অসুস্থ পূর্ণিমা দি গান শোনালেন অনেক অনুরোধের পর|| পারলে ওনাকে সাহায্য করুন ||

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • অনেকেই চেনেন এনাকে, ইনি পূর্ণিমা দি, একজন গুণী সঙ্গীতশিল্পী। আজ ভাগ্যের ফেরে কৃষ্ণনগর-শিয়ালদহ লাইনে গান গেয়ে জীবন নির্বাহ করেন অতি কষ্টে। আমি ব্যক্তিগতভাবে ওনার পাশে থাকার চেষ্টা করি বিগত দু-তিন বছর ধরে।
    আজ প্রায় দিন কুড়ি পর ওনার সাথে দেখা হল, প্রেশার বেড়ে গেছে, ডাক্তার বলেছে সেখান থেকে গলারও সমস্যা দেখা দিচ্ছে, হাই স্কেলের সুরে গাইতে পারছেন না। হারমোনিয়াম নিয়ে বেরিয়ে শূণ্য হাতে আবার বাড়ি ফিরে যাচ্ছেন গান না গাইতে পেরে। এর থেকে বেদনার কিছু হতে পারে না একজন শিল্পীর কাছে৷ পারিবারিক নানা সমস্যায় জর্জরিত হয়ে, ঋণগ্রস্ত হয়ে মানসিক ভাবেও খুব ভেঙে পরেছেন কালকে কথা বলে যা বুঝলাম।
    অনেক সাহস জোগানোর পর কাল গান গাইলেন দুটো। সুন্দর গাইলেন কিন্তু ওনার দক্ষতা অনুযায়ী অনেকটাই কম সেটা বুঝলাম কিন্তু ওনাকে বুঝতে দিলাম না। বললাম, "এইত্তো, অসাধারণ হয়েছে, গলা তো একই আছে, কিচ্ছু হয়নি।"
    কিন্তু মনে মনে খুব আহত হলাম। তাই সবার কাছে অনুরোধ সাধ্যমত ওনার পাশে দাঁড়াতে যাতে সাময়িক খারাপ সময়টা কাটিয়ে উঠে আবার চেনা ছন্দে গান গাইতে পারেন।
    গুগল পে/ফোন পেঃ 9038161753(আমার নম্বর, যেহেতু ওনার এসব নেই)
    ওনার ব্যাঙ্ক একাউন্ট ডিটেইলস:
    PURNIMA CHAKRABORTY
    AC No: 3355563184
    IFSC: CBIN0283420
    * কেউ টাকা পাঠালে একটু 9038161753 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন।
    ওনার ফোন নম্বর: 07047062927(দুপুর 3টের আগে)
    শেয়ার করে দেবেন নিজের পরিচিতমহলে ওনার যদি কোনো উপকার হয়। 🙏🙏

ความคิดเห็น • 1

  • @ajitdebnath5948
    @ajitdebnath5948 2 หลายเดือนก่อน +1

    দিদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।