শীতকাল (The Winter) | Dikboloy Originals | Headphones Recommended

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • "The Winter" (শীতকাল) is a captivating song that delves into the melancholy that the winter season brings. With its gentle and soft melody, the song encapsulates the essence of the cold season. The lyrics vividly describe the desolate corridors of winter's dry court, where the heart longs for the warmth of spring. Amidst the darkness that envelops the soul, the song weaves a tale of longing and hope, where love is elusive yet cherished.
    As the song unfolds, it paints a picture of stars that continue to twinkle alone, despite countless yearnings. It reminisces about the moments shared under the starry sky and the stories whispered in the moonlight.
    "The Winter" invites you to journey through the frosty paths and recounts tales of the touch of your hand, narrated through the blinking of your eyelashes. It dances with the light of fever and plays in the twilight of the fireflies, all while holding onto the belief that love will come and illuminate even the darkest of paths.
    With its evocative lyrics and soothing melody, "The Winter" captures the poignant beauty of the season and the timeless yearning for love. It's a song that invites listeners to embrace the melancholy of winter and find solace in its quiet grace.
    The lyrics:
    শীতকাল এসেছে আবার
    বসন্তের শুকনো দরবার
    অগোছালো হৃদয়ের আনাগোনা
    কোনো একদিন বন্ধ প্রান্তরে
    অন্ধকার আমার রন্ধ্রে অন্তরে
    লিখেছে সে সবুজ যন্ত্রণা।।
    প্রেম আসে দিয়ে যায় ফাঁকি।
    উড়ে আসে সবুজ জোনাকি।
    ভেসে থাকা তারারা আজও একা
    কতবার চেয়েও তবু পায়নি দেখা।
    ওই কৃষ্ণচূড়া
    ওই আলতাপথে
    তোমার হাতে
    সাজানো পালকের গল্পেরা।
    ওই জ্বরের আলো
    ওই শিউলি বেলায়
    মত্ত্ব খেলায়
    তোমাকেই বেসেছি ভালো।
    প্রেম আসে, ভাঙ্গাপথে তাকে ডাকি
    শুধু উড়ে আসে কিছু সবুজ জোনাকি।।
    Lyricist, Composer, Vocals and Music Arrangement : Ankur Haldar (IG: @2001_ankur)
    Videography, Editting VFX : Soham Bagchi (IG: @droiddreams)
    Special Thanks : Arijit Das
    দিকবলয়-এর পক্ষ থেকে এই প্রচেষ্টা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন নিজের পরিবার আর বন্ধুবৃত্তের মধ্যে।
    যদি আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ-এ নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেল টি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি লাইক করে দেবেন।
    TH-cam Channel link - / @dikboloy2900
    Facebook Page link - / dikboloy

ความคิดเห็น • 36