ভিডিও টা দেখতে দেখতে কার্গিল যুদ্ধ এর কথা শুনতে শুনতে চোখের কোনে জল এসে গেল আমি ও সেনা পরিবারের সদস্য ভিডিও টা ভীষন ভালো লাগলো ধন্যবাদ আপনাকে 🙏 পরের পর্বের অপেক্ষায় রইলাম
এতক্ষণ মুগ্ধ হয়ে ভিডিওটি দেখলাম। অপূর্ব সুন্দর হয়েছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। কারগিল দেখা হয়ে গেল। আমাদের দেশের বীর সৈনিকদের অনেক অনেক প্রণাম।জয় হিন্দ। পরবর্তী ট্যুর ভালো ভাবে হোক।
আমার স্বপ্নের জায়গা লাদাখ। জানিনা কোনোদিন সত্যি হবে কিনা, তবে মনে হচ্ছে আপনার সাথে আমিও বেড়িয়ে নিলাম আমার স্বপ্নভূমি ❤️❤️❤️❤️তে। Thank you দাদা জয় হিন্দ
তোমার কথায় চোখে জল এসে গেলো কার্গীল যুদ্ধের শহীদ জওয়ানদের কথা শুনে। শহীদ জওয়ানদের উদ্দেশ্যে জানাই সেলুট। এই ভ্লগে তুমি দিলে অনেক অজানা তথ্য। রাস্তার পরিস্থিতি সব দেখে বেশ রোমাঞ্চ লাগলো। কিন্তু তুমি বলবে আসল রোমাঞ্চ তো এখন বাকী.......
জায়গাগুলো দেখার সাথে সাথে তোমার মুখে ইতিহাসটা আবারও শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো❤️❤️ জয় হিন্দ ❤️💪 ভারত মাতা কি জয় ❤️❤️ ভারতের বীর সন্তানেরা অমর রহে ❤️❤️
Khub khub bhalo laglo dada. Ami sotti pran thake respect kori indian army ke and amio Army officer hote chai and sesh roktobindu porjonto deshke Sheba korte chai.
যেমন অসম্ভব সুন্দর বর্ননা তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর জুতোয় আঠা লাগিয়ে ফু দেওয়া, বাথরুম এর পেরক,টিমটিমে আলো,পাহাড়ের গায়ে ভোরের প্রথম আলো, দারুণ দারুণ,, রাস্তার জার্নিটা অসাধারণ, মনে হচ্ছে যদি এখনই যেতে পারতাম। ভিডিওটা গিলে ফেললাম।ওয়ার মেমোরিয়াল দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেলো, পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম।
D/Koushik, তোমাৰ ভিডিওগুলি খুবেই ভালো তাই আমি আসাম থেকে ধন্যবাদ জানালাম,সাথে তোমাকে অনুৰোধ জানাই যে প্ৰত্যেক journey ৰ একটা minimum expenditure hotels, car rents etc জানালে ভালো হত।
ভাই কৌশিক লাদাখের ভিডিওটা দেখে মন ভরে গেল।কাগিলে যুদ্ধ এর বীর শহীদদের কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু শ্রদ্ধা মাথা টা ফোনে ঠেকিয়ে নিলাম। জয় বীর শহীদ। আমি বরাহনগরে থাকি।
লাদাখ তোমায় ভালোবাসি প্রকৃতির এত রূপ সত্যিই কোনদিন দেখিনি সেনাবাহিনী দের জন্য প্রণাম কৌশিক কে জানাই স্যালুট কৌশিক কে অসাধারণ লাগছিল এগিয়ে চলো সঙ্গে আছি
আমি 2019 এর জুন এর শেষে ঠিক এই পথ দিয়েই গিয়েছিলাম। আবার সেই পথ তোমার চোখে দেখে খুব ভালো লাগলো। আবার যাবার ইচ্ছা আছে। জানি না কবে যেতে পারবো। ভালো থেকো ভাই।
আমি কাশ্মীরে গিয়েছি সোনমার্গ পর্যন্ত গিয়েছিলাম লে লাদাখ যাওয়া হয়নি তোমার ভিডিওটা দেখে আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে তোমার ব্লক গুলো দেখতে আমার খুব ভালো লাগে তুমি ডিটেলস বর্ণনা করো তাতে বুঝতে অনেক সুবিধা হয় এভাবেই এগিয়ে যাও আমরা তোমার সঙ্গে আছি গড ব্লেস ইউ।
কৌশিক ভাই তোমার এই ভিডিও দেখে আমার মন ভরে গেল। আবার মন ভারাক্রান্ত হলো কারগিল যুদ্ধে শহীদদের জায়গা গুলো দেখানোর পর। অসাধারণ ভিডিও পরিবেশন করেছ। প্রকৃতির কত বাধা বিপত্তি আবার কত চেকআপ করে লাদাখ পৌঁছেছ। চিন্তা করা যায় না। এত সুন্দর পাহাড়ের বৈচিত্র আবার চড়াই-উৎরাই রাস্তার ছবি সবই তুমি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমাদের কাছে পরিবেশন করেছে যাতে আমাদের ঘুরতে গেলে কোন প্রবলেম না হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালো থাকো সুস্থ থাকো তোমার আরো উন্নতি হোক এটাই ঈশ্বরের কাছে পার্থনা।
অসাধারন beither আমাদের ভারত বর্ষ আমাদের গর্ব ভারত কে সুরক্ষিত রাখার জন্য যারা নিজেদের জীবন দান করেছেন ওনাদের কাছে আমার শত কোটি 🙏প্রণাম , আর এই প্রতিভা তাকে সুন্ধর ভাবে পরিচালনা করেছো brother তুমি তার জন্য আমার হয়ে তোমাকে একটা বিগ thanks জানালাম 👍 ।
ভিডিও টা গিললাম।ঘরে বসে মনের আরাম। যখনই মন টা পাহাড়ের জন্য কেঁদে ওঠে তখন তোমার ভিডিও দেখে দুধের স্বাদ ঘোলে মেটাই।খুব উচ্চমানের ভিডিও। খুব ভালো লাগে। বয়সে তুমি আমার থেকে অনেক ছোটো তাই তুমি বল্লাম কিছু মনে কোরো না। ভগবান তোমার মঙ্গল করুক।
কৌশিক দা তোমার ভিডিওর Intro টা খুব ভালো লাগলো । ভারতীয় সেনাবাহনীর প্রতি সদ্ধা জানাবার জন্য 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 । যা ভিডিও টা কে আরও বেশি আকর্ষণীয় করা তুলল ।ভিডিও খুব ভাল লাগল ।❤️👍 । এই ভাবে আরও অনেক বেশি এগিয়ে যাও । পরের ভিডিও আসার অপেক্ষা করছি। জয় হিন্দ জয় ভারত 👍।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
অসাধারণ❤️ পাগল করা সৌন্দর্য্য ......তোমার ভিডিও করা , কথা বলা , সুন্দর করে বর্ণনা করা ভীষণ ভালো লাগে .....আমরা তো আর যেতে পারবো না তোমার চোখ দিয়ে উপভোগ করছি .....অজস্র ধন্যবাদ ভাই ।
From Baltal if you go to Amanarth then you can return back to Baltal on same day but if you go from Chandanbadi it will take 2 days. Baltal is the easist way and Chandanbadi is senic beauty.
দাদা আপনার ভিডিও যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি।না দেখা স্বপ্ন পূরণ হচ্ছে আপনার সাবলীল বর্ননায়।মনে হচ্ছে আমি আছি আপনার সাথেই। দেখছি ফরিদপুর বাংলাদেশ থেকে। ভালো থাকবেন সবসময়। শুভেচ্ছা নিরন্তর। 🌹🌹🌹🌹🌹
Also, I believe Kargil town (apart from War Memorial) video was not shot enroute Leh from Srinagar. Would have loved to watch the same. The ultramarine blue skies with fleece like white clouds and the stark barren mountainous landscape was really treat to watch. Thanks
ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন ❤️ জয় হিন্দ অসাধারণ ভিডিও , তবে ভিডিও শেষ হলো হোটেলে গিয়ে , এর পরের গল্পঃ গুলো কবে পাবো , নাকি দুটো পর্বই শেষ দাদা ?
Asadharon trip. Apurbo Drisya er sange sundor bornona mon ta bhore galo khushite. Videotite Kargil er bir jawan der bolidaner angsho sab theke beshi hridoy sporsho korlo. Koto protikulotar madhye taara Bharat Maata k roksha korchen. Aamra shudhu ghore bose Bharat Maata ki jai bolchi. Tader ei atmobolidaaner janyei ei jai sambhob. Salute to them. Tader mongol hok. Porer porber opekkhai thaklam.
কৌশিক,লাদাখের দ্বিতীয় পর্বের ভিডিও দেখতে দেখতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। কী অপূর্ব দৃশ্য, দেখলে চোখ জুরিয়ে যায়। তোমার এই ভ্রমণের মধ্যে দিয়ে আমি লাদাখের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করলাম। তবে কৌশিক আমার একটা অনুরোধ আছে - তুমি যদি কখনো ভবিষ্যতে আবার লাদাখ ভ্রমণ করো তাহলে তুমি তোমার নিজস্ব বাইকে করে লাদাখ ভ্রমণ করবে। তাহলে আমি আরো বেশি করে লাদাখ ভ্রমণকে উপভোগ করতে পারব। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।কার্গিল যুদ্ধের বীর সৈনিকদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলাম।জয় হিন্দ,বন্দেমাতরম।❤👌👍🙏
বাইক আসবে পরের পর্বে.. তবে নিজের বাইক নিয়ে এত দূরে যাওয়ার ইচ্ছে নেই এতে শরীরের ক্লান্তি আসে ঘোরা র এনার্জি কমে যায়... আর সময় অনেক বেশি লাগে.. আজকাল সব জায়গায় বাইক Rent পাওয়া যায় আমি Rent নিয়েই সব Cover করি... আর অনেকেই আছে যারা ফ্যামিলি নিয়ে যায় তারা গাড়ি Prefer করে তাই এই পর্বে গাড়ি ও আসবে.. বাইক আর গাড়ি মিলে আগামী পর্ব গুলো Just জমে যাবে
@@TravelWithKoushik কৌশিক, লাদাখ পর্বের তৃতীয় ভিডিও তুমি কবে পোস্ট করবে? আশাকরি আজ বা আগামীকালের মধ্যে তুমি পরবর্তী ভিডিও পোস্ট করবে।তোমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।
@@TravelWithKoushik ভাই কৌশিক, তুমি কবে লাদাখ পর্বের তৃতীয় ভিডিও পোস্ট করবে? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। যদি এডিটিং করা শেষ হয় তাহলে আজ বা আগামীকালের মধ্যে ভিডিও পোস্ট করো।
এই পর্বের খরচ জানতে Description বক্স দেখুন এবং লাদাখ ভ্রমনের সব ছবি দেখতে আমাকে Instagram এ follow করুন
instagram.com/travel_with_koushik/
Upuuuuuppppoouuuoillloiuuuuuuuuuuuuuuuuuu
দাদা চমৎকার ভাবে দেখালেন এবং বুঝালেন খুব খুব ভালো লাগলো | এক কথায় অসাধারন ,
Darun bhai
A
Koushik da panar phone number ta send karun please 🙏🙏
ভিডিও টা দেখতে দেখতে কার্গিল যুদ্ধ এর কথা শুনতে শুনতে চোখের কোনে জল এসে গেল আমি ও সেনা পরিবারের সদস্য ভিডিও টা ভীষন ভালো লাগলো ধন্যবাদ আপনাকে 🙏 পরের পর্বের অপেক্ষায় রইলাম
আমার মেয়ে জামাই গিয়েছিল বাইক নিয়ে Road wonders name u tube e ওদের ট্রিপ পাওয়া যাবে। ভীষন ভাল লাগল।
এতক্ষণ মুগ্ধ হয়ে ভিডিওটি দেখলাম। অপূর্ব সুন্দর হয়েছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। কারগিল দেখা হয়ে গেল। আমাদের দেশের বীর সৈনিকদের অনেক অনেক প্রণাম।জয় হিন্দ। পরবর্তী ট্যুর ভালো ভাবে হোক।
Kamon acho DaDa
Kamon acho DaDa
তোমার চোখ দিয়ে ঘরে বসে ভারতবর্ষ কে দেখছি। খুব সুন্দর তোমার বর্ণনা ।স্বর্গীয় রূপ।
❤❤❤❤❤Jay Hind....r sb tai sundor r somosto ta niyei shihorito itihas to mon chuye galo
অসাধারণ লাগলো।ভারত মাতার বীর সন্তানদের কাহিনী সত্যি মুগধ করলো।আর তার সাথে প্রকৃতির উজাড় করা রূপ।ভারত মাতার জয়।জয় হিন্দ🇮🇳🇮🇳🇮🇳
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আমার স্বপ্নের জায়গা লাদাখ। জানিনা কোনোদিন সত্যি হবে কিনা, তবে মনে হচ্ছে আপনার সাথে আমিও বেড়িয়ে নিলাম আমার স্বপ্নভূমি ❤️❤️❤️❤️তে।
Thank you দাদা
জয় হিন্দ
Very nice place
bhai tumi atulaniyo. sahaj avibykti tomar sampad
bhai tumi atulaniyo.sahaj saral avibykti tomar sampad. dukho deoa bara sahaj.evabe ananda dite pare kebol valo maner manush.1
আমি একজন ভারতীয় হয়ে শ্রদ্ধেয় শহীদ ভারতীয় জওয়ানদের সহস্র কোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধা🙏❤️
আমরা সকল ভারতীয় ওনাদের কাছে আজীবন ঋণী💕
তোমার কথায় চোখে জল এসে গেলো কার্গীল যুদ্ধের শহীদ জওয়ানদের কথা শুনে। শহীদ জওয়ানদের উদ্দেশ্যে জানাই সেলুট।
এই ভ্লগে তুমি দিলে অনেক অজানা তথ্য। রাস্তার পরিস্থিতি সব দেখে বেশ রোমাঞ্চ লাগলো।
কিন্তু তুমি বলবে আসল রোমাঞ্চ তো এখন বাকী.......
জয় হিন্দ জয় জওয়ান বন্দেমাতারাম
Jai hind,jai jawan🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏⚔⚔⚔🌹🌹🌹
জায়গাগুলো দেখার সাথে সাথে তোমার মুখে ইতিহাসটা আবারও শুনে গায়ে কাঁটা দিয়ে উঠলো❤️❤️
জয় হিন্দ ❤️💪
ভারত মাতা কি জয় ❤️❤️
ভারতের বীর সন্তানেরা অমর রহে ❤️❤️
অপূর্ব ভিডিও....👌
আর ভারতীয় সেনাদের জয় হিন্দ.....🇮🇳🇮🇳🇮🇳
Khub khub bhalo laglo dada. Ami sotti pran thake respect kori indian army ke and amio Army officer hote chai and sesh roktobindu porjonto deshke Sheba korte chai.
🎎
কৌশিক তোমার চোখ দিয়ে স্বর্গ দর্শন করলাম। অপূর্ব সব পাহাড়, নদী , রাস্তার দৃশ্য মনকে সতেজ করে দেয় । ভালো করে ঘুরে বেড়াও। ভালোবাসা নিও।
সৌমেন মুখার্জী।
যেমন অসম্ভব সুন্দর বর্ননা তেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, আর জুতোয় আঠা লাগিয়ে ফু দেওয়া, বাথরুম এর পেরক,টিমটিমে আলো,পাহাড়ের গায়ে ভোরের প্রথম আলো, দারুণ দারুণ,, রাস্তার জার্নিটা অসাধারণ, মনে হচ্ছে যদি এখনই যেতে পারতাম। ভিডিওটা গিলে ফেললাম।ওয়ার মেমোরিয়াল দেখে মনটা ভারাক্রান্ত হয়ে গেলো, পরের ভিডিওর জন্য অপেক্ষায় রইলাম।
D/Koushik, তোমাৰ ভিডিওগুলি খুবেই ভালো তাই আমি আসাম থেকে ধন্যবাদ জানালাম,সাথে তোমাকে অনুৰোধ জানাই যে প্ৰত্যেক journey ৰ একটা minimum expenditure hotels, car rents etc জানালে ভালো হত।
প্রাকৃতি দৃশ্য অপূর্ব সুন্দর। ভারত মাতার বীর সৈনিকদের অনেক প্রানাম। জয় হিন্দ,🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏👍👍👍👍❤️❤️❤️❤️
আমি দূর্গাপুর থেকে দেখছি,খুব ভালো লাগল কৌশিক।ভালো থেকো সুস্থ থেকো।
ত্রিপুরা থেকে দেখছি দাদা... আপনার ভিডিও আমার খুব ভাল লাগে ♥️♥️♥️♥️♥️♥️♥️
Amiooo
Ami oo
ভাই কৌশিক লাদাখের ভিডিওটা দেখে মন ভরে গেল।কাগিলে যুদ্ধ এর বীর শহীদদের কথা শুনে মনটা ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু শ্রদ্ধা মাথা টা ফোনে ঠেকিয়ে নিলাম। জয় বীর শহীদ। আমি বরাহনগরে থাকি।
অসাধারণ । কার্গিল দেখা হয়ে গেল । প্রাকৃতিক দৃশ্য অসাধারন । কিভাবে যে কেটে গেল সময়টা বুঝতে পারলাম না । ভালো থেকো ।
Apnar blog dekhte dekhte amio jeno kothay hariye gieachilam.amder vir sainikder 🙏🙏🙏janai.joy hind🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
বন্দেমাতরম, জয় হিন্দ 🇮🇳🇮🇳❤❤
লাদাখ তোমায় ভালোবাসি প্রকৃতির এত রূপ সত্যিই কোনদিন দেখিনি সেনাবাহিনী দের জন্য প্রণাম কৌশিক কে জানাই স্যালুট কৌশিক কে অসাধারণ লাগছিল এগিয়ে চলো সঙ্গে আছি
Ato sundor bornona... Information... Darun videography... Sob miliye sathe agiye chola Ladakh er pothe... 👍👍😍😍
Oshadharon laglo blog ta. Bharat er senabahini der pronaam 🇨🇮🇨🇮. Prakitik sondhorjjo apurbo .
Video ta kub valo laglo sena der jonno amra hoyto ai ratra belao relax a video ta dekhte parchi joy Hind Jai jawaan ❤️❤️🙏👍
তোমার চোখ দিয়ে আমার লাদাখ ভ্রমন হয়ে গেল। কার্গিল যুদ্ধ স্থান দেখে আমার দুচোখ জলে ভরে গেল। ভালো থেকো 🙏🙏
চোখে জল এল। আমার দেওর ছিল কার্গিলে,যুদ্ধের সময়।
নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। অসাধারণ দৃশ্য উপভোগ করলাম।
তোমার সঙ্গে পথ চলার আনন্দ শুধু অনুভবের। সশ্রদ্ধ প্রণাম জানাই ভারতমাতার বীর সেনাদের।
আমি 2019 এর জুন এর শেষে ঠিক এই পথ দিয়েই গিয়েছিলাম। আবার সেই পথ তোমার চোখে দেখে খুব ভালো লাগলো। আবার যাবার ইচ্ছা আছে। জানি না কবে যেতে পারবো। ভালো থেকো ভাই।
কি বলবো বুঝতে পারছি না, ,, মন-প্রান ভরে গেল,,,, আমি নিজে কারগিল বডার অবধি গিয়েছি,,,, তোমার চোখ দিয়ে বাকি টা দেখছিল। তুমি ভাই অসাধারণ কাজ করেছো,,,, অনেক আশীর্বাদ ও মঙ্গল কামনা রইলো তোমার জন্য,, ,, ,,,, আমি সল্ট লেকে থাকি, বলতে পারো, তোমার ব্লগ রেগুলার দেখি,,,,,লে -লাদাখ তোমার চোখ দিয়ে দেখি।
সম্পা চন্দ, সল্টলেক, পূবা'চল।
পুরোটা গিলে খেলাম।তবে কার্গিল সমাধি সৌধ দেখে মাথা টা মোবাইলে ঠেকালাম।
বাকি ভিডিও র অপেক্ষা করছি।ভারত মাতা কি জয়।
জয় ভারতমাতা
Jai hind Vande Mataram 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🌹🌹🌹💖💖💖
@@phalgunighoshal42 darunkarunaba! N
@@senjutibandyopadhyay6393 k@
@@phalgunighoshal42 Jai hind jai Hindustan 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🌹🌹🌹💖💖💖
আমি কাশ্মীরে গিয়েছি সোনমার্গ পর্যন্ত গিয়েছিলাম লে লাদাখ যাওয়া হয়নি তোমার ভিডিওটা দেখে আমার যাওয়ার ইচ্ছা হচ্ছে তোমার ব্লক গুলো দেখতে আমার খুব ভালো লাগে তুমি ডিটেলস বর্ণনা করো তাতে বুঝতে অনেক সুবিধা হয় এভাবেই এগিয়ে যাও আমরা তোমার সঙ্গে আছি গড ব্লেস ইউ।
খুব সুন্দর,,,লাদাখ
দুবছর আগের পুরনো স্মৃতি গুলো তাজা হয়ে গেল।।
যাক অবশেষে অপেক্ষা শেষ হল......দেখা শুরু করি তাহলে ☺️☺️
তোমার চোখে ই দেখলাম নিজে পারবো কিনা জানি না অপূর্ব অসাধারণ 👍
Khub valo laglo dada......Jai Hind..🇮🇳🇮🇳🇮🇳....❤️❤️...🙏🙏
এতো ডিটেলে লাদাখ আসা করি কেও দেয় নি।
দারুন কৌশিক দা। love u......,......
superb ,wonderful view of the majestic Himalayas, but road condition is dangerous, proud of Indian army,🇮🇳🇮🇳,ok now waiting for complete leh tour, 👍
অসাধারণ প্রাকৃতিক রূপ be safe & enjoy
জয় বাংলা !!
জয় ভারত ...!! জয় হিন্দ বন্দে মাতরম !!
কৌশিক ভাই তোমার এই ভিডিও দেখে আমার মন ভরে গেল। আবার মন ভারাক্রান্ত হলো কারগিল যুদ্ধে শহীদদের জায়গা গুলো দেখানোর পর। অসাধারণ ভিডিও পরিবেশন করেছ। প্রকৃতির কত বাধা বিপত্তি আবার কত চেকআপ করে লাদাখ পৌঁছেছ। চিন্তা করা যায় না। এত সুন্দর পাহাড়ের বৈচিত্র আবার চড়াই-উৎরাই রাস্তার ছবি সবই তুমি সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমাদের কাছে পরিবেশন করেছে যাতে আমাদের ঘুরতে গেলে কোন প্রবলেম না হয়। অসংখ্য ধন্যবাদ তোমাকে। ভালো থাকো সুস্থ থাকো তোমার আরো উন্নতি হোক এটাই ঈশ্বরের কাছে পার্থনা।
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য দেখে মন ভরে গেলো... আপনার কষ্ট স্বার্থক দারুন লাগলো❤
Asadharon dada🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আমার বাবা এই যুদ্ধে যোগদান করেছিল। এখনো আর্মি তেই আছে।❤️ আমিও আর্মি তেই যাবো।
জয় হিন্দ
@@TravelWithKoushik jai hind dada❤️
অসাধারন beither আমাদের ভারত বর্ষ আমাদের গর্ব ভারত কে সুরক্ষিত রাখার জন্য যারা নিজেদের জীবন দান করেছেন ওনাদের কাছে আমার শত কোটি 🙏প্রণাম , আর এই প্রতিভা তাকে সুন্ধর ভাবে পরিচালনা করেছো brother তুমি তার জন্য আমার হয়ে তোমাকে একটা বিগ thanks জানালাম 👍 ।
Just Awesome!, Jay hind!🇮🇳🇮🇳🇮🇳
অসাধারন সবচেয়ে ভালো লাগলো কার্গিল ওয়ার মেমোরিয়াল
EP-3 r অপেক্ষায় রইলাম..... 😒
ভিডিও টা গিললাম।ঘরে বসে মনের আরাম। যখনই মন টা পাহাড়ের জন্য কেঁদে ওঠে তখন তোমার ভিডিও দেখে দুধের স্বাদ ঘোলে মেটাই।খুব উচ্চমানের ভিডিও। খুব ভালো লাগে। বয়সে তুমি আমার থেকে অনেক ছোটো তাই তুমি বল্লাম কিছু মনে কোরো না। ভগবান তোমার মঙ্গল করুক।
Jai Hind Bande Mataram 🇮🇳
Aapnar dekhano ai ladakh dekhe jibon amar dhonno hye galo..........
Magnificent seenery and difficult ways but feel heavenly pleasure by ur journey.
Asadharan 👌👌dui chokh jeno atokhon swapno dekhchilo.
কৌশিক দা তোমার ভিডিওর Intro টা খুব ভালো লাগলো । ভারতীয় সেনাবাহনীর প্রতি সদ্ধা জানাবার জন্য 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 । যা ভিডিও টা কে আরও বেশি আকর্ষণীয় করা তুলল ।ভিডিও খুব ভাল লাগল ।❤️👍 । এই ভাবে আরও অনেক বেশি এগিয়ে যাও । পরের ভিডিও আসার অপেক্ষা করছি। জয় হিন্দ জয় ভারত 👍।🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
75 তম স্বাধীনতা দিবসের প্রাকালে অন্যতম সেরা ভিডিও ! joy hind
বন্দেমাতারম্
প্রাকৃতিক সৌন্দর্য্য অতুলনীয় 😊😊
Jai Hind 🇮🇳❤️
SALUTE TO OUR 🇮🇳 INDIAN ARMY 👏..JAI HIND JAI JAWAN 🙏
Mon vore gelo❤️
অসাধারণ❤️
পাগল করা সৌন্দর্য্য ......তোমার ভিডিও করা , কথা বলা , সুন্দর করে বর্ণনা করা ভীষণ ভালো লাগে .....আমরা তো আর যেতে পারবো না তোমার চোখ দিয়ে উপভোগ করছি .....অজস্র ধন্যবাদ ভাই ।
Koushik Da You R Best
খুব ভালো লাগলো। 2019 সালে গিয়েছিলাম। পুরোনো স্মৃতি। সব মনে পড়ছে।
From Baltal if you go to Amanarth then you can return back to Baltal on same day but if you go from Chandanbadi it will take 2 days. Baltal is the easist way and Chandanbadi is senic beauty.
দাদা আপনার ভিডিও যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি।না দেখা স্বপ্ন পূরণ হচ্ছে আপনার সাবলীল বর্ননায়।মনে হচ্ছে আমি আছি আপনার সাথেই। দেখছি ফরিদপুর বাংলাদেশ থেকে। ভালো থাকবেন সবসময়। শুভেচ্ছা নিরন্তর। 🌹🌹🌹🌹🌹
Jay Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Bharat Mata ki Jay❤️❤️❤️
Jai hind sir 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🌹🌹🌹
আমি বাংলাদেশ থেকে বলছি দাদা এক কথায় অসাধারণ।
অসাধারণ দাদা, মনেই হলোনা যে কোনো ভিডিও দেখলাম, সত্যি যেন নিজের চোখে দেখেছি মনে হলো।
Oshadharon laglo dekhe kono vasa nei...... 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Dream destination....Darun hoyeche vlog.... Waiting 4 next
অপূর্ব! আপনার কল্যাণে অনেক টাকা সাশ্রয় হয়ে যাচ্ছে। খুব ভালো থাকুন, আপনার সর্বাঙ্গীন কুশল কামনা করি। নমস্কার।
জয় হিন্দ 🇮🇳
Dada, tomar mato amio vison bhraman priyo...but coronar jonnyo kothao jete parchina...sei 2019 ja Shillong giyechilam😔😔...but tomar jonnyo barite boseo kichuta holeo tour er ananda nite parchi...😊😊 thank you very much..ei vabei egiye jao.
Also, I believe Kargil town (apart from War Memorial) video was not shot enroute Leh from Srinagar. Would have loved to watch the same. The ultramarine blue skies with fleece like white clouds and the stark barren mountainous landscape was really treat to watch. Thanks
জয় হিন্দ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
তোমার সব ভিডিও দেখেছি সত্যিই অসাধারণ , এইভাবেই এগিয়ে যাও দাদা
অসাধারণ দৃশ্য উপভোগ করছি।
Amazing.
Anupama das barasat. Khub bhalo laghche. Ei Ei bhabe dekhao. Best of luck.
Dislike কারা দেয় জানি না আর কেন ই বা দেয় বুঝি না।
ঈশ্বর সর্বদা তোমার সহায় হোন🙏
খুব ভাল লাগল
তোমার চোখে মানস ভ্রমণ করছি বাবা।
অসাধারণ লাগলো মনকে একেবারে নাড়া দিয়ে গেল তোমাকে স্যালুট জানাই ভাই জয় হিন্দ🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
ভারতীয় সেনা জওয়ানদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন ❤️
জয় হিন্দ
অসাধারণ ভিডিও , তবে ভিডিও শেষ হলো হোটেলে গিয়ে , এর পরের গল্পঃ গুলো কবে পাবো , নাকি দুটো পর্বই শেষ দাদা ?
ভারতের পতাকা টা দেখে চোখে জল এসে গেলো l খুব ভালো লাগলো ভিডিও টা, অনেক কিছু জানতে পারলাম l ভগবান যেন ঢেলে সাজিয়েছে আমাদের দেশ টা কে l জয় হিন্দ 🇮🇳🇮🇳
Excellent videography and very informative narration. When will you upload Episode 3 ?
অসাধারণ ,শুধু মুগ্ধ হয়ে দেখে গেছি, আর কল্পনার জগতে ভেসে গেছি তোমার চোখ দিয়ে।
বহরমপুর শহরের কোথায় আপনার বাড়ি । please bolben. 🙏🙏
Dadar bari Madhupur
Kno vai
হ্যাঁ বলবেন। আপনার বাড়িটা বহরমপুরের কোথায়।
Khub sundar😊. Bharat mata ki jai.....🇮🇳🇮🇳🇮🇳🎈
Tomar vlog dekhar apekkhay thaki. Ato sundor dekhar o dekhanor vongi je mughdho hoe jai. Ami akn 61. Tomar dekhano jayga gulo konodin jete parbona tai barbar dekhi. Mon vore jay. Tumi egie jao.Tomar sob gantobbyo nirapod hok ashirbad kori.
কার্গিল দেখতে গিয়ে চোখে জল চলে এলো তবুও অসাধারণ লাগলো রাস্তা কিছু জায়গায় বেশ ভয়ঙ্কর পরের ভিডিও দেখার আশায় বসে রইলাম
ভীষণ সুন্দর প্রকৃতির রূপ।অসাধারণ ভিডিও।দেখে মন ভরে গেল।
Khub valo laglo....jai hind...bharat mata ki jai...🇮🇳🇮🇳🇮🇳
খুব সুন্দর লাগলো দাদা. কার্গিল নিয়ে কথা গুলো খুব ভালো লাগলো. মোনে হচ্ছে চোখের সামনে যুদ্ধ টা যেনো দেখতে পাচ্ছি.
Paharer churer upor prothom surjer Alo sorgio drisyo.bless you.
Asadharon trip. Apurbo Drisya er sange sundor bornona mon ta bhore galo khushite. Videotite Kargil er bir jawan der bolidaner angsho sab theke beshi hridoy sporsho korlo. Koto protikulotar madhye taara Bharat Maata k roksha korchen. Aamra shudhu ghore bose Bharat Maata ki jai bolchi. Tader ei atmobolidaaner janyei ei jai sambhob. Salute to them. Tader mongol hok. Porer porber opekkhai thaklam.
জীবনে কখনো যেতে পারবনা। তোমার মাধ্যমে লাদাখ ভ্রমন হয়েগেল। অপূর্ব সুন্দর।মন ভরে গেল।👌👍❤️❤️🙌
ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে ভিডিওটা দেখে মুগ্ধ হয়ে গেলাম।❤❤❤
কৌশিক,লাদাখের দ্বিতীয় পর্বের ভিডিও দেখতে দেখতে আমি যেন কোথায় হারিয়ে গিয়েছিলাম। কী অপূর্ব দৃশ্য, দেখলে চোখ জুরিয়ে যায়। তোমার এই ভ্রমণের মধ্যে দিয়ে আমি লাদাখের অপরূপ সৌন্দর্যকে উপভোগ করলাম। তবে কৌশিক আমার একটা অনুরোধ আছে -
তুমি যদি কখনো ভবিষ্যতে আবার লাদাখ ভ্রমণ করো তাহলে তুমি তোমার নিজস্ব বাইকে করে লাদাখ ভ্রমণ করবে। তাহলে আমি আরো বেশি করে লাদাখ ভ্রমণকে উপভোগ করতে পারব। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।কার্গিল যুদ্ধের বীর সৈনিকদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলী নিবেদন করলাম।জয় হিন্দ,বন্দেমাতরম।❤👌👍🙏
বাইক আসবে পরের পর্বে.. তবে নিজের বাইক নিয়ে এত দূরে যাওয়ার ইচ্ছে নেই এতে শরীরের ক্লান্তি আসে ঘোরা র এনার্জি কমে যায়... আর সময় অনেক বেশি লাগে.. আজকাল সব জায়গায় বাইক Rent পাওয়া যায় আমি Rent নিয়েই সব Cover করি... আর অনেকেই আছে যারা ফ্যামিলি নিয়ে যায় তারা গাড়ি Prefer করে তাই এই পর্বে গাড়ি ও আসবে.. বাইক আর গাড়ি মিলে আগামী পর্ব গুলো Just জমে যাবে
@@TravelWithKoushik কৌশিক, লাদাখ পর্বের তৃতীয় ভিডিও তুমি কবে পোস্ট করবে? আশাকরি আজ বা আগামীকালের মধ্যে তুমি পরবর্তী ভিডিও পোস্ট করবে।তোমার পরবর্তী ভিডিওর অপেক্ষায় রইলাম।
@@soubhratrabasu.2790 এডিটিং শুরু হয়নি
@@TravelWithKoushik ভাই কৌশিক, তুমি কবে লাদাখ পর্বের তৃতীয় ভিডিও পোস্ট করবে? আমি যে আর অপেক্ষা করতে পারছি না। যদি এডিটিং করা শেষ হয় তাহলে আজ বা আগামীকালের মধ্যে ভিডিও পোস্ট করো।
@@soubhratrabasu.2790 চেষ্টা করছি আজকে 8 PM