজো দিয়েছেন) , আরও কত............
      এছাড়াও দক্ষিণেশ্বর আর আদ্যাপীঠ মন্দির তো আছেই।

    • @debottamgoswami3664
      @debottamgoswami3664 2 ปีที่แล้ว

      মা কি চোখ বন্ধ করে রাখেন? পান্ডlদের পান্ডেগিরি তো চলতেই থাকে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 หลายเดือนก่อน

      🤔

  • @payaliyanritalayadanceacad8380
    @payaliyanritalayadanceacad8380 2 ปีที่แล้ว +2

    A vabe poojo korano bondho kora uchit.

  • @rinaskitchen6610
    @rinaskitchen6610 2 ปีที่แล้ว +3

    আমি পূজা দিতে গেছি শাড়ি দিয়ে দুটো শাড়ির জন্য দুশো টাকা দিতে হবে টাকা বের করতে দেরি হতেই শাড়ি ফল
    সব ছুড়ে ফেলে দিল।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      মানসিকতা তলানিতে চলে এসেছে । সবাই খারাপ তা না,কিন্তু কিছু মানুষ আছে যাদের জন্য অনেক কে haresment হতে হয়।

  • @kimsukchattopadhyay1514
    @kimsukchattopadhyay1514 2 ปีที่แล้ว +1

    SYNDICATE WEST BENGAL

  • @tapandas5309
    @tapandas5309 2 ปีที่แล้ว +2

    sob mandirei paanda namok dakat thake.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      তাই দেখছি।

  • @bulanchandrapaul7629
    @bulanchandrapaul7629 ปีที่แล้ว +1

    Mandir ta babasar জায়গা

  • @kaberibhattacharjee1023
    @kaberibhattacharjee1023 2 ปีที่แล้ว +1

    আমার সঙ্গে এমনটাই হয়েছে ২০০১টাকা
    নিয়েছে ভয় আর মন্দিরে যাই না

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Sobar pray ak ghoto na.

    • @smitadatta318
      @smitadatta318 2 ปีที่แล้ว

      @@BoundlessBong Tobe kono panda na niye nije never moto kore pujo nichay date pari Amar puja Amar chai

  • @shounakchaudhry7384
    @shounakchaudhry7384 ปีที่แล้ว +1

    Devi Prasad r dokane jaben. Onara genuine

    • @BoundlessBong
      @BoundlessBong  ปีที่แล้ว

      Acha okay jana thaklo, thank u🙏🏻

  • @thebohemianpainter1621
    @thebohemianpainter1621 2 ปีที่แล้ว +1

    আমি সম্পূর্ন রূপে নাস্তিক। কোনো রকম ঈশ্বর বা ঠাকুরের প্রতি আমার বিন্দুমাত্র ভক্তি বা ভয় কোনোটাই নেই। আমি যদি কোনো সমস্যায় পড়ে, তা থেকে বেরিয়ে আসতে পারি সেটা শুধু মাত্র আমার নিজের চেষ্টা বা আমাকে যদি কোনো মানুষ, কেউ সাহায্য করে। সেখানে ঈশ্বরের কোনোও রকম ভূমিকা নেই। থাকা সম্ভবও না। তেমনই আমি বা কেউ যদি কোন ব্যাপারে সাফল্য না পায়, তার ক্ষেত্রেও সে বা তার পরিস্থিতি দায়ী একমাত্র। পরিস্থিতি যদি বদলায়, তার হয়তো বা সাফল্য আসবে।
    আবার অনেক সময়, জীবনে অনেক যে-ই সাফল্যকে, সে নিজে বা আরো অনেকে বড় বলে ভাবছে, অদূর ভবিষ্যতে সেই সাফল্যই তার ব্যার্থতা ডেকে আনবে অন্য ক্ষেত্রে। কথাটা জটিল হয়ে গেল, কিন্তু সত্যি।
    আমি, আমার মা-বাবা বা আমি যাকে বুঝি যে সে আমাকে ভালোবাসে, আমি কিন্তু মনে মনে তাঁকেই শ্রদ্ধা করি। হতে পারে সে আমার স্ত্রী। এমনকী আমার নিজের ছেলেও হতে পারে, হোক না সে বয়সে আমার চেয়ে ছোট, কিন্তু সে তো আমাকে ভালোবাসে আমার ভালো চাই। তাই তার ভালো চাইলেও আমি মনে একটা আস্থা পাই। আর লোকে একটা আস্থা পাওয়ার জন্যই মন্দিরে যায়, ঘটা করে পুজো করে, উপোষ করে ইত্যাদি। কিন্তু সত্যিই কী ঈশ্বর বা ঠাকুরমশাই এঁদের কী সেই ক্ষমতা আছে।
    ঈশ্বর, ধর্ম, মন্দির মসজিদ একটা ব্যাবসা করার হাতিয়ার মাত্র।।আমরা বেশীরভাগ একটু ভীত সন্ত্রস্ত থাকি সবসময়,আর সেই সুযোগটাকেই ওই সব পান্ডারা কাজে লাগায়।তাদের কিন্তু দিনের শেষে শুধু মিথ্যে আর অবৈজ্ঞানিক কথা বলে টাকা রোজগার হয়। আর বলে, সবই মা-এর কৃপাতে।
    এই জিনিসটা পুরী স্টেশনেও হয়, ট্রেন থেকে নামা মাত্রই। এগুলো এক ধরণের স্ক্যাম। অনেক সাপ-অভিশাপ দেবে, আপনি আমলই দেবেন না। ওরা মানুষকে, মানুষিক ভাবে দুর্বল করে কিছু টাকা ভিক্ষা পাবার জন্য এটা করে থাকে।
    হ্যা দুর্গা পূজার প্যান্ডেলে আমি ঢুকি, কিন্তু সেটা কোনো ভক্তির জন্য নয়। শিল্পীর শিল্প কর্ম দেখার জন্য।
    ঘটনা যাই হোক, আপনাদের দুজনের সহজ সরল মিষ্টি কথোপকথন ভিডিও গুলোক সুন্দর করে তোলে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ আপনার মতামত share করার জন্য। এবং অনেক অনেক ধন্যবাদ আমাদের support করার জন্য। ভালো থাকবেন।

  • @Sharat957
    @Sharat957 2 ปีที่แล้ว +2

    Blog uploaded ; তাই ধন্যবাদ।
    Anniversary 13 th March, Celebrated, ---------
    commentor র Anniversary ও 13 th March.
    দীর্ঘকাল আগে, কালীঘাট মন্দিরে গিয়েছিলাম, কিছুটা তিক্ত অভিভজ্ঞতা আছে।
    --- বতর্মানে যা আপনাদের অভিজ্ঞতা,
    এটা মানা যায় না, কারণ আমাদের ধর্মীয় বিশ্বাসের জোরে মন্দির তথা আরাধ‍্য দেবীকে দর্শন করতে যাই।
    তো এই পীঠ স্থানে, অধার্মিক ক্রিয়া কর্ম
    অনভিপ্রেত।।
    ------ পিসিমণির বাড়ি, মন্দিরের কাছাকাছি, অভিযোগ টা পিসিমণির দ্বারা
    মনোনীত সম্পাদক বা সভাপতি দেখবেন কি?

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      ধন্যবাদ। অবশ্যই যদি সমাজের সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছায় সেটাই কাম্য। এটাই উদ্দেশ্যে ছিলো। তাই চাইবো ভিডিওটি দ্বারা কিছু পরিচ্ছন্নতা বা পরিবর্তন আসে।

    • @manjubanerjee9077
      @manjubanerjee9077 2 ปีที่แล้ว

      sankalpo korechhe kina setao dekha uchit.

  • @nandinichatterjee722
    @nandinichatterjee722 2 ปีที่แล้ว +1

    Kalighat amar mama bari Ami jani kalighat e ki hoy .

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      Hm..amder moton pray Sobar experience kub valo na.

  • @debdatta9968
    @debdatta9968 2 ปีที่แล้ว

    জেনে রাখ , কালিঘাটের মা কালীঘাট নাইরে ....

  • @sandhyachanda1285
    @sandhyachanda1285 2 ปีที่แล้ว +1

    Ata dakati kora hocche

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      একদমই তাই।

  • @kanakdas305
    @kanakdas305 2 ปีที่แล้ว +1

    Hate trishul nia Kalighat Jay. Sob thik hoe jabe.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      তাই করতে হবে এবার 👍👍👍

  • @kanikachaterjee241
    @kanikachaterjee241 2 ปีที่แล้ว +5

    Ora pujor lok dekhle bale murgi eseche!

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      আমরা সেটাই face করলাম ।

  • @manjaribhattacharjee7530
    @manjaribhattacharjee7530 2 ปีที่แล้ว +4

    Ekbar I gechi eto joghnyo experience je second time jabar ichha hoyni. Tar thekey dakshineswar jabo onek better.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      আমার ও প্রথম বার ছিলো। আর একদম ঠিক,দক্ষিনশ্বেররের পরিবেশ অসাধারণ ।

  • @sailendrabhattacharya2076
    @sailendrabhattacharya2076 2 ปีที่แล้ว

    This is most probably Pands are not getting any kinds of remuration from Govt.It need an Inquiry to find out the fact.

  • @user-kx5md8xg5f
    @user-kx5md8xg5f 2 ปีที่แล้ว +8

    *কালীঘাটে মায়ের মন্দিরে বিনা বাধায়, কোনো রকম ঝামেলা ছাড়া দর্শন করতে চাইলে কমেন্টের রিপ্লাই করুন,কোনো টাকা লাগবে না দর্শন হয়ে যাবে শুধু নিজের সাধ্যমত দক্ষিণা দিলেই চলবে,কেউ জোর জুলুম করবে না*

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      নিশ্চই জানাবো। অনেক ধন্যবাদ।

    • @debabratachowdhury6366
      @debabratachowdhury6366 2 ปีที่แล้ว

      তৃণমূল তো দশ এগার বছর এসেছে তা, আগেও এইরকম উৎপাত ছিলো পান্ডাদের আর তৃণমূল থাকবেই বা কতদিন যে আপনি protection দিতে পারবেন। আমার কথা হচ্ছে এই রকম জোরজুলুমের পরিবেশ থাকবে কেন ? পরিবেশটা ঠিক করার চেষ্টা করুন না।

    • @debdasbandyopadhyay3414
      @debdasbandyopadhyay3414 2 ปีที่แล้ว

      এতো যে মানুষ ঠকেছে এর ঠকবে তার প্রতিকার করার চেষ্টা করুন

  • @mahabirsingh6823
    @mahabirsingh6823 2 ปีที่แล้ว +1

    Cut money system akhanow ache. Aami nije anubhav karechi.

  • @swapandolui7339
    @swapandolui7339 2 ปีที่แล้ว +6

    যতদিন যাচ্ছে তত আরো খারাপ হচ্ছে।

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      পরিচ্ছন্নতা প্রয়জন।

  • @samirhalder257
    @samirhalder257 2 ปีที่แล้ว

    Apni thik bolechen dada. Amader satheo same ghatona ghotechilo but amra 500 takar badole 201 taka diye chilam bole 1 panda amader khub galagalio diye chilo. Ami protibad koreo chilam ultimately kichu hoyni r bujheo gelam je eder ei dapoter karon baro kono netar hat ache. Tai badhho hoyei chole esechilam pujodite giye pandader galagali kheye elam... Amito vedio korini. Pobitro sthanta asobhyo, avodro jaygay parinoto hoyeche.

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว

      অনেক মানুষ আছেন আপনার আমার মতো যারা এই একই ঘটনার শিকার। কিছু বলার নেই, এদের ব্যাপারে প্রতিবাদ করা দরকার,তাই ভিডিওটি পোস্ট করেছিলম। ধন্যবাদ আপনার অভিজ্ঞতা share করার জন্য।

  • @jabamukherjee1729
    @jabamukherjee1729 2 ปีที่แล้ว +1

    আপনাদের কথা পড়ে খুব খারাপ লাগলো। মনে হচ্ছে আমাদের বাড়ীতে এসে আপনাদের কেউ অসন্মান করেছে। জন্ম থেকে এই মা কে দেখে এসেছি। কিছু দূরাচারী মানুষের জন্য, কালীঘাটের মা কে দেখা বন্ধ করবেন না। আর দয়া করে অন্য মন্দির ভাল এই মন্দির খারাপ এমন তুলনায় যাবেন না, খুব কষ্ট হয়।😭😭 মা তো সব জায়গায় ই সমান। নিজেরা সাবধান হয়ে আসবেন। মা কে দেখা বন্ধ করবেন না 🙏🙏🙏🙏🙏

    • @BoundlessBong
      @BoundlessBong  2 ปีที่แล้ว +1

      নানা দিদি অবশই যাবো, এবং সকল কে ও যেতে অনুরোধ করবো। একটা ঘটনা দিয়ে এই এই মায়ের ভূমিকে বিচার করা যায় না আর তা করার ক্ষমতা আমদের নেই। শুধু কিছু অসাধু লোক জনের থেকে সাবধানে থেকে যাওয়া দরকার। আমাদের ভিডিও টির উদ্দেশ্য তাই ছিলো। কেউ যেন হেনস্থা না হয়। জয় মা 🙏🙏🙏

    • @susilkumardatta124
      @susilkumardatta124 2 ปีที่แล้ว

      @@BoundlessBong এটি এক দিনের ঘটনা নয়, এটি প্রতিদিনের ঘটনা । আমি এক সময় মন্দির সংলগ্ন অঞ্চলে থেকে দ্বিচারি পান্ডাদের এই অত্যাচার অবলোকন করেছি । যখন যে শাসক দল ক্ষমতায় আসে, এই কুচক্রীর দল রাতা-রাতি ভোল বদল করে নেয় এবং জালিয়াতি বজায় রাখে ।