জার্মানিতে একজন শিক্ষার্থীর মাসিক ব্যয় কত | Monthly expenses in Germany as a student | KKS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #MonthlyExpenses #Germany #HigherStudy

ความคิดเห็น • 663

  • @sakibhossain7439
    @sakibhossain7439 2 ปีที่แล้ว +184

    আপু জার্মানিতে গিয়ে একজন স্টুডেন্ট কি ভাবে টাকা আয় করবে তার উপর একটা ভিডিও বানান। প্লিজ।

    • @happymoments320
      @happymoments320 ปีที่แล้ว

      আয়ায়া

    • @natashaaadeez5682
      @natashaaadeez5682 ปีที่แล้ว +2

      @@happymoments320
      Mane?

    • @s.mabdulmabud
      @s.mabdulmabud ปีที่แล้ว +8

      আম্মু আপনার মত আমার একমাত্র মেয়ে আছে। আমার আর্থিক অবস্থা মোটেও ভালো নয়।সে এখন কলেজে আই এসে সি ১ম বর্ষ পরীক্ষা দিচ্ছে। তাকে বিনা খরচে জার্মানি কি ভাবে পড়াতে পারি আমাকে জানাবেন। তোমাকে আমার মেয়ের মতো মনে হচ্ছে তাই আপন মনে করে কথাগুলো বললাম। আমি তোমার জবাব চাই।

    • @kamrulhossain3593
      @kamrulhossain3593 6 หลายเดือนก่อน +4

      @@s.mabdulmabud একেবারে বিনা খরচে তো হবেনা, এট লিস্ট বিমান ভাড়া এবং ভিসা প্রসেসিং এ নুন্যতম একটা খরচ ১২০০০০

    • @sumaiyaakhi184
      @sumaiyaakhi184 4 หลายเดือนก่อน +1

      Amio eta jante chai eta niye kono information pacchi na

  • @mdsayeem2172
    @mdsayeem2172 2 ปีที่แล้ว +7

    খালেদ ফারহান ভাইয়ের মত কথা বলেন😎😎

  • @aminabegum5463
    @aminabegum5463 2 ปีที่แล้ว +5

    1. Apu akjon meye sekhane ki ki job korte pare?
    2. Study r pasapasi ki job kora possible hobe? ( Bachelor's degree er khetre)
    3. part time job er salary diye ki monthly expenses carry kora possible?

  • @mahmudulhasan2983
    @mahmudulhasan2983 2 ปีที่แล้ว +8

    জার্মান কিভাবে যাওয়া যায়।। আপনি কিভাবে গিয়েছেন তার অভিজ্ঞতা যদি শেয়ার করতেন তাহলে আমরা উপকৃত হতাম

  • @nusratjahanmim493
    @nusratjahanmim493 2 ปีที่แล้ว +155

    আজ সকালে প্রথম বারের মতো আপনার ভিডিও দেখি। সারাদিনে আপনার বেশ কিছু ভিডিও দেখলাম। পড়াশোনার ব্যাপারে তথ্য গুলো সামনে কাজে লাগবে। সাথে বই নিয়ে কথাগুলো খুব ভালো লাগলো। সকাল থেকে মন খারাপ ছিল। আপনার ভিডিও দেখার পর মন ভালো ভালো। আশা করি সামনে আরো ভালো ভালো ভিডিও দিবেন। আপনার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা আপু। 💞💞💞

    • @anindadas2824
      @anindadas2824 2 ปีที่แล้ว +2

      same 😅😅😅😅😅 ami o 1st time

    • @alifazannat1959
      @alifazannat1959 2 ปีที่แล้ว +4

      সবার সাথেই হয়তো এমন হয়েছে
      প্রথম দেখা তারপর থেকে সব ভিডিও গুলা দেখা

    • @rahatahmed661
      @rahatahmed661 2 ปีที่แล้ว +1

      same

    • @Mehedi_-_Hasan
      @Mehedi_-_Hasan 2 ปีที่แล้ว

      Same

    • @humayunrashid5104
      @humayunrashid5104 2 ปีที่แล้ว

      Sem. Apu kub valo kore kota bole. Important information dey. Kub balo lage. Thank you apu.

  • @md.fazlerabbitonmoy1999
    @md.fazlerabbitonmoy1999 2 ปีที่แล้ว +21

    Api, how can students earn money to Germany ? If you make a contain about this topic, it’s so helpful for us. We hope, you will make it soon. Thank you.

  • @professorsalam2398
    @professorsalam2398 หลายเดือนก่อน +1

    আমি গণিত নিয়ে নরমাল মাস্টার্স করেছি ঢাবি থেকে। আমি জার্মানিতে এমফিল এবং পি এইচ ডি করতে চাই। এটা কি সম্ভব এবং কিভাবে? জানালে ভালো হতো। আমি এখন retired teacher.

  • @rakibahmed997
    @rakibahmed997 2 ปีที่แล้ว +2

    apu apnake eto din dekhtam German student der niye je fb group ache oitay comment korten ajke apnar channel tai peye gelam...apni majhe majhe post ow diten tour type...apnar hear cut er jonno chinte paralm and nice haircut apu...

  • @sadiasultanasadia5251
    @sadiasultanasadia5251 2 ปีที่แล้ว +2

    apu ami hcs exam abr dilam...... study jonno bidesh jaite hle ki korte hbe? plz akto bolen

  • @koushiksarker337
    @koushiksarker337 2 ปีที่แล้ว +20

    Can you make a video about necessity of learning german language for doing part time job??? It will be so helpful....
    TIA

  • @mohammadmaruf413
    @mohammadmaruf413 2 ปีที่แล้ว +6

    আপু জার্মানি তে ভর্তি থেকে ভিসা প্রসেসিং এর আদ্যপান্ত একটু বলবেন প্লিজ

  • @osthirsoytan7775
    @osthirsoytan7775 ปีที่แล้ว +1

    আপু,আরেকটা বিষয় একটু বলবেন যে আপনি এই আয় ব্যায় ম্যানেজ করা পাশাপাশি পড়াশোনা করা এই দুটো বিষয় আপনাকে কেমন প্রেশার ক্রিয়েট করে, এই বিষয় টা যদি কাইন্ডলি বোঝাতেন, ভালো হত।আপনার ভিডিও র উপর নির্ভর করে (অনেকটা) বা ইনফরমেশন এর উপর ভিত্তি করে আমি এখানে আসার প্রস্তুতি নিচ্ছে নিচ্ছি। যেহেতু পড়াশোনা র বারোটা বাজানো পসিবল না যেকারো জন্য, প্লিজ, এই ব্যপারে যদি বলতেন।

  • @yousufsami
    @yousufsami หลายเดือนก่อน +1

    plz 1080 p or 4k quality r video upload diyen

  • @mahiuddin_abid
    @mahiuddin_abid 2 ปีที่แล้ว +7

    আপু আজ থেকে আপনার ভিডিও দেখা শুরু করলাম
    আমি ausbildung নিয়ে জানতে আগ্রহী
    Full process টা duale তে
    কারণ অনেকের ভিডিও দেখি কিন্তু আপনার বোঝানো টা ভালো লেগেছে

  • @nabilanas1779
    @nabilanas1779 2 ปีที่แล้ว +2

    আপু বি এস সি ইঞ্জিনিয়ারিং করতে জর্মানিতে আসতে কি কি ধাপ পার করতে হবে বা প্রক্রিয়াগুলো কি হবে যদি বলতেন প্লিজ আপু।

  • @ofamiraj5570
    @ofamiraj5570 2 ปีที่แล้ว +4

    একজন শিক্ষার্থী কিভাবে সেখানে আয় করে তা বললে ভালো হতো।

  • @SKsajib4222
    @SKsajib4222 2 ปีที่แล้ว +8

    খুব ভালো লাগলো ভিডিও আপু অনেক আইডিয়া পাইলাম 😊💖

  • @tamjidsikder
    @tamjidsikder 2 ปีที่แล้ว +13

    ধন্যবাদ আপু 🥰
    এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য ‌

  • @nazmulhussain1151
    @nazmulhussain1151 2 ปีที่แล้ว +26

    You are full of energy, you have inspired a lot.

  • @nafeesaheffat4360
    @nafeesaheffat4360 2 ปีที่แล้ว +1

    একজন স্টুডেন্ট কিভাবে আয় করতে পারে সেটা নিয়ে একটা ভিডিও বানাবেন প্লিজ।

  • @bepositive9021
    @bepositive9021 2 ปีที่แล้ว +18

    আপু যেদিন থেকে আপনার ভিডিও দেখছি,সেদিন থেকেই জার্মানিতে পড়ার জন্য স্বপ্ন দেখা শুরু করে দিয়েছি।আপনার উপস্থাপনা একদম সুন্দর ঠিক আপনার মতই।কিন্তু আমি একদম গরীব ঘরের একজন ছেলে।যদিও স্বপ্ন দেখি তবুও জানিনা কি হবে জীবনে।
    যাইহোক আপু যদি এই বিষয়টা পরিষ্কার করতেন যে জার্মানিতে একজন স্টুডেন্ট আসলে কোন ধরনের কাজ অহরহ পাবে।৫০০ইউরো ইনকাম করার জন্য। যেন গিয়ে বসে থাকতে না হয়।এমন একটা ভিডিওতে যদি এই বিষয়ে অদ্যপান্ত সব জানাতেন।তাহলে খুব উপকৃত হতাম।ধন্যবাদ আপু।আমাদের এমন সুন্দর সুন্দর তথ্য দেয়ার জন্য। জার্মানিতে যদি ভাগ্য কোনোভাবে নিয়ে যেতে পারে তাহলে আপনাকে অনেক মিস করবো।❤️❤️❤️

    • @SaifulIslam-yw2lb
      @SaifulIslam-yw2lb 2 ปีที่แล้ว

      Apu i saw many people want to know about this...

  • @muhmmadkaziroky5121
    @muhmmadkaziroky5121 2 ปีที่แล้ว +4

    আপু আমি রিসেন্ট cse subject এর ব্যাচেল এ পরতাছি,এখন আমার খুবই ইচ্ছা যে আমিও জার্মানিতে পরতে আসবো,ব্লক ব্যাংক করা ছাড়া স্টুডেন্ট ভিসায় একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাচ্ছি,কিন্তু এক এক ধরনের কথা মনে অনেক সংকোট সৃষ্টি হচ্ছে,তারা ভয় দিয়েই বলছে যে ওখানে পড়াশোনার খরচ অনেক আর ,আমি হলো মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান।যদিও আমার কথা এখন 2.50k আছে এটা দিয়ে হয়তো প্লেন ভাড়া ielts ও আনুষঙ্গিক অন্যান্য ব্যায় করলে 1lak এর মতো শেষ হবে,আপনার এই ভিডিওতে দেখলাম যে 1মাসের খরচ ই 80 হাজার। যদিও বাকি 1.5lakh নিয়ে আসি তাহলে আমি কিভাবে চলবো,আর ইউটিউব এ অনেক বাংলাদেশের
    জার্মান ভাই বোন দেন টিউটোরিয়াল দেখলাম তারাও বললো যে কমপক্ষে 6 মাস কোনো জব করা যাবে না।আমার অনেক আশা ছিলো আমি হয়তো এই টাকায় যেয়ে কিছু ছোট খাটো জব করে নিজের খরচ ও টিওশন ফী দিয়ে পরবো ব্যাচেলর এখন এই গুলো এতো খরচ শুনে হতভাগ।এখন কিভাবে তাহলে ছয় মাস বসে বাংলাদেশের এর টাকা দিয়ে এতো খরচ চালাবো এর কি কোনো বিকল্প উপায় আছে?যদি আমি ielts এর থেকে বেশি জার্মান ভাষার ফোকাস দি এতে করে কী জার্মান গভারমেন্ট কোনো উপকার এ আসবে আমার?ielts যদি না করি তাহলে কি হবে শুধুমাএ জার্মান ভাষার শিখলাম এতে হবে কি?আর চার বছরের যে টাকা খরচ হবে এটার টোটাল কতো খরচ হবে আর এই খরচ তো বাংলাদেশ বসে আমার মতো মধ্যবিত্ত পরিবার দিতে সক্ষম নয় কোনো বিকল্প অপশন আছে কি যদি বলতেন ভিডিও করে,খুবই আশা নিয়ে বসে আছে জার্মানি তে যাবো তবে জানি না আমার কপাল এ কি আছে।আমি বর্তমান এ cse department এর ২য় বর্ষের ছাএ।যদি এই কমেন্ট পরে যদি কোনো আইডি দিতেন ভিডিও এর মাধ্যমে তাহলে উপকৃত হতাম, আপু

  • @EClass.24
    @EClass.24 2 ปีที่แล้ว +2

    আসসালামুয়ালাইকুম আপু, আমি ডিপ্লোমা করছি মেকানিক্যাল ডিপার্মেন্টের উপর। আমি ডিপ্লোমা শেষে উচ্চ শিক্ষার জন্য জার্মানিতে আসতে চাচ্ছি।
    আমি জানতে চাচ্ছি। আমার ডিপার্মেন্ট অনুযায়ী কোন ইউনিভার্সিটি ভালো হবে? এবং কোন শহরে থাকলে কম খরচে ভালো ভাবে থাকা যাবে ?
    একজন ছাত্র/ছাত্রী মাসিক যে খরচ, সে খরচ সেই ছাত্র/ছাত্রী আয় করতে পারবে?

  • @Sajib-xc1ok
    @Sajib-xc1ok 5 หลายเดือนก่อน +1

    আপু জার্মানিতে নার্সিং জবের উপর একটা ভিডিও দিয়েন,,,প্লিজ। বাংলাদেশ থেকে তিন বছরের ডিপ্লোমা নার্সিং,, ডিপ্লোমা মিডওয়াইফারি এবং চার বছরের বিএসসি নার্সিং করে ওখানে চাকরির নেওয়ার কোন সুযোগ আছে কিনা,,,,,,,

  • @rohitbiswas2598
    @rohitbiswas2598 2 ปีที่แล้ว +2

    আপু আমি ২৩ সালে যাইতে চাসছি, কিন্তু আমার একটাই বড় সমস্যা বাস ভাড়া করবো কি ভাবে একটু যদি আমাকে জানতেই খুবই ভালো হতো । সর্বনিম্ন কম খরচ হবে এমন বাস চাই

  • @mehmethassan3704
    @mehmethassan3704 2 ปีที่แล้ว +2

    ssc HSC result ki rokom dorkar R degree kore ki jawa possibole?
    kindlly ektu janaben

  • @afezlove8770
    @afezlove8770 2 ปีที่แล้ว +1

    Vi SSC pass kore jawa jabe

  • @labonizaara4956
    @labonizaara4956 2 ปีที่แล้ว +5

    আসসালামু আলাইকুম আপু,,ডর্মের ব্যাপারে যদি যাবতীয় সব ইনফরমেশন গুলো নিয়ে একটা ভিডিও করলে খুব ভালো হতো আপু😊 I hope you are noticed my point

  • @agnosticism7714
    @agnosticism7714 2 ปีที่แล้ว +3

    আপু ওই আয় দিয়ে কি জার্মানিতে থাকা খাওয়া এবং সেমিস্টার এর খরচ,বহন করা সম্ভব?? যদি অপচয় না করা হয়???

  • @Lagmaprgf
    @Lagmaprgf 6 หลายเดือนก่อน +12

    ডিপ্লোমা সম্পর্কে একটা ভিডিও চাই আপু

    • @Dreams-r3b
      @Dreams-r3b 3 หลายเดือนก่อน

      একমত পোষণ করছি

    • @Dreams-r3b
      @Dreams-r3b 3 หลายเดือนก่อน

      আমিও এটা জানতে চাই

    • @CreativeTools12
      @CreativeTools12 3 หลายเดือนก่อน

      সহমত ভাই

    • @TaslimaBegum-c6j
      @TaslimaBegum-c6j 3 หลายเดือนก่อน

      Amio

    • @itzsayemeditz547
      @itzsayemeditz547 28 วันที่ผ่านมา

      Sohomot ❤

  • @asikplus8440
    @asikplus8440 2 ปีที่แล้ว +2

    Bsc Textile Engineering study neye video dekte chai
    Textile ar jonno Garman onck valo soneci.... Bsc Textile ( Apparel , fashion desig )upor kiso information dele valo hoto apu...ami Garman jete chacheci Bsc korte

  • @intrasept5154
    @intrasept5154 2 ปีที่แล้ว +1

    আপু আমি HSC শেষ করেছি। আমি কি Sweden এ honours এর জন্য যেতে পারবো?
    কেউ কেউ বলে 13 class complete করতে হয়।
    কিন্তু HSC পযন্ত ১২class হয়।
    আমার কি করা উচিত?
    আপনার মতামত পেলে উপকৃত হবো।

  • @syedmahabubullah5153
    @syedmahabubullah5153 2 ปีที่แล้ว +1

    মাইক্রোবায়োলজিতে মাষ্টার করবে ভালো University নাম জানাবেন কি
    এসএসএসি Gp-5 Hsc 4.8 & Bsc অনাস Noth সাউথ university থেকে লেভেল A+ জামানি ভাষা জানা আছে আইএলটিএস করছে।সে কি বৃত্তি পাবে

  • @md.nurhossain5764
    @md.nurhossain5764 2 ปีที่แล้ว +1

    Nu e Theke 1 year bsc degree (pass) korle ki apply kora jabe Bachelor e... Nu degree pass diye ki offer letter paoya jay..
    .. Middle Class family private e pora possible na
    Amar ssc 4.94
    Hsc 5.00
    Plz tell me is it possible... Apu amake ekta reliable suggestion diben
    Plz plz amar onek upokar hobe

  • @mdmosharrafhossainsikder1665
    @mdmosharrafhossainsikder1665 ปีที่แล้ว +1

    experience handsome lady

  • @limonmolla8453
    @limonmolla8453 2 ปีที่แล้ว +4

    আয়ের উৎস গুলো জানাবেন প্লিজ আপু।

  • @Abidur_Rahman_Joy
    @Abidur_Rahman_Joy 2 ปีที่แล้ว +3

    আসসালামুআলাইকুম আপু।
    আমি এখন কৃষি ডিপ্লোমা করতেছি, আমি ডিপ্লোমা শেষে BSC করার জন্য জার্মান যেতে চাচ্ছি, আমার জন্য কোন ইউনিভার্সিটি ভালো হবে? আর ইউনিভার্সিটি অফ কাসেলে কৃষিতে বিএসসি করার কি কোন সুযোগ আছে? থাকলে দয়া করে একটু জানাবেন 🙏❤️

  • @shafayatnoor8648
    @shafayatnoor8648 2 ปีที่แล้ว +14

    Excellent Idea Shared! 🔥 Much Appreciated 💯💎

  • @sujanmdsujan54
    @sujanmdsujan54 2 ปีที่แล้ว +2

    আপা জার্মানি আমার খুবই প্রিয় একটি দেশ ইচ্ছে করে যেতে গরীব লোক চাইলেও পারিনা

  • @MD.MUNIFLABIBTANJIM
    @MD.MUNIFLABIBTANJIM 2 หลายเดือนก่อน

    আস সালামু আলাইকুম, আপু।
    আমি বাংলাদেশ থেকে বলছি। আমি ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেছি। জার্মানি / ইউরোপের কোন একটি দেশে বি.এসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে আগ্রহী। সেক্ষেত্রে কি কি বিষয় বিবেচ্য হবে? বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি রয়েছে??

  • @md.nurhossain5764
    @md.nurhossain5764 2 ปีที่แล้ว +1

    Nu e Theke 1 year bsc degree (pass) korle ki apply kora jabe Bachelor e... Nu degree pass diye ki offer letter paoya jay..
    .. Middle Class family private e pora possible na
    Amar ssc 4.94
    Hsc 5.00
    Plz tell me is it possible... Apu amake ekta reliable suggestion diben
    Plz plz amar onek upokar hobe

  • @richard70588
    @richard70588 2 ปีที่แล้ว +1

    Oiiii Sonya, 😑😑😑
    tmi dekhi German paro..!!
    plz teach us German
    jototuki paro banglai GERMAN amader shikhao...🧐🧐🧐

  • @SaifulJaifa
    @SaifulJaifa หลายเดือนก่อน

    সরকারি তিতুমীর কলেজ (জাতীয় বিশ্ব বিদ্যালয় ও ঢাকা ভার্সিটির ৭কলেজ আওতায় ভূক্ত) এখন আমার মেয়ে ২ বছর ধরে ইংরেজি তে অনার্স পড়তেছে সে কি জার্মান অনার্স পড়তে যাওয়া সুযোগ আছে কি? জানালে খুশি হবো।মেয়েকেILETS, SAT কোর্স করতেছে এখন। দয়া করে পরামর্শ দিবেন।

  • @TamimIslam.bangladesh
    @TamimIslam.bangladesh 3 วันที่ผ่านมา

    আসসালামুয়ালাইকুম আমি এইচএসসি পাশ করেছি, ভবিষ্যতে জার্মানি যাওয়ার প্ল্যান আছে আর্থিক দিক দিয়ে আমি একজন মধ্যম শ্রেণীর ফ্যামিলির ছেলে, আমি চাচ্ছি জার্মানি গিয়ে আমার ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করতে পাশাপাশি আয় করতে, আচ্ছা জার্মানি যাওয়ার পুরা প্রসেস পর্যন্ত কত টাকা লাগতে পারে এবং ওইখানে গিয়ে আমি যেহেতু পড়াশোনার পাশাপাশি কাজ করতে পারবো ওইখানে কোন কাজের ভ্যালু বেশি এবং আমাকে জার্মানি ও আইইএলটিএস পরীক্ষা দিয়ে আসতে হবে ? আর এই সম্পূর্ণ প্রসেসের জন্য আমি কোথা থেকে শুরু করব ? আর জার্মানি যাওয়ার পর কি আমি টাকা সঞ্চয় করতে পারব ?

  • @bdvillagebynila
    @bdvillagebynila 3 หลายเดือนก่อน +1

    জার্মানিতে যেতে কত লাগে আপু?

  • @mdasikhassan9518
    @mdasikhassan9518 ปีที่แล้ว

    জার্মান ভাষা কই থেকে শিখলে ভালো হবে আপু,,,, আমি ডেন্টালে ডিপ্লোমা করতেছি বাংলাদেশ

  • @hasanmilon1336
    @hasanmilon1336 หลายเดือนก่อน

    Apu apnar Kotha r tellent dekhe Ami apnak .Valo beshe felesi .apu ata kharap vab e niben na . I love u apu ❤. really apu.

  • @joyujjol6355
    @joyujjol6355 3 วันที่ผ่านมา

    Exactly question ta holo
    Ssc te 4.72
    Ssc te 3.83
    BBA er result akhn o published hoy nai but asha kori 2.92 theke 3.05 er moddhe thakbe.
    Ami akta school er teacher hisebe achi 2 yr plus r ami accounting a mba korte chacchi DAAD scholarship a..
    Akhn Kindly Bola jabe ki ami ki apply korte parbo??

  • @Darkknight-st5md
    @Darkknight-st5md 2 ปีที่แล้ว +3

    Plz make a video your apparment or student where living 😍😍😍🙏

  • @nothing7914
    @nothing7914 2 ปีที่แล้ว +13

    Can you talk about the language barrier in one of your videos?🤔

  • @syedtasbih8630
    @syedtasbih8630 2 ปีที่แล้ว +5

    Duolingo test দিয়ে কি জার্মানি যাওয়া যায়?
    Thank you apu❤️

    • @mahmudhas100
      @mahmudhas100 2 ปีที่แล้ว

      আপনি Duolingo থেকে শিখছেন?
      আমিও ওখান থেকে শুরু করেছি।

  • @KONKAGREEAC
    @KONKAGREEAC 7 หลายเดือนก่อน

    HSC পাস করেই জার্মানি যাওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত সঠিক তথ্য কোথায় পাওয়া যাবে? জানালে উপকৃত হবো।

  • @monowarhossain3006
    @monowarhossain3006 2 ปีที่แล้ว +1

    আপু আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে 4th সেমিস্টারে আছি।এখন আমি যদি জার্মানিতে যেতে চাই,সেখানে কি আমাকে আবার 1st ইয়ার থেকে শুরু করতে হবে।

  • @sajalahmed4799
    @sajalahmed4799 ปีที่แล้ว

    Ami Bangladesh er Southeast University English Department e pori to ami chai Germany porashuna korte... Toh ekhon kotha hocche English subject ta ki ekhane available?

  • @sultanatisa5359
    @sultanatisa5359 4 หลายเดือนก่อน

    আপু ইউরোপের যে কোন দেশে যদি ওয়ার্ক ভিসাতে যেয়ে আমি পরে স্টুডেন্ট হিসেবে কোন ভার্সিটিতে পড়াশোনা কন্টিনিউ করতে চাই সেটা কি করতে পারব?

  • @tanjinaafrinarpy9270
    @tanjinaafrinarpy9270 2 ปีที่แล้ว +1

    মাস্টার্স বাইরে করার ইচ্ছে আছে। ভাষার উপর কাজ স্টার্ট করবো,যেতে মোট কত টাকা খরচ হয়?ব্যাংকে কত টাকা দেখাতে হয়?মোটামুটি কত টাকা ফ্যামিলি থেকে নিতেই হবে?আমি ইংরেজি তে অনার্স করছি,পরবতীতে যদি সাবজেক্ট চেন্জ করে ইন্জিনিয়ারিং বা ল নিয়ে পড়তে চাই কিরকম প্রবলেম হবে?আমি সাইন্স ব্যাকগ্রাউন্ডের

  • @md.nurhossain5764
    @md.nurhossain5764 2 ปีที่แล้ว

    Nu e Theke 1 year bsc degree (pass) korle ki apply kora jabe Bachelor e... Nu degree pass diye ki offer letter paoya jay..
    .. Middle Class family private e pora possible na
    Amar ssc 4.94
    Hsc 5.00
    Plz tell me is it possible...apu amake ekta reliable suggestion diben
    Plz plz amar onek upokar hobe

  • @mainuddin9437
    @mainuddin9437 11 หลายเดือนก่อน

    ব্লক একাউন্ট এ বাংলাদেশের ব্যাংকগুলো থেকে কি আর্থিক সহযোগিতা পাওয়া যায়?

  • @Amerigohall
    @Amerigohall 4 หลายเดือนก่อน

    আপু বাংলাদেশি স্টুডেন্টরা মাস্টার্সে জন্য জার্মান ভাষায় সরাসরি জার্মানির ইউনিভার্সিটি তে এডমিশন নিতে পারে?

  • @mhkabir3736
    @mhkabir3736 2 ปีที่แล้ว +1

    আপু কোন ইউনিভার্সিটি সম্পর্ক তথ্য পাব কি করে?
    মানে ইউনিভার্সিটির ওয়েব সাইট কি করে পাব?

  • @MDPARVEJ-ge5pk
    @MDPARVEJ-ge5pk ปีที่แล้ว

    আপু আয়ের ভিডিও টা বানাতে ভুলে গেছেন মনে হয়... আয়ের একটা ভিডিও আপু দরকার। আর আপনার ভিডিও দেখলে অন্য কিছু দেখার প্রয়োজন পরে না। কারন আপনার এই ভিডিও গুলোতে যে বিষয়ে আপনি বলতে চান তার সব কিছুই গুছানো থাকে। ধন্যবাদ আপু... ❤️❤️❤️❤️

  • @rumuhossain4895
    @rumuhossain4895 ปีที่แล้ว

    Hi Ami Uttorer Distrivt Dinajpure theke, amr meye ke Jarmane kom khoroche Honors/ Diploma porate chai konta amr jonno subidha hobe ,Plz jodi sajjest korten amr khub upokar hoto, ami ekjon singal mother abr amr chele Special child ei jonno ami khubi..

  • @MdAbdullah-oi7ft
    @MdAbdullah-oi7ft 2 ปีที่แล้ว +1

    জার্মানিতে একজন স্টুডেন্ট কিভাবে ইনকাম করেন । আমরাতো এখানে টিউশনি+কোচিং করে ইনকাম করি

  • @humazahuzaifa1407
    @humazahuzaifa1407 ปีที่แล้ว

    Appu ami ssc te 3.74 gpa peyesi..
    ami hsc dibo aibar
    ami mbbs korte chai Germany te akhon ki ki qualification dorkar pls aktu bolben pls appi
    ami ki hsc er por ashte parbo Germany te for medical study??
    ami Bangladesh e j kono subject porar por Germany te ki medical study korte parbo apu kindly answer ta diben tara tari

  • @mdasadullah7971
    @mdasadullah7971 ปีที่แล้ว

    আচ্ছা আপু আমি ইন্টার পরীক্ষা দিয়ে কি আসতে পারবো অনার্স বোর্ড ডিগ্রী করার জন্য

  • @fahmidrex
    @fahmidrex หลายเดือนก่อน

    Apu hsc results 2.42
    Bba 1st semester results 3.78
    Akon ki bba te apply korle ki kono offer letter asbe !?

  • @arafatbinelias
    @arafatbinelias 10 หลายเดือนก่อน

    আপু জানিনা প্রশ্নটা হাস্যকর মনে হয় কি না?
    তবুও বলি।
    হলে কি রেগিং হয়?

  • @afsanamimi9665
    @afsanamimi9665 2 ปีที่แล้ว +1

    Apu germany te jete koto khoroc hoy?
    Bangladesh theke Germany te pouchano porjnto?
    After Hsc

  • @md.rahman1672
    @md.rahman1672 ปีที่แล้ว +1

    Apu akta suggestion chcchi please reply diben. Ami hsc 2013 te diyechi. Tarpor degree te vorti hoye chilam. Kintu biye hoye jawar por baby hoyar por ami study continue korte pari ni. Kintu moner vetor ekta lukono shwapno theke geche. Ami ki higher studyr jonno baire apply korte parbo?

  • @faisalahmed2718
    @faisalahmed2718 ปีที่แล้ว

    Ausbildung e to 960€+ kamay...ete tahole rajokiyo vabe colte parbo

  • @ahsabashik3406
    @ahsabashik3406 ปีที่แล้ว

    Apnk biye korte chacci..
    Thle germany jabo..?
    Plz marry me🙏🥺

  • @MDMeskatKhan-q7t
    @MDMeskatKhan-q7t ปีที่แล้ว

    আপু আমি জার্মানিতে মেডিকেলে পড়তে যেতে চাই ইন্টারে কতো পয়েন্ট লাগবে এবং টাকা কেমন লাগবে

  • @ArmanChowdhury-zg8el
    @ArmanChowdhury-zg8el 2 หลายเดือนก่อน

    Apu Germany te jete hole ielts ( English). korte hobe naki german language shikte hibe... Janaben plz

  • @valuelessanimation
    @valuelessanimation ปีที่แล้ว +1

    Apu assalamu alikum..undergraduate ar jonno Germany valo hbe??

  • @shahinurislamshahinurislam9473
    @shahinurislamshahinurislam9473 ปีที่แล้ว +1

    আপু জার্মান এ student visa যাইতে কত টাকা লাগবে। 😊🙂। plzz একটু বলেন।

  • @emonzamadder3070
    @emonzamadder3070 2 ปีที่แล้ว +1

    ইউরোপের কোন লাইব্রেরি বা বুক শপ থেকে নিজের পছন্দমত writter এর বই কুরিয়ার করে দেশে অানার প্রসেসিং টা কি, এবং তাতে আমার বাংলাদেশি মুদ্রায় ভ্যাটসহ কি পরিমাণ টাকা খরচ হতে পারে...??

  • @ismailhossain4730
    @ismailhossain4730 2 ปีที่แล้ว +1

    আপনি কেন উচ্চ শিক্ষার জন্য জার্মানিকেই পছন্দ করলেন, এই বিষয়ে একটা ভিডিও বানালে ভালো হয়।।

  • @NusratJahan-em1mv
    @NusratJahan-em1mv ปีที่แล้ว

    apu amake ektu help korben plz?aonr what's app nmbr ta jdi diten..ami Germany jete chai but kicchu bujhtesina

  • @jannatul1660
    @jannatul1660 8 หลายเดือนก่อน

    আপু জার্মান যাওয়ার জন্য IELTS করতেই হবে?
    অন্য কোন উপায় নাই?

  • @ummejhuma1216
    @ummejhuma1216 ปีที่แล้ว

    Amr hsc year 2020.ami ki gap houar pr o Germany er kuno vlo varsity te honours er jnne admit hote parbo akhn? Plz reply apu

  • @abusifatrana1828
    @abusifatrana1828 3 หลายเดือนก่อน

    আপু আমি পড়াশোনার নাম দিয়ে ট্রাভেল ও টাকা কামাব কমপক্ষে ৫০০০ ইউরো 😝

  • @Broyoo429
    @Broyoo429 2 ปีที่แล้ว +15

    খুবই সুন্দর উপস্থাপনা আপু...আশাকরি জার্মানিতে দেখা হবে...😊

    • @KhadizatulKobraSonya
      @KhadizatulKobraSonya  2 ปีที่แล้ว +4

      Good luck!

    • @aleiamimhosainafridi2924
      @aleiamimhosainafridi2924 2 ปีที่แล้ว

      @@KhadizatulKobraSonya আসসালামু আলাইকুম আপু, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একবার 'বাংলা' সাবজেক্টে BA কমপ্লিট করে আবার কি জার্মানে নতুন কোন সাবজেক্টে ব্যাচেলর করতে যাওয়া যায়?

  • @ibrahimmunshi9360
    @ibrahimmunshi9360 2 ปีที่แล้ว +2

    আপু খুব সাজিয়ে গুছিয়ে কথা বলেন ধন্যবাদ

  • @abdulgonichy5375
    @abdulgonichy5375 2 ปีที่แล้ว

    apnar video gulu amar khub valo lage
    sobai evabe bujate parena

  • @shahinurislamshahinurislam9473
    @shahinurislamshahinurislam9473 ปีที่แล้ว +1

    আপু plzz বলেন। জার্মানিতে পড়তে কত টাকা লাগে 🙂🙂 plzz

  • @tarekaziz5262
    @tarekaziz5262 ปีที่แล้ว +1

    Apu IELTS naki german language konta choose korle better hobe plz advice me

  • @MDPARVEJ-ge5pk
    @MDPARVEJ-ge5pk ปีที่แล้ว +4

    আপু, একটা বিষয় নিয়ে গুগল এ স্টাডি করছি। তবে আমার মনে হচ্ছে আপনি যদি এই বেপারে একটা ভিডিও বানাতেন তাহলে আর খটকা থাকবে না। বিষয় টি হলো ঃ ইস্ট জার্মান আর ওয়েস্ট জার্মান নিয়ে, ইস্ট জার্মান আর ওয়েস্ট জার্মান এর মধ্যে পার্থক্য কি বা কেমন? এবং কোথায় স্টুডেন্টদের জন্য বেশি beneficial or something like that... Please apu create a video about this topics..... ❤️❤️❤️❤️

    • @rajdeepthegamechanger847
      @rajdeepthegamechanger847 หลายเดือนก่อน

      গুষ্টি মারা সারা। ভাই কোন দুনিয়ায় থাকেন। 😂😂😂

  • @bilashchowdhury8866
    @bilashchowdhury8866 5 หลายเดือนก่อน

    জার্মানিতে পোস্ট গ্র্যাজুয়েট পড়ার সুযোগ কেমন।

  • @md.raselsheikh6416
    @md.raselsheikh6416 2 ปีที่แล้ว +2

    Apu apni germany te earn koren ki kore? ki ki source ace jekhan theke ekjon student usually earn kore thake?

  • @hossainahmed9284
    @hossainahmed9284 7 หลายเดือนก่อน

    Apu ekta jinish jante chai, part time job er jonno ki german language jante hoy?? Language na jana thakle kemon job facilities pawa jay?

  • @aleiamimhosainafridi2924
    @aleiamimhosainafridi2924 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম আপু, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে একবার 'বাংলা' সাবজেক্টে BA কমপ্লিট করে আবার কি জার্মানে নতুন কোন সাবজেক্টে ব্যাচেলর করতে যাওয়া যায়?

  • @momensarkar3044
    @momensarkar3044 ปีที่แล้ว

    আপু আপনার বাংলাদেশের গ্রামের বাড়ি কোন জায়গায়

  • @Xahidhasan-mn1vb
    @Xahidhasan-mn1vb 16 วันที่ผ่านมา

    আপু জার্মানিতে পিয়ার এ যাওয়ার কোনো ব্যাবসথা আছে প্লিজ জানাবেন

  • @MasumBillah-iu7iy
    @MasumBillah-iu7iy ปีที่แล้ว +1

    আমি কিন্তু অনেক দিন যাবৎ আপনার ভিডিও গুলো দেখি কিন্তু কোনো মন্তব্য করি নাই। আসলে আমি আমার সন্তানকে বিদেশে লেখা পড়া করাইতে চাই সে ক্ষেত্রে আমি কি করতে পারি পরামর্শ চাইছি।

  • @KABIRHOSSAIN51
    @KABIRHOSSAIN51 2 ปีที่แล้ว

    Germany te Student ra ki ki job kore income korte parbe?Akta Video create koren

  • @simplescenery3596
    @simplescenery3596 2 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম আপু আর্টসের বিষয়ে পড়াশোনা কালীন আমি কি আমার চলার মত খরচ বা টাকা ইনকাম করতে পারবো???
    জানাবেন প্লিজ....

  • @md.tushar8653
    @md.tushar8653 2 ปีที่แล้ว +2

    Apu tomar kache ekta bishoy niye jante cai...Ami Zoology niye porchi Jahangirnagar University te..ami ki Germany te higher education er jonno ashte parbo?

  • @itasaha6520
    @itasaha6520 2 ปีที่แล้ว +1

    ওখানে ছাত্রদের ঘর ভাড়া থাকতে গেলে কি ঘরের সাথে কি ব্যবহারের সব রকম ব্যাসন পত্র পাবে না বাড়ি থেকে নিয়ে যেতে হবে। অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি উওর দিলে উপকৃত হতাম।

  • @tinytinny9294
    @tinytinny9294 2 ปีที่แล้ว

    ekjon student kivabe ei income ta kore??? Jeta apni bollen

  • @xy5673
    @xy5673 2 ปีที่แล้ว +1

    আপনার সব ভিডিও দেখেও ইচ্ছা করতেছে যদি আপনার সাথে থাকতে পারতাম ওইখানে গিয়ে তাইলে আর এত্তো ঝামেলা face করা লাগতো না 😔