‘চাকা ঘুরছে ঘুরবে’, ইঞ্জিনিয়ার ক্যাব চালকের দীপ্ত কণ্ঠ শুনল আনন্দবাজার অনলাইন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @saswatipaul6926
    @saswatipaul6926 ปีที่แล้ว +177

    Salute দ্বীপ্তা.... গতানুগতিকতার বাইরে এসে এই প্রফেশনকে বেছে নেওয়ার জন্য.... No doubt এটা একটা respectful job... You are the own boss....তোমার মাকে ও অনেক নমস্কার যে তিনি তোমায় এই ব্যাপারে support করেছেন.... এগিয়ে যাও... Best of Luck 😍😍😍

    • @debasismajumdar8634
      @debasismajumdar8634 ปีที่แล้ว +5

      The problem with middle class Bong society that as per unwritten rules girls not allowed to drive contrary to western Indian states like Gujarat, Maharashtra. Even when I visit India once in a 2-3 year slot and drive my mother-in-law's car in Kolkata, at most of the location, people term me driver. It's only a mindset, even my Kolkata neighbour lady often terms me driver and I really enjoy at her stupidity. Anyway I'm happy to see a bong girl voicing against the unwritten rules and making the paradigm shift.🎉

    • @subirbose2064
      @subirbose2064 ปีที่แล้ว

      Mey ti Jokhon Jantoe Nije Sadhin Cheta Sovaber Tokhun Kari Kari Taka Poisa, Somoy Khoroc ko Engineering Porar kono Proyojon Chilo Ki ? Amar mone hoy Chakri Jeboney Or Songge Amon kichu Tikkto Ghotona Ghoteche Tar karone O R Chakri Na korar Siddhanto Niache , Jakk Mey Ta J Hotasa, Nirasa K Dure Soria Sot pothe Jebon Songgram Korche Ta Jotestho Prosongsonio , Chotto Bon ti K Amar Antorik Anek Anek Suvecha Avinandan Suvkamnay O Valobasa Janalam , Sustho, Valo Mongolmoy Dirghojibi Thake Tomar Songgram Chalia Jao Bon , Best of luck, God bless you Sister, Thanks.💐👌🖖👏👍🤗🙏

    • @pawandada8099
      @pawandada8099 ปีที่แล้ว +1

      Good bon tomay ponam jay radhe radhe

    • @atheismistheway581
      @atheismistheway581 ปีที่แล้ว +2

      Dhur...she is an engineer....job nei tai ei kaj korte hcche etake celebrate korar moto kno bpr nei😑

    • @prosenjitsardar2722
      @prosenjitsardar2722 ปีที่แล้ว

      Ami o ola or uber chalate chai,parbo ki?

  • @bansarimukhopadhyay1209
    @bansarimukhopadhyay1209 ปีที่แล้ว +95

    আমি ও একদিন এই মহিলা র ক্যাব এ চড়েছি। আমি ও এই কথাই শুনেছি। খুব ভালো মেয়ে। সেদিন আমি ওর শেষ যাত্রী ছিলাম। কারণ ও খুব ক্লান্ত ছিল।

    • @akashbhattacharya1604
      @akashbhattacharya1604 ปีที่แล้ว +1

      How did you book?? Ola / Uber ??

    • @bansarimukhopadhyay1209
      @bansarimukhopadhyay1209 ปีที่แล้ว

      @@akashbhattacharya1604 Uber

    • @shaheenhossen7316
      @shaheenhossen7316 ปีที่แล้ว

      ওনার নম্বর দেওয়া যাবে?

    • @sb12379
      @sb12379 ปีที่แล้ว +1

      omni ekta gul mere dilen 😝🤪

    • @mnmomen9618
      @mnmomen9618 ปีที่แล้ว +1

      ​@@sb12379গুল এর কি হলো

  • @sampachatterjee9409
    @sampachatterjee9409 ปีที่แล้ว +23

    আমি দীপ্তার জন্য গর্বিতো। তোমার জন্য শুভেচ্ছা রইলো দীপ্তা।সৎ পথে থাকার জন্য কোন কাজ ই ছোট নয়, এটাই দেখিয়ে দিলে। ভালো থেকো। সাবধানে থেকো।

    • @dhimanhalder4256
      @dhimanhalder4256 ปีที่แล้ว +1

      ভাল dialogue দিলে অনেক হাততালি পাওয়া যায় ঠিকই!

  • @debabrataghosh6366
    @debabrataghosh6366 ปีที่แล้ว +58

    সবারই একটা স্বাধীনতা বোধ থাকা দরকার ও তার ইচ্ছাকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য। না হলে দেশ এগোবে না। মহাশয়া আপনাকে অনেক বাহবা। আপনি আপনার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান।

    • @samirganguli
      @samirganguli ปีที่แล้ว +5

      Hat's off to this lady!

  • @ashishchakraborty6984
    @ashishchakraborty6984 ปีที่แล้ว +30

    খুব ভালো লাগলো । খুব প্রানবন্ত সাক্ষাৎকার । এগিয়ে যান দিদি ।

  • @debabratamukherjee6600
    @debabratamukherjee6600 ปีที่แล้ว +23

    খুবই ভালো লাগলো। অনেক বড় হও মা। অনেক আশীর্বাদ।

  • @parthapratimjhulki6531
    @parthapratimjhulki6531 ปีที่แล้ว +30

    👏প্রতিবেদনটি অসাধারণ হয়েছে 👏
    "আগামী দিনে চাকা আরও বেগবান হবে "

  • @bejoyeshchakraborty1188
    @bejoyeshchakraborty1188 ปีที่แล้ว +92

    অনুপ্রেরণা এমন ব্যক্তিত্বের কাছ থেকেই পাওয়া যায়। অভিনন্দন দীপ্তা দেবী।

  • @sanghamitrachowdhury1749
    @sanghamitrachowdhury1749 ปีที่แล้ว +12

    তোমাকে দেখে অনেকেই প্রেরণা পাবে দীপ্তা !
    মন থেকে খুব স্বাভাবিকভাবেই তোমার প্রতি শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধা পোষণ করছি ৷
    অলস, শ্রমবিমুখ না হয়ে তোমার সৎপথে পরিশ্রমের এ রোজগার এক উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে সমাজের কাছে ৷ সংকীর্ণতার উর্দ্ধে উঠে
    আমাদের অনেক কিছু শেখার বাকি ৷
    সাবাশ্ !!!!!

  • @somarayraha278
    @somarayraha278 ปีที่แล้ว +20

    জীবনটাকে নিজের দৃষ্টিতে দেখার সাহসী উদ্যোগের জন্য সেলাম তোমায়। অনেক অনেক দূর এগিয়ে যাও। শুভকামনা রইলো

  • @ohe-yd5mm
    @ohe-yd5mm ปีที่แล้ว +8

    বাহ্, মেয়েটির কথাগুলো যেন অমৃতবাণী। সবথেকে বড়কথা হলো তার এহেন সাহসিকতাকে আমি স্যালুট জানাই।

  • @gopalmaity9321
    @gopalmaity9321 ปีที่แล้ว +33

    চাকরি ছেড়ে নিজের ব্যবসা করার জন্য আপনাকে হাজার বার স্যালুট ম্যাডাম। নিজেই নিজের বস। চাকা ঘুরুক আর আপনিও এগিয়ে যান ম্যাডাম।

  • @dipu1948
    @dipu1948 ปีที่แล้ว +13

    সমাজের অনুপ্রেরণা তুমি । এক কথায় সমাজ কে পথ দেখাচ্ছো তুমি। অসাধারণ! অনেক আশীর্বাদ জানাই তোমাকে মা। ❤❤

    • @maitreyeedey448
      @maitreyeedey448 ปีที่แล้ว

      অসাধারণ বলেছেন আপনি

  • @subhralal2020
    @subhralal2020 ปีที่แล้ว +26

    প্রাণভরে আশীর্বাদ করি -সমুখপানে এগিয়ে চলুক তোমার চাকা, তুমি সমগ্র বাংলার প্রেরণা হয়ে ওঠো, ভালো থেকো সোনা ❤❤❤❤

    • @dhimanhalder4256
      @dhimanhalder4256 ปีที่แล้ว

      ইঞ্জিনিয়ার মেয়েরা তোমার সবাই ক্যাব চলাও।😂😂😂

    • @oman-oman4973
      @oman-oman4973 ปีที่แล้ว

      Hi good morning i miss you please send me your mobile number

  • @kasturigoswami1402
    @kasturigoswami1402 ปีที่แล้ว +20

    উল্টরথের পালা শুরু হয়ে গিয়েছে।
    Excellent দীপ্তা🌹🌹!!

  • @nayanchakraborty1277
    @nayanchakraborty1277 ปีที่แล้ว +1

    খুব সুন্দর লাগলো। একটা ভিন্ন স্বাদের ভিডিও ব্লগ। সুন্দর অভিগ্গতা,ও আনন্দ পেলাম, আগ্রহ নিয়ে এই ভিডিও টি দেখবার।

  • @subhashisdinda1035
    @subhashisdinda1035 ปีที่แล้ว +9

    এপিসোড টা দেখে মুগ্ধ হলাম, 20 বার প্রদর্শিত করলাম।

  • @shilpishyam1960
    @shilpishyam1960 ปีที่แล้ว +1

    Eta Dipta tomar ekta challenging...amio tomar Maa er moto.....amar khub valo laglo...ami tomar ei concept ta ke khub appreciate kori.amar mone tomake dekhe onek meyera ba tader gurdian ta kichuta holeo bhorosa pabe.....sober uddesye bolbo poristhiti r mokabila kore egie jao...bhoi ke bisorjon dao...budhi kore cholte hobe.

  • @sabarisarkar6618
    @sabarisarkar6618 ปีที่แล้ว +22

    দারুণ লাগলো।ওর কথাগুলো যেন মনে হলো আমার মনের কথা।

  • @jajabor52
    @jajabor52 ปีที่แล้ว +24

    যোগ্য নামকরণ। প্রকৃত অর্থেই দ্বিপ্তা। ওনার জন্য অনেক শুভেচ্ছা আর শুভকামনা জানালাম। 🙏👍

  • @prasunroy1128
    @prasunroy1128 ปีที่แล้ว +11

    Salute you madam, আপনার মত মানসিকতা বাঙালির যত তাড়াতাড়ি হবে তত সমাজের উন্নতি হবে। এখনও অটো বা বাস ড্রাইভ করেন না কোনো মহিলা।

  • @wheellover550
    @wheellover550 ปีที่แล้ว +4

    একদম ঠিকই করেছেন। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে এখনকার সফটওয়্যার কোম্পানি গুলো যে ভাবে employee দের exploit করে,তার থেকে অনেক ভালো ইনকাম এবং নিজের মতো কাজ করা যায়। এটলিস্ট রেটিং বা banding এর জন্য চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা সময় দিতে হয় না।
    আমার এক বন্ধু কলকাতার একটা নামী সফটওয়্যার কোম্পানি তে চাকরি ছেড়ে দিয়ে আজ দুটো Uber গাড়ির মালিক, একটা সে নিজে চালায়। আর আমি সেই একই কোম্পানিতে পড়ে থেকে আজ একটা গাড়ির emi শোধ করতে banding এর আগে বস কে তেল দিতে ব্যস্ত থাকি। আপনাকে স্যালুট ম্যাডাম। আর যারা এই ধরনের self profession এ যুক্ত আছেন (উচ্চ শিক্ষিত হয়েও ) তাদের ও স্যালুট।

  • @gJusticeg537
    @gJusticeg537 ปีที่แล้ว +44

    Sister just unbelievable,, u r an instance ❤
    স্বাধীনতা বাঁচার প্রথম শর্ত,

  • @kajalacharyya6075
    @kajalacharyya6075 ปีที่แล้ว +29

    Salute Madam. I appreciate your courage. I have also seen a female cab driver around 2 years back. She was from Ultadanga. She was also decent girl, yes girl as she was just 22 years old. Anyway, Salute to these ladies.

  • @tapasisanyal3350
    @tapasisanyal3350 ปีที่แล้ว +10

    Wow darun darun " Chaka ghurche, ghurbe" Congratulations Dipta

  • @shyamalichakraborty27
    @shyamalichakraborty27 ปีที่แล้ว +1

    খুব সুন্দর, এগিয়ে যান, শুভেচ্ছা ও অভিনন্দন রইল

  • @dsusmita1980
    @dsusmita1980 ปีที่แล้ว +36

    ভীষণ অনুপ্রেরণাদায়ক ❤️.. চাকা ঘুরছে, ঘুরবে

    • @oman-oman4973
      @oman-oman4973 ปีที่แล้ว

      Hi good morning i miss you please send me your mobile number

  • @sumannandi2179
    @sumannandi2179 ปีที่แล้ว +2

    She is JALPAIGURI Government Engineering College Alumini. Again you are one for whom we are proud to be Jolite.

  • @kajalsengupta9414
    @kajalsengupta9414 ปีที่แล้ว +5

    সত্যি ইনি অনেকের অনুপ্রেরণা, আপনার আগামী পথ খুব ভালো হোক এই কামনা করছি।

  • @debmanin
    @debmanin ปีที่แล้ว

    অসাধারণ প্রতিবেদন। এক নিঃশ্বাসে দেখে ফেললাম। ভীষন স্বাধীনচেতা এবং বাস্তব সম্পর্কে অবহিতা এক অসাধারণ নারীর কাহিনী। অনেক অনেক শুভেচ্ছা আর আশীর্বাদ র‌ইল দীপ্তা র জন্য। অনেক ধন্যবাদ আনন্দবাজার অনলাইন কে।

  • @shyamalroy535
    @shyamalroy535 ปีที่แล้ว +53

    🎉 হ্যাঁ দিদি বেঁচে থাকার এটাই আনন্দ আমি স্বাধীন আমি পরাধীন নই❤

  • @mnmomen9618
    @mnmomen9618 ปีที่แล้ว +1

    খুবই ভালো লাগে যখন দেখি আমাদের দক্ষিণ এশিয়ায় ভারত বাংলাদেশের মেয়েরাও উবার গাড়ির চালক, সত্যি এটা খুব গর্বিত মনে হয়, সত্যি আমাদের দেশের মেয়েরাও ক্যাব চালকের পেশায়!! ঢাকাতেও একজন ভালো শিক্ষিত মেয়ে (তার ২টি বাচ্চাও আছে), link ta পেলে পরে এখনে দিয়ে দিব।

  • @ananditapaul4033
    @ananditapaul4033 ปีที่แล้ว +12

    তোমার কথা শুনে আমার মত বদলানোর চেষ্টা করলাম যে ছেলেদের কোন ডিগ্রির পাওয়ার পেছনে ছুটবো না নিজের চেস্টায় কিছু করাবো

  • @subratachakraborty7655
    @subratachakraborty7655 ปีที่แล้ว

    খুউব ভাল লাগল। মনটা ভাল হয়ে গেল। ম্যাম প্রশ্নের যে উত্তর গুলো দিয়েছেন এবং যে ভাবে দিয়েছেন সেটা নিজের প্রতি অসম্ভব আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছেন।এই রকমই চাই । দুজনকেই অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 ปีที่แล้ว +11

    খুব ভালো লাগলো এই সাক্ষাৎকার পর্ব । উপভোগ করলাম । গর্ব বোধ করলাম 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @maitreyeedey448
    @maitreyeedey448 ปีที่แล้ว

    সত্যিই তোমাকে স্যালুট জানাই আর তোমার মা কে প্রণাম, এইরকম মা যেন সব মেয়েরা পায়, আমি ভীষন ই আপ্লুত, এই ভিডিওটা দেখার পর আমার আনন্দের সীমা নেই, মনে হচ্ছে তুমি আমার কত্ত আপন একদম নিজের এই ভাবেই এগিয়ে যাও সোনাবনু আমার পরমেশ্বর তোমার সহায়

  • @bholanathchatterjee2290
    @bholanathchatterjee2290 ปีที่แล้ว +4

    বাহ্ খুব সুন্দর লাগল, দারুণ একটা Inspiration প্রত্যেকের জন্য বিশেষত মেয়েদের

  • @chayandas7654
    @chayandas7654 ปีที่แล้ว +1

    Same here sir or mam, amake o sunte hoy ... "Mechanical engineering kore aisob kaj korchis ?"....😊 But chakri ? Handsome salary ? Setoo ei poschim bonge dumurer ful ... Madum hats off ....

  • @usharanjanbanerjee4031
    @usharanjanbanerjee4031 ปีที่แล้ว +4

    দিদি আপনাকে স্যালুট। আপনাদের মতো মেয়েদের ঘুরে দাড়াবার সময় হয়েছে। ধন্যবাদ।

  • @tanimaghosh2320
    @tanimaghosh2320 ปีที่แล้ว +1

    Kichhu bolar nei tomake...sesh kathata mon chhuye gelo
    History repeats..
    Agiye jao..❤

  • @swapankumardatta5471
    @swapankumardatta5471 ปีที่แล้ว +15

    যান্ত্রিক সভ্যতা শুরু হয়েছিল চাকা থেকে, সঠিক। আরও ভাল লাগলো "চাকা ঘুরছে ঘুরবে" বলায়। she is too smart because being well educated!

  • @SouvikDas.
    @SouvikDas. ปีที่แล้ว

    দারুন একটা প্রতিবেদন। অনেক অনুপ্রেরণা পেলাম এই দিদি ভাইয়ের থেকে। কুর্নিশ জানাই দিদি ভাইটিকে।

  • @prasantachakrabarty8531
    @prasantachakrabarty8531 ปีที่แล้ว +15

    দীপ্ত-বলিষ্ট মানসিক শক্তির ধারক-বাহক । নিজস্বতা নিয়ে
    জীবনকে পরিচ্ছন্নভাবে এগিয়ে
    নিয়ে যাওয়ার মানসিক দৃঢ়তা
    শিক্ষনীয় ; প্রশংসনীয়ও ।

  • @bidyutpaul9087
    @bidyutpaul9087 ปีที่แล้ว +1

    Salute You Sister..Apni Dipto bhongite agiye jan .onek onek Subhechha Roilo.👏👏

  • @d231-i4j
    @d231-i4j ปีที่แล้ว +10

    আমি মেয়েটির মাকে শত কোটি ধন্যবাদ জানাই যে তিনি তার মেয়েকে এরকম একটি কাজ করার সুযোগ দিয়েছেন 😊😊
    আজকের দিনে দাঁড়িয়ে কোনো মা বাবাই ছেলে মেয়েদের doctor & engineering ছাড়া অন্য কোন কিছু করতে দেন না 😔

  • @DDhandcraftsale
    @DDhandcraftsale ปีที่แล้ว +2

    তোমার কাজ এবং চিন্তাধারা কে অনেক অভিনন্দন, সামনের পথে আরো এগিয়ে যাও, আশীর্বাদ রইল।

  • @arunbhattacharya824
    @arunbhattacharya824 ปีที่แล้ว +3

    এগিয়ে যাও দিদিভাই। তুমি তো ভয় পাওনি। আর ভয় পেলেও তার পরে জয় তোমার হবেই।

  • @jdebnath4155
    @jdebnath4155 ปีที่แล้ว +5

    উনার গাড়িতে আমি নিজে ও যাতায়াত করেছি।খুব ভালো। সত্যি প্রশংসনীয়।

  • @Atoms-to-Molecules
    @Atoms-to-Molecules ปีที่แล้ว +8

    Salute Madam... You are the true inspiration... May God bless you and help you to overcome all hurdles...

  • @rajaparui1968
    @rajaparui1968 ปีที่แล้ว

    সাবাশ দিদি বাংলার মহিলাকুল দেখুক ভাতা ভিক্ষা খয়রাতি বিনে কিভাবে জীবন যুদ্ধে জয়লাভ করা যায়। লাঠীর মাথায় ন্যাকড়া বেঁধে দলের সমর্থক হয়ে ভিক্ষা করার থেকে পরিশ্রম করে রোজগার করা অনেক সন্মানের।

  • @arunsarkar9987
    @arunsarkar9987 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো,একটাই কথা মনের জোর ও ইচ্ছা শক্তি থাকলে মানুষ অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে, কেন আমাদের সেই "কল্পনা চাউলা" যে নিজের জীবন উৎসর্গ করেছেন , জানার নেশায়, দুই জনকেই সেলুট জানাই ।

  • @anirbanroy7644
    @anirbanroy7644 ปีที่แล้ว

    অন্য রাজ্যে না জাওয়ার কারণ বাড়িতে মা এর সাথে থাকা, কিন্তু নিজের রাজ্যে জব না নেওয়ার কারণ মাথার উপর বস। অদ্ভুত!
    যাই হোক, ভালো লাগলো। যে কোনো কাজই সন্মানের। প্রচলিত ছক ভেঙে বেরিয়ে আসলেই নতুনেরা পথ পাবে।

  • @sudeshnamitrapal9804
    @sudeshnamitrapal9804 ปีที่แล้ว +9

    Hats off to you.Congratulations and best of luck

  • @sunildutta5312
    @sunildutta5312 ปีที่แล้ว +1

    Very good I support you. God bless you. Go ahead.

  • @ashokkumarb1968
    @ashokkumarb1968 ปีที่แล้ว +5

    Well Educated personality......she is very clear in her thought......it's require lots of guts.....pray for her good future.....💐💐🌺🌺👍👍

  • @delowerhossain2491
    @delowerhossain2491 ปีที่แล้ว +1

    Wonderful idea have gotten in our middle class society which is encouraging our above mental general public. Thanks. ❤🎉

  • @vivaangaming7177
    @vivaangaming7177 ปีที่แล้ว +6

    সৎভাবে পরিশ্রম করে টাকা উপার্জন করছেন আরো এগিয়ে যেতে হবে সামনের দিকে ❤❤

  • @skmostaque5697
    @skmostaque5697 ปีที่แล้ว

    ভালো লাগলো আপনার প্রচেষ্টা ও মনোভাব কে দেখে তার জন্য সাধুবাদ জানাই।

  • @35L98
    @35L98 ปีที่แล้ว +5

    ঘুরছে চাকা, ঘুরবে চাকা, চলবে গাড়ী অনেক দূরে। অনেক শুভেচ্ছা জানাই ❤️❤️

  • @amitpaul7940
    @amitpaul7940 ปีที่แล้ว +2

    Rejecting a comfortable life and accepting the discomfort to achieve freedom from job slavery, this is rare. Best wishes!

  • @dassagnik9154
    @dassagnik9154 ปีที่แล้ว +96

    শুরু হল এদের মহিমান্বিত করা। কেন ইঞ্জিনিয়ারিং ছেড়ে ক্যাব ড্রাইভ করতে হচ্ছে তার প্রশ্ন করতে হবে রাষ্ট্র ব্যবস্থার কাছে।

    • @manikbanerjee100
      @manikbanerjee100 ปีที่แล้ว +2

      👍

    • @subhodipmanna3038
      @subhodipmanna3038 ปีที่แล้ว +4

      Koti taka r prosno

    • @raynaarena
      @raynaarena ปีที่แล้ว +3

      Echara r kicchu krar nai...j job korche r j korchena poristhiti ta Ami jni motamuti ak

    • @debajyotidey9196
      @debajyotidey9196 ปีที่แล้ว +6

      Possibly, the profession of engineering was unsuitable for her. Not to have a boss, is a lame excuse!!

    • @abulkalamazad8177
      @abulkalamazad8177 ปีที่แล้ว

      একটা সুন্দর এপিসোড!

  • @keyaguin6788
    @keyaguin6788 ปีที่แล้ว

    খুব ভালো লাগল।‌অনেক আশীর্বাদ রইল। আমি আপনার মায়ের মত। ভগবান আপনার ভালো করুন।

  • @debasisbose4542
    @debasisbose4542 ปีที่แล้ว +11

    Dr Abdul Kalma বলেছিলেন তুমি যদি তোমার কাজকে সেলুট কর, দুনিয়া তোমাকে সেলুট করবে ।

  • @keyadey7496
    @keyadey7496 ปีที่แล้ว +1

    Congratulations! Amar khuub bhalo laaglo!

  • @soumitkanjilal268
    @soumitkanjilal268 ปีที่แล้ว +3

    First of all Dipta Di I must appreciate your courage to overcome our so called social stigma and then of course your zeal to do something of your own and lastly hats off to your brave and proud Mother.

  • @kashemsaheb6480
    @kashemsaheb6480 ปีที่แล้ว

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ, আপনার জন্য আশীর্বাদ রইলো, বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে দেখছি ।

  • @debsishu
    @debsishu ปีที่แล้ว +6

    Brilliant ! Go girl go !! all the best .👍

  • @ajitmanna7045
    @ajitmanna7045 ปีที่แล้ว +1

    আমি একজন বয়স্ক মানুষ হিসেবে তোমাকে আশীর্বাদ করছি। তুমি সুখী হবে। তোমাকে দেখে মেয়েরা অনুপ্রাণিত হোক।

  • @vedantabharti9399
    @vedantabharti9399 ปีที่แล้ว +13

    নিরানন্দ বাজার আর কত নিচে নামবে?
    আপনারা কি ধারণা প্রমোট করতে চাইছেন?
    এই রাজ্যে যে চাকরির বাজার খুবই খারাপ, সেটা প্রায় সবাই জানে।
    নিরানন্দ বাজারের ছেলে মেয়েদের কে কি এই ধরনের কাজকর্ম করতে উৎসাহিত করতে রাজি?

    • @ayanroy3055
      @ayanroy3055 ปีที่แล้ว +1

      Onekta agree apnar question er sathe. Ekhane salute to this girl. But it also makes WB people to think where are they staying?? Opportunity for job is minimal. WB has high potential but due to selfish politics, it’s getting ruin day by day. Thus people are satisfied with 500 vata. Whereas a good education and support of family can help to earn much more than 500. Am ashamed as Bengali and people’s ridiculous mindset. It can be classified as self sabotage.

    • @ABAB-sw7nb
      @ABAB-sw7nb ปีที่แล้ว

      চটিচেটে রাজ‍্যসভার টিকিটটা পেতে চাইছে দালালবাজার পত্রিকা।

  • @priyabratakhanra8571
    @priyabratakhanra8571 ปีที่แล้ว +1

    Deeptaa, তুমি স্বাধীনচেতা মেয়েদের অনুপ্রেরণা। তোমার জন্য আশীর্বাদ রইল, মামনি।

  • @drjoydeepkhanra7515
    @drjoydeepkhanra7515 ปีที่แล้ว +6

    Excellent. But a sad state of employment for engineers in our state is painful.

  • @susantadas8672
    @susantadas8672 ปีที่แล้ว

    স্যালুট বস, আপনি পথিকৃৎ। অনেকই মনে মনে আপনার পায়ে হাত দিয়ে প্রনাম করছে। ভালো থাকবেন।

  • @antu43
    @antu43 ปีที่แล้ว +3

    Lots of blessings and good wishes from a Sr. Citizen (79+) for choosing this profession. Just carry on.

  • @amitbrahmo
    @amitbrahmo ปีที่แล้ว +1

    Pawrer meye app cab chalachhe, sobbai bahobaa dichhen. Aapnara nijer meye ke appcab chalaatay deben? Bookay haath rekhe bolun. Appcab chaaliye Dipta hoytoh maashe 40,000 kamachhe kintu taar ordhek mainay te sobbair akta office job chayi. Sobtayi amader chintadhara. Dipta akta bright example and inspiration. Akkaalay air hostess er kaaj ta kay o lokeraa bhalo chokhe dekhto naa. Monchay theatre kawrataa, akta somoy khub nimno kaaj bolay gonno hoto. Dipta proud of you. Chaliye jao. Onek ashibbad. Tumi jeno akdin akta cab company chaalao.

  • @panredhat
    @panredhat ปีที่แล้ว +4

    Oneker comment dekhlaam Software engineer hoye cab driver, why. But kono master degree holder ke bises kore government e clerical job korle why bole na... Uni jeta korchen setake appreciate kora uchit.. and uni jeta explain korechen je family chere onno kothao jaben na, ei chinta vabna gulo ei somaje khubi birol..onar ei kothata jathesto guruttopurno...👌

  • @budhhadebroy8708
    @budhhadebroy8708 ปีที่แล้ว

    এই রকম বাংলার মেয়েকে "মা"কে চাই,লড়াই কে কূর্নিশ করছি।কর্ম জীবনে আপনার সর্বাঙ্গীন সাফল্য,ও মঙ্গল কামনা করি,প্রচন্ড রোদ গরম দিদি,গাড়িতে খাবার জল রাখুন,যেখানে সেখানে জল খাবেন না,ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @sudipmandal8512
    @sudipmandal8512 ปีที่แล้ว +3

    Salute madam....proud to be an Indian citizen ❤

  • @dard.284
    @dard.284 ปีที่แล้ว +1

    অনেক অনেক সাধুবাদ, সাহসের সাথে এগিয়ে যাচ্ছে নারী। ধন্যবাদ আপনাকে

  • @HasnatMollickOfficial
    @HasnatMollickOfficial ปีที่แล้ว +4

    সাব্বাশ ম্যাডাম। আরো এগিয়ে চলুন।

  • @goutampramanick340
    @goutampramanick340 ปีที่แล้ว

    প্রত্যেকেরই একটা নিজস্ব স্বাধীনতা থকা দরকার খুব ভাল লাগল দীপ্ত তুমি আমার মেয়ের মতন ।

  • @croy7578
    @croy7578 ปีที่แล้ว +5

    I salute your attitude towards Life. Oh! Yes! Wheels are so important, whatever role you give it.

  • @khanrahim5457
    @khanrahim5457 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো ❤️❤️❤️।দিপ্তা রিয়েলি জলন্ত দিপ.. কথাগুলো অসাধারণ 👍👍

  • @allstopped
    @allstopped ปีที่แล้ว +21

    তোমার মতো মেয়েরা আরো বেশি আসলে তবেই হবে মেয়েদের উত্তোরণ।👍

  • @Bolivuidadancebymegha
    @Bolivuidadancebymegha ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। খুব সুন্দর সাক্ষাৎকার দিরহ মানসিকতার পরিচয় পেলাম। ম্যাডাম আপনাকে শোর্ধা সহকারে নমস্কার জানাই।

  • @rupadass6356
    @rupadass6356 ปีที่แล้ว +11

    All the very best to her !!!! 🙏

  • @krishnendudas6410
    @krishnendudas6410 ปีที่แล้ว

    ভালো লাগল, শুধু বলবো এগিয়ে যাও, চালিয়ে যাও,যারা পিছিয়ে পড়েছো এগিয়ে এসো,তোমরা এগোলে জাতি ও দেশ এগাবেই ।

  • @nomadexplorer6682
    @nomadexplorer6682 ปีที่แล้ว +5

    Excellent presentation. The lady is enjoying the job and there is fulfillment in her expression. She is not greedy. Happy to return home to meet her mother. My salutations to her.

  • @propertyloversandip8630
    @propertyloversandip8630 ปีที่แล้ว +1

    Thank দিদি তোমার কাছে থেকে অনেক কিছু শিখতে পারলাম

  • @mrinmaysaha9939
    @mrinmaysaha9939 ปีที่แล้ว +131

    অন্য রাজ্যে চাকুরী করতে যাওয়া ছাড়া আর এই পশ্চিমবঙ্গে কি বা থাকবে লক্ষী ভান্ডার আর তোলাবাজি 😢

    • @pranabkrishnachaudhuri3355
      @pranabkrishnachaudhuri3355 ปีที่แล้ว +2

      It is Bengali's tradition
      In every field they left Bengal and hold their capability in Bolywood, Music ,Coal Fields ,Railway, Ordnance Factory etc and this tradition will go on.Sei tradition ajao chaleche writer S Wajed Ali

    • @TheDon-en2qk
      @TheDon-en2qk ปีที่แล้ว

      আরে বোকা চোদা ডেমনা বাংলা এবং কলকাতায় যে মেয়েরা ভীষণ ভাবে নিরাপদ তার প্রমাণ । আর লক্ষ্মী ভাণ্ডার তিন খানকি রেনডি বেশ্যার দল সিপিএম, বিজেপি, কংগ্রেস দলে এই কল্পনা মাথায় আসবে না । এই দলগুলো রেনডিবাজি নিয়ে ব্যস্ত , পারলে শয়তান মোদী ও অমিত শালা - কিংবা ময়দানে লেনিনের গার শুঁকে আয় দেখবি কু বুদ্ধি মাথায় থেকে দুর হয়ে যাবে ।

    • @arunsau5942
      @arunsau5942 ปีที่แล้ว +1

      Very stupid and unreal comment. Sorry for the truth. Thanks.

    • @skghosh7049
      @skghosh7049 ปีที่แล้ว +2

      সব বিষয় এ রাজনীতি করা এটা অন্য জায়গায় নেই.. তাই কিছু বিষয় এ সামাজিক ভাবে ও কথা বলা যায়..🙏

    • @arunsau5942
      @arunsau5942 ปีที่แล้ว +2

      অন্য রাজ্যে কিছু দিন বসবাস করলে এই কমেন্ট পরিবর্তন করতে বাধ্য হবে।

  • @aniruddhaghosh8223
    @aniruddhaghosh8223 ปีที่แล้ว

    আপনাকে ধন্যবাদ জানাবার মতো ভাষা নেই, আর আপনার মায়ের মতো মা যেন সবার মা হয়ে ই জন্মান। ভালো থাকুন।

  • @Krish-or5jf
    @Krish-or5jf ปีที่แล้ว +5

    খুব ভালো👍।কাজে কিসের লাজ?।আপনি তো চুরি করছেন না। দারুন, নিজের লড়াই নিজে করছেন এটা অনুপ্রেরণার একটা গল্প হতে পারে । ভারতবর্ষে অনেক বড়ো বড়ো নক্ষত্র অতীত আর ভবিষ্যৎ আকাশ- পাতাল করে দেখিয়েছেন।কে বলতে পারে এভাবে চাকা ঘুরতে ঘুরতে একদিন কোনো এক মোড়ে জীবনের মোড় টাই বদলে দেবে কিনা।জয় হো।

    • @sohininayak6332
      @sohininayak6332 7 หลายเดือนก่อน

      @Krish-or5jf thok jsob punjabira Indiae choto choto Kaj Korte chaina Tarai Canada giye driver,security Thke whole sale market sob Kaj kore eivave ora puro Canada dokhol korche amader hibdu bengaliderjonno Jodi ekta personal Foreign country thke bhalo hoi like Poland /Neitherland/Switzerland

  • @UTCEnglish
    @UTCEnglish ปีที่แล้ว

    Bah! Mon chhuye jawar moto ekta real story 😊r didi munir ei kothata khub valo laglo "ami i accept korbona ,chaka ghur6e churbe !"

  • @asisghosh6184
    @asisghosh6184 ปีที่แล้ว +3

    Salute to this girl.🙏

  • @mirajmolla6485
    @mirajmolla6485 ปีที่แล้ว

    দিদি আপনার কথা শুনে বুঝলাম আপনি খুব মানবিকএবং মানুষের অসুবিধার ভাবেন ভগবান আপনার সহায় হোক শুভকামনা রইল।

  • @secret12356
    @secret12356 ปีที่แล้ว +6

    So happy to see you sister! GOD bless you :)

  • @babineogi8883
    @babineogi8883 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো তোমার কথা শুনে, তুমি অনেক মেয়ের অনুপ্রেরণা হয়ে থাকবে dipta, খুব ভালো থেকো তুমি ❤

  • @arundhatighosh7429
    @arundhatighosh7429 ปีที่แล้ว +4

    Congratulations. . Proud of you

  • @parthodeb2962
    @parthodeb2962 ปีที่แล้ว +1

    Congratulation..very well said..a strong character..go ahead SIS..

  • @debasismajumdar8634
    @debasismajumdar8634 ปีที่แล้ว +7

    Way back in 1994, the then West Germany had many female cab operators. Those days apps were not there but phone-taxi( a toll free number from any public booth) service was very much there. In fact, my 2 year stay then, maximum I saw female can operator.Payment system was meter based cash fare, a handwritten receipt was issued with thanks. So many more girls can join uber, ola, one way cab - as society is moving towards inclusion. In Cambodia during 2008, whether airport immigration, police, bus driver, tour guides, shop owners 95% used to be female dominated as genocide during Pol Pot's regime killed millions of male population. So the paradigm shift has to happen. Last year Gujarat government started recruiting bus drivers and conductors to its state transport fleet.

  • @shantanumitra7065
    @shantanumitra7065 ปีที่แล้ว

    খুব খুব ভালো লাগল দীপকে কথা তো আরো বেশি ভালো লাগল শুনে ।ভালো তুমি