Dada Ami kaj kora raat 11 ta thka apnar video daka daka jokon class kori raat 11 thka 1 off dii tomar dada video daka akon ami 11 lesson aa asta2 para 6ii amr 2 mas er ka6a kayo hota jai apnar 1 ta lesson amr end korta 1 week jai tar basi maja modda ma baba nai amr tomar jonno dada onek ta a go ta parlam
যতদূর পারা যায় আমি চেষ্টা করব ভাই 🙂 তবে এটিও ঠিক যে গিটারের কখনোই পরিপূর্ণ লেসন হয় না। কেননা এটি শেখার কোন শেষ নেই! আশা করি আমার কথাটি আপনি বুঝতে পেরেছেন🙂
আমরা ইন্টারনেটে বা মোবাইলে অডিও যে গানগুলো শুনি সেগুলো সাধারণত কনভার্ট করা গান। অরজিনাল kbps না হওয়ায় পরিপূর্ণ মিউজিক আমরা এমনিতেই পাই না। আর ক্যাসেটে যে গানগুলো আমরা শুনতাম সেগুলো মোটামুটি অরিজিন হতো। তাই এত সুন্দর সাউন্ড বাহির হতো।
@@jomidarguitarist ha.. Onek jotno kore cassette gulo rakhe diyesi. Hindi, English ganer cassette gulo. Jodio ami cassette jug sompurno pai ne but er sound sune ami full fan hoie gase. Aj prai 8years Running cassette a gan sunci. Onek lok frined circel ra onek kisu bole but i dont mind
profession setai hobe jeta theke valo income asbe. apni j medha ei music e diben, tar ordhek o jodi onno kaj e dite paren, tahole life e onek unnoti korte parben. r jai hok, Bangladesh er manush free music posondo kore. ekhane valo music kore lav nai. jara valo music kore, tara onek porisrom kore. but sei porisrom er ordhek taka o tader income hoy na. r tel bazi to asei. whatever, music just sokh hisabei rakhen. mone rakhben, valo taka income na thakle at least briddho baba ma k valo doctor dekhate parben na!
শেখার জন্য যেটি সুবিধা হবে আগে সেটি করবেন। এ বিষয়ে কোন বাধ্যবাধকতা নেই। তবে ভালো গিটারিস্ট হতে গেলে আপনাকে সব কিছুই জানতে হবে। এখন যেভাবে সুবিধা মনে হচ্ছে সেভাবে করেন পরবর্তীতে সেটি শিখে নিবেন। বার কর্ড ধরে অনেকক্ষণ গিটার বাজানো যায় না। হাত ব্যথা করে। তাই এখন না পারলেও পাঁচ ছয় মাস পরে বার ছাড়া প্র্যাকটিস করবেন।
এখানে প্রতিটা ক্লাসই শেখার জন্য এবং সম্পূর্ণ বেসিক। যা ভবিষ্যতে ভালো গিটার বাজাতে আপনাকে সাহায্য করবে। আর ভালোভাবে গিটার বাজাতে গেলে আপনাকে সবকিছুই ভালো জানতে হবে।
আপনার প্রশ্নটি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন। এডভান্স লেভেলে গিটার বাজানোর ক্ষেত্রে গিটার বাজানোর কিছু মুডস তৈরি হয়। যা গিটার ফ্রেটের যেকোনো জায়গা থেকে বাজানোর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাহায্য করে। তখন যে কোন স্কেলের উপরে আপনি স্বাচ্ছন্দে বাজাতে পারবেন ওই মুডগুলোর উপর ভিত্তি করে। আপনি যদি প্রাথমিক অবস্থায় থাকেন এবং এ অবস্থাতেই যদি আপনি বিভিন্ন স্কেল পেয়ে থাকেন তাহলে আমার সাজেশন একই স্বরলিপি ফ্রেটের বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করুন। অর্থাৎ একই স্টাইলে। তবে প্রাথমিক অবস্থায় সেটির যে অংশে আপনি স্বরলিপিটা পেয়েছেন, সেখানেই প্রথমে ভালো করে প্র্যাকটিস করুন। তারপর ওই একইভাবে ফ্রেটের বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করুন।এতে করে ভবিষ্যতে স্কেল চেঞ্জ করলেও আপনার গিটার বাজাতে কোন সমস্যা হবে না।
1 2 3 4 এইভাবে কর্ড চেঞ্জিং গুলো আমি ইতিমধ্যে ভিডিও গুলোতে দেখিয়ে দিয়েছি। আপনি যদি প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এই ব্যাপারগুলো আশা করি আপনার নজরে আসবে। যেখানে 123 তে স্ট্রোক করে কর্ড ধরা অবস্থায় থাকবে এবং 4 স্ট্রোক এ ছেড়ে দেয়া অবস্থায় থাকবে। একদম শুরুর দিকে কর ধরার এমন ঝামেলা হতেই পারে। তবে শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই এই সমস্যা থেকে বাহির হওয়া সম্ভব। কার্ড চেঞ্জিং এর সময় প্রথম স্টোকে একটি আঙ্গুল ট্রেড বোর্ডে দিন, পরের স্টকে আরো একটি, তারপরের স্ট্রোকে আরও একটি। শেষে 4 নাম্বারে ছেড়ে দিন। এভাবে কয়টা দিন চালানোর পর আস্তে আস্তে সেই স্ট্রোক অনুযায়ী আঙ্গুলের সংখ্যা বাড়িয়ে দিন। আশা করছি ধীরে ধীরে তখন প্রথম স্ট্রোকেই সবগুলো আঙ্গুল ডিরেক্ট বোর্ডে বসাতে পারবেন।
আপনি যেকোনো ধরনেরই গান শুনতে পারেন, তবে গানগুলোর প্রতিটা মিউজিক যেন আপনার মাথায় থাকে। এবং মিউজিক ইনজয়ের পাশাপাশি সে মিউজিক গুলো মাঝেমধ্যে মুখ দিয়ে গুনগুন করবেন। আমি সাধারণত দেশি-বিদেশি ব্যান্ডগুলোর গান বেশি শুনি। মাঝেমধ্যে কিছু ক্লাসিক গানও শোনা হয়। তবে গানের পাশাপাশি গানের মিউজিক গুলো কেউ আমি প্রচুর শুনি। আমি হয়তো অনেকগুলো গান শুনিনি, তবে একটি গান অনেক বার করে শুনি। একই গান বারবার শুনি। একই মিউজিক বারবার উপভোগ করি!
বাজেট 4.5 এর ভেতর হলে ইন্ডিয়ান অরজিনাল Signeture গিটার নিতে পারেন। 5.5 থেকে 8 হাজারের ভেতর চায়না গিটার নিতে পারেন। যেমন: TGM, AXE, Rock Jam, Fender. 10 হাজার এ Deviser বা সমমানের গিটার নিতে পারেন।
বাজেট 4.5 এর ভেতর হলে ইন্ডিয়ান অরজিনাল Signeture গিটার নিতে পারেন। 5.5 থেকে 8 হাজারের ভেতর চায়না গিটার নিতে পারেন। যেমন: TGM, AXE, Rock Jam, Fender. 10 হাজার এ Deviser বা সমমানের গিটার নিতে পারেন।
Dada Ami kaj kora raat 11 ta thka apnar video daka daka jokon class kori raat 11 thka 1 off dii tomar dada video daka akon ami 11 lesson aa asta2 para 6ii amr 2 mas er ka6a kayo hota jai apnar 1 ta lesson amr end korta 1 week jai tar basi maja modda ma baba nai amr tomar jonno dada onek ta a go ta parlam
wish you all the best bro ✌️
🎉❤🎉ভাইয়ার বুঝানোর ধরনটা খুবই অসাধারণ
ধন্যবাদ ভাই
ব্যস্ততার কারনে দেখা হয়নি।আজ দেখলাম।কিছু শিখলাম।ধন্যবাদ ভাই
আপনারা শত ব্যস্ততার মাঝেও যে গিটার শিখছেন এটাই তো বিশাল পাওয়া। আপনাকেও ধন্যবাদ❤️
ভাইয়া আপনার শেখানোর ধরনটা আসলেই অনেক সহজ এবং সুন্দর। অন্যজনের থেকে আলাদা ! কিন্তু এরকম আর কতগুলো রিলেশন আছে?
ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যান সবকিছুই জানতে পারবেন✌️
❤আপনার ভিডিও দেখে শিখতেছি,
নিয়মিত শিখিয়েন ( অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি) ❤
আশা করছি সামনে আরও অনেক কিছু আসছে। তাই পূর্ববর্তী লেসন গুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। All the best bro✌️
Vaiya arokom complete korte jotogulo lesson lage diben asha kori
যতদূর পারা যায় আমি চেষ্টা করব ভাই 🙂 তবে এটিও ঠিক যে গিটারের কখনোই পরিপূর্ণ লেসন হয় না। কেননা এটি শেখার কোন শেষ নেই! আশা করি আমার কথাটি আপনি বুঝতে পেরেছেন🙂
Right brother ❤❤❤
Tnx vaiya, amader pashe thakar jonno
you are welcome vai
Vaiya thanks
you are welcome
Wow sir❤
thanks
Ami Tripura theke deksi tumer video
wow! really pleasure❤️
just keep continue the practice✌️
Ami cassette sun. Amar barite ase. Onek sound system a ami gan suneci but cassette player er sound is awesome.
আমরা ইন্টারনেটে বা মোবাইলে অডিও যে গানগুলো শুনি সেগুলো সাধারণত কনভার্ট করা গান। অরজিনাল kbps না হওয়ায় পরিপূর্ণ মিউজিক আমরা এমনিতেই পাই না।
আর ক্যাসেটে যে গানগুলো আমরা শুনতাম সেগুলো মোটামুটি অরিজিন হতো। তাই এত সুন্দর সাউন্ড বাহির হতো।
@@jomidarguitarist ha.. Onek jotno kore cassette gulo rakhe diyesi. Hindi, English ganer cassette gulo. Jodio ami cassette jug sompurno pai ne but er sound sune ami full fan hoie gase. Aj prai 8years Running cassette a gan sunci. Onek lok frined circel ra onek kisu bole but i dont mind
২০০৭ সালের ৬ বছর বয়সী ঐ পিচ্চিটা আমি ছিলাম😁🤭
😀😀
dada puropuri tomar opor vorsa kore guiter sikhchi
আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব 🙂
❤❤❤
Sir ..music professionally nile ki jhamela ??
profession setai hobe jeta theke valo income asbe. apni j medha ei music e diben, tar ordhek o jodi onno kaj e dite paren, tahole life e onek unnoti korte parben. r jai hok, Bangladesh er manush free music posondo kore. ekhane valo music kore lav nai. jara valo music kore, tara onek porisrom kore. but sei porisrom er ordhek taka o tader income hoy na. r tel bazi to asei.
whatever, music just sokh hisabei rakhen. mone rakhben, valo taka income na thakle at least briddho baba ma k valo doctor dekhate parben na!
ami open chord a F dhorte parina,bar chord a dhorle hobe?
শেখার জন্য যেটি সুবিধা হবে আগে সেটি করবেন। এ বিষয়ে কোন বাধ্যবাধকতা নেই। তবে ভালো গিটারিস্ট হতে গেলে আপনাকে সব কিছুই জানতে হবে। এখন যেভাবে সুবিধা মনে হচ্ছে সেভাবে করেন পরবর্তীতে সেটি শিখে নিবেন।
বার কর্ড ধরে অনেকক্ষণ গিটার বাজানো যায় না। হাত ব্যথা করে। তাই এখন না পারলেও পাঁচ ছয় মাস পরে বার ছাড়া প্র্যাকটিস করবেন।
@@jomidarguitarist ধন্যবাদ ভাই।❤️
আচ্ছা ভাইয়া আমি অন্য স্ট্রামিং দিয়ে ট্রাই করলে সমস্যা হবে?
নাকি এটি দিয়েই করতে হবে??
এখানে প্রতিটা ক্লাসই শেখার জন্য এবং সম্পূর্ণ বেসিক। যা ভবিষ্যতে ভালো গিটার বাজাতে আপনাকে সাহায্য করবে। আর ভালোভাবে গিটার বাজাতে গেলে আপনাকে সবকিছুই ভালো জানতে হবে।
dada apnar video dekhe guiter nilam
আপনার জন্য শুভকামনা রইল ✌️
Khub valo shekhachchen , but ekta proshno ache reply deben please...protyek ta scale chine chine swarolipi bajanor kono proyojon nei ?
আপনার প্রশ্নটি অ্যাডভান্স লেভেলের প্রশ্ন।
এডভান্স লেভেলে গিটার বাজানোর ক্ষেত্রে গিটার বাজানোর কিছু মুডস তৈরি হয়। যা গিটার ফ্রেটের যেকোনো জায়গা থেকে বাজানোর ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সাহায্য করে। তখন যে কোন স্কেলের উপরে আপনি স্বাচ্ছন্দে বাজাতে পারবেন ওই মুডগুলোর উপর ভিত্তি করে।
আপনি যদি প্রাথমিক অবস্থায় থাকেন এবং এ অবস্থাতেই যদি আপনি বিভিন্ন স্কেল পেয়ে থাকেন তাহলে আমার সাজেশন একই স্বরলিপি ফ্রেটের বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস করুন। অর্থাৎ একই স্টাইলে। তবে প্রাথমিক অবস্থায় সেটির যে অংশে আপনি স্বরলিপিটা পেয়েছেন, সেখানেই প্রথমে ভালো করে প্র্যাকটিস করুন। তারপর ওই একইভাবে ফ্রেটের বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করুন।এতে করে ভবিষ্যতে স্কেল চেঞ্জ করলেও আপনার গিটার বাজাতে কোন সমস্যা হবে না।
@@jomidarguitarist seta kivabe korbo bujhte parchi na, notation ta kivabe bajabo , ek ekta scale e kemon kore bajate hoy seta bujhte parchina ....tar jonne jodi ekta video banan tahole khub upokrito hoy.
আমরা আমাদের স্যারের মুখ দেখার ক্লাশ কবে পাবো স্যার ❤❤❤
খুব শিঘ্রই পাবেন। তবে ব্যাসিকের শুরুটা একটু ঠিক করে নিন!
কবে যে বাজাতে পারবো😑
প্রাক্টিস করুন। ধীরে ধীরে সব পারবেন
Dada f minor er video banan
th-cam.com/video/-R8wQ_zarTM/w-d-xo.html
দাদ কর্ড গুলো মোটামুটি ধরতে পারি, কিন্তু কর্ড Changing এ অনেক সমস্যা হচ্ছে, অনেক সময় লাগে এবং সব আঙ্গুল একসাথে বসে না। এর একটা সমাধান বলে দেন
1 2 3 4 এইভাবে কর্ড চেঞ্জিং গুলো আমি ইতিমধ্যে ভিডিও গুলোতে দেখিয়ে দিয়েছি। আপনি যদি প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এই ব্যাপারগুলো আশা করি আপনার নজরে আসবে। যেখানে 123 তে স্ট্রোক করে কর্ড ধরা অবস্থায় থাকবে এবং 4 স্ট্রোক এ ছেড়ে দেয়া অবস্থায় থাকবে।
একদম শুরুর দিকে কর ধরার এমন ঝামেলা হতেই পারে। তবে শুধুমাত্র প্র্যাকটিসের মাধ্যমেই এই সমস্যা থেকে বাহির হওয়া সম্ভব। কার্ড চেঞ্জিং এর সময় প্রথম স্টোকে একটি আঙ্গুল ট্রেড বোর্ডে দিন, পরের স্টকে আরো একটি, তারপরের স্ট্রোকে আরও একটি। শেষে 4 নাম্বারে ছেড়ে দিন। এভাবে কয়টা দিন চালানোর পর আস্তে আস্তে সেই স্ট্রোক অনুযায়ী আঙ্গুলের সংখ্যা বাড়িয়ে দিন। আশা করছি ধীরে ধীরে তখন প্রথম স্ট্রোকেই সবগুলো আঙ্গুল ডিরেক্ট বোর্ডে বসাতে পারবেন।
@@jomidarguitarist Thanks dada.. Love you ❤️❤️
Vai apnar face dekhte chai. Teacher er face na dekhle kmn opurno lage😊
valovabe practice koren. jokhon valo bajaben, tokhon emnei dekhte paben
ভাইয়া musician হতে গেলে কোন ধরনের গানগুলো শুনলে ভালো হয় বলে ভালো হয়।
আপনি যেকোনো ধরনেরই গান শুনতে পারেন, তবে গানগুলোর প্রতিটা মিউজিক যেন আপনার মাথায় থাকে। এবং মিউজিক ইনজয়ের পাশাপাশি সে মিউজিক গুলো মাঝেমধ্যে মুখ দিয়ে গুনগুন করবেন।
আমি সাধারণত দেশি-বিদেশি ব্যান্ডগুলোর গান বেশি শুনি। মাঝেমধ্যে কিছু ক্লাসিক গানও শোনা হয়। তবে গানের পাশাপাশি গানের মিউজিক গুলো কেউ আমি প্রচুর শুনি। আমি হয়তো অনেকগুলো গান শুনিনি, তবে একটি গান অনেক বার করে শুনি। একই গান বারবার শুনি। একই মিউজিক বারবার উপভোগ করি!
দাদা আমি অনেক দিন ধরেই একটা প্রশ্ন আপনার ঘর কুথায়
নওগাঁ বাংলাদেশ
ভাইয়া 2024 এ দেখছি একটা রিপ্লাই ভাই
take love bro
Vaiya apnar face ta dekhaiyan 😅 apnar voice ta onek chena lage
don ko pakarna mushkil e nehi. namunkin hay! 🥴
🤣 Are vai akdin face reveal koiran. apar karona guitar bazaite pari motamuti
Sir apni bangladesh theke ninki?
ji. Bangladesh theke
ভাই আপনার ক্লাস এর জন্য গিটার নিলাম
আপনার জন্য শুভ কামনা রইলো
Sir apnar sathe contact ki kore kora jabe?it's urgent
Telegram : jomidarguitarist
Vaiya beginning a kon guitar ta nibo..plzz response
বাজেট 4.5 এর ভেতর হলে ইন্ডিয়ান অরজিনাল Signeture গিটার নিতে পারেন।
5.5 থেকে 8 হাজারের ভেতর চায়না গিটার নিতে পারেন। যেমন: TGM, AXE, Rock Jam, Fender.
10 হাজার এ Deviser বা সমমানের গিটার নিতে পারেন।
Hiii sir ami gitar kinbo vabchi
Kintu kemon gitar kinbo vabte parchi na 😮
বাজেট 4.5 এর ভেতর হলে ইন্ডিয়ান অরজিনাল Signeture গিটার নিতে পারেন।
5.5 থেকে 8 হাজারের ভেতর চায়না গিটার নিতে পারেন। যেমন: TGM, AXE, Rock Jam, Fender.
10 হাজার এ Deviser বা সমমানের গিটার নিতে পারেন।
Raj vhai pick dhorar proper kono way ase
যেভাবে ইচ্ছা ধরা যায়। কোন নির্দিষ্ট নিয়ম নাই।
Vai worldcup dekhchen?🐸
😀😀
Sir apnar sathe contact ki kore kora jabe?it's urgent
telegram : jomidarguitarist
Sir apnar sathe contact ki kore kora jabe?it's urgent
telegram: jomidarguitarist