চঞ্চল এবং অ-জানাকথা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • আনন্দবাজার অনলাইনের ফেসবুক এবং ইউটিউব লাইভে চঞ্চল এবং অ-জানাকথা
    আজ রাত ৮টা (কলকাতা) রাত ৮:৩০ (ঢাকা)
    #AjanaKatha #ChanchalChowdhury #AnandabazarOnline @Iamchanchalchowdhury

ความคิดเห็น • 71

  • @rathinpan3367
    @rathinpan3367 2 ปีที่แล้ว +8

    চঞ্চল চৌধুরীকে আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। অসাধারণ প্রতিভাবান একজন অভিনেতা। যে কোন চরিত্রে তার সাবলীল অভিনয় আবাল বৃদ্ধ বনিতা সবাইকে মুগ্ধ করে। আমার সবথেকে ভালো লেগেছে অলসপুর নাটকে রূপালী আর আনারসির সাথে তার কথোপকথন। তার কথোপকথনের মধ্যে প্রেম নিবেদনের যে অপূর্ব মাদকতার সৃষ্টি হয়েছে সেটা আমি অন্য কারো মধ্যে কখনও দেখিনি। খুব ভালো থাকুন চঞ্চল চৌধুরী। আরও অনেক অনেক অভিনয়ের মাধ্যমে তিনি সকলের মন জয় করুন। কোলকাতা থেকে রথীন পান বলছি।

  • @PS-si8iz
    @PS-si8iz 2 ปีที่แล้ว +14

    সেই কোন ছোটবেলায় ,যখন থেকে আমার কাছে সকাল আর আনন্দবাজার একেবারেই সমার্থক,তখন থেকেই অনিন্দ্য জানা মহাশয়ের বাংলা লেখার অসম্ভব অনুরাগী। বাংলা লেখা একজন সাংবাদিকের কলমে এত অনন্য বৈচিত্র্য আর অন্য রূপ রস বর্ণ গন্ধ এনে দিতে পারে,সেই প্রথম জানা।আজ এতদিন পরে ওনাকে দেখলাম।আর চঞ্চল চৌধুরী কে চিনলাম এই বছর দুই আগের lockdown এর সময়।দু তিনটে বাংলাদেশী নাটক দেখার পর,মনে হল, এ কাকে দেখছি অভিনয় করতে! এত সাবলীল অভিনয় আর অসম্ভব সুন্দর ফুটিয়ে তোলা সব চরিত্র, নেশাগ্রস্তের মত গিলতে লাগলাম ওনার সব নাটক। সত্যিই এখনও আমি মনে করি বাংলা ভাষার অভিনেতা দের মধ্যে উত্তুঙ্গ প্রতিভা চঞ্চল চৌধুরী, অথচ কী মাটির মানুষ,কত সহজ,কত আপন। এত উদাত্ত কণ্ঠস্বর ,এত ভালো গান করেন,মন পালক হয়ে উড়তে থাকে অবিরাম।

  • @rahuldevsarker8997
    @rahuldevsarker8997 2 ปีที่แล้ว +12

    যে মাটিতে সুচিত্রা সেনের মত গুনী অভিনেত্রীর জম্ম,, সেই মাটি থেকে উঠে আসা আমাদের চঞ্চল চৌধুরী। পাবনা জেলার গর্ব,।। শুভ কামনা রইলো

    • @debasishmondal2690
      @debasishmondal2690 2 ปีที่แล้ว

      ঠিক ।
      ভারতীয় উপমহাদেশ কিন্তু ।

    • @GUULLIVER
      @GUULLIVER ปีที่แล้ว

      @@debasishmondal2690
      ঠিক ।
      পৃথিবী কিন্তু ।

  • @pakhijcpakhi3714
    @pakhijcpakhi3714 ปีที่แล้ว +4

    চঞ্চল চৌধুরী, ওনার জন্য মুগ্ধতার শেষ নেই। সফলতার সবটুকু ধরা দিক ওনার কাছে।।🌹🌹

  • @ekakinidebi2615
    @ekakinidebi2615 2 ปีที่แล้ว +8

    চঞ্চল চৌধুরী। অসাধারণ একজন, যার সমগ্র মিলিয়ে বলা যায়, বিনয় মনুষ্যত্ব যখন এক হয় তখনই হয় উত্তরণ। অসম্ভব প্রতিভাবান অভিনেতা। জানি আরও অনেক সফল কিছু পাবো, শুধু সময়ের অপেক্ষা। অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। 🌿♥️♥️♥️🌿

  • @probhaschandrapal7990
    @probhaschandrapal7990 2 ปีที่แล้ว +8

    চঞ্চল উদ্দেশ্য ও লক্ষ্য পূরণে অচঞ্চল । সশ্রদ্ধ শুভেচ্ছা ও অভিনন্দন ।

  • @ranajitchakraborty643
    @ranajitchakraborty643 2 ปีที่แล้ว +13

    We are proud to have an actor like Chanchal Chowdhury in Asia. One of the finest actors and has demonstrated his class in Karagar. What an amazing acting!!

  • @sanghamitrasurchowdhury4863
    @sanghamitrasurchowdhury4863 2 ปีที่แล้ว +6

    একটি অসাধারণ ও বুদ্ধিদীপ্ত সাক্ষাৎকার দেখলাম।🙏🌷🙏🌷🙏সব কিছু ছাপিয়ে বড় হয়ে উঠেছে মনুষ্যত্বের বিকাশ। খুব খুব ভালো লাগলো। চঞ্চল ভাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।🙏🌷🙏

  • @syamalmajumdar5037
    @syamalmajumdar5037 2 ปีที่แล้ว +7

    CHANCHAL is one of the finest actors born on Bangladesh soil.... He is power house of talent..... Still he possesses enough skills hidden under his sleeves ! To me he needs a proper platform to bacome an INTERNATIONAL STAR in due course of time ... Only time will tell the truth like fortune favours the brave. May God bless him for his future endeavor..... With compliments & love from DADA ( Mumbai) 16/09/22.

  • @allutile3054
    @allutile3054 2 ปีที่แล้ว +2

    ধন্যবাদ সুন্দর একটা সাক্ষাৎকার উপহার দেয়ার জন্য।
    পূর্ণ সাক্ষাৎকার দেখেছি, অনেকে প্রশ্ন করেছেন, প্রশ্নের ধরন দেখে বুঝলাম যে পশ্চিম বাংলার লোকেরা মেকি জীবনযাপন করছেন। চঞ্চল চৌধুরী যা বললেন তা বাংলাদেশের সমাজ ও ব্যাক্তি জীবন নিয়ে আলোচনা করেছেন। উনি যেভাবে চিন্তা ভাবনা করেন, তা বাংলাদেশের অধিকাংশ মানুষই করেন।
    আশ্চর্য হয়েছি ভারতের বাংগালীরা খুবই অন্তর্মূখী এবং পরশ্রীকাতর।
    শেষে একটি কথাই বলবো মানুষের উপরে কিছু নেই।
    মানুষ সহযোগী হোক একজন অপরজনের জন্য। মানুষ ত্যাগ স্বীকার করুক অন্য মানুষের জন্য।

  • @madhumitamitra5882
    @madhumitamitra5882 2 ปีที่แล้ว +13

    চঞ্চল ভাই অনেক ভালোবাসা 🥰 পশ্চিমবঙ্গ

  • @mahmud3mn
    @mahmud3mn 2 ปีที่แล้ว +5

    এত সুন্দর একটা অনুষ্ঠানে চঞ্চল চৌধুরীর নেটের সমস্যাটা খুবই বিরক্ত করেছে পাশাপাশি অনেক কথাও শুনতে পারিনি।

  • @ruchirakarmakar1569
    @ruchirakarmakar1569 2 ปีที่แล้ว +6

    Such a great actor he is...good singer, good artist and very polite...a nice human being...Manpura, Rupkatha Noy both are awesome movies.

    • @nelufarbano1096
      @nelufarbano1096 ปีที่แล้ว

      uni khub sundor abbrtti o koren.

    • @TheIndianChamar
      @TheIndianChamar ปีที่แล้ว

      Bengalis in Bangladesh are always friendly and polite

  • @sujatamukherjee3902
    @sujatamukherjee3902 2 ปีที่แล้ว +1

    চঞ্চল বাবুর দু একটি অভিনয়ের glimpse দেখেছি বলা যায় !!
    Very Very intense acting !!
    Probably হাওয়া ছবি টি তে ওনার চোখের ক্রুর ব্যবহার মুগ্ধ করলো ۔
    ওনার সেরা কাজগুলো দেখার খুব ইচ্ছে রইলো ۔
    এখানকার পরিচালক রা ওনাকে ব্যবহার করলে আমরা ওনার আরো কাজ দেখতে পাবো ۔
    চঞ্চল দা র জন্যে অনেক শ্রদ্ধা 🙏🙏

  • @varietiescontent2436
    @varietiescontent2436 2 ปีที่แล้ว +7

    লিজেন্ড বিনয়ী একজন ব্যাক্তি।

  • @moumitabasak4458
    @moumitabasak4458 2 ปีที่แล้ว +4

    আমার খুব প্রিয় শিল্পী।

  • @MsSuvo
    @MsSuvo 2 ปีที่แล้ว +2

    Chanchal Da great human being...💕💕💕💕💕 From Kolkata

  • @sumangupta9766
    @sumangupta9766 ปีที่แล้ว

    Aninda jana dada also ekjon oshadharon gentle journalist. Finest toh botei! Salute sir!

  • @jhumurchakraborty3582
    @jhumurchakraborty3582 ปีที่แล้ว +1

    Intequb Dinar __ absolutely excellent actor

  • @indiaendless7388
    @indiaendless7388 2 ปีที่แล้ว +4

    Along with Rithik Chakraborty he is the best Bengali actor we have today.

  • @gSayeedHasan
    @gSayeedHasan 2 ปีที่แล้ว +2

    মনপুরা একটা অসাধারণ ছবি।

  • @sumangupta9766
    @sumangupta9766 ปีที่แล้ว

    Chanchalda, apni binoyi! 2 bangla kapachhen! Apni ashadharon! Kolkatar hero ra apnar kache big 0!

  • @ashishchakravarti2094
    @ashishchakravarti2094 ปีที่แล้ว +1

    Karagar is a Xcellent performance in part 1, Expression is highly satisfied.

  • @sumangupta9766
    @sumangupta9766 ปีที่แล้ว

    Bangladesher natok oshadhadon! Ar nayak? Chanchalda apni toh icon! India theke.,.congratulations!

  • @madhumitamitra5882
    @madhumitamitra5882 2 ปีที่แล้ว +10

    হিমু আর চঞ্চল চৌধুরী হওয়া হবে না।তবে মিশির আলি নিশ্চয়ই বারবার হবে। He is enough intelligent like Great Misir Ali

    • @ataurme
      @ataurme 2 ปีที่แล้ว

      Mosharraf Karim is better for Himu than Chanchal Chowdhury.

    • @GUULLIVER
      @GUULLIVER ปีที่แล้ว +1

      @@ataurme ঐ ভোটকা বুড়াটা হিমু হবে??? পাগল নাকি!!! 🤣🤣

  • @jesusmysavior905
    @jesusmysavior905 2 ปีที่แล้ว +4

    akjon valo manush sundor manush ke aaj theke janlam chinlam.🥰bangladesh jabo amar swapno😊 karagar web ta dekhlam raat jege.

  • @ruchirachatterjee5873
    @ruchirachatterjee5873 2 ปีที่แล้ว +2

    You are an asset 🙏

  • @soumennandy5353
    @soumennandy5353 ปีที่แล้ว

    The best Bengalee actor in the sub continent. Huge love and respect from West Bengal

  • @sumangupta9766
    @sumangupta9766 ปีที่แล้ว

    Chanchalda is so humble! Respect you dada!

  • @suparnapal8840
    @suparnapal8840 2 ปีที่แล้ว +1

    Kotodin bade priyo anindyo Jana ke dekhlam....songe arek priyo manush...

  • @hambaexploringownnatureand6571
    @hambaexploringownnatureand6571 2 ปีที่แล้ว +5

    TH-cam এর কল্যানে চঞ্চল চৌধরী পুরনো মুখ ।

  • @jmparishebakendrajibandasj2583
    @jmparishebakendrajibandasj2583 ปีที่แล้ว

    চঞ্চল চৌধুরী এক অসাধারণ অভিনেতা

  • @biswanathchoudhury8232
    @biswanathchoudhury8232 2 ปีที่แล้ว +2

    Chanchal has shown that you don't have to be a very beautiful looking person to be a successful onscreen person.Hats off to this WONDERFUL actor👍👍.
    One question to Chanchal-apni ki kokhono Soumitra Chatterjee r songe sakhhat kore chhen?Jodi yes hoy,tahole experience ta Jodi share koren?
    Apnar cinema DEBI kon OTT platform a paoa jabe,Jodi bolen.
    My heartful THANKS to you & all your family members.

  • @susantachakraborty2342
    @susantachakraborty2342 2 ปีที่แล้ว +4

    Chanchal,
    One question still haunts me, "was the death of Badarali necessary In the last scene of "Harkipte".

    • @ashrafmiluuk9909
      @ashrafmiluuk9909 ปีที่แล้ว

      Sure bador Ali killed asiddor Ali so he should be killed 😂

  • @jibon_roy_junior
    @jibon_roy_junior 2 ปีที่แล้ว +2

    I love Chanchal Chowdhury 🖤🥀

  • @FaysalShahi
    @FaysalShahi ปีที่แล้ว

    What a humble guy! So happy for him.

  • @aashikali2807
    @aashikali2807 2 ปีที่แล้ว +1

    ভালোবাসার লোক চঞ্চল

  • @PrincePrince-so7qy
    @PrincePrince-so7qy 2 ปีที่แล้ว

    রুপকথা ও মনপুরা awesome movie

  • @aldj2792
    @aldj2792 2 ปีที่แล้ว

    Truly gentleman.

  • @dhurjateekabiraj2181
    @dhurjateekabiraj2181 2 ปีที่แล้ว

    Very good actor.👍👍

  • @rituparnagangopadhyay1369
    @rituparnagangopadhyay1369 2 ปีที่แล้ว +2

    Jemon kanyhoswar, temon objinoy pratibha...antar er shraddha Chanchal Chowdhury ke...

  • @musicworldjitu1029
    @musicworldjitu1029 2 ปีที่แล้ว +3

    ❤কিংবদন্তি❤🙏

  • @alamgirgazi2451
    @alamgirgazi2451 ปีที่แล้ว

    Great

  • @TanveerAhmed-pk1kw
    @TanveerAhmed-pk1kw 2 ปีที่แล้ว +1

    Love you Chonchol

  • @naimurrahman6319
    @naimurrahman6319 2 ปีที่แล้ว +1

    চঞ্চল চৌধুরী 🥰🥰

  • @prodipde4324
    @prodipde4324 2 ปีที่แล้ว +1

    কারাগার এবং হাওয়া কবে কলকাতায় দেখানো হবে? বাকি গুলো সব দেখেছি ইউটিউব এ মোবাইলে দেখেছি।

    • @ataurme
      @ataurme 2 ปีที่แล้ว +1

      You can watch Karagar in hoichoi. You may visit Bangladesh to watch Hawa.

    • @NiazYou
      @NiazYou ปีที่แล้ว

      কারাগার হৈচৈ প্লাটফরমে আপনি কলকাতা থেকে দেখতে পারবেন। আর হাওয়া ছবিটা কলকাতায় দেখতে পারবেন যদি দুই দেশের নিতীনিধা’রকরা নীতিমালা সহজ করেন। আমরা বাংলায় কথা বলি দুই বাংলায়। দুদেশের মধ্যে দূরত্ব খুব বেশী নয়, মাঝে শুধু কাঁটা তারের বেড়া কিন্তু কাছের দেশদুটির কিছু অপ্যিয় নিয়মের বেড়াজালে আমরা বন্দী। সে জন্যে হাওয়া সুদুর আমেরিকা, কানাডা, Australia তে দেখা গেলেও ভারতে দেখা যায় না।

    • @GUULLIVER
      @GUULLIVER ปีที่แล้ว

      হাওয়া কোলকাতায় দেখানোর চেষ্টা করছেন এর নির্মাতারা। কারাগার কোলকাতায় বসেই হৈচৈ-তে দেখতে পাবেন।

  • @sabirkhan-dy5up
    @sabirkhan-dy5up 2 หลายเดือนก่อน

    আসছে শাকিবের তুফান গোটা 🎉🎉🎉কলকাতায় তুফান হয়ে যাবে

  • @saugatakarmakar166
    @saugatakarmakar166 ปีที่แล้ว

    Apnar tulona apni nije love u, ♥️

  • @shuridscreation5952
    @shuridscreation5952 2 ปีที่แล้ว

    ❣️

  • @rupomsreelkolkata
    @rupomsreelkolkata ปีที่แล้ว

    আফরান নিশো ও মেহেজাবিনের সাক্ষাৎকার হোক 🙏🏻

  • @souravmohanta3786
    @souravmohanta3786 2 ปีที่แล้ว

    ❤❤❤

  • @parthachakraborty5437
    @parthachakraborty5437 2 ปีที่แล้ว

    Love you dada

  • @anupammajumder6230
    @anupammajumder6230 ปีที่แล้ว

    চঞ্চল চৌধুরী ওপার বাঙ্গলায় যে সমস্ত নাটক সিরিয়াল ও সিনেমা করেছেন তা অধিকাংশ গ্রামকেন্দ্রিক মুসলিম সমাজের উপর । ব্যাক্তি জীবনে তিনি হিন্দু। অথচ কতো দূর্দান্ত তিনি একজন জাত শিল্পী ও অভিনয় দক্ষতা তার এইসব পরিচয়ের উর্ধে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে হিন্দু ও মুসলিম এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো একে অপরের সামাজিক জীবনের প্রতি অনাগ্রহ ও জানার পরিবর্তে সন্দেহ ঘৃণা। অথচ দেখুন বাংলাদেশের গ্রাম কেন্দ্রীক সিরিয়াল গুলি দেখলে আমাদের মনে হয় এই দুই সমাজের সাধারণ মানুষের জীবনধারা য় কতো মিল। এই জানার আগ্রহ থেকে পরস্পরের যদি আরো নৈকট্য তৈরি হয় তবে দুই বাংলার সাধারণ মানুষের শুধু মাত্র সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হবে না, সেই সঙ্গে " হরিহর আত্মা" সম্পর্ক তৈরি হবে। চঞ্চল বাবু তার অভিনয় দক্ষতায় এই দুয়ার টা খুলে দিয়েছেন। উনি আরো সাফল্য পাবেন আগামী দিনে। এবং উত্তম সৌমিত্র পরবর্তী দুই বাংলায সকল জনতার মাঝে স্থান করে নেবেন।.. মিলিয়ে নেবেন।

    • @siddiqurrahman9272
      @siddiqurrahman9272 ปีที่แล้ว

      অনুপম মজুমদার,আপনার আশা অনেক বড়,কিন্তু মোটেও অবাস্তব নয়।আমাদের সমাজের বাঁধা,বৈপরীত্য,বিমুখতা কে ডিংগিয়ে যদি কিছু দুর্দান্ত মানুষ তৈরী না হতেন তাহলে আমরা অর্থাৎ বাংগালী জাতি(বাংলাদেশী নয়) আজ বিশ্ব সমাজে যেখানে এসে পৌছাতে পেরেছি সে পর্যন্ত পৌছানো সম্ভব হতোনা। আমাদের অবশ্যিই আরো অনেক অনেকদুর যেতে হবে।

  • @INDIANNURSERYGROUP
    @INDIANNURSERYGROUP ปีที่แล้ว

    Sound খুব খারাপ...

  • @sabujbain9257
    @sabujbain9257 2 ปีที่แล้ว

    Dada