বিসিএস প্রিলিতে কত মার্ক পেলে রিটেন প্রস্তুতি শুরু করা উচিত ! (৪৬ তম বিসিএস)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 249

  • @hbs-hosenaali
    @hbs-hosenaali  5 หลายเดือนก่อน +24

    আলোচনাটা যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আসেন এটি সকলের সাথে শেয়ার করি। কেননা এর মাধ্যমে সকলের উৎসাহ আরো বৃদ্ধি পাবে। যৌক্তিক তথ্য সকলে জানুক।
    ফেসবুক লিংক, ইচ্ছে করলে ছড়িয়ে দিন: facebook.com/share/v/iZyvpTPr4R17QZX4/?mibextid=qi2Omg

    • @karimkumar1498
      @karimkumar1498 5 หลายเดือนก่อน

      স্যার আপনি কি কোথাও কোর্স করান????

    • @tithiadhikary6360
      @tithiadhikary6360 5 หลายเดือนก่อน +1

      স্যার, বিসিএস রিটেন এর জন্য যদি কিছু বই বা ম্যাটারিয়েলস সাজেস্ট করতেন।
      আর বিগিনারদের জন্য রিটেন প্রিপারেশন কীভাবে নেওয়া উচিত?

    • @unique1909
      @unique1909 5 หลายเดือนก่อน

      আপনি যদি রিটেন ক্লাস নিয়ে কোর্স করাতেন তাহলে অনেক উপকৃত হতাম স্যার।

  • @alimran4768
    @alimran4768 5 หลายเดือนก่อน +7

    আপনাকে ঠিক চিনি না। আগে কখনো আপনার ভিডিয়ো দেখিওনি। তবে, আজ শুনে অনেক ভালো লেগেছে। আপনি খুবই স্পষ্টভাষী। আপনার কথা, ভয়েজ ও উপদেশগুলো খুবই সুন্দর ছিলো। আর আপনি পুরো ভিডিয়োতে যেসব বিষয় আলোচনা করেছেন, সেগুলো শুনলেই বোঝা যায় আপনার জ্ঞানের গভীরতা কেমন। আপনি ক্যামেরার সামনে এত সুন্দর করে কোন বিষয়কে উপস্থাপন করতে পারলে খাতায় কতটা সুন্দর করে উপস্থাপন করেন- সেটাই ভাবছি এবং অবাক হচ্ছি।
    যাইহোক, আপনার সুন্দর উপদেশের জন্য ধন্যবাদ।

  • @rofiqulislam4568
    @rofiqulislam4568 5 หลายเดือนก่อน +20

    অনেক সময় মুভি গান দেখার সময় কেটে কেটে দেখি কিন্তু স্যার আপনার কথা বলার সময় এক সেকেন্ডের জন্যও ফোকাসড সরাতে পারি না।
    ভাই আপনার কথা শুনলে শুনতেই ইচ্ছে হয় মনে হয় 12 th fail মুভির গৌরি ভাই আমাদের পথ দেখাচ্ছে।
    সবশেষে এটাই বলবো আল্লাহ আপনার হায়াৎতে বরকত দান করুন ❤🤲

  • @arnobkhandaker3049
    @arnobkhandaker3049 5 หลายเดือนก่อน +5

    হোসাইন ভাই😀😀😀২০১৭ সালে আপনার ম্যাথ করসিলাম ভাই উদ্ভাসে।।আজকে প্রস্তুতি নিতে এসে আপনাকে আবার খুঁজে পেলাম।।উদ্ভাসে যেসব ভাইকে এখনো মনে পড়ে তার মধ্যে আপনি অন্যতম।।ভালোবাসা অবিরাম ভাই❤️❤️❤️

  • @jannatulfiza9949
    @jannatulfiza9949 5 หลายเดือนก่อน +8

    মন্ত্রমুগ্ধের মত শুনলাম। 🌻
    রিটেন প্রস্তুতি নিয়ে বিষয়ভিত্তিক গাইডলাইন দিলে কৃতজ্ঞ থাকব। আল্লাহ আপনার ভালো করুন।

    • @rofiqulislam4568
      @rofiqulislam4568 5 หลายเดือนก่อน +1

      জি আমিও তার অপেক্ষায় আছি
      আশা করছি স্যার রিটেনের বুকলিস্ট নিয়ে কিছু বলবেন

  • @rafeedadnan8712
    @rafeedadnan8712 5 หลายเดือนก่อน +16

    BCS এর preparation এর জন্য প্রয়োজনীয় যে সব মৌলিক বইগুলো অধ্যয়ন করা প্রয়োজন, সেই বই গুলো নিয়ে kindly একটা video upload করার অনুরোধ থাকলো ,Sir.

  • @sathi8006
    @sathi8006 5 หลายเดือนก่อน +2

    এত জোস ভাবে ভাইবার ব্যাখ্যা জীবনে দেখিনি... স্যালুট বস

  • @md.abulhasnat9324
    @md.abulhasnat9324 5 หลายเดือนก่อน +2

    অসাধারণ ভাই। এইভাবে কেউ বলেছে কখনো শুনি নি। দু'আ করবেন। রিটেনের জন্যে প্রস্তুতি নিবো।

  • @sabbirahmed5684
    @sabbirahmed5684 5 หลายเดือนก่อน +2

    এত্ত সুন্দর গভীর এনালাইসিস আজ পর্যন্ত কেউ দেখায় নাই৷ এখানেই আপনি আলাদা। লিখিতের প্রতি টা বিষয় নিয়ে এরকম বিষদ আলোচনা চাই। অসংখ্য ধন্যবাদ!!!

  • @nobita_pov
    @nobita_pov 5 หลายเดือนก่อน +4

    এত স্মার্টলি ও ইন্টারেস্টিং ভাবে জিকে নিয়ে কথা বলতে এই প্রথম কাউকে দেখলাম! অসাধারণ ❤
    ....বাকিরা তো সব মুখস্ত বুলি আওরায় আর কিসব ফালতু ছন্দ বানিয়ে মুখস্ত করার টেকনিক শিখানোর চেষ্টা করে 😑
    ঐসব দেখলে জিকে পড়ার আগ্রহ এমনেই শেষ হয়ে যায়...
    ....ভালো রেজাল্ট তো অনেকেই করে, কিন্তু এই জায়গায়ই স্মার্ট-জ্ঞানী স্টুডেন্ট আর আতেলদের পার্থক্য

  • @alzihad4704
    @alzihad4704 5 หลายเดือนก่อน +2

    খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পেলাম। এভাবে কাউকেই বিশ্লেষণ করতে দেখিনি। ধন্যবাদ স্যার।

  • @saifulhaque1754
    @saifulhaque1754 5 หลายเดือนก่อน +1

    অনেক দিন পর দেখলাম আপনাকে ভাই।২০১৫ তে উদ্ভাসে আপনার ক্লাস করসিলাম।বেশ ভাল লাগত আপনার ক্লাসগুলা।ক্যাডারও হয়ে গেসেন ভাই।ভাল লাগলো দেখে।

  • @misradutta6747
    @misradutta6747 5 หลายเดือนก่อน +2

    গুরু❤️❤️।সেই ২০১৭ সালের ম্যথ ক্লাস করে বুঝতে পারছি উনার জ্ঞানের পরিধি কত বিশাল।

  • @mahmudulislammaruf9405
    @mahmudulislammaruf9405 5 หลายเดือนก่อน +1

    কেবল ভালোবাসা দিয়েই আপনার ভিডিওগুলোর মূল্য পরিশোধ করা সম্ভব। আপনার প্রতিটি আলোচনা আমার জীবনে অসম্ভব রকম প্রভাব ফেলছে। কৃতজ্ঞতা জানবেন, স্যার। ❤️

  • @mdmohaimanulislamshovon6568
    @mdmohaimanulislamshovon6568 5 หลายเดือนก่อน +3

    ভাই,উদ্ভাসে আপনার ম্যাথ ক্লাস করেছিলাম।
    চমৎকার ক্লাস নিতেন।

  • @sakibulhasan6559
    @sakibulhasan6559 5 หลายเดือนก่อน +15

    Vai প্রিলির প্রতিটি বিষয়ের ওপর কীভাবে গোছানো preparation নেওয়া যায়, কী কী বই পড়া উচিত একটু এই বিষয় নিয়ে video দেন🙏

  • @tanjilaakter3012
    @tanjilaakter3012 5 หลายเดือนก่อน +4

    আমি ফার্স্ট টাইম বিসিএস দিলাম ৬ মাসের প্রিপারেশন ১১০-১১২। বেশ কিছু জিনিস ভুল করায় অনেক বেশি নেগেটিভ হইছে,😢।একটু শর্তকহীনতার জন্য😢। থাকে আমি নেক্সট একটু প্রিলি রিটেন কম্বাইন্ড প্রিপারেশন নিতে চাই। আমার কাছে নতুন একটা জিনিস শেখা ইদের থেকেও বেশি আনন্দের। কিছু ব্যাসিক বই, রিটেন গাইড লাইন নিয়া একটা ভিডিও দিলে উপকার হতো, কোন বই গুলো পড়লে নলেজ বাড়ে কিছু বইয়ের নাম বলতেন। যদি আপনার পর্যাপ্ত সময় থাকে । ধন্যবাদ

  • @misradutta6747
    @misradutta6747 5 หลายเดือนก่อน +1

    গুরু যখন সরল রেখা চ্যাপ্টার পড়াইতেন তখন একটা কথা প্রাসঙ্গীক ভাবে বলতেন দূরত্ব বাড়ছে না কমছে?? বাড়লে যোগ কমলে বিয়োগ কি চমৎকার। আমার দেখা গণিতের সেরা শিক্ষক। ভালোবাসা অবিরাম❤️❤️।গুরু আপনার বিসিএস জার্নি আমাদের সাথে শেয়ার করুন, কি কি মৌলিক বই পড়ছেন তা দয়া করে বলবেন এবং রিটেনের সলিড প্রিপারেশন কি ভাবে নেয়া যায় তার একটা দিক নির্দেশনা দিবেন সেই আশা ব্যক্ত করছি।

  • @fahadbinzahed7788
    @fahadbinzahed7788 5 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার। আপনার প্রত্যেকটা ভিডিও খুব মন দিয়ে দেখলাম। এবং একটা ব্যাপার বুঝলাম, প্রত্যেকটা টপিকের ডিপ নলেজ ছাড়া বিসিএস অসম্ভব।
    আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, বাংলা সাহিত্য ডিপলি পড়ার যে টেকনিকটা বললেন সেটা একটু দ্রুত শেয়ার করবেন। অসং্খ্য ধন্যবাদ স্যার আপনাকে! ❤️

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน +1

      সঠিক পরিকল্পনা করে সামনে আগান। আমি এই সচেতনতাটা সৃষ্টির চেষ্টাই করছি ভাই।

  • @NurCreativeAcademy
    @NurCreativeAcademy 5 หลายเดือนก่อน +1

    আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাকে দেখে অনেক ভালো লাগলো ভাইয়া। এডমিশনে মালেক টাওয়ারে আপনার ক্লাস+ মোটিভেশন আজও মনে পড়ে। বর্তমানে বিসিএস প্রিপারেশন নিচ্ছি ভাইয়া দোয়া রাখিয়েন❤️

  • @md.rafiqulislam9402
    @md.rafiqulislam9402 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ স্যার, মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। স্যার অনলাইন কোনো ব্যাচ চালু করলে ভালো হয়।

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  3 หลายเดือนก่อน

      Follow the links: forms.gle/wgJxSpGy8KH8pCgm9

  • @musiclover12205
    @musiclover12205 5 หลายเดือนก่อน

    আমি জীবনে প্রথম ইউটিউবের ভিডিও না টেনে দেখলাম।সেটাও আপনার ভিডিও। অসাধারণ ভাইয়া

  • @atikurrahman2390
    @atikurrahman2390 5 หลายเดือนก่อน +3

    এডমিশন কোচিং পিরিয়ডে উদ্ভাসে আপনার ক্লাস করতে আগে ভাগে চলে আসতাম মালেক টাওয়ার ৭০১ নম্বর রুমে।সাল ২০১৭।ইঞ্জিনিয়ারিং শেষে বিসিএস প্রিপারেশন নিচ্ছি দোয়া করবেন ভাই।আপনার কথা অলওয়েজ অনুপ্রেরণা যোগায়।

    • @blazen3y
      @blazen3y 5 หลายเดือนก่อน

      Vaiya kon university theke bsc complete korsen?

  • @learningwithraihana1010
    @learningwithraihana1010 4 หลายเดือนก่อน

    আপনার কথা গুলো আবার মনে করিয়ে দিল there is no short cut way to success..
    শুধু মুখস্থ করে বিসিএস ক্যাডার হওয়া যায় না।।।। ৪৬ এর পশ্ন এটা হারে হারে বুঝিয়ে দিয়েছে।।।।
    আপনি জ্ঞানের জীবন্ত একটা ভান্ডার।।।

  • @wahidabir7393
    @wahidabir7393 3 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম ভাই❤️।।
    আপনার রেকর্ডেড ক্লাস গুলা দাম বিবেচনায় পরে উন্মুক্ত করার জন্য অনুরোধ করছি।।
    আপনার প্রাইসলেস ক্লাসগুলা পারলে সঠিক মূল্য দিয়ে সম্পন্ন করতাম।।
    আপনার প্রতিটা ভিডিও ছাড়ার সাথে সাথেই দেখি ভাই।।
    বিবেচনায় রায়খেন।।

  • @alhasib2341
    @alhasib2341 5 หลายเดือนก่อน

    ভাইয়া, আপনার প্রতিটা আলোচনাতেই আপনার চিন্তার গভীরতা অনুভব করা যায়,
    তাই প্রতিটা সেশনই অসাধারণ লাগে!
    ধন্যবাদ ভাইয়া❤

  • @amazonaffiliatemarketer6339
    @amazonaffiliatemarketer6339 5 หลายเดือนก่อน +1

    you earn my respect as well as subscription, you became one of the youtubers, where I wrote comments.

  • @zabedulislam944
    @zabedulislam944 5 หลายเดือนก่อน +1

    Sir ,This is my humble request to you continue with this kind of videos.❤❤

  • @pritamkumardas9148
    @pritamkumardas9148 5 หลายเดือนก่อน +1

    Topic ভিত্তিক ভিডিও জন্য অপেক্ষায় থাকলাম....❤

  • @shohaghosen6387
    @shohaghosen6387 5 หลายเดือนก่อน +1

    অসাধারণ স্যার,
    আপনার প্রতিটা কথা একবার মনের মধ্যে বিধে গেল।

  • @hasnatchowdhury5089
    @hasnatchowdhury5089 5 หลายเดือนก่อน

    আপনার কথাগুলা খুবই ভালো লাগে। please প্রিলি রিটেন কিভাবে একসাথে কোন কোন টপিক পড়লে উপকার হবে যদি এভাবে ভিডিও দিতেন তবে খুব উপকার হতো।

  • @lovelearngrow6263
    @lovelearngrow6263 5 หลายเดือนก่อน +1

    অনেক কিছু জানতে পারলাম আপনার এ সুন্দর আলোচনা থেকে। ধন্যবাদ ভাইয়া।

  • @sajalghosh8885
    @sajalghosh8885 4 หลายเดือนก่อน

    এই ভিডিও টা আরো একবছর আগে দেখা উচিত ছিল...

  • @RizviRahman-qp8yx
    @RizviRahman-qp8yx 5 หลายเดือนก่อน

    হারিয়ে যাবোনা ইন-শা-আল্লাহ। ৫ মাস বিসিএস প্রিপারেশনে ২ জায়গায় কোচিং করি। ১৩৪ টা উত্তর করে সঠিক হয় ১১৪ টা, মার্ক আসে ১০৪।
    বিগত পাচঁ-ছয় মাস জার্নিতে কখনো এই সত্য কথাগুলো কারো কাছে শুনিনি। ফেইল করেও অনেক কিছু শিখেছি। আপনার ভিডিও দেখেও চোখ খুলে গেলো। অসংখ্য ধন্যবাদ ❤️

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน +1

      শুধু থেকে যান আগের থেকে জোড়ালো ভাবে।

  • @ShammiEsha
    @ShammiEsha 5 หลายเดือนก่อน +3

    ১ সেকেন্ড এর জন্য মনে হলো না এই কথাটার ইমপোর্টেন্স কম। সবগুলো কথাই যেন খুবই দরকারী কথা। স্যার প্লিজ আপনি বিষয়ভিত্তিক আলোচনার ভিডিও দিবেন।
    ধন্যবাদ।

  • @MostafizurRahman-km8gm
    @MostafizurRahman-km8gm 5 หลายเดือนก่อน +3

    ভাই সংবিধান এর ক্লাস নিলে খুব ভাল হয়। আমি কি ভাবে পড়ব বুঝতে পারছি না। প্লিজ ভাই👏👏❤️❤️

  • @ShakibHossain-it5th
    @ShakibHossain-it5th 5 หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ। আপনার প্রতিটা কথাই যেন মধুময়। এক সেকেন্ডের জন্যও অন্য দিকে ফোকাস যায় নি।আপনার জন্য অনেক অনেক দোয়া & ভালোবাসা থাকবে স্যার।আর ঠিক এভাবে আমাদের পথ দেখিয়ে যাবেন।আপনার কাছে অনেক কিছু শেখার & জানার আছে।এখন স্যার বিসিএস রিটেনের জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি বা কোন কোন বই গুলো ফ্লো করলে এখন রিটেনে ভালো করা যাবে আর আমার জানার আগ্রহ বেড়ে যাবে.? প্লিজজজ সাহায্য করবেন❤

  • @ShammiEsha
    @ShammiEsha 5 หลายเดือนก่อน

    এতো সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ স্যার। দয়াকরে বিষয়ভিত্তিক আলোচনার ভিডিও দিবেন।

  • @MohammadAli-uq3pr
    @MohammadAli-uq3pr 5 หลายเดือนก่อน

    How confident you are, brother! I was very confused what should i do, your outstanding speech encourage me to fall in love with BCS journey. I will be waiting for your next subject related videos. May Allah bless you.

  • @confusedlearner3201
    @confusedlearner3201 5 หลายเดือนก่อน

    এভাবেও চিন্তা করা যায়!স্যালুট স্যার আপনাকে❤

  • @MrBohemian-yt8qr
    @MrBohemian-yt8qr 5 หลายเดือนก่อน

    সব ভিডিওতে আমাদের রাজবাড়ীর কথা তুলে ধরেন জিনিসটা ভাল লাগে। অনেকেই চেনে না এখানো।

  • @shorifislam5192
    @shorifislam5192 5 หลายเดือนก่อน

    Spiffy video. Next one, dear respected sir.

  • @user-sf3kp5ku7x
    @user-sf3kp5ku7x 5 หลายเดือนก่อน

    bhaia subject wise written er preparation niye video dile lokko lokkko bcs applicants er bcs preparation easy hoye jaito..Hats of u bhiaa❤❤

  • @Shorno75
    @Shorno75 5 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাইয়া এমন কিছু পরামর্শই দরকার ছিলো , ৪৬তমই আমার প্রথম বিসিএস ছিলো কিন্তু এক্সামের পর আত্মবিশ্বাস ভেঙ্গে পরলেও আপনার সেশনে কিছুটা পথ খুঁজে পাচ্ছি ,
    এমন সেশন গুলো ধারাবাহিকভাবে দিয়ে গেলে খুবই উপকৃত হবো ভাইয়া ❤

  • @sanzidanissat9438
    @sanzidanissat9438 4 หลายเดือนก่อน +1

    ভাইয়া রিটেন প্রিপারেশন এর জন্য কোন বই গুলো পড়তে হবে তা নিয়ে একটা ভিডিও দিলে অনেক বেশি উপকার হতো

  • @alomgirsheikh5465
    @alomgirsheikh5465 5 หลายเดือนก่อน

    khub e juktik kotha barta. khub vlo laglo

  • @sanjidaferdousi867
    @sanjidaferdousi867 5 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার
    এতো চমৎকারভাবে বিষয়গুলো বুঝানোর জন্য❤❤❤

  • @linearlychan8283
    @linearlychan8283 5 หลายเดือนก่อน +1

    কি মুগ্ধকর!!!!!কি দারুন!!!

  • @dawah1996
    @dawah1996 5 หลายเดือนก่อน

    ধন্যবাদ ভাই।রিটেনের কিছু মৌলিক বই ও রিসোর্স নিয়ে কন্টেন্ট দিয়েন ভাই। আল্লাহ আপনার মঙ্গল করুক❤️

  • @jannatultoyeba7683
    @jannatultoyeba7683 5 หลายเดือนก่อน

    Inspired!! Baraqallahu feeq vaiya,,

  • @md.milonhossain4039
    @md.milonhossain4039 5 หลายเดือนก่อน

    I love u more than I can say , 2017 a apnr duita math class koresilam , tokhn thekei .

  • @ashamoni4669
    @ashamoni4669 5 หลายเดือนก่อน

    just impressed hoiye gelam.......

  • @ferozahmedridoy8954
    @ferozahmedridoy8954 5 หลายเดือนก่อน

    সম্মানীয় ও শ্রদ্ধেয় বড় ভাই অসাধারণ লেকচার❤️👌অসংখ্য ধন্যবাদ।এত সুন্দর কথা কখন যে ৩২ মিনিট চলে গেলো টেরই পেলায়াম নাহ। রিটেনের জন্য কোন কোন বই পড়তে পারি একটু যদি জানাতেন অনেক উপকৃত হতাম।অসংখ্য ধন্যবাদ ❤️👌

  • @ronybaruapalak
    @ronybaruapalak 5 หลายเดือนก่อน +1

    অসাধারণ ভাইয়া🥰🥰
    অনেক অনেক ভালোবাসা রইল।

  • @sahadatislam7505
    @sahadatislam7505 5 หลายเดือนก่อน

    TH-cam a sudhumatro apner notification paoyar jonno wait kore..
    Love you vai
    Take salam💐

  • @imranmahmud7082
    @imranmahmud7082 4 หลายเดือนก่อน

    স্যার আপনি আপনাকে স্যার হিসাবে মানি না,,, আপনি আমার গুরু

  • @hihey5451
    @hihey5451 5 หลายเดือนก่อน +1

    ৪৭ এর গুছানো রুটিন বানায়ে দেন স্যার।যাতে ৪৭ এ ভালোমত প্রিলি পাশ করতে পারি।বুকলিস্ট সহ ডেইলি রুটিন দিয়েন শীঘ্রই। ❤❤❤

  • @MDOsmanGoni-nn6xq
    @MDOsmanGoni-nn6xq 5 หลายเดือนก่อน

    মাস্টারপিচ ভিডিও ❤️
    আমার একাডেমিক লাইফে এনভায়রনমেন্ট রিলেটেড কোর্স ছিলো। এটা থাকার কারনে যেকোনো এক্সামে এনভায়রনমেন্টালিজমের যেকোনো টপিক কিয়োটো কার্টাগোনা এজেন্টা ২১ সব পানির মত লাগে কারন এগুলো আমি ডীপলি জানি।
    ঠিক এভাবে যদি মূল বিষয়ে পড়াশোনা সব সাবজেক্টে থাকতো তবে আমি মনে করি প্রিলি টেকা আসলেই অনেক সহজ হয়ে যেতো।

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน

      আপনি সঠিক ধরেছেন।।

  • @pritamkumardas9148
    @pritamkumardas9148 5 หลายเดือนก่อน

    Great❤
    Mon theki dowa thaklo vai ar jonno❤

  • @NHthoughtsandthings
    @NHthoughtsandthings 5 หลายเดือนก่อน +1

    ভিডিওর শিরোনাম হওয়া উচিৎ ছিল,
    বিসিএস জার্নির ছোটগল্প।
    এত তথ্যবহুল আলোচনা ভিউ ব্যবসায়ের জগতে খুব রেয়ার

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน +4

      আপনার দ্বারা কোটি মানুষের পরিবর্তন দরকার নাই। আমি বিশ্বাস করি, নিজে আলোকিত হয়ে সেই আলো ১০ জনের মধ্যে ছড়ালেই সেটা সংক্রামক হবে।।

  • @raselmir2442
    @raselmir2442 5 หลายเดือนก่อน

    আমিও একজন বিসিএস ক্যানডিডেড। কিন্ত স্যার আপনার ভিডিও টা দেখে অনেক কিছু অজানা বিষয় জানতে পেরেছি।আর মনের ভিতর এমন প্রশ্ন আসতেছে আমি কি আসলেই আপনার মতো এত যোগ্যতা অর্জন করে স্বপ্ন পূরণ করতে পারবো।

  • @shantopaul7402
    @shantopaul7402 5 หลายเดือนก่อน

    অনেক অনেক শুভকামনা ভাইজান❤

  • @jibondeypolash3524
    @jibondeypolash3524 5 หลายเดือนก่อน

    ভাই আপনি অনেক সুন্দরভাবে চিন্তা ভাবনা করতে পারেন।জানি নাহ আপনার মত চিন্তা ভাবনা কিনা।রিটেনে কোথায় ভর্তি হবো,কি বই পড়ব জানালে উপকৃত হতাম।

  • @mohammadsohag4913
    @mohammadsohag4913 5 หลายเดือนก่อน +1

    ভাইয়া লিখিত বই লিস্ট টা নিয়ে একটা ভিডিও করবেন প্লীজ!

  • @MrBohemian-yt8qr
    @MrBohemian-yt8qr 5 หลายเดือนก่อน

    হোসেন ভাই, আমি ডাক্তারি পড়াশোনা করছি। পাস করার পর বিসিএস দিব ইনশাআল্লাহ। আপনার ভিডিওগুলো মুগ্ধকর। আশা করি এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকে ভিডিও দিবেন।
    (রাজবাড়ী পাংশা)

  • @snjannat6321
    @snjannat6321 4 หลายเดือนก่อน +1

    ভাই কিছুই জানি না বা পারিনা জানতে চাই এবং মাউন্ট এভারেস্ট এর চূড়ায় চড়তে চাই,, দিকনির্দেশনা চাই,, ভাই সাহায্য করেন এ অধমকে,,

  • @Kamrul938
    @Kamrul938 5 หลายเดือนก่อน

    Wonderful, your lecture creates and boosts my mind in broad and helps thinking differently. ❤

  • @jibondeypolash3524
    @jibondeypolash3524 5 หลายเดือนก่อน

    এডমিশনে উদ্ভাসে আপনার প্রথম ম্যাথ ক্লাস করেই ভক্ত হয়ে যাই।পড়ে ফিজিক্স ও করি ২-৩ টা।খুঁজে খুঁজে বের করতাম হোসাইন ভাই কোথায় ক্লাস নিবেন।

  • @Samiul-Ahsan
    @Samiul-Ahsan 5 หลายเดือนก่อน

    খুবই চমৎকার জ্ঞানগর্ভ আলোচনা। আল্লাহ আপনার মঙ্গল করুক ভাই।

  • @madhobray2115
    @madhobray2115 5 หลายเดือนก่อน

    অনেক ভালো ভিডিওগুলো ❤

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน

      আনন্দ!

  • @safiqulislam4345
    @safiqulislam4345 5 หลายเดือนก่อน

    অসাধারণ আলোচনা ❤️❤️

  • @swarupnath4853
    @swarupnath4853 5 หลายเดือนก่อน

    ধন্যবাদ স্যার। অনেক কিছু জানলাম।

  • @SA0007HP
    @SA0007HP 5 หลายเดือนก่อน

    You are a gem, Vhai🎉

  • @sohelrana5922
    @sohelrana5922 5 หลายเดือนก่อน

    ভিডিওটি দেখেছি ভাইয়া।
    আমার মনে হলো বিসিএস জগতে এর চাইতে ভালো কোনো ভিডিও কেউ বানাইনি।
    রিটেন ❤️❤️❤️❤️

  • @sahanazsanta487
    @sahanazsanta487 4 หลายเดือนก่อน

    স্যার Easy and translation নিয়ে দয়া করে একটা video দিবেন 😞

  • @masudhosain8104
    @masudhosain8104 5 หลายเดือนก่อน

    সাহিত্য বিষয়ে সেশনটা নিলে খুবই ভালো হতো স্যার....❤️❤️

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน

      আজকে দিয়েছি ভাই

  • @sovongkormohanta5706
    @sovongkormohanta5706 5 หลายเดือนก่อน

    মনোমুগ্ধকর ❤

  • @rafiulkabir.22
    @rafiulkabir.22 5 หลายเดือนก่อน

    প্রতিদিন একটা করে বিষয়ের বিস্তারিত গাইডলাইন চাই হোসেন ভাই... ❤

  • @ShahriarHasanAnik-ri1cn
    @ShahriarHasanAnik-ri1cn 5 หลายเดือนก่อน

    আমি আপনার স্টুডেন্ট ছিলাম। এইচ এস সি ২০১৭ ব্যাচ। উদ্ভাস উত্তরা ব্রাঞ্চ এ ক্লাস নিয়েছিলেন এডমিশন এ। অনেক দিন পর দেখে ভালো লাগল ভাই। আপনি বরুশিয়া ডর্টমুন্ড কে বলেছিলেন পাইকারী প্লেয়ার বেচার ক্লাব। কথাটা মনে আছে।
    হোসেন ভাই, কাটমার্ক কত হতে পারে?

  • @abuobidashihab
    @abuobidashihab 5 หลายเดือนก่อน

    keep up the good work bhaia.🥰🥰

  • @mdsujanmiah125
    @mdsujanmiah125 5 หลายเดือนก่อน +1

    সাহিত্য নিয়ে ভিডিও এর জন্য অপেক্ষায় রইলাম ভাই❤❤️❤️

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน

      সাহিত্য আমার বড় প্রেম ভাই

  • @user-sf3kp5ku7x
    @user-sf3kp5ku7x 5 หลายเดือนก่อน

    Just Mindblowing bhaia❤️❤️❤️❤️

  • @snjannat6321
    @snjannat6321 4 หลายเดือนก่อน

    sir,,,you are so great

  • @ratulgoswami5026
    @ratulgoswami5026 5 หลายเดือนก่อน

    গুরুত্বপূর্ণ আ আলোচনা

  • @faridhassan8914
    @faridhassan8914 4 หลายเดือนก่อน +1

    Wonderful sir

  • @md.rayanuzzamanbishwas575
    @md.rayanuzzamanbishwas575 5 หลายเดือนก่อน

    Vai, Apni Best.

  • @MDFarhan-kt4wf
    @MDFarhan-kt4wf 4 หลายเดือนก่อน

    Sir আপনি BCS এর সব ভিডিও দেন শিক্ষাপেতাম

  • @farhanasuma-f6w
    @farhanasuma-f6w 5 หลายเดือนก่อน

    এক কথায় অসাধারণ

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน

      আনন্দ!

  • @md.morsalinhussain1889
    @md.morsalinhussain1889 5 หลายเดือนก่อน

    Assalamualaikum, kisu question ache, bhai.
    1. Written porar por preli er dike dhuke jaoa, ei flow chart ta kivabe ki maintain kore porle highly efficient hobe? Subject or topic kivabe ei flow / routine ta sajano dorkar?
    2. Vast knowledge er jonne written er kon kon part tuku continue practice er dorkar ache?
    3. Specifically main book + helpfull book eitar kono suggestion paoa jabe kina?
    N:B: Admission e apnar class kore onek interact korte partam, and still now ei video ta onek sundor kisu vabar way khule diche.
    Also Facebook group e join request diyechi.

    • @hbs-hosenaali
      @hbs-hosenaali  5 หลายเดือนก่อน

      আপনার সাজেশন গুলোর নোট রাখলাম ভাই। আলোচনা চলবে

  • @nusratjahanarbi3114
    @nusratjahanarbi3114 5 หลายเดือนก่อน

    Assalamualikum. Kindly 44th viva preparation kichu alochona korben.

  • @zerosinger251
    @zerosinger251 5 หลายเดือนก่อน

    অনেক ক্যাডার এর কথা শুনেছি কিন্তু এত্তো গুছানো পদ্ধতি অবলম্বন করে খুবই কম পেয়েছে। ❤❤

  • @mahmudaakter2938
    @mahmudaakter2938 5 หลายเดือนก่อน

    Aro video cai. ❤. Apnar kas theke shiktr cai

  • @mdramjanramjan1831
    @mdramjanramjan1831 5 หลายเดือนก่อน

    স্যার,অসাধারণ ❤❤

  • @usaizindegi5877
    @usaizindegi5877 5 หลายเดือนก่อน

    হোসেন ভাই কেমন আছেন আপনি? আপনি কোথায় উধাও হয়ে গেছিলেন ভাই? আপনার অন্তরীকরণ চ্যানেলে আর ভিডিও আসে না, আমি ২০১৪ সালে উদ্ভাস মিরপুর ১০ নম্বর ব্রাঞ্চে আপনার ছাত্র ছিলাম

  • @DipSaha-q8v
    @DipSaha-q8v 5 หลายเดือนก่อน

    অসাধারণ ভাইয়া। অসাধারণ🙏

  • @MehediHasan-iw7zk
    @MehediHasan-iw7zk 5 หลายเดือนก่อน

    রিটেনের সিলেবার আর প্রিলির সিলেবার এর লিংক কোথায় পাব,,,আর বিসিএস প্রিলি আর রিটেনের জন্য কোন পাবলিকেশনের বই ফলো করব বলবেন!

  • @TarikulIslam-qm2os
    @TarikulIslam-qm2os 5 หลายเดือนก่อน

    আমার ও সেট -২ , আলহামদুলিল্লাহ -১৩৮ থাকে।

  • @science9725
    @science9725 5 หลายเดือนก่อน

    মূল বই
    ক্লাস ৬-১২
    এর সকল বই পড়লে কি আর কোন গাইড পড়া লাগবে

  • @sayem827
    @sayem827 5 หลายเดือนก่อน

    রিটেন পরীক্ষার জন্য বিষয়ভিত্তিক গাইডলাইন দিলে খুবই উপকৃত হব।

  • @jauataafnan4804
    @jauataafnan4804 5 หลายเดือนก่อน

    অসাধারণ স্যার😍