কেউ আমাকে এই দেশপ্রেমিক সৈনিকের নাম বা ছবি দিতে পারবেন ? একবার সালাম দিতে চাই ! এই মানুষ গুলোই দেশের প্রকৃত সম্পদ , দেশের সর্বোচ্চ দ্বিতীয় ক্ষমতাবান মানুষের সাথে এমন করে কথা বলার কলিজা ! আল্লাহ আপনাকে সর্বোচ্চ পুরস্কার দান করুন।
গোয়েন্দা প্রধানের কথায় সুস্পষ্ট ফুটে উঠছে দেশের স্বার্থ। সেলুট তোমায় হে দেশ প্রেমিক! দরবেশ যতই দরবেশি করুক তাঁর আসল চরিত্র মানুষের সামনে উন্মোচিত হতেই থাকবে দিন দিন।
@@চট্টলাএক্সপ্রেস-ত৫রহুম,, আর ভোট চুরি করে সব চোর আর লুটতরাজদের ক্ষমতায় বসিয়ে ভালো লোকদের ধমক দিয়ে আর শাসিয়ে হলেও অনৈতিক কাজ করতে বাধ্য করতো, হাজার হাজার মায়ের বুক খালি করেছে এই ফেসিবাদি স্বৈরাচারের দোসররা!
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
@@Root101Codeপ্রমাণ হল আওয়ামী লীগ দেশ বেচে খাওয়ার যতই চেষ্টা করুক কিছু হাতে গোনা মানুষ যতটুকু পেরেছে সেই ভয়ংকর দিনগুলোয় রিস্ক নিয়েও দেশের সাথে বেঈমানী করতে চায়নি। নিভে দেওয়ার শেষ সীমানায় গিয়েও আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করেছে।
এইটা ফাঁস করছে , সিলেক্টিভ , বেছে বেছে নিজেরে ভাল অফিসার প্রধান করতে । সব ফাঁস হলে দেখা যাবে খুনি । সরকারের যখন টাকা ফুড়াইছে তখন চাপ দিছে গোয়েন্দ্রাদের তখন
এই গোয়েন্দাপ্রধানকে খুঁজে বের করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হোক। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের নৈতিকতার যায়গা থেকে সরে যাননি। স্যার, আপনি যেই হয়ে থাকুন, আমাদের স্যালুট গ্রহণ করুন। আপনি এই জাতির গর্বিত সন্তান। ❤❤😊
tareq er ta fash hole banano r awami league er ta fash hoile tik 😂😂😂 hypocrisy edit : বি:দ্র: আমি কোন দলের সাপোর্টার নাহ । কিন্তু বাংলাদেশের মানুষ যে একপাক্ষিক এই বিষয়টা বুঝানোর জন্য এই কমেন্ট করছি। কিন্তু এই কমেন্ট করার পর বিএনপি (বুদ্ধিহীন নির্লজ্জ পার্টির) এত জ্বলে কেন বুঝিনা । আওয়ামী লীগ যেরকম কিছু বললেই বিএনপি বলত তারাও এখন তাদের বিরুদ্ধে কিছু বললেই আওয়ামী লীগ ট্যাগ । বুঝেননাই? যেই লাও সেই কদু ।🤮
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
এইজন্যই আমরা হুজুগে বাঙালি সামান্য কিছুতেই ইমোশনাল হয়ে পড়ি এটা তো এজন্যই হতে পারে যে লাস্টে কথা আসছে কম্প্রোমাইজ করার জন্য কম্প্রোমাইজ আড়ালে হবে এটাই স্বাভাবিক
কোথায় ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী মুক্তিযোদ্ধা আর স্বাধীনতাকে পুঁজি করে ব্যবসায়ীরা ??? কোথায় তারা যাদের কথায় কথায় দেশপ্রেম আর শেখ মুজিবুর এর চাটুকারিতা ছিল। রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ধ্বংস করেছে।
এইটা ফাঁস করছে , সিলেক্টিভ , বেছে বেছে নিজেরে ভাল অফিসার প্রধান করতে । সব ফাঁস হলে দেখা যাবে খুনি । সরকারের যখন টাকা ফুড়াইছে তখন চাপ দিছে গোয়েন্দ্রাদের তখন
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
গোয়েন্দা অফিসার ঐ ভাইকে হাজার সালাম 🙏 যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সরকারের উচ্চপদস্থ একজনের সাথে সৎ ও নৈতিকতার প্রশ্নে সাংঘর্ষিক বলে নিজের অবস্থানে অটুট ছিলেন ধন্যবাদ ভাই আপনাকে 🤲
🔴 জাতীয় গোয়েন্দা অধিদফতরের (এনএসআই)’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তিন পৃষ্ঠার অভিযোগে উল্লেখ করা হয়, টিএম জুবায়ের ঠাণ্ডা মাথার খুনি। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী। শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সালমান এফ. রহমান, বসুন্ধরা গ্রুপের মালিক আহমদ আকবর সোবহান (শাহ আলম), এস. আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী সিন্ডিকেট এনায়েতুল্লাহ খন্দকার, পলাতক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন বিভিন্ন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে একটি শক্তিশালী সিন্ডিকেট গঠন করেন। এই সিন্ডিকেট দেশে চাঁদাবাজি, লুটতরাজ, জাতীয় ও স্থানীয় নির্বাচনে অর্থের বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করতেন। যা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। টিএম জোবায়ের ছিলেন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একসময়কার চরমপন্থি সর্বহারা নেতা মৃত রউফ তালূকদারের পুত্র। তার গ্রামের ঠিকানা- বড় রমজানপুর, রমজানপুর, উপজেলা-কালকিনি, জেলা মাদারিপুর। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে টিএম জোবায়ের গড়ে তুলেছেন অবৈধ সম্পদের বিশাল পাহাড়। হাজার হাজার কোটি টাকায় দেশ ও বিদেশে নামে-বেনামে গড়ে তুলেছেন বিত্ত-বৈভব। 🟢 দেশের ভেতর সম্পদ : রাজধানীর গুলশান-২-এর ৮৪ নম্বর রোডে লেকের কিনারে রয়েছে একটি বিশাল বাড়ি। বাড়িটি ছিলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র নিজস্ব সম্পত্তি। টিএম জোবায়ের গণপূর্তের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এক নিকটাত্মীয়ের মাধ্যমে দখল করে নিয়েছেন। একটি দেখারও কেউ নেই। টিএম জোবায়েরের গাজীপুরের শ্রীপুর উপজেলায় রিসোর্ট এবং গাজীপুর সদরে রয়েছে বহুতল ভবন। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে নিজের এবং বোনের নামে ফ্ল্যাট, উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে ৩/৪টি দোকান, রংপুরে বিস্তৃত ফসলি জমি দখল, ঢাকার পূর্বাচল ও বসুন্ধরায় বাগিয়ে নিয়েছেন প্লট। রাজধানীর সেগুনবাগিচায় ফ্ল্যাট, ধানমন্ডির ৭/এ, তে একটি ফ্ল্যাট, ও সাভার ডিওএইচএস এ ১০ তলা বাড়ি রয়েছে টিএম জোবায়েরের। দুর্নীতিবাজ জুবায়ের মাদারিপুর গ্রামের বাড়িতে গড়েছেন বিলাসবহুল বাড়ি। এছাড়া অবৈধ উপায়ে অর্জিত অধিকাংশ অর্থই তিনি পাচার করেছেন লন্ডন, দুবাই, সিঙ্গাপুর ও তুরস্কে। দেশের গন্ডি পেরিয়ে লন্ডন, তুরস্ক, দুবাইয়ে কিনেছেন বিলাসবহুল বাড়ি। ♦মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের লন্ডনে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা) মূল্যে একটি আলীশান বাড়ি কেনেন। লন্ডনের বেক্সলি এলাকায় হেথ কর্ফট ওয়ানসান্ট সড়কের ৭ নম্বর বাড়িটি লন্ডনের ক্রযডন এইচ আর ভূমি রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে নিজেসহ পরিবারের তিন জনের নামে। তারা হলেন, টিএম জোবায়ের, এফ. মাসুদ এবং মোহাম্মদ এস. ইবনে জুবায়ের নামে। রেজিস্ট্রেশন নথিতে উল্লেখিত তথ্য মতে, এফ. মাসুদ হচ্ছেন টিএম জোবায়েরের স্ত্রী ফাহমিদা মাসুদ এবং তাদের পুত্র মোহাম্মদ এস. ইবনে জোবায়ের। বাড়িগুলো কিনতে কোনো ব্যাংক ঋণ নেয়া হয়নি। পুরো অর্থ পরিশোধ করা হয়েছে নগদ মূল্যে। দলিলটি স্থানীয় কাউন্সিল অফিস থেকে ভেরিফায়েডকৃত। 🟠গত ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পলায়নের কয়েকদিন আগে অবসরে চলে যান টিএম জোবায়ের। অবসরে গিয়েও দেখিয়েছেন দম্ভ। আগের পরিচয়ে তিনি সাম্প্রতিক সময়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। ছাত্র-জনতা হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন। শেখ রেহানার দেবর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর একনিষ্ঠ সহযোগী হিসেবে হেলিকপ্টার গানশিপ দিয়ে সাধারণ মানুষের ওপর গুলি, স্নাইপার দিয়ে রাইফেল দিয়ে গুলি করে সাধারণ মানুষ হত্যায় সরাসরি ভূমিকা রাখেন।
দরবেশের মত লোকদের জন্যই আমাদের দেশের নিরাপত্তা দূর্বল হয়ে পরেছে।দরবেশদের গাদ্দারীর ফলে ইন্ডিয়ার মত দেশ আমাদের উপর খবরদারী করে।দরবেশের এমন শাস্তি হওয়া উচিত যা দেখে মানুষ শিক্ষা পায়।স্যালুট গোয়েন্দা অফিসার স্যারকে।🇧🇩🇧🇩
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এক বিদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট রিভিউ ছাড়া ক্লিয়ারেন্স দিতে বলে! কোন লেভেল পর্যন্ত দূর্নীতির শেকড় পত্তন করা হয়েছে তা মাথায় ধরে না।
আপনার মতো অফিসারকে হাজার হাজার সালাম জানায়,,,এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আপনার দেখা যদি কোন দিন পায় আপনাকে সালাম দিয়ে আপনার কপালে একটা চুমা দিয়ে বলতে চাই আল্লাহ তায়ালা আপনাকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখে এবং আরো অনেক ভালো কাজ দেশের জন্য করে যেতে পারেন ❤
এই গোয়েন্দা প্রধান অত্যান্ত চৌকস অত্যান্ত ট্যালেন্ট দূর্দান্ত সাহসী এবং ১০০% সৎ দেশ প্রেমিক অফিসার। তাই দেশের এই ক্রান্তিলগ্নে এই গোয়েন্দা অফিসার কে পূনরায় NSI এর প্রধান করা হউক। তার জন্য হাজারো সালাম ও দোয়া রইল।
🔴 জাতীয় গোয়েন্দা অধিদফতরের (এনএসআই)’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। তিন পৃষ্ঠার অভিযোগে উল্লেখ করা হয়, টিএম জুবায়ের ঠাণ্ডা মাথার খুনি। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী। শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সালমান এফ. রহমান, বসুন্ধরা গ্রুপের মালিক আহমদ আকবর সোবহান (শাহ আলম), এস. আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী সিন্ডিকেট এনায়েতুল্লাহ খন্দকার, পলাতক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন বিভিন্ন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে একটি শক্তিশালী সিন্ডিকেট গঠন করেন। এই সিন্ডিকেট দেশে চাঁদাবাজি, লুটতরাজ, জাতীয় ও স্থানীয় নির্বাচনে অর্থের বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করতেন। যা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। টিএম জোবায়ের ছিলেন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একসময়কার চরমপন্থি সর্বহারা নেতা মৃত রউফ তালূকদারের পুত্র। তার গ্রামের ঠিকানা- বড় রমজানপুর, রমজানপুর, উপজেলা-কালকিনি, জেলা মাদারিপুর। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে টিএম জোবায়ের গড়ে তুলেছেন অবৈধ সম্পদের বিশাল পাহাড়। হাজার হাজার কোটি টাকায় দেশ ও বিদেশে নামে-বেনামে গড়ে তুলেছেন বিত্ত-বৈভব। 🟢 দেশের ভেতর সম্পদ : রাজধানীর গুলশান-২-এর ৮৪ নম্বর রোডে লেকের কিনারে রয়েছে একটি বিশাল বাড়ি। বাড়িটি ছিলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র নিজস্ব সম্পত্তি। টিএম জোবায়ের গণপূর্তের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এক নিকটাত্মীয়ের মাধ্যমে দখল করে নিয়েছেন। একটি দেখারও কেউ নেই। টিএম জোবায়েরের গাজীপুরের শ্রীপুর উপজেলায় রিসোর্ট এবং গাজীপুর সদরে রয়েছে বহুতল ভবন। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে নিজের এবং বোনের নামে ফ্ল্যাট, উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে ৩/৪টি দোকান, রংপুরে বিস্তৃত ফসলি জমি দখল, ঢাকার পূর্বাচল ও বসুন্ধরায় বাগিয়ে নিয়েছেন প্লট। রাজধানীর সেগুনবাগিচায় ফ্ল্যাট, ধানমন্ডির ৭/এ, তে একটি ফ্ল্যাট, ও সাভার ডিওএইচএস এ ১০ তলা বাড়ি রয়েছে টিএম জোবায়েরের। দুর্নীতিবাজ জুবায়ের মাদারিপুর গ্রামের বাড়িতে গড়েছেন বিলাসবহুল বাড়ি। এছাড়া অবৈধ উপায়ে অর্জিত অধিকাংশ অর্থই তিনি পাচার করেছেন লন্ডন, দুবাই, সিঙ্গাপুর ও তুরস্কে। দেশের গন্ডি পেরিয়ে লন্ডন, তুরস্ক, দুবাইয়ে কিনেছেন বিলাসবহুল বাড়ি। ♦মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের লন্ডনে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা) মূল্যে একটি আলীশান বাড়ি কেনেন। লন্ডনের বেক্সলি এলাকায় হেথ কর্ফট ওয়ানসান্ট সড়কের ৭ নম্বর বাড়িটি লন্ডনের ক্রযডন এইচ আর ভূমি রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে নিজেসহ পরিবারের তিন জনের নামে। তারা হলেন, টিএম জোবায়ের, এফ. মাসুদ এবং মোহাম্মদ এস. ইবনে জুবায়ের নামে। রেজিস্ট্রেশন নথিতে উল্লেখিত তথ্য মতে, এফ. মাসুদ হচ্ছেন টিএম জোবায়েরের স্ত্রী ফাহমিদা মাসুদ এবং তাদের পুত্র মোহাম্মদ এস. ইবনে জোবায়ের। বাড়িগুলো কিনতে কোনো ব্যাংক ঋণ নেয়া হয়নি। পুরো অর্থ পরিশোধ করা হয়েছে নগদ মূল্যে। দলিলটি স্থানীয় কাউন্সিল অফিস থেকে ভেরিফায়েডকৃত। 🟠গত ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পলায়নের কয়েকদিন আগে অবসরে চলে যান টিএম জোবায়ের। অবসরে গিয়েও দেখিয়েছেন দম্ভ। আগের পরিচয়ে তিনি সাম্প্রতিক সময়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। ছাত্র-জনতা হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন। শেখ রেহানার দেবর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর একনিষ্ঠ সহযোগী হিসেবে হেলিকপ্টার গানশিপ দিয়ে সাধারণ মানুষের ওপর গুলি, স্নাইপার দিয়ে রাইফেল দিয়ে গুলি করে সাধারণ মানুষ হত্যায় সরাসরি ভূমিকা রাখেন।
ফোন আলাপটা শুনে মনটা ভরে গেল। আমাদের দেশে এমন দেশ প্রেমিক সেনাবাহিনী খুঁজে দেশের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেয়া হোক। এদের কাছে দেশ নিরাপদ থাকবে।এই দেশ প্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা ছবিসহ প্রচার করার জন্য অনুরোধ করছি।জাতি তাকে দেখতে চাই।
এখানে যে গোয়েন্দা প্রধানের কথা শুনলাম, শুনে বোঝা গেল সে সত্যিই দেশ প্রেমিক। দেশের স্বার্থে কাজ করে গেছেন। স্যারের দেশপ্রেম, সততা, ন্যায়নিষ্ঠার জন্য আপনাকে জানাই স্যালুট। রাষ্ট্রের দায়িত্ব এই কর্মকর্তাকে দেশের গুরুত্বপূর্ণ কোন জায়গায় পদায়ন করা।
যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ১৬বছর ধরে দেশটাকে শুষে খেয়ছে-এরা কেউই মুক্তিযুদ্ধ করেনি।মুক্তিযুদ্ধের সময় তাদের বাপের দেশে পালানো ছিল।যদি এদেশের মানুষ বিষয়টা জানতো।শুধু অপেক্ষায় ছিল চরম মুহুর্তের।সেই সুযোগটাই কাজে লাগিয়েছে-এজাডি।
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
😂😂😂 Ekhon tahole bujhchen je 26 lakh indian kormi ase . Amar babar office ay ase pray 50 Jon er upor . Tarai maintain kore . Othoco eitar malik kintu bangladeshi . Tai eirokom onk kormi ase . Desh ay onk institute ase jeikhane indian ra Job kore . Even bd data centre oo indiar hate chilo 😂😂😂😂 Tahole asif nozrul thik ee bolceh .
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র haha .... Desh ay garments ase kotogula Kono hisab ase??? Ekta garments ay pray 20 Jon indian ase . Ar garments toh bad ee dilam Aro onk institute ase Like bangladesh data centre. Oita indian ra chalato. Onk kisui ase ja amader k bola hoy ni hasinar amol ay . Ar bangladesh ay je lakh er moto indian kormira ase ta indian ekta lok oo bolcilo .
দেশটাকে পুরোপুরি শেষ করে দিতে চেয়েছিলো এই দোষরগুলা।
หลายเดือนก่อน +27
দেশ প্রেমিক অফিসারকে লক্ষ কোটি সালাম। ওনার প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা হিসেবে কোন ভাষা বা কাজই যথেষ্ট নয়। ওনাদের মত অফিসারদের জন্যই দেশটা এখনো স্বাধীন।। দোয়া ও ভালোবাসা রইলো ওনার প্রতি।।
বেক্সিমকোতে গার্মেনৃটস সেক্টরে ২০০ জন ইন্ডিয়া ও অন্যান্য দেশের কর্মচারি আছে যাদের বেতন ১০,০০,০০০/ - ১৬,০০,০০০/ টাকা। আমার মনে হয় এভাবেই বেতন বেশি দেখিয়ে টাকা পাচার করা হয়েছে।
এই রকম সত মানুষ দেশে যদি থাকে তাহলে দেশের উন্নতি ঠেকায় কে? কিন্তু আফসোস আমরা এদের কে মূল্যায়ন করতে পারিনা😢 উনি শেষ পর্যন্ত অন্যায় এর কাছে মাথা নত করেন নি। এজন্য স্যালুট 😢
স্যালুট গোয়েন্দা প্রধানকে❤️ বাংলাদেশের প্রতিটি সেক্টরে এরকম দেশ প্রেমিক চাই। এফ রহমানসহ যার এই অন্যায়ের সাথে জরিত এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে কেউ এমন করতে সাহসও করতে পারেনা।
❤জানতাম ইনি থলের বিড়াল কিন্তু এখন তো দেখিওনি ধরে বিড়াল না উনি আসলে চিতা বাঘ যে ঘাপটি মেরে বসে ছিল এনার মতো চিতা বাঘকেই তো খুঁজছে বাংলার সাধারণ ছাত্র জনতা তবে এই যে গোয়েন্দার যিনি প্রধান যার কথা আমরা শুনলাম কল রেকর্ড এনাকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে হাজারো সেলুট
স্যালুট গোয়েন্দা অফিসার কে আপনি দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর মানুষের সাথে এভাবে কথা বলার জন্য আমরা এটাই ভুলে যাই সাদা কে সাদা বলা কালোকে কালো বলা সালমান এফ রহমান সাহেবের মত মানুষের সাথে ভদ্রলোক যেভাবে কথা বলল সত্যিই অসাধারণ |
এই গোয়েন্দা প্রধানকে দেশের খুব প্রয়োজন, নিঃসন্দেহে উনি একজন দেশপ্রেমিক। জানিনা উনি এখন চাকুরীতে আছেন কিনা, না থাকলে ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
এক থেকে 100 লেভেল পর্যন্ত হাসিনা সহ আওয়ামী লীগের একটি লোকেরও দেশের জন্য বিন্দু পরিমান মায়া নেই 😢 এ ধরনের দুই একজন অফিসার ছিল বলে দেশটি পুরোপুরি ধ্বংস হয়নি❤
কেউ আমাকে এই দেশপ্রেমিক সৈনিকের নাম বা ছবি দিতে পারবেন ? একবার সালাম দিতে চাই ! এই মানুষ গুলোই দেশের প্রকৃত সম্পদ , দেশের সর্বোচ্চ দ্বিতীয় ক্ষমতাবান মানুষের সাথে এমন করে কথা বলার কলিজা ! আল্লাহ আপনাকে সর্বোচ্চ পুরস্কার দান করুন।
এই ডি জি স্যারে নাম ছিল টিএম জুবায়েদ মেজর জেনারেল স্যার অবসরপ্রাপ্ত এখন
এইরকম একজন ভালো মানুষ গোয়েন্দা বিভাগে কিভাবে এত বছর চাকরি করে বিগত সরকার স্বৈরাচার সরকার এতদিন এত তার জয় বাংলা হয়ে যাওয়ার কথা
দেশ প্রেমিক এই গোয়েন্দা অফিসার কে পুরষ্কৃত করা হোক।
আর সালমান কে গরম ডিম দিয়ে দেশদ্রোহী মামলা ঠুকে দেয়া হোক।
I think his name is Javed
@@mosharofhossain9818LOVE u champion
গোয়েন্দা প্রধানের কথায় সুস্পষ্ট ফুটে উঠছে দেশের স্বার্থ। সেলুট তোমায় হে দেশ প্রেমিক! দরবেশ যতই দরবেশি করুক তাঁর আসল চরিত্র মানুষের সামনে উন্মোচিত হতেই থাকবে দিন দিন।
মনে হয় নতুন রেকর্ড করছে? নাটক করে ছাড়া পাওয়ার জন্য।
@@চট্টলাএক্সপ্রেস-ত৫রহুম,, আর ভোট চুরি করে সব চোর আর লুটতরাজদের ক্ষমতায় বসিয়ে ভালো লোকদের ধমক দিয়ে আর শাসিয়ে হলেও অনৈতিক কাজ করতে বাধ্য করতো, হাজার হাজার মায়ের বুক খালি করেছে এই ফেসিবাদি স্বৈরাচারের দোসররা!
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
@@চট্টলাএক্সপ্রেস-ত৫রabal
@@Root101Codeপ্রমাণ হল আওয়ামী লীগ দেশ বেচে খাওয়ার যতই চেষ্টা করুক কিছু হাতে গোনা মানুষ যতটুকু পেরেছে সেই ভয়ংকর দিনগুলোয় রিস্ক নিয়েও দেশের সাথে বেঈমানী করতে চায়নি। নিভে দেওয়ার শেষ সীমানায় গিয়েও আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করেছে।
হাজারো খারাপের ভিরে একজন ভালো লোক ছিল খুশি হলাম ধন্যবাদ গোয়েন্দা সদস্য কে
অধিকাংশ ভাল ছিল
এইটা ফাঁস করছে , সিলেক্টিভ , বেছে বেছে নিজেরে ভাল অফিসার প্রধান করতে । সব ফাঁস হলে দেখা যাবে খুনি । সরকারের যখন টাকা ফুড়াইছে তখন চাপ দিছে গোয়েন্দ্রাদের তখন
nunu kaatba
😂 tui kabi @@JuhiSaha-kk5tu
সঠিক
দরবেশের মতো দেশের দ্বিতীয় ক্ষমতাবান মানুষের সাথে যে এভাবে কথা বলতে পারে তাকে স্যালুট। সততা এবং দেশপ্রেমের শক্তিই আলাদা।
এদেশে সৎ হয়ে থাকা কত কঠিন এই ফোন কলটা তার প্রমাণ 😢
সঠিক বলেছেন ভাই
@@Kaniz_Mumu প্রমাণ হলো আওয়ামীলীগ যোগ্য ও সৎ গোয়েন্দা নিয়োগ দিতো
hum😢
Right 😢
স্বৈরাচার হাসিনা ক্ষমতা থাকতে এই সমস্ত ভালো কাজ করা কঠিন ছিল
স্যালুট গোয়েন্দা স্যার কে, দরবেশ কে কঠিন শাস্তি দেওয়া হউক।
এর জন্য ও মামলা হওয়া দরকার,,,
বাল হবে৷ দরবেশ ভি এই পি হালে আছে।
আশা করি এই গোয়েন্দা প্রধান সুস্থভাবে জীবিত আছেন।তাকে পুনরায় উচ্চ পদে বহাল করা হোক।
@@kazinaher7808 he is TM Zobaer.he is very corrupted this is just 1 phone call
Right@@sajidrahman3314
এই গোয়েন্দাপ্রধানকে খুঁজে বের করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হোক। শেষ মুহূর্ত পর্যন্ত তিনি নিজের নৈতিকতার যায়গা থেকে সরে যাননি। স্যার, আপনি যেই হয়ে থাকুন, আমাদের স্যালুট গ্রহণ করুন। আপনি এই জাতির গর্বিত সন্তান। ❤❤😊
ভাই, শুধু মুদ্রার এপিঠ দেখলে হবে না ওপিঠ ও দেখতে হবে।
এইটা ফাঁস করছে , সিলেক্টিভ , বেঁচে বেঁচে । সব ফাঁস হলে দেখা যাবে খুনি ।
সরকারের যখন টাকা ফুড়াইছে তখন চাপ দিছে ।
Uni zubayer, ex NSI chief.
স্যালুট গোয়েন্দাপ্রধানকে
🤣🤣🤣@@চট্টলাএক্সপ্রেস-ত৫র
হাজারো খারাপ অফিসার এর ভিড়ে একজন দেশপ্রেমিক অফিসার পেলাম। স্যালুট এই অফিসার কে।
.
খুঁজে বের করে ঐই গোয়েন্দা সংস্থার সদস্যকে সপদে বহাল করা হোক কারণ উনি একজন দেশ প্রেমিক।
উনার বক্তব্য থেকে তার প্রমাণ।
tareq er ta fash hole banano
r awami league er ta fash hoile tik 😂😂😂
hypocrisy
edit :
বি:দ্র: আমি কোন দলের সাপোর্টার নাহ ।
কিন্তু বাংলাদেশের মানুষ যে একপাক্ষিক এই বিষয়টা বুঝানোর জন্য এই কমেন্ট করছি।
কিন্তু এই কমেন্ট করার পর বিএনপি (বুদ্ধিহীন নির্লজ্জ পার্টির)
এত জ্বলে কেন বুঝিনা ।
আওয়ামী লীগ যেরকম কিছু বললেই বিএনপি বলত
তারাও এখন তাদের বিরুদ্ধে কিছু বললেই আওয়ামী লীগ ট্যাগ ।
বুঝেননাই? যেই লাও সেই কদু ।🤮
Name tar Jubaer
@@chessbleonnai to onnnai taina.j koruk.apnader asob Kotha raken.onnai korle j doler hok sasti paua ucit.
@@chessbleeita ki kore tor fake mone hoitese ??? AfsosLig
একদম ঠিক কথা
গোয়েন্দা প্রধান যে ছিলো উনি নিঃসন্দেহে ভালো মানুষ ছিলো এবং সৎ সাহসী ছিলো। সেলুট গোয়েন্দা প্রধান 🫡💚
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
@@mdashiqurrahman7793 সেলুট তারিক মোহাম্মদ জোবায়ের ভাই 💚💚
এইজন্যই আমরা হুজুগে বাঙালি
সামান্য কিছুতেই ইমোশনাল হয়ে পড়ি
এটা তো এজন্যই হতে পারে যে লাস্টে কথা আসছে কম্প্রোমাইজ করার জন্য
কম্প্রোমাইজ আড়ালে হবে এটাই স্বাভাবিক
আশা করি এই গোয়েন্দা প্রধান সুস্থভাবে জীবিত আছেন।তাকে পুনরায় উচ্চ পদে বহাল করা হোক।
শুনে বুঝলাম , উনি NSI DG তারিক মোহাম্মদ জোবায়ের
এরকম শাস্তি ব্যবহার করা হোক যাতে পরবর্তী প্রজন্ম অন্যায় করতে একটু দ্বিধাবোধ করে
😮😮😮😮😮😮😮😮😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
কোথায় ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী মুক্তিযোদ্ধা আর স্বাধীনতাকে পুঁজি করে ব্যবসায়ীরা ??? কোথায় তারা যাদের কথায় কথায় দেশপ্রেম আর শেখ মুজিবুর এর চাটুকারিতা ছিল। রাষ্ট্রের প্রতিটা প্রতিষ্ঠানকে শেখ হাসিনা ও আওয়ামী লীগ ধ্বংস করেছে।
এইটা ফাঁস করছে , সিলেক্টিভ , বেছে বেছে নিজেরে ভাল অফিসার প্রধান করতে । সব ফাঁস হলে দেখা যাবে খুনি । সরকারের যখন টাকা ফুড়াইছে তখন চাপ দিছে গোয়েন্দ্রাদের তখন
@চট্টলাএক্সপ্রেস-ত৫র
Amon goyenda niyok dilo awamilig kei bachate parlo na 😂
Ryt
ভালো মায়ের সৎ সন্তান। স্যালুট এই গোয়েন্দা প্রধানকে।
রাইট
মাশাল্লাহ গোয়েন্দা প্রধান স্যারের কথা অনেক ভালোই লাগল ❤❤❤ স্যালুট জানাই ❤❤
রাইট
এমন সৎ গোয়েন্দা কর্মকর্তাকে স্যালুট জানাই
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
❤
গোয়েন্দপ্রধানের এই স্যার জানিনা আপনি কে শুধু এতটুকু বলি আপনি অসামান্য অসাধারণ, আপনাকে স্যালুট । আল্লাহ আপনাকে অতি উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ
শুনে বুঝলাম , উনি NSI DG তারিক মোহাম্মদ জোবায়ের
❤❤❤
His name is Maj Gen T M Jubaer
গোয়েন্দা অফিসার ঐ ভাইকে হাজার সালাম 🙏 যে দেশের স্বার্থে জনগণের স্বার্থে সরকারের উচ্চপদস্থ একজনের সাথে সৎ ও নৈতিকতার প্রশ্নে সাংঘর্ষিক বলে নিজের অবস্থানে অটুট ছিলেন ধন্যবাদ ভাই আপনাকে 🤲
কমেন্ট গুলো পড়লাম,,,মন ভরে গেলো,,
খুব প্রয়োজন এমন দেশপ্রেমিক গোয়েন্দা অফিসারকে,,,,,প্রকৃত দেশপ্রেমিক,, ❤❤
🔴 জাতীয় গোয়েন্দা অধিদফতরের (এনএসআই)’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তিন পৃষ্ঠার অভিযোগে উল্লেখ করা হয়, টিএম জুবায়ের ঠাণ্ডা মাথার খুনি। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী। শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সালমান এফ. রহমান, বসুন্ধরা গ্রুপের মালিক আহমদ আকবর সোবহান (শাহ আলম), এস. আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী সিন্ডিকেট এনায়েতুল্লাহ খন্দকার, পলাতক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন বিভিন্ন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে একটি শক্তিশালী সিন্ডিকেট গঠন করেন। এই সিন্ডিকেট দেশে চাঁদাবাজি, লুটতরাজ, জাতীয় ও স্থানীয় নির্বাচনে অর্থের বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করতেন। যা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। টিএম জোবায়ের ছিলেন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একসময়কার চরমপন্থি সর্বহারা নেতা মৃত রউফ তালূকদারের পুত্র। তার গ্রামের ঠিকানা- বড় রমজানপুর, রমজানপুর, উপজেলা-কালকিনি, জেলা মাদারিপুর। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে টিএম জোবায়ের গড়ে তুলেছেন অবৈধ সম্পদের বিশাল পাহাড়। হাজার হাজার কোটি টাকায় দেশ ও বিদেশে নামে-বেনামে গড়ে তুলেছেন বিত্ত-বৈভব।
🟢 দেশের ভেতর সম্পদ : রাজধানীর গুলশান-২-এর ৮৪ নম্বর রোডে লেকের কিনারে রয়েছে একটি বিশাল বাড়ি। বাড়িটি ছিলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র নিজস্ব সম্পত্তি। টিএম জোবায়ের গণপূর্তের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এক নিকটাত্মীয়ের মাধ্যমে দখল করে নিয়েছেন। একটি দেখারও কেউ নেই।
টিএম জোবায়েরের গাজীপুরের শ্রীপুর উপজেলায় রিসোর্ট এবং গাজীপুর সদরে রয়েছে বহুতল ভবন। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে নিজের এবং বোনের নামে ফ্ল্যাট, উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে ৩/৪টি দোকান, রংপুরে বিস্তৃত ফসলি জমি দখল, ঢাকার পূর্বাচল ও বসুন্ধরায় বাগিয়ে নিয়েছেন প্লট। রাজধানীর সেগুনবাগিচায় ফ্ল্যাট, ধানমন্ডির ৭/এ, তে একটি ফ্ল্যাট, ও সাভার ডিওএইচএস এ ১০ তলা বাড়ি রয়েছে টিএম জোবায়েরের।
দুর্নীতিবাজ জুবায়ের মাদারিপুর গ্রামের বাড়িতে গড়েছেন বিলাসবহুল বাড়ি। এছাড়া অবৈধ উপায়ে অর্জিত অধিকাংশ অর্থই তিনি পাচার করেছেন লন্ডন, দুবাই, সিঙ্গাপুর ও তুরস্কে। দেশের গন্ডি পেরিয়ে লন্ডন, তুরস্ক, দুবাইয়ে কিনেছেন বিলাসবহুল বাড়ি।
♦মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের লন্ডনে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা) মূল্যে একটি আলীশান বাড়ি কেনেন। লন্ডনের বেক্সলি এলাকায় হেথ কর্ফট ওয়ানসান্ট সড়কের ৭ নম্বর বাড়িটি লন্ডনের ক্রযডন এইচ আর ভূমি রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে নিজেসহ পরিবারের তিন জনের নামে। তারা হলেন, টিএম জোবায়ের, এফ. মাসুদ এবং মোহাম্মদ এস. ইবনে জুবায়ের নামে। রেজিস্ট্রেশন নথিতে উল্লেখিত তথ্য মতে, এফ. মাসুদ হচ্ছেন টিএম জোবায়েরের স্ত্রী ফাহমিদা মাসুদ এবং তাদের পুত্র মোহাম্মদ এস. ইবনে জোবায়ের। বাড়িগুলো কিনতে কোনো ব্যাংক ঋণ নেয়া হয়নি। পুরো অর্থ পরিশোধ করা হয়েছে নগদ মূল্যে। দলিলটি স্থানীয় কাউন্সিল অফিস থেকে ভেরিফায়েডকৃত।
🟠গত ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পলায়নের কয়েকদিন আগে অবসরে চলে যান টিএম জোবায়ের। অবসরে গিয়েও দেখিয়েছেন দম্ভ। আগের পরিচয়ে তিনি সাম্প্রতিক সময়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। ছাত্র-জনতা হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন। শেখ রেহানার দেবর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর একনিষ্ঠ সহযোগী হিসেবে হেলিকপ্টার গানশিপ দিয়ে সাধারণ মানুষের ওপর গুলি, স্নাইপার দিয়ে রাইফেল দিয়ে গুলি করে সাধারণ মানুষ হত্যায় সরাসরি ভূমিকা রাখেন।
দালালরা অনেক দূর এগিয়ে গিয়েছিল, যা ছিল আমাদের ধারণার বাইরে 😈😈
@@চট্টলাএক্সপ্রেস-ত৫রপ্রমাণ হয়ে লাভ কি ছিল যদি পলিশি মেকাররা কাজ করতে না পারতো?
@@চট্টলাএক্সপ্রেস-ত৫রলজ্জা থাকলে দালালি বাদ দেন। খুনি হাসিনার চামচামি ছারেন আর তওবা করেন যা করছেন এ পর্যন্ত। কারন আমাদের সবাইকেই মরতে হবে।
@@limonamin7728কিছুদিন পর বুঝবেন শেখ হাসিনা কি ছিল
সালমানকে কে নিয়োগ দিছে।@@চট্টলাএক্সপ্রেস-ত৫র
@@চট্টলাএক্সপ্রেস-ত৫রkichu din pore bujhben khuni hasina aro koto boro culprit chilo
দরবেশের মত লোকদের জন্যই আমাদের দেশের নিরাপত্তা দূর্বল হয়ে পরেছে।দরবেশদের গাদ্দারীর ফলে ইন্ডিয়ার মত দেশ আমাদের উপর খবরদারী করে।দরবেশের এমন শাস্তি হওয়া উচিত যা দেখে মানুষ শিক্ষা পায়।স্যালুট গোয়েন্দা অফিসার স্যারকে।🇧🇩🇧🇩
Right ✅️ fashi chai
@@shojonahmed3147 আর এখন খবরদারি করছে পাকিস্তান। সেটা খুব ভাল?
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এক বিদেশি নাগরিকের ওয়ার্ক পারমিট রিভিউ ছাড়া ক্লিয়ারেন্স দিতে বলে! কোন লেভেল পর্যন্ত দূর্নীতির শেকড় পত্তন করা হয়েছে তা মাথায় ধরে না।
হাজারো খারাপের মধ্যে একজন দেশপ্রেমিক পেলাম, মনটা ভরে গেলো। এ রকম লোকগুলো পলিসি মেকিং এবং নীতি নির্ধারণী পর্যায়ে আনা দরকার। আল্লাহ এ রকম লোকগুলোকে রাজনীতিতে নিয়ে আসুন।
আপনার মতো অফিসারকে হাজার হাজার সালাম জানায়,,,এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় আপনার দেখা যদি কোন দিন পায় আপনাকে সালাম দিয়ে আপনার কপালে একটা চুমা দিয়ে বলতে চাই আল্লাহ তায়ালা আপনাকে অনেক অনেক দিন বাঁচিয়ে রাখে এবং আরো অনেক ভালো কাজ দেশের জন্য করে যেতে পারেন ❤
সত্যি সত্যি চোখে জল এসে গেল গোয়েন্দা প্রধানের দেশপ্রেম দেখে❤
মাশাআল্লাহ এই অফিসার প্রকৃত দেশপ্রেমী। মহান আল্লাহ পাক উনাকে হায়াতে তাইয়্যেবা দান করুক
এই গোয়েন্দা প্রধান অত্যান্ত চৌকস অত্যান্ত ট্যালেন্ট দূর্দান্ত সাহসী এবং ১০০% সৎ দেশ প্রেমিক অফিসার। তাই দেশের এই ক্রান্তিলগ্নে এই গোয়েন্দা অফিসার কে পূনরায় NSI এর প্রধান করা হউক। তার জন্য হাজারো সালাম ও দোয়া রইল।
করবেনা কারন সবাই জানি
Haha already chakrichuto kore baddhotamulok oboshore pathano hoise ei Deshpremik General ke! Yunus er jaroj shorkar ke dhonnobad janan shobai!
🔴 জাতীয় গোয়েন্দা অধিদফতরের (এনএসআই)’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
তিন পৃষ্ঠার অভিযোগে উল্লেখ করা হয়, টিএম জুবায়ের ঠাণ্ডা মাথার খুনি। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সিন্ডিকেট নিয়ন্ত্রণকারী। শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, সালমান এফ. রহমান, বসুন্ধরা গ্রুপের মালিক আহমদ আকবর সোবহান (শাহ আলম), এস. আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম, পরিবহন ব্যবসায়ী সিন্ডিকেট এনায়েতুল্লাহ খন্দকার, পলাতক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রাক্তন বিভিন্ন উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে একটি শক্তিশালী সিন্ডিকেট গঠন করেন। এই সিন্ডিকেট দেশে চাঁদাবাজি, লুটতরাজ, জাতীয় ও স্থানীয় নির্বাচনে অর্থের বিনিময়ে মনোনয়ন বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানা অপকর্ম করতেন। যা দেশবাসীর কাছে আজ পরিষ্কার। টিএম জোবায়ের ছিলেন বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একসময়কার চরমপন্থি সর্বহারা নেতা মৃত রউফ তালূকদারের পুত্র। তার গ্রামের ঠিকানা- বড় রমজানপুর, রমজানপুর, উপজেলা-কালকিনি, জেলা মাদারিপুর। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে টিএম জোবায়ের গড়ে তুলেছেন অবৈধ সম্পদের বিশাল পাহাড়। হাজার হাজার কোটি টাকায় দেশ ও বিদেশে নামে-বেনামে গড়ে তুলেছেন বিত্ত-বৈভব।
🟢 দেশের ভেতর সম্পদ : রাজধানীর গুলশান-২-এর ৮৪ নম্বর রোডে লেকের কিনারে রয়েছে একটি বিশাল বাড়ি। বাড়িটি ছিলো জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র নিজস্ব সম্পত্তি। টিএম জোবায়ের গণপূর্তের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে এক নিকটাত্মীয়ের মাধ্যমে দখল করে নিয়েছেন। একটি দেখারও কেউ নেই।
টিএম জোবায়েরের গাজীপুরের শ্রীপুর উপজেলায় রিসোর্ট এবং গাজীপুর সদরে রয়েছে বহুতল ভবন। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে নিজের এবং বোনের নামে ফ্ল্যাট, উত্তরা রাজলক্ষ্মী মার্কেটে ৩/৪টি দোকান, রংপুরে বিস্তৃত ফসলি জমি দখল, ঢাকার পূর্বাচল ও বসুন্ধরায় বাগিয়ে নিয়েছেন প্লট। রাজধানীর সেগুনবাগিচায় ফ্ল্যাট, ধানমন্ডির ৭/এ, তে একটি ফ্ল্যাট, ও সাভার ডিওএইচএস এ ১০ তলা বাড়ি রয়েছে টিএম জোবায়েরের।
দুর্নীতিবাজ জুবায়ের মাদারিপুর গ্রামের বাড়িতে গড়েছেন বিলাসবহুল বাড়ি। এছাড়া অবৈধ উপায়ে অর্জিত অধিকাংশ অর্থই তিনি পাচার করেছেন লন্ডন, দুবাই, সিঙ্গাপুর ও তুরস্কে। দেশের গন্ডি পেরিয়ে লন্ডন, তুরস্ক, দুবাইয়ে কিনেছেন বিলাসবহুল বাড়ি।
♦মেজর জেনারেল (অব.) টিএম জোবায়ের লন্ডনে ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ কোটি টাকা) মূল্যে একটি আলীশান বাড়ি কেনেন। লন্ডনের বেক্সলি এলাকায় হেথ কর্ফট ওয়ানসান্ট সড়কের ৭ নম্বর বাড়িটি লন্ডনের ক্রযডন এইচ আর ভূমি রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে নিজেসহ পরিবারের তিন জনের নামে। তারা হলেন, টিএম জোবায়ের, এফ. মাসুদ এবং মোহাম্মদ এস. ইবনে জুবায়ের নামে। রেজিস্ট্রেশন নথিতে উল্লেখিত তথ্য মতে, এফ. মাসুদ হচ্ছেন টিএম জোবায়েরের স্ত্রী ফাহমিদা মাসুদ এবং তাদের পুত্র মোহাম্মদ এস. ইবনে জোবায়ের। বাড়িগুলো কিনতে কোনো ব্যাংক ঋণ নেয়া হয়নি। পুরো অর্থ পরিশোধ করা হয়েছে নগদ মূল্যে। দলিলটি স্থানীয় কাউন্সিল অফিস থেকে ভেরিফায়েডকৃত।
🟠গত ৫ আগস্ট ফ্যাসিস্ট খুনি হাসিনা পলায়নের কয়েকদিন আগে অবসরে চলে যান টিএম জোবায়ের। অবসরে গিয়েও দেখিয়েছেন দম্ভ। আগের পরিচয়ে তিনি সাম্প্রতিক সময়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছেন। ছাত্র-জনতা হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করেছেন। শেখ রেহানার দেবর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর একনিষ্ঠ সহযোগী হিসেবে হেলিকপ্টার গানশিপ দিয়ে সাধারণ মানুষের ওপর গুলি, স্নাইপার দিয়ে রাইফেল দিয়ে গুলি করে সাধারণ মানুষ হত্যায় সরাসরি ভূমিকা রাখেন।
@@Homme-oo6zcওনি মার্চ ২০২৪ পর্যন্ত এনএসআই প্রধান ছিলেন
@@arifurrahman7568unar name?
গোয়েন্দা প্রধানের কথা শুনে মন প্রান জুড়ে গেলো! শ্রদ্ধা প্রকাশ করার ভাষা খুঁজে পাচ্ছিনা! স্যালুট স্যালুট! আপনার দীর্ঘ নেক হায়াত কামনা করি!
নিশ্চয়ই কোন আদর্শ মা বাবার হাতে গড়া আদর্শ পরিবারের সুসন্তান।
মুবারাকবাদ সেই গোয়েন্দা কর্মকর্তাকে ও তাঁর মা বাবাকে।
বেঁচে থাকুন বহুকাল।
ফোন আলাপটা শুনে মনটা ভরে গেল। আমাদের দেশে এমন দেশ প্রেমিক সেনাবাহিনী খুঁজে দেশের গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব দেয়া হোক। এদের কাছে দেশ নিরাপদ থাকবে।এই দেশ প্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তা ছবিসহ প্রচার করার জন্য অনুরোধ করছি।জাতি তাকে দেখতে চাই।
@@piyakhan5651 ইউনুসের জারজ সরকার তাকে চাকুরিচ্যুত করেছে!
মুখভর্তি দাঁড়ি রেখে এতো হারাম টাকা কিভাবে ভক্ষণ করে ?? কয়দিনেরই তো জীবন?
এই কারনেই তো তিনি দরবেশ বাবা
@@refathmahmudpiash4505এজন্যই তো উনি আপার এতো কাছের লোক ছিলেন কেননা উনি স্বামীর দেশের স্বার্থ রক্ষা করতেন!😡
@@azharhaque great comment.
দাঁড়ি শুধুমাত্র কিছু চুল, চুলের নিজস্ব মূল্য নেই।
চোরে মানে আ ধর্ম
এই গোয়েন্দা প্রধানকে পুরুষ্কৃত করা হোক, সেলুট দেশপ্রেমিক গোয়েন্দা প্রধানকে।
যারা এই ধরনের দেশবিরোধী এদের উপযুক্ত বিচার করা হোক। যাতে আর কেউ দেশ বিরোধী কাজ করার সাহস না পায়।
এই গোয়েন্দা স্যার কে প্রমোশন দিয়ে উপরের পদে বসানো হোক। উনি একজন খাঁটি দেশ প্রেমিক।।
সে সম্ভবত অবসরে।
এটা মেবি ১৮ সালের।
ভাই, তাকে অলরেডি অবসরে পাঠানো হয়েছে এই বছর মার্চ এ।
@@istiakhasan3733😂
🎉d😅ta😢😮,cr 😅8 l😢😂😢
গোয়েন্দা স্যার কে স্যালুট আল্লাহ স্যার কে নেক হায়াত দান করুন এবং সৎ পথে থেকে দেশের মানুষকে হেফাজত করার তৌফিক দান করুন আমিন
হাজার হাজার বাটপারের মধ্যে যে এরকম একজন ভালো মানুষ আছে এটা দেখেই মনটা আনন্দে ভরে গেল।
এরকম মানুষ থাকলে ইনশাআল্লাহ দেশের পরিবর্তন আসবেই।
আমরা কোন যুগে বসবাস করছি। নিজেকে মানুষ হিসেবে দেশের নাগরিক হিসেবে ভাবতে লজ্জা লাগে।
@@MDmasudRanaAkonda প্রমাণ হলো আওয়ামীলীগ যোগ্য ও সৎ গোয়েন্দা নিয়োগ দিতো
এরপর ও আশাহত হইনি কারণ এমন একজন দেশপ্রেমিক এনএসআই ও আছে ❤
প্রমাণ হলো আওয়ামীলীগ যোগ্য ও সৎ গোয়েন্দা নিয়োগ দিতো
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র হ্যাঁ তুই সঠিক বলেছিস রে আওয়ামী দালাল! গোয়েন্দার বাবা যেখানে অসৎ সেখানে তুই আওয়ামী ফ্যাসিবাদের সাফাই গাইছিস?
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র দাদাল হিন্দু এখনো বাইচা আছিস
r8
@@anichoyhan1316.
এখানে যে গোয়েন্দা প্রধানের কথা শুনলাম, শুনে বোঝা গেল সে সত্যিই দেশ প্রেমিক। দেশের স্বার্থে কাজ করে গেছেন। স্যারের দেশপ্রেম, সততা, ন্যায়নিষ্ঠার জন্য আপনাকে জানাই স্যালুট। রাষ্ট্রের দায়িত্ব এই কর্মকর্তাকে দেশের গুরুত্বপূর্ণ কোন জায়গায় পদায়ন করা।
দরবেশ যে কত দিক হতে টাকা খাইছে তার কোন হিসাব নেই , এই গোয়েন্দা অফিসার কে হাজারো সেলুট
অবাক হলাম,একজন মুক্তিযোদ্ধা পক্ষের শক্তি বলে।দেশকে ধংস করছে।আরেকজন সৎ দেশ প্রেমিক গোয়েন্দা অফিসার। দোয়া রইলো অফিসার এর জন্য।
যারা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে ১৬বছর ধরে দেশটাকে শুষে খেয়ছে-এরা কেউই মুক্তিযুদ্ধ করেনি।মুক্তিযুদ্ধের সময় তাদের বাপের দেশে পালানো ছিল।যদি এদেশের মানুষ বিষয়টা জানতো।শুধু অপেক্ষায় ছিল চরম মুহুর্তের।সেই সুযোগটাই কাজে লাগিয়েছে-এজাডি।
সেলিউট টু গোয়েন্দা প্রধান
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
এই দেশপ্রেমিক গোয়েন্দা অফিসারকে শ্রদ্ধা জানাই.
Tariq Mohammed Jobaer (Bengali: তারিক মোহাম্মদ জোবায়ের) is a retired Major General and former Director General of National Security Intelligence, the main civil intelligence agency in Bangladesh, from July 2018 to March 2024.
দারুন।এমন অফিসারের জন্য গর্বিত।খুব ভাল লাগলো। অনেক দোয়া রইলো তার জন্য। আপনাদের জন্যই পথ হারায়নি বাংলাদেশ। এর জন্য দরবেশেকে জবাবদিহি করতে হবে।
এমন ভাল মানুষ হাজার হাজার ছিল, যারা অবৈধ আদেশের বিপক্ষে ছিল। 👍
আশা করি এই গোয়েন্দা প্রধান সুস্থভাবে জীবিত আছেন।তাকে পুনরায় উচ্চ পদে বহাল করা হোক।
aapni amar hridoyer kothata bole dilen...tai apna k o dhonnobad.
অসাধারণ অসাধারণ বক্তব্য ধন্যবাদ জুবায়ের স্যার এই দরবেশ কে কঠিন বিচার করা হক
চোর দরবেশের সাথে যিনি কথা বলছেন তাকে আপনি চেনেন
গোয়েন্দা র লোক টা সেরা।উনি সৎ মানুষ ই ছিলো। তাকে সেলুট।
❤❤❤
প্রমাণ হলো আওয়ামীলীগ যোগ্য ও সৎ গোয়েন্দা নিয়োগ দিতো
@@চট্টলাএক্সপ্রেস-ত৫রআর শেখ হাসিনা অসৎ উপদেষ্টা নিয়োগ দিত সেটা প্রমাণ হয় নাই।
@@josimjosim5054beximco বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানির একটা
গরু@@চট্টলাএক্সপ্রেস-ত৫র
মানুষ টা "গোবরে পদ্মফুল", এই মুহূর্তে এইরকম কিছু দেশপ্রেমিক অফিসার আমাদের খুব দরকার।
ভারতের ২৬ লক্ষ কর্মীকে আমাদের দেশ থেকে বিদায় করা হোক আমার নিজের দেশের মানুষ আগে চাকরি পাবে।
😂😂😂
Ekhon tahole bujhchen je 26 lakh indian kormi ase .
Amar babar office ay ase pray 50 Jon er upor .
Tarai maintain kore .
Othoco eitar malik kintu bangladeshi .
Tai eirokom onk kormi ase .
Desh ay onk institute ase jeikhane indian ra Job kore .
Even bd data centre oo indiar hate chilo 😂😂😂😂
Tahole asif nozrul thik ee bolceh .
26 জন থাকলেও 26 লাখ?
@@চট্টলাএক্সপ্রেস-ত৫র haha ....
Desh ay garments ase kotogula
Kono hisab ase???
Ekta garments ay pray 20 Jon indian ase .
Ar garments toh bad ee dilam
Aro onk institute ase
Like bangladesh data centre. Oita indian ra chalato.
Onk kisui ase ja amader k bola hoy ni hasinar amol ay .
Ar bangladesh ay je lakh er moto indian kormira ase ta indian ekta lok oo bolcilo .
Same apu. Epz gulo teo evem aks o@@Taslima-pm7wz
ভুয়া খবর।
তোরা ২৬ হাজার ভারতীয় এখনো জনসম্মুখে প্রকাশ করছিসনা কেনো?
আর কিছু দিন এরা থাকলে দেশটার আর অবশিষ্ট কিছু থাকতো না । আল্লাহই বাঁচাইছে । গোয়েন্দা প্রধানের একটু হলেও দেশপ্রেম ছিল ।
Oboshisto nai re vai, er jonnoi to new government er eto kosto hochche, ei desh meramot very difficult but in sha Allah hobe .
Right bolchan
@@syedarahman4518lnshaallha
সালমান মিয়ারে সব দিক দিয়ে বিচার করতে হবে \ গোয়েন্দা প্রধান সত্যিই একজন সৎ মানুষ \ ধন্যবাদ
স্যালুট জানাই গোয়েন্দা প্রধানের প্রতি
সেলুট জানাই এই গোয়েন্দা প্রধান স্যারকে❤❤❤
ধন্যবাদ NSI ডিজিকে,,সুন্দর কাজ করার জন্য,,,,
অপরাধীদের তো আমরা বিচার করতে পারিনা,এমন দেশপ্রেমিক অফিসারদের দেশের সর্বোচ্চ পুরস্কার এর ব্যবস্থা করা কেন হচ্ছেননা ❤
একজন সাহসী লোকের কথা শুনে ভালো লাগলো। সত্যের জয় হবেই।
এই অফিসার কে নিয়ে একটি সাক্ষাৎকার ভিডিও তৈরি করুন
দেশটাকে পুরোপুরি শেষ করে দিতে চেয়েছিলো এই দোষরগুলা।
দেশ প্রেমিক অফিসারকে লক্ষ কোটি সালাম। ওনার প্রতি রাষ্ট্রের কৃতজ্ঞতা হিসেবে কোন ভাষা বা কাজই যথেষ্ট নয়। ওনাদের মত অফিসারদের জন্যই দেশটা এখনো স্বাধীন।। দোয়া ও ভালোবাসা রইলো ওনার প্রতি।।
গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ দেই যে দরবেশকে উচিত কথা বলার জন্য।
এই গোয়েন্দা ভাই কে আবার জনগণের সামনে উন্মোচন করা হোক এবং তাকে আবার গোয়েন্দা সংস্থাই চাকরি দেওয়ার জন্য অনুরোধ করছি
সেলুট গোয়েন্দা প্রধান ❤ দেশপ্রেমিক ❤
দেশপ্রেম ও সততার মূর্ত প্রতিক এই কর্মকর্তা। হাজার সালাম হে দেশপ্রেমিক!
ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে চাকরি করে,,তাদেরকে এখনো ভারতে ফেরত পাঠানো হচ্ছে না কেন,,কোন কিছুর উন্নতি নাই,,সব আগের মতই আছে,,কি সংস্কার করে বুঝতেছিনা।
দেশদ্রোহী এই দরবেশ কে ১ হাজার বছর আয়না ঘরে রাখা হউক।
দেশপ্রেমিক অফিসারকে হাজার সালাম ❤❤❤
He is an enemy of Bangladesh
হাজার বার ফাঁসি
বেক্সিমকোতে গার্মেনৃটস সেক্টরে ২০০ জন ইন্ডিয়া ও অন্যান্য দেশের কর্মচারি আছে যাদের বেতন ১০,০০,০০০/ - ১৬,০০,০০০/ টাকা। আমার মনে হয় এভাবেই বেতন বেশি দেখিয়ে টাকা পাচার করা হয়েছে।
বিষয় টা হাস্যকর,,,,,,,,,,।
তোরাই হাস্যকর।
রাইট ।
@@prodipkumar6053দাদা আপনার কাছে ত হাস্যকর লাগবেই কারণ বাংলাদেশটাই আপনাদের কাছে হাস্যকর ।
সঠিক
সালমান দরবেশ কে ডিম তেরাপী দিতে না পারলে আমাদের দায়িত্ব দিন।আমি দিয়ে আপনাদের কে দেখাই
AI salar kutta India, Pakistan die big company gulo khai e dise by giving huge amount salary,,,huge tax faki diese.....
সহমত আমি নরসিংদির আপনি
এই রকম সত মানুষ দেশে যদি থাকে তাহলে দেশের উন্নতি ঠেকায় কে? কিন্তু আফসোস আমরা এদের কে মূল্যায়ন করতে পারিনা😢 উনি শেষ পর্যন্ত অন্যায় এর কাছে মাথা নত করেন নি। এজন্য স্যালুট 😢
গোয়েন্দা প্রধানকে রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক দেশ প্রেমিক ❤❤❤❤
শুনে বুঝলাম , উনি NSI DG তারিক মোহাম্মদ জোবায়ের
এদের কঠিন বিচার দরকার.
হাজারো দেশদ্রোহীর ভিতর একজন সৎ, ও দেশপ্রেমিক,,,, সেলুট ভাই
স্যালুট গোয়েন্দা প্রধানকে❤️
বাংলাদেশের প্রতিটি সেক্টরে এরকম দেশ প্রেমিক চাই।
এফ রহমানসহ যার এই অন্যায়ের সাথে জরিত এমন শাস্তি দেওয়া হোক যাতে পরবর্তীতে কেউ এমন করতে সাহসও করতে পারেনা।
❤জানতাম ইনি থলের বিড়াল কিন্তু এখন তো দেখিওনি ধরে বিড়াল না উনি আসলে চিতা বাঘ যে ঘাপটি মেরে বসে ছিল এনার মতো চিতা বাঘকেই তো খুঁজছে বাংলার সাধারণ ছাত্র জনতা তবে এই যে গোয়েন্দার যিনি প্রধান যার কথা আমরা শুনলাম কল রেকর্ড এনাকে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে হাজারো সেলুট
শুনে বুক ফেটে যায় আহারে দেশ তরে কেনো এতো ভালবাসি সুদুর ইউরোপ থেকে ❤❤❤❤❤❤😊
আপনাকে সেলুট ভাই
বুক ভরা ভালোবাসা রইলো দেশের সকল সৎ লোকের জন্য ❤❤❤❤❤
গোয়েন্দা প্রধান সাহেবকে ধন্যবাদ আপনি একজন সৎ ভালো যোগ্য ব্যক্তি আপনার দীর্ঘায়িত্ত কামনা করি আলহামদুলিল্লাহ
স্যালুট গোয়েন্দা অফিসার কে আপনি দ্বিতীয় সর্বোচ্চ শক্তিধর মানুষের সাথে এভাবে কথা বলার জন্য আমরা এটাই ভুলে যাই সাদা কে সাদা বলা কালোকে কালো বলা সালমান এফ রহমান সাহেবের মত মানুষের সাথে ভদ্রলোক যেভাবে কথা বলল সত্যিই অসাধারণ |
এই কনভারসেশন এ বুঝতে পারলাম গোয়েন্দা সংস্থার সবাই পঁচে যায়নি❤
গোয়েন্দা সংস্থার অনেকেই দেশের জন্য কাজ করতে চায় কিন্তু সরকারই তাদের ভিন্ন পথে নিয়ে যায়।
মাশাআল্লাহ অনেক ভালো লাগলো,, এই অফিসার কে ধন্যবাদ
গোয়েন্দা কর্মকর্তাকে প্রকৃত দেশ প্রেমিক হিসাবেই বুঝা গেল।
দরবেশ বাবারা তাকে চাকুরিতে রেখেছিলেন কিনা জানি না।
তাকে আন্তরিক ধন্যবাদ।
শুনে বুঝলাম , উনি NSI DG তারিক মোহাম্মদ জোবায়ের
উনি একজন দেশ প্রেমিক খুঁজে বের করে ঐই গোয়েন্দা সংস্থার সদস্যকে সপদে বহাল করা হোক
হাজারো খারাপের মাঝে কিছু ভালো মানুষ আছে বলেই দেশ টা এখনো টিকে আছে । দোয়া ও শ্রদ্ধা এন এস আই অফিসার এর জন্য
এদের বিচার নিয়ে যারা ষড়যন্ত্র করবে" আল্লাহ তাদের বিচার অবশ্যই করবে????
এই গোয়েন্দা প্রধানকে উচ্চ পদ দেওয়া দরকার উনি একজন দেশ প্রেমিক
Great! Much appreciated! DG Sir! Salute to you! We need patriot & honesty like you!
Oh my God! Who is this officer of NSI!! HE IS A PATRIOT, I salute him for his service and hope more and more government officials follow His footsteps
@@krmahsan You cannot write ' His ', which is referred only to God. It should be ' his '.
ধন্যবাদ স্যার আপনার মতো অফিসার বাংলাদেশে দরকার
দেশ টিভি কে অসংখ্য ধন্যবাদ জানায় এসব তুলে ধরার জন্য।
মাশাআল্লাহ। দেশপ্রেমিক মানুষ দরকার
দেশ প্রেমিক সৎ সাহসী গোয়েন্দা কর্মকর্তা। এমন সব সেক্টরে থাকলে দেশ হতো সোনার।
গোয়েন্দা র দায়িত্বে থেকে ওকে আপনি যে কথা বলেছেন এ জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
এই গোয়েন্দা প্রধানকে দেশের খুব প্রয়োজন, নিঃসন্দেহে উনি একজন দেশপ্রেমিক। জানিনা উনি এখন চাকুরীতে আছেন কিনা, না থাকলে ওনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
কলিজার ভাইটিকে আল্লাহ্ সবসময় হেফাজত করুন ।
ধন্যবাদ স্যার আপনাকে সাহসী ভূমিকা পালন করার জন্য।
এই গোয়েন্দা স্যার কে স্যালুট জানাই।
রাইট
নিশ্চয়ই এই গোয়েন্দা অফিসার অনেক অনেক ভাল বাবা মায়ের সন্তান।
ঠিক বলেছেন
আমার এলাকার
কিছু ভালো মানুষের সততার জন্য দেশ বিক্রি হয়ে যায়নি এখনো। স্যালুট সেইসব সৎ, সাহসী বীরদের।❤
“sobai mile ektu valo korar chestha kori sir” -- Best Dialogue ever❤❤❤
অন্তরের অন্তস্তল থেকে ধন্যবাদ গোয়েন্দা স্যার।
এক থেকে 100 লেভেল পর্যন্ত হাসিনা সহ আওয়ামী লীগের একটি লোকেরও দেশের জন্য বিন্দু পরিমান মায়া নেই 😢
এ ধরনের দুই একজন অফিসার ছিল বলে দেশটি পুরোপুরি ধ্বংস হয়নি❤
@@SmGazi-md8kf তাই তো তাকে ইউনুসের জারজ সরকার এসে তাকে চাকুরিচ্যুত করেছে!
এ অফিসারকে খুঁজে বের করে পুরস্কৃত করা হউক।