এত সুন্দর আর মার্জিত অনুষ্ঠান কখনো ও দেখি নাই। আর এত সুন্দর ভাষা ও সাবলীল আলাপচারিতা ওনাদের সত্যি ই প্রশংসার দাবিদার,, এত সুন্দর অনুষ্ঠান মুগ্ধ হয়ে গেছি🌹🌹🌹🌹শ্রদ্ধা রইল ওনাদের প্রতি।
ওনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি একজন আইনজীবী বলেই এই পদক্ষেপ নিতে সাহস করেছেন। তবে আজ থেকে কেউ আর বসে থাকবে না আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। ধন্যবাদ অধিদপ্তর কে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য
লার্নেেড ম্যাম আপনার সাহসিকতার জন্যই এতো কিছু পসিবল হয়েছে,,, এটা আসলে আইনজীবী মহিলা বলেই সম্ভব হয়েছে,,,,সেই সাথে ভোক্তা অধিদপ্তরকেও অসংখ্য ধন্যবাদ,,,, একটা নজির সৃষ্টি করার জন্য ❤️❤️
আইনজীবি আপা কে ধন্যবাদ। হাজারটা মানুষের দীর্ঘশ্বাসের পক্ষে লড়েছেন। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক স্যারকে অনুরোধ করব, দারাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
তনি,,, তোমার জন্য শুভকামনা। আশা করি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তুমি আরও সৎভাবে ব্যাবসাটাকে এগিয়ে নিয়ে যাবে। আর একটা অনুরোধ থাকবে একজন মুসলিম নারীর যতটুকু পর্দায় থাকা উচিৎ ঠিক ততটুকু মেইনটেইন করে তুমি ব্যাবসা কর। ধন্যবাদ
ভোক্তা অধিকারকে অনেক অনেক অনেক ধন্যবাদ একজন মেধাবী বিনয়ী অগ্রগামী চিন্তার মানুষকে স্যালুট জানাই। পাশাপাশি ক্রেতা যে আপা অভিযোগ জানিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে জব্বার মন্ডল সাহেবকে অসংখ্য ধন্যবাদ, বাস্তবিক অর্থে রাস্তায় নেমে কাজ করে সত্য তথ্য উদঘাটন করার জন্য।
সাব্বাস বাংলার বাঘ জব্বার স্যার ভোক্তা অধিকার অধিদপ্তর। এভাবেই পরিচালনা জোরালো করা হোক এ দেশের নিরীহ মানুষের কথা ভেবে। জব্বার স্যার আপনাকে আবারো ধন্যবাদ। ডিজি স্যার কেও ধন্যবাদ।
ডিজি মহোদয় সহ মিঃ জাব্বার সাহেবকে ধন্যবাদ। আপনারা অনেক বেশী সক্রিয় এবং চেষ্ঠাও করছেন ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায়। আশা করি আগামীর দিনগুলোতে আপনাদের কার্যক্রম আমাদের আরো বেশী চোখে পড়বে।
জনগণের শক্তি কি বাংলাদেশের মানুষ জানতে পারলো যখন আমরা ভোট দেই পৃথিবীর যেকোন জায়গায় অনেক বেশি দাম তো সবাই এখন থেকে সাবধান হয়ে যান আপনার সাথে একদম একমত
কাগজ না রাখা অপরাধ, তারচেয়ে বড় অপরাধ ক্রেতা ঠকানো, যা তনি করেছেন। উনি অনেক দেশ বিদেশে যান, উনি যে বিদেশি প্রোডাক্ট চেনে না তাতো না। এটা ইচ্ছাকৃত অপরাধ। কিন্তু তনি এই বিষয় কিছু বলেনি। ওনাকে আর বিশ্বাস করতে পারছি না। প্রমাণ হলো অনেকের মতো তনিও প্রতারক।
প্রথমত ভোক্তা অধিদপ্তর এবং স্যারকে ধন্যবাদ জানাই। স্যার আমরা চাই এরকম ভাবে সকল প্রতারকদের কে মিডিয়ার মাধ্যমে দেশের জনগণের সামনে নিয়ে অপরাদিকে বিচারের আওতায় নিয়ে আসবেন। তাহলে সকল অপরাদি সতর্ক হবে।
খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম । বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম পরিচালনাকারি সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মণ্ডলকে অশেষ ধন্যবাদ । আমরা ভোক্তারা নানাভাবেই প্রতারিত হচ্ছি হয় দামে নয় পণ্যে ! এর যে এত সুন্দর সমাধান হতে পারে তা জানাই ছিল না । আপনাদের এই অসাধারণ কার্যক্রম অব্যাহত থাক । আমাদের স্বপ্নের সোনার বাংলার জয় হোক । জয় হোক মানবতার । জয় বাংলা ।
স্যার দয়া করে মোবাইল কোম্পানি গুলোকে ধরেন। রাষ্ট্রের অনেক উপকার হবে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে অন্যায় ও প্রতারণা মুলক টাকা হাতিয়ে নিচ্ছে। নিদিষ্ট দিন তারিখ দিয়া টাকা খরছ না করা টাকা গুলি নিয়ে যাচ্ছে। দেশের সার্থে এখানে একটু দেখেন। এবং নিদিষ্ট দিন তারিখ বন্ধ করে দিন। আল্লাহ পাক আমাদের কে উত্তম কাজ করার সাহশ দান করেন।
ভোক্তা অধিকারকে ধন্যবাদ এরকম পদক্ষেপ চালিয়ে যাওয়ার জন্য। এদেশে তনির মত আরো অসংখ্য প্রতারক আছে সুন্দর চেহারার মাঝে লুকিয়ে থাকে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।
Being a woman you can't support another Criminal woman. Does Tony hire you as her lawyer? Otherwise how do you do U-tern? Didn’t you know Tony is a lady enterpreneur?? You are are dangerous feminist. We understand your interest, you are now engaged as a permanent lawyer of Tony!
সত্যিই মহাপরিচালক স্যারের কথাগুলো বাস্তব সম্মত, বলার ধরন খুব সুন্দর যাতে কেউ ভুল বুঝে কষ্ট পাবেনা। আর উনি সত্যিই সুশিক্ষিত আর এমন পদবীর যথোপযুক্ত। ধন্যবাদ
আমি যদি জানতাম আপনি আইনজীবী তাহলে খারাপ কাপড় দিতাম না😡😡😡 এ কথাই কি বোঝা যাচ্ছে? তার মানে যারা সাধারণ ক্রেতা তাদেরকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। এতো সুন্দর করে কথা বলছে আর আইন জানে না এটা বিশ্বাসযোগ্য কথা নয়। আমাদের দেশে ৯৯% ব্যবসায়ীরা ক্রেতা এবং সরকারকে বিভিন্ন ভাবে ঠকাচ্ছে। এদের সঠিক ব্যবস্থা নিতে হবে।
এখন এমন ভাবে কথাবলে মনেহয় কিছু যানে না,এ মহিলা হলো দেশে সবচেয়ে টাউট ব্যবসায়ি না-হয় ৪ বছরে এতো টাকার মালিক কি করে হয় এখন সংবাদিকের দোষ স্টাফের দোষ, ডিজি সাহেবকে ধন্যবাদ এ বেয়াদব কে একটা উপদেশ দেওয়ার জন্য সেটাহলো আসিল লাইভ না করার জন্য এ বেয়াদবের এসব ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা ও সিখতেছে,সবচে বড়ো কথা হলো সন্মানিত মা বোনেরা এ বেয়াদবের এসব নোংরা ভিডিও দেখেও কি করে এর জিনিস পএ কিনতে রুচিতে দেয় আল্লাহ সবার বুঝ দান করুন।
@@Organicdeshibazar২১:০০-২১:২০ মিনিটে এই টপিকে উনি কথা বলেন, কিন্তু উনি বলেছে একটা বিষয় আর এই লোক কমেন্ট করেছে পুরাই আরেকটা বিষয় এভাবে বিচার বিবেচনা ছাড়া আবোলতাবোল বলার মানেই হয়না।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে প্রতিবাদ করে সাধারণ মানুষ গুলার মানে উপকারিতা আসছে উনাদের মত বড় বড় প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা অনলাইনে এগুলো দেখায় আমাদেরকে ঠকায় বুঝতে পেরেছেন যাক আপনাকে অনেক ধন্যবাদ যে এটার প্রতিবাদ করতে পারছেন
ধন্যবাদ স্যার অনেক ভালো উদ্যোগ, সকল অসাধু ব্যবসায়ী কে জবাবদিহিতার আওতায় আনা উচিত, বিশেষ করে যারা খাদ্যে ভেজাল দিচ্ছে এবং বাংলাদেশের মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে
কিভাবে সামান্য হাতের কাজের পাঞ্জাবি ৮ থেকে ২০ হাজার টাকা হয়? অথচ সেই কর্মী পায় হাতে গোনা খুবই কম সংখ্যক টাকা। ডিম এর দাম প্রতি দিন বাড়ে, এগুলো নিয়ে কে কাজ করবে?
খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম । বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম পরিচালনাকারি সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মণ্ডলকে অশেষ ধন্যবাদ । আমরা ভোক্তারা নানাভাবেই প্রতারিত হচ্ছি হয় দামে নয় পণ্যে ! এর যে এত সুন্দর সমাধান হতে পারে তা জানাই ছিল না । আপনাদের এই অসাধারণ কার্যক্রম অব্যাহত থাক ।
এত সুন্দর আর মার্জিত অনুষ্ঠান কখনো ও দেখি নাই। আর এত সুন্দর ভাষা ও সাবলীল আলাপচারিতা ওনাদের সত্যি ই প্রশংসার দাবিদার,, এত সুন্দর অনুষ্ঠান মুগ্ধ হয়ে গেছিশ্রদ্ধা রইল ওনাদের প্রতি
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কে অনেক ধন্যবাদ এধরনের ব্যবস্থা করার জন্য এবং সবাইকে এরকম কমপ্লেন তৈরি করার প্রচারণা করার জন্য সবার প্রতি নির্দেশনা রইল।
Laj nai hailar ar laj nai jeler... Tik temoni nei customer Eder boykot korlei... Ar kothao jaoya lagbe na. Kintu tar korbe na.... Sadu ra depend korbe onnno kar upor
বাংলাদেশের প্রত্যেক টা বিচার যদি এভাবে জনগনের সামনে করা হতো, এই দেশ অনেক এগিয়ে যেতো। ভোক্তা অধিকারের মহা পরিচালক সহ এখানের সবাই অনেক জ্ঞানী সম্মানি এবং দেশ দেশের মানুষ আশা ভরসার জায়গা। এভাবেই আপনাদের দিকে দেশের মানুষ ভালোবাসা সম্মান দিয়ে যাবে ভালো কাজের। এটা আপনাদের প্রাপ্তি। অনলাইনে এখন অনেকেই আছেন সত্যিই এই ভ্যাজাল বাজারে ভালো পন্য বিক্রি করে জনগনের আস্থাশীল হয়ে যাচ্ছে। মানুষের পন্য দরকার সেই সাথে বিশ্বাসী হলে সেই এগিয়ে যাবে।
আড়ং এ এবার ঈদে দেখে এসেছি একটা সিল্কের জামার দাম ২৬হাজারেরও বেশি।আর শাড়ীগুলাতে আর কথাই রাখেনা।আমরা চাই আড়ং এর মধ্যেও যেন ভোক্তা অধিকার তল্লাসি চালায়। এতে সাধারন মানষেরা উপকৃত হবে।
বাইরের দেশে গুচ্চির মত ব্র্যান্ড একটা ব্যাগ নিয়ে থাকে ২০০০ ডলার। যা বাংলাদেশের ২ লক্ষ টাকা। যে ব্যাগ বানাতে তাদের ১০০ ডলার ও খরচ হয়নি। কিন্তু এত দাম কেনো জানেন? এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু। ঠিক তেমনই আড়ং বাংলাদেশের ১ নং ব্র্যান্ড। বাইরেও এটার বেশ সুনাম আছে। তাদের প্রাইস তারা বেশি দিবেই। কিছুই করার নেই আপনার। যাদের সামার্থ আছে তারা ২৬ হাজারের জামা ১ লাখ দিয়েও কিনবে। আরং এর দাম দিয়ে অনেক মামলা হয়েছে। কিন্তু লাভ হয়নি। এখানে আসলে কিছু করার ও নেই। তাদের ব্র্যান্ড ভ্যলু আছে তারা দাম দিবে।
গুচ্চির মত বাইরের দেশের বিভিন্ন ব্র্যান্ডের একটা ব্যাগের দাম ২০০০ ডলার। যেটায় তাদের অভারওল কস্ট গিয়েছে ৫০০ ডলার। কিন্তু এত দাম কেনো জানেন? এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু। ঠিক তেমনই আড়ং অনেক বড় একটা ব্র্যান্ড বাংলাদেশ এর। তাদের ব্র্যান্ড ভ্যালু থাকবে এটাই স্বাভাবিক। আড়ং নিয়ে অনেক মামলা হয়েছে। কিন্তু কিছুই হয়নি। কারণ তাদের পুরোপুরি রাইট আছে তাদের প্রডাক্ট এর দাম তারা কত দিবে। এখন যাদের পয়সা আছে তারা ২৬ হাজারের টাকা জামা ১ লাখ দিয়েও কিনতে পারবে। আমাদের মত মধ্যবিত্ত দের কিছুই করার নেই।
গুচ্চির মত বাইরের দেশের বিভিন্ন ব্র্যান্ডের একটা ব্যাগের দাম ২০০০ ডলার। যেটায় তাদের অভারওল কস্ট গিয়েছে ৫০০ ডলার। কিন্তু এত দাম কেনো জানেন? এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু। ঠিক তেমনই আড়ং অনেক বড় একটা ব্র্যান্ড বাংলাদেশ এর। তাদের ব্র্যান্ড ভ্যালু থাকবে এটাই স্বাভাবিক। আড়ং নিয়ে অনেক মামলা হয়েছে। কিন্তু কিছুই হয়নি। কারণ তাদের পুরোপুরি রাইট আছে তাদের প্রডাক্ট এর দাম তারা কত দিবে। এখন যাদের পয়সা আছে তারা ২৬ হাজারের টাকা জামা ১ লাখ দিয়েও কিনতে পারবে। আমাদের মত মধ্যবিত্ত দের কিছুই করার নেই।
আলোচনাটা সুন্দর হয়েছে। কোন প্রতিষ্ঠান গড়তে মেধা ও পরিশ্রম প্রয়োজন হয়। সেটাকে সমুন্নত করার জন্য সততার বিকল্প নাই! আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি॥
আমি ভোক্তা অধিকারের স্যারদেরকে স্যালুট জানাই তারা এই বিষয়টাকে এত সুন্দর ভাবে হ্যান্ডেল করেছে এবং একজন ভোক্তাকে এত সুন্দরভাবে ন্যায্য বিচার পাইয়ে দেয়ার জন্য । আপনাদের উপর বক্তাদের শ্রদ্ধা বেড়ে গেল। থ্যাঙ্ক ইউ স্যার আপনাদের সবাইকে ❤❤❤❤❤
ওনার অশ্লীল কথা জন্য আমরাই দাই,সে একজন বৃদ্ধ লোক কে বিয়ে করেছে সেই জন্য কি তার লাইভে গিয়ে আজেবাজে কথা বলা আমাদের ঠিক ভাই ,সবার আগে আমাদের ঠিক হতে হবে,
আড়ং,দারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।
ওগুলো বেশ বড় বোয়াল ধরাটা এত সহজ হবে না।
আরং কে ধরবে না।
Tik bolesen
ওখানে কিছু করতে পারবে না।
বসুন্ধরাও যাওয়া উচিত
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক স্যারকে অনুরোধ করব, দারাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
দারাজ এ আমি ৩১ সাইজের প্যান্ট অর্ডার করে
৩৫ সাইজে'র প্যান্ট পেয়েছি
Job thakbe na
১০০% টিক কতা
Daraz ghush dey
এই ব্যাপারে আমিও সমর্থন জানাচ্ছি
টনি ধরা খাইছে। এটি সকল অসাধু ব্যবসায়ীদের জন্য একটি সতর্কবার্তা। ধন্যবাদ ভোক্তা অধিদপ্তরকে
অহংকার পতনের মূল
এতোগুলা শোরুম আর তুমি নিয়ম জানো না।অবাক হলাম
সবাই সব নিয়ম জানে কিন্তু গুরুত্ব দেয় না,,, এখন থেকে সকল ক্রেতার অভিযোগ কে গুরুত্ব দিবে।@@roksanarashed5830
রাইট
Toni r Jamai kintu onek valo manush. Unar reaction ki?
এত সুন্দর আর মার্জিত অনুষ্ঠান কখনো ও দেখি নাই। আর এত সুন্দর ভাষা ও সাবলীল আলাপচারিতা ওনাদের সত্যি ই প্রশংসার দাবিদার,, এত সুন্দর অনুষ্ঠান মুগ্ধ হয়ে গেছি🌹🌹🌹🌹শ্রদ্ধা রইল ওনাদের প্রতি।
টনি থেকে বাকীরা শিক্ষা নিন।
আপনি সব সময় মানুষকে গালাগালি করেন তাই ভয়ে আপনার লোক আপনাকে কিছু বলেনি।
টনির সাজ টমির মত
ভোক্তা অধিদপ্তরকে অনুরোধ করবো দারাজ কে তল্লাশি করানোর জন্য
Shohomot
ঠিক বলেছেন ভাই।
ঠিক বলেছেন
Daraz onek tk ghush dey eder
@@ElorasAdventure ধন্যবাদ আপনাকে
আইনজীবি আপা কে ধন্যবাদ।হাজারটা মানুষের দীর্ঘশ্বাসের পক্ষে লড়েছেন।
Right
রাইট
Right
ওনাকে অসংখ্য ধন্যবাদ। তিনি একজন আইনজীবী বলেই এই পদক্ষেপ নিতে সাহস করেছেন। তবে আজ থেকে কেউ আর বসে থাকবে না আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। ধন্যবাদ অধিদপ্তর কে সঠিক সময়ে সঠিক ব্যবস্থা নেওয়ার জন্য
উনি আর একটা টক শোতে তনির পক্ষে কথা বলেছেন এবং পুরস্কারের ২৫% ফেরত দিয়াছেন
এনি তনির পক্ষে
ওকে বয়কট করা হোক
তনির হাসব্যানড একজন এডুকােটেড এবং সোবার ফ্যামিলি বিলং করে যার ধার কাছেও তনির ফ্যামিলি নয়। এটা তনির খেয়াল রাখা উচিৎ ছিলো।
জাজাকাল্লাহ খাইরান
লার্নেেড ম্যাম আপনার সাহসিকতার জন্যই এতো কিছু পসিবল হয়েছে,,,
এটা আসলে আইনজীবী মহিলা বলেই সম্ভব হয়েছে,,,,সেই সাথে ভোক্তা অধিদপ্তরকেও অসংখ্য ধন্যবাদ,,,, একটা নজির সৃষ্টি করার জন্য ❤️❤️
তনির অশ্লীল উপস্থাপনের বিষয়ে দৃষ্টি আকর্ষন করায় অধিদপ্তরের মহা পরিচালককে অনেক ধন্যবাদ 🌺
একটা ভদ্র সমাজে আসছে অনুষ্ঠানে সেখানেও পোশাকের কি বিশ্রী অবস্থা
Right
তাহলে তাকে যারা অশ্লীল কমেন্ট করে তাদের ও ব্যবস্থা নিতে হবে।
এমনই এমনই তনীর মত একজন সফল ব্যবসায়ী মানুষ আজেবাজে বকে না,অসভ্যদেরও আপনারা সংযত কথা বলতে বলুন প্লিজ।
এটাই বলতে চাছিলাম@@Isratamin-
স্যালুট জানাই ভোক্তা অধিকার কে।
আইনজীবী ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ তীব্র প্রতিবাদ করার জন্য। সাধারণ জনগণ অনেক অনেক প্রতারিত হয় অনলাইনে শপিং করে।
আড়ং পন্যের অত্যাধিক মূল্য ,এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি , , ,
Amio
Rt
সঠিক
রাইট
রাইট
ধন্যবাদ আইনজীবী ম্যাডাম এবং ভোক্তা অধিদপ্তরকে
আইনজীবি আপা কে ধন্যবাদ। হাজারটা মানুষের দীর্ঘশ্বাসের পক্ষে লড়েছেন। ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক স্যারকে অনুরোধ করব, দারাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য।
আগের দিন তো তনি আপার সামনে অন্য কিছু বললেন এই আপা
@@ummehabiba8865 কোনটা সত্যি আর কোনটা নাটক বুঝাই মুশকিল !!!
এ্যাডভোকেট লুবনা যে মার্জিত ভাষায় এবং সাবলীল ভাবে অভিযোগ উপস্থাপনা করলেন; তাতে আমি ব্যক্তিগতভাবে মুগ্ধ।
ধন্যবাদ আপনাকে ম্যাম।
আসলেই।
Jajakallah
I am so pleased about that lawyer madam. She is really nice lady.
খুবই চমত্কার একটা অনুষ্ঠান দেখলাম ।এনাদের প্রতি সম্মান বেড়ে গেলো।আলহামদুলিল্লাহ ।
খুবই চমৎকার একটি অনুষ্ঠান দেখলাম।ভোক্ত অধিদপ্তরের প্রতি অনেক সন্মান জানায়।
ভোক্তা অধিকার জাজাকাল্লাহ খাইরান
আলহামদুলিল্লাহ
❤❤❤❤❤
তনির চাপাবাজিতে মুগ্ধ না হয়ে ভোক্তাদের সতর্ক থাকা উচিৎ।
স্যার দের বিশ্লেষণ ক্ষমতা, শব্দচয়ন, ভাষাগত মাধুর্যতা, উপস্থাপনা সক্ষমতা দেখে মুগ্ধ হলাম।
Ami o
দারাজের বিরুদ্ধে ব্যবস্থা নিন আমি একজন ভুক্তভোগী
আমিও আপনার মতো
আপনি ফরম পূরণের মাধ্যমে ভোক্তা অধিকারের কাছে অভিযোগ করেছেন?
না করলে কীসের ভিত্তিতে কাজ করবে?
ব্রেইন টা একটু কাজে লাগান
আপনি ফরম পূরণের মাধ্যমে ভোক্তা অধিকারের কাছে অভিযোগ করেছেন?
না করলে কীসের ভিত্তিতে কাজ করবে?
ব্রেইন টা একটু কাজে লাগান
আপনি ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ না করলে তারা ব্যাবস্তা নিতে পারবে না।
Ki odvut, comment e ese bolce bebostha nen.
পাপ বাপকেও ছাড়ে না দুর্নীতি কত বড় পাপ? এই অনুষ্ঠান দেখে বুঝতে পারলাম ন্যায় বিচার শুরু হলো। অন্তরস্থল থেকে দোয়া রইল ভোক্তা অধিকারের জন্য।
দারাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি
অশালীন টনিকে শালীনতা শিক্ষা দেওয়ার জন্য জাতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ
তোমরা এত শালীন, তোমরা ব্রা আছে না কি জিগাও ক্যান?
Khola mola tonir ochit sikhkha
তনি,,, তোমার জন্য শুভকামনা। আশা করি এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে তুমি আরও সৎভাবে ব্যাবসাটাকে এগিয়ে নিয়ে যাবে। আর একটা অনুরোধ থাকবে একজন মুসলিম নারীর যতটুকু পর্দায় থাকা উচিৎ ঠিক ততটুকু মেইনটেইন করে তুমি ব্যাবসা কর। ধন্যবাদ
দুধু গুলো কিভাবে খাড়া করে কাস্টমার টানে
যারা খারাপ কমেন্ট করে তনি কে তারাই আসল অশালীন।
ওনার অশালীন উপস্থাপনা এর জন্য ওনাকে সতর্ক করা উচিৎ।
জংলী মহিলা একটা। ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাবে ভুল করেও ওর পেজে গেলে। ১৮+ কথা বার্তা বলে।
ফুল ভিডিও টি দেখলে ক্লিয়ার হয়ে যাবেন, সতর্ক করা হয়েছে
আইন জিবি আপা এবং ভোক্তা অধিদপ্তর কে অনেক অনেক ধন্যবাদ ❤️❤️❤️❤️🙏🙏
ভোক্তা অধিকারকে অনেক অনেক অনেক ধন্যবাদ একজন মেধাবী বিনয়ী অগ্রগামী চিন্তার মানুষকে স্যালুট জানাই। পাশাপাশি ক্রেতা যে আপা অভিযোগ জানিয়েছেন তাকে অসংখ্য ধন্যবাদ সাথে সাথে জব্বার মন্ডল সাহেবকে অসংখ্য ধন্যবাদ, বাস্তবিক অর্থে রাস্তায় নেমে কাজ করে সত্য তথ্য উদঘাটন করার জন্য।
দারাজের কার্যক্রম নিয়ে একটা অভিযান করা জাতীয় দাবি। অনুরোধ করবো যাতে খুব তাড়াতাড়ি এটা পরিচালনা করা হোক।
সাব্বাস বাংলার বাঘ জব্বার স্যার ভোক্তা অধিকার অধিদপ্তর। এভাবেই পরিচালনা জোরালো করা হোক এ দেশের নিরীহ মানুষের কথা ভেবে। জব্বার স্যার আপনাকে আবারো ধন্যবাদ। ডিজি স্যার কেও ধন্যবাদ।
২ দিন পরেই শেষ!
জনাব আব্দুল জব্বার মন্ডল ভোক্তাদের এক স্বপ্ন পুরুষ। আপনার পেশাগত দক্ষতাকে খুব প্রসংশনীয়।
Amader bagmarar rotno,,,
Right
চমৎকার। ভোক্তা অধিদপ্তরের ডিজি মহোদয় ও পরিচালক মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এভাবেই শুদ্ধতা ফিরে আসুক সকল ক্ষেত্রে।
সে সবেই বুঝে এবং জানে এখন সাধু সাজছে। ধন্যবাদ প্রশাসন কে।
Notice paoyar poreo gurutto dey nai.bole staff der dosh. nijeke onek.boro kisu mone korechilo.ekhon sir sir kortese.
রাইট
ডিজি মহোদয় সহ মিঃ জাব্বার সাহেবকে ধন্যবাদ। আপনারা অনেক বেশী সক্রিয় এবং চেষ্ঠাও করছেন ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠায়। আশা করি আগামীর দিনগুলোতে আপনাদের কার্যক্রম আমাদের আরো বেশী চোখে পড়বে।
ক্ষতি কি হয়েছে তা বড় কথা না, তবে পুরো বাংলাদেশের বিক্রেতারা যা জানতে পারলো তার মুল্য অনেক , ধন্যবাদ ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়কে ।
ম্যাডামকে ওই দুই লক্ষ টাকার থেকেও ২৫ পার্সেন্ট দেওয়া উচিত ছিল
জনগণের শক্তি কি বাংলাদেশের মানুষ জানতে পারলো যখন আমরা ভোট দেই পৃথিবীর যেকোন জায়গায় অনেক বেশি দাম তো সবাই এখন থেকে সাবধান হয়ে যান আপনার সাথে একদম একমত
কাগজ না রাখা অপরাধ, তারচেয়ে বড় অপরাধ ক্রেতা ঠকানো, যা তনি করেছেন। উনি অনেক দেশ বিদেশে যান, উনি যে বিদেশি প্রোডাক্ট চেনে না তাতো না। এটা ইচ্ছাকৃত অপরাধ। কিন্তু তনি এই বিষয় কিছু বলেনি। ওনাকে আর বিশ্বাস করতে পারছি না। প্রমাণ হলো অনেকের মতো তনিও প্রতারক।
প্রথমত ভোক্তা অধিদপ্তর এবং স্যারকে ধন্যবাদ জানাই।
স্যার আমরা চাই এরকম ভাবে সকল প্রতারকদের কে মিডিয়ার মাধ্যমে দেশের জনগণের সামনে নিয়ে অপরাদিকে বিচারের আওতায় নিয়ে আসবেন।
তাহলে সকল অপরাদি সতর্ক হবে।
খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম । বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম পরিচালনাকারি সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মণ্ডলকে অশেষ ধন্যবাদ । আমরা ভোক্তারা নানাভাবেই প্রতারিত হচ্ছি হয় দামে নয় পণ্যে ! এর যে এত সুন্দর সমাধান হতে পারে তা জানাই ছিল না । আপনাদের এই অসাধারণ কার্যক্রম অব্যাহত থাক । আমাদের স্বপ্নের
সোনার বাংলার জয় হোক । জয় হোক মানবতার । জয় বাংলা ।
দেশী পণ্য কিনে হোন ধন্য
Program টা অনেক অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ, আল্লাহ তায়ালার কাছে দোয়া করি আগামীতে আমাদের দেশে অনেক সুনাম অর্জন করে,
ভোক্তা অধিকার মহাপরিচালক সারকে অনেক অনেক ধন্যবাদ এবং আমার প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা রইলো
স্যার দয়া করে মোবাইল কোম্পানি গুলোকে ধরেন। রাষ্ট্রের অনেক উপকার হবে। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে অন্যায় ও প্রতারণা মুলক টাকা হাতিয়ে নিচ্ছে। নিদিষ্ট দিন তারিখ দিয়া টাকা খরছ না করা টাকা গুলি নিয়ে যাচ্ছে। দেশের সার্থে এখানে একটু দেখেন। এবং নিদিষ্ট দিন তারিখ বন্ধ করে দিন। আল্লাহ পাক আমাদের কে উত্তম কাজ করার সাহশ দান করেন।
একটি শিক্ষামূলক বিচার কার্য সম্পন্ন হলো।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কে ধন্যবাদ।
দারাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হোক
hmm
Yes
Hmm
Yes
Right
উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভোক্তা অধিকারকে।
আমার দেখা এই একটা অধিদপ্তর, যেখানে ফ্রি ও খুব সহজেই অভিযোগ দায়ের করা যায় এবং প্রতিকার পাওয়া যায়। নীট এন্ড ক্লিন ভোক্তা অধিদপ্তর।
ধন্যবাদ এডভোকেট লুবনা আপা কে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কে। ❤️
১০০০০০% সত্য তন্যি অপরাধী স্যার আপনারা ন্যায় বিচার করবেন নাইলে আল্লাহ আপনাকে খমা করবে না
ভোক্তা অধিকারকে ধন্যবাদ এরকম পদক্ষেপ চালিয়ে যাওয়ার জন্য। এদেশে তনির মত আরো অসংখ্য প্রতারক আছে সুন্দর চেহারার মাঝে লুকিয়ে থাকে এদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হোক।
ভোক্তা অধিকার কে অসংখ্য ধন্যবাদ ভোক্তার পক্ষে অবস্থান নিয়ে উপযুক্ত ব্যাবস্থা গ্রহণের জন্যে ।
Being a woman you can't support another Criminal woman. Does Tony hire you as her lawyer? Otherwise how do you do U-tern? Didn’t you know Tony is a lady enterpreneur?? You are are dangerous feminist. We understand your interest, you are now engaged as a permanent lawyer of Tony!
দারাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি।
অসংখ্য ধন্যবাদ ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে। কিভাবে ভোক্তাদের অভিযোগ জানাতে হয় এবং কিভাবে এর প্রতিকার হয় এব্যাপারে সবাই অবগত হয়েছেন আশা করি।
ধন্যবাদ আইনজীবী মহোদয় কে.
ভোক্তা অধিকারী স্যারের সব কথা খুব গুরুত্বপুর্ণ।ধন্যবাদ সবাই কে।ভোক্তা অধিকার কে সবিনয় অনুরোধ করছি পুর্ণিমা শাড়ী কে তদন্ত করতে।
10:00 - 12:15 (2 min 15 sec video) part main ei video er, tony j iccha kore fake product sell korse seta ei tuku te clearly explain kora hoise
Right
Right
Agree
ধন্যবাদ ভোক্তা অধিকার অধিদপ্তরকে
উপযুক্ত বিচার করার জন্যে,,,
আর বিশেষ করে আমাদের ভোক্তা অধিকার সংস্থাকে মন থেকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই
সত্যিই মহাপরিচালক স্যারের কথাগুলো বাস্তব সম্মত, বলার ধরন খুব সুন্দর যাতে কেউ ভুল বুঝে কষ্ট পাবেনা। আর উনি সত্যিই সুশিক্ষিত আর এমন পদবীর যথোপযুক্ত। ধন্যবাদ
সহমত প্রকাশ করছি
তনির প্রোডাক্ট বয়কট করা উচিত আমাদের সবাইকে।
এই ব্যাডির মুখের ভাষা খুব খারাপ। আর বড় কথা হলো এই টিকটকার এর থেকে ভালো কিছু আশা করা যায় না।। তাই সবার উচিৎ এদেরকে ভয়কট করা।।
সহমত
Yes
আইনজীবী,,,,,,আপাকে ধন্যবাদ
ভোক্তা অধিকার কে ধন্যবাদ
আমি যদি জানতাম আপনি আইনজীবী তাহলে খারাপ কাপড় দিতাম না😡😡😡
এ কথাই কি বোঝা যাচ্ছে? তার মানে যারা সাধারণ ক্রেতা তাদেরকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। এতো সুন্দর করে কথা বলছে আর আইন জানে না এটা বিশ্বাসযোগ্য কথা নয়।
আমাদের দেশে ৯৯% ব্যবসায়ীরা ক্রেতা এবং সরকারকে বিভিন্ন ভাবে ঠকাচ্ছে। এদের সঠিক ব্যবস্থা নিতে হবে।
এখন এমন ভাবে কথাবলে মনেহয় কিছু যানে না,এ মহিলা হলো দেশে সবচেয়ে টাউট ব্যবসায়ি না-হয় ৪ বছরে এতো টাকার মালিক কি করে হয় এখন সংবাদিকের দোষ স্টাফের দোষ, ডিজি সাহেবকে ধন্যবাদ এ বেয়াদব কে একটা উপদেশ দেওয়ার জন্য সেটাহলো আসিল লাইভ না করার জন্য এ বেয়াদবের এসব ভিডিও দেখে ছোট ছোট বাচ্চারা ও সিখতেছে,সবচে বড়ো কথা হলো সন্মানিত মা বোনেরা এ বেয়াদবের এসব নোংরা ভিডিও দেখেও কি করে এর জিনিস পএ কিনতে রুচিতে দেয় আল্লাহ সবার বুঝ দান করুন।
কত মিনিটে বলেছে এই কথাটা?
@@Organicdeshibazar২১:০০-২১:২০ মিনিটে এই টপিকে উনি কথা বলেন, কিন্তু উনি বলেছে একটা বিষয় আর এই লোক কমেন্ট করেছে পুরাই আরেকটা বিষয় এভাবে বিচার বিবেচনা ছাড়া আবোলতাবোল বলার মানেই হয়না।
@bipulroy6524 আপনি পুরো ভিডিও টা দেখেছেন? কত মিনিটে এই কথা বলেছে একটু বলে দেন তো? আমি পুরো ভিডিও টা দেখে তো আপনার কথা মিলাতে পারলাম না😑🤨
Right 👍
খুবই ভাল লাগল দ্রুত নিস্পতির জন্য এবং চোর কে জনসম্মুক্ষে আনার জন্য
আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে প্রতিবাদ করে সাধারণ মানুষ গুলার মানে উপকারিতা আসছে উনাদের মত বড় বড় প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা অনলাইনে এগুলো দেখায় আমাদেরকে ঠকায় বুঝতে পেরেছেন যাক আপনাকে অনেক ধন্যবাদ যে এটার প্রতিবাদ করতে পারছেন
দারাজের বিরুদ্ধে অভিজান চালানোর অনুরোধ জানাচ্ছি ভক্তা অধিদপ্তরকে।
আমি একমত
দারাজ কে বয়কট করা হোক
দারাজ টা কি???
@@Unice-g4cআপনি কোন দেশের
India
@@Unice-g4c Daraz akti shopping platform.
ভোক্তা অধিকারের মহাপরিচালক সাহেব কে ধন্যবাদ আপনার কথাগুলো খুব ভালো লেগেছে মাশাল্লাহ ধন্যবাদ আপনাকে আবারো
ভুক্তা অধিকার কে অসংখ্য ধন্যবাদ।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালকের এমন উদ্যোগকে স্বাগতম জানাই, আর আশা করি টনি তার আচরণে পরিবর্তন আনবেন।
ধন্যবাদ স্যার অনেক ভালো উদ্যোগ, সকল অসাধু ব্যবসায়ী কে জবাবদিহিতার আওতায় আনা উচিত, বিশেষ করে যারা খাদ্যে ভেজাল দিচ্ছে এবং বাংলাদেশের মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে
টনি আজকে বিড়ালের মত।
ai টনি Kanki magi Kub Karap. V e r y B ...a d .... dora pore akon বিড়ালের মত hoishe. dont believ.e whatever she said...here today
😂 thamen fb te ase abr gali diya suru korbe 😂
Right
মিউ মিউ 😸😸😸😹😄
Right 👍 right
গ্রাহক বোনটার জন্য অনেক অনেক দোয়া রইল অন্যায়ের প্রতিবাদ করার জন্য।
আড়ং এ কাপড় ও স্বর্ণের দাম অনেক বেশি নিচ্ছে।ভোক্তা অধিদপ্তর কে আড়ংয়ের তল্লাশি নেয়ার অনুরোধ করা হল। ধন্যবাদ।
ঠিক বলছেন
আড়ং এর ব্যপারে অনেক অভিযোগ আছে। তবে প্রমাণ সাপেক্ষে সুনির্দিষ্টভাবে অভিযোগ করতে হবে।
Arong to gola kata dakat..
কিভাবে সামান্য হাতের কাজের পাঞ্জাবি ৮ থেকে ২০ হাজার টাকা হয়? অথচ সেই কর্মী পায় হাতে গোনা খুবই কম সংখ্যক টাকা। ডিম এর দাম প্রতি দিন বাড়ে, এগুলো নিয়ে কে কাজ করবে?
Plz survey on Aarong & Daraz
অনেক ভাল লেগেছে । আমার দেশ হবে সোনার বাংলাদেশ । জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।
স্যার দারাজ কে ধরার অনুরোধ সবিনয় অনুরোধ জানাচ্ছি।
ঠিকই
বগল দেখে কাপড় বিক্রি করা এসব প্রতারককে
আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা উচিত।
Right
😅😅😅😅
এই মেয়েটিকে একটু পর্দার সাথে শত ভাবে ব্যবসা করতে বলেন সার ধন্যবাদ।
R8
😂
খুব সুন্দর একটা অনুষ্ঠান দেখলাম । বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম পরিচালনাকারি সহকারী পরিচালক জনাব আব্দুল জব্বার মণ্ডলকে অশেষ ধন্যবাদ । আমরা ভোক্তারা নানাভাবেই প্রতারিত হচ্ছি হয় দামে নয় পণ্যে ! এর যে এত সুন্দর সমাধান হতে পারে তা জানাই ছিল না । আপনাদের এই অসাধারণ কার্যক্রম অব্যাহত থাক ।
অভিযোগ করায় এডভোকেট আপাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ভক্তাদের সঙ্গে জেন কোন পটিষ্ঠান পতারনা করতে সাহস না পায়।
এভাবে অনেক প্রতিষ্ঠান মানুষকে ঠকাচ্ছে তাই ভোক্তা অধিদপ্তরকে অনুরোধ করবো এই ধরনের প্রতিষ্ঠান গুলো তল্লাশি করবেন।
তনির অশ্লীল উপস্থাপনের বিষয়ে দৃষ্টি আকর্ষন করায় অধিদপ্তরের মহা পরিচালককে অনেক ধন্যবাদ
রাইট 😊
এই মেয়েটা স্পষ্ট ভাষী সে অশ্লীল বাক্য ব্যবহার করে শুধু তাদের ক্ষেত্রে যারা কমেন্টে অকারণে তাকে টার্গেট করে বিভিন্ন বাজে মন্তব্য করে ্ধ।
@@maksudaakter5204aha ato valo lok kivabe dhora khelo kosto
সেলুট এই আইনজীবী আপাকে। তবে কেনো যেনো মনে হচ্ছে উনি আইনজীবী না হয়ে যদি সাধারন মানুষ হতো তাহলে এই ব্যাপারটা ভোক্তা অধিকারো এত গুরুত্ব সহকারে দেখতোনা।
আমি নিজে অভিযোগ করছি ভাই ১ বছর আগে এখনো কোনো খবর নাই
@@Its-khokon-broএগুলো দালাল ছাড়া কিছুই না।তানা হইলে আড়ং,রয়েল মালাবার এদের মত company না ধরে ছোট ব্যবসায়ীদের কেন ধর?
হুম রাইট
√
আমাদের মতন বুক্তা হলে পাত্তাও পাইত না
এত সুন্দর আর মার্জিত অনুষ্ঠান কখনো ও দেখি নাই। আর এত সুন্দর ভাষা ও সাবলীল আলাপচারিতা ওনাদের সত্যি ই প্রশংসার দাবিদার,, এত সুন্দর অনুষ্ঠান মুগ্ধ হয়ে গেছিশ্রদ্ধা রইল ওনাদের প্রতি
ম্যাডামকে ধন্যবাদ।প্রতিবাদ করতে হবে।না হলে অনলাইন ব্যাবসা বন্ধ করা হোক
আমরা আস্বস্ত হলাম ভোক্তা অধিদপ্তরের প্রতি
শালীনতা শিক্ষা দেওয়ার জন্য ডিজি মহোদয়কে ধন্যবাদ
ধন্যবাদ আপনাকে এডভোকেট আপা কে, এবং অধিদপ্তর কে
সাবাস ভোক্তা অধিকার অধিদপ্তরকে। আমরা ভোক্তারা চাই আপনারা এভাবেই আপোষহীন ভাবে কাজ চালিয়ে যান
বগল দেখিয়ে যারা প্রডাক্ট বিক্রি করে তাদের শাস্তি চাই। ভোক্তা অধিকারের মাদ্যমে।
রাইট
বগল দেখায় আপনারা দেখেন কেন। আপনারা এতো ভালো
sohomot
ঠিক
একজন উদ্যোক্তার জন্য সবসময়ই শুভ কামনা❤❤❤❤❤❤❤❤❤
একটি প্রডাক্টের জন্য এতো বড় একশন,বাহ সুপার, জনগন চাইবে এভাবে আমাদের পাশে থাকবেন ভোকতা অধিকার ।
দালালদের শরীর একদম জ্বলে যাচ্ছে যে 😉😅🤣😂
একটার দাম ওও ১০ হাজার এর উপর নেয়।।।। তাহলে তিনটার দাম কত হবে বলেন।।।। উনি ৩ টা জামা নিয়েছেন।।।।। আর এই তনির সব প্রডাক্ট এর দাম অনেক বেশি।।।।
অনেক অনেক ধন্যবাদ ভক্ত অধিকার পরিচালক এবং সবাইকে বলবো আমাদের কল্যাণের জন্য করেছি আমি অনেক আনন্দিত
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কে অনেক ধন্যবাদ এধরনের ব্যবস্থা করার জন্য এবং সবাইকে এরকম কমপ্লেন তৈরি করার প্রচারণা করার জন্য সবার প্রতি নির্দেশনা রইল।
আড়ং,দারাজ,সপ্ন মোবাইল, ফ্রিজের দোকান গুলো তে অভিযান চালান
আব্দুল জব্বার মন্ডল স্যার,উনি নিজেই আড়ং থেকে কেনা কাটা করেন।
Rabeya akter আপু,আপনার হয়তো আড়ং সম্পকেং ধারনা নাই। ধারনা নিয়ে নিবেন। ধন্যবাদ
তুমি এক এক করে সব প্রতিষ্ঠানের নাম লিখে দিলে তোমার কি কোন প্রতিষ্ঠান আছে সেটা বলো তোমার প্রতিষ্ঠানে আগে যাওয়া হবে
এদেশে থাকতে হলে হাজারো সমস্যা নিয়ে থাকতে হবে!
২ দিন পরেই এসব অভিযান শেষ!
Laj nai hailar ar laj nai jeler...
Tik temoni nei customer
Eder boykot korlei... Ar kothao jaoya lagbe na.
Kintu tar korbe na.... Sadu ra depend korbe onnno kar upor
sohomot
মাশাল্লাহ বাংলাদেশ এভাবেই এগিয়ে যাক।🌹🌹সব ক্ষেত্রেই আমরা একটা দূর্নীতি মুক্ত বাংলাদেশ চাই ❤️❤️❤️
ভোক্তা অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ জাতির সামনে এই বিচারকার্য এত সুন্দর ভাবে উপস্হাপন করার জন্য।
ভুক্তা অধিদপ্তর কে অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকার জন্য।
বাংলাদেশের প্রত্যেক টা বিচার যদি এভাবে জনগনের সামনে করা হতো, এই দেশ অনেক এগিয়ে যেতো। ভোক্তা অধিকারের মহা পরিচালক সহ এখানের সবাই অনেক জ্ঞানী সম্মানি এবং দেশ দেশের মানুষ আশা ভরসার জায়গা। এভাবেই আপনাদের দিকে দেশের মানুষ ভালোবাসা সম্মান দিয়ে যাবে ভালো কাজের। এটা আপনাদের প্রাপ্তি। অনলাইনে এখন অনেকেই আছেন সত্যিই এই ভ্যাজাল বাজারে ভালো পন্য বিক্রি করে জনগনের আস্থাশীল হয়ে যাচ্ছে। মানুষের পন্য দরকার সেই সাথে বিশ্বাসী হলে সেই এগিয়ে যাবে।
আড়ং এ এবার ঈদে দেখে এসেছি একটা সিল্কের জামার দাম ২৬হাজারেরও বেশি।আর শাড়ীগুলাতে আর কথাই রাখেনা।আমরা চাই আড়ং এর মধ্যেও যেন ভোক্তা অধিকার তল্লাসি চালায়। এতে সাধারন মানষেরা উপকৃত হবে।
সাধারন মানুষের ও বিচার চাই। কেনো তারা আড়ং এ যান!
বাইরের দেশে গুচ্চির মত ব্র্যান্ড একটা ব্যাগ নিয়ে থাকে ২০০০ ডলার। যা বাংলাদেশের ২ লক্ষ টাকা। যে ব্যাগ বানাতে তাদের ১০০ ডলার ও খরচ হয়নি। কিন্তু এত দাম কেনো জানেন? এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।
ঠিক তেমনই আড়ং বাংলাদেশের ১ নং ব্র্যান্ড। বাইরেও এটার বেশ সুনাম আছে। তাদের প্রাইস তারা বেশি দিবেই। কিছুই করার নেই আপনার। যাদের সামার্থ আছে তারা ২৬ হাজারের জামা ১ লাখ দিয়েও কিনবে। আরং এর দাম দিয়ে অনেক মামলা হয়েছে। কিন্তু লাভ হয়নি। এখানে আসলে কিছু করার ও নেই। তাদের ব্র্যান্ড ভ্যলু আছে তারা দাম দিবে।
গুচ্চির মত বাইরের দেশের বিভিন্ন ব্র্যান্ডের একটা ব্যাগের দাম ২০০০ ডলার। যেটায় তাদের অভারওল কস্ট গিয়েছে ৫০০ ডলার। কিন্তু এত দাম কেনো জানেন? এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।
ঠিক তেমনই আড়ং অনেক বড় একটা ব্র্যান্ড বাংলাদেশ এর। তাদের ব্র্যান্ড ভ্যালু থাকবে এটাই স্বাভাবিক।
আড়ং নিয়ে অনেক মামলা হয়েছে। কিন্তু কিছুই হয়নি। কারণ তাদের পুরোপুরি রাইট আছে তাদের প্রডাক্ট এর দাম তারা কত দিবে।
এখন যাদের পয়সা আছে তারা ২৬ হাজারের টাকা জামা ১ লাখ দিয়েও কিনতে পারবে। আমাদের মত মধ্যবিত্ত দের কিছুই করার নেই।
গুচ্চির মত বাইরের দেশের বিভিন্ন ব্র্যান্ডের একটা ব্যাগের দাম ২০০০ ডলার। যেটায় তাদের অভারওল কস্ট গিয়েছে ৫০০ ডলার। কিন্তু এত দাম কেনো জানেন? এটাকে বলে ব্র্যান্ড ভ্যালু।
ঠিক তেমনই আড়ং অনেক বড় একটা ব্র্যান্ড বাংলাদেশ এর। তাদের ব্র্যান্ড ভ্যালু থাকবে এটাই স্বাভাবিক।
আড়ং নিয়ে অনেক মামলা হয়েছে। কিন্তু কিছুই হয়নি। কারণ তাদের পুরোপুরি রাইট আছে তাদের প্রডাক্ট এর দাম তারা কত দিবে।
এখন যাদের পয়সা আছে তারা ২৬ হাজারের টাকা জামা ১ লাখ দিয়েও কিনতে পারবে। আমাদের মত মধ্যবিত্ত দের কিছুই করার নেই।
Complaint korte hobe.. Then tara bebostha nite parbe
দারাজ এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক
ঠিক দারাজ এর প্রতারনা এর থেকেও বেশি তল্লাশি চাই
টিনির ঠোঁটে ভললা কামরাইছে😂
সার্বিক বিষয়ে সঠিক দিকনির্দেশনা ও এত গুরুত্বপূর্ণ একটি আয়োজন অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অসংখ্য ধন্যবাদ
ভোক্তা অধিকার কর্মকর্তা ম্যাজিস্ট্রেট সারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য
আলোচনাটা সুন্দর হয়েছে।
কোন প্রতিষ্ঠান গড়তে মেধা ও পরিশ্রম প্রয়োজন হয়। সেটাকে সমুন্নত করার জন্য সততার বিকল্প নাই!
আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি॥
অভিযোগকারী এবং ভোক্তাকে অনেক ধন্যবাদ এমন সাহসিকতা দেখানোর জন্য এভাবেই সকলকে এগিয়ে আসা উচিত
ভোক্তা অধিদপ্তর স্যারদেরকে অভিনন্দন জানাই এইসব অবৈধ ব্যবসায়ীদেরকে কঠোর আইনের আওতায় আনা হোক এদের কারণে বাংলাদেশের দ্রব্যমূল্য দাম বেড়েছে
আমি ভোক্তা অধিকারের স্যারদেরকে স্যালুট জানাই তারা এই বিষয়টাকে এত সুন্দর ভাবে হ্যান্ডেল করেছে এবং একজন ভোক্তাকে এত সুন্দরভাবে ন্যায্য বিচার পাইয়ে দেয়ার জন্য । আপনাদের উপর বক্তাদের শ্রদ্ধা বেড়ে গেল। থ্যাঙ্ক ইউ স্যার আপনাদের সবাইকে ❤❤❤❤❤
এই মহিলা সব বুঝে শুনেই দুই নম্বরি ব্যাবসা করে । জরিমানা পরিমাণ আরো বেশি হওয়া উচিত ছিল ।
Thik bolsen
r8
একদম সত্যি বলছেন
আমি ধরা খাইছি অনলাইনে কিনে
অনেক ধন্যবাদ এই ধরনের একটি সচেতনতা মূলক অনুষ্ঠানের জন্য।
অতিরিক্ত বাড়া ভালো না,এটা ওর হাতের কামাই।
ও অপরাধী! লজ্জা, লজ্জা! আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুন!
Right
ঠিক আছে, খুবই ভালো অনুষ্টান। উচিত শাস্তি,লজ্জা থাকা দরকার।
টনির অশ্লীল কথা বার্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার
ওনার অশ্লীল কথা জন্য আমরাই দাই,সে একজন বৃদ্ধ লোক কে বিয়ে করেছে সেই জন্য কি তার লাইভে গিয়ে আজেবাজে কথা বলা আমাদের ঠিক ভাই ,সবার আগে আমাদের ঠিক হতে হবে,
তনি তো উচিত জবাব দেয়,,,
Oocyte bollei,dos Kew baje comment korben na,tahole mukh kharap korbena
ওনি কি নিজে উচিত পথে চলে@@farhajvlogshorts
Right
টনি কে শাস্তি আওতায় আনা হোক
অবশ্যই
একমত