এক ইউরেনিয়ামেই রাতারাতি ধনী বাংলাদেশ !! সবচেয়ে দামি সম্পদ এখন দেশে! Uranium found in Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • প্রাকৃতিক সম্পদে ভরপুর একটি দেশ বাংলাদেশ। রয়েছে কয়লা, গ্যাস ও আকরিক লোহার মত প্রাকৃতিক খনিজ সম্পদ, কিন্তু এছাড়াও কি ধরনের প্রাকৃতি সম্পদ রয়েছে এই দেশে? কি পরিমাণ আছে? তার কোন সঠিক গবেষণা বা তথ্য নেই কারও কাছেই। দেশের মাটির নিচে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সীমাহীন সম্পদ। তবে গ্যাস, কয়লা ছাড়া আজবদি তেমন বড় কোন সম্পদ উত্তোলন করা সম্ভব হয়নি। তবে এবার এমন এক প্রাকৃতিক সম্পদের সন্ধান মিলেছে বাংলাদেশে যা নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে। আর এই সম্পদটি হলো মহামূল্যবান ইউরেনিয়াম।
    আর এই সম্পদ আহরণ করতে পারলেই বাংলাদেশও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মতো প্রাকৃতি সম্পদ রপ্তানি করে রাতারাতি ধনী রাষ্ট্রে পরিনত হতে পারবে। গত কয়েক দিন যাবত খবরের শিরোনাম হয়েছে পায়রা বিদ্যুৎকেন্দ্র, কারণ কয়লা সংকটে এটি বন্ধ হতে যাচ্ছে। দিন দিন এ খনিজ পদার্থ কয় ফুরিয়ে আসছে। বিশ্বে এখন কয়লার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে ইউরেনিয়াম। কিন্তু এই ইউরেনিয়াম দেশের কোথায় কোথায় সন্ধান মিলেছে?, কবে নাগাদ তা আহরণ করা সম্ভব হবে? তা জানাবো আজকের এই ভিডিওতে, চলুন শুরু করা যাক...
    ⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
    ⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
    ✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
    ☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢

ความคิดเห็น • 765

  • @tasnovaraisa03
    @tasnovaraisa03 ปีที่แล้ว +65

    ভাই রে ভাই! এগুলা পাওয়া গেলে সেটা কোনো সুখবর না অভিশাপ হিসেবে আমাদের ওপরে এসে পরবে।
    দোয়া করি এসব কিছু না পাওয়া যাক। আমরা খেটে খাওয়া জাতি, খেটেই খাই। এসব দেশে পাওয়া গেলে দেশ দুর্নীতিতে দেউলিয়া হয়ে যাবে। আমাদের দিন আনি, দিন খাই ও বন্ধ হয়ে যাবে। উন্নতির কিছুই হবে না। দেশ থেকে কালো টাকা পাচার বাড়বে শুধু। আর যারা এসবের সাথে যুক্ত তাদের কপাল খুলবে আর বাকি সব শ্রেণী পেশার মানুষের জীবন যাত্রার মান আরোও নিচে নামবে ও অর্থনৈতিক ভারসাম্য হারাবে।

    • @mehebubmondal4844
      @mehebubmondal4844 11 หลายเดือนก่อน +1

      X

    • @mehebubmondal4844
      @mehebubmondal4844 11 หลายเดือนก่อน

      Z

    • @AbulHossain-lt2bp
      @AbulHossain-lt2bp 11 หลายเดือนก่อน

      🇧🇩🇧🇩🇧🇩

    • @EmonAhmed-yy4xu
      @EmonAhmed-yy4xu 11 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @spotty0022
      @spotty0022 7 หลายเดือนก่อน

      🤡bah khube budhidipto kotha bolechen

  • @Hanif-ue3mi
    @Hanif-ue3mi ปีที่แล้ว +108

    আমরা যদি ইউরেনিয়াম এর খনির মধ্যেও থাকি। তাও ধনি হতে পারবো না কারোন আমাদের রক্তে দুর্নীতি।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে

    • @s.mshamim154
      @s.mshamim154 ปีที่แล้ว +1

      ১০০% রাইট বলছেন ভাইয়া সোনার খনি পাইলেও বাংলাদেশ কখন উন্নতি হবে না বাংলাদেশের প্রত্যেকের দুর্নীতিগ্রস্ত যে সুযোগ পায় সেই দুর্নীতিগ্রস্ত হয়ে যায়

    • @mda.h.towhid142
      @mda.h.towhid142 ปีที่แล้ว

      ঠিক

    • @OhidulkwOhidulkw
      @OhidulkwOhidulkw ปีที่แล้ว

      সহমত

    • @MdLikhon-yl8zx
      @MdLikhon-yl8zx 4 หลายเดือนก่อน

      ধনী হবে আওয়ামী লীগ আর গল্প শুনবে সাধারণ পাবলিক 😂

  • @ShohidulIslam-sz3hc
    @ShohidulIslam-sz3hc ปีที่แล้ว +60

    হে আল্লাহ আপনি আমাদের দেশে খনিজসম্পদ বৃদ্ধি করে দিন আমিন ‌।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว +1

      আমীন

    • @oswoahidvai9439
      @oswoahidvai9439 ปีที่แล้ว

      খনি আছে ত সেটা ডাকাতের

    • @sAM859
      @sAM859 9 หลายเดือนก่อน +2

      ​@@BioscopeEntertainment একটু অপেক্ষা করুন , আল্লাহ মাটির তলায় খনিজ সম্পদ ঢোকাচ্ছে , আর তোর মাথায় একটু বুদ্ধি ঢোকাতেও উপদেশ দিলাম😂

  • @uttam871
    @uttam871 ปีที่แล้ว +29

    এই সম্পদ পেলে চুর গুলোর ভাগ্য খুলবে দেশের না

  • @ReazUddin-t7z
    @ReazUddin-t7z ปีที่แล้ว +25

    সৌদি আরব তেল পেয়েছে,ধনি রাষ্ট
    আমার তো তেল, কয়লা, গ্যাস পাইছি তবে আমাদের দেশের অবস্থা ভালো হয়না কেন?কারন বঙ্গবন্ধু বলে গেছে সবাই পেয়েছে সম্পদের ক্ষনি আমরা পেয়েছি চুরের ক্ষনি।৭১থেকে আজ অবদি অপেক্ষা করছি দেখি আল্লাহর দয়া করে চুরদের ঈমান দেয় কিনা।

  • @sazzadhossain282
    @sazzadhossain282 ปีที่แล้ว +116

    যতই খনিজ সম্পদ পাওয়া যাক না কেন, দেশের মানুষ এর ভাগ্যে পরিবর্তন হবে না,কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে😢😢

  • @shahalam1217
    @shahalam1217 ปีที่แล้ว +8

    বাংলাদেশ অনেক উন্নত দেশ হয়ে যাবে ইনশাল্লাহ

  • @barkutullahmurad8797
    @barkutullahmurad8797 ปีที่แล้ว +20

    যেভাবে দেশের অর্থ-সম্পদ সবই তো পাচার হয়ে যাচ্ছে,গ্যাসের খনি থেকেও তো গ্যাস পাচ্ছেনা সাধারণ মানুষ আর এসব তো.... 😢😢😢

  • @NAZRULISLAM-ig7ym
    @NAZRULISLAM-ig7ym ปีที่แล้ว +14

    100% right অবশ্যই আমাদের দেশে যে যে এলাকার নাম বলেছেন সবগুলা সটিক এই জাইগা গুলোতে ইউরেনিয়াম আছে আমি জুরি এলাকার পাশে থাকি আমি এটা আগে থেকেই জানি... ধন্যবাদ Bioscope কে সত্যি কথা তুলে ধরার জন্য thanks

  • @mithunkkbau14
    @mithunkkbau14 ปีที่แล้ว +23

    লাভ নেই, বিদেশি কোনো কোম্পানি কে উত্তোলনের দায়িত্ব দিবে, তারপর আজকের গ্যাসের মত অবস্থা হবে।
    😂😂😂

  • @belal.hussain.1993
    @belal.hussain.1993 3 หลายเดือนก่อน +3

    আসসালামুয়ালাইকুম ভাই বাংলাদেশের সম্পদ দিয়ে বাংলাদেশ ধনী হয় না কিছু ব্যক্তি ধনী হয় শুধু

  • @djmilonpaul8220
    @djmilonpaul8220 ปีที่แล้ว +469

    আপনার ভিডিও দেখে মনে হয় আমরা ইউরোপের কোন দেশে আছি । অথচ দেশের যে পরিমাণ সংকট চলতেছে সেটা মনে হয় আপনি জানেন না 🙂

  • @md.rajibulhasanrumal9359
    @md.rajibulhasanrumal9359 ปีที่แล้ว +10

    বাংলাদেশের যে পরিমাণ বাজেট ঘোষণা করা হয়
    তা যদি জনগণের স্বার্থ ব্যবহার হত
    বাংলাদেশ ইউরোপ আমেরিকার মত নির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতো।

  • @lovebangladeshanna1747
    @lovebangladeshanna1747 ปีที่แล้ว +112

    দিন যতো যাচ্ছে না খেয়ে থাকার পরিমাণ বাড়তেছে এটাই হলো উন্নয়ণ

    • @harun20hr24
      @harun20hr24 ปีที่แล้ว +6

      না খেয়ে মরতেছে এসব গুজব বাদ দিয়ে অন্য কথা বলেন।এসব ডেট ওভার এখন কেউ খায় না।
      সব কিছুর দাম যে যেখান থেকে পারছে বাড়াচ্ছে।কেউ যেন দেখার নাই।দ্রব্যমূল্য বাড়লেও বেতন বাড়ে না।এটা হতে পারে না।চিনির দাম বাড়িয়ে মিষ্টির দাম কামানো, সার বীজের দাম বাড়িয়ে মাঠ থেকে কেনা ফসলের দাম কমাচ্ছে।কিন্তু বাজার থেকে কেনার সময় সেই বেশি দামেই কিনতে হচ্ছে।

    • @mkkm9466
      @mkkm9466 ปีที่แล้ว +5

      আপনি ভাত খাওয়ার টাকা দিয়ে এমবি কিনে ইউটিউব ভিডিও দেখা বাদ দেন। আগে ভাত খান, পরে ইউটিউব।

    • @sohelraza1526
      @sohelraza1526 ปีที่แล้ว

      সরকারের দালালের কথায় মনে হয় দেশ টা পুরাটায় ইউরেনিয়াম হয়ে গেছে।

    • @tamalhossain5558
      @tamalhossain5558 ปีที่แล้ว +2

      এটা পুরোনো ডায়লগ নতুন কিছু থাকলে সেটা বলেন।১৪ বছর ধরে একই ডায়লগ শুনতেছি অথচ এরই মধ্যে বিশ্বের অনেক দেশ দেউলিয়া হয়ে গেছে আবার অনেক দেশ দেউলিয়া হওয়ার পথে।তবে আনন্দের বিষয় হল বাংলাদেশ তার যথা স্থানেই রয়েছে।তারপরেও কিছু সমালোচনাকারীরা সমালোচনা করেই যাচ্ছে। সমালোচনাকারীরা যতই সমালোচনা করুক না কেন, বাংলাদেশ তার নিজের গতিতেই এগিয়ে যাচ্ছে। ইনশাআল্লাহ দেশ যেভাবে এগোচ্ছে তাতে করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল্লাহ।♥🇧🇩♥

    • @mizankhan7757
      @mizankhan7757 ปีที่แล้ว +1

      আপনি এমন একজন কর্মঠ মানুষ দেখান যে না খেয়ে আছে
      নিজে সারাদিন TH-cam এ গুজ গুঁজ করবেন আর আপনাকে বাসায় এসে সরকার খাবার দিয়ে যাবে😅😅😅😅
      ফালতু গুজব বাজি বাদদিয়ে কাজ করেন কাজে লাগবে

  • @almamun6382
    @almamun6382 ปีที่แล้ว +15

    ভাই দেশ যারা চালায় তাদের মধ্যে দেশ প্রেম না থাকলে দেশ আরো গরিব হবে।

  • @saudiaribia3716
    @saudiaribia3716 ปีที่แล้ว +43

    আপনার মতো মানসম্পন্ন ইউটিউবার বাংলাদেশে হাতে গুণা কয়েক জনই আছে।এগিয়ে যান,,আমরা আছি আপনার সাথে।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว +3

      আপনাদের এমন কমেন্ট আমাদের কাজে অনুপ্রেরণা যোগায়, ধন্যবাদ আপনাকে 🥰

    • @saudiaribia3716
      @saudiaribia3716 ปีที่แล้ว +3

      @@BioscopeEntertainment ভাই,একটা রিকুয়েষ্ট ছিলো।আমি একজন প্রবাসি!আমার মতো লাখো প্রবাসির রেমিটেন্সে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে। কিন্তু আমরা কোনো রকম কোনো সুযোগ-সুবিধা বা কোনরকম সম্মানের ছিটেফোঁটা ও পাইনা। এয়ারপোর্টে গেলে আমাদের হয়রানির শিকার হতে হয়। আমাদের মানুষ বলে গণ্য করা হয় না। এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানান প্লিজ।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว +2

      @@saudiaribia3716 প্রবাসী ভাইদের নিয়ে অনেক আগেই বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। চাইলেই প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন।

    • @saudiaribia3716
      @saudiaribia3716 ปีที่แล้ว +1

      @@BioscopeEntertainment ও আচ্ছা,, সরি ভাই।তসহলে আমার জানা ছিলো না,বলে কমেন্ট টা করে ফেলছি।প্লিজ কিছু মনে করবেন না।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว +2

      @@saudiaribia3716 ঠিক আছে, কিছুই মনে করিনি কারণ আপনি আমাদের পরিবারের একজন। ❤️

  • @shuvoahmed6888
    @shuvoahmed6888 ปีที่แล้ว +13

    ❤❤আলহামদুলিল্লাহ এগুলো উত্তলন করলে আমরা আমাদের ও দেশের উন্নয়ন কাজে আসবে

    • @NazrulIslam-yz4ug
      @NazrulIslam-yz4ug ปีที่แล้ว

      কথা শুনলে কি যে মনে হয়,,, খাদ্য আগে না বস্র আগে ????

  • @AkramKhan-oo5de
    @AkramKhan-oo5de ปีที่แล้ว +14

    প্রথম খনি পাওয়ার পর ৫০ বছর হয়ে গেছে। আমরা এখনো আলু তুলতে ব্যাস্ত। আমাদের সরকারের পলিসি। আমদানি করা +দাম বাড়ানো+ডলার সংকটের দোহাই দেওয়া।

    • @tashinahmedqueen3022
      @tashinahmedqueen3022 ปีที่แล้ว

      Tokhon bnp silo

    • @AkramKhan-oo5de
      @AkramKhan-oo5de ปีที่แล้ว

      @@tashinahmedqueen3022 তখন কে ছিল তার চেয়ে বড় কথা গত ৫০ বছর ধরে কি একাই bnp ক্ষমতায়???

    • @azizhasan7903
      @azizhasan7903 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @mainuddinmainu9817
    @mainuddinmainu9817 ปีที่แล้ว +18

    এই সমস্ত খনিজ সম্পদ কাজে লাগাতে হলে বাংলাদেশ থেকে এই চোরের খনিকে চিরতরে বিদায় করে দিতে হবে।

  • @Ali_hosain_6
    @Ali_hosain_6 ปีที่แล้ว +21

    সাধারণ বিজ্ঞান এর প্রশ্নের উত্তর ছাড়া আর কোন কাজে লাগাতে সক্ষম নয় আমাদের মহা মূল্যবান 🇧🇩

  • @salekakram585
    @salekakram585 ปีที่แล้ว +9

    সব খনিজ সম্পদ লুটারাদের পকেটে যাবে আর বিদেশে পাচার হয়ে যাবে।

  • @shirinscollection1622
    @shirinscollection1622 ปีที่แล้ว +14

    আলহমদুলিললাহ ।ইনশাআল্লাহ বাংলাদেশ একদিন শিল‌পপতি দেশে পরিনত হবে।

  • @abusayeed7419
    @abusayeed7419 ปีที่แล้ว +7

    ভাই আমাদের দেশে যতই প্রাকৃতিক সম্পদ পাওয়া যাকনা কেন চোরের গোষ্ঠী নির্মূল করা সম্ভব না হলে। দেশে শিন্তি ও উন্নয়ন সম্ভব নয়। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে অবশ্যই সার্বিক উন্নয়ন করা জরুরি।

  • @abdulsalek5156
    @abdulsalek5156 ปีที่แล้ว +2

    আপনার চ্যানেলের খবরে সবকিছুই পৃথিবী সেরা, এশিয়া সেরা হিসাবে বর্ননা করস হয় অথচ.... !

  • @anikrafi1748
    @anikrafi1748 ปีที่แล้ว +5

    সন্ধান মিলছে আরো 100 বছর লাগবে আহরণ করতে।।

  • @mdr7053
    @mdr7053 ปีที่แล้ว +5

    প্রাকৃতিক সম্পদ গ্যাস-কয়লা থাকার পরও আমাদের বিদ্যুতের লোডশেডিং ভুগতে হয় প্রাকৃতিক সম্পদ থাকার পরও যদি গ্যাস-বিদ্যুৎ বেশি দামে কিনতে হয় এসব থাকার চেয়ে না থাকাই ভালো

  • @mdmirazmahmud3211
    @mdmirazmahmud3211 ปีที่แล้ว +2

    আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🇧🇩🇧🇩

  • @arfinfuad657
    @arfinfuad657 หลายเดือนก่อน

    আজ ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ভিডিওটি দেখলাম।আলহামদুলিল্লাহ শুনে ভালো লাগলো।আল্লাহকে সিজদাহ করা জমিন কখনো খালি থাকেনা।আল্লাহ তা মূল্যবান করেদেন।শেখহাসিনা নেই আশাকরছি এটা তুলতে পারলে আমাদের দেশের কাজে আসবে।কিন্তু এই সব সেনাবাহিনীর কাছে দায়িত্ব দেওয়ার জন্য আহবান করছি।হাসিনা বলেন,খালেদা বলেন,যেই আসুক তারা এই সব পেলে নিজেদের সকালের নাস্তা।আর রাতের খবার হিসেবে জায়েজ করে নিবে।

  • @rowshanahmed1328
    @rowshanahmed1328 ปีที่แล้ว +5

    আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সহায়ক হোন।

  • @sumaiyaislam2958
    @sumaiyaislam2958 ปีที่แล้ว +19

    চোরের খনি থাকতে অন্য খনির দরকার নেই। এরাই সব খেয়ে ফেলবে।

    • @rozelchowdhury753
      @rozelchowdhury753 11 หลายเดือนก่อน

      বাংলাদেশী দুই পদ বিশিষ্ট চোরের খনি বিশ্ববিখ্যাত ????? বিদেশে চালান করেও কিন্তু রেমিট্যান্স আসতেছে দুই পদ বিশিষ্ট চোরের খনির কিছু থেকে ???

  • @anwarhossain3848
    @anwarhossain3848 11 หลายเดือนก่อน +2

    বাংলাদেশের খনিজ পদার্থ জন্য মূল্যবান সম্পদ তবে গুরুত্বপূর্নপদে দ্বীনদার দায়িত্বশীল আলেম হওয়া দরকার যাতে দুর্নীতি মুক্ত থাকে। যেমন আফগানিস্তান এত দ্রুত এগিয়ে যাচ্ছে একমাত্র দুর্নীতিমুক্ত হওয়ার কারণে

  • @tonnytusher9833
    @tonnytusher9833 11 หลายเดือนก่อน +4

    সততা না থাকলে আমরা কখনো ধনী হতে পারবো না।

  • @PantherPatient
    @PantherPatient ปีที่แล้ว +8

    মাশা আল্লাহ (আল্লাহ যা চেয়েছেন) 😍

  • @ttvofficial3133
    @ttvofficial3133 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ্ প্রাকৃতিক সম্পদ আমাদের সিলেট'ই বেশি।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে

    • @ahil_35
      @ahil_35 ปีที่แล้ว

      ভোলা জেলাও কম না

    • @believerofequality
      @believerofequality ปีที่แล้ว

      DHARME TOMRA PAKI DER HARIE DEBE .

  • @bilalhussain1501
    @bilalhussain1501 ปีที่แล้ว +1

    আপনার কথাটা কতটুকু সত্য প্রমান সহকারে ভিডিও চাই

    • @Aesthetic.crossover
      @Aesthetic.crossover ปีที่แล้ว

      ভাই আমাদের দেশে আসলেই অনেক প্রাকৃতিক সম্পদ আছে। কিন্তু আফসোস আমরা তা সঠিক ব্যবহার করতে পারি না

  • @MdAkter-ib5bl
    @MdAkter-ib5bl หลายเดือนก่อน

    আলহামদুলিল্লাহ 0:10 0:10 0:10 0:10

  • @NoorMohammad-ew4hp
    @NoorMohammad-ew4hp ปีที่แล้ว +3

    দেশের মানুষ অভুক্ত না থাকুক বিধাতার দরবারে আর্জি।

  • @Iqbalhossainchm
    @Iqbalhossainchm ปีที่แล้ว +10

    আলহামদুলিল্লাহ্ ❤❤❤😊

  • @mdlitonmdliton8306
    @mdlitonmdliton8306 ปีที่แล้ว +1

    সব দেশের থেকেই বাংলাদেশের সব জিনিস দাম বেশি গ্যাস থেকে দরে সবকিছু দাম বেশি

  • @durlovroy8778
    @durlovroy8778 ปีที่แล้ว +1

    খবর খবর থাকবে কিন্তু আপনার ভিউ ঠিকে হবে

  • @AnwarulIslam-x8q
    @AnwarulIslam-x8q ปีที่แล้ว +3

    কুড়িগ্রামের ছেলে আমি মনটা ভরে গেলো নিউজটা শুনে

  • @mdrofik-kx2wr
    @mdrofik-kx2wr ปีที่แล้ว +2

    সত্যের কাছে মিথ্যা একদিন বিলুপ্ত হবে ইনশাআল্লাহ। ভাই সত্য কথা প্রচার করুন। মিত্র কে ভয় করুন।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      এখানে কোন শব্দটি মিথ্যা বলুন, সন্দেহ হলে গুগুল এ সার্চ করুন, সেখানে অসংখ্য দৈনিক জাতীয় পত্রিকার লিঙ্ক পেয়ে যাবেন।

  • @ShohidulIslam-qd4lz
    @ShohidulIslam-qd4lz ปีที่แล้ว +1

    নিঃসন্দেহে একটি ভালো খবর।

  • @md.hadiuzzamanantor3067
    @md.hadiuzzamanantor3067 ปีที่แล้ว

    হ্যা আজ ৩ সপ্তাহ পর সত্যিই বাংলাদেশ ধন তুলে ধনী হয়ে গিয়েছে

  • @kibriaahmed2298
    @kibriaahmed2298 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আমার বারি সিলেটে জৈন্তাপুর

  • @iftekharhusain5784
    @iftekharhusain5784 ปีที่แล้ว +2

    নির্বাচনের আগে সবসময়ই এরকম আশাবাদী খবর প্রচারিত হয়ে থাকে।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      আসলে এটা আপনার ভুল ধারণা, প্রথমত আমরা কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। দ্বিতীয়ত: ধাপে ধাপে ৫০ বছরের ইতিহাস সহ তুলে ধরা হয়েছে। যদি কোন দলের হতাম তাহলে নিশ্চয়ই কয়েক বছরের উন্নয়ন তুলে ধরার চেষ্টা করতাম।

    • @iftekharhusain5784
      @iftekharhusain5784 ปีที่แล้ว

      @@BioscopeEntertainment আমার পর্যবেক্ষণ তাই বলে। এক বছর পর আপডেট দিবেন আশা করি।

  • @mdnasimuddin9226
    @mdnasimuddin9226 ปีที่แล้ว +4

    ধন্যবাদ ভাই, নেত্রকোনা জেলায় সরকারের বড় কোন প্রকল্প থাকলে মেহেরবাণী করে জানাবেন?

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      চেষ্টা করবো ইনশাল্লাহ, ধন্যবাদ আপনাকে

    • @mdnasimuddin9226
      @mdnasimuddin9226 ปีที่แล้ว

      @@BioscopeEntertainmentরিপ্লাইয়ের জন্য অাপনাকে অসংখ্য ধন্যবাদ!

  • @mdsalauddin8172
    @mdsalauddin8172 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ

  • @motivationtv24
    @motivationtv24 ปีที่แล้ว +3

    অখণ্ড ভারত মানচিত্র নিয়ে ভিডিও চাই 🖐🖐🖐

  • @moynaakter8374
    @moynaakter8374 ปีที่แล้ว +2

    শুনে অনেক ভালো লাগলো স্বস্তি পাইলাম

  • @monjurkhan3614
    @monjurkhan3614 ปีที่แล้ว +1

    Good luck for Bangladesh

  • @Salim-kf4jv
    @Salim-kf4jv ปีที่แล้ว +3

    ❤আলহামদুলিল্লাহ

  • @SM_Entertainment_Bangladesh
    @SM_Entertainment_Bangladesh ปีที่แล้ว +2

    Do you have any reference to the information? Like TV or newspaper report

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      Check on Google, you will get links to many national daily papers

  • @rafsanmai4765
    @rafsanmai4765 ปีที่แล้ว +1

    ভিডিও টা অনেক সুন্দর হইছে

  • @hauladarsumon9952
    @hauladarsumon9952 ปีที่แล้ว +1

    শাসিস হও লাদার ❤❤❤❤❤❤❤

  • @জহিরুলজহিরুল-দ৭গ
    @জহিরুলজহিরুল-দ৭গ ปีที่แล้ว +1

    সাংবাদিক ভাই হারাগাছের কথা শুনে আমি তো চমকে গিয়েছি ভাই আমি তো আমাদের রংপুরের হারাগাছ মেট্রোপলিটন টাউনের আশ পাশের কথা মনে করেছি ভাই কিন্তু দুঃখ লাগলো ভাই এ হারাগাছা,দেখি মৌলভিবাজারের হারাগাছ

  • @emon8838
    @emon8838 ปีที่แล้ว

    আলহামদুলিল্লাহ, শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য🎉❤

  • @mahamudulhasanshihab4490
    @mahamudulhasanshihab4490 ปีที่แล้ว +4

    Lalmonirhat airport area এর মধ্যেও নাকি ইউরেনিয়াম পাওয়া গেছে। তথ্যটি কি সত্য কিনা?

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      সঠিক তথ্য পেলে নিশ্চয়ই জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ

  • @prakashkr2188
    @prakashkr2188 ปีที่แล้ว +2

    Hare Krishna

  • @RavarsenBlogspot
    @RavarsenBlogspot ปีที่แล้ว +1

    ইউরেনিয়াম এর মূল্যের কোনো মূল্য নাই, কারণ এটা বহু দেশেই যথেষ্ঠ পরিমানে পাওয়া যায়।

  • @nafeesahnaf2387
    @nafeesahnaf2387 ปีที่แล้ว +3

    Alhamdulilah

  • @zahidalam3782
    @zahidalam3782 ปีที่แล้ว

    খুবই ভাল খবর দেশের জন্য।

  • @StruggleAndLearn
    @StruggleAndLearn ปีที่แล้ว +3

    Thanks to our honorable prime minister Sheikh Hasina♥️♥️♥️♥️

    • @anikmusicstation232
      @anikmusicstation232 ปีที่แล้ว

      হুম জয় বাংলা হয়ে যাচ্ছে বাংলাদেশ।।

  • @aboraihan9935
    @aboraihan9935 ปีที่แล้ว +1

    মাশাআল্লাহ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AjharulIslam-s3g
    @AjharulIslam-s3g 10 หลายเดือนก่อน

    বাংলাদেশ ❤❤❤

  • @Sopnojoy-w3m
    @Sopnojoy-w3m ปีที่แล้ว +1

    Alhamdulillah

  • @shamimahmed8199
    @shamimahmed8199 ปีที่แล้ว +3

    চাপা বেশি মারার কারনেই দেশে সাধারণ মানুষের কষ্ট

  • @oscarmamun4325
    @oscarmamun4325 ปีที่แล้ว +1

    এর আগে গলা ফাটিয়ে বলছিলোন শরীয়তপুর গ্যাসে ভাসছে অথচ কিছুই পাওয়া যায় নাই। এখন ইউরেনিয়ামের পেছনে অযথা খরচ করে অর্থের অপচয় ছাড়া কিছুই না।

  • @hasibpanna3173
    @hasibpanna3173 ปีที่แล้ว +2

    কিন্তু আজও আমরা দরিদ্র দেশের নাগরিক। অথচ দূর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হলে আমাদের এদেশ অনেক পূর্বেই দারিদ্র্য বিমোচন করতে পারতো।

  • @OmarFaruk-uv9wd
    @OmarFaruk-uv9wd ปีที่แล้ว +2

    বাংলাদেশকে নিয়ে ভারতের মানচিত্র এর ব্যাপারে ভিডিও চাই।

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      চেষ্টা করবো ইনশাআল্লাহ

  • @abualahadchowdhury2646
    @abualahadchowdhury2646 ปีที่แล้ว +1

    কি ধরনের ইউনিয়নের সন্ধান পাওয়া গেছে তা তো বললেন না। ইউরেনিয়ামের বিভিন্ন আইসোটোপের মধ্যে শুধু Uranium-235 পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানী হিসেবে ব্যবহৃত হয়

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      চেষ্টা করব এ নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করতে। ধন্যবাদ আপনাকে

  • @pastaclub2950
    @pastaclub2950 ปีที่แล้ว +1

    আমার বাসার নিচে ও ইউরেনিয়াম এর খনি আছে সময় পাইলে আইসা নিয়া জায়েন।

  • @MDNahid-mw9me
    @MDNahid-mw9me ปีที่แล้ว +1

    আমাদেশকে আরো এগিয়ে যেতে হবে

  • @farhadfaisal9410
    @farhadfaisal9410 ปีที่แล้ว +2

    কত বিত্তশালী হওয়া সম্ভব কিনা সেটা নির্ভর করছে কি পরিমাণ ইউরেনিউম খনিজ পদার্থ হিসাবে জমা আছে যা উত্তোলন যোগ্য। (পরিমাণটি তো এখনো জানা গেল না!)

  • @funnyentertainment4651
    @funnyentertainment4651 ปีที่แล้ว

    ধুর ভাই

  • @zakariaibna744
    @zakariaibna744 ปีที่แล้ว +2

    I have found some wrong information here.Plz clarify & update.
    With a complete combustion or fission , approx. 8 kWh of heat can be generated from 1 kg of coal, approx. 12 kWh from 1 kg of mineral oil and around 24,000,000 kWh from 1 kg of uranium-235.

  • @mostafizprince4175
    @mostafizprince4175 ปีที่แล้ว +3

    Uranium was first discovered in Cox decades ago

  • @mdrowson8512
    @mdrowson8512 ปีที่แล้ว +1

    বাংলাদেশ ধনি হবে না ভাই,,ধনি হবে মন্ত্রী ও মিনিস্টাররা।

  • @adnansifat3915
    @adnansifat3915 ปีที่แล้ว

    বরিশাল, খুলনা, রাজশাহী, বগুড়া, স্টেডিয়াম নেয়া ভিডিও চাই

  • @munnihasan8980
    @munnihasan8980 ปีที่แล้ว

    ভিডিও দেখে তো ভাল লাগে কিন্তু পাট শেষ চিংড়ি শেষ,ইলিশ শেষ গ্যাস শেষ, গ্রারমেন্স শেষ। চোখের সামনে সব শেষ। দেশের জিনিস দেশের মাটির নিচে পরে থাকলেও শান্তি। আমার দেশের সম্পদ অন্যকে খেতে দেখতে কষ্ট লাগে।

  • @utshoroy3692
    @utshoroy3692 ปีที่แล้ว +1

    🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🔥🔥💗💗💗 বাংলাদেশ 😊😊😊

  • @SSchotu
    @SSchotu ปีที่แล้ว +3

    প্রতি ইউনিট কয়লা ব্যাবহৃত বিদ্যুতের দামের থেকে প্রতি ইউনিট ইউরেনিয়াম ব্যবহৃত বিদ্যুতের দাম অনেক বেশি।

  • @md.sultankabir1050
    @md.sultankabir1050 28 วันที่ผ่านมา

    ইউরিনিয়াম বিক্রয়ের কোন প্রয়োজন নেই। এটা বাংলাদেশের জন্য লাগবে।

  • @golaphossain1970
    @golaphossain1970 ปีที่แล้ว

    হ্যা ঠিক বলেছেন, আমাদের গ্রামের সবাই বিএমডব্লিউ কিনিতেছে, আইফোন অলরেডি কিনা শেষ, আর আমাদের জামালপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত বোলেট ট্রেনের কাজ শুরু হয়ে গেছে, বোলেট ট্রেন নিয়েও একটা ভিডিও বানান।

  • @digintosarker-ul8fm
    @digintosarker-ul8fm ปีที่แล้ว +1

    ইউরেনিয়াম আমি এইমাত্র সাধারণ জ্ঞানের বইয়ের শেষ পাতায় দেখলাম,,যেটা মৌলভিবাজারের কুলাউড়া পাহাড়ে পাওয়া গেছে,,, দেখেই ইউটিউব সার্চ দিলাম এখন দেখি সত্যি 🥰🥰🥰

  • @CryptoSci-BD
    @CryptoSci-BD ปีที่แล้ว +2

    বাংলাদেশ এই মুহুর্তে ৩০০মিলিয়ন ডলার রিনে পরেছে।

  • @belalhossain8941
    @belalhossain8941 ปีที่แล้ว

    মাশআল্লাহ আমি আশাকরি আমাদের বর্তমান সরকারকে দিয়ে উঠানো স্বভাব

    • @BioscopeEntertainment
      @BioscopeEntertainment  ปีที่แล้ว

      ধন্যবাদ আপনাকে

    • @belalhossain8941
      @belalhossain8941 ปีที่แล้ว

      @@BioscopeEntertainment ভাইজান আমরাও প্রবাসীরা চাই যে আমাদের দেশটার নাম যেমন সোনার বাংলাদেশে তাই আল্লাহ কাছে দোয়া করি তারা তারি আল্লাহ যে পরিপূর্ণ করে দেন ইনশাআল্লাহ

  • @MdJosim-kh7ye
    @MdJosim-kh7ye ปีที่แล้ว

    শেখের বেডি এগিয়ে যাও ইনশাআল্লাহ সব বিপদ আপদ থেকে রক্ষা করবে সয়ং আল্লাহ 🖤🤲

  • @AyatInternational-l1i
    @AyatInternational-l1i ปีที่แล้ว

    খনিজ সম্পদের সুস্ঠ ব্যাবহার, ও উ্ত্তলন ও দুর্নীতি যেন, না হয়, তাহলেই বাংলাদেশ হবে সমৃদ্ধশালী।

  • @tamannashumona4836
    @tamannashumona4836 ปีที่แล้ว

    আপনার ভিডিওটি অত্যন্ত ভাল লেগেছে। তবে আমরা মধ্য প্রাচ্যের দেশের মত হতে পারব না । কারন আমরা লুটের রজ্যে বসবাস করি।

  • @baperyenterprise3065
    @baperyenterprise3065 ปีที่แล้ว

    আমাদের সেনাবাহিনীর অধীনে এই কাজ করতে পাড়লে ভালো ফল আসবে ইনশাআল্লাহ।

  • @mahabubbepary-i1o
    @mahabubbepary-i1o หลายเดือนก่อน

    চুরি করার ব্যবস্থা না করুন সঠিক পথে চালানোর ব্যবস্থা করুন

  • @sanjidakhanom4794
    @sanjidakhanom4794 ปีที่แล้ว +1

    প্রথমে আমাদের হিসাব করতে হবে যারা খাবে তাদের তারপরে দেশের উন্নয়ন,,, তাই এক কেজি করে সবাইকে দিলে মোটামুটি বাকিটা দেশের জন্য কাজে লাগার সম্ভাবনা,,, ইউরেনিয়াম

  • @saddamsciencehome3307
    @saddamsciencehome3307 ปีที่แล้ว

    ❤❤❤❤Allah sob kicur Malik,,,

  • @ShohagChy-ec6tm
    @ShohagChy-ec6tm 4 หลายเดือนก่อน

    আমেরিকার উন্নয়ন হোক

  • @finding-the-truth
    @finding-the-truth ปีที่แล้ว

    প্রথম দেড় মিনিট লস করিয়ে আসল নিউজে প্রবেশ করতে হয় কেনো ভাই?

  • @mdhasinur1373
    @mdhasinur1373 ปีที่แล้ว +1

    মোট ইউরেনিয়াম আছে আপনার বাড়ির নিচে। আপনাকে বাইডেন ও পুতিন খুজতাছে ইউরেনিয়াম নিবে তাই ৷

  • @sanjidakhanom4794
    @sanjidakhanom4794 ปีที่แล้ว +3

    আমার মনে হয়,, ইউরেনিয়াম পেলে,, মন্ত্রী-এমপিরা খাওয়ার পরও দেশের কিছু উন্নতি সম্ভব,,,,

  • @shamsulwares6971
    @shamsulwares6971 10 หลายเดือนก่อน

    পাকিস্তান আমল থেকেই শুনছি এদেশ ইউরেনিয়াম সমবৃদ্ধ । বাস্ এ পর্যন্তই ।

  • @sakhawathosain2639
    @sakhawathosain2639 ปีที่แล้ว

    Allahu akbar. Alhamdulillah..