শ্যামকালিয়া সোনা বন্ধুরে | Shyamkaliya Sona Bondhure | Radharaman Dutta

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Song: শ্যামকালিয়া সোনা বন্ধুরে | Shyamkaliya Sona Bondhure
    Lyrics and Composed by: Radharaman Dutta #radharaman #sylhetysong
    ------------------------------------------------------------------------------------------------
    রাধারমণ দত্তের গান *"শ্যামকালিয়া সোনা বন্ধুরে"* এক গভীর আত্মিক অন্বেষণের প্রতিফলন। এই গানে তিনি ভক্তির গভীরতা, ঈশ্বরের প্রতি আকুলতা এবং নিজস্ব সীমাবদ্ধতার বেদনা প্রকাশ করেছেন। প্রেম এবং ভক্তির এই পরম রূপকথায়, প্রিয় বন্ধুর রূপে ঈশ্বরকে আবাহন করা হয়েছে। প্রতিটি পংক্তিতে তিনি ব্যর্থতার ক্ষোভ এবং হৃদয়ের অন্তর্লীন আকাঙ্ক্ষার কথা বলেছেন। "নিরলে তোমারে পাইলাম না" কথাটির মাধ্যমে তাঁর অপূর্ণতার আক্ষেপ উঠে এসেছে। ফুলের আসন, মাখন-ছানা, চন্দনের ঘ্রাণ এবং কমলার রস-এগুলো জীবনের সরল অথচ গভীর আনন্দের প্রতীক, যা প্রিয় বন্ধুর প্রতি নিবেদন করা হয়নি, এই উপলব্ধি তাঁকে পীড়িত করে। শেষ পংক্তিতে রাধারমণ তাঁর মনোবাঞ্ছা এবং ঈশ্বরের প্রতি নিবেদনকে এমনভাবে তুলে ধরেন, যা ভক্তি সংগীতের চিরন্তন আবেদনকে উজ্জীবিত করে।
    ------------------------------------------------------------------------------------------------
    #radharaman #sylheti #song #bangla #bangla #banglagaan #banglasong #banglasongs #bengalisong #bengalisongs #bengali #bangladeshisong #bangladeshisongs #TrendingBengaliSong #banglamusic #bengalisonglover #bengalisonglyrics #folksong #BanglaFolk #BengaliFolk #BanglaFolkGan #BanglaFolkSong #BanglaFolkGaan #BanglaFolkMusic #BengaliFolkMusic #BengaliFolkSongs #BanglaFolkStatus #BanglaFolkSadSong #BanglaFolkSongNew #BanglaFolkSongRemix #bengalifolksong #coverfolksong #BanglaFolkGaan #folkgaan #শ্যামকালিয়া #Shyamkaliya #ShyamkaliyaSonaBondhure

ความคิดเห็น •