আপনার এই ভিডিও দ্বারা দেশের বহু বাচ্চা, তরুন যুব সমাজ ছোট থেকেই আন্তজার্তিক নিয়ম সম্পর্কে ধারনা পাবে এবং বহু পাড়ার ক্রিকেটে এই নিয়ম মেনে চলবে, একটা ভালো অভ্যাস হবে ছোট থেকেই। অসাধারন ভিডিও।
আমাদের সময় তো বোলার বল করার সময় যদি ফিল্ডার বসে থাকে তাহলে নো বল দেয়া হতো, আউট ফিল্ডার এর গায়ে বল লেগে রান আউট আর ছয় মেরে মাঠের বাইরে পাঠানোর দায় যে কতবার আউট হইসি হিসাব নাই,আমাদের খেলার সময় আপনার ভিডিও গুলো আমার জন্য খুব ইম্পোর্ট্মেন্ট ছিল যাই হোক নিয়ম গুলো জেনে ভালো লাগলো হয়তো কোনো সময় মাঠে আবার নেমে গেলে কাজে লাগবে, ধন্যবাদ আবিদ ভাই
পাড়ার ক্রিকেটে উইকেট কিপার বল করতে পারে।তখন যে ওভারের খেলা চলেছে সে ওবারের আগের বলে আম্পায়ার কে বলে কিপার পরিবর্তন হতে হবে। তখন পরের ওভারে কিপার বল করেতে পারবে। তা নাহলে কিপার বল করলে নো বল হবে। আগামী পর্বে এই নিয়মটি তুলে ধরবেন সামি ভাই।
ভাইয়া M.S Dhoni সিনেমাটা যতবার দেখি তত বার মনের মধ্যে একটা আবেগ জেগে উঠে। হয় ত আমার ভবিষ্যৎ হবে এক সফল ক্রিকেট হিসেবে। কিন্তু পরিস্থিতির কাছে সব কিছুই ছেড়ে দিয়েছি। কারন আমি বললেই ত হবে না। দরকার পরিবারের সাপোর্ট।
Love it. Remind me lots of good memories. Had lots of fun making new rules and changing the rules as per team requirement. Ha ha ha ha... Good old days....
এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে ভাবতাছি একটা কমেন্ট করমু তার আগে ভিডিওটা পেয়ে গেলাম আমরা পাড়ার ক্রিকেটে খেলি তো এগুলা নিয়ে প্রতিদিনই আমাদের সাথে ঝামেলা হয় অনেক অনেক ধন্যবাদ সামি ভাই ভিডিওটা করার জন্য
ভাই এখনো অনেক নিয়ম বাকি আছে ১/ টস ৩ বার দিতে হবে ২ বার যে জিতবে সে ব্যাট করবে। ২ /যার ব্যাট সে আগে ব্যাট করবে পারোক আর না পারোক। ব্যাট করতে না দিলে ব্যাট নিয়ে সোজা বাড়িতে। ৩/ মাঠের যে অংশে চাড়া সে অংশে বড় ভাই দাঁড়াবে। ৪/ নিজের দলের কেউ আম্পায়ার দাঁড়াবে। আরো অনেক।
আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আপনার প্রতিটা ভিডিও আমার খুবই ভালো লাগে। যাইহোক একটা বিষয় জানা খুব জরুরী। আমাদের গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। ওই টুর্নামেন্টে উইকেট কিপারের মুভমেন্ট অনেক ঝগড়া হয়েছে। শর্ট কিপিং আর লং কিপিং এর মুভমেন্ট সংক্রান্ত নো বল সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
কিপার এর সামনে বা পিছনে দাড়ানো নিয়ে একটা কেচাল হয়।যেমন: প্রথম বল হওয়ার সময় কিপার অনেক পিছনে ছিল, এরপর যখন দ্বিতীয় বল করল তখন আম্পায়ারকে না বলে কিপার প্রথমের অবস্থান থেকে সামনে এসে কিপিং করল। এক্ষেত্রে দ্বিতীয় বলটা কি নো বল হবে?
4:41 এই লজিকে এখন যদি ব্যাটার শট খেলার সময় রুম বানানোর জন্য লেগ সাইডে এতটা চেপে যায় যে স্টাম্প কাল্পনিক ওয়াইডের দাগের বাইরে পড়ে যায় (যেহেতু ব্যাটার পজিশন চেঞ্জ করলে ওয়াইডের দাগের পজিশনও চেঞ্জ হবে), তাইলে স্টাম্পে বল হিট করলে বোল্ড নাকি ওয়াইড?? 😃😃
আমি অস্ট্রেলিয়ার bbl খেলায় দেখছি। ব্যাটসম্যান বল মেরে ছিলো,,তারপর বাইরের দর্শক গ্যালারীর উপরে ছাদে গিয়ে লাগে।( কিন্তু ঐ ছাদ ছিলো মাঠের সীমানার একটু ভিতর দিকে) তারপর ছাদে লেগে বল ভীতরে চলে আসে এবং একজন প্লেয়ার ক্যাচ পর্যন্ত ধরে ফেলে। এক্ষেত্রে আম্পায়র six ঘোষণা করে দিয়ে ছিলো।
সামি ভাই আপনি যদি আম্পায়ার থাকতেন তাহলে বিষটা আরও সুন্দর ও রিয়েলিস্টক মনে হতো। কারণ এখানে আপনিই প্লেয়ার আবার আপনিই এক্সপ্লেইন করছেন। কিন্তু যদি এমন হতো যে প্লেয়ারা গেঞ্জাম লাগার পর আপনি আম্পায়ার হিসেবে ডিসিশন দিছেন তারপর আপনার কাছে তারা ব্যাখ্যা জানতে চাওয়ার পর এক্সপ্লেইন করতেন তাহলে আরও মজা পাইতাম 🥰। বাই দা ওয়ে, সত্যিই ছোটবেলার কাহিনী মনে পরে গেলো।ধন্যবাদ আপনাকে।🥰
ভাইয়া,, একটা প্রশ্ন ছিলো,, যদি কোন ব্যাটসম্যান বল খেলে রানের জন্য দৌড়ানো অবস্থায় ননস্টাইকের উইকেটে কোনভাবে ভেঙে ফেললে ওই ব্যাটসম্যান কি আউট হবেন???????
ভাই আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে আমরা অনেক কিছু শিখতে পারলাম আমাদের এলাকায় কিপিং নিয়ে একটা গ্যাঞ্জাম লাগে লংকিপার এবং শটকিপার এই বিষয়ে যদি একটা ভিডিও বানাতেন
আরো একটা ক্যাচাল হলো ক্যাচ দরার সময় জদি ব্যাটিং হাপ পিচ গিয়ে থাকে তাহলে সে স্ট্রাইক প্রান্তে যাবে 🙃 মানে স্ট্রাইক প্রান্তের ব্যাটার ক্যাচ আউট হলে ,, পরেই বলে নন স্ট্রাইক ব্যাটাংর হাপ কিরিস গেলে, পরে সেই নন স্ট্রাইক ব্যাটার ব্যাটং করবে,,
আপনার এই ভিডিও দ্বারা দেশের বহু বাচ্চা, তরুন যুব সমাজ ছোট থেকেই আন্তজার্তিক নিয়ম সম্পর্কে ধারনা পাবে এবং বহু পাড়ার ক্রিকেটে এই নিয়ম মেনে চলবে, একটা ভালো অভ্যাস হবে ছোট থেকেই। অসাধারন ভিডিও।
😊😊😊
India থেকে বলছি খুব ভালো topic ভাই। খুব ভালো লাগলো
ছোট বেলায় এগুলা নিয়ে কত ক্যাচাল করতো,আমাদের মধ্যে একজন ছিল সে সব সময় নতুন নতুন আইন তৈরি করত
কোথায় এটা
Hasan vai amago
Ara international cricket ar parar duto alada subida onugae rules toiri korte hobe
😂😂😂
Hmm vai
নিয়মগুলোর সাথে আপনাদের কাজ গুলো ধারুন হইছে,,মনেই হয় নাই যে আপনার আমাদের বুঝাচ্ছেন।একদম অর্গানিক হইছে।সেই ভাই সেই....বিশেষ করে পাভেল ভাই,,
ভিডিওটি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, অনেক অনেক ধন্যবাদ স্যার
সুন্দর কিছু নিয়ম শিখলাম!ধন্যবাদ স্যার 😊!!
আসলে সত্যি একটা বিষয় তুলে ধরলেন সামি ভাই ❤
😮ভাইয়া গ্ৰামে ওয়াইড এর মাপ নিয়ে খুব ঝামেলা বাদে কেউ বলে মিডিল স্টাম্প থেকে মাপ নিতে হবে,কেউ বলে লেগ স্টামপ থেকে কোন টা হবে ভাইয়া একটু জানাবেন
আগে গ্যাঞ্জাম লাগতো।। এখন কম বেশি সবাই বুঝে।।। মজা লেগেছে অনেক ভাইয়া।
শেখার অনেক কিছুই আছে।
যদিও আমরা অবসরে প্রায়😢
আমাদের সময় তো বোলার বল করার সময় যদি ফিল্ডার বসে থাকে তাহলে নো বল দেয়া হতো, আউট ফিল্ডার এর গায়ে বল লেগে রান আউট আর ছয় মেরে মাঠের বাইরে পাঠানোর দায় যে কতবার আউট হইসি হিসাব নাই,আমাদের খেলার সময় আপনার ভিডিও গুলো আমার জন্য খুব ইম্পোর্ট্মেন্ট ছিল যাই হোক নিয়ম গুলো জেনে ভালো লাগলো হয়তো কোনো সময় মাঠে আবার নেমে গেলে কাজে লাগবে,
ধন্যবাদ আবিদ ভাই
সামির ভাই সত্যি কথা আপনি আসার পর থেকে অনেক কিছু শিখতে পারলাম,, আমাদের সবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🎉🎉❤
এই ভিডিও যখন প্রচার করা হয় তখন দেখেছিলাম। আজকে দেখার উদ্দেশ্যে এই হোয়াইট বল প্রমাণ করা। ধন্যবাদ সামী ভাই
যত নিয়মই শিখান ওয়াইড এর নিয়ম টা গ্রামের কেউ কখনো মানবে না,,, 😂😂
Akdm vai
খুব চমৎকার একটা ভিডিও। অনেক বিষয় ক্লিয়ার করে দিলেন। অনেক প্লেয়ারকে মাথা ফাটাফাটির হাত থেকে বাচালেন 😊😊😂😂
পাড়ার ক্রিকেটে উইকেট কিপার বল করতে পারে।তখন যে ওভারের খেলা চলেছে সে ওবারের আগের বলে আম্পায়ার কে বলে কিপার পরিবর্তন হতে হবে। তখন পরের ওভারে কিপার বল করেতে পারবে। তা নাহলে কিপার বল করলে নো বল হবে। আগামী পর্বে এই নিয়মটি তুলে ধরবেন সামি ভাই।
বল করতে পারবে। বলার প্রয়োজন নাই। বা আগের বলে সামনেও আসতে হবে না
ভাইয়া M.S Dhoni সিনেমাটা যতবার দেখি তত বার মনের মধ্যে একটা আবেগ জেগে উঠে। হয় ত আমার ভবিষ্যৎ হবে এক সফল ক্রিকেট হিসেবে।
কিন্তু পরিস্থিতির কাছে সব কিছুই ছেড়ে দিয়েছি। কারন আমি বললেই ত হবে না।
দরকার পরিবারের সাপোর্ট।
Love it. Remind me lots of good memories. Had lots of fun making new rules and changing the rules as per team requirement. Ha ha ha ha... Good old days....
ভাই এই নিয়ম আমাকে কেউ বলতেই দিবেনা তার আগেই ক্যাচাল লাগবে 😂😂😂😂
আমাদের এইখানেও একি অবস্থা বললেই বলবে তুই আবার নতুন নিয়ম কোন জায়গায় পাইলে সর 😂😂
sm
😂😅
Very interesting and very useful video for all of us...........🤗🤗💖💖💖💖 Thank you Sami bhai and on field co.💚💚💜💜
কোথায় হারিয়ে গেছে আমাদের সেই শৈশবের দিন গুলো 😢
No ball niya aro kicu part ache agu shikan
এই বিষয়টা নিয়ে আমি অনেকদিন ধরে ভাবতাছি একটা কমেন্ট করমু তার আগে ভিডিওটা পেয়ে গেলাম আমরা পাড়ার ক্রিকেটে খেলি তো এগুলা নিয়ে প্রতিদিনই আমাদের সাথে ঝামেলা হয় অনেক অনেক ধন্যবাদ সামি ভাই ভিডিওটা করার জন্য
নিয়ম শেখানো ও গন্ডগোল কমানোর জন্য সুন্দর উদ্যোগ।
ধন্যবাদ ভাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছেন!
video ta dekhlam tokhon jokhon elakar sei cricekt khelar boyosh o nai, sei elakar songi gulao ek ekjon ek ek jaigai, khub miss kori sei din gulo
চরম লেভেলের acting set up💯
ভাই এখনো অনেক নিয়ম বাকি আছে
১/ টস ৩ বার দিতে হবে ২ বার যে জিতবে সে ব্যাট করবে।
২ /যার ব্যাট সে আগে ব্যাট করবে পারোক আর না পারোক। ব্যাট করতে না দিলে ব্যাট নিয়ে সোজা বাড়িতে।
৩/ মাঠের যে অংশে চাড়া সে অংশে বড় ভাই দাঁড়াবে।
৪/ নিজের দলের কেউ আম্পায়ার দাঁড়াবে।
আরো অনেক।
Nijer dole umpire thake thik umpire jodi kisu vul kore tahole umpire j doler tara bole umpire ar sidhanto churanto sidhanto😂
সত্যিই আমরা এগুলো নিয়ে খুব ক্যাচাল করতাম। আবার কিছু জমিদার ছিল বইসা বইসা ফিল্ডিং করত।খুব মিস করি সেই সময়গুলোকে।
😅
এত সুন্দর করে কেউ বুঝাবেনা, ধন্যবাদ ভাই
এইগুলো নিয়ে আমাদের কেচাল হয়।ধন্যাক সামি ভাই সমাধান দেয়ার জন্য।
সামি ভাই ❤একটা জিনিসই..কি সুন্দর দিন ছিল আমরাও খেল তাম ছোট বেলায় এগুলা নিয়ে কত ক্যাচাল করতো..
Sami Bhai r natok oshtir 😂😅❤🥲🫡
আসসালামু আলাইকুম ভাই। আমি আপনার চ্যানেলের একজন নিয়মিত দর্শক। আপনার প্রতিটা ভিডিও আমার খুবই ভালো লাগে। যাইহোক একটা বিষয় জানা খুব জরুরী। আমাদের গ্রামে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। ওই টুর্নামেন্টে উইকেট কিপারের মুভমেন্ট অনেক ঝগড়া হয়েছে। শর্ট কিপিং আর লং কিপিং এর মুভমেন্ট সংক্রান্ত নো বল সম্পর্কে বিস্তারিত জানতে চাই।
কিপার এর সামনে বা পিছনে দাড়ানো নিয়ে একটা কেচাল হয়।যেমন: প্রথম বল হওয়ার সময় কিপার অনেক পিছনে ছিল, এরপর যখন দ্বিতীয় বল করল তখন আম্পায়ারকে না বলে কিপার প্রথমের অবস্থান থেকে সামনে এসে কিপিং করল। এক্ষেত্রে দ্বিতীয় বলটা কি নো বল হবে?
Na no ball hobe na,,, international cricket eo eirokom hoy
4:41 এই লজিকে এখন যদি ব্যাটার শট খেলার সময় রুম বানানোর জন্য লেগ সাইডে এতটা চেপে যায় যে স্টাম্প কাল্পনিক ওয়াইডের দাগের বাইরে পড়ে যায় (যেহেতু ব্যাটার পজিশন চেঞ্জ করলে ওয়াইডের দাগের পজিশনও চেঞ্জ হবে), তাইলে স্টাম্পে বল হিট করলে বোল্ড নাকি ওয়াইড?? 😃😃
আউট হবে
সামি বাই একটা জিনিসই
সামী ভাই আপনার কোন জবাব নেই ❤❤❤
অনেক সুন্দর একটা নাটক।দেখে ভালো লাগলো❤❤
ধন্যবাদ ভাই সঠিক নিয়ম গুলো জানানোর জন্য 👍❤️
এইসব ধারণা দিবার জন্য সামি ভাই ধন্যবাদ। এটার কারণে বড় ধরনের ঝামেলা ও হয়েছে
আমি অস্ট্রেলিয়ার bbl খেলায় দেখছি।
ব্যাটসম্যান বল মেরে ছিলো,,তারপর বাইরের দর্শক গ্যালারীর উপরে ছাদে গিয়ে লাগে।( কিন্তু ঐ ছাদ ছিলো মাঠের সীমানার একটু ভিতর দিকে) তারপর ছাদে লেগে বল ভীতরে চলে আসে এবং একজন প্লেয়ার ক্যাচ পর্যন্ত ধরে ফেলে।
এক্ষেত্রে আম্পায়র six ঘোষণা করে দিয়ে ছিলো।
সচারাচর যেগুলো ঘটে যায় প্রতিনিয়ত,,,
ভালো লাগলো
অনেক মজা পাইলাম। সামি ভাই সব পারে।😂😂😂😂
অনেক কিছু শিখলাম অনেক ভালোবাসা রইলো সামি ভাই
সামি ভাই আপনি যদি আম্পায়ার থাকতেন তাহলে বিষটা আরও সুন্দর ও রিয়েলিস্টক মনে হতো। কারণ এখানে আপনিই প্লেয়ার আবার আপনিই এক্সপ্লেইন করছেন। কিন্তু যদি এমন হতো যে প্লেয়ারা গেঞ্জাম লাগার পর আপনি আম্পায়ার হিসেবে ডিসিশন দিছেন তারপর আপনার কাছে তারা ব্যাখ্যা জানতে চাওয়ার পর এক্সপ্লেইন করতেন তাহলে আরও মজা পাইতাম 🥰।
বাই দা ওয়ে, সত্যিই ছোটবেলার কাহিনী মনে পরে গেলো।ধন্যবাদ আপনাকে।🥰
যখন খেলতাম তখন এগুলা এতটা জানতাম না, এখন জানলাম এতদিনে খেলা ছাড়ার বয়স হিয়ে গেল ১৩ বছর।, আফসোস এখনও মিস করি,,,, লাইক না দিয়ে পারলামনা
Helpful content Sami bhai❤
Cricket er 98% niom ami jani
Sami bhai best video,apni ja bolchen sob right
Nice explanations based on the created scenarios!!!
ভিডিওটা ছোটদের জন্য অনেক কাজে লাগবে
স্মৃতি মনে করিয়ে দিলেন ভাই 😅❤️🩹
ভাই সুন্দর একখান ভিডিও বানাইছেন খুব ভালো লাগলো অনেক কিছু শিখলাম আমি ক্রিকেট ফ্রেন্ড
ছোটবেলায় আমরা নিজেরাই আইসিসি ছিলাম। নতুন নতুন আইন বানাতাম।
অনেক কিছু জানতে পারলাম সামি ভাই❤
মাশাআল্লাহ অসাধারণ একটা ভিডিও
leg side four hole 2 রান। কারণ leg side এ বল হারায় যায় আর boundary ছোট।
😂😂Right😂😂
অনেক কিছু জানতে পারলাম ভাই। ❤
যে পাড়া ক্রিকেট খেলে নি সে জীবনে যাই হয়ে যাক ,, জীবনে আর কিছুই করেনি 😊😊😊😊😊
ভাই, বলের চাকিং নিয়ে একটা ভিডিও বানান, এটা নিয়ে ভালো গাঞ্জাম লাগে
ছোটবেলায় এই ভুল গুলো নিয়ে ঝগড়া অনেক মজার ছিলো।
বাউন্স বল করা নিয়ে অনেক ঝগড়া লাগে। কোনটা নো বল,কোনটা ওয়াইড বল তা ক্লিয়ার করা উচিৎ ছিল। ধন্যবাদ।
@On field
দারুণ। আবিদ স্যার।
অনেক কিছু জানার আছে, ধন্যবাদ আপনাদের ❤❤❤❤
Apnar video dekhe onek sundor laglo thank you
ধন্যবাদ ভাই।
আরেকটা থাকছে ভাই, বল করার সময় কিপারের ঠিক পেছনে থাকা বৈধ নাকি অবৈধ।
অনেক কিছু শিখলাম, ধন্যবাদ ভাই 😊
আরো একটা সমস্যা হয় যখন কিপার মুভমেন্ট করে বল করার সময়। আম্পায়ার নো বল দিয়ে দেই কিপার ডানে বামে মুভ করলে বল করার সময়...
ভিডিওটি দেখে ভালো লাগলো ❤❤❤❤
Very informative... keep making such videos...
ভাই আপনি ভাল বলছেন ❤❤
ভাই কেচ ধরার সময় একটা প্লেয়ার বল দেখে মাঠের বাইরে এক পা রেখে আবার মাঠের ভিতরে এসে কেচ ধরলে এটা কি হবে
শেরপুর থেকে দেখলাম খুব ভালো লাগল ভাই
9:15 Sami vai er hashi sei😅
আপনার কন্ঠ টা ভাই পুরাই আগুন। ❤❤❤
ধন্যবাদ।এইক্ষেএে যদি আইসিসি কত দ্বারা আওতায় পড়ে বলেন তাহলে আরো সুবিধা হতো।
Bhalo laglo
Kaje ashbe
ভাই বুঝাইলেন, বুঝলাম। কিন্তু এইসব বিষয় নিয়া ক্যাচাল করা ছিল আমদের একরকম আনন্দ।
পাড়ায় নিয়ম বুঝাইতে গেলেই -"তুই সব বুঝোস " বলে নাকোচ করে দেয়।
এখন থেকে এই ভিডিও দেখাবেন।
Right😂😂😂
দারুণ ছিল
very charming presentation. loved it a lot ❤
উইকেট কিপারের বরাবর পেছনে কোন ফিল্ডার দাঁড়াতে পারে কি না?পাড়ার মাঠে নো বল ডাকে।
Jabe.. Khunu problem nai...
Video content ta darun lglo thank u Dada love from India ❤
ক্রিকেট + ফুটবল এর নিয়ম নিয়ে বার বার ভিডিও দেখতে চাই❤❤
ছোট বড় সবাই শিখবে
ভাইয়া,, একটা প্রশ্ন ছিলো,,
যদি কোন ব্যাটসম্যান বল খেলে রানের জন্য দৌড়ানো অবস্থায় ননস্টাইকের উইকেটে কোনভাবে ভেঙে ফেললে ওই ব্যাটসম্যান কি আউট হবেন???????
Thanks on field team.
daarun! upovoggo ekta episode!
Onek niyom shikhlam dada.❤❤
Very informative 😮😮
ভাই আপনার ভিডিওটা অনেক ভালো লাগছে আমরা অনেক কিছু শিখতে পারলাম আমাদের এলাকায় কিপিং নিয়ে একটা গ্যাঞ্জাম লাগে লংকিপার এবং শটকিপার এই বিষয়ে যদি একটা ভিডিও বানাতেন
সামি ভাই আপনার একটিং অনেক সুন্দর হইছে
ভাই, এলাকার খেলায় এসব নিয়ম বুঝাইতে গিয়ে আমি এলাকার সেরা গাউরা উপাধি পাইছিলাম, ইশ তখন যদি এই ভিডিও পাইতাম তাইলে আমি একটু সম্মান পাইতাম
এমন একটা সময় এসব জানলাম যখন খেলা কিংবা খেলায় গ্যান্জাম লাগানোর বয়সটাই আর নাই! আহা শৈশব 😢
বোলিংয়ের সময় কিপারের মুভমেন্ট যেমন শর্ট কিপ থেকে লং কিপ বা স্ট্যাম্পিং করার বিষয়গুলো ক্লিয়ার করলে ভালো হতো।
Boundary ক্যাচ নিয়ে যে সমস্যা টা হয় সেটা নিয়ে বলে দিন প্লিজ। ইন্ডিয়া WB থেকে। 🇮🇳
আরো একটা ক্যাচাল হলো
ক্যাচ দরার সময় জদি ব্যাটিং হাপ পিচ গিয়ে থাকে তাহলে সে স্ট্রাইক প্রান্তে যাবে 🙃 মানে স্ট্রাইক প্রান্তের ব্যাটার ক্যাচ আউট হলে ,, পরেই বলে নন স্ট্রাইক ব্যাটাংর হাপ কিরিস গেলে, পরে সেই নন স্ট্রাইক ব্যাটার ব্যাটং করবে,,
সব সময় নতুন ব্যাটার স্ট্রাইকে যাবে রান কমপ্লিট হলেও।
Nice acting and explanation brother love you from INDIA ❤
sei hoiche vai
কত ঝগড়া করেছি এসব নিয়ে। অথচ সাব্বির, মুনির, জয়, আমি কেউই আজ ক্রিকেট খেলিনা জীবনের নিয়মে
Thanks vai
lot of thanks for the video....❤❤❤
Besh moja pailam 😀
ছোটো বেলার মধুর স্মৃতিতে ফিরে গেলাম কিছু সময়ের জন্য!!
অনেক কিছু শিখলাম আজ আবার নতুন করে
সামি ভাইকে অনুরোধ করবো যে ইল্লিগ্যাল বোলিং একশন কাকে বলে , এটা নিয়ে একটা ভিডিও দেন