শাকিল ফার্মিং অবসরে চলে গেল😪 আর কোনরকম হেল্প পাবেন না

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2024

ความคิดเห็น • 26

  • @SHAKILFARMING
    @SHAKILFARMING  14 ชั่วโมงที่ผ่านมา +12

    সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার শরীর স্বাস্থ্য ভালো রাখে,আমার আজকের এই অবস্থানে আসার পেছনে আপনাদের অনেক অবদান, সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি, আল্লাহ হাফেজ

    • @dd.atikatik982
      @dd.atikatik982 12 ชั่วโมงที่ผ่านมา

      আমার ফার্মিং জীবনটা শুরু এক বছর হইল ইনশাল্লাহ, আমি এখন অনেক বড় একটা ঘড় দিয়েছি মোট আমার চারটি ঘর হয়েছে আমি যদি এখান থেকে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আমি আপনার পরিবারের জন্য মসজিদে এবং কিছু গরিব মানুষকে দান করব ইনশাল্লাহ এবং এটা চালিয়ে যাবো ইনশাল্লাহ. কোন একদিন আপনার সাথে দেখা হবে ইনশাল্লাহ।

    • @mdrubelhossen3457
      @mdrubelhossen3457 12 ชั่วโมงที่ผ่านมา +1

      যে যাই বলুক না কেন আসলে আপনার ভিডিওগুলো আমি যখন প্রথম দেখেছি সে বছর আগে তখন থেকেই আপনার প্রতিটা ভিডিও দেখেছি এবং মেডিসিন সম্বন্ধে খাঁচায় মুরগি পালন সম্বন্ধে আরো অনেক কিছুই শিখে গেল আপনার কাছ থেকে

  • @mithilaakter413
    @mithilaakter413 14 ชั่วโมงที่ผ่านมา +3

    আপনার ভিডিও দেখে অনেক কিছু শিখেছি ভাই। তার জন্য আপনার কাছে কৃতজ্ঞ। আপনার ভিডিওগুলো অনেক মিস করব। আল্লাহ আপনাকে ভালো রাখুন।

  • @shibbirahammedsharif4117
    @shibbirahammedsharif4117 11 ชั่วโมงที่ผ่านมา +2

    মানুষ হিসাবে আপনি খারাপ ছিলেন না, আলহামদুলিল্লাহ আপনার সকল কথা সত্যি প্রমানিত, আর ভাই এভাবে সকলে কথা কানে নিয়া বন্ধ করা টা কি ঠিক।যাই হোক দুনিয়ায় ভালো জিনিস বন্ধের জন্য খারাপের চেষ্টা থাকে। তার কবলে পরে গেলে তো ক্ষতি আপনার।

  • @SabbirHossain-xl5ec
    @SabbirHossain-xl5ec 14 ชั่วโมงที่ผ่านมา +1

    আপনার ও আপনার পরিবারের জন্য দোয়া ও শুভ কামনা🎉
    মিস করব আপনার কথা গুলো 😢
    খুবই ন্যাচারাল বাচনভঙ্গি ও নিরহংকার মানুষ 😊

  • @nurarafat8758
    @nurarafat8758 6 ชั่วโมงที่ผ่านมา

    thanks for your kind information

  • @Zaman_333
    @Zaman_333 9 ชั่วโมงที่ผ่านมา

    আপনার জন্য সবসময় দোয়া থাকবে ভাই। কারন, আমি আপনার ভিডিও দেখে দেখে অনেক শিখেছি। আর আপনি যখন অন্যের চ্যানেলে প্রতিবেদন দিতেন তখন থেকেই দেখি সেই ২০১৯-২০২০ সাল থেকে। কৃষি মানিক, চাষি মানিক এসব চ্যানেলে দেখছি।
    ❤❤❤❤

  • @akmnazrulislam7481
    @akmnazrulislam7481 9 ชั่วโมงที่ผ่านมา +1

    এখন কি পাহাড়ি মুরগির ও ইনকিউবিটর এর ব্যাবসা করবেন ভাল এগিয়ে যান।

  • @JibonAgroFarming
    @JibonAgroFarming 12 ชั่วโมงที่ผ่านมา

    সালামুআলাইকুম আপনার ভিডিও দেখে আমি খামার শুরু করেছি লাভ না হলেও আসল আছে ইনশাল্লাহ বড় পরিসরে করব দোয়া করবেন দিনাজপুর থেকে।

  • @hafezasrafulislam449
    @hafezasrafulislam449 14 ชั่วโมงที่ผ่านมา

    জি ইনশাআল্লাহ যান সমস্যা নেই দোয়া রইলো আপনার জন্য

  • @dd.atikatik982
    @dd.atikatik982 13 ชั่วโมงที่ผ่านมา +2

    আসসালামু আলাইকুম শাকিল ভাই জানি আপনি আমার কমেন্টের উত্তর দিবেন না হয়তো বা আবার নাও পড়তে পারেন, আমি কমেন্ট করতে চাইনি কারণ আমি কষ্ট পেয়েছি, তবে আমি আপনার উদারতা দেখে মুগ্ধ হয়েছি কিছু বলবেন না তবুও বললেন (ম্যানেজমেন্টের কথাটা বললেন) ভালো মনের মানুষ গুলো মনে হয় আপনার মতই হয়।

  • @amarjebnrganmohamm9573
    @amarjebnrganmohamm9573 7 ชั่วโมงที่ผ่านมา

    ভাই আমি তো প্রবাসে বাংলাদেশ এসে আপনার কাছ থেকেই ফার্মিং শিখতে চাইছি এখন আমার কি হইবো আমি এসব জানিনা ভাই আপনি আমারে ফার্মিং শিখাইবেন হালায় হায়াতে যদি আপনার আর আমারে বাসায় রাখে ইনশাআল্লাহ

  • @golddonate4262
    @golddonate4262 11 ชั่วโมงที่ผ่านมา +1

    দুঃখ জনক😢😢😢😢😢

  • @mdmapug4190
    @mdmapug4190 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ভাই কাজ চালিয়ে যান

  • @mohamodrifat7539
    @mohamodrifat7539 14 ชั่วโมงที่ผ่านมา +1

    শাকিল ভাই আপনি শাকিল ফার্মিং থেকে বিদায় নিতাছেন এতে করে অনেক মন খারাপ হইতাছে তবে ভাই আপনার কাছ থেকে যা শিখছি তা মনে হয় 5 বছর শিখতে পারলাম না হইলে আলহামদুলিল্লাহ যা শিখছি এতে ফার্মিং খুব ভালো ভাবে চালায় যাইতে পারমু দোয়া করি ভাই আপনি সৎ ভাবে যাই করেন না কেন আল্লাহ আপনার সহায় হবে লাভ ইউ বস😢

  • @khokon-tm6xb
    @khokon-tm6xb 6 ชั่วโมงที่ผ่านมา

    ভাই মুরগি পালনের পদ্ধতির বইটা পাবো তো

  • @manizanoornoor8372
    @manizanoornoor8372 12 ชั่วโมงที่ผ่านมา +1

    ভাই আমাদেরকে কার হতে তুলে দিলেন আমরা কারকাছে খামার বিসয়ে যানবো ভাই পুরো পুরি যাইয়েননা plleass

  • @mdmonmoyrahmanomi6877
    @mdmonmoyrahmanomi6877 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Vai aita tik hoilo na😢

  • @ZaberAhmed-g7b
    @ZaberAhmed-g7b 8 ชั่วโมงที่ผ่านมา

    😢

  • @neverbored8589
    @neverbored8589 10 ชั่วโมงที่ผ่านมา

    ভাই অনেক ইচ্ছা ছিল তাড়াতাড়ি গ্রামে স্যাটেল হয়ে আপনাকে আমন্ত্রণ জানাবো। আপনার থেকে বাস্তবে মুরগী পালন সম্পর্কে ধারণা নিবো। যদিও আমি বাণিজ্যিকভাবে এটা করবো না। তারপরও মানুষ হিসেবে, শিক্ষক হিসেবে এবং একজন প্রাণি প্রেমি হিসেবে আপনাকে ভালো লাগায় আপনার সাথে কাজ করার এই ইচ্ছাটুকু ছিল।
    কিন্তু তার আগেই আপনি এভাবে অবসরে চলে গেলেন 😔

  • @AbulHasanAnsari-zu8vy
    @AbulHasanAnsari-zu8vy 14 ชั่วโมงที่ผ่านมา +1

    ভাই আপনি তো চলে গেলেন কিন্তু আমাদের জন্য আপনি অল্টারনেটিভ কি রাখলেন? আমাদেরকে কার হাতে রেখে গেলেন আপনি? আমরা এখন কার কাছে ফোন করবো? কার কাছ থেকে আমরা হেল্প নিব? মানুষের কল্যাণে যারা কাজ করে তারা কি কখনো মানুষকে ছেড়ে চলে যায়? আপনি অভিজ্ঞতা অর্জন করেছেন এটা আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে বলে পেরেছেন কিন্তু আপনি যদি নিজ ইচ্ছায় মানুষের পাশ থেকে সরে দাঁড়ান সেটা কতটুকু ঠিক হবে প্লিজ একটু ভেবে দেখবেন।

  • @noob-ok3lo
    @noob-ok3lo 12 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤

  • @jannatefatemajim498
    @jannatefatemajim498 9 ชั่วโมงที่ผ่านมา

    কাজ টা ঠিক হয় নি।

  • @mdasmaul-e6s
    @mdasmaul-e6s 14 ชั่วโมงที่ผ่านมา

    😢😢