@MDLOKMANROBIN সুইডিশ কোম্পানি বাংলাদেশের ভাইয়া গ্রুপ কিনে নিয়া,সরকারকে লস্ দেখাইয়া বিপুল লোন নেয়।লোন নেওয়ার পর।যা হয় বাংলাদেশে, কোম্পানি ব্ন্ধ করে।আবার লোন চায়।উপমহাদেশের বৃহৎ ম্যাচ কোম্পানি লাভজনক থেকে ধংস করে।মালিক ব্যাংক থেকে বিপুল অর্থ ঋণখেলাপী হয়ে সিস্টেম দিয়ে দিলো।
এই অবহেলিত প্রতিষ্ঠানটি নিয়ে প্রতিবেদন করায় চ্যানেল 24 কে জানাই আন্তরিক ধন্যবাদ ।।
দ্রুত ফিরে আসুক সকল পুরোনো বাংলার ইতিহাস গুলো💝💐💝🇧🇩💪🇧🇩
বন্ধ সব কারখানা চালু করা হোক।
সচিব পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে চালু করা উচিত।
খুবই পরিচিত ম্যাচ
চালু করতে হবে
বলার কোন ভাষা নাই রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস হইতেছে
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢🇧🇩🇧🇩🇧🇩
আমার বাবা দাদা ম্যাচ এ চাকুরী করতেন।
বন্ধ হইছে কেন
@MDLOKMANROBIN সুইডিশ কোম্পানি বাংলাদেশের ভাইয়া গ্রুপ কিনে নিয়া,সরকারকে লস্ দেখাইয়া বিপুল লোন নেয়।লোন নেওয়ার পর।যা হয় বাংলাদেশে, কোম্পানি ব্ন্ধ করে।আবার লোন চায়।উপমহাদেশের বৃহৎ ম্যাচ কোম্পানি লাভজনক থেকে ধংস করে।মালিক ব্যাংক থেকে বিপুল অর্থ ঋণখেলাপী হয়ে সিস্টেম দিয়ে দিলো।
গেস লাইটের কারখানা করলে চলবে কারখানা