@@AQMChannel_ হযরত মোহাম্মদ (স) কোন কথায় নিজে বলেন নি মহান আল্লাহ ফেরেশতার মাদ্ধমে বলিয়েছেন। মহান আল্লাহ নবিজী (স)কে অনুসরণ অনুকরণ করতে বলেছেন। নবিজী (স)কোনদিন বলেননি পুনর্জন্ম আছে।মৃত্যুর পর থেকেই পরকাল শুরু ভাল মন্দ হিসাব হবে পুনর্জন্ম নয় একটাই জীবন।
বিচ্ছিন্নভাবে আয়াতের ব্যখ্যা করা উচিত নয়। আগের পরের আয়াত বুঝতে হবে। এর আগের আয়াতে আল্লাহ্ পৃথিবী তথা ভূমির কথা বলেছেন। তারপর বলেছেন এখান হতেই তোমাদের সৃষ্টি করেছি, এখানেই তোমাদের ফিরিয়ে নেব...। মানে মাটি হতে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে নেব...। পূনর্বার চিন্তা ভাবনার আবেদন রইল।
ধন্যবাদ এরা বুঝতে না পেরে উল্টো পাল্টা ব্যাখা করে নিজেদের পন্ডিত মনে করে , এদের কাছ থেকে যুব সমাজ ও ইসলামকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন ।
আপনার কথাটা একদমই সত্য। পৃথিবীর সকল অস্তিত্ব এমনকি অনু, পরমানু, খনিজ ,উপাদান ,পারমানবিক উপাদানের অস্তিত্ব কিছুই ধ্বংসপ্রাপ্ত হয় না জাস্ট রূপান্তরিত হয় ,সেখানে মানুষের মত এত সচেতন, এত উন্নত সত্তা, আত্মা , বা রুহ কিভাবে ধ্বংসপ্রাপ্ত হবে ? এটার এত বেশি ক্ষমতা যা কিনা কল্পনারও বাইরে ,এটা কখনোই মাটিতে মিশে শেষ হতে পারে না। সাধারণ একটা ফোন পুড়ে গেলে ,জ্বলে গেলে এবং ধ্বংস হয়ে গেলেও এর হার্ডডিস্কে থাকে তার সকল রেকর্ড। মানুষ তো কল্পনারও বাইরের সচেতন বোধ সম্পন্ন মেমোরি সুতরাং এর ভিতরে জমা প্রতিটা কোষে, প্রতিটি ডি এন এ তে জমা আছে। কাঠমোল্লারা ব্রিটিশদের কাছে নাকে খত দেওয়া ধর্ম প্রচার করে এরা তো প্রকৃত ইসলাম প্রচার করে না এবং জানেও না।
আপনার এই ভাবনা পরে ভাবলেও তো হবে।। আমাদেরকে শেষ-বিচারের দিলে যে হিসেবের সম্মুখীন হতে হবে তার থেকে পরিত্রাণের জন্য আমাদের কি কি করনীয় সেগুলির একটু ব্যাখ্যা বিশ্লেষণ চাই।।
ভালো আলোচনা করেছেন, গবেষণার দাবি রাখে।তবে ৪০ঃ১১ এখানে অপরাধী মানুষের কথা বলা হয়েছে আরো দেখবেন ৪৪ঃ৫৬ এখানে একবার মিত্যুর কথা বলা হয়েছে এবং এরা পরিশুদ্ধ বা সৎ মানুষ। অবশ্যই এই আপনার আলোচনার সাথে এই আয়াতটি ও গবেষণার দাবি রাখে। ধন্যবাদ।
কত মানুষের যে কত ব্যাক্ষা কোনটা ঠিক কোনটা ভূল আল্লাহই ভাল জানে।আমার মতে যে যেমন বঝে তার তাই নিয়েই থাকা উচিৎ। অন্যকে বুঝাতে প্রচার করলেই আরেকটা দলের সৃষ্টি হয়।এমনিতেই দলের শেষ নাই।
➤ ঈসা [ আ ] কখনোই আসবেন না। [ মায়েদা ১১৭ - ১২০ ] ➤ ইমাম মাহদীর কথা পবিত্র কোরআনে কোথাও নাই ➤ দাজ্জালের কথা পবিত্র কুরআনে কোথাও নাই ➤দাববাতুল আরদ কথা পবিত্র কুরআনে রয়েছে ➤ইয়াজুজ মাজুজ এর কথা পবিত্র কুরআনে আছে ➤কবরে মানুষ ঘুমিয়ে থাকে সুরা ইয়াসিন এ বলা হয়েছে [ইয়াসিন আয়াত ৫২ ] ➤ মৃত্যুর সময় ফয়সালা হয়ে যায় কে জান্নাতে আর কে জাহান্নামে যাবে [ আন নহল ২৮-৩২ ]
বিষয়টি দীর্ঘ আলোচনার দাবি রাখে। এককথায় আল-কোরআন সময় ও ঘটনার প্রেক্ষাপটে প্রয়োজন অনুযায়ী খন্ড খন্ড আয়াত নাজিল হয়েছে। রাসুল মুহাম্মদ দঃ এর মৃত্যুর অনেক পরে একদল সাহাবী আয়াতের সিরিয়াল, সুরার নামকরণ করেছেন।
ধন্যবাদ প্রিয় ভাই, বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া ও দীর্ঘ আলোচনার দাবি রাখে। এককথায় যেখানে দ্বিতীয় জম্ম সেখানে দ্বিতীয় মৃত্যু। তারপর আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। কোথায় ও কিভাবে এই বিষয়ে আমার একটি ভিডিও আসবে। সাথে থাকবেন।
ভাই সালামুন আলাইকুম। বারজাখের জিবন যেখানে নফসকে ডেকে নিয়ে আল্লাহ জিবন্ত করে প্রম্ন করে অঙ্গিকার নিয়ে আবার মৃত্যু ঘটিয়েছিলেন জন্ম তখন আবার মৃত্যুও তখন একবার হয়েছিল তারপর ২য় বার মায়ের গর্ভে এই জগতে ২ য় বার তারপর ২য়বার মৃত্যু হয়ে ইল্লিন আর সিজ্জিনে যাবেন।সে সব আয়াত কি চোখে পড়েছে?
তাহলে দ্বিতীয় জন্মে কী আমাদের আগে যারা চলে গেছে তাদের সাথে দেখা হবে আর সেই জীবন ই কেমন হবে,,আর আল্লাহ তায়ালা যে বলেছেন,, জান্নাত জাহান্নাম দেবে সেটার কি হবে দয়া করে জানাবেন
তবে আর একটা জমা আছে মৃত্যুর পর কবরের মধ্যে যারা পৃথিবীতে ভালো কাম করবে সুফল পাবে যারা খারাপ কাম করবে শাস্তি পাবে এই হাদিসটা কিন্তু কোরআনে নেই আলেম-ওলামাদের থেকে জেনে নিবেন হয়তোবা দ্বিতীয় জনমের কথা মৃত্যুর পর কবরের জনমের কথা বলা হয়েছে
আমরা তিন মাত্রিক জগতে আছি কিন্তু সময়ের সাথে সাথে চলছি, এখানে সময়ের সম্মুখ গতি রয়েছে কিন্তু পশ্চাৎ গতি সম্ভব নয়। চতুর্মাত্রিক জগতে সময়ের সামনে পিছনে যাওয়া যাবে।
কুরআন কি একসাথে একই সময়ে নাজিল হয়েছে? কুরআনের আয়াত, সুরা সমুহের বিন্যাস, নামকরণ কখন হয়েছে? জানাবেন কি? এক্ষেত্রে হাদিসের বক্তব্য গ্রহণযোগ্য হবে না।
Your explanation are 100%WRONG. You read ainstain book and following him. now you trying to proof that AINSTAIN is perfect ? How funny your WRONG statement!
আল্লাহ পুর্ব ও পশ্চিমের মালিক। আল্লাহ দুই পুর্ব ও দুই পশ্চিমের মালিক। আল্লাহ অগুনিত পুর্ব ও অগুনিত পশ্চিমের মালিক। তাই সৃষ্টির বিধান ও জন্ম মৃত্যু দীর্ঘ চক্রাকারে চলে। শুধু যেই নাফস একান্তই পরিশুদ্ধ হয় এবং চক্রাকার এ থাকতে চায় না তার জন্য মহাবিজ্ঞান এ মিশে যাওয়া সহজ।
ফালতু আলাপ ভালো না। আল্লাহ যখন কোন আয়াত নাজিল করেন তার একটা শানে নজুল আছে।টুকরা টুকরা আয়াত দিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায় না। প্রত্যেক আয়াতের আগে পরে পড়ে সারমর্ম পাওয়া যায়। এখান থেকে এক আয়াত আরেক জায়গা থেকে আরেক আয়াত নিয়ে জোড়াতালি একটা সারমর্ম বানালে সেটা সঠিক হতে পারে না।
কোরআন সম্বন্ধে বুঝতে হলে ওরা মুভি টান তাহলে বুঝতে হলে আপনাকে আরো বেশি হবে তা না হলেআরবে জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব থেকে বুঝে নিবেনযেমন ডঃ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ডক্টর ইমাম হোসেন ডঃ মোজাফফর ডাক্তার ও জাকির নায়েক উনাদের থেকে বুঝে নিবেন
আপনি কোরআনের অপব্যাখ্যা করেছেন কোরআনের অর্থ হইলো আমরা পৃথিবীতে জন্মের পূর্বে মৃত ছিলাম সেখান থেকে আমাদেরকে সমাধান করে পৃথিবীতে আনেন পৃথিবী থেকে আবার আমাদের মৃত্যু হবে আবার কেয়ামতের ময়দানে ভালো এবং খারাপ ফলের জন্য জীবিত করবেন তাহলে পৃথিবীতে জন্ম একবার মৃত্যু একবার পৃথিবীর পরে আরেক জনম হবে কেয়ামতের মাঠে অর্থাৎ পৃথিবীর আগে একবার তারপরে পৃথিবীতে জমা নিলাম তারপর আবার মৃত্যু হলতারপর আবার জন্ম নিয়ে কেয়ামতের মাঠে উঠলাম তাহলে পৃথিবীর জন্য একবার জন্ম
যদি মৃত্যুর পর কবরে আবার জীবন দান করেন তবে দ্বিতীয়বার জন্ম আপনার কথাই ঠিক হবে এবং হাদিসের কথায় ঠিক এবং কুরআনের সাথেও মিলে ধন্যবাদ আপনাকে কিন্তু পৃথিবীতে দ্বিতীয় জনম হবে না
যদি পুনর্জন্ম থাকত তাহলে মহান আল্লাহ তার নবি রাসুলদের মাদ্ধমে জানিয়ে দিতেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন।
আমার আলোচনা কুরআনের আলোকে। নবী রাসুলের নিকট কুরআনের বাহিরে কি নাজিল হয়েছে?
@@AQMChannel_ হযরত মোহাম্মদ (স) কোন কথায় নিজে বলেন নি মহান আল্লাহ ফেরেশতার মাদ্ধমে বলিয়েছেন। মহান আল্লাহ নবিজী (স)কে অনুসরণ অনুকরণ করতে বলেছেন। নবিজী (স)কোনদিন বলেননি পুনর্জন্ম আছে।মৃত্যুর পর থেকেই পরকাল শুরু ভাল মন্দ হিসাব হবে পুনর্জন্ম নয় একটাই জীবন।
কোরআন কার মাধ্যমে এসেছে নবীর মাধ্যমে নিচ্ছোইই ।
কোরআন আল্লাহ র বানী রাসুলুল্লাহ (স)মাধ্যম
এতো সহজ মাথা দিয়ে এগুলো বুঝবেন না। দুরে থাকুন
হৃদয়ের ভাই, আপনার প্রতি অনন্ত্য ভালবাসা রইল। ❤
ধন্যবাদ
আপনার গবেষণা দ্বারা।আপনি এগিয়ে চলুন
ধন্যবাদ
দুইটি মৃত্যু ও দুইটি জন্ম সম্পর্কে মাওলানা মোজাম্মেল হক বরিশাল সাহেব ব্যখ্যা দিয়েছেন যা এই ব্যখ্যা থেকে ভিন্ন
মোজাম্মেল হক সাহেব আলোচনার সুত্রপাত করলেন, আমিও চেষ্টা করেছি, সবাই গবেষণা করলে সঠিক সমাধান বেরিয়ে আসবে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সালাম প্রিয় ভাই
স্যার বানর থেকে নাকি মানুষ তৈরী?
এর উপরে একটা ভিডিও বাবাবেন প্লিজ
ধন্যবাদ, এই বিষয়ে অবশ্যই ভিডিও দেব ইনশাআল্লাহ, সাথে থাকবেন।
বিচ্ছিন্নভাবে আয়াতের ব্যখ্যা করা উচিত নয়। আগের পরের আয়াত বুঝতে হবে।
এর আগের আয়াতে আল্লাহ্ পৃথিবী তথা ভূমির কথা বলেছেন। তারপর বলেছেন এখান হতেই তোমাদের সৃষ্টি করেছি, এখানেই তোমাদের ফিরিয়ে নেব...।
মানে মাটি হতে সৃষ্টি করেছি, মাটিতেই ফিরিয়ে নেব...।
পূনর্বার চিন্তা ভাবনার আবেদন রইল।
ধন্যবাদ এরা বুঝতে না পেরে উল্টো পাল্টা ব্যাখা করে নিজেদের পন্ডিত মনে করে , এদের কাছ থেকে যুব সমাজ ও ইসলামকে আল্লাহ হেফাজতে রাখেন।
আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন ।
আপনার কথাটা একদমই সত্য। পৃথিবীর সকল অস্তিত্ব এমনকি অনু, পরমানু, খনিজ ,উপাদান ,পারমানবিক উপাদানের অস্তিত্ব কিছুই ধ্বংসপ্রাপ্ত হয় না জাস্ট রূপান্তরিত হয় ,সেখানে মানুষের মত এত সচেতন, এত উন্নত সত্তা, আত্মা , বা রুহ কিভাবে ধ্বংসপ্রাপ্ত হবে ? এটার এত বেশি ক্ষমতা যা কিনা কল্পনারও বাইরে ,এটা কখনোই মাটিতে মিশে শেষ হতে পারে না।
সাধারণ একটা ফোন পুড়ে গেলে ,জ্বলে গেলে এবং ধ্বংস হয়ে গেলেও এর হার্ডডিস্কে থাকে তার সকল রেকর্ড। মানুষ তো কল্পনারও বাইরের সচেতন বোধ সম্পন্ন মেমোরি সুতরাং এর ভিতরে জমা প্রতিটা কোষে, প্রতিটি ডি এন এ তে জমা আছে।
কাঠমোল্লারা ব্রিটিশদের কাছে নাকে খত দেওয়া ধর্ম প্রচার করে এরা তো প্রকৃত ইসলাম প্রচার করে না এবং জানেও না।
২০:৫৫ এর আভিধানিক অর্থ দেখুন ।
ভিডিও মনযোগ দিয়ে পুনরায় দেখার অনুরোধ রইল
আপনার এই ভাবনা পরে ভাবলেও তো হবে।। আমাদেরকে শেষ-বিচারের দিলে যে হিসেবের সম্মুখীন হতে হবে তার থেকে পরিত্রাণের জন্য আমাদের কি কি করনীয় সেগুলির একটু ব্যাখ্যা বিশ্লেষণ চাই।।
ভালো আলোচনা করেছেন, গবেষণার দাবি রাখে।তবে ৪০ঃ১১ এখানে অপরাধী মানুষের কথা বলা হয়েছে আরো দেখবেন ৪৪ঃ৫৬ এখানে একবার মিত্যুর কথা বলা হয়েছে এবং এরা পরিশুদ্ধ বা সৎ মানুষ। অবশ্যই এই আপনার আলোচনার সাথে এই আয়াতটি ও গবেষণার দাবি রাখে। ধন্যবাদ।
প্রিয় ভাই, পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। ৪৪:৫৬ একবার মৃত্যু অনুবাদ করা হয়েছে, এখানে সঠিক অনুবাদ হবে পূর্ববর্তী মৃত্যু। ২৮:৪৩ আয়াতে দেখুন।
মাফ করবেন স্যার, সূরা গাফি বলতে কোন সূরা কোরআন শরীফে নাই।
সুরা গাফির
Excellent
Thanks
how did you Know it.
আল কুরআন
"মানুষের কোন পুনর্জন্ম নায়, পূনর্জন্ম হয় জীবের এই জন্য আগে এই মানব আত্মা কে পরিস্কার করে মানুষ হতে হবে"
✍️মোঃ আমির হামজা আল চিশতী 🤍
দরদী সত্য বলেছেন ❤️।, জয় হোক সত্যের ❤️🙏। জয় মুর্শিদ্❤️❤️❤️🙏🙏🙏।
স্যার আপনি নোয়াখালীর
অনেক ধন্যবাদ AQM Channel.এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু জানা যায় প্রতিটি আলোচনায় পবিত্র কোরআন ও বিঞ্জানের সুন্দর Analysis দিয়ে সঠিক তথ্য তুলে ধরেন।
ধন্যবাদ
সুরা যুমার ৩৯ঃ৪২ দুবার মৃত্য বলা আছে
কত মানুষের যে কত ব্যাক্ষা কোনটা ঠিক কোনটা ভূল আল্লাহই ভাল জানে।আমার মতে যে যেমন বঝে তার তাই নিয়েই থাকা উচিৎ। অন্যকে বুঝাতে প্রচার করলেই আরেকটা দলের সৃষ্টি হয়।এমনিতেই
দলের শেষ নাই।
সত্যের অনুসন্ধান করতে হবে।
➤ ঈসা [ আ ] কখনোই আসবেন না। [ মায়েদা ১১৭ - ১২০ ]
➤ ইমাম মাহদীর কথা পবিত্র কোরআনে কোথাও নাই
➤ দাজ্জালের কথা পবিত্র কুরআনে কোথাও নাই
➤দাববাতুল আরদ কথা পবিত্র কুরআনে রয়েছে
➤ইয়াজুজ মাজুজ এর কথা পবিত্র কুরআনে আছে
➤কবরে মানুষ ঘুমিয়ে থাকে সুরা ইয়াসিন এ বলা হয়েছে [ইয়াসিন আয়াত ৫২ ]
➤ মৃত্যুর সময় ফয়সালা হয়ে যায় কে জান্নাতে আর কে জাহান্নামে যাবে [ আন নহল ২৮-৩২ ]
এইসব বিষয়ে জাকারিয়া কামাল স্যার গ্রহণ যোগ্য আলোচনা করেছেন। আপনার থেকে ভিন্ন।
যৌক্তিক ও গ্রহণযোগ্য আলোচনাকে আমরা স্বাগত জানাই
ভাই কোন পর্ব একটু জানাবেন
কোরআন সত্য জন্মান্তরবাদ সত্য। আল্লাহর রাসূল কোরআনের মাধ্যমে তা জানিয়ে দিয়েছেন এটাও সত্য।
সঠিক
মাতৃগর্ভ , 0:04 এটা কোন আয়াতে আছে? এসব কোথায় পান?
যৌক্তিক কথা।
Thanks
তাহলে কি পাপ পুন্যের বিচার হবে না?
নিশ্চয়ই হবে, দ্বিতীয় জীবন সমাপ্তির পর।
আয়াত গুলো কি বিছিন্ন না ধারাবাহিক? বিছিন্ন হলে ঠিক আছে আর যদি ধারাবাহিক হয় তাহলে আগে পিছের আয়াতের মূল কি সেগুলোও জানা জরুরী।
বিষয়টি দীর্ঘ আলোচনার দাবি রাখে। এককথায় আল-কোরআন সময় ও ঘটনার প্রেক্ষাপটে প্রয়োজন অনুযায়ী খন্ড খন্ড আয়াত নাজিল হয়েছে। রাসুল মুহাম্মদ দঃ এর মৃত্যুর অনেক পরে একদল সাহাবী আয়াতের সিরিয়াল, সুরার নামকরণ করেছেন।
শুক্র মাটি থেকে উৎপনন।সুতরাং । মহা কুশলী আল্লাহ্ কুন ফাইয়া কুন দারা পুনঃ সৃষ্টি করিবেন ।সেখানে মাতৃ গর্ভ দরকার না ও হতে পারে।
Ofia noida kum mane dekh
Plz see Arabic dictionary
Yes Congratulations THANKS
Thanks
তাহলে বারজাখ কেন?
ভিডিও পুনরায় দেখার অনুরোধ করছি
আসসালামু আলাইকুম ভাইজান তাহলে তো হযরত আদম আলাইহিস সাল্লাম তা তো মা ছিল না প্লিজ এক প্লে
ধন্যবাদ আদম ও ঈসা আঃ এর সৃষ্টি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী হয়নি। প্রথম বার তাদেরকে যেভাবে সৃষ্টি করা হয়েছে দ্বিতীয় বার অনুরুপ ভাবে সৃষ্টি করা হবে
Jonmo ar jibon ek na.... nofser sathe nofser tazwez ..... kinto karon ki?
জন্মের পর আপনার জীবনের অধ্যায় শুরু করেছেন কি?
২য় জন্ম বুঝলাম কিন্তু ২য় মৃত্য কোথায়?
ধন্যবাদ প্রিয় ভাই, বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া ও দীর্ঘ আলোচনার দাবি রাখে। এককথায় যেখানে দ্বিতীয় জম্ম সেখানে দ্বিতীয় মৃত্যু। তারপর আরও কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। কোথায় ও কিভাবে এই বিষয়ে আমার একটি ভিডিও আসবে। সাথে থাকবেন।
Amader punarjanma ase ?
ভাই সালামুন আলাইকুম। বারজাখের জিবন যেখানে নফসকে ডেকে নিয়ে আল্লাহ জিবন্ত করে প্রম্ন করে অঙ্গিকার নিয়ে আবার মৃত্যু ঘটিয়েছিলেন জন্ম তখন আবার মৃত্যুও তখন একবার হয়েছিল তারপর ২য় বার মায়ের গর্ভে এই জগতে ২ য় বার তারপর ২য়বার মৃত্যু হয়ে ইল্লিন আর সিজ্জিনে যাবেন।সে সব আয়াত কি চোখে পড়েছে?
ইল্লিন ও সিজ্জিনে মানুষের কর্মফল সংরক্ষিত রাখা হয়
আমার মনে হচ্ছে, নাজমুল ভাই সঠিক বলেছেন। এই বিষয়ে আমি অনেক আলোচনা শুনেছি।
@@AQMChannel_ হযরত ওটাই নফসের জগত।আর সকাল সন্ধা জান্নাত আর জাহান্নাম দেখে কারো নফস ভয়ে চিৎকার করবে আর কারো নফস আনন্দে উৎফুল্ল হয়ে জান্নাতে ছুটে যেতে চাইবে আর এভাবেই চলবে বিচার দিবস পর্যন্ত।
পৃথিবীতেই সূর্য দুই বার উঠে ও দুইবার অস্ত যায়। আল্লাহ কি এইজন্য এই কথা বলেন নি?
জয়গুরু!!
তাহলে দ্বিতীয় জন্মে কী আমাদের আগে যারা চলে গেছে তাদের সাথে দেখা হবে আর সেই জীবন ই কেমন হবে,,আর আল্লাহ তায়ালা যে বলেছেন,, জান্নাত জাহান্নাম দেবে সেটার কি হবে দয়া করে জানাবেন
দুই জীবন ইহকাল ও পরকাল দুই দিবস কিয়ামত ও বিচার দিবস সর্বশেষ অনন্ত জীবন বেহেস্ত ও দোযখ । পর্যায় ক্রমে অতিক্রম করতে হবে
ঠিক কথা
ধন্যবাদ
সালামুন আলাইকুম ❤❤❤
সালাম প্রিয় ভাই
তবে আর একটা জমা আছে মৃত্যুর পর কবরের মধ্যে যারা পৃথিবীতে ভালো কাম করবে সুফল পাবে যারা খারাপ কাম করবে শাস্তি পাবে এই হাদিসটা কিন্তু কোরআনে নেই আলেম-ওলামাদের থেকে জেনে নিবেন হয়তোবা দ্বিতীয় জনমের কথা মৃত্যুর পর কবরের জনমের কথা বলা হয়েছে
হাদিসের ব্যাখ্যা সঠিক নয়
Lie explain/ mis understand
পুনরায় এই ভিডিও দেখার অনুরোধ করছি। কুরআনের আয়াতের আলোকে আলোচনা করা হয়েছে। মনগড়া কোন বক্তব্য প্রদান করা হয়নি।
100% true
Please do not misguid innocent people, only qualified ulema can translate the Holy quran
People are immersed in darkness due to lack of research on the Quran, it is time for people to shine the light of the Quran.
দ্বিতীয়বারের জন্মের কর্মফল ভোগের জন্য আর জন্ম হবে না?
দুই জীবন ইহকাল ও পরকাল, দুই দিবস কিয়ামত ও হাশর সর্বশেষ অনন্ত জীবন বেহেস্ত বা দোজখ
@@AQMChannel_ পরকাল কি মায়ের গর্ভ?
@Sirbedevere111 পরকালে মাতৃগর্ভে জম্ম হবে
ঈসা নবীর জন্মের কথা কুরআনে বলা হয়েছে। সেটা আপনার কথার সাথে মেলে কিনা সেটা দেখুন।
ধন্যবাদ পরামর্শ দেওয়ার জন্য
আসলে কি দুই বার হবে নাকি পূন: পূন: বা বার বার কর্ম ফল অনুযায়ী।
দুই জম্ম ও দুই মৃত্যু, তারপর কিয়ামত দিবস, বিচার দিবস সর্বশেষ অনন্ত জীবন
কর্ম ফল অনুযায়ী বার বার জন্ম হয়
Jotosob opobekka.
আমরা ৪ মাত্রিক জগতে আছি
আমরা তিন মাত্রিক জগতে আছি কিন্তু সময়ের সাথে সাথে চলছি, এখানে সময়ের সম্মুখ গতি রয়েছে কিন্তু পশ্চাৎ গতি সম্ভব নয়। চতুর্মাত্রিক জগতে সময়ের সামনে পিছনে যাওয়া যাবে।
না, আরো জানুন ; দুই বার জন্মের ব্যাখ্যা এটি নয়, শুভকামনা।
আপনার মতামত দিন
তুমি জানলে বলতে
আরো কুরয়ান গবেষণা করুন, কোরআন সম্বন্ধে কোন কিছু স্পষ্ট/ ক্লিয়ার না হয়ে ভিডিও করবেন না।
বিষয়ভিত্তিক আপনার সুচিন্তিত মতামত আশা করছি
যত্তসব ভুল ভাল ব্যাখা মানুষের মাথা নস্ট করার ধান্দা
ভিডিও মনযোগ দিয়ে পুনরায় দেখার অনুরোধ রইল
যারা আপনার বিরোধী কমেন্ট করছে তারা কেউ আপনার যোগ্য নয় তাই আপনি কারোর কথায় কান দেবেন না । আপনি চালিয়ে যান ।
ধন্যবাদ। বিরোধী কমেন্ট থাকবেই। কুরআন নাজিলের শুরু থেকেই বিরোধিতা ছিল।
এই জন্ম কি আমাদের পূনজন্ম নয়...
আমরা ইহকালীন জীবন অবস্হান করছি। এখানে প্রথম জন্ম ও প্রথম মৃত্যু। তারপর পারলৌকিক জীবন দ্বিতীয় জম্ম ও দ্বিতীয় মৃত্যু
বিক্ষিভাবে কোর আন মজিদ ব্যাখ্যা করা উচিৎ নয়। সম্পুর্ন কোর আন পরুন please, আশা করি আপনার ভুল ভাংবে।
কুরআন কি একসাথে একই সময়ে নাজিল হয়েছে? কুরআনের আয়াত, সুরা সমুহের বিন্যাস, নামকরণ কখন হয়েছে? জানাবেন কি? এক্ষেত্রে হাদিসের বক্তব্য গ্রহণযোগ্য হবে না।
তুই আগে লেখা পড়া শেখ পরে কোরান শব্দ মুখে আনবি ।কারন কোরান বুঝতে হলে লেখা পড়া জানা চায়।
মানুষকে সম্মান করতে শিখুন
Your explanation are 100%WRONG. You read ainstain book and following him. now you trying to proof that AINSTAIN is perfect ? How funny your WRONG statement!
Apni vul baķha nia galen apner namberta din
আরেক বার মৃত্যু কখন হবে
দ্বিতীয় জগতে জম্ম ও মৃত্যু হবে
Naujubillah.
আপনি কি কুরআনের আয়াত অস্বীকার করছেন, কুরআন নিয়ে চিন্তা ও গবেষণা করুন।
আল্লাহ পুর্ব ও পশ্চিমের মালিক। আল্লাহ দুই পুর্ব ও দুই পশ্চিমের মালিক। আল্লাহ অগুনিত পুর্ব ও অগুনিত পশ্চিমের মালিক। তাই সৃষ্টির বিধান ও জন্ম মৃত্যু দীর্ঘ চক্রাকারে চলে। শুধু যেই নাফস একান্তই পরিশুদ্ধ হয় এবং চক্রাকার এ থাকতে চায় না তার জন্য মহাবিজ্ঞান এ মিশে যাওয়া সহজ।
আল্লাহ বললেন দুই উদয়াচল ও দুই অস্তাচলের মালিক, আপনি এক ধাপ এগিয়ে আল্লাহর চাইতে বেশি বুঝলেন?
@AQMChannel_ আপনিও আমার চাইতে ধাপ এগিয়ে খুঁজেন পেয়ে যাবেন। কুরয়ানের সঠিক অনুবাদ খুজতে হবে।
Sadabahar Maurya hoilam jata
আপনি কুরআনের অপব্যাখ্যা করছেন!
ফালতু আলাপ ভালো না। আল্লাহ যখন কোন আয়াত নাজিল করেন তার একটা শানে নজুল আছে।টুকরা টুকরা আয়াত দিয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায় না। প্রত্যেক আয়াতের আগে পরে পড়ে সারমর্ম পাওয়া যায়। এখান থেকে এক আয়াত আরেক জায়গা থেকে আরেক আয়াত নিয়ে জোড়াতালি একটা সারমর্ম বানালে সেটা সঠিক হতে পারে না।
এসব আবর্জনা কবে দূর হবে?
কুরআনের ভেতরে প্রবেশ করুন, আবর্জনা দূর হবে।
কোরআন সম্বন্ধে বুঝতে হলে ওরা মুভি টান তাহলে বুঝতে হলে আপনাকে আরো বেশি হবে তা না হলেআরবে জ্ঞান সম্পন্ন ব্যক্তিত্ব থেকে বুঝে নিবেনযেমন ডঃ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ডক্টর ইমাম হোসেন ডঃ মোজাফফর ডাক্তার ও জাকির নায়েক উনাদের থেকে বুঝে নিবেন
আমার আলোচনা কুরআনের আলোকে, কুরআন বুঝার জন্য কুরআন যথেষ্ট
Baze kotha bolar r zaiga panna.apnar matha.
Boel.bale,golpo
একটা কমেন্ট দেখলাম। মাহবুবা সুলতানা। উনি কি লিখেছেন যতসব ভুলভাল ব্যাখ্যা। আরে বোন আপনি কি কুরআন বোঝেন। জ্ঞানীদের ভুলভাল ধরতে হলে জ্ঞানী হতে হয়
আল্লাহ আমাদের সবাইকে সঠিক জ্ঞান দান করুন
ভাই ,সুরা আরাফের ১৭২ন আয়াত এ পূর্ব জন্মের কথা স্পষ্ট উল্লেখ আছে। দয়া করে পড়ে বুঝার চেষ্টা করুন।
পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ
আপনি কোরআনের অপব্যাখ্যা করেছেন কোরআনের অর্থ হইলো আমরা পৃথিবীতে জন্মের পূর্বে মৃত ছিলাম সেখান থেকে আমাদেরকে সমাধান করে পৃথিবীতে আনেন পৃথিবী থেকে আবার আমাদের মৃত্যু হবে আবার কেয়ামতের ময়দানে ভালো এবং খারাপ ফলের জন্য জীবিত করবেন তাহলে পৃথিবীতে জন্ম একবার মৃত্যু একবার পৃথিবীর পরে আরেক জনম হবে কেয়ামতের মাঠে অর্থাৎ পৃথিবীর আগে একবার তারপরে পৃথিবীতে জমা নিলাম তারপর আবার মৃত্যু হলতারপর আবার জন্ম নিয়ে কেয়ামতের মাঠে উঠলাম তাহলে পৃথিবীর জন্য একবার জন্ম
This lecturer can't spell correct Bangla word.
যদি মৃত্যুর পর কবরে আবার জীবন দান করেন তবে দ্বিতীয়বার জন্ম আপনার কথাই ঠিক হবে এবং হাদিসের কথায় ঠিক এবং কুরআনের সাথেও মিলে ধন্যবাদ আপনাকে কিন্তু পৃথিবীতে দ্বিতীয় জনম হবে না
পৃথিবীতে দ্বিতীয় জম্ম হবে না। কবর দ্বারা পৃথিবীর কবর বুঝানো হয় নি। পর্দার অন্তরালের জগত, যেখানে পৃথিবীর মতই মাতৃগর্ভেই দ্বিতীয় জম্ম
পৃথিবীতে জন্ম নয় মৃত্যুর পর বারযাখ নামক অন্য একটা স্হানে একটা জীবন অতিবাহিত করতে হবে।