দোকানদারের কনফিডেন্স বেশি, অবশেষে ধরা খেয়ে যা বললেন | Daily issues | Vokta Odhikar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 เม.ย. 2023
  • #daily_issues #daily_issues
    দোকান নয়, যেন মেয়াদোত্তীর্ণের গুদাম
    মেরিন্ডা, পেপসি, স্প্রাইট, রাধুনি হালিম মিক্স, ফুড গ্রেড রংসহ দোকানের বেশির ভাগ পণ্যের মেয়াদ নেই। কিছু কিছু পণ্যের মেয়াদ শেষ হয়েছে এক বছর আগে। তারপরও বিক্রির জন্য সংরক্ষণ করা হয়েছে। এমনকি ক্রেতাদের কাছে এসব মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিও করা হয়েছে।
    রাজধানীর মগবাজার ওয়ার্লেস গেট এলাকায় লক্ষ্মীপুর জেনারেল স্টোর নামের একটি মুদি দোকানের এমন চিত্র হাতেনাতে ধরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
    জানা যায়, একজন ক্রেতা এই দোকান থেকে মাঠা কিনে প্রতারিত হয়েছেন। মেয়াদোত্তীর্ণ মাঠা দেওয়া হয়েছিল। পরে ওই ক্রেতা ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ দেন। পরে আজ সকালে এই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
    স্থানীয়রাও এই দোকান মালিকের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা বলেন, প্যাকেটের মূল্য ঘষে দাম বাড়িয়ে বিক্রি করে এই ব্যবসায়ী।
    পরে লক্ষ্মীপুর জেনারেল স্টোরের মালিককে ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে ভোক্তা-অধিকার আইন ২০০৯ অনুসারে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং আগামী তিন দিন দোকান বন্ধ রেখে মেয়াদোত্তীর্ণ সকল পণ্য পরিস্কার করার নির্দেশনা দেওয়া হয়। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ সকল পণ্য জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / @dailyissuesbd
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: Daily Issues
    #vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

ความคิดเห็น • 664

  • @MohammadShakeel-
    @MohammadShakeel- 11 หลายเดือนก่อน +24

    এত পাওয়ারফুল একজন ব্যক্তি হয়ে ও স্যার অনেক সম্মান ও ভদ্রতা ভাবে কথা বলে এটা আমার থেকে অনেক ভালো লাগে ❤❤❤ জনকল্যাণে আপনার মত ঈমানদার মানুষ বাংলাদেশের প্রয়োজন ধন্যবাদ স্যার আপনাকে ❤❤❤

  • @mdsoleman1763
    @mdsoleman1763 ปีที่แล้ว +66

    স্যারের হাতে অনেক পাওয়ার থাকার পরেও অনেক সুন্দর করে কথা বলে।
    এমন সোনার ছেলে সোনার দেশে হাজারো প্রয়োজন।

    • @jacksonwilliam5773
      @jacksonwilliam5773 ปีที่แล้ว

      ধুর মিয়া কি বুঝেন ? সুন্দর করে কথা বললে হবে এই জাগায় ? তাহলেতো অন্যায় আরো বেড়ে যাবে

    • @Davil___Prince
      @Davil___Prince 8 หลายเดือนก่อน

      Tik

    • @user-pr1wo2qo8f
      @user-pr1wo2qo8f 2 หลายเดือนก่อน

      Allah unake nek hayat Dan koruk ameen

  • @GODSE108
    @GODSE108 ปีที่แล้ว +345

    স্যারের মতো ভদ্র আসলে আর কেউ নেই উনি এত সুন্দর ভাবে কথা বলে স্যার সবাইকে সম্মান দিয়ে কথা বলে স্যারের জায়গায় অন্য কেউ হলে জরিমানা আরো বেশি হতো

    • @bosslike170
      @bosslike170 ปีที่แล้ว

      th-cam.com/video/Tukb4heFAEo/w-d-xo.html

    • @motaherhossain3040
      @motaherhossain3040 ปีที่แล้ว

      Jal dete hobe

    • @almgirhossain3966
      @almgirhossain3966 ปีที่แล้ว +5

      ভাই চাকরি বেশী দিন থাকবে না সারোয়ার ভায়ের মতো হবে শেষে

    • @fahadbinsakhawat3669
      @fahadbinsakhawat3669 ปีที่แล้ว +8

      Unar promotion dewa uchit

    • @srpantorkhan7945
      @srpantorkhan7945 ปีที่แล้ว

      ​@@fahadbinsakhawat3669 ami ekmot ✌️✌️✌️

  • @allbanglapoint4293
    @allbanglapoint4293 ปีที่แล้ว +98

    স্যারকে ধন্যবাদ আমার সাধারণ জনগণ এরকম অভিযান আরও দেখতে চাই

  • @emusturdtunes9249
    @emusturdtunes9249 ปีที่แล้ว +36

    স্যারের সবথেকে সুন্দর বিষয় হচ্ছে, উনার ব্যবহার খুবই ভালো, আর সব সময় হাসি মাখা মুখে কথা বলেন। গালি দিলেও মনে হয় আদর দিয়ে বলছেন

  • @mehedimasud4227
    @mehedimasud4227 ปีที่แล้ว +64

    আপনার মত বাংলাদেশের প্রতিটি অফিসার যদি হইতো, ছালাম আপনাকে।

  • @kzamankzaman033
    @kzamankzaman033 ปีที่แล้ว +48

    অসাধারন ওনার শালিন ব্যবহার নিশ্চিত ওনি যোগ্য মায়ের যোগ্য সন্তান দোআ রইল আপনার প্রতি ধন্যবাদ স্যার

    • @jacksonwilliam5773
      @jacksonwilliam5773 ปีที่แล้ว

      ধুর মিয়া কি বুঝেন ? সুন্দর করে কথা বললে হবে এই জাগায় ? তাহলেতো অন্যায় আরো বেড়ে যাবে

  • @shathikhanam4504
    @shathikhanam4504 ปีที่แล้ว +14

    স্যার অনেক ঠান্ডা মেজাজের। অনেক ধৈর্যশীল। স্যারকে ধন্যবাদ।

  • @sm.shamrat4348
    @sm.shamrat4348 ปีที่แล้ว +6

    বাংলাদেশের সৎ ও সাহসী, একজন ফাটা কেষ্ট, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দিবে

  • @user-ue1lk5tf5q
    @user-ue1lk5tf5q 8 หลายเดือนก่อน +4

    স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরা যেন সাধারণ মানুষ কে ধোকা দিতে না পারে

  • @paulmondal8381
    @paulmondal8381 10 หลายเดือนก่อน +2

    অনেক ধন্যবাদ জানাই । আপনাদের অভিষান চলমান রাখার দাবী জানাই ।

  • @musicalrazib007
    @musicalrazib007 ปีที่แล้ว +45

    সবখানেই দুর্নীতি। বিচার চাই।

  • @ashiquemahmud1675
    @ashiquemahmud1675 ปีที่แล้ว +11

    ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে স্যালুট অভিনন্দন

  • @mahbubulalam5727
    @mahbubulalam5727 ปีที่แล้ว +25

    এদের সাথে এত কথা বলা ঠিক না, অপরাধের তুলনায় জরিমানা অনেক কম হয়েছে।

  • @DASCSMOON
    @DASCSMOON 9 หลายเดือนก่อน +4

    এই সমস্ত দোকানদারের লাইসেন্স বাতিল করে তাদেরকে আইনের আওতায় আনা হোক সেটাই আমরা চাই

  • @abdullahp16
    @abdullahp16 ปีที่แล้ว +17

    উনার পরিবারের পরিজনকে নিয়ে এসে মেয়াদ উত্তীর্ণ খাবারগুলো উনার সামনে খাওয়ানো হোক তাহলে হিসাব বরাবর।।

  • @amirulislam8076
    @amirulislam8076 ปีที่แล้ว +7

    এই ধরনের দোকানদারকে আজীবন ব্যবসা থেকে নিষিদ্ধ করা উচিত। এদের ফাঁসি দেয়া উচিত। জরিমানা করলে এরা শোধরাবে না এদের দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া দরকার।

  • @mbtofayel5057
    @mbtofayel5057 7 หลายเดือนก่อน +1

    প্রতিটি উপজেলায় এইরকম অভিযানের জন্য জোর দাবি জানাচ্ছি ।

  • @sadiaahmedmira4311
    @sadiaahmedmira4311 ปีที่แล้ว +18

    খুব ভদ্র একজন লোক সব সময় হাসিমুখে ধৈর্য নিয়ে কথা বলে

  • @Helena-dv9kw
    @Helena-dv9kw ปีที่แล้ว +5

    সারা বাংলাদেশে এরাকম অভিযান করতে হবে

  • @Nutural10
    @Nutural10 ปีที่แล้ว +4

    ডেমেজ গুলো কম্পানিতে নিয়ে গিয়ে কি আবার নতুন করে ডেট ফিক্স করে আবার বাজারে নিয়ে আসে সেটাই আবার পুনরায় খাওয়াই জনগণকে

    • @Nutural10
      @Nutural10 ปีที่แล้ว

      @@jakiaakter1411 hmm,, right,, আমি স্যার দেরকে এটাই বলবো যে,,,এমন কিছু করুল,,, পুনরায় যেনো এই কম্পানী ড্রিংস গুলো নিয়ে মেয়াদ না বাড়াতে পারে।

  • @protocol_01
    @protocol_01 ปีที่แล้ว +7

    এদের কঠিন শাস্তি না দিলে তো এরা আবারো করবে। এদের কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার 😡

  • @nishitranjansarker8792
    @nishitranjansarker8792 ปีที่แล้ว +31

    এই সমস্ত ব্যবসায়ীদের কানে কান শাখায় থাপরানো উচিত 😡

  • @MBTV24
    @MBTV24 ปีที่แล้ว +1

    অসাধারণ স্যার। খুব নম্র ভদ্র একজন সৎ মানুষ। অপরাধীদেরকেও তিনি খুব সুন্দরভাবে নম্র ভদ্রতার সাথে বোঝান। ক্ষমতার বড়াই বা অপব্যবহার কখনো করেন না। উনার মত অফিসার দেশে খুব প্রয়োজন। আল্লাহ পাক আপনার সার্বিক মঙ্গল করুক। আমিন।

  • @mdsohag6213
    @mdsohag6213 ปีที่แล้ว

    স্যারের অনেক ধৈর্য আছে এতো অনিয়মের পরেও কতো সুন্দর করে কথা বলেন। আল্লাহ আপনাকে হেফাজত করুন।। এই দায়িত্ব আমাকে দিলে হাতে বেত নিয়ে যেতাম আর কথায় কথায় বাড়ি দিতাম। আল্লাহ মাফ করুন। অনিয়ম দেখলেই রাগ হয় আমার।

  • @munawarahmed2833
    @munawarahmed2833 ปีที่แล้ว +1

    জরিমানা করে কি বন্ধ হয়েছে এই সব? দোকান বন্ধ করার ব্যবস্থা করুন।তদন্ত সাপেক্ষে এক বছর বা তার বেশি।

  • @nusaibanur6978
    @nusaibanur6978 ปีที่แล้ว +5

    স্যার সবসময় হাসি মুখে কথা বলে🥰

  • @SheikhAzizul-gj8nt
    @SheikhAzizul-gj8nt 6 หลายเดือนก่อน

    স্যার কে ধন্যবাদ। তবে আইন আরো কঠোর করা দরকার বড় বড় প্রতিষ্ঠানের জন্য

  • @information-ir6hp
    @information-ir6hp ปีที่แล้ว +3

    ধন্যবাদ স্যার দেশের অসাধু ব্যবসায়ীদের সবার সামনে তুলে ধরুন

  • @baharullah5070
    @baharullah5070 ปีที่แล้ว +4

    মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি ও সংরক্ষনে রাখার অপরাধের শাস্তি কঠোর হওয়া উচিত বলে মনে করছি।

  • @ghds1960
    @ghds1960 ปีที่แล้ว +3

    বন্ধ করে দেওয়া হোক

  • @arkhan94
    @arkhan94 ปีที่แล้ว +1

    অসাধারণ একটি কাজ,,, ধন্যবাদ স্যার

  • @humayunkabir8098
    @humayunkabir8098 ปีที่แล้ว +9

    কঠিন শাস্তি হওয়া উচিত

  • @volvofmh1686
    @volvofmh1686 ปีที่แล้ว

    Really it's perfect step. Thanks sir

  • @mdhafiz6005
    @mdhafiz6005 ปีที่แล้ว +4

    মাশাআললহ সার আল্লহ আপনাকে সুস্থ রাখুক

  • @blackdiamond-zx8te
    @blackdiamond-zx8te ปีที่แล้ว +1

    এদেরকে ব্যবসা চালিয়ে যেতে দেওয়া উচিত নয়

  • @MDMOSHAROFHOSSAIN-zv2xr
    @MDMOSHAROFHOSSAIN-zv2xr 10 หลายเดือนก่อน +1

    এই দোকানের মালিকদের ফাঁসি দেওয়া উচিত।

  • @sharifislam8149
    @sharifislam8149 ปีที่แล้ว +1

    স্যারের মনমানসিকতা অনেক ভাল আলহামদুলিল্লাহ

  • @Bts-pl7su
    @Bts-pl7su ปีที่แล้ว

    Thank u apnake

  • @md.kamrulhasanaponkhan7019
    @md.kamrulhasanaponkhan7019 ปีที่แล้ว

    Very good🎉🎉 action. Likely.🎉🎉super duper tuper.❤❤❤all the best. ❤❤❤❤❤

  • @reajulreajul
    @reajulreajul 4 หลายเดือนก่อน

    ধন্যবাদ ম‍্যাজিসটেট।

  • @alaminhoshentibro7226
    @alaminhoshentibro7226 ปีที่แล้ว +2

    মাসে একবারো যদি ফেরৎ নেয় কোম্পানিগুলো, তাহলে ১ বছর আগের পণ্য কিভাবে রইলো দোকানে?😃

  • @rafiqulislam.8057
    @rafiqulislam.8057 ปีที่แล้ว +1

    ধন্যবাদ স‍্যার সারা দেশের মধ্যে অভিযান চালান

  • @nasrinsultana768
    @nasrinsultana768 ปีที่แล้ว

    sir , god bless you & your,s tim , tganku ,

  • @mdnurhossain3415
    @mdnurhossain3415 ปีที่แล้ว

    Duwa roilo.. Sir er jonno

  • @riponchoudhury1245
    @riponchoudhury1245 9 หลายเดือนก่อน

    Thanks sir you’re great

  • @matichowdhury9739
    @matichowdhury9739 4 หลายเดือนก่อน

    আপনাকে সেলুট স্যার

  • @SamsungA52-ng6to
    @SamsungA52-ng6to 4 หลายเดือนก่อน

    ধন্যবাদ। কিছু বলার নাই।

  • @hanifmonsur9894
    @hanifmonsur9894 ปีที่แล้ว

    আপনাকে অনেক ধন্যবাদ, ব্যাবসায়িদের চক্রান্ত থেকে সাবধান থাকবেন।

  • @aminsajib1219
    @aminsajib1219 ปีที่แล้ว +4

    এখানে এতো কথা বলে সময় নষ্ট করার কোনো মানে হয়না, বাচ্চা শিশুদের মত বুঝাইতেছে।
    দুই নম্বরি পাওয়া গেছে সাথে সাথে জরিমানা এক লক্ষ এবং এক বছরের জেল হওয়া উচিত

    • @Abirblogs23
      @Abirblogs23 ปีที่แล้ว

      ভাই আইন আছে বুজসেন . ,,, se ki oporad korse ta todonto kora tar mukhe sikarokti korano.. Tarpor jorimana... Apner moto vable tader job thakbe na

  • @mdhojaifasiddik5531
    @mdhojaifasiddik5531 ปีที่แล้ว

    Great job sir 🥰🥰

  • @flickdelivery5950
    @flickdelivery5950 ปีที่แล้ว

    Jabbar bhai onek valo manush,,,salute janai🙋‍♂️🙋‍♂️

  • @waliullahhossain3000
    @waliullahhossain3000 ปีที่แล้ว

    স্যারকে অনেক ধন্যবাদ

  • @mdyeasin-zy2st
    @mdyeasin-zy2st ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার

  • @mdrashed3415
    @mdrashed3415 ปีที่แล้ว

    Thank you sir

  • @monnamim8316
    @monnamim8316 ปีที่แล้ว

    Oh shadaron sir

  • @appi2782
    @appi2782 10 หลายเดือนก่อน +1

    মাশা আল্লাহ!!!
    বাংলাদেশে expired জিনিস বিক্রি হবে না তাহলে কোথায় হবে???

  • @runelahmed9391
    @runelahmed9391 ปีที่แล้ว

    Tnx bosss

  • @sirajulislam5163
    @sirajulislam5163 ปีที่แล้ว

    স্যারকে ধন্যবাদ

  • @tahisev5756
    @tahisev5756 ปีที่แล้ว +1

    আমার ধারণা, এই লোক কম দামে মেয়াদোত্তীর্ণ পণ্য কিনে তা সাধারণ মানুষের কাছে বেচে। তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার।

  • @RookE8e8
    @RookE8e8 ปีที่แล้ว

    খুব ভালো লাগল

  • @nakibstudio5428
    @nakibstudio5428 ปีที่แล้ว +2

    স্যার সবাইকে সম্মান করেন❤

  • @pj3861
    @pj3861 ปีที่แล้ว +5

    কক্সবাজারের মেক্সিমাম হোটেলে গায়ের রেট থেকে দাম বেশি রাখে সবগুলি পন্যে।এদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেওয়া উচিত।

    • @amansupershop
      @amansupershop ปีที่แล้ว

      হাস্যকর মন্তব্য। পর্যটন এলাকা অবশ্যয় কিছু কিছু পণ্যের দাম দিগুন ও হতে পারে।

    • @pj3861
      @pj3861 ปีที่แล้ว

      @@amansupershop কেনো ভাই দ্বিগুণ হবে,যেখানে পন্যের গায়ে অনুমোদিত দাম দেওয়া আছে,সেটায় কেন বেশি রাখবে,যেখানে ব্যাবসাকে হালাল করা হয়েছে।

  • @stap1binmustofa244
    @stap1binmustofa244 ปีที่แล้ว +6

    সার তাদের কে কোন ছাড় দিবেন না
    সার তারা হলো বাংলাদেশের ক্যান্সার স্যার

  • @rieshad
    @rieshad ปีที่แล้ว

    Good job...

  • @mdmojiborrahman9457
    @mdmojiborrahman9457 6 หลายเดือนก่อน

    স্যারের জন্য দোয়া ও শুভ্র কামনা অবিরাম থাকবে ইনশাআল্লাহ।এদের কে মোটা অংকের জরিমানা সহ জেল দেয়া হোক।

  • @salmannur9017
    @salmannur9017 7 หลายเดือนก่อน

    We are proud of you sir.🇧🇩

  • @rashidbablu1606
    @rashidbablu1606 ปีที่แล้ว +1

    স্যার খুবই ধৈর্যের পরিচয় দিয়েছেন।

  • @mahamudulhasan6164
    @mahamudulhasan6164 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @Mohammad_sizan
    @Mohammad_sizan ปีที่แล้ว

    Good job

  • @duals3356
    @duals3356 ปีที่แล้ว +10

    আমি বুঝলাম না এদেরকে এত সম্মান দেওয়ার দরকার কি ঘাড় ধরে 10 15 লাখ টাকা জরিমানা করে 25 30 দিনের জন্য বাদু 45 বছরের জন্য জেলে ভরে দিলেই তো হয়

    • @apumolla763
      @apumolla763 ปีที่แล้ว

      😮

    • @motaherhossain3040
      @motaherhossain3040 ปีที่แล้ว

      Jal with havy pan8shment we requir3d

    • @motaherhossain3040
      @motaherhossain3040 ปีที่แล้ว

      #!oot him

    • @shaadcafe9385
      @shaadcafe9385 ปีที่แล้ว

      সেটা জনগণকে বুঝাতে পারছি না। এত এত ফোর্স, প্রশাসনিক ক্ষমতা নিয়ে গিয়ে এসব আবুল মার্কা কথা বললে হবে। উনি শুধু ক্যামেরায় পাবলিসিটি করার জন্য আসেন। ম্যাজেট্রেসি ক্ষমতা আছে এমন লোকের আটিচ্যুড হবে আরও শক্ত আরও অনমনীয় যেন এসব অসাধু ব্যবসায়ীদের ভীষণ শাস্তি হয়। শিশু খ্যাদের মত সংবেদনশীল খাবারেও এরা ভেজাল বা মেয়াদোত্তীর্ণ জিনিস খাওয়াচ্ছে উনি হাসি হাসি কথা বলছেন। এটা কি ফাজলামোর জায়গা। আর সবাই স্যার বলতে বলতে ফেনা তুলে ফেলছেন একজন পাবলিক সার্ভেন্টকে।

    • @mrt-fu2uk
      @mrt-fu2uk ปีที่แล้ว

      ​@Shaidr Rahman morubhumite ja tui

  • @apumolla763
    @apumolla763 ปีที่แล้ว

    আমরা সমগ্র বাংলাদেশে এই ধারা অব্যাহত রাখতে চাই ধন্যবাদ জাতীয় ভোক্তা অধিদপ্তর

  • @MdsofiqulIslam-qb5uh
    @MdsofiqulIslam-qb5uh 2 หลายเดือนก่อน

    সেলুট স্যারকে

  • @mdmosiurrahman2526
    @mdmosiurrahman2526 7 หลายเดือนก่อน

    Salute.... Sir... Bangladeshi Hero💐👏💗

  • @MDBillal-pj9qm
    @MDBillal-pj9qm 11 หลายเดือนก่อน

    Sabas bhijan

  • @synesisthug5733
    @synesisthug5733 ปีที่แล้ว

    Alhamdulillah ❤️

  • @alamalamu
    @alamalamu ปีที่แล้ว +2

    ঐ দোকান আজিবনের জন্যে বন্ধ কোরে দেওয়া হোক

  • @popipopi7188
    @popipopi7188 4 หลายเดือนก่อน

    মাশাহআল্লাহ আপনার ব্যবহার

  • @agplyers498
    @agplyers498 ปีที่แล้ว

    sir apner kota amar oenk valo lage ❤️

  • @shelobaruatanmoy7381
    @shelobaruatanmoy7381 10 หลายเดือนก่อน

    If our country every place like this veryficetion. we r can proceed.thank u sir.

  • @arijitdey4551
    @arijitdey4551 4 หลายเดือนก่อน +1

    Really abdul jobber sir is great

  • @mehrajahmed5214
    @mehrajahmed5214 ปีที่แล้ว

    ভোক্তা অধিকার সংরক্ষণে কঠোর আইন হওয়া উচিত।

  • @sonyok5498
    @sonyok5498 ปีที่แล้ว

    Good Job

  • @rkseducation4956
    @rkseducation4956 ปีที่แล้ว

    ধন্যবাদ স্যার
    বেশি বেশি অভিযান করলে দূর্নীতি কিছু কম হবে।
    খাদ্য ভেজাল মুক্ত বাংলাদেশ চাই।

  • @user-ee9oq5sz3e
    @user-ee9oq5sz3e 3 หลายเดือนก่อน

    Very sad ei kotha ta khub valo lage

  • @stap1binmustofa244
    @stap1binmustofa244 ปีที่แล้ว +8

    স্যার ওদেরকে এত বুঝানোর কিছু নেই তো আমরা সৌদি আরবে থাকি এত কথা বলার কোন দরকার নাই স্যার একটা ও যদি ওষুধ মেয়াদ উত্তীর্ণ ঔষধ পায় ডাইরেক্ট জরিপানা দিয়ে চলে যাবে কোন কথা নাই

    • @RJ-fd3mz
      @RJ-fd3mz 3 หลายเดือนก่อน

      তাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হয়। এটা তাদের অধিকার। তাদের এক্সপ্রেনশন ও দরকার আছে।

  • @sumonmeaya4008
    @sumonmeaya4008 ปีที่แล้ว +2

    কম্পানির চেনজ করে না দিলে কি করবে দোকান দাররা।

    • @SunioSyzoth
      @SunioSyzoth ปีที่แล้ว

      Falai dibe …selll keno korbe oi bejonmai

  • @user-pn1ux4kn8o
    @user-pn1ux4kn8o 4 หลายเดือนก่อน

    Nice video 👍

  • @MuslimBinodon
    @MuslimBinodon ปีที่แล้ว +3

    সুদু ঢাকা না দেশের ছোট বড় সব বাজারে এমন অভিযান চালান স্যার ❤❤😊

    • @softknowledge9248
      @softknowledge9248 ปีที่แล้ว

      সকল উপজেলায় মেজিস্ট্রেট নিয়োগ দেয়া আছে

  • @delhk2443
    @delhk2443 5 หลายเดือนก่อน +1

    ঠান্ডা মাথার মানুষ আজকাল খুব প্রয়োজন।

  • @islamuddin8519
    @islamuddin8519 ปีที่แล้ว +1

    ধন্যবাদ ।অসতব্যবসায়ীদের হাত কেটে দিন দেখবেন আর করবে না

  • @tahminarrannaghor7826
    @tahminarrannaghor7826 ปีที่แล้ว

    Sir.Doa kori apnder ovejaner kaj chalie jan.
    Sir. Ak ber holaw.....
    Earpot, hazi cump, dakshinkhan, Askona bazar... Asben.....,,, ...
    Er. Ha.,,,, sudhu ramjan month r jonno na.
    Sara bochor ovijan chalale bhalo hoto..,,,,,

  • @arunavabhattacharyya7108
    @arunavabhattacharyya7108 ปีที่แล้ว +1

    অভিনন্দন বাংলাদেশ প্রশাসনকে । আমাদের পশ্চিম বাংলায় এরকম নজরদারির কথা মিডিয়া বা সংবাদপত্রে চোখে পড়ে না ।

  • @LovingCouples7
    @LovingCouples7 6 หลายเดือนก่อน

    বর্তমানের খাদ্য অধিকার সংরক্ষণের সব স্যারগুলো খুবই ভালো।

  • @SheikhSonet
    @SheikhSonet 4 หลายเดือนก่อน

    স্যার আপনাকে সালাম 💗💗💗

  • @europeeveryday8909
    @europeeveryday8909 ปีที่แล้ว

    আমি মন থেকে দুয়া করি যে মেছেজ করেছে ও যে উপর থেকে ভুক্তার কথাকে গুরুত্ব দিয়ে এই বাজে লোকটির পানিস দিয়েছেন মনে অনেক শান্তি পেলাম
    ধন্যবাদ

  • @user-dr2cz4gn8k
    @user-dr2cz4gn8k ปีที่แล้ว +2

    এরকম মানুষ আমাদের দেশে আর ও থাকলে দেশ টা উন্নতি হয়ে যাবে

  • @sumondas8643
    @sumondas8643 ปีที่แล้ว +3

    ওষুধের দোকানে একটু সার্চ করা দরকার ছিল

  • @shirajulhoq7002
    @shirajulhoq7002 ปีที่แล้ว

    Sar amar prio lok❤❤❤

  • @culbul6184
    @culbul6184 ปีที่แล้ว +1

    আমি আমার ব্যাক্তিগত ভাবে মনে করি যে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের জরুরী বিভাগের উত্তর পাশে আয়ান ফারমেসী তে একবার চিরুনি অভিজান করার দরকার। কেননা সে অবইধ ভেজাল এবং ডা: Sample ওসুধ ক্রয় বিক্রয় করেন। আমার অনুরোধ থাকবে গাজীপুর জেলা মেজিস্ট্রেট স্যার / ম্যাডাম জিনি দায়িত্বরত আছেন দয়াকরে ব্যাপারটা দেখবেন।