কেদার যাত্রা অনেক শুনেছি ভিডিও দেখেছি কিন্তু এত সুন্দর ভাবে দেখতে ও বুঝতে সুবিধা হয়নি, খুব ভালো লাগলো। জয়কেদারনাথ। আমরাও ২৩ সালে যাচ্ছি আপনাদের সকলের শুভকামনা চাই
জয় কেদারনাথ 🙏🙏🙏। প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে হলে তার রূপ দেখতে হলে কষ্ট করে হেঁটে উঠলে সত্যি আসল কিছু দেখা যায়। যার আনন্দ অন্য কিছুতে নেই। সত্যি অসাধারণ অভিজ্ঞত্তা জয় কেদারনাথ।
@@thebonggtraveller December to march Kedarnath temple is closed. But I want to go in January. Can I go in January? Will the room be available at this time in kedarnath? How to get permission to travel in January?
Ami apnar vedio ta dekhlam ...apni ato sundar bhabe bujhiyechhen ...kintu apnar sathe ektu kotha bolbo kedarnath er bepar a...plz connect ki kore korbo apnar sathe
নমস্কার 🙏। যদি আপনি জানতে চেয়ে থাকেন যে, হরিদ্বার থেকে কেদারনাথ পর্যন্ত যাত্রার খরচ তাহলে বলি -- হরিদ্বার থেকে সোনপ্রয়গ বাস ভাড়া ৯০০ টাকা, sonproyag থেকে গৌড়িকুণ্ড শেয়ার টেক্সী ৫০ টাকা, গৌরিকুণ্ড থেকে কেদারনাথ পায়ে হাঁটা পথ। আর যদি জানতে চান যে , হরিদ্বার থেকে হরিদ্বার সমগ্র কেদারনাথ যাত্রার মাথা পিছু কত খরচ হতে পারে তাহলে বলি সাধারণ খাবার খেয়ে, বাস এ যাত্রা করে এবং ডরমেটরি তে থেকে মোটামুটি ৮০০০ টাকা খরচ হয়। * সিজন অনুযায়ী খরচ ওঠানামা করে। ধন্যবাদ 🙏🙏🙏🙏
শুধু মাত্র যদি ড্রপ করে চলে আসে তাহলে ভাড়া অনেক টাই বেশি লাগে, কারণ ওনারা যাতায়াত পুরোটার ভাড়া নিয়ে নেয়. যেহেতু খালি গাড়ি ফিরে আসবে। সাধারণত শুধু ড্রপ এর ভাড়া হরিদ্বার থেকে সনপ্রয়গ 7000 থেকে 10000 নিয়ে থাকে। সিজিন অনুযায়ী ওঠানামা করে। ধন্যবাদ 🙏
@@sumonkumar5386 যদি নিজস্ব গাড়ি করো তাহলে, পুরো ট্যুর এর জন্যে করলে কম খরচ হবে। আর যদি তা না করো তাহলে গভর্মেন্ট বাস আর প্রাইভেট বাসে করেও যাত্রা করতে পারো তাতে খরচ অনেক টাই কম হবে। শুধু একটাই বলবো সবসময় একদম ভোরের বাসে ওঠার চেষ্টা কোরো।🙏
গভ্নমেন্ট এর হোটেল এ নিজস্ব লকার আছে। ওনারা ব্যাগ পিছু 50 টাকা নিয়ে থাকেন। ওখানে রেখে গিয়াছিলাম। অন্যান্য হোটেলের সাথেও লকার এর ব্যাবস্থা আছে। আমরা সকাল 5 টায় হাঁটা শুরু করেছিলাম, মন্দিরে পৌঁছেছিলাম দুপুর ৩.৩০ এ। এক দিনেই হেঁটে ওঠা তারপরদিন হেঁটে নাবা এবং সোনপ্রয়াগ থেকে গাড়ি করে উখীমঠ, সেখান থেকে তুংনাথ যাত্রা পরদিনই। তার সম্পূর্ণ তথ্য ভিডিও আসছে পরের ভিডিও তে। ধন্যবাদ 🙏
@@thebonggtraveller Ami Kedarnath ar Badrinath solo trip korbo kolkata thaka , ata koto din a complete kora jata pare ar total costing approx koto porba ?
প্রথম দিন ট্রেন দ্বিতীয়দিন হরিদ্বার - রাত্রিবাস ভারত সেবাশ্রম 500ঘর ভাড়া। তৃতীয় দিন - বাস এ শনপ্রয়াগ। বাস ভাড়া 800 Sonproyag থেকে গৌড়িকুন্ড শেয়ার গাড়ি ভাড়া 50। Gourikund রাত্রিবাস ড্রমেটরি 400 চতুর্থ দিন - পায়ে হেঁটে কেদারনাথ। রাত্রি বাস কেদারনাথ। GMVN টেন্ট মাথাপিছু 400টাকা পঞ্চম দিন - ভোরে পুজো দিয়ে ,পায়ে হেঁটে gorikund. সেখান থেকে সনপ্রয়াগ। রাত্রিবাস sonproyag এ। ডরমেটরি 300- 400 পেয়েজাবেন। ষষ্ঠ দিন - ভোরে বাস ধরে bodrinath। রাত্রিবাস ভারত সেবাশ্রম, ডরমেটরি 150 টাকা। সপ্তমদিন - ভোরে পুজো দিয়ে মানা গ্রাম ঘুরে আসুন। রাত্রিবাস bodrinath এ। অষ্টমদিন - ভোরের 5 tar বাস ধরে হরিদ্বার। রাতের ট্রেন এ কলকাতা ফিরতে পারেন। *খাবারের খরচা নিজের মত *কেদারনাথ এ সারাদিন খাওয়া বাবদ 600 টাকা ধরে চলবেন। ওখানে খাবারের অনেক দাম। নিজের কাছে ড্রাইফ্রুট রাখুন ।
@@amitparui673 kedarnath mondir er pase thakar hotel ta ager theke booking kore rakhte paren.. karon ai opening er somoy vir ta onek besi hoy. Baki ar kothao na korleo asubidha nei. 🙏
না! আগরতলা থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই দেরাদুন এর জন্যে। আপনাকে নয়, আগরতলা - কলকাতা - দেরাদুন অথবা আগরতলা - দিল্লি - দেরাদুন এই ব্রেক জার্নি করতে হবে। ধন্যবাদ 🙏
Haridwar - kedarnath - Haridwar per head 7k -8k maximum. Depends kore ki vabe jaben... Bus a gele 7k tei hoye jabe. Ar gourikund a dormetori te thakle aro Kom a hoye jabe.
No direct trains available between the entered station. Apnake katihar rail station theke prothome Patna , Gorakhpur, Gonda jn, lakhnow nr ai station a aste hobe. Then akhan theke apni Haridwar, Rishikesh er train peye jaben. 🙏 All trains details available in IRCTC railway application. Thank you 🙏
@@priyotoshkumarghosh7665 Dada gourikund er Bharat sevashram 2013 te jole vese gache. Akhon sitapur a new toiri ho66e. Ar kedarnath eo. Gourikund a GMVN er room book korte paren.
দাদা খুব সুন্দর লাগলো ভিডিও টা♥️ একটা questions আছে,, সনপ্রয়াগ থেকে বদ্রিনাথ যাবার bus বা share taxi শেষ কোটায় পাওয়া যাবে, যদি জানা থাকে বললে খুব ভালো হয়।।
সনপ্রয়াগ থেকে বদ্রিনাথ মঠ এর দূরত্ব ২২৫ কিলোমিটার। তাই যদি বাস এ করে বদ্রীনাথ যেতে চাও তো, যেদিন তুমি হেঁটে নামবে সেই দিন সনপ্রয়াগে থেকে গিয়ে পরদিন ভোর 5 টার বাস ধরে বদ্রীনাথ চলে এসো। আর যদি বেলা 12 টার মধ্যে কেদারনাথ থেকে সনপ্রযাগ এ পৌঁছে যাও তাহলে সেই দিন শেয়ার গাড়িতে করে বদ্রিনথ এর উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারো। রাস্তাটি প্রায় পুরোটাই ধস প্রবন তাই দিনের বেলা যাত্রা করা ভালো। ধন্যবাদ 🙏❤️
যখন ভরা বর্ষা কাল.. অর্থাৎ জুন মাসে শেষ সপ্তাহ থেকে জুলাই মাস। আর একদম শেষে যখন মন্দির এর কপাট বন্ধ হয়, ভাই ফোটার আগে আগে.. এই সময় তুলনা মূলক কম খরচ হয়।🙏
অগাস্ট এর 15 তারিখ এর পর থেকে ভাইফোঁটা পর্যন্ত আবহাওয়া খুব ভালো থাকে। আকাশ পরিষ্কার পাবেন। এর পর গারোয়াল পর্বতের আবহাওয়া কখন পরিবর্তন হয়ে যাবে সেটা আগের থেকে বলা সম্ভব নয়। তবে ওই সময় সাধারণত খুব ভালো আবহাওয়া থাকে।🙏
Dada bolchi j Gari book kore haridwar to Sonprayag 5jon gele ki dhoroner gari book korte hobe, r haridwar station er kache kotha theke gari book korte hobe r vara kemon porbe August mas a apnar jana thakle kindly bolben
শুধু যদি গাড়ি ড্রপ করে চলে আসে তাহলে গাড়ির খরচ বেশি পড়বে। আপনার সমস্ত ভ্রমণ পরিকল্পনা আর জন্যে প্রাইভেট গাড়ি বুক করতে পারেন, সে ক্ষেত্রে অনেক টাই কম খরচ হবে। পঙ্কজ শর্মা , ঈগল ট্রাভেল। মোবাইল নাম্বার 09412999679 যোগাযোগ করে নিতে পারেন, ভালো মানুষ সঠিক ভাড়া নেয়। আমি ওনাকে প্রমোট করছিনা🙏 আমি ওনার গাড়িতেই ভ্রমন করেছিলাম তাই জানালাম।
Dada 1/10/22 jete gele koto din age tickit booking korte hobe....Amra jodi online booking na kore okhane giye nijeder document niye giye jodi registration kore ni tahole hobe ki.registretion charges koto lage
৪ মাস আগের থেকে ট্রেন এর টিকিট বুক করা যায়। অক্টোবর মাসে গেলে কোনো আগাম বুকিং এর দরকার নেই সব সুলভ মূল্যে পেয়ে যাবে। আর এক্ষণ কোনরকম আগাম রেজিস্ট্রেশন করার দরকার নেই। সহজ ভাষায় এক্ষণ রেজিস্ট্রেশন উত্তরাখণ্ড সরকার তুলে দিয়েছে। নিঃ সংকোচে মহাদেবের কাছে ঘুরে এসো। আর যদি কিছু জানার থাকে জানিও। ধন্যবাদ 🙏🙏🙏
December to march Kedarnath temple is closed. But I want to go in January. Can I go in January? Will the room be available at this time in kedarnath? How to get permission to travel in January?
@@ajaymaity2186 Return train ticket Hwh to HW 1320 Haridwar 1 night stay 500 Next Day bus 700, and gourikund dormetori 500 Next day kedarnath trakin. Night stay kedarnath maximum 1000 ner head Next Day return to gourikund. And night stay 500 Next Day morning return to Haridwar bus ticket 700 Same day return by train haridwar to Howrah. 🙏 Total travel cost maximum 5500 Fooding cost 4 days 1500 Thank you 🙏
দাদা আমি বাংলাদেশ থেকে কেদারনাথ যেতে চাচ্ছি,,, ওখানে কি আমাকে যেতে পারমিশন দেবে,,,আর আমার কেদারনাথ যেতে কি কি ডকুমেন্ট লাগবে,,, আর শোনপ্রয়গে আমার কি কি ডকুমেন্ট লাগবে এটা যদি আমাকে বলতেন আমার খুব উপকার হতো দাদা,,,,
উত্তরাখণ্ড সরকার কেদারনাথ যাত্রায় কোনো রকম বাধ্য বাধকতা রাখেনি। সকলের প্রবেশ এখানে প্রযোজ্য। শুধু আপনি নিজের কাছে আপনার ও পরিবারের সকলের অরিজিনাল I D প্রুফ রাখবেন। সাথে পাসপোর্ট থাকলেও ভালো। তার কারণ হোটেল বা রাত্রিবাস আপনাদের সুবিধা হবে। এখন কোনরকম কোভিড বিধি নেই। ধন্যবাদ 🙏
Khub bhalo laglo dada
অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏❤️
কেদার যাত্রা অনেক শুনেছি ভিডিও দেখেছি কিন্তু এত সুন্দর ভাবে দেখতে ও বুঝতে সুবিধা হয়নি, খুব ভালো লাগলো। জয়কেদারনাথ। আমরাও ২৩ সালে যাচ্ছি আপনাদের সকলের শুভকামনা চাই
অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
আমাদের পরিবারের শুভ কামনা রইলো আপনাদের সাথে... 🙏 খুব ভালো ভাবে দর্শন পাবেন সকলে..
জয় কেদার..
Jabo
Asadharan Bakul. Tomar commentary eto sundar je protyeke video ta shesh porjyonto dekhte baddhyo hobe.
ধন্যবাদ 🙏🙏🙏❤️❤️❤️
Vdo ta khb sundr bniyechs.... R ktha gulo hrt touch kreche...
😀😀❤️❤️❤️
যদিও ভিডিওটা অনেক দিন পর পেয়েছি কিন্তু খুব ভালো লাগলো। দেখে ইচ্ছের মনোভাব আরো বেশি বেড়ে গেল।
অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
Durdanto
Kono katha hobe na❤❤
Ami ei ato din pore dekhte suru krlm tomar vdo gulo👍
Thank you so much Didi🙏❤️
Khub bhalo laglo bhai .. 😃 Amaro jawar besh ichha ,, Kedarnath r Badrinath 2 toi ..
Life a akbar obosowi ghure asis.. ❤️
Excellent Excellent Excellent
খুব সুন্দর লাগল। তোমার বিবরণের মাধ্যমে তোমাদের অভিজ্ঞতা অনুভব করার চেষ্টা করছি।
খুব সুন্দর লাগলো । তোমাদের দেখে আমার কেদারনাথ ইচ্ছেটা আরো বেশি বেরে গেলো
ধন্যবাদ 🙏 ❤️
খুব সুন্দর করে ভিডিও করেছো, তোমাদের জন্য কেদারনাথ দেখতে পেলাম। 🙏🙏🙏🌱🌿
ধন্যবাদ 🙏🙏
Khub valo laglo re.egia jaaa pase achi
ধন্যবাদ ম্যাডাম ❤️❤️❤️
Amar dekha sera vlog... amazing.❤️
ধন্যবাদ বন্ধু ❤️❤️❤️
Khub bhalo hoyeche video ta thanks 😊,Jibone kokhono sujog hole akber jabo ❤️
ধন্যবাদ 🙏🙏🙏
অবশ্যই একবার মহাদেব এর দর্শন করে আসবেন।❤️
আমি কালকে কেদারনাথ যাচ্ছি। । মহাদেবের কৃপায় যেন আমার যাত্রায় কোনো ত্রুটি না ঘটে। আপনারাও আশীর্বাদ করুন যেন আমার যাত্রা সফল হয়। ❤😊
ঈশ্বরের আশীর্বাদ এ সফল ভাবে তাঁর দর্শন পাবেন এটি কামনা করি..। আপনার যাত্রা শুভ হোক 🙏
দাদা আমিও যাচ্ছি ১১ তারিক 🙏❤️
@@ritishdas6664 হর হর মহাদেব.. 🙏 সুস্থ ভাবে ঘুরে এসো। তোমাদের যাত্রা শুভ হোক 🙏
BAL6I KATA TAKA KARCHA HAYE6E 🥺💖
@@sayanbarman8494 only kedarnath 8k. Amar onek boro tour chilo.
Om Namah Shivay 🙏🙏🙏🙏Jai HaraGouri🙏🙏🙏🙏
Har har Mahadev ❤️🙏
Khub vlo laglo dada Tmr video tey ordek Gora Hoagelo R ordek ta October e giya Gure asbo 🥰
বাহ্, খুব ভালো খবর.. ভালো ভাবে ঘুরে আয়, শুভ কামনা রইলো। সুস্থ থাকিস ভালো থাকিস।❤️❤️❤️
@@thebonggtraveller Ha dada
Ashadharon hoyeche ❣️❤️ agiye cholo....ank suvechha roilo vai❤️♥️♥️
ধন্যবাদ দাদা ❤️❤️❤️🙏
@@thebonggtraveller welcome vai ❤️❤️
Khub bhalo laglo re video ta. ❤️
ধন্যবাদ দিদি ❤️❤️🙏
জয় কেদারনাথ 🙏🙏🙏।
প্রকৃতিকে কাছ থেকে উপভোগ করতে হলে তার রূপ দেখতে হলে কষ্ট করে হেঁটে উঠলে সত্যি আসল কিছু দেখা যায়। যার আনন্দ অন্য কিছুতে নেই। সত্যি অসাধারণ অভিজ্ঞত্তা জয় কেদারনাথ।
Darun darun
Thank you ❤️
Oshadharon, kono kotha hobe na. Kono din gele tor guide niye jabo🥰🥰😍
Akdom... 👍
Dada ak2 driver er fn no r kedarnath er j hotel a 6la tar dtal dila khuv subidha hoto..
09412999679
pankaj sharma
Haridwar cab service er number.
Ar room details video te deowa ache dekhe neben 🙏
Dhonnobad 🙏
Got a lot of information. Waiting for another awesome informative video like this
❤️❤️❤️❤️
@@thebonggtraveller December to march Kedarnath temple is closed. But I want to go in January. Can I go in January? Will the room be available at this time in kedarnath? How to get permission to travel in January?
Kedarnath Temple is open from May to October. Kapat opens on Akshaya Tritiya in May and Kapat closes on Bhatraditiya in October।🙏
Darun Vai 👌🏼👌🏼👌🏼
Thank you boss ❤️
Ddaur laglo porer video er opekhai roilam❤️❤️
❤️❤️❤️
Sundor
🙏🏼
খুব সুন্দর লাগল।
22oct গিয়েছিলাম বাবার দর্শনে 😇।
এই অভিজ্ঞতা সারাজীবনের মনে রাখার স্মৃতি..
হর হর মহাদেব 🙏🙏🙏
Absolutely amazing. Keep it up bakul. Asa kori next trip amra eksathe jabo
Aahaaa ki sundor 😍❤️
Thank you madam ❤️
Sabas bhai
ধন্যবাদ স্যার.. ❤️❤️
khuub sundor 😍
❤️❤️❤️❤️😀
Awesome hoi6e....keep doing....🥰🥰🥰
😀❤️❤️
Osadharon vai❤️❤️❤️
Thank you Boss ❤️
Haridwar theke sonprayag Private car driver er phone number janale khub upokar hoy..Har Har Mahadev 🙏🏽🔱🙏🏽
09412999679
pankaj sharma
Haridwar cab service er number.
Dhonnobad 🙏
Har Har Mahadev 🙏🙏🙏
Oshadharon hoeche mesho keep going !!!! ❤️❤️
অনেক ভালোবাসা তোর জন্যে।
ভালো থাকিস ❤️
Sab somoy ki jaoya jabe
Bah😍
ধন্যবাদ 🙏🙏
Excellent
হর হর মহাদেব 🙏🙏🙏🙏🙏
হর হর মহাদেব 🙏🙏🙏
DADA LOVE YOU ❤️
Har har Mahadev 🙏🌺
Har har Mahadev ❤️🙏❤️
Background e gan ta khub valo use korechis
❤️❤️❤️
Dada kedernath ar offseason kokhon
ভাতৃদ্বিতিয়া থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত
এই সময় মন্দিরের কপাট বন্ধ থাকে।
Approx November 15 to May 15 close
Ami apnar vedio ta dekhlam ...apni ato sundar bhabe bujhiyechhen ...kintu apnar sathe ektu kotha bolbo kedarnath er bepar a...plz connect ki kore korbo apnar sathe
যদি ফেসবুক লিংক এ যোগাযোগ না করতে পারেন তারপর আমি কন্টাক্ট নম্বর দেবো🙏 আমাকে জানাবেন, ধন্যবাদ 🙏
Jay baba kedarnath Love you mahadev 😘😘
Dada tomar namebar ta paya jabe
@@s.sarkar6501 ki Help lagbe bolun...
Kedarnath jaite koto taka lagte pare
@@s.sarkar6501 only kedarnath Kolkata to Kolkata per person approximately maximum 7k lagbe.
Thanks dada
Amaka full details dita parben kedarnath ar badrinath tour ar jonno.
Ki rokom details chan bolun...
Well done!! 👍🔥
Ato sundar bhabe bojhano jny tnx bhai...bhai sudhu ekta question,,,haridwar theke kedarnath porjonto ekjoner koto kharcha hbe...plz ektu janao.
নমস্কার 🙏।
যদি আপনি জানতে চেয়ে থাকেন যে, হরিদ্বার থেকে কেদারনাথ পর্যন্ত যাত্রার খরচ তাহলে বলি --
হরিদ্বার থেকে সোনপ্রয়গ বাস ভাড়া ৯০০ টাকা, sonproyag থেকে গৌড়িকুণ্ড শেয়ার টেক্সী ৫০ টাকা, গৌরিকুণ্ড থেকে কেদারনাথ পায়ে হাঁটা পথ।
আর যদি জানতে চান যে , হরিদ্বার থেকে হরিদ্বার সমগ্র কেদারনাথ যাত্রার মাথা পিছু কত খরচ হতে পারে তাহলে বলি সাধারণ খাবার খেয়ে, বাস এ যাত্রা করে এবং ডরমেটরি তে থেকে মোটামুটি ৮০০০ টাকা খরচ হয়। * সিজন অনুযায়ী খরচ ওঠানামা করে।
ধন্যবাদ 🙏🙏🙏🙏
Bhai ank ank dhonnobad...apnar mato helpful manush sabai hoina..apnar sathe ektu kotha boltam ai kedarnath topic niye tai numbr ki pawa jbe
@@snjusen6494 বকুল সাধুখা নামে আমার ফেসবুক পেজ আছে সেখানে যোগাযোগ করুন আমি সাহায্য করছি। ডেসক্রিপশন এ লিংক আছে।🙏
Ami apnar ai nam a page khuje pachhina ,,,whatsap numbr thakle deben
@@snjusen6494 facebook.com/profile.php?id=100009654342936
Dada gari ta 1din er jonno vara koto nebe
শুধু মাত্র যদি ড্রপ করে চলে আসে তাহলে ভাড়া অনেক টাই বেশি লাগে, কারণ ওনারা যাতায়াত পুরোটার ভাড়া নিয়ে নেয়. যেহেতু খালি গাড়ি ফিরে আসবে। সাধারণত শুধু ড্রপ এর ভাড়া হরিদ্বার থেকে সনপ্রয়গ 7000 থেকে 10000 নিয়ে থাকে। সিজিন অনুযায়ী ওঠানামা করে। ধন্যবাদ 🙏
আমরা সেপ্টেম্বর এর 9 তারিখ যাবো
@@sumonkumar5386 যদি নিজস্ব গাড়ি করো তাহলে, পুরো ট্যুর এর জন্যে করলে কম খরচ হবে। আর যদি তা না করো তাহলে গভর্মেন্ট বাস আর প্রাইভেট বাসে করেও যাত্রা করতে পারো তাতে খরচ অনেক টাই কম হবে। শুধু একটাই বলবো সবসময় একদম ভোরের বাসে ওঠার চেষ্টা কোরো।🙏
@@thebonggtraveller tnx dada
bus stand a sob somay ticket available hobe
Bangladesh theke jete cai ...jawar onk iccha
অবশ্যই আসুন ঘুরে যান। খুব ভালো লাগবে.. স্বয়ং ঈশ্বরের স্থান 🙏
Ashirbad korben dada
খুব সহজ সরল বর্ণনা । ভালো লাগল । অতিরিক্ত luggage শোণনপ্রয়াগে রেখে গেলেন ? একদিনেই শোনপ্রয়াগ থেকে কেদার নাথ পৌঁছে গেলেন ?
গভ্নমেন্ট এর হোটেল এ নিজস্ব লকার আছে। ওনারা ব্যাগ পিছু 50 টাকা নিয়ে থাকেন। ওখানে রেখে গিয়াছিলাম। অন্যান্য হোটেলের সাথেও লকার এর ব্যাবস্থা আছে। আমরা সকাল 5 টায় হাঁটা শুরু করেছিলাম, মন্দিরে পৌঁছেছিলাম দুপুর ৩.৩০ এ। এক দিনেই হেঁটে ওঠা তারপরদিন হেঁটে নাবা এবং সোনপ্রয়াগ থেকে গাড়ি করে উখীমঠ, সেখান থেকে তুংনাথ যাত্রা পরদিনই। তার সম্পূর্ণ তথ্য ভিডিও আসছে পরের ভিডিও তে। ধন্যবাদ 🙏
খুব সুন্দর। ভালো লাগলো।
দাদা কোন কেমেরা বেবহার করেছেন?
প্রথমেই জানাই ধন্যবাদ 🙏
আমার কাছে ক্যামেরা নেই, সম্পূর্ণ ভিডিও টি আইফোন এ গৃহিত, এডিটিং এবং প্রকাশন।
Dada Bangladesh teke jabo registration er jonno ki ki document lagbe??
এই মুহূর্তে কোনরকম রেজিস্ট্রেশন লাগছেনা.. পূর্ণ স্বাধীনতায় দর্শন করে জান.. 🙏
🙏🙏🙏🙏
🙏🙏🙏
Excellent Bokul, keep going.
Kichu information amar lagbe, ami coming year 2023 ta jabo.
অবশ্যই... কী অনুসন্ধান লাগবে আমাকে জানাবেন।
ধন্যবাদ 🙏
@@thebonggtraveller Ami Kedarnath ar Badrinath solo trip korbo kolkata thaka , ata koto din a complete kora jata pare ar total costing approx koto porba ?
প্রথম দিন ট্রেন
দ্বিতীয়দিন হরিদ্বার - রাত্রিবাস ভারত সেবাশ্রম 500ঘর ভাড়া।
তৃতীয় দিন - বাস এ শনপ্রয়াগ। বাস ভাড়া 800
Sonproyag থেকে গৌড়িকুন্ড শেয়ার গাড়ি ভাড়া 50। Gourikund রাত্রিবাস ড্রমেটরি 400
চতুর্থ দিন - পায়ে হেঁটে কেদারনাথ। রাত্রি বাস কেদারনাথ। GMVN টেন্ট মাথাপিছু 400টাকা
পঞ্চম দিন - ভোরে পুজো দিয়ে ,পায়ে হেঁটে gorikund. সেখান থেকে সনপ্রয়াগ। রাত্রিবাস sonproyag এ। ডরমেটরি 300- 400 পেয়েজাবেন।
ষষ্ঠ দিন - ভোরে বাস ধরে bodrinath। রাত্রিবাস ভারত সেবাশ্রম, ডরমেটরি 150 টাকা।
সপ্তমদিন - ভোরে পুজো দিয়ে মানা গ্রাম ঘুরে আসুন। রাত্রিবাস bodrinath এ।
অষ্টমদিন - ভোরের 5 tar বাস ধরে হরিদ্বার। রাতের ট্রেন এ কলকাতা ফিরতে পারেন।
*খাবারের খরচা নিজের মত
*কেদারনাথ এ সারাদিন খাওয়া বাবদ 600 টাকা ধরে চলবেন। ওখানে খাবারের অনেক দাম। নিজের কাছে ড্রাইফ্রুট রাখুন ।
@@thebonggtraveller sir amra 2023 a may month a jachi kirokom khoroch hota para r aga thakta ki sabkichu booking korta hoba
@@amitparui673 kedarnath mondir er pase thakar hotel ta ager theke booking kore rakhte paren.. karon ai opening er somoy vir ta onek besi hoy. Baki ar kothao na korleo asubidha nei. 🙏
আগরতলা থেকে কি দেরাদুন এর ফ্লাইট আছে?
না! আগরতলা থেকে সরাসরি কোনো ফ্লাইট নেই দেরাদুন এর জন্যে।
আপনাকে নয়, আগরতলা - কলকাতা - দেরাদুন
অথবা
আগরতলা - দিল্লি - দেরাদুন
এই ব্রেক জার্নি করতে হবে।
ধন্যবাদ 🙏
Khub sundor laglo vai.... Keep it up ❤❤
ধন্যবাদ আপনাকে অনেক কিছু তথ্য সন্ধান দেওয়ার জন্য। 🙏😇
অসংখ্য ধন্যবাদ 🙏🙏🙏🙏❤️
Dada sob miliye matha pichu koto taka lagte pare, sob miliye total?
Haridwar - kedarnath - Haridwar per head 7k -8k maximum.
Depends kore ki vabe jaben...
Bus a gele 7k tei hoye jabe.
Ar gourikund a dormetori te thakle aro Kom a hoye jabe.
Sabbaashh
❤️❤️❤️
Katihar division railway theke kon train jai rishikesh?
No direct trains available between the entered station.
Apnake katihar rail station theke prothome Patna , Gorakhpur, Gonda jn, lakhnow nr ai station a aste hobe. Then akhan theke apni Haridwar, Rishikesh er train peye jaben. 🙏
All trains details available in IRCTC railway application.
Thank you 🙏
Sumo ba Bolero koto nebe bolte parben Dada??
4k per day.
কোন সময় যাবেন তার উপর ডিপেন্ড করছে।
@@thebonggtraveller August ar ses e dada...
Ha.. একটু দরাদরি করলে 4000 প্রতি দিন.. গাড়ি পেয়ে যাবে।
@@thebonggtraveller thank you 💐
09412999679 পঙ্কজ শর্মা..
আমি ওনার গাড়িতে গেছিলাম।🙏
ধন্যবাদ।
Dada private taxi haridwarer kotha theke pabo? আর খুব ভালো লাগলো ভিডিও টা ❤️
আমি আপনাকে কন্টাক দিয়ে দিচ্ছি...
09412999679 pankaj sharma
ধন্যবাদ দাদা ❤️
অসংখ্য ধন্যবাদ.. 🙏🙏
আরও কিছু ভ্রমণ সংক্রান্ত সাহায্য লাগলে জানাবেন।🙏
Kedarnath e stay r kono information ba contact details ?
Kedarnath Meerut Mandal and Mewar Sadan
Yatradham.org akhan theke sorasori booking korte parben. Achara onek hotel ache okhane giyao peyejaben. 🙏
@@thebonggtraveller Bharat sevashram Sangha gourikund e booking korar kono option ney online?
@@priyotoshkumarghosh7665 Dada gourikund er Bharat sevashram 2013 te jole vese gache. Akhon sitapur a new toiri ho66e. Ar kedarnath eo. Gourikund a GMVN er room book korte paren.
দাদা খুব সুন্দর লাগলো ভিডিও টা♥️
একটা questions আছে,, সনপ্রয়াগ থেকে বদ্রিনাথ যাবার bus বা share taxi শেষ কোটায় পাওয়া যাবে, যদি জানা থাকে বললে খুব ভালো হয়।।
সনপ্রয়াগ থেকে বদ্রিনাথ মঠ এর দূরত্ব ২২৫ কিলোমিটার। তাই যদি বাস এ করে বদ্রীনাথ যেতে চাও তো, যেদিন তুমি হেঁটে নামবে সেই দিন সনপ্রয়াগে থেকে গিয়ে পরদিন ভোর 5 টার বাস ধরে বদ্রীনাথ চলে এসো। আর যদি বেলা 12 টার মধ্যে কেদারনাথ থেকে সনপ্রযাগ এ পৌঁছে যাও তাহলে সেই দিন শেয়ার গাড়িতে করে বদ্রিনথ এর উদ্দেশ্যে বেরিয়ে পড়তে পারো। রাস্তাটি প্রায় পুরোটাই ধস প্রবন তাই দিনের বেলা যাত্রা করা ভালো। ধন্যবাদ 🙏❤️
Kedarnath temple er kache kothy stay niyechilen ? Tar booking kive ,kakhn korte hoi?
Video te complete details deowa ache.😊
দাদা অফ সিজন কখন ধরা হয়ে থাকে???
যখন ভরা বর্ষা কাল.. অর্থাৎ জুন মাসে শেষ সপ্তাহ থেকে জুলাই মাস। আর একদম শেষে যখন মন্দির এর কপাট বন্ধ হয়, ভাই ফোটার আগে আগে.. এই সময় তুলনা মূলক কম খরচ হয়।🙏
Dada ei Yatra date kobe chilo . . ?
Yatra date 8th May 2k22
Kopat open hoyechilo 5th May 2k22
August er 20tarikh jabo kedarnath...weather ki khub prblm hobe??
অগাস্ট এর 15 তারিখ এর পর থেকে ভাইফোঁটা পর্যন্ত আবহাওয়া খুব ভালো থাকে। আকাশ পরিষ্কার পাবেন। এর পর গারোয়াল পর্বতের আবহাওয়া কখন পরিবর্তন হয়ে যাবে সেটা আগের থেকে বলা সম্ভব নয়। তবে ওই সময় সাধারণত খুব ভালো আবহাওয়া থাকে।🙏
Tnq....apnar video theke onek information pelam
অনেক ধন্যবাদ আপনাকে.. 🙏
আরও কিছু ট্রাভেল সম্পর্কিত সাহায্য লাগলে আমাকে জানাবেন।🙏🙏🙏
Dada bolchi j Gari book kore haridwar to Sonprayag 5jon gele ki dhoroner gari book korte hobe, r haridwar station er kache kotha theke gari book korte hobe r vara kemon porbe August mas a apnar jana thakle kindly bolben
শুধু যদি গাড়ি ড্রপ করে চলে আসে তাহলে গাড়ির খরচ বেশি পড়বে। আপনার সমস্ত ভ্রমণ পরিকল্পনা আর জন্যে প্রাইভেট গাড়ি বুক করতে পারেন, সে ক্ষেত্রে অনেক টাই কম খরচ হবে।
পঙ্কজ শর্মা , ঈগল ট্রাভেল।
মোবাইল নাম্বার 09412999679
যোগাযোগ করে নিতে পারেন, ভালো মানুষ সঠিক ভাড়া নেয়। আমি ওনাকে প্রমোট করছিনা🙏 আমি ওনার গাড়িতেই ভ্রমন করেছিলাম তাই জানালাম।
Dada 1/10/22 jete gele koto din age tickit booking korte hobe....Amra jodi online booking na kore okhane giye nijeder document niye giye jodi registration kore ni tahole hobe ki.registretion charges koto lage
৪ মাস আগের থেকে ট্রেন এর টিকিট বুক করা যায়।
অক্টোবর মাসে গেলে কোনো আগাম বুকিং এর দরকার নেই সব সুলভ মূল্যে পেয়ে যাবে। আর এক্ষণ কোনরকম আগাম রেজিস্ট্রেশন করার দরকার নেই। সহজ ভাষায় এক্ষণ রেজিস্ট্রেশন উত্তরাখণ্ড সরকার তুলে দিয়েছে। নিঃ সংকোচে মহাদেবের কাছে ঘুরে এসো। আর যদি কিছু জানার থাকে জানিও। ধন্যবাদ 🙏🙏🙏
@@oyshikaghosh5529 কি ভাবে যোগাযোগ করতে চান বলুন.. আমি আপনাকে সাহায্য করছি...
@@oyshikaghosh5529 9038417144 এই নাম্বার এ হোয়াটসঅ্যাপ এ আপনার নাম দিয়ে একটা পিং করুন...
আমি বাংলাদেশ থেকে কেদারনাথ জেতে চাই
মৈত্রী এক্সপ্রেস
ঢাকা - কলকাতা - হাওড়া স্টেশন
এর পর থেকে সব তথ্য ভিডিও তে আসা করি পেয়েছেন।
ধন্যবাদ 🙏 ভালো থাকবেন।
🙏🙏🙏🙏🙏
Howra to kedarnath approximately koto cost porbe .....?🖤🖤 Jay shree kedar 🙏
Only kedarnath 8k te hoye jabe.. 1 person
দাদা আমরা বাংলা দেশী কেদার নাথ যাবো নভেম্বর মাসের প্রথমে খোলা পাবো তো,, বন্ধ হই কবে আর আমাদের কিভাবে গেলে খরচ কমবে বলবেন দাদা
দাদা রিপ্লাই টা দিয়েন plz
মে মাসের অক্ষয় তৃতিয়ার দিন কেদারনাথ মন্দিরের কপাট খলে। আর ভাতৃদিতিয়া র দিন কপাট বন্ধ হয়। যেটি অক্টোবর মাসে নয় নভেম্বর মাসে হয়ে থেকে।🙏🙏
@@bijonkormokar7459 26 th অক্টোবর এই মাসে কেদারনাথ মন্দিরের কপাট বন্ধ হয়ে যাবে।🙏
দাদা হেলিকাপ্টার এর কত ভাড়া বললে না তো ??
১২ টি কোম্পানি হেলিকপ্টার পরিবহন এর সুবিধা দিয়ে থাকে। রিটার্ন টিপ ৪৩০০ থেকে ৫৫০০ অবধি হয়ে থাকে। এগুলি সময় মতো পরিবর্তনশীল।🙏
ধন্যবাদ।
December to march Kedarnath temple is closed. But I want to go in January. Can I go in January? Will the room be available at this time in kedarnath? How to get permission to travel in January?
Kedarnath Temple is open from May to October. Kapat opens on Akshaya Tritiya in May and Kapat closes on Bhatraditiya in October।🙏
আবার কবে যাবেন
এটা বলা এক্ষণ থেকে সম্ভবনয়।🙏
Apnar Facebook link ta plz deben☺️☺️☺️
facebook.com/profile.php?id=100009654342936
এটা কোথায় অবস্থিত মানে কেদারনাথ
এটি ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের গারাওয়াল জেলার অন্তর্গত 🙏🙏🙏
Khoroj koto pora
Per head sudhu kedarnath... 7k complete
@@thebonggtraveller dada up and down 7k
@@ajaymaity2186 Ha.. only kedarnath return trip bus and train 7k hoye jabe.
@@ajaymaity2186 Return train ticket Hwh to HW 1320
Haridwar 1 night stay 500
Next Day bus 700, and gourikund dormetori 500
Next day kedarnath trakin. Night stay kedarnath maximum 1000 ner head
Next Day return to gourikund. And night stay 500
Next Day morning return to Haridwar bus ticket 700
Same day return by train haridwar to Howrah. 🙏
Total travel cost maximum 5500
Fooding cost 4 days 1500
Thank you 🙏
আমার ইচ্ছে যাওয়ার কিন্তু কবে পূরন হবে যানি না
ঈশ্বরের টানে ঠিক একদিন পৌঁছে যাবে কেদারনাথ 🙏
Gari kotha theke niechhilen? Kono contact number thkle ektu share Korben please.
09412999679
Pankaj sharma Haridwar
Amar channel er name bolben bujhte parbe. 🙏
দাদা আপনি গাড়ি কথাথেকে নিয়ে ছিলেন ? ফোন নম্বর আছে সেখানকার
আমি হরিদ্বার থেকে গাড়ি নিয়েছিলাম।
09412999679 পঙ্কজ শর্মা
@@thebonggtraveller শুধু কেদার নাথ যাবার জন্য 3500 করে চার দিনের গাড়ি ভাড়া দিয়েছিলেন ?
@@prasantadas6364 amader 6 night 7 days tour chilo. kedarnath tungnath and Badrinath. Full tour cab rent kora hoyachilo. 🙏
দাদা আমি বাংলাদেশ থেকে কেদারনাথ যেতে চাচ্ছি,,, ওখানে কি আমাকে যেতে পারমিশন দেবে,,,আর আমার কেদারনাথ যেতে কি কি ডকুমেন্ট লাগবে,,, আর শোনপ্রয়গে আমার কি কি ডকুমেন্ট লাগবে এটা যদি আমাকে বলতেন আমার খুব উপকার হতো দাদা,,,,
উত্তরাখণ্ড সরকার কেদারনাথ যাত্রায় কোনো রকম বাধ্য বাধকতা রাখেনি। সকলের প্রবেশ এখানে প্রযোজ্য। শুধু আপনি নিজের কাছে আপনার ও পরিবারের সকলের অরিজিনাল I D প্রুফ রাখবেন। সাথে পাসপোর্ট থাকলেও ভালো। তার কারণ হোটেল বা রাত্রিবাস আপনাদের সুবিধা হবে।
এখন কোনরকম কোভিড বিধি নেই।
ধন্যবাদ 🙏
@@thebonggtraveller ধন্যবাদ কিন্তু আমি একা যাবো তার জন্য কি আমার পরিবারে I D বা পাসপোর্ট লাগবে,,,আর আমি ই পাসটা কোথার থেকে করাবো হরিদ্বার থেকে,,,,
এই মুহূর্তে কোনরকম ই পাস লাগছেনা। সকলের জন্যে যাত্রা খোলা আছে। আপনি একা আসলে আপনার ID সাথে রাখলেই হবে।
@@thebonggtraveller আপনাকে অনেক ধন্যবাদ,,,,,
আপনি বাংলাদেশ থেকে যেতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ও বাংলা দেশ থেকে যাবো
Driver e contact number ta deben?
অবশ্যই..
পঙ্কজ শর্মা 09412999679
আমার চানেল এর নাম বোলো উনি বুঝতে পারবেন।🙏 খুব ভালো ট্রেন্ড ড্রাইভার, যাত্রায় কোনো কষ্ট অনুভব হবেনা।👍
Dada tmer sathe aktu ktha blbo tmer mobile number ta jdi aktu dao
Facebook er link description a deowa ache. Tumi okhane aso
Kedarnath Koto Khot chale gaye chalo
আমি ঠিক বুঝতে পারলামনা, আপনি কি জানতে চাইছেন...
Phone number ta daban aktu kotha boltam
আমাকে ফেইসবুকে যোগাযোগ করুন..
আমি সম্পূর্ণ তথ্য দিচ্ছি।🙏
এর পরেও কিছু সাহায্য লাগলে আমি ফোন নাম্বার দেবো🙏। ধন্যবাদ 🙏
facebook.com/profile.php?id=100009654342936
Absolutely amazing. Keep it up bakul. Asa kori next trip amra eksathe jabo
একদম... আগামী ভ্রমণ একসাথে... আর অনেক অনেক ধন্যবাদ..❤️❤️😀
P