দাদা, আপনি বললেন যে মাটি দোয়াশ মাটি নিতে হবে। কিন্ত আমি যেখানে থাকি সেখানে উর্বর দোয়াঁশ মাটি পাওয়া যায় না। এখানে বেলে মাটি পাওয়া যায়। এই পরিস্থিতি তে আমার কি সম্ভব হবে না কামিনী ফুল পাওয়া।
আমার একটা কামিনী গাছ আছে যা দু বছর আগে প্রতিস্থাপন করেছিলাম টবে। গাছ টি দৈর্ঘ্যের দিক দিয়ে প্রায় 5 ফিট হয়ে গেছে। কিন্ত আজ অবধি একটা ফুলেরও দেখা পেলাম না। গাছ টি বেশ সতেজ এবং সুন্দর স্বাস্থ্যের অধিকারী। আমার এবার কি করণীয় ?
@@creativitygardening তাহলে এই বছর গরম কাল পেরিয়ে বর্ষাকাল চলছে। আগামী বছর গরমের আগে শিকড় কাটাই ছাঁটাই করব। আপনার এই সহযোগিতার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যি বলছি, আমি জানতামই না যে আদৌ শিকড় ছাঁটাই এর ব্যাপার টা আর কোন সময় এই ছাঁটাই করতে হয় । আশাকরি আগামী তে ছাদ বাগান করতে আপনার সহযোগিতা পাব।
অসাধারণ ভাই
Amazing tips 🌷🌷
Thank u friend.
Amar kamini gach matite 6 fit hoe gache ful asche na ki korbo
Dada amr gach ta matite valo sastho but fuler dekha nei ,ki koroniyo bolben plz
গাছের বয়স কত ?
Amar gache pata jhimiye jacche pata jhore jawar moto onek bisty jonno
Ekn chatai kora jabhe
Thanks for information
আমার নতুন গাছে ফুল কুড়ি টা পুড়ে জেছে.লাগাবার সময় আমি npk নীম খোল আর ভেরমিকম্পোস্ট দিয়ে ছিলাম.. কি করা যাবে বলুন
বাড়োমাস কী কামেনীর ফুল ফোটে? আর এইফুলের কী কোন ঘ্রান আছে সুন্দর??
মারাত্মক লেভেলের সুভাষ
Ata ki desi naki thai variety?
নীম খোল এর পরিবর্তে নীম পাতা পাউডার ব্যবহার করা যায় কি? আমাদের এখানে নীম খোল পাওয়ার সুযোগ নেই। জানাবেন প্লিজ।
ভাই কামিনী ফুল বছরে কইবার আসে
Amar gach ey koli ace but koli boro hoy na ful o hoy na gach ti 1 mash age nursery theke kinecilam
গাছ টবে বসিয়ে, জৈব সার দিতে হবে| রাসায়নিক সার দেওয়া যাবে না
কামিনী গাছ ঝাপালো করবো কি ভাবে
শীতের পর পর কাটাই- ছাঁটাইয়ের প্রয়োজন
ডিসেম্বর মাসে কি শিকড় কাটায় ছাঁটাই করা যাবে?
Eta kamini kon variety? Mini-Kamini naki normal ?
কিন্তু আমি গাছ বসিয়েছি মাটিতে
দাদা কত ইঞ্চি টবে কামিনী গাছ লাগাবো একটু বললে ভালহয়
O
Sarbani dawn
কমপক্ষে 8(eight) ইঞ্চি টব হতে হবে,
তবে 10 ইঞ্চি টবে কামিনী গাছ লাগাতে পারেন
সব থেকে ভালো হবে।
আমার গাস তিন থেকে চার মাস হয়ে গেছে গাছ অনেকটা বড় ফুলকুঁড়ি কিছুই আসছে না
প্লিজ একটু বলে দেন কি করা যায়
দাদা, আপনি বললেন যে মাটি দোয়াশ মাটি নিতে হবে। কিন্ত আমি যেখানে থাকি সেখানে উর্বর দোয়াঁশ মাটি পাওয়া যায় না। এখানে বেলে মাটি পাওয়া যায়। এই পরিস্থিতি তে আমার কি সম্ভব হবে না কামিনী ফুল পাওয়া।
কামিনী গাছে ফল হয়েছে।এটা কিসের লক্ষণ?
আমি একটা কামিনী ফুল গাছ নিতে চাচ্ছি কোথাও পাচ্ছি না
আমার একটা কামিনী গাছ আছে যা দু বছর আগে প্রতিস্থাপন করেছিলাম টবে। গাছ টি দৈর্ঘ্যের দিক দিয়ে প্রায় 5 ফিট হয়ে গেছে। কিন্ত আজ অবধি একটা ফুলেরও দেখা পেলাম না। গাছ টি বেশ সতেজ এবং সুন্দর স্বাস্থ্যের অধিকারী। আমার এবার কি করণীয় ?
প্রতি বছর গরমের আগে শেঁকড়-ছাঁটা হয় ?
@@creativitygardening তাহলে এই বছর গরম কাল পেরিয়ে বর্ষাকাল চলছে। আগামী বছর গরমের আগে শিকড় কাটাই ছাঁটাই করব। আপনার এই সহযোগিতার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সত্যি বলছি, আমি জানতামই না যে আদৌ শিকড় ছাঁটাই এর ব্যাপার টা আর কোন সময় এই ছাঁটাই করতে হয় । আশাকরি আগামী তে ছাদ বাগান করতে আপনার সহযোগিতা পাব।
প্রতিস্তাপন করার কতদিন পর খাবার দেবো? টবের গাছ।
ভিডিও তে সমস্ত তথ্য দেওয়া আছে
আমি একটাকামিনীগাছের কলমের চারা কিনলাম।একটা ছোট টবে বসিয়েছি ।এই কলমের চারা কতটা লম্বা হয়??পরবর্তীতে কত ইঞ্চি তে বসাতে হবে????
কামিনি গাছে ফুল ফোটা শেষ হয়ে গেলে প্রুনিং করে দিলে নতুন ফুল আসবে?