অসাধারন উপস্থাপনা। এই কয়েকদিন এক মনে মুগ্ধ হয়ে শুনলাম। আর বিভূতভূষণ বন্দোপাধ্যায় মহাশয় একজন জাদুগর, ওনাকে নিয়ে কোনো মন্তব্যের ধৃষ্টতা আমার নেই। শুধু নতমস্তকে প্রনাম জানাই, ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি এমন সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন। এমন ভাবেই আপনার থেকে আরোও নতুন কিছু শোনার অপেক্ষায় রইলাম। ❤
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস খুব একটা পরিনি ।আর বই জোগার করে পরা ও হয় না । আপনাদের গল্প পাঠ শুনে ,আদর্শ হিন্দু হোটেল , আরণ্যক, বিপিনের সংসার, এই তিনটি উপন্যাস শুনলাম ।আমার গল্প পাঠের একটা নেশা ছিল ।এখন পাঠ শুনে আনন্দ পাই । আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ । আপনারা সকলে সুস্থ থাকবেন । নমস্কার ।
বাংলা সাহিত্যের খনি হতে যেসব মনিমানিক্য তুলে এনে আমাদের উপহার দিচ্ছেন তা এককথায় অতুলনীয়। আপনাদের নমস্কার। বিশেষ করে কৌশিক বাবুর সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করে। আমার বয়স প্রায় সত্তর।
আজ শেষ হয়ে গেলো আবার এক জীবনের উপাখ্যান কিন্তু ,"শেষ হইয়াও যেন হইলো না শেষ পরানের মাঝে যে এক অবরুদ্ধ আবেগ কৌশিকের বিপিন থাকিবে অমর বিভূতিভূষণ এর সোনার বাংলা কৌশিক করিল তাকে অক্ষয় অমর মানি বীণা শান্তি র জীবন গাথা হৃদয়ে র মাঝে রয়ে যাবে চিরকাল রয়ে যাবে ভালোবাসার এই আবেশ"
Mon chuye gelo , prottekta character k khub valobese felechi , praner lekhok k pronam , ar Kaushik da, mithu ar Arunika tomader tulona hy na. Btw Arunika r voice er preme pore gachi ami , kaushik da ektu Arunika k bolbe please 🙏🏼 ❤
বিভূতি ভূষণ সত্যিই আমাদের প্রাণের লেখক 🙏কিন্ত আপনার উপস্থাপনা ও স্বরবৈচিত্র এবং অসাধারণ পাঠের জন্য মন্ত্রমুগ্ধ হয়ে শুনে যেতে হয়। আপনার গল্পের আসরের শ্রোতা হবার পর থেকে অন্য কন্ঠস্বরে আর তৃক্তি পাই না।আর কোনও ধারাবাহিক শোনার অপেক্ষায় রইলাম 🙏🙏
আপনাদের প্রশংসা করার মত কোন ভাষা নেই। বিভূতি বাবু মনে হয় আপনার কথা ভেবেই এইসকল অমর রচনা করেছিলেন। কিন্তু দূর্ভাগ্য এই যে তিনি নিজে কানে তা শুনতে পেলেন না। পরের গল্পের অপেক্ষায় অধীর হয়ে রইলাম। ❤
অতঃপর অপেক্ষার পালা শেষ হলো।তবে খারাপ ও লাগছে এত চমৎকার একটা গল্প শেষ হতে চলেছে বিভূতি ভূষন বন্দোপাধ্যায়ের লেখা গুলো এত জীবন ঘনিষ্ঠ যে শুনতে শুনতে গল্পের মধ্যে হারিয়ে যাই।অভিযাত্রিক গল্প টা আগে পড়া ছিল না কিন্তু কৌশিক দার কন্ঠে শুনে কেমন যেন একটা ঘোর এর মধ্যে চলে গিয়েছিলাম।গল্পটার একটা অংশে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর দেখা যায় এমনটা ছিল।আমার বাড়ি যেহেতু বাংলাদেশের বরিশালে, অভিযাত্রিক গল্পটা শোনার পর থেকে চন্দ্রনাথ(সীতাকুণ্ড) যাওয়ার একটা অদ্ভুত ইচ্ছে মনে জাগে এবং গত মার্চ মাসেই আমি সেখানে যাই এবং এত যুগ পরেও সেই দৃশ্য নিজ চোখে দেখে এসেছি।চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর। তখন বিভূতি ভূষন বন্দোপাধ্যায় মহাশয় কে খুব মনে পরছিল, আরও মনে পরছিল কৌশিক দা আপনাকে, আসলে ঐ গল্পটা আমার আগে পড়া ছিল না আপনার কন্ঠেই শুনেছি।চন্দ্রনাথ(সীতাকুণ্ড) তে দুই রাত ছিলাম।অসাধারণ এক অনুভূতি লিখে বোঝাবার মত নয়।ধন্যবাদ কৌশিক দা আপনাকে।আমি এমনিতে একটু প্রকৃতি প্রেমি,ঘুরতে বেড়াতে বড্ড ভালবাসি,তাই সময় পেলেই বেরিয়ে পরি।আর গল্প,উপন্যাস পড়াটাও আমার একটা মারাত্মক নেশার মতই।
বিভূতিভূষণ বাংলার এক শ্রদ্ধেয় ও অসাধারণ লেখক ও কথাশিল্পী গ্রাম বাংলার জনগণের অতি সাধারণ কথাগুলিকে তিনি অসাধারণ ব্যঞ্জনায় ব্যাপৃত করেছেন।আমরা ধন্য ও বাংলা ধন্য সেই সময়কার শ্রদ্ধেয় সব কবি লেখককে পেয়ে।❤❤❤❤❤❤
Satey boler vasha nai apurbo jamon lakohok er uponash unake anek anek pronam r tamon apanader golpo boler dhoron mon vore galo ki bole bojabo jani🙏🙏🙏👏👏👏👏👏👏👏
ওহ্, ভাবা যায় না। এখন নিখুঁত বর্ণনা শুধু তাঁর মতো কথাশিল্পীর পক্ষেই দেওয়া সম্ভব। খুব মন খারাপ হয়ে গেল। চরিত্র গুলো জীবন্ত হয়ে আশেপাশে অনেকদিন ঘুরে বেড়াবে। কৌশিক, মিঠু, অরুণিকা তাদের অনবদ্য কণ্ঠস্বরে বেশ কয়েক ঘণ্টা একেবারে অন্য একটা ভালোলাগা, ভালোবাসা, পাওয়া, না-পাওয়ার জগত থেকে ঘুরিয়ে নিয়ে এলো। অনেক, অনেক ধন্যবাদ, ভালো হোক আপনাদের।।
এই গল্পের সাথে শরৎচন্দ্রের সৃষ্ট চরিত্র গুলোর জেন মিল পাওয়া গেল,যেমন সৃষ্টি কর্তার সৃষ্টি তেমনি তার চরিত্র রূপায়নে, সকলকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা উপস্থাপনার জন্য।
"আচ্ছা ডাক্তার বাবু কোথায় সে গেল বলুন তো" কৌশিক বাবু আপনি এই কথাটা এমন ভাবে পড়লেন আমার ভিতরটা হো হো করে উঠল। অনেক অনেক শুভেচ্ছা আপনার ও আপনার টিমের জন্য
কৌশিক দা & টিম আপনাদের অনেক অডিও উপস্থাপনা অমি শুনেছি, কিন্তু এই বিপিনের সংসার একটা মাইলস্টোন হয়ে থাকবে এ আমার দৃঢ় বিশ্বাস । ভালো থাকবেন সুস্থ থাকবেন, অপেক্ষায় রইলাম পরের Broadcast এর জন্য।
অসাধারণ লাগল আপনাদের অভিনয়, লেখক'কে কিছু বলার মত ভাষা আমার জানা নেই , কেবল তার জন্য থাকল আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম। 🙏 তবে আপনাদের অসম্ভব পরিশ্রম, গল্প নির্বাচন এবং উপস্থাপনের জন্য থাকল পুনর্পুনঃ ধন্যবাদ। ।
শেষ হয়েও যেন হলো না শেষ..ছবির মত বিপিনের সংসার আর তার মানি, শান্তি, মনোরমারা আজীবন মনের চিত্রপটে রয়ে যাবে ❤ আহা কি অনন্য প্রেম আর তার মনোময় খেলারা 'আদর্শ হিন্দু হোটেল' এর পর আরও একবার আপনাকে মন থেকে কৃতজ্ঞতা জানাই এ অপূর্ব সুন্দর গল্প মোহচ্ছন্ন করে শোনানোর জন্য 👏
Feeling very bad that this story is ended to day . Your beautiful voice and excellent presentation is unforgettable. Thanks for choosing this type of story.
এক অদ্ভুত আচ্ছনতায় আবিষ্ট হয়ে ছিলাম এতক্ষণ, শুনছি না চাক্ষুষ করছি বুঝে উঠতে না উঠতেই ঘোর কেটে গেল কলিং বেলের তীব্র আওয়াজে। আপনাকে এবং আপনার সহযোগীদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবসময়।
কমেন্ট না করে পারলাম না,চোখের সামনে প্রাচীন গ্ৰামবাংলার চিত্র কথক কৌশিকের বলিষ্ঠ উপস্থাপনায় জীবন্ত রুপ পেয়েছ,আপনি ও আপনার সমস্থ উপস্থাপক দের আন্তরিক অভিনন্দন জানাই, সকলে ভালো থাকুন,
অসাধারণ লেখা, ততোধিক সুন্দর উপস্থাপনা। মন্ত্র মুগ্ধের মত তাই শুনে গেলাম। জবাব নেই।
সত্যি ই মনোমুগ্ধকর। ভালো থেকো তোমরা, আর আমরা থাকি আশায়।❤
¹1😊uk
Pl⁶
Marvelous representation of the story makes us spell-boùnd .
অসাধারন উপস্থাপনা। এই কয়েকদিন এক মনে মুগ্ধ হয়ে শুনলাম।
আর বিভূতভূষণ বন্দোপাধ্যায় মহাশয় একজন জাদুগর, ওনাকে নিয়ে কোনো মন্তব্যের ধৃষ্টতা আমার নেই। শুধু নতমস্তকে প্রনাম জানাই, ওনার প্রতি কৃতজ্ঞ যে উনি এমন সৃষ্টি আমাদের জন্য রেখে গেছেন।
এমন ভাবেই আপনার থেকে আরোও নতুন কিছু শোনার অপেক্ষায় রইলাম। ❤
অসাধারন উপস্থাপনা। যেন ডুবে যাই জীবনগল্পের অতলে। আরো এরকম গল্প চাই।
বিভূতিভূষন বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস খুব একটা পরিনি ।আর বই জোগার করে পরা ও হয় না । আপনাদের গল্প পাঠ শুনে ,আদর্শ হিন্দু হোটেল , আরণ্যক, বিপিনের সংসার, এই তিনটি উপন্যাস শুনলাম ।আমার গল্প পাঠের একটা নেশা ছিল ।এখন পাঠ শুনে আনন্দ পাই । আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ । আপনারা সকলে সুস্থ থাকবেন । নমস্কার ।
বাংলা সাহিত্যের খনি হতে যেসব মনিমানিক্য তুলে এনে আমাদের উপহার দিচ্ছেন তা এককথায় অতুলনীয়। আপনাদের নমস্কার। বিশেষ করে কৌশিক বাবুর সঙ্গে কথা বলতে খুব ইচ্ছা করে। আমার বয়স প্রায় সত্তর।
আজ শেষ হয়ে গেলো আবার এক জীবনের উপাখ্যান কিন্তু ,"শেষ হইয়াও যেন হইলো না শেষ
পরানের মাঝে যে এক অবরুদ্ধ আবেগ
কৌশিকের বিপিন থাকিবে অমর
বিভূতিভূষণ এর সোনার বাংলা
কৌশিক করিল তাকে
অক্ষয় অমর
মানি বীণা শান্তি র
জীবন গাথা
হৃদয়ে র মাঝে রয়ে যাবে চিরকাল
রয়ে যাবে ভালোবাসার
এই আবেশ"
কৌশিক, মিঠু, অরুণিমা, জিন্দাবাদ।
Mon chuye gelo , prottekta character k khub valobese felechi , praner lekhok k pronam , ar Kaushik da, mithu ar Arunika tomader tulona hy na. Btw Arunika r voice er preme pore gachi ami , kaushik da ektu Arunika k bolbe please 🙏🏼 ❤
অসাধারণ গল্প ও উপস্থাপনা। মন্ত্রমুগ্ধের মতো শুনলাম। তখনকার গ্রাম বাংলার চিত্র যেন চোখের সামনে দেখতে পাচ্ছি।
চমৎকার চমৎকার - মিঠু কৌশিকের জুড়ি মেলা ভার। অনেক ধন্যবাদ।
বিভূতি ভূষণ সত্যিই আমাদের প্রাণের লেখক 🙏কিন্ত আপনার উপস্থাপনা ও স্বরবৈচিত্র এবং অসাধারণ পাঠের জন্য মন্ত্রমুগ্ধ হয়ে শুনে যেতে হয়। আপনার গল্পের আসরের শ্রোতা হবার পর থেকে অন্য কন্ঠস্বরে আর তৃক্তি পাই না।আর কোনও ধারাবাহিক শোনার অপেক্ষায় রইলাম 🙏🙏
Asadharon uponyas er aaj samapto holo
Sundar porar jonno dhonyobad.valo theko.
পাঠ অতি সুন্দর। ভাব প্রকাশে নিপুণ। আপনাকে আর সহযোগী সবাইকে ধন্যবাদ জানাই।
বিভূতি ভূষণের এই হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প গুলোর কোনো তুলনা হয় না। দৃশ্য গুলো ঘটনা গুলো যেনো চোখের সামনে ভেসে বেড়াচ্ছে।যেনো সবকিছুই জলজ্যন্ত বাস্তব।
অনেক ধণ্যবাদ আপনাদের। অপূর্ব পাঠ।
আহা, বিভূতি বাবু যদি এমন কণ্ঠস্বর এর মাধ্যমে তাঁর সৃষ্টি শুনতে পেতেন!
আপনাদের প্রশংসা করার মত কোন ভাষা নেই। বিভূতি বাবু মনে হয় আপনার কথা ভেবেই এইসকল অমর রচনা করেছিলেন। কিন্তু দূর্ভাগ্য এই যে তিনি নিজে কানে তা শুনতে পেলেন না। পরের গল্পের অপেক্ষায় অধীর হয়ে রইলাম। ❤
অতঃপর অপেক্ষার পালা শেষ হলো।তবে খারাপ ও লাগছে এত চমৎকার একটা গল্প শেষ হতে চলেছে বিভূতি ভূষন বন্দোপাধ্যায়ের লেখা গুলো এত জীবন ঘনিষ্ঠ যে শুনতে শুনতে গল্পের মধ্যে হারিয়ে যাই।অভিযাত্রিক গল্প টা আগে পড়া ছিল না কিন্তু কৌশিক দার কন্ঠে শুনে কেমন যেন একটা ঘোর এর মধ্যে চলে গিয়েছিলাম।গল্পটার একটা অংশে চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর দেখা যায় এমনটা ছিল।আমার বাড়ি যেহেতু বাংলাদেশের বরিশালে, অভিযাত্রিক গল্পটা শোনার পর থেকে চন্দ্রনাথ(সীতাকুণ্ড) যাওয়ার একটা অদ্ভুত ইচ্ছে মনে জাগে এবং গত মার্চ মাসেই আমি সেখানে যাই এবং এত যুগ পরেও সেই দৃশ্য নিজ চোখে দেখে এসেছি।চন্দ্রনাথ পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগর। তখন বিভূতি ভূষন বন্দোপাধ্যায় মহাশয় কে খুব মনে পরছিল, আরও মনে পরছিল কৌশিক দা আপনাকে, আসলে ঐ গল্পটা আমার আগে পড়া ছিল না আপনার কন্ঠেই শুনেছি।চন্দ্রনাথ(সীতাকুণ্ড) তে দুই রাত ছিলাম।অসাধারণ এক অনুভূতি লিখে বোঝাবার মত নয়।ধন্যবাদ কৌশিক দা আপনাকে।আমি এমনিতে একটু প্রকৃতি প্রেমি,ঘুরতে বেড়াতে বড্ড ভালবাসি,তাই সময় পেলেই বেরিয়ে পরি।আর গল্প,উপন্যাস পড়াটাও আমার একটা মারাত্মক নেশার মতই।
Anek2 Dhanyabad Kaushik ❤
Asadharan uposthapona 💕💕
অপূর্ব, অসাধারণ, খুব ভালো লাগলো গল্পপাঠ।
অসাধারণ গল্প আর চমৎকার উপস্থাপনা। ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো অন্য এক জগতে নিয়ে যায়।
অসংখ্য ধন্যবাদ এই সুন্দর ধারাবাহিকের জন্য। আরো আরো শোনার অপেক্ষায় রইলাম।
অবশেষে অপেক্ষার প্রহর গোনা শেষ হল❤👍
খুব ভালো লাগলো । নূতন গল্পের অপেক্ষায় রইলাম।😊❤️
চমৎকার লাগলো মন ভরে যায় আবার নতুন শোনার অপেক্ষায় রইলাম ।❤❤❤❤❤❤❤
যেমন গল্প তেমনি তোমার পড়া । ভালো থেকো 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
অপেক্ষায় ছিলাম, অসাধারণ উপস্থাপনা।
বিভূতিভূষণ বাংলার এক শ্রদ্ধেয় ও অসাধারণ লেখক ও কথাশিল্পী গ্রাম বাংলার জনগণের অতি সাধারণ কথাগুলিকে তিনি অসাধারণ ব্যঞ্জনায় ব্যাপৃত করেছেন।আমরা ধন্য ও বাংলা ধন্য সেই সময়কার শ্রদ্ধেয় সব কবি লেখককে পেয়ে।❤❤❤❤❤❤
Satey boler vasha nai apurbo jamon lakohok er uponash unake anek anek pronam r tamon apanader golpo boler dhoron mon vore galo ki bole bojabo jani🙏🙏🙏👏👏👏👏👏👏👏
ভীষণ ভাল লাগল। অসাধারণ উপন্যাস ও অপূর্ব উপস্থাপনা।আপনাদের উপস্থাপনা সত্যিই অসাধারণ।
সমাপ্তিট৷ মধুর। তবে বিপিন তার যোগ্যতার তুলনায় বেশী গুরুত্ব পেয়েছে। মানি সবথেকে পরিণত ৷
সত্যিই কি অনবদ্য লেখা। আর ততটাই সুন্দর উপস্থাপনা।
Asadharan!.. Sunei gelam.. Aktu somoy pelei.
প্রত্যেকটি পর্ব কি যে মনপ্রাণ দিয়ে শুনলাম, এভাবে যে গল্প পাঠ হয় জানতাম না। তোমাদের সর্বপ্রকার কুশল হোক।
ওহ্, ভাবা যায় না।
এখন নিখুঁত বর্ণনা শুধু তাঁর মতো কথাশিল্পীর পক্ষেই দেওয়া সম্ভব।
খুব মন খারাপ হয়ে গেল।
চরিত্র গুলো জীবন্ত হয়ে আশেপাশে অনেকদিন ঘুরে বেড়াবে।
কৌশিক, মিঠু, অরুণিকা তাদের অনবদ্য কণ্ঠস্বরে বেশ কয়েক ঘণ্টা একেবারে অন্য একটা ভালোলাগা, ভালোবাসা, পাওয়া, না-পাওয়ার জগত থেকে ঘুরিয়ে নিয়ে এলো।
অনেক, অনেক ধন্যবাদ,
ভালো হোক আপনাদের।।
অসংখ্য ধন্যবাদ আপনাকে... 🙏
শুনে মন ভরে গেল আবার একটা ব্যথার রেশ ও রয়ে গেল।
বলার ভাষা নেই এককথায় অসাধারণ।❤❤❤❤❤❤❤
খুব সুন্দর,শুনে মুগ্ধ হলাম।
Kub sundor laglo ❤ r valo basha emon eta jinish jeta j jake chai take kono dino paina .. r bipin er vago valo j ok eto jon valo bashe 😊
Abar kosto pelam ager barer moton .. chokher konay jol chole esechhilo..kichu bolar nei oshadharon legeche ❤
Ashes Dhannybad apnake eto sundor golpo sonabar jonno
Darun darun ❤❤❤❤
ভালো ভালো বেশ ভালো পঠন আপনাদের, প্রতিটি বন্দরে নাবিকদের মত একটা করে সঙ্গিনী,গল্পের প্রসঙ্গে, অপেক্ষায় রইলাম নতুন কিছুর।🎉🎉🎉
Shudhui anubhob kora.oshadharon.
খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
Thanku for last part story❤❤❤
এই গল্পের সাথে শরৎচন্দ্রের সৃষ্ট চরিত্র গুলোর জেন মিল পাওয়া গেল,যেমন সৃষ্টি কর্তার সৃষ্টি তেমনি তার চরিত্র রূপায়নে, সকলকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা উপস্থাপনার জন্য।
"আচ্ছা ডাক্তার বাবু কোথায় সে গেল বলুন তো" কৌশিক বাবু আপনি এই কথাটা এমন ভাবে পড়লেন আমার ভিতরটা হো হো করে উঠল। অনেক অনেক শুভেচ্ছা আপনার ও আপনার টিমের জন্য
অসাধারণ উপস্থাপন তা শুনলে মনে হয় সামনে দেখছি। আপনার কন্ঠ স্বরের মধ্যে যাদু আছে।
Ki bolbo darun golpo. Apnar upathapona to apurba . Khub 2 bhalo laglo.
আপনাদের প্রতিটা উপস্থাপনা অসাধারন ❤❤❤❤🙏🙏🙏🙏
এক কথায় অসাধারণ!
কৌশিক দা, খুব ভালো লাগলো... আবার নতুন গল্পের অপেক্ষায় রইলাম l
কিছু বলার নেই, অসাধারণ।
খুব সুন্দর।
Osadharon path ❤ khub valo laglo,,,, 🙏🙏🙏🙏
অসাধারণ! আমি আপ্লুত।
Apnader upor amar aviman anek diner, vabi kono comment korbo na, kintu eto sundor apnader path, na kore thakte parlum na, vison sundor, taratari abar chai, valo thakben, sustho thakben.
গল্প শেষ হলেই মন খারাপ হয়ে যায়, সত্যি অসাধারণ একটি উপন্যাস, আর কৌশিকের তো জবাব নেই
মনে ভরে গেল......কিছু বলার মত অবস্থা য় নেই।
যেমন গল্প..... তেমন উপস্থাপনা
সুন্দর জুটি ।
শেষ পর্ব দেখে মন খারাপ হয়ে গেলো। আশায় রইলাম আবার নতুন গল্পর। W🙏🙏🙏
মুগ্ধ হলাম 🎉
অসাধারণ উপস্থাপনা❤❤❤
Montro mukdho hoya sunlam.Tomra tin joney khob sundor path korecho.valo thako sobai.
পাঠে মুগ্ধ করলেন ভাই ❤❤
দারুণ ❤❤❤❤❤❤❤❤❤
প্রচুর অভিনন্দন জানাই। সব্বাই ভালো থাকবেন। আমিও শুনছি জয়পুর থেকে।
Mind blowing presentation both of you but this time mithu di was super 😊😊
Khoob valo laglo .sab parba sunlam .rat jega. Valo thakben aro valo valo galpo sonaben .
জীবন এর বহু ঘটনা পুনরাবৃত্তি হল, ধন্য বাদ
চমৎকার! চমৎকার!
Darun laglo. Apni anoboddo Koushik babu...
🎉 ❤ for Arunica 🎉
কৌশিক দা & টিম আপনাদের অনেক অডিও উপস্থাপনা অমি শুনেছি, কিন্তু এই বিপিনের সংসার একটা মাইলস্টোন হয়ে থাকবে এ আমার দৃঢ় বিশ্বাস ।
ভালো থাকবেন সুস্থ থাকবেন, অপেক্ষায় রইলাম পরের Broadcast এর জন্য।
Excellent
অসাধারণ অসাধারণ যেমন লেখা, তেমন পাঠ, মন্ত্রমুগধের মতো শুনে গেলাম। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা ❤️❤️❤️❤️
অনেক ধন্যবাদ আপনাকেও... ❤😊
খুব ভালো লাগল ❤❤❤ অপূর্ব পাঠ🌷🌷🌷❤❤❤💐💐💐
Asadharon!!!
An excellent author and presentation.
Thank u
অসাধারণ লাগল আপনাদের অভিনয়, লেখক'কে কিছু বলার মত ভাষা আমার জানা নেই , কেবল তার জন্য থাকল আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম। 🙏 তবে আপনাদের অসম্ভব পরিশ্রম, গল্প নির্বাচন এবং উপস্থাপনের জন্য থাকল পুনর্পুনঃ ধন্যবাদ। ।
খুব সুন্দর পাঠ, আপনার পাঠ খুব ভালো হয়েছে, ভালো থাকবেন❤
বিভূতভূষণ মহাশয়ের দুটি দীর্ঘ গল্প আদর্শ হিন্দু হোটেল এবং বিপিনের সংসার আপনাদের অনবদ্য উপস্থাপনায় শুনলাম এবং মুগ্ধ হয়ে গেলাম। দুটি দু ধরনের গল্প।
একটু কমেন্ট করতে ইচ্ছে হোক।
অনেক ধন্যবাদ আপনাকে, শুনতে থাকুন...
@@kathakkausik আপনাদের উপস্থাপিত প্রায় প্রতিটি গল্পই শুনবার চেষ্টা করি,ভালো লাগে।
শেষ পর্ব দেখে মনখারাপ লাগছে 😔♥️
একদম ঠিক বলেছেন
Thank you so much 💓 pathokder.❤❤.
শেষ হয়েও যেন হলো না শেষ..ছবির মত বিপিনের সংসার আর তার মানি, শান্তি, মনোরমারা আজীবন মনের চিত্রপটে রয়ে যাবে ❤
আহা কি অনন্য প্রেম আর তার মনোময় খেলারা
'আদর্শ হিন্দু হোটেল' এর পর আরও একবার আপনাকে মন থেকে কৃতজ্ঞতা জানাই এ অপূর্ব সুন্দর গল্প মোহচ্ছন্ন করে শোনানোর জন্য 👏
Feeling very bad that this story is ended to day . Your beautiful voice and excellent presentation is unforgettable. Thanks for choosing this type of story.
অপেক্ষায় রইলাম শান্তি আর মানীর মতো পরের পাঠের জন্য।অনুগ্রহ করে একটু তাড়াতাড়ি দেবেন।
এক অদ্ভুত আচ্ছনতায় আবিষ্ট হয়ে ছিলাম এতক্ষণ, শুনছি না চাক্ষুষ করছি বুঝে উঠতে না উঠতেই ঘোর কেটে গেল কলিং বেলের তীব্র আওয়াজে। আপনাকে এবং আপনার সহযোগীদের প্রত্যেকের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন সবসময়।
অসংখ্য ধন্যবাদ...
অপূর্ব পাঠ।
অসাধারণ রচনা আর অসাধারণ পরিবেশনা দুয়ে মিলে কিযে অপূর্ব লাগলো কী বলবো,অনেক ধন্যবাদ❤
Lekhaker sristike ebhabe jibanta roop debar karigar der proti roilo anek shubhechha, o namaskar .
Vaba jay na...khub sundor ❤🎉
Apurbo😊
Heart touching story well presentation. Thank you.
❤
❤❤❤❤ apurbo
Ashadaron
অনবদ্য উপহার তোমাদের। পরের গল্প তাড়াতাড়ি দিও।
এবার কেদার রাজা শুনতে চাই । বিভূতিভূষণ বন্দ্যোপধ্যায়ের।
Kedar raja is a very good Nobel
Khub valo laglo
দারুন আরো আশা বাড়িয়ে তুলছো আরো নতুন গলপ দেবে