Khondo Kabyo | খণ্ড কাব্য || Pratibha Basu | প্রতিভা বসু || Bengali Audio Story || Golpopath: Pritha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 138

  • @prasantamukherjee4256
    @prasantamukherjee4256 3 หลายเดือนก่อน +1

    Khub valo golpoti.apnar gan sarthok korlo golpo tike. Golpo path asadharan.

    • @PritharIchhedana
      @PritharIchhedana  3 หลายเดือนก่อน

      thank you ❤️❤️❤️❤️

  • @pratimachakraborty5356
    @pratimachakraborty5356 ปีที่แล้ว +2

    প্রতিভা বসুর লেখা গল্পো আজ দুপুরে শুনলাম
    জীবনের শেষে এসে নিজেকে অনেক প্রশ্ন করি,,,,,,সত্যি কি আমার জীবন টা পরিপূর্ণ,,,
    আমরা শুধু একটা মেশিন এর মতন নিজেদের কর্তব্য পালন করে পৃথিবী থেকে বিদায় নিই 😃😃😃
    তোমার গল্পো শুনতে শুনতে প্রতিটি চরিত্র কে অনুভব করি,,
    এটা খুব কঠিন কাজ,,,,এতো সহজ ভাবে তুমি গল্প পাঠ করো
    তোমার মধ্যে ঠাকুরে অনেক আশীর্বাদ আছে,,,
    ভালো থেকো সুস্থ থেকো

  • @subirroy7327
    @subirroy7327 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো গল্পটা। ভালো লাগলো আপনার গল্পপাঠ।

  • @nuruzzamanmohammad7819
    @nuruzzamanmohammad7819 ปีที่แล้ว

    ভাব প্রকাশের অসাধারণ ক্ষমতা আছে আপনার। গল্পের সাথে মিশে যাই একদম।

  • @KeyaGupta-mt3hf
    @KeyaGupta-mt3hf 3 หลายเดือนก่อน

    লেখিকাকে অসংখ্য ধন্যবাদ কত শত নারী পুরুষের মনের কথা কে ফুটিয়ে তোলার জন্য। মনটা ভরে গেলো। তুমি যখন পাঠ করো তখন মনটা সেই সব চরিত্রের ভেতর ঢুকে যায়, চোখের সামনে তাঁদের দেখতে আর সেই পরিবেশ টাকে যেন দেখতে পাই। অপূর্ব তোমার পঠন শক্তি। ভালো থেকো আর এই রকম গল্প আমাদের উপহার দিও।

    • @PritharIchhedana
      @PritharIchhedana  3 หลายเดือนก่อน

      thank you so much ❤️🙏

  • @nandamallick9413
    @nandamallick9413 3 หลายเดือนก่อน

    অসাধারণ গল্প। মন ভরে গেল। সব সময় তো সব বই আমরা পাই না, তাই পড়াও হয় না। তোমার এই গল্প পাঠের মাধ্যমে অনেক না পড়া গল্প, না জানা কাহিনী শুনে পূর্ণতায় মন প্রাণ ভরে যায়। ভালো থেকো আর আরো ভালো ভালো গল্প পাঠ করে আমাদের আনন্দ দিও।

    • @PritharIchhedana
      @PritharIchhedana  หลายเดือนก่อน

      @@nandamallick9413 thank you ❤️❤️❤️❤️

  • @anjaliauddy4482
    @anjaliauddy4482 ปีที่แล้ว +3

    মানুষের জীবনের খুব সত্যি একটা ব্যাপার। লেখিকার রচনাতে আর তোমার অপূর্ব পাঠের জন্য শুনলাম, মন প্রাণ ঠিক যেমনটি জীবনসঙ্গী চায়, তা কি সবাই পায়? তুবু মানিয়ে নিয়ে সুখ খুঁজেই জীবন কাটানো। ❤️🌷❤️🌷❤️।

  • @dipikamazumder7257
    @dipikamazumder7257 2 ปีที่แล้ว +3

    অসাধারণ

  • @minatisarkar9988
    @minatisarkar9988 2 ปีที่แล้ว +1

    অসাধারণ অপূর্ব সুন্দর পাঠে ❤️❣️❤️❣️

  • @ranjitghosh8252
    @ranjitghosh8252 5 หลายเดือนก่อน

    পৃথার পাঠ সত্যিই সুন্দর ভাল থাকবেন ।আরও গল্প শোনাবার অনুরোধ রইল।

    • @PritharIchhedana
      @PritharIchhedana  5 หลายเดือนก่อน

      Thank you ❤️❤️❤️❤️

  • @jayantaghosh139
    @jayantaghosh139 2 หลายเดือนก่อน

    Khub sundor golpo ❤

  • @swapna_dharchaudhuri
    @swapna_dharchaudhuri ปีที่แล้ว

    অসম্ভব ভালো পাঠ করলে তুমি ।অসাধারণ ও চমৎকার তোমার কন্ঠস্বর। বেশ লাগলো

  • @somnathbanerjee6203
    @somnathbanerjee6203 2 ปีที่แล้ว +3

    খণ্ড কাব্য- প্রতিভা বসুর এই ছোট গল্পটা, এত ভালো লাগলো, তা লিখে বোঝাতে পারবো না। অনবদ্য গল্পপাঠে পৃথার ইচ্ছেডানা অপূর্ব, লেখার অপেক্ষা রাখে না। সুন্দর বড় সুন্দর " খণ্ড কাব্য " সুন্দর পরিবেশনা প্রশংসনীয় গানের লিরিক্সের ।

  • @tarakpaul9944
    @tarakpaul9944 2 ปีที่แล้ว

    একরাশ মিষ্টিমধুর শুভেচ্ছা খুব সুন্দর

  • @madhuriroy5201
    @madhuriroy5201 2 ปีที่แล้ว +1

    এইটাই চিরন্তন সত্য ।যা চাই তাই পাই না,আর যা পাই তা ভুল করে পাই ।খুব ভালো লাগল গল্প পাঠ ।ধন্যবাদ এত সুন্দর গান শোনানোর জন্য ।ভালো থেকো ।নতুন বছরের শুভেচ্ছা তোমাকে ।🙏🏿🙏🏿❤❤🌹🌹

  • @ashisghosh4701
    @ashisghosh4701 ปีที่แล้ว +1

    খুব ভালো গল্প, গল্প শুনতে শুনতে মনে হলো আমরা সত্যি কি চাই আমরা ঠিক বুঝে উঠতে পারি না। আসলে আমাদের চাহিদা অনেক একটা পেলে আরো একটা কিছু পেতে চায় মন। পাওয়ার চেয়ে না পাওয়ার বেদনা বেশি মনে হয়। এই নিয়ম কমবেশি সবারই মধ্যে দেখা যায়। আবারও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর গল্প বলার জন্য।

  • @sadhanamukherjee2651
    @sadhanamukherjee2651 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। ❤❤❤❤

  • @amiyamukherjee6720
    @amiyamukherjee6720 ปีที่แล้ว

    অপূর্ব সুন্দর পাঠ খুব উপভোগ করলাম।

  • @prasantamukherjee4256
    @prasantamukherjee4256 8 หลายเดือนก่อน

    This story is very practical.. Married life may not give that pleasure, that can give eternal love particularly for creative people.

  • @hrisikeshroy4092
    @hrisikeshroy4092 2 ปีที่แล้ว

    Khob valo laglo didibhai.

  • @rohitshak7149
    @rohitshak7149 2 ปีที่แล้ว +2

    গল্প ভালো ছিল, লাস্টের রবীন্দ্র সংগীতটা খুব ভালো লেগেছে।❤️

  • @LilaGhosh-zw5fz
    @LilaGhosh-zw5fz หลายเดือนก่อน

    Very nice. Pritha is my favourite. Most of the novel/short story is familiar but pritha’s voice I like to hear it again and again. Mrs Ghosh ((Toronto))

  • @aratimondal1782
    @aratimondal1782 ปีที่แล้ว

    Asadharon asadharon asadharon

  • @mirade1698
    @mirade1698 4 หลายเดือนก่อน

    অপূর্ব। গান যথাযথ

    • @PritharIchhedana
      @PritharIchhedana  4 หลายเดือนก่อน

      Thank you so much ❤️😊

  • @UsharaniBiswas-u1n
    @UsharaniBiswas-u1n 7 หลายเดือนก่อน

    অপূর্ব অপূর্ব, অপূর্ব।

  • @dorothygomes6019
    @dorothygomes6019 ปีที่แล้ว

    Ashaporna debik namashkar Bangla bhasha aporbo. Arr Tumi prita just awesome 👍

  • @subhendusengupta8367
    @subhendusengupta8367 ปีที่แล้ว

    Khub bhalolaglo ae choto galpota... Buddhadeb Guhor lekha ekta galpo shonar apekhhay achi..

  • @sanjuktachatterjeedasgupta9167
    @sanjuktachatterjeedasgupta9167 ปีที่แล้ว

    ভীষণ ভালো লাগলো

  • @manimalachakraborty5539
    @manimalachakraborty5539 2 ปีที่แล้ว

    Pritha, apni Anonnya. Protiva Basur lekha r apner path duye mile ak asadharan anuvuti fill kori. 🌹🌹❤❤🌻🌻

  • @sunilkantikar8833
    @sunilkantikar8833 ปีที่แล้ว

    আবার তোমার গল্পটা শুনলাম
    । খুব ভালো লাগলো তোমার গলার স্বর টা।

  • @Dr.DebaniMullick
    @Dr.DebaniMullick ปีที่แล้ว

    খুব ভালো লাগল।

  • @gopachattopadhyay7444
    @gopachattopadhyay7444 9 หลายเดือนก่อน

    অসাধারণ লাগল গল্পটি

  • @swapankumarpaul100
    @swapankumarpaul100 5 หลายเดือนก่อน

    অনেক শুভেচ্ছা রইল 😊

    • @PritharIchhedana
      @PritharIchhedana  5 หลายเดือนก่อน

      Thank you ❤️❤️❤️❤️

  • @arpitabanerjee5533
    @arpitabanerjee5533 2 ปีที่แล้ว +4

    এই গল্পের নায়ক তার সাথে আমার চরিত্রের বেশ কিছু মিল আছে । এই গভীর
    প্রেমকে ছোঁয়া সকল মানুষ কিন্তু সম্ভব নয়। (প্রেম ছুঁতে পারেনা)। আমার মনে হয় ১০০% নারী পুরুষ যারা স্বামী স্ত্রী হিসেবে জীবন যাপন করেন তাদের মধ্যে ৯৫ ভাগই নিয়মের বেড়াজালে তাদের জীবনটা যাপন করেন বাকি পাঁচজন হয়তো সত্যি তারা ভালোবেসে জীবন কাটায় সেই ভালোবাসার ছোঁয়া কিন্তু সকলে পায় না,
    সকলে ভালোবাসতেও জানে না।

  • @jayachatterjee7106
    @jayachatterjee7106 ปีที่แล้ว

    Bhaloi laglo 👍

  • @purabichatterjee7988
    @purabichatterjee7988 2 ปีที่แล้ว

    অসাধারণ,

  • @nuruzzamanmohammad7819
    @nuruzzamanmohammad7819 ปีที่แล้ว

    গল্পের ভাব বর্ণনা করলে মন থেকে গল্পের রেশ চলে যায়।

    • @PritharIchhedana
      @PritharIchhedana  ปีที่แล้ว

      Du line bornona shune jodi 30 minute golper resh chole jai tahole bolbo.....Ami resh ta govir korte byartho hoyechi...

  • @arpitabanerjee5533
    @arpitabanerjee5533 2 ปีที่แล้ว +6

    আমি অডিও বুক শুনতে খুব ভালোবাসি। আমি পেশায় একজন শিক্ষিকা বয়স ফর্টি সিক্স প্লাস বুঝতেই পারছো আমি কোন বাচ্চা মেয়ে নই আমার বেস্ট চ্যানেল হচ্ছে গল্পকথন বাই কল্লোল একটি বাংলাদেশি চ্যানেল পারলে শুনো তোমারও খুব ভালো লাগবে তার গল্প বলার ভঙ্গি ভীষণ সাবলীল। তারপরে যদি কোন চ্যানেলে কে আমি সত্যি ভালোবেসে থাকি (ফেলি) সেটা হচ্ছে তোমার, তোমার গলার স্বর আমায় সত্যিই খুব অভিভূত করেছে।

    • @MeghbalikarGolpo
      @MeghbalikarGolpo ปีที่แล้ว

      বন্ধু আমারটাও শুনে দেখতে পারেন। আমিও গল্প পড়ি

    • @MeghbalikarGolpo
      @MeghbalikarGolpo ปีที่แล้ว +1

      আমি ও শুনি কল্লোল

    • @arpitabanerjee5533
      @arpitabanerjee5533 ปีที่แล้ว

      @@MeghbalikarGolpo link pathao

  • @RatnaPatwari-b7e
    @RatnaPatwari-b7e 10 หลายเดือนก่อน

    Khub bhalo

  • @priyalalnath9446
    @priyalalnath9446 2 ปีที่แล้ว

    অসাধারণ লাগলো।

  • @bandanamitra894
    @bandanamitra894 2 ปีที่แล้ว

    Khub bhalo..

  • @jayantimukherjee7813
    @jayantimukherjee7813 2 ปีที่แล้ว

    Khub i sundor

  • @galpa-kalpa-droom4841
    @galpa-kalpa-droom4841 2 ปีที่แล้ว

    সুন্দর হয়েছে।

  • @shubhsgupshup7410
    @shubhsgupshup7410 ปีที่แล้ว

    Enjoyed
    Ty

  • @ritaghosh7618
    @ritaghosh7618 ปีที่แล้ว

    Bhalo laglo

  • @pealighosh
    @pealighosh ปีที่แล้ว

    Apnar snigdho konthe golpo ta ak onno matra peyeche

  • @gargighosh3472
    @gargighosh3472 2 ปีที่แล้ว +2

    "যেটা ছিল না সেটা না পাওয়াই থাক,সব পেলে নষ্ট জীবন "👌🏻👍😍

    • @PritharIchhedana
      @PritharIchhedana  2 ปีที่แล้ว +3

      Ekdom e tai...Tobu na pawar ekta chinchine jontrona to thakei..

  • @ranjanamisra8770
    @ranjanamisra8770 ปีที่แล้ว

    গল্প বলার মাধুর্যে চরিত্র গুলো জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে ওঠে।মোন গভীর ভাবনায় ভাবিত হয় আর তোমার প্রতি ভালোবাসা একই সাথে শ্রদ্ধা জাগে।

  • @dorothygomes6019
    @dorothygomes6019 ปีที่แล้ว

    Shathik Manish Ashe baddo oshamoya 😢 Jake paoa jayna .. kintu bhulao jayna jeno 🔥🔥🧐

  • @khushiroy1565
    @khushiroy1565 2 ปีที่แล้ว

    খুব সুন্দর

  • @arpitabanerjee5533
    @arpitabanerjee5533 2 ปีที่แล้ว

    আমি গতকালই তোমার চ্যানেলটা খুজে পেলাম এবং একটি গল্প শুনে ভালোবাসা সে গল্পের নাম সেটা শুনে তোমার চ্যানেল সাবস্ক্রাইব করলাম এবং তারপর কয়েকটা গল্প আমি শুনে আমার এই রিঅ্যাকশন

  • @mishkatahmadchowdhury1513
    @mishkatahmadchowdhury1513 ปีที่แล้ว

    💓P💓r💓i💓t💓h💓a💓

  • @krishnabhattacharya1653
    @krishnabhattacharya1653 ปีที่แล้ว

    করুণা জন্য করুণা হয়

  • @arpitabanerjee5533
    @arpitabanerjee5533 2 ปีที่แล้ว

    ভাই আমি অভিভূত মানে আমার কাছে কোন ভাষা নেই তোমার এই গল্প পড়া তোমার অনুভূতি তার প্রশংসা করার মতো ভাষা সত্যি আমার কাছে নেই

  • @prabirkumardas1467
    @prabirkumardas1467 2 ปีที่แล้ว

    পৃথা , ' বেদুঈনের তাঁবুতে ' গিয়ে
    ওদের বালি বিক্রি করে আসতে
    পারেন অনায়াসে যদি তারা
    আপনার স্রোতা হন ।
    আপনার গল্প পড়া নিয়ে এটাই
    মনের কথা ।
    ভালো থাকবেন । নমস্কার ।

    • @PritharIchhedana
      @PritharIchhedana  2 ปีที่แล้ว

      এমন সুন্দর মজার মন্তব্য করার মতন শ্রোতা বন্ধু আমার চ্যানেলে আছে জেনে খুব ভালো লাগলো । এভাবেই সঙ্গে থাকুন😊।

  • @abhijitghosal537
    @abhijitghosal537 2 ปีที่แล้ว

    অসাধারণ গল্প ও তার পাঠ। Pritha তোমার প্রশংসা করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এ যেনো তুমি আমার মনের ও ঘরের কথা তুলে ধরলে, হয়তো আরও অনেকেরই। এই মুহূর্তে একটা গান খুব পড়ছে, একটু সংকোচ রেখেই লিখলাম ---
    কি নামে ডেকে বলবো তোমাকে
    মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে।
    আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে
    যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে।
    কি করি ভেবে যে মরি বলবে কি লোকে
    মন্দ করেছে........................... দুটি চোখে।
    পারলে এই গানটা একবার শুনে নাও। আরোও একবার এই গল্পটা শুনবো।

    • @PritharIchhedana
      @PritharIchhedana  2 ปีที่แล้ว

      Thank you! Gan ta jani , school life a khub gaitam..

    • @abhijitghosal537
      @abhijitghosal537 2 ปีที่แล้ว +1

      Pritha, Good Morning। প্রতিভা বসুর কিশোর সমগ্র থেকে ভাই-বোন ও দুই বোন গল্প দুটি শোনাবে? খুব সুন্দর ছোটবেলায় আবেগিময় ভালোবাসার গল্প। দুটো একই দিনে বললে ভালো হবে কারণ দুটোই ছোটো গল্প ও ভাবনা একই গোত্রের। আর তোমার introduction ও conclusion দিতেও সুবিধা হবে।

    • @abhijitghosal537
      @abhijitghosal537 2 ปีที่แล้ว

      @@PritharIchhedana তোমার জন্য তোমার ছবি ও রবি ঠাকুরের গান দিয়ে 12 পেজ এর একটা ডিজিটাল ক্যালেন্ডার (pdf file) বানিয়েছি। কিভাবে তোমাকে পাঠাবো বলে দাও। Mailing address দিলে হার্ড কপি পাঠাতে পারি। এটা আমার নিউ ইয়ার গিফট। না নিলে খুব কষ্ট পাবো।

    • @abhijitghosal537
      @abhijitghosal537 2 ปีที่แล้ว

      @@PritharIchhedana many many many thanks

    • @abhijitghosal537
      @abhijitghosal537 2 ปีที่แล้ว

      @@PritharIchhedana pdf file ta e-mail theke peyecho

  • @kaberiroy2331
    @kaberiroy2331 2 ปีที่แล้ว

    সংসার করে তারপর উদাসী জীবন যাপনের স্বপ্ন দেখা অন্যায়। আমার এটাই মনে হল।
    সন্তান তো নিজের ইচ্ছেয় আসেনি

  • @auroraticroshan181
    @auroraticroshan181 ปีที่แล้ว

    প্রতিভা বসুর একটা গল্প রেডিওতে নাটকাকারে শুনেছিলাম বহুকাল আগে। একটি চাকুরে মেয়ের সঙ্গে একটি ছেলের বিয়ের সম্বন্ধ হয়। মেয়েটির মনে হয় ছেলেটিকে সে আগেও দেখেছে। কিন্তু মনে করতে পারে না। শেষে মনে পড়ে, অফিস যাওয়ার পথে ভিড়ে ঠাসা বাসে সে ছেলেটিকে দেখেছিল একটি মেয়েকে অশালীনভাবে স্পর্শ করতে। সে এই ছেলেটিকে বিয়ে করতে অস্বীকার করে।
    গল্পের নাম আমার মনে নেই। যদি সম্ভব হয় এই গল্পটি আপলোড করলে বাধিত হবো।

  • @tapatisen5410
    @tapatisen5410 2 ปีที่แล้ว

    Tomay ami paini ebar jeno ei katha ray mone !

  • @arpitabanerjee5533
    @arpitabanerjee5533 2 ปีที่แล้ว

    আমি তো তোমার প্রেমে পড়ে গেছি গো

  • @subhrangsuhalder3275
    @subhrangsuhalder3275 ปีที่แล้ว

    Apnar kotha, golpo bolar dhoron proman kore alok bramha r theke sobdo bramha r gurutto anek beshi

    • @PritharIchhedana
      @PritharIchhedana  ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ ❤️🙏

  • @krishnabhattacharya1653
    @krishnabhattacharya1653 2 ปีที่แล้ว

    বছর বছর সন্তান হওয়া কি একলা স্ত্রীর দোষ, সন্তান পালন ও তো পিতার কর্তব্য, সেটা না করলে স্ত্রী দোষারোপ তো করবেই...... আগের অনেক লেখক লেখিকা শুধু সাহিত্য সেবক বলে তার সব দোষ মাফ করে দেন, এটা ঠিক নয় আমার মনে হয়
    অপূর্ব পাঠ

    • @PritharIchhedana
      @PritharIchhedana  2 ปีที่แล้ว

      Tai to amaro mone hoyeche je koruna ja pelo ta sob tai phaki.
      Thank you

  • @arpitabanerjee5533
    @arpitabanerjee5533 2 ปีที่แล้ว

    তোমার কাছে আমার একটি অনুরোধ রইল ভালো বাংলা অডিও চ্যানেল যার গলার স্বরটি মেইলি হবে না তোমার মত গলার স্বর সেরকম এবং তোমার মত সাবলীল পড়ার বাচনভঙ্গি সেরকম চ্যানেল প্লিজ আমাকে একটু তুমি রেফার করো প্লিজ এটা আমার আন্তরিক অনুরোধ রইল

  • @arindam8063
    @arindam8063 ปีที่แล้ว

    গল্পটার নাম হওয়া উচিত ছিল ‘অপদার্থ’। লোকটা বড়বাজারে মুটেগিরি করে পয়সা রোজগার করে আস্তে আস্তে উঠছে দেখলে আনন্দ পেতাম।

  • @JitendraMullick
    @JitendraMullick ปีที่แล้ว

    খুব ভালো লাগল।