উপল দা অনেক দিন বাদে আবার তোমায় শুনে বছর পনেরো আগের বাংলা ব্যান্ড এর ভরা জোয়ার এর কথা মনে পড়ে যাচ্ছে.….... অনেক তো হল Covar, RAP এবার আসুক না ফিরে আবার খাঁটি বাংলা ব্যান্ড এর ঝর!
আমার মনের ভিতর আর একটা নতুনভাবে মন তৈরি হয় আমি স্নিগ্ধে মুগ্ধ হয়ে যাচ্ছি শরীর অবস হয়ে আসছে। বুঝতে পারছিনা ,পৃথিবীতে একটাই গান রয়েছে। জটিল পৃথিবী এত এত্তটা যতটা দুহাত প্রসারিত করে আঁকরে ধরা যায় ততটা সুন্দর হয়ে যায়। আমি আমিতে নেই,আমি এই রিদমে আছি।
সুন্দর এই পৃথিবীতে কাউকে না পাওয়ার আক্ষেপ নিয়ে বেঁচে থাকুক সকল গল্পগুলো 💝
অসাধারন কমেন্ট
Khub valo bolechen... Eta na paowar jontrona jar ache sei antor diye anuvob korbe vai...
Dhar bukachuda
শুধু তোমার গলাটুকুই যে আজও নস্টালজিক করে দেয়। তুমি থেকে যেও গানে গানে।
আহা!কী অপূর্ব যে এই গান। ভালোবাসা❤️❤️❤️আমার উপলদার জন্য রইলো।
উপল দা অনেক দিন বাদে আবার তোমায় শুনে বছর পনেরো আগের বাংলা ব্যান্ড এর ভরা জোয়ার এর কথা মনে পড়ে যাচ্ছে.….... অনেক তো হল Covar, RAP এবার আসুক না ফিরে আবার খাঁটি বাংলা ব্যান্ড এর ঝর!
একদম অন্য রকম কথা। উপলের কন্ঠের জাদু শ্রোতাকে এক অন্য দুনিয়ার পৌঁছে দেয়।
তোমার চুলের গন্ধ পাচ্ছি
তোমায় পাচ্ছি কই💔
তোমার পায়ের শব্দ পাচ্ছি
তোমায় পাচ্ছি কই 🖤🥀
অনবদ্য। মন ছুঁয়ে গেল গানটা। কোন তাল বাদ্য ছাড়া শুধু সুর আর গায়কী দিয়ে ধরে রাখতে তুমিই পার উপলদা। ভালোবাসা নিও ভালো থেকো।
উপল দা এর গলা আর শুর শুনেই মন শান্ত হয়ে যায়।
হারিয়ে যাওয়া সব নষ্টালজিয়া ফিলিংস আবার ফিরে আসে যেন
Guitar piece ta eto aalto bhabey eto tenderly bajiyechen...ek kathay oshadharon .
আহা! এরম গানগুলো শুনতে শুনতে অনেক রাত কাটিয়ে দেওয়া যায় ❣️
উফফফ, এ এক অদ্ভুত রকমের অভিজ্ঞতা, গলার মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে কিন্তু মনটা আজ খুব খুশি। উপল দা ই পারে এসব কীর্তিকলাপ করতে। 😊
এ যেন এক অন্য অনুভূতি 💔
তোমার পায়ের শব্দ পাচ্ছি
তোমায় পাচ্ছি কই?
তোমার চুলের গন্ধ পাচ্ছি
তোমায় পাচ্ছি কই?..বাহ! সত্যিই অসাধারণ 👌👌
I'm crying while listening to this song. Melancholy is the sweetest love and the love that is never fulfilled, without "You".
দুর্দান্ত গানের মিউজিক অ্যারেঞ্জমেন্ট লিরিসকটা দুর্দান্ত , দাদা খুব খুব খুব সুন্দর একটা অন্য স্বাদের রোমান্টিক গান 👌👌👌❤️❤️❤️❤️
খুচরো কাগজ, খুচরো পাতা
হাওয়ায় হাওয়ায় গল্প-গাথা
এদিক সেদিক ডায়েরী, খাতা
ওলোটপালট বই
যাচ্ছে ভেঙে যাই বানাচ্ছি
হাওয়ায় হাওয়ায় ধাক্কা খাচ্ছি,
তোমার চুলের গন্ধ পাচ্ছি
তোমায় পাচ্ছি কই?
তোমার চুলের গন্ধ পাচ্ছি
তোমায় পাচ্ছি কই?
চাদর মোড়া দশটা সুতোর হাতি
মাটির ঘোড়া এক জোড়া দুই কোণে,
তুলোর পাখি, অধরা প্রজাতির
তিনটে, বাকি পিঁপড়ে কে আর গোনে
গোনা, আলোচনা এ সব তো হলোই
তোমার পায়ের শব্দ পাচ্ছি
তোমায় পাচ্ছি কই?
তোমার পায়ের শব্দ পাচ্ছি
তোমায় পাচ্ছি কই?
খসুক দেয়াল, খসুক তারা
হাওয়ায় হাওয়ায়, তোমায় ছাড়া
প্যালেট তুলি রঙের পাড়া
আমার সামান্যই!
তোমার ছবিই আঁকতে যাচ্ছি
হাওয়ায় হাওয়ায় হাত ডোবাচ্ছি,
তোমার চুলের গন্ধ পাচ্ছি!
তোমায় পাচ্ছি কই?
তোমার চুলের গন্ধ পাচ্ছি!
তোমায় পাচ্ছি কই?
তোমার চুলের গন্ধ পাচ্ছি!
তোমায় পাচ্ছি কই?
❤
Mon chua gelo ! Onek anubhuti ke jagia dilo! Great song!
10000 bar gaan ta sunlam..tao bhorche na mon...hotath kono jhoro hawa chuye galo mon.... osadharon...joi Guru 🤟🤟🤟🤟
অপূর্ব ! কথাগুলো দারুণ ! এবং খুব সত্যি ! মন ভরে গেল।🌹🌹🌹🌹
Bikele chad a haalka jhorer por , gaan ta sune monta khub bhalo hoye galo. Khub bhalo laglo eei gaantao, onnanno gulor moto.
মনটাকে শান্ত এবং অশান্ত করা উভয় ক্ষেত্রেই কাজ করছে গানটা❤️❤️❤️
Upal da r ei sab gan gulo sunle biswas jonmay uni sundar prithibi ta kei bhalobasen! Bhayonkar prokriti ke noy!
সেই চন্দ্রবিন্দু ব্যান্ড থেকেই আপনার ভক্ত।আমার কিশোর বেলার প্রেম চন্দ্রবিন্দু।
বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন দাদা।
Osadharon hoyeche. Chomotkar lyric. Chomotkar sur. Mon ta bhalo hoye gelo
অনবদ্য অনবদ্য। দারুন। এই সিরিজের প্রত্যেকটা গানই অনন্য।
অসাধারণ, আপনার গান আপনার আকা ছবির মত।
Opurbo,ontorsporshi.....otirikto bhalobasha, guiter taar onoboddo sur er jonno ❤️❤️❤️
আমার মনের ভিতর আর একটা নতুনভাবে মন তৈরি হয়
আমি স্নিগ্ধে মুগ্ধ হয়ে যাচ্ছি
শরীর অবস হয়ে আসছে।
বুঝতে পারছিনা ,পৃথিবীতে একটাই গান রয়েছে। জটিল পৃথিবী এত এত্তটা যতটা দুহাত প্রসারিত করে আঁকরে ধরা যায় ততটা সুন্দর হয়ে যায়।
আমি আমিতে নেই,আমি এই রিদমে আছি।
ধন্যবাদ দাদা।
অসম্ভব চমৎকার লিখেছেন। বলেছেন আমি মুগ্ধ।
কতবার যে শুনলাম গানটা!!! আহা.... মন ছুঁয়ে গেল! এরকম কথা আর গান আরো হোক।
Ekdomi ee ....1 min eh hazar bar shuni monehoy
@@swarnaliroy182 taile eto view jay koi view to dekhi 1lakh 76 hajar 🤣
দারুন দারুন । মনটা ভালো করে দিল
সত্যি যাচ্ছে ভেঙ্গে যা বানাচ্ছি...
একটা অসাধারণ গান এতো কম views দেখে একটু হতাশ হলাম ।আমরা কি গান শুনতে ও ভুলে যাচ্ছি?
অসাধারন সুর,মন ছুঁয়ে যাওয়া কিছু কথা....অনবদ্য ,as always!!!😊😇
Darun darun darun, abaro ekta darun gaan sunlam
First comment korchhi probably...tomader Gaan khub vlo lage...protita Gaan e hobe tomay niye khub khub favourite Amar.❤️
খুব সুন্দর লিরিক্স। নীলাঞ্জনদাকে শুভেচ্ছা।
গতকাল রাতে ইউটিউব এই গানটা রেকোমেন্ড করেছিলো। "তোমায় পাচ্ছি কই" টাইটেল টা দেখেই শুনতে ইচ্ছা হলো। এই নিয়ে ১৯ বার শুনলাম। 🥰🖤
আহা.. অসাধারণ, অসাধারণ.. গানের মধ্যে দিয়ে কাছের মানুষ টা কে ছুঁয়ে আসা আরেকবার 😔❤️❤️❤️❤️❤️❤️
Ei rakam bhabe sarajiban Gan geye jao....all bengal love your voice ❤
অভ্যাস খারাপ করে দিচ্ছে। এখন রোজ রোজ এরকম গান শুনতে ইচ্ছে করছে।
কি অনবদ্য সৃষ্টি.... একটার পর একটা....
I never knew interludes could be so soothing. ♥️
কি মিষ্টি গান, এই অস্থির সময়ে ❤️🙏🏻
অসাধারণ লিরিকস + কন্ঠ + মিউজিক = মুগ্ধতা 💕
Aha! Darun laglo... Ank din por abar nutun kichu sunte pelam.. 🥰🥰
হ্যাঁ। আপনি ঠিক বলেছেন।
Eta gaan na..eta kotha r surer khela...
Well played sir..♥️
দাদার এই গানের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। অসাধারণ দাদা❤️
Jotobar suni totobar notun lage shobdo gulo.... Darun
Darun misti ekta gaan. 💚
Asadharan katha r sur. Upol dada jug jug jio
ki apurbo!!!!
Beautiful, beautiful, beautiful! Totally blown away by the lyrics!
Sei jaadu ekhono amolin guru!
নীল আকাশে হাত বুলাচ্ছি
তোমায় পাচ্ছি কই?💙❤️
❤️💙
প্রথম লাইন টা শুনেই কেমন যেনো চোখে হালকা জল ও মুখে হালকা হাসি এল 🙂♥️🍂
Puro gan shuni nai koek line shunei subscribe kore fellam Awesome lyrics😊
First time I came here.. anek sundor gaan dada ra .. asbo niomito
Prothom line ta sunei subscribe korlam khub vlo laglo amar. ❣❣❣
Darun 💘💘👌👌👌👌👌👌👌mon ta bhalo hoe gelo..
Aha mon chuye jai 👌🏻👌🏻👌🏻
তোমার ছবিই আঁকতে যাচ্ছি,🥀
হাওয়ায় হাওয়ায় হাত ডোবাচ্ছি,
তোমায় পাচ্ছি কই ? ❤️
Ki shundor lyrics ❤️❤️❤️ darun darun❤️
Oprurbo! Jemon kotha temni sur, temni expression. Khub sundor gaaner aboho!
Darun darun 👌khub khub sundor
অনবদ্য লেখনী। অসাধারণ❤️❤️❤️❤️
Aha aha ❤️❤️
সত্যি সত্যিই অসাধারণ হয়েছে
অপূর্ব অপূর্ব 😌😌
অপূর্ব ..মন জুড়িয়ে গেল .☺️☺️
Eshob gaan ki amar jonnei bacchen!🖤🖤
Thanks bhilokzzZ...
Take love ❤️
Ekdom onnorokom treatment. Darun laglo shunte❤️
Upol da apnar golar romantic Gaan.. osadharon.. osadharon 🙏🙏🙏
কি ভালো কথা এই তেমনি সুর, আহা ❤️❤️❤️
Ota chul na, shampoo ba oil r gondho.. 😉😉😉just moja korchlm.. Sundor gan ta. ❤
দারুণ! দারুণ!
Great arrangements... Love from Bangladesh dada
........✌️
Lyrics gulo osadharon ❤️
মিষ্টি এক লিরিকের সঙ্গে মাপমতো মিষ্টি গায়কী আর অ্যারেঞ্জমেন্ট। ❤💞
It's a beautiful melodious song.. The treatment of the song is also different and soothing.. God bless 🙏
এরকম গান সবসময় হয়না... অসাধারণ ❤
পাচ্ছি তোমায় আজ বিকেলের গোধূলি বেলায়,
পাচ্ছি তোমায় আজ সন্ধ্যার প্রথম তাঁরায়।
❤️
মুগ্ধতা। হৃদয় ছোঁয়া গানের জন্য কৃতজ্ঞতা ❤️
বাঃ, খুব সুন্দর একটা গান। মন ভরে গেল।
"Tomar chuler gondho pachhi
tomay pachhi koi" ❤️❤️❤️
এই সিরিজটা আলাদা লেভেলের হচ্ছে জাস্ট। ফাটাফাটি ।
❤❤ lovely song.. lockdown e sunechilam prothom..
৩০০ তম কমেন্ট ❤❤
কবিতাটা খুব সুন্দর🤷♀️🔮
প্রেমের একটা নতুন পর্যায়💥💞
Beautiful..very nicely executed..
Lovely lyrics, beautifully sung!! 💕💕💕
These series of songs r refreshing beautiful and best part is we can see all musicians enjoying their craft
আহা দারুণ
ভালোবাসা আবিরাম😍
মীড়ের আভাস পাচ্ছি, কিন্তু মীড় পাচ্ছি কই?
কথা সুন্দর, আর একটু মীড় প্রাধান্য চাইছিলাম। এমনিতে ভালো লেগেছে। শুভেচ্ছা💞💞
খুবই ভালো লাগলো ! অসাধারন !!
আহা! অসাধারণ 💛
অসাধারণ...! 😇
🌟🌟🌟🌟🌟
উফঃ অনবদ্য ,কানের আরাম।।❤️❤️
অপেক্ষায় ছিলাম 🤗❤
কি সুন্দর!!! ❤️
উদাস করে দিলেন 🥰
Aaha kya baat 💝
স্মৃতিতে ডুব দিই.. মনে পড়ে অনেক কিছু...তোমায় আর পাওয়া হল না..!!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Prem pey jachey Khub
Vishan mon kemon kora valo gaan...anek valobasha Upalda Nilanjanda...
সত্যিই অসাধারণ ছিলো 🇧🇩
Darun Nilanjan da🥰🥰🥰❤️❤️❤️❤️❤️❤️❤️