🙏 জাপানীরা আজও সম্মান করেন এই বাঙালীকে | কিন্তু আমরা মনে রেখেছি কি ? Tokyo Trial | Bengali

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024
  • দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরাজিত জাপান লাঞ্ছিত হচ্ছিল মিত্র শক্তির কাছে । তাদের সেই দুঃসময়ে তাদের পাশে একা দাঁড়িয়েছিলেন এই ভারতীয় বিচারপতি। তাই জাপানীরা আজও শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ এই সিংহপুরুষকে।
    Radhabinod Pal was an Indian jurist and scholar who served as a judge at the International Military Tribunal for the Far East, also known as the Tokyo Trials, in 1946-1948. He is most famous for his dissenting opinion in the trials, where he argued that the Allies' charges against Japanese war criminals were unjust and lacked legal basis.
    In this video, we will explore the life and legacy of Radhabinod Pal, including his early years, education, and legal career, his role in the Tokyo Trials, and the significance of his dissenting opinion. We will also delve into the impact that Pal's dissent had on the international community and how it is remembered today.
    Whether you are a history buff, a student of international law, or simply interested in the events of World War II, this video on Radhabinod Pal is not to be missed. Join us as we pay homage to this courageous and insightful judge, who stood up for justice and human rights in the face of great adversity.
    রাধা বিনোদ পাল
    রাধাবিনোদ পাল
    ড. রাধা বিনোদ পাল
    ড. রাধাবিনোদ পাল
    রাধাবিনোদ পাল জীবনী
    রাধাবিনোদ পাল এর জীবনী
    রাধাবিনোদ কুমার পাল
    রাধাবিনোদ পালের জীবনী
    রাধাবিনোদ পাল এর জীবন কাহিনী
    রাধা বিনোধ পাল
    জাপানের রাধা বিনোদ পাল
    বিচারপতি রাধা বিনোদ পাল
    যে বাঙালির কাছে জাপানের কৃতজ্ঞতার শেষ নেই রাধাবিনোদ পাল
    #worldwar2videos
    #wwii

ความคิดเห็น • 1K

  • @samratroy3917
    @samratroy3917 ปีที่แล้ว +56

    এমন একজন মহান মানুষের সম্পর্কে জানতে না পারার জন্য।বাঙালি হিসেবে নিজের পরিচয় দিতে লজ্জা বোধহয়

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +9

      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। যেহেতু justice Pal এর রায় british বিরোধী ছিল, সেই জন্যই ভারতে তার প্রচার হয়নি। বস্তুত: জাপানের PM এসে তাঁর খোঁজ করার পরেই তার সম্পর্কে সবাই জানতে পারে। Tokyo Trial নামে ওয়েব সিরিজে একটা movie release করেছে, তার মধ্যে সব ঘটনা details এ আছে।

    • @vivekanandaroy5623
      @vivekanandaroy5623 ปีที่แล้ว

      @@jana-ajana-bangla ²

    • @shibkumarsaha200
      @shibkumarsaha200 ปีที่แล้ว

      ​@@jana-ajana-bangla5syon80pro3ibptgsfđìt
      99immm77uu nn6yhhhb5tgvv fzx 30doxozox919aiZi,,aZobnvzihzixb0jsfyou28😊758

  • @ms191250
    @ms191250 ปีที่แล้ว +10

    অসাধারণ ব্যাক্তিত্ত্ব। ওনার স্থান নোবেল পুরস্কার বিজয়ীদের উপর। বাংলাদেশেও ওনার সম্মানে কিছু করা উচিত।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      সত্যিই অসাধারণ এক ব্যক্তিত্ব। ধন্যবাদ।

  • @mdpranto3969
    @mdpranto3969 ปีที่แล้ว +143

    সর্বপ্রথম এমন একজন সম্মানী ব্যক্তির জন্য অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধাভরে সম্মান কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। উনি বাংলাদেশের কৃতি সন্তান এবং আমি বাংলাদেশী হিসেবে অনেক গর্ববোধ করছি ওনার জন্য ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +6

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

    • @depalimitra5336
      @depalimitra5336 ปีที่แล้ว +4

      কোন সরকার যারা নাম ই জানেনা,

    • @mdubaidurrahman-yr1nb
      @mdubaidurrahman-yr1nb ปีที่แล้ว

      ন5

    • @algrowwbangla3173
      @algrowwbangla3173 ปีที่แล้ว

      India

    • @uttamkumarsarkar9883
      @uttamkumarsarkar9883 ปีที่แล้ว

      :

  • @andrewsarkar4232
    @andrewsarkar4232 ปีที่แล้ว +115

    তিনি যে এতোবড় সম্মান বাংলাদের জন‍্য তিনি যে একজন বাংলাদেশের মানুষ এ খবরটা শুনে বুক ভরে গেলো। সেই সাথে সেই ভাইকে ধন্যবাদ দিচ্ছি যিনি এই সুন্দর খবরটা তুলে ধরলেন। কারন বাংলাদেশের ৯৯% মানুষ ই এ খবর রাখেন না।

    • @ronimusicproduction2006
      @ronimusicproduction2006 ปีที่แล้ว +6

      রাধা বিনদ পাল উনার জন্মভিটা আমাদের গ্রামে

    • @kundansarkar6465
      @kundansarkar6465 ปีที่แล้ว +7

      Tokon India bhag hoi ni,tai India Bangladesh na bolai bhalo

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      অনেক ধন্যবাদ।

  • @nagrulislam7669
    @nagrulislam7669 ปีที่แล้ว +39

    আগে এই ইতিহাস জানতামনা। এখন জেনে গর্বে বুকটা ভরে গেলো। সরকারের কাছে অনুরোধ করছি এই মহান ব্যক্তিকে পাঠ্যপুস্তকের পাতায় আনার জন্য। যাহাতে বাংগালি হিসেবে সবাই তাকে নিয়ে গর্ব করতে পারি।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +2

      আপনার সঙ্গে সহমত পোষণ করি।

    • @nagrulislam7669
      @nagrulislam7669 ปีที่แล้ว +2

      @@jana-ajana-bangla ধন্যবাদ সাপোর্ট করার জন্য

  • @ronjitbormon7014
    @ronjitbormon7014 ปีที่แล้ว +55

    হায়রে মাতৃভূমি হায়রে ইতিহাস এমন মহান মানুষের সন্ধান রাখে না। বাংলার কৃতি সন্তান ড. রাধাবিনোদ পাল 🥰

    • @nature20209
      @nature20209 ปีที่แล้ว

      ভাই যদি আমার কাছে সকলে সমান তাও ভারতে স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের অবদান অস্বীকার করা হয় ☹️

    • @sandipadutta1531
      @sandipadutta1531 ปีที่แล้ว +1

      @@nature20209 অবদান এতই বেশি যে একটা গোটা দেশকে
      ভেঙে দুখন্ড করে দিতে হলো😡😡😡
      ধিক এরকম দেশভক্তি কে।

    • @nature20209
      @nature20209 ปีที่แล้ว

      @@sandipadutta1531 আরে জিন্নাহর কথা কে বলে ভারতে আর মুসলমান নেই সবাই কি পাকিস্তান গেছে নাকি। আর তোমরা মোগলদের অপমান করছো। 😬

    • @debjyotibhattacharjee938
      @debjyotibhattacharjee938 ปีที่แล้ว +1

      ​@@nature20209 na vai muslim ba hindu keo na amra sobai ektai jati Manush. India🇮🇳 sobar. 🙏🙏🙏. R songrami der kono dhoormo hoi na. Tader ektai naam Freedom Fighter. Jai Hind🙏🙏🙏

  • @rabighosh3104
    @rabighosh3104 ปีที่แล้ว +11

    আমাদের এটাই চরম উদাসিনতা। আমরা অনেক বিদেশী গুণিজনের ইতিহাস পাঠ্যপুস্তকে দেখতে পাই কিন্তু স্ব-দেশী অনেক গুণীজণদের ইতিহাস খুঁজে পাই না।

  • @shyamalpradhan7349
    @shyamalpradhan7349 ปีที่แล้ว +15

    রাধাবিনোদ পাল sir এর পরিচয় আগেই জানতাম।ওনাকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই।বাঙালী হিসেবে আমি গর্বিত।❤❤❤❤❤💐💐💐💐💐

  • @gowtamnath3099
    @gowtamnath3099 ปีที่แล้ว +145

    ডঃ রাধাবিনোদ পাল, বাঙ্গালী জাতীর গর্ব। ওনার প্রতি শ্রদ্ধা রইল

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +3

      ধন্যবাদ।

    • @marufhossain5294
      @marufhossain5294 ปีที่แล้ว +1

      আমাদের গ্রামের বাসিন্দা ছিলেন।

    • @mahdiaftab3258
      @mahdiaftab3258 ปีที่แล้ว

      এত গর্ব করার কিছু নেই জাপানের শাস্তি কাম্য ছিল

    • @mdalamln8532
      @mdalamln8532 ปีที่แล้ว +1

      উনি বাংলাদেশের সন্তান ভারতের নয়

    • @msajibahmed5358
      @msajibahmed5358 ปีที่แล้ว

      ​@@marufhossain5294 name ki Apnader village er ?

  • @MdSalauddin-hy3fx
    @MdSalauddin-hy3fx ปีที่แล้ว +3

    ডক্টর রাধা বিনোদ পালের জন্য আমরা কুষ্টিয়াবাসী খুবই গর্বিত।তাঁর ইতিহাস পাঠ্য পুস্তকে দেওয়া হোক। আমাদের পাশের গ্রামে উনার বাড়ি ছিল।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই। এটি কুষ্টিয়ার মানুষদের জন্য সত্যিই খুব গর্ব করার মত বিষয়।

  • @shahidmoharaj3182
    @shahidmoharaj3182 ปีที่แล้ว +3

    তৎকালীন ভারতবর্ষ হলেও আমাদের বাংলাদেশের অহংকার। ভাবতে ভালো লাগছে।
    তাঁর মানুষ হওয়ার কাহিনী টিও অসাধারণ।
    উপস্হাপনা টিও সুন্দর

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ।

  • @anupamghosh699
    @anupamghosh699 ปีที่แล้ว +74

    অসাধারণ সংগ্রহ আপনাদের। চোখের কোনে জল এসে গেল। অনুপ্রাণিত হলাম। হে ঈশ্বর, কত মহতী মানুষ আজও ভারতের কাছে অজানা।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @gourisankarmitra5762
    @gourisankarmitra5762 ปีที่แล้ว +4

    চোখে জল এসে গেল। সহস্র প্রণাম এই অমর মানুষটিকে । আজকের বাঙালি কোন অতলে নেমেছে।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @bazlulmunir3093
    @bazlulmunir3093 ปีที่แล้ว +5

    এরকম ন্যায়নিষ্ঠ সাহসী মানুষ বর্তমান বিশ্বে বিরল। ওঁকে নিয়ে আমরা গর্বিত।
    আল্লাহ সু্বহানা তা'আলা ওঁর সব সৎ কাজের উত্তম পুরষ্কার নসীব করুন। আমীন।

  • @bhagabatiroy2154
    @bhagabatiroy2154 ปีที่แล้ว +2

    একজন মহান মানুষ ভারতের গর্ব বাঙালির পুজনীয়, ।আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম জানাই। অজস্র অভিনন্দন জানাই ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।

  • @fazlerabbi9200
    @fazlerabbi9200 ปีที่แล้ว +10

    আমাদের কুষ্টিয়া তথা বাংলার গর্ব। অথচ এই মহান ব্যাক্তির মূল্যায়ন আমরা নিজেরাই করিনি!

  • @saifulbhuiyan5990
    @saifulbhuiyan5990 ปีที่แล้ว +33

    এই কাজে এত শ্রদ্ধা পান, বেশ।
    তাহলে বাংলাদেশের স্বাধীনতায় এত বড় অবদানের জন্য ভারতকে কৃতজ্ঞতার সাথে স্বরণ রাখা আমাদের দেশের দায়িত্ব।

    • @amlyaangupta1428
      @amlyaangupta1428 ปีที่แล้ว +6

      ভাই আমরা বাঙালি বড়ো আত্মবিস্মৃত জাতি। আমরা কেউ কাউকে মনে রাখি না । এত বড় মানুষ টাকে আজকে শুনলাম । লজ্জা লাগছে।

    • @mdpranto3969
      @mdpranto3969 ปีที่แล้ว

      ভারত কখনোই বাংলাদেশের স্বাধীনতার জন্য অবদান রাখে নি। তারা শুধু তাদের স্বার্থ উদ্ধারের জন্য বাংলাদেশকে ব্যবহার করেছে।

    • @SpyWing
      @SpyWing ปีที่แล้ว

      আমরা তো ভাই পদে পদে অকৃতজ্ঞ। আর তো চরমভাবে ভারত বিদ্বেষী মনোভাব ব্যক্ত করি সব সময়। আমরা কি আর আমাদের স্বাধীনতার সুফল ভোগে ভারতের অবদান মনে করি নাকি, আমরা দেখি তারা হিন্দুস্তান আর এদেশ...

    • @rashedmomin
      @rashedmomin ปีที่แล้ว

      আমাদের স্বাধীনতায় তাদের কোনো অবদান নেই , আছে বেশুমার লুটপাটের ইতিহাস । যেটা ওয়াল্ড ব্যান্কের হিসেবেই ধরা পড়ে ।
      ছিলো তাদের স্বার্থে ষড়যন্ত্রের খেলা । যার খেসারত আমরা আজও দিয়ে যাচ্ছি । আমৃত্যু দিতে হবে । মুক্তি ঐ দিনই হতে পারে -- যেদিন ভারত নামক কলংকের অস্তিত্ব এ-ই পৃথিবীর বুকে থেকে মুছে যাবে ।

    • @bazlulmunir3093
      @bazlulmunir3093 ปีที่แล้ว

      সামান্য পার্থক্য আছে ভাই।
      রাধাবিনোদ পাল নিঃস্বার্থভাবে ন্যায়প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতায় ভারতের বিশাল রাজনৈতিক, সামরিক আর অর্থনৈতিক স্বার্থ ছিলো। আজো বছর বছর ভারত বিলিয়ন বিলিয়ন ডলারের বেনিফিসিয়ারী সেই সাহায্য থেকে। তাই ওটা মিউচুয়াল বেনিফিট রিলেশনশিপ হয়েছে। আলগা পিরীতির কিছু নাই।

  • @mrsrozinakhatun1380
    @mrsrozinakhatun1380 ปีที่แล้ว +3

    ডঃ রাধা বিনোধপাল বাংলাদেশের কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাকিলাদহ গ্রামের সন্তান। এটা আমার জন্মস্হান আজ আমি গর্বিত। মহান সৃষ্টিকর্তা তাকে শান্তিতে রাখবেন।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      সত্যিই ম্যাডাম, গর্ব করার মতন মানুষ ছিলেন তিনি। ধন্যবাদ।

  • @29bikramchandradas58
    @29bikramchandradas58 ปีที่แล้ว +4

    এমন মহান বাংলার কৃতি সন্তান ডঃ রাধাবিনোদ পালের প্রতি গভীর শ্রদ্ধা জানাই 🙏🙏

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

  • @subratabhowal963
    @subratabhowal963 ปีที่แล้ว +5

    খুবই গুরুত্বপূর্ণ ও মূল্যবান তথ্য দিয়ে তৈরি করা এই কাহিনী শুনে আমি মুগ্ধ হয়ে যাই, অনবদ্য কাহিনী অবলম্বনে নির্মিত হয়েছে এই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ধন্যবাদ আপনাকে অবশ্যই।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @chandanadhikari9571
    @chandanadhikari9571 ปีที่แล้ว +37

    একজন বাংলাদেশী হিসেবে আমি গর্বিত।

  • @SUMANTAlovesyou
    @SUMANTAlovesyou ปีที่แล้ว +11

    এত শ্রদ্ধেয় এত উঁচুমানের সম্মানীয় মানুষ ছিলেন অথচ তার সম্বন্ধে কিছুই জানতাম না ভাবতেও লজ্জা করছে 🙏

  • @anandamraha
    @anandamraha ปีที่แล้ว +19

    সত্যি খুবই আনন্দ পেলাম,উনার জীবনী শুনে।আসলে সমাজ ভালো ভাব টা পুরোপুরি ভুলে যায় আর মন্দ ভাবটা আকরে রাখে।এটাই আমাদের কষ্টের কারন।🙏💝🙏

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

  • @munirhossain5378
    @munirhossain5378 ปีที่แล้ว +62

    আমি গর্বিত যে তিনি আমাদের দেশের সন্তান।

    • @বেন.নেতানিয়াহু
      @বেন.নেতানিয়াহু ปีที่แล้ว

      তিনি ভারত মাতার সন্তান

    • @shaonsaha152
      @shaonsaha152 ปีที่แล้ว

      Na na সেটা হবে না। তিনি তো মালাউন। হিন্দু নিচু জাত

  • @asimbasu5322
    @asimbasu5322 ปีที่แล้ว +1

    গভীর শ্রদ্ধা জানাই এই নির্ভীক বিচারপতিকে, আপনার জন্য বাঙ্গালীর ইতিহাস আজ সত্যিই গর্বিত। শতকোটি প্রণাম জানাই।

  • @uttam84patra
    @uttam84patra ปีที่แล้ว +181

    সরকারকে অনুরোধ করছি আগামীতে পাঠ্য পুস্তকে এই মহান ব্যক্তিকে রাখার ব্যবস্থা করুন। এতে জাতির ও মানুষের কল্যাণ হবে।

    • @rockyyahoo5566
      @rockyyahoo5566 ปีที่แล้ว +7

      Ithihaas er Boi eh toh sudhu mughal r mughal .

    • @rkrocky6387
      @rkrocky6387 ปีที่แล้ว

      😊😊😊

    • @rajlakshmikundu401
      @rajlakshmikundu401 ปีที่แล้ว +1

      .😅

    • @arpann85
      @arpann85 ปีที่แล้ว

      সরকার কোনো অনুরোধ রাখেনা, কারুর কথা শোনেনা। ইতিহাসে স্হান পাবে তারাই, যারা শিক্ষাগত যোগ্যতা বা সাহিত্যবোধ না থাকা সত্ত্বেও সেরা সাহিত্য পুরস্কার পায়, অল্পবিদ্যা ভয়ঙ্করীর মত জ্ঞান নিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রপরিচালক কে সিনেমার থিম বলে দেয়, শিক্ষিত সঙ্গীত ব্যক্তিত্বকে সঙ্গীত সম্পর্কে উপদেশ দেয়, উলঙ্গ রাজার ন্যায় জনগণের বাহবা প্রত্যাশা করে, বাহবা না করলেই তার কপালে জোটে অস্বস্তীকর অপমান ও রাজদ্রোহী উপাধি, আর মানুষ অসহায় গৃহপালিত পশুর ন্যায় তার পদলেহন, পশ্চাদচুম্বন করেই চলে। ধিক্কার জানাই। ছি.. 😡😠🤬

    • @sucharitasasmal5083
      @sucharitasasmal5083 ปีที่แล้ว

      Ek dom thik.

  • @samiransarker4
    @samiransarker4 ปีที่แล้ว +10

    আমি এই মহামানবের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমি গর্বিত ডঃরাধাগোবিন্দ পাল একজন বাংগালী। এই ঐতিহাসিক তথ্য আরো বৃহত্তর পরিসরে জানানো দরকার। স্কুল এর পাঠ্যবইয়ে থাকা উচিত বলেমনেকরি।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আমি আপনার সঙ্গে সহমত।

  • @ashokedas9153
    @ashokedas9153 ปีที่แล้ว +8

    স্কুলের অফিস ঘরে বসে এই অজানা ইতিহাস জানলাম । সত্যি আমরা কত কম জানি। নমস্কার স্যার।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @mdakramsk1193
    @mdakramsk1193 ปีที่แล้ว +3

    আমরা শুধু শেখ পরিবারের সদস্যদের নিয়ে পড়ে আছি, প্রকৃত অর্থে মহান ব্যক্তিরা পড়ে রয়েছে অবহেলায়,,, ধিক্কার জানাই দেশের লেখক দের,,,

  • @niranjanbarman2595
    @niranjanbarman2595 ปีที่แล้ว +8

    মুগ্ধ হলাম এই অবিস্মরণীয় কাহিনী শুনে।অনেক অনেক ধন্যবাদ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @mdabdulhamidmiah7299
    @mdabdulhamidmiah7299 5 หลายเดือนก่อน

    ন্যায় ও স্ত্য প্রতিষ্ঠাকারী সংগ্রামী মানুষ অনন্তকাল অমর । মহান বিচারক ড, রাধা বিনোদ পাল । জাপান তথা সারা বিশ্বে স্মরনীয় ও বরণীয় মানুষ । ভিডিউর জন্য ধন্যবাদ ।

  • @jobayerhossain8166
    @jobayerhossain8166 ปีที่แล้ว +5

    চোখের পানি আর ধরে রাখতে পারলামনা। হে মালিক এমন মানুষের বংশধরদের তুমি সঠিক পথ দেখাও।

    • @ovibd1757
      @ovibd1757 ปีที่แล้ว

      তারা সঠিক পথেই আছে। আপনি আপনার জান্নাত আগে নিশ্চিত করুন।

    • @jobayerhossain8166
      @jobayerhossain8166 ปีที่แล้ว +1

      @@ovibd1757 প্রিয় ভাইটি আমার। সঠিক পথ হল একমাত্র সৃষ্টিকর্তার পূজা করা তিনি ব্যতীত অন্য কারো পূজা না করা এবং আপন যুগের ঋষি অবতার বা নবীর অনুসরণ করা। এ সম্পর্কে আমি এটা জেনেছি। আপনার কাছে ভিন্ন সঠিক বিদ্যা থাকলে অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ।

  • @amitchanda1234
    @amitchanda1234 ปีที่แล้ว +2

    খুবই ভাল লাগল এই প্রতিবেদন। বাঙালি হিসাবে গর্ব অনুভব করছি আবার লজ্জাও লাগছে , কেন সেটা না বললেও সবাই বুঝতে পারবে।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। যেহেতু justice Pal এর রায় british বিরোধী ছিল, সেই জন্যই ভারতে তার প্রচার হয়নি। বস্তুত: জাপানের PM এসে তাঁর খোঁজ করার পরেই তার সম্পর্কে সবাই জানতে পারে। Tokyo Trial নামে ওয়েব সিরিজে একটা movie release করেছে, তার মধ্যে সব ঘটনা details এ আছে।

  • @munirhossain803
    @munirhossain803 ปีที่แล้ว +7

    তিনি সত্যিকারের একজন ন্যায় বিচারক এবং তাঁর বিচারের রায়কেই নির্দ্বিধায় ইনসাফ বলা যায়।।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      একদম ঠিক বলেছেন ভাই। আপনাকে ধন্যবাদ।

  • @ahmedfarid7717
    @ahmedfarid7717 ปีที่แล้ว +2

    🇧🇩 ❤❤ 🇯🇵🇯🇵ধন্যবাদ, জাপান ও জাপানের জনগন! জাপান হচ্ছে সেই দেশ যে দেশ দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তি বিচার কার্যে সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশের কুষ্টিয়ার সেই মহান সাহসী ন্যায় পরায়ন বাংগালী বিচারপতি জনাব ডঃ রাধাবিনোদ পালের সাহসী বিচার কার্যে জাপানের পক্ষ্য সমর্থনের স্মৃতি আজও কৃতজ্ঞতা ভরে স্মরন করে! কৃতজ্ঞতা শিক্ত জাপান তাই আজও বিপদে আপদে সবসময় বাংলাদেশের অকৃত্রিম বন্ধু! হৃদয় মনপ্রান দিয়ে জাপানের দুর্দিনে তাঁদের পাশে দাড়ানো একজন বাংলাদেশী বন্ধুর কথা স্মরন করে জাপান ও মন প্রান উজাড় করে বন্ধু বাংলাদেশকে সাহায্য করতে কোনো কৃপণতা করেনা! তারা বুঝতে পারে দুর্দিনের বন্ধুই প্রকৃত বন্ধু! ধন্যবাদ জাপান ধন্যবাদ জাপানের জনগন! আমরাও আপনাদের শুখেদুঃখে আপনাদের পাসে সাহস নিয়ে সবসময় দাড়াতে চাই!!❤❤🇧🇩🇧🇩🇯🇵🇯🇵

  • @rajadas5825
    @rajadas5825 ปีที่แล้ว +75

    সত্যিই আমার জানা ছিলনা, গর্ব অনুভব করছি একজন বাঙালি হিসেবে একজন ভারতীয় হিসেবে।

    • @Positivecha
      @Positivecha ปีที่แล้ว +3

      শুধুই উনার জন্য বাংলাদেশ জাপান থেকে প্রচুর সহায়তা পেতো। স্বাধীনতার পর থেকে প্রচুর সহায়তা মিলেছে।

    • @amitapal4372
      @amitapal4372 ปีที่แล้ว +3

      একজন বাঙালি হিসেবে গর্ব অনুভব করেছি। ওনাকে সশ্রদ্ধ প্রনাম জানাই। অজানা তথ্য দিয়ে সমৃদ্ধ করলেন, ধন্যবাদ।

    • @RakibHasan-br9rm
      @RakibHasan-br9rm ปีที่แล้ว +3

      উনি বাংলাদেশের নাগরিক।

    • @rashedmomin
      @rashedmomin ปีที่แล้ว +1

      অপরের সন্মানটাও চুরি করতে হয় তোমাদের ভারতীয়দের ?
      উনি বাংলাদেশী -- ভারতীয় নয় । ঠিকানাটাও বলা আছে , কুষ্টিয়া - বাংলাদেশ ।

    • @RakibHasan-br9rm
      @RakibHasan-br9rm ปีที่แล้ว

      @@rashedmomin ভারতীয়রা সব জায়গায় চুরি করতে থাকে

  • @amitabhahalder1401
    @amitabhahalder1401 ปีที่แล้ว +11

    অসাধারণ। রাধাবিনোদ পাল মহাশয় কে সতকোটি প্রণাম। উনার সম্পর্কে আমরা এতকিছু জানতে পেরে গর্বিত।🙏🙏

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @mrakther104
    @mrakther104 ปีที่แล้ว +22

    বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি আমি সাধারণ মানুষ হিসেবে রাধাকৃষ্ণের ইতিহাস জাতীয় পাঠ্যপুস্তক রাখার জন্য প্রাপ্য সম্মানটুকু রাধাকৃষ্ণের জন্য তিনি আমাদের বাংলাদেশের গৌরব আমরা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +2

      আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। দয়া করে লক্ষ্য করবেন, ওনার নাম রাধাকৃষ্ণ নয়, রাধা বিনোদ পাল।

  • @sumitabhaduri1309
    @sumitabhaduri1309 ปีที่แล้ว +12

    শেষ টা দারুন বলেছেন। শুধু আমরাই মনে রাখতে পারিনি।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      সত্যিই madam, এনাদের আমরা ভুলে গেছি ভেবে বড় কষ্ট হয়। আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @mdsaifuzzaman9916
    @mdsaifuzzaman9916 ปีที่แล้ว +2

    আমরা বড়োই অভাগা জাতি। উনাকে জাতীয় ভাবে সম্মানিত ও স্মরণীয় করতে যাকিছু করার তা যেন আমাদের সরকার করেন

  • @parthasarkar5292
    @parthasarkar5292 ปีที่แล้ว +17

    দারুণ এই মহান মানুষটির নাম ই শুনিনি কোনোদিন আজ শুনে মন ভরে গেলো ভারত সরকারও তাকে চেনেননি

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকে অনেক আন্তরিক ধন্যবাদ।

    • @MrDecember1949
      @MrDecember1949 ปีที่แล้ว

      Kothata thik noy. Mid 50s ey Bharat sarkar onakey Podmo Bibhuson diyey sonmanitio koren. Echara tini Bharoter Jatiyo Adhyapok sonmano peyechen. Tobey obossoi aaro onek beshi onar paona chilo. His name and work should be part of scool text book all over India.

  • @sukeshtalukder1966
    @sukeshtalukder1966 ปีที่แล้ว +2

    সত্যি রাধা বিনোদ পাল পুরো বাংগালী জাতির গর্ব -- অনেক অনেক শ্রদ্বা কৃতজ্ঞতা।

  • @enitabanerjee2628
    @enitabanerjee2628 ปีที่แล้ว +3

    অসংখ্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার বাবার কাছে আমার দিদি ডঃ রাধাবিনোদ পাল এর অনেক কথা শুনেছেন। বাবা জীবিত থাকা কালীন এরকম বহু গুণী মানুষের কথা আমরা বাবার কাছে শুনেছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই পোস্ট এর জন্য।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @nirmalyaneogi8806
    @nirmalyaneogi8806 ปีที่แล้ว +1

    ভারত মাকে গর্বিত করেছেন। এই মহান ব্যক্তিত্বের
    অধিকারী কে সশ্রদ্ধ প্রণাম জানাই।
    ইতিহাস এর বইতে পড়ানো উচিত এই রকম
    মহাপুরুষ দের জীবন।
    দাদা, আপনি ও আমাদের উপকৃত করলেন।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

  • @robin1447
    @robin1447 ปีที่แล้ว +3

    হায়রে মাতৃভূমি হায়রে ইতিহাস এমন মহান মানুষের সন্ধান রাখে না। বাংলার কৃতি সন্তান ড. রাধাবিনোদ পাল

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      সত্যিই খুবই দুঃখের কথা।

  • @eyetoeyeband7518
    @eyetoeyeband7518 ปีที่แล้ว +1

    এ যে মহা গর্বের,
    আমরা চির কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যেন স্কুল কলেজের পাঠ্যক্রম হয়।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      নিঃসন্দেহে এ অনেক অনেক পর্বের বিষয়

  • @pampakundu1305
    @pampakundu1305 ปีที่แล้ว +27

    চিরস্মরণীয় ঐতিহাসিক মানুষ। এই মেরুদণ্ডহীন সমাজে। 🌹 🙏

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      ধন্যবাদ ম্যাডাম।

  • @srabanidey7699
    @srabanidey7699 ปีที่แล้ว +2

    খুব ভালো একটি বিষয়ে আজ জানলাম, গর্ব হচ্ছে, আপনাকে অবশ্যই ধন্যবাদ, আপনার জন্য ই এই মহান মানুষ টির বিষয়ে জানতে পারলাম,

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

  • @mdbariuzzaman8263
    @mdbariuzzaman8263 ปีที่แล้ว +6

    জানতে পেয়ে সত্যি কৃতজ্ঞতা স্বীকার করে নিয়ে মানবতার এই মহামানবকে সেলিউট। উপস্থাপককে ধন্যবাদ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাদের মতো দর্শকদের মন্তব্য পড়ে মনে হয় আমার পরিশ্রম সার্থক হয়েছে। অনেক ধন্যবাদ sir.

  • @sanjitkumardas8786
    @sanjitkumardas8786 ปีที่แล้ว +1

    এই অজানা তথ্য সমৃদ্ধ করলো।
    রাধা বিনোদ পাল কে স্যালুট জানাই।🙏🙏

  • @marufhossain5294
    @marufhossain5294 ปีที่แล้ว +11

    আমাদের গ্রামের গর্বিত সন্তান, যার জন্য আমরা বিশ্বদরবারে বাংলাদেশ আরও ভালোভাবে পরিচিত হয়েছে।

  • @asokray2006
    @asokray2006 ปีที่แล้ว +1

    যথেষ্ট সমৃদ্ধ হলাম। অপূর্ব কন্ঠস্বর ও বাচনভঙ্গি। A forgotten hero. আমরা দিন হীন অধম - আমাদের ক্ষমা করো। আমরা পারিনি উপযুক্ত সম্মান দিতে। প্রতিবেদনকারীকে আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণতি জানাই।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @keshabchandradey1999
    @keshabchandradey1999 ปีที่แล้ว +6

    দারুন একটা আলোচনা শুনলাম যদিও কিছু জানা ছিল, কিন্তু পুরোটা নয়,ধন্যবাদ, জয় হিন্দ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার commemts এর জন্য অনেক ধন্যবাদ।

  • @pramodpal3147
    @pramodpal3147 ปีที่แล้ว +2

    রাখাল বালক, কুম্ভকারের হত দরিদ্র পরিবিরের ছেলে বিদেশে এত সন্মানিত, জাপানিরা তার মূর্তি নির্মান করে জন্মদিন পালন করে, অথচ আমরা ভারতবাসি কতটা জানি ৷গভীর শ্রদ্ধা জানাই ঁরাধাবিনোদ পাল মহাশয়কে৷

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      সত্যিই ভাবলে খুব দুঃখ হয়।

  • @papanroy6976
    @papanroy6976 ปีที่แล้ว +3

    ধন্যবাদ দাদা। অনেক অজানা সুন্দর তথ্য বলার জন্য ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।

  • @simabiswas-hm3ip
    @simabiswas-hm3ip ปีที่แล้ว +1

    ভারত বা বাংলাদেশ নয়- বাঙালী হিসাবেই ডঃ রাধাবিনোদ পাল বাঙালী জাতির গৌরব, অহংকার!!! যিনি এই স্মরণীয় তথ্য আমাদের কাছে উপস্থাপন করেছে তিনাকেও ধন্যবাদ ও নমস্কার জানায়।

  • @tapanmullick8751
    @tapanmullick8751 ปีที่แล้ว +15

    Great thanks. As an Indian after watching this video it makes me proud and I feel ashamed as well when I think that we forgot this great Hero.

  • @charlesdas2367
    @charlesdas2367 ปีที่แล้ว +2

    সত্যিই অসাধারণ। খুবই ভালো লাগলো

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ জানাই আপনাকে ।

  • @indrajitsarkar1668
    @indrajitsarkar1668 ปีที่แล้ว +7

    আমি এই মহামতি মহাপ্রাণ মানুষটির নাম কোনও ভাবে কোথাও পড়েছি বা শুনেছি .....কিন্তু ওনার বিষয়ে কিছুই জানতাম না .....অবশ্য আমার মতো অভাজনের ...না জানারই কথা .....অজ্ঞতাই আমাদের ললাটলিখন ......বাঙালি হিসেবে নিজেকে ধন্য মনে করছি ......🙏🙏🙏🙏🙏

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ।

  • @nabilhasanprince9966
    @nabilhasanprince9966 ปีที่แล้ว +5

    এই গর্বিত মানুষটিকে পাঠ্যপুস্তকে আমরা দেখতে চাই যদি শিক্ষা মন্ত্রণালয় উদ্যোগ নেয় তাইলে জাতি উপকৃত হবে❤️

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      একদম ঠিক কথা। ধন্যবাদ।

  • @avidwipmindset-up
    @avidwipmindset-up ปีที่แล้ว +3

    আমি এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম যে চোখে জল চলে এল।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      আমি আপনার comment পড়ে কৃতজ্ঞ ।

  • @biswajitbanerjee8284
    @biswajitbanerjee8284 ปีที่แล้ว +1

    আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর খবরটি পরিবেশন করার জন্য। ইতিহাসের পাতায় এনাকে দেখানো উচিত। নমস্কার

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অনেক অনেক। এই একই দাবী অনেকেই তুলেছেন।

  • @truthfairy6
    @truthfairy6 ปีที่แล้ว +9

    অথচ আমরা বাংলাদেশের মানুষ এই কৃতি সন্তানকে একনামে চিনি। এবং এখনও বিসিএস পরীক্ষার বিভিন্ন বইতে উনার নামটি পাওয়া যায়।

  • @debashishchowdhury1366
    @debashishchowdhury1366 ปีที่แล้ว +2

    অজানা তথ্য জানতে পেরে আমি একজন বাঙালি হয়ে গর্বিত, প্রনাম জানাই এই মহান ব্যক্তিকে 🙏🏼

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

  • @parthabauri8874
    @parthabauri8874 ปีที่แล้ว +3

    খুব ভালো লাগলো ❤️ সশ্রদ্ধ প্রণাম সম্মানীয় রাধা বিনোদ পাল মহাশয়কে 🙏🙏🙏

  • @isratdipa25
    @isratdipa25 9 หลายเดือนก่อน +1

    শ্রদ্ধেয় রাধা বিনোদ পাল বর্তমানের বাংলাদেশের কুষ্টিয়ার সন্তান ছিলেন, এ জন্য গর্বিত ।উনার জীবনী পাঠ্য বইয়ে আসা দরকার ছিল অথচ ......

  • @tapaspaulkhubsundoroakdoms8398
    @tapaspaulkhubsundoroakdoms8398 ปีที่แล้ว +41

    সত্যিই অবিভক্ত বাংলারতো বটেই অবিভক্ত ভারতবর্ষেরও কৃতি সন্তান।

    • @gaurangaroy592
      @gaurangaroy592 ปีที่แล้ว +3

      Yes.

    • @shuklabiswas790
      @shuklabiswas790 ปีที่แล้ว +1

      Perfectly said . Mr Pal was a Great son of Undivided India .

    • @drc546v
      @drc546v ปีที่แล้ว

      উনি সুধু ই ভারতীয় বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক উনার নেই।

  • @arunsarkar9987
    @arunsarkar9987 ปีที่แล้ว +4

    খুব ভালো লাগলো, আমার এটা জানাই ছিলো না, এটা আমার অগ্যতা, আপনাকে এটা পেশ করার জন্য অসংখ্য ধন্যবাদ।🙏🙏🙏🙏

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @Naeem-wb5lu
    @Naeem-wb5lu ปีที่แล้ว +7

    রাধা বিনোদ পাল আমাদের কুষ্টিয়া জেলার মিরপুর থানার কাকিলাদহ গ্রামের সন্তান, জাপান সরকার তার শরণার্থে একটি হসপিটাল তৈরি করতে চেয়েছিল,কাকিলাদহে রাধাবিনোদ পালের 200 বিঘা সম্পত্তির উপর, যেখানে জাপানের সমস্ত আধুনিক চিকিৎসা ব্যবস্থা থাকবে, কিন্তু আমাদের দেশের সরকারি দলের দুই গ্রুপের কারণে তা সম্ভব হয়নি

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +2

      জেনে খারাপ লাগলো ভাই।

    • @asadshah8547
      @asadshah8547 ปีที่แล้ว

      ​@@jana-ajana-banglaamra bangali ra amn e nijer subida na paile onno karo upokar hoi amn kaj hok chai na

    • @Sujit-ee8cs
      @Sujit-ee8cs 10 หลายเดือนก่อน

      Jomi ta Kara dokhol kore rekheche seta to bollen na ? Dokhol rekhe rajakar ar tader nasal ra 😂 . Jara Radhabinod er moto Hindu der tariye mere chereche 😂😂😂

  • @nashiruddin7105
    @nashiruddin7105 ปีที่แล้ว +36

    আনন্দে আমার বুকটা ভরে গেল, আমি একজন বাঙ্গালী।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ ।

  • @ranjitdas537
    @ranjitdas537 ปีที่แล้ว +67

    ওনার সম্মানে আমি অহংকার করে বলতে পারি,আমি বাংলাদেশী॥

  • @abdurahman5408
    @abdurahman5408 ปีที่แล้ว +30

    আমরা বাঙ্গালী জাতি ভারত হোক বা বাংলাদেশ হোক আমরা সবাই আগে বাঙ্গালী পরে হয় ধর্মের পরিচয় আমরা সম্মানিত মানুষ কে তার জিবন্ত কালে সমমানের বদলে অসমান করি কিন্তু তার মৃত্যুর পর টিকে বুঝতে পারি তাকে শরন করি আর আপশুস আর আপশুস করি এই টাই হচ্ছে আমাদের বাঙ্গালীর কালচার

    • @ashokrouth4830
      @ashokrouth4830 ปีที่แล้ว

      বাংলাদেশ দেশ হিন্দু শুন্য করে এখন আবার বাহবা জানানো! তঞ্চকতা কাকে বলে!!!

  • @nupurchattopadhyay604
    @nupurchattopadhyay604 ปีที่แล้ว +3

    অজস্র ধন্যবাদ" জানা অজানা" কে....বাঙালি হিসেবে গর্ব বোধ করছি নতুন করে...আরো এরম পোস্টের অপেক্ষা য় থাকলাম

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      ম্যাডাম, আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @ashokdas7041
    @ashokdas7041 ปีที่แล้ว +1

    ডঃ রাধাবিনোদ পাল সম্বন্ধে কিছু কথা জানতাম, কিন্তু ভিডিও টি র মাধ্যমে ইতিহাসের অনেক তথ্য জানতে পারলাম। জাপানীদের মহানুভবতার পরিচয়ে মুগ্ধ হলাম। সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠার সত্য কাহিনী সকলের বিশেষ করে বাঙালী জাতির জানা উচিত। ভিডিও টি র জন্য ধন্যবাদ। ১৭/০৩/২০২৩

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও এই সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জানাই।

  • @hafizurrahaman2970
    @hafizurrahaman2970 ปีที่แล้ว +20

    এই মহান ব্যাক্তির জন্য জাপান আজো পর্যন্ত বাংলাদেশ কে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

    • @animabiswas3913
      @animabiswas3913 ปีที่แล้ว +1

      Kintu India Bangladeshke freedom enedilo tar janye kono feeling achhe seta ekbar bhebe dekhben .

  • @gourishankarsarkhel2487
    @gourishankarsarkhel2487 ปีที่แล้ว +1

    ধন্যবাদ আপনাকে এমন একটি গুরুত্বপূর্ন তথ্য তুলে ধরার জন্য । ভারতের ব্রিটিশের পা চাটা কংগ্রেস ও কমুনিস্ট রা ভারতের গুণী মানুষের কদর করেনি । এই দুটো দল বাংগালী জাতির সর্বনাশ করেছে ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।

  • @reforcesign2778
    @reforcesign2778 ปีที่แล้ว +3

    আমার হাতে কোন পুরস্কার দেবার ক্ষমতা থাকলে সেটা আপনাকে দিতাম। কিন্তু শ্রদ্ধা জানানোর ক্ষমতা আছে। তাই সেটাই দিলাম। স্বপরিবারে ভালো থাকার চেষ্টা করুন। আমি এটা অনেক জায়গায় শেয়ার করবো। এখুনি করছি অস্ট্রেলিয়ায় এক বাঙালীকে, একজন বিশ্ব শান্তির কর্মী। 🙏🍉

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার এই মন্তব্যই আমার কাছে অমূল্য পুরস্কার। আপনাকে সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই।

  • @arabindabiswas6708
    @arabindabiswas6708 ปีที่แล้ว +2

    কিছুটা জানতাম। আজ সম্পূর্ণ জেনে বড়ো ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @Omnamohshibay
    @Omnamohshibay ปีที่แล้ว +2

    এরকম অনেক অজানা মানুষের সম্পর্কে জানতে ইচ্ছা প্রকাশ করছি। খুব ভালো লাগলো। Share করলাম। Subscribe করলাম,লাইক করলাম। ভারতবাসী হিসেবে গর্ববোধ করছি।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

  • @sabujsafar9726
    @sabujsafar9726 ปีที่แล้ว +12

    এতদিন পরে বাঙালী হিসেবে গর্ব হচ্ছে। 👍

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মতামত পড়ে খুব ভালো লাগলো।

  • @tpc59
    @tpc59 ปีที่แล้ว +3

    এই মহামানবের পল্প আমি আমার বাবার কাছেই শুনেছিলাম, যখন আমার বয়স 12 বছর। শুধু মহান ডাঃ রাধা বিনোদ পাল ই নন, বাংলার প্রায়
    সকল মহামানবদের নানান কাহিনী শুনেছিলাম। আমার বাবা ছিলেন ইতিহাসের ভাল ছাত্র। একদিন বাংলা ছিলো পৃথিবীর এক পরিচিত নাম, ডাক্তারি,সাহিত্য, আইন কানুন,
    বিজ্ঞান, ধর্মজ্ঞান(philosophy ),
    অর্থনীতি, গণিত সহ সমস্ত দিকেই
    দেশের মাঝে এক নম্বর। আমি ধন্য, গর্বিত বাঙ্গালী ও ভারতীয় হিন্দু বলে। বাংলা মায়ের পায়ে আমার মাথা রাখি,প্রণাম করি
    কোটি কোটি।
    বাংলার মহামানবদের কোটি কোটি প্রণাম। 🙏🙏🙏🙏🙏🙏

    • @samiransarker4
      @samiransarker4 ปีที่แล้ว +1

      আমার আন্তরিক শ্রদ্ধা এই মহামানবের স্মৃতির প্রতি। সেই সাথে গর্ব অনুভব করছি প্রয়াত ডঃ রাধাবিনোদ পাল একজন বাংগালী। আড্ডা ও লেখককে ধন্যবাদ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @nafizasultana831
    @nafizasultana831 ปีที่แล้ว +2

    যে জানালো তাকে ধন্যবাদ।গর্বে মন ভরে গেল

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

  • @sadanandasutradhar8031
    @sadanandasutradhar8031 ปีที่แล้ว +3

    এরকম অজানা তথ্য জানার জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ।

  • @RahadSheikh-k1c
    @RahadSheikh-k1c 8 หลายเดือนก่อน

    আপনাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা, কারণ সত্য কথাটা বলায়। কারণ অনেকে বাংলাদেশের সন্তান রাধা বিনোদ পাল কে ভারতের বলে নিজেদের বড়ো করে দেখানোর চেষ্টা করে।

  • @swapnamaity8396
    @swapnamaity8396 ปีที่แล้ว +4

    ASADHARAN EXCELLENT INFORMATION PALAM..SWASWADHA PRANAM JANYE AE MANUSH...WONDERFUL MESSAGE TO OUR MODERN SOCITY..KHOOB SUNDAR LAGLO APURBO..ANEK DHANNYOBAD..KHOOB BHALO THAKUN SWASWADHA PRANAM JANYE SIR FOR SHARING THIS VIDEO

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ম্যাডাম।

  • @narayanpaul70
    @narayanpaul70 ปีที่แล้ว +1

    আপনার প্রতিবেদন টি সত্যিকারে সমৃদ্ধ করলো, ধন্যবাদ

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক বলে মনে হয়।

  • @tumpadas2403
    @tumpadas2403 ปีที่แล้ว +6

    খুব খুব ভাল লাগল।বাঙালির হয়ে গর্ব বোধ করি।

  • @tapanmandal2426
    @tapanmandal2426 ปีที่แล้ว +1

    ভারতের আর একজন মহান মানুষের কথা জানতে পারলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

  • @matraders426
    @matraders426 ปีที่แล้ว +35

    আমি বাংগালী হিসেবে লজ্জিত এমন সোনার মানুষকে এবং তার অবদান ভুলে গেলাম😭।আমাকে ক্ষমা করুন।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +2

      সত্যিই খাঁটি সোনার মানুষ।

  • @masudatofa532
    @masudatofa532 ปีที่แล้ว +2

    অসাধারণ। অজানা ইতিহাস জানালেন।
    শুধু আমরাই মনে রাখতে পারিনি দারুণ বালেছেন

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      ধন্যবাদ ম্যাডাম।

  • @aashas_englishforall111
    @aashas_englishforall111 ปีที่แล้ว +3

    অসাধারণ উপস্থাপনা।
    Thanks and regards 🙏

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      ম্যাডাম, আপনার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতো দর্শকদের জন্যই ভিডিও বানানোর পরিশ্রম সার্থক মনে হয়।

    • @aashas_englishforall111
      @aashas_englishforall111 ปีที่แล้ว

      @@jana-ajana-bangla 🙏🙏🙏

  • @atanurakshit6684
    @atanurakshit6684 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো। ওনাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

  • @nature20209
    @nature20209 ปีที่แล้ว +7

    ওনার জন্য বাংলাদেশ অনেক লাভবান হয়েছে জাপানের সাথে ভালো সম্পর্ক হয়েছে। ওনার স্মৃতি সংরক্ষিত করতে হবে।

  • @kaburulislamkhan1973
    @kaburulislamkhan1973 ปีที่แล้ว +6

    বাংলাদেশ থেকে বলছি। রাধা কৃষ্ণ পাল কুষ্টিয়ায় জন্ম নিয়েছেছিল‌।তার জন্য জাপান বাংলাদেশ কে সাহায্য করে।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      ঠিক। উনি কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছিলেন।

  • @ashrafulalam5657
    @ashrafulalam5657 ปีที่แล้ว +7

    পড়াশোনা র বিকল্প নেই , পড়াশোনা র স্বীকৃতি দিতে ই হবে । এটাই তার প্রমাণ ।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      একদম ঠিক কথা। ধন্যবাদ।

  • @sohagchakrabarty3534
    @sohagchakrabarty3534 ปีที่แล้ว +2

    কিছু বলার নেই 🔥🔥💖

  • @md.toukirahmadantor1409
    @md.toukirahmadantor1409 ปีที่แล้ว +3

    একজন বাঙ্গালী এবং বাংলাদেশী হিসেবে আমি গর্বিত, এমন মহান মানুষের জীবনী জানতে পেরে🖤

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว +1

      নিঃসন্দেহে উনি একজন গর্ব করার মতন মানুষ।

    • @md.toukirahmadantor1409
      @md.toukirahmadantor1409 ปีที่แล้ว +2

      @@jana-ajana-bangla Apnake Dhonnobad Ei video tar jonno

  • @hridaymondal5680
    @hridaymondal5680 ปีที่แล้ว +1

    ধন্যবাদ এত সুন্দর করে উপস্হাপনের জন্য, খুব ভালো লেগেছে।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনাকেও অনেক ধন্যবাদ জানাই।

  • @ajoybhat9964
    @ajoybhat9964 ปีที่แล้ว +3

    Dr Radha Blnod Paul sir কে
    জানাই আমার প্রনাম

  • @debasishbiswas2770
    @debasishbiswas2770 ปีที่แล้ว +1

    অজানা কে জানলাম। শ্রদ্ধা শ‍্রদ্ধা। এমন মানুষ
    আমাদের দরকার দৈনিক যারা নিয্রিত হচ্ছি।

    • @jana-ajana-bangla
      @jana-ajana-bangla  ปีที่แล้ว

      আপনার মতামতের জন্য ধন্যবাদ জানাই।