টবে মাল্টা চাষ (Malta in Roof Garden) Bangla নামক ভিডিওটিতে দেখানো হয়েছে ছাদে টব বা ড্রামে মাল্টা চাষ পদ্ধতি সটম্পর্কে। মাল্টা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর একটি ফল। বেশ কয়েক বছর যাবত বাংলাদেশে মাল্টার কয়েকটি জাত চাষ করা হচ্ছে এবং ফলনও বেশ ভাল হচ্ছে। মাল্টা মূলত সাইট্রাস জাতীয় একটি ফল। মাল্টা মাঝারী বা বড় সাইজের টবে বা ড্রামে দোআশ বা বেলে দোআশ মাটিতে ভালো জন্মে।
@@saifulmaria2853 বীজ থেকে চারা করা যায় এবং সাধারনত চারার বয়স ২-৪ বছর হলে ফুল-ফল হয়। তবে মাল্টার জাত ঠিক থাকার সম্ভাবনা কম। কারন বীজ তার আদি জাতের ফল দেয়। সেক্ষেত্রে আপনি যদি ভাল জাতের ডার দিয়ে কলম করে দিতে পারেন তাহলে ১-২ বছরের মধ্যে আপনার পছন্দসই জাতের ফলন পাবেন।
আপনি বরং অভিজ্ঞ কোন মাল্টা বাগানীর সাথে বা কাছাকাছি কৃষি অফিসের সাথে যোগাযোগ করে সরাসারি তাদের ভিজিট করিয়ে পরামর্শ নিন। এভাবে না দেখে পরামর্শ দিলে বরং সমস্যা/ক্ষতি বাড়তে পারে।
ভাইয়া আমার মালটা গাছের বয়স এক বছর হয়েছে, যখন গাছটা কিনেছি তার কিছুদিন পরে অনেক গুটি ধরে ছিল ,পরে গুটিগুলো এমনিতেই ঝরে গেছে বাট এখন আর আমার মালটা গাছে কোন গুটি আসেনা, এখন কি করতে পারি কি সার দিব বলে দিবেন প্লিজ, এক বছর হয়ে গেল কোন ফুল ও ধরছে না গুটি ও ধরছে না এখন কি করবো প্লিজ একটু বলে দিবেন ,,
ছাদে হলে অতিরিক্ত রোদ ও তাপে এমনটা হতে পারে। তাছাড়া মাটিতে পটাশিয়াম জাতীয় উপাদান কম-বেশি হলেও এমন হয়। তাপ ও রোদের কারনে হলে টবটি অপেক্ষাকৃত ছায়াযুক্ত ঠান্ডা স্থানে রাখুন, সম্ভব না হলে সকাল-বিকাল গাছে পানি স্প্রে করতে পারেন। যদিও বৃষ্টিপাত শুরু হলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ
মাটির সাথে ভার্মি কমপোষ্ট, গোবর সার, কোকোডাস্ট, বালি মিশিয়ে ভাল ড্রেইনেজ ব্যবস্থা করে চারাটি ৮-১০" টবে লাগিয়ে ৭-৮ ঘন্টা রোদ থাকে এমন স্থানে রেখে দিন। পরিমিত পানি দিন এবং ১৫ -২০ দিন পর পর কিছুটা কমপোষ্ট সার মাটিতে মিশিয়ে দিবেন। দুই ববছর পর হাফ ড্রামে স্থানান্তর করুন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, বীজের চারায় বেশিরভাগ সময়ই কাঙ্খিত ফলন হয়না। ভাল ফলন পেতে ভাল জাতেন কলমের চারা লাগানো উচিত। ধন্যবাদ
মাশা আল্লাহ খুবই সুন্দর উপস্থাপন। আমি আপনার সাবস্ক্রাইবার আমার ছাদে চারটি মাল্টা গাছে ফুল এসেছে, আগে ফুল ঝড়েছে এখন গুটিগুলো প্রত্যেকদিন ঝরে পড়তেছে, এই ব্যাপারে আমি একটি ভিডিও আপলোড করেছি, সেখানে বিস্তারিত যত্ন বা পরি চর্চা সমন্ধে বলেছি, গুটি ঝরে পড়ার প্রতিকার সমন্ধে বললে আমি উপকৃত হবো।
বিভিন্ন এলাকায় বিক্রির স্থান আছ। আমি মিরপুরে থাকি তাই আমার জানামতে মিরপুর-১, মিরপুর-১১, কাওরান বাজারে বিক্রি হয়। তাছাড়া বাগান বিষয়ক ফেইসবুক গ্রুপ ও অনলাইনেও বিক্রি হয়।
গাছের গোড়ায় পিপড়া থাকলে যেকোন কিটনাশক স্প্রে করলেই চলে যাবে। মাটিতে যদি পিপড়া বাসা তৈরী করে তাহলে সমপরিমান বরিক পাউডার ও চিনি ভালভাবে মিশিয়ে নিয়ে পানিদিয়ে পেষ্ট বা ছোট ছোট বল বানিয়ে গাছের গোড়ার কাছে রেখে দিন। সাথে সাথে পিপড়া মরবেনা তবে কয়েকদিনের মধ্যে সম্পূর্ন পিপড়া মরে যাবে।
ভাইয়া আমার একটা মালটা গাছ আছে সেটা ফুল হয় এবং ছোট ছোট গুটি ও হয় কিন্তু ঝরে পড়ে ।জৈব সার দিয়েছি 20 / 25 দিন আগে এখন দুই দিন আগে সবজি পচা পানি দিয়েছি কিন্ত আমার গাছের পাতা গুলো হলুদ হয়ে যাচ্ছে । কি করনিও ?
নিয়মিত বিরতিতে (১৫-২০ দিন পর পর) ১০০ গ্রাম হারে ভার্মি কমপোস্ট বা ট্রাইকো কমপোস্ট টবের কিনারার মাটির সাথে মিশিয়ে দিন। তিন মাস পর পর টবে ৫ গ্রাম বোরন মাটিতে মিশিয়ে দিবেন। গাছে ফুল আসতে শুরু করলে ১০-১৫ দিন পর পর ৫ গ্রাম পটাশ সার টবের কিনারার মাটিতে মিশিয়ে দিবেন। এবং ফল পাকা পর্যন্ত এভাবে দিতে থাকবেন। মাটি বেশি ভেজা রাখা যাবেনা। পোকামাকড় বা ছত্রাকের আক্রমন প্রতিরোধে মাসে একবার কীটনাশক ও ছত্রাকনাশক দিতে পারেন। ৭-৮ ঘন্টা রোদ থাকে এমন স্থানে গাছটি রাখুন।
কিছু দিন আগে আমি একটা মালটা গাছ এনে ২০" বালতিতে লাগিয়েছি । তাতে এখন অনেক নতুন শাখা বেরোচ্ছে । সেই সাথে গাছটির কলমের জায়গা থেকে ও দুটো ২" র মতো ডাল বেরিয়েছে । আচ্ছা, ওই ডাল থাকলে কি কোনো অসুবিধা আছে । একটু বলে দিলে খুব ভালো হয় ।
আবহাওয়ার উপযোগি জাত সংগ্রহ করতে পারলে নিশ্চই যাবে। বিশ্বস্ত নার্সারিতে বা সরকারী হার্টিকালচার সেন্টারে খোঁজ নিলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য, চারা ও সহায়তা পেতে পারেন।
টবে মাল্টা চাষ (Malta in Roof Garden) Bangla নামক ভিডিওটিতে দেখানো হয়েছে ছাদে টব বা ড্রামে মাল্টা চাষ পদ্ধতি সটম্পর্কে। মাল্টা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিকর একটি ফল। বেশ কয়েক বছর যাবত বাংলাদেশে মাল্টার কয়েকটি জাত চাষ করা হচ্ছে এবং ফলনও বেশ ভাল হচ্ছে। মাল্টা মূলত সাইট্রাস জাতীয় একটি ফল। মাল্টা মাঝারী বা বড় সাইজের টবে বা ড্রামে দোআশ বা বেলে দোআশ মাটিতে ভালো জন্মে।
ভাইয়া এ গাছ কি আমি বীজ থেকে তৈরি করতে পারবো। আর বীজ থেকে মালটা গাছে কত বছর পর ফল আসবে। আর গাছে কি কলব দিতে হবে, নাকি কলব ছাড়ায় ফল আসবে
@@saifulmaria2853 বীজ থেকে চারা করা যায় এবং সাধারনত চারার বয়স ২-৪ বছর হলে ফুল-ফল হয়। তবে মাল্টার জাত ঠিক থাকার সম্ভাবনা কম। কারন বীজ তার আদি জাতের ফল দেয়। সেক্ষেত্রে আপনি যদি ভাল জাতের ডার দিয়ে কলম করে দিতে পারেন তাহলে ১-২ বছরের মধ্যে আপনার পছন্দসই জাতের ফলন পাবেন।
@@greenroofgarden1983 ধন্যবাদ ভাই
Apnar gacher patay jemon chit chit dag heche amar Malta gacher patayo sei rokom fungus akromon hoeche. Ki korbo bolte paren?
ম্যানসার/ডায়থেন এম ৪৫ বা এ জাতীয় কোন ছত্রাকনাশক ৫ দিনের ব্যাধানে তিন বার প্রয়োগ করুন।
amader malta baganer gase bivinno problem dekha jacce kito kono solve paccina help please.
আপনি বরং অভিজ্ঞ কোন মাল্টা বাগানীর সাথে বা কাছাকাছি কৃষি অফিসের সাথে যোগাযোগ করে সরাসারি তাদের ভিজিট করিয়ে পরামর্শ নিন। এভাবে না দেখে পরামর্শ দিলে বরং সমস্যা/ক্ষতি বাড়তে পারে।
Vai ami kolop kora gach ansilam...1 year hoise but ekhono fol hoy nai...gach ki purush na madi setao bujtasi na any solutions
কলমের চারায় ফল হবার কথা। অপেক্ষা করুন।
Vaia fol tikanor jono ki sprry korbo
মাটিতে পরিমিত পরিমানে পটাশ দিন এবং গুটি অবস্থায় মিরাকুলান বা ফ্লোরা স্প্রে করতে পারেন। নিয়মিত ও পরিমিত পানিসেচ নিশ্চিত করুন।
Thanks for this nice and informative video.
Welcome
ভাইয়া আমার মালটা গাছের বয়স এক বছর হয়েছে, যখন গাছটা কিনেছি তার কিছুদিন পরে অনেক গুটি ধরে ছিল ,পরে গুটিগুলো এমনিতেই ঝরে গেছে বাট এখন আর আমার মালটা গাছে কোন গুটি আসেনা, এখন কি করতে পারি কি সার দিব বলে দিবেন প্লিজ, এক বছর হয়ে গেল কোন ফুল ও ধরছে না গুটি ও ধরছে না এখন কি করবো প্লিজ একটু বলে দিবেন ,,
টবের আংশিক মাটি পরিবর্তন করে নতুন মাটি ও মিশ্রসার দিলে ফুল-ফল হবে ইনশাআল্লাহ্।
@@greenroofgarden1983 dhonnobad apnake💞💞
good
Thanks
Nice
Thank you.
আমার ছাদবাগানে টবে চায়না মাল্টা পাকতে দেরি হচ্ছে এবং ফলগুলো শক্ত।
এর প্রতিকার দয়া করে জানাবেন।
বোরন স্প্রে করুন এবং মাটিতে সামান্য পরিমানে এমওপি মিশিয় দিন। পরিমিত পানি সেচ দিন।
ভাইয়া আমার লেবু গাছে ফুল আসছে এখন কি করা দরকার
প্রয়োজনমত পানিসেচ দিবেন তবে মাটি যেন সবসময় ভেজা না থাকে তা খেয়াল রাখুন। মিরাকুলান বা এ জাতীয় কোন পিজিআর সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন।
Vaia amr malta gache onk pipor hoyeche r sata sata tolar moto gache hoyeche piporer jonno ki korle pipra guno ar gache asbena janaben
গাছে সম্ভবত মিলিবাগ বা ছাত্রা পোকার আক্রমন হয়েছে। ভিডিওটি দেখে ব্যবস্থা নিন।
th-cam.com/video/8Ndm-f0aBUo/w-d-xo.html
ভাইয়া আমিও অপেক্ষা করছি আমার মালটা গাছে ধরবে।ইনসাআললাহ
ধন্যবাদ, জেনে ভাল লাগল।
@@greenroofgarden1983বছরে কতবার ফুল আসে । মালটা গাছে
@@THEBONGINFO সাধারনত দুইবার
ধন্যবাদ
♥
vai bari 1 malta fol e ki poisa cinho ta thake?????
জি. নীচের দিকে পয়সার মত গোল চিহ্ন থাকে। অনেকে সিকি মাল্টা বলে থাকেন।
Kal sakale dekhlm..malta gachher pata gulo pure jachhe, pata gulo satej noy...jhimochhe ...
Kindly ki korbo advice deben plz
ছাদে হলে অতিরিক্ত রোদ ও তাপে এমনটা হতে পারে। তাছাড়া মাটিতে পটাশিয়াম জাতীয় উপাদান কম-বেশি হলেও এমন হয়। তাপ ও রোদের কারনে হলে টবটি অপেক্ষাকৃত ছায়াযুক্ত ঠান্ডা স্থানে রাখুন, সম্ভব না হলে সকাল-বিকাল গাছে পানি স্প্রে করতে পারেন। যদিও বৃষ্টিপাত শুরু হলে ঠিক হয়ে যাবে। ধন্যবাদ
বরন সার কি এর পরিবর্তে অন্য কি দেয়া যায়??
বোরন সার সাদা পাউডার এর মত দেখতে প্যাকেটে পাওয়া যায়। এটি খুব সহজলভ্য। এর বিকল্প কিছু না খুজে এটি ব্যবহার করতে চেস্টা করুন।
গাছটি কী কলম করা
কলমের গাছ
Which type of malta is suitable to cultivate in pot/roo
বারি-১
1 bachor er akta gache katota ke khabar dete hobe . Please janabe .
নির্ভর করবে গাছ কোথায় লাগানো। সরাসরি মাটিতে নাকি টব বা ড্রামে।
Vai apnar balti ta koto litar
৩৫ লিটার
আনি ছাদ বাগান সম্পর্কে তেমন কিছু জানি না , কিছুদিন আগে আমি বাজার থেকে আানা মালটার বিচি থেকে চারা তৈরী করেছি , কীভাবে এটির যত্ন নিব ?
মাটির সাথে ভার্মি কমপোষ্ট, গোবর সার, কোকোডাস্ট, বালি মিশিয়ে ভাল ড্রেইনেজ ব্যবস্থা করে চারাটি ৮-১০" টবে লাগিয়ে ৭-৮ ঘন্টা রোদ থাকে এমন স্থানে রেখে দিন। পরিমিত পানি দিন এবং ১৫ -২০ দিন পর পর কিছুটা কমপোষ্ট সার মাটিতে মিশিয়ে দিবেন। দুই ববছর পর হাফ ড্রামে স্থানান্তর করুন। তবে একটি বিষয় মনে রাখতে হবে, বীজের চারায় বেশিরভাগ সময়ই কাঙ্খিত ফলন হয়না। ভাল ফলন পেতে ভাল জাতেন কলমের চারা লাগানো উচিত। ধন্যবাদ
@@greenroofgarden1983 ধন্যবাদ🫶
মাশা আল্লাহ
খুবই সুন্দর উপস্থাপন।
আমি আপনার সাবস্ক্রাইবার
আমার ছাদে চারটি মাল্টা গাছে
ফুল এসেছে, আগে ফুল ঝড়েছে এখন
গুটিগুলো প্রত্যেকদিন ঝরে পড়তেছে,
এই ব্যাপারে আমি একটি ভিডিও আপলোড করেছি, সেখানে বিস্তারিত
যত্ন বা পরি চর্চা সমন্ধে বলেছি, গুটি ঝরে পড়ার প্রতিকার সমন্ধে বললে আমি উপকৃত হবো।
পরিমিত পানিসেচ, পরিমিত পটাশ এবং বোরন সার প্রয়োগে আশা ককরা যযায় গুটি ঝড়া কমবে। প্রকৃত অর্থে ফুল থেকে অসংখ্য গুটি হলেও ২০-৩০% ফল হয়।
ভাইয়া আমি বুরুন সার কোথায় পাব?আমার কাছে পেকেট জৈব সার আছে। কি ভাবে বেবহ্যার করব বললেন নাত?
বোরন সার প্যাকেটে পাওয়া যায়। বড় নার্সারি, সার-বীজ ইত্যদির দোকানে পাবেন।
টবের অাকৃতি, গাছের সাইজ ও গাছের প্রয়োজনের উপর জৈবসারেরর পরিমান নির্ভর করবে। টবের কিনারার মাটি খুঁচিয়ে সার মিশিয়ে দিবেন।
Khub Bhalo hoyache. Gacher hight koto ? Akhon ke kono sar deben ?
গাছের উচ্চতা ৫ ফুটের মত। প্রতি ২০-২৫ দিন অন্তার সরিসার খৈলের তরল জৈবসার দিচ্ছি।
aita ki baro masi hoy?
না
@@greenroofgarden1983 kon mas e ful ase?
@@stsawon4987 সাধারনত ফেব্রুয়ারি মাসে ফুল আসে।
হাফ ড্রাম কোথায় পাবো? জানালে কৃতজ্ঞ থাকবো।
বিভিন্ন এলাকায় বিক্রির স্থান আছ। আমি মিরপুরে থাকি তাই আমার জানামতে মিরপুর-১, মিরপুর-১১, কাওরান বাজারে বিক্রি হয়। তাছাড়া বাগান বিষয়ক ফেইসবুক গ্রুপ ও অনলাইনেও বিক্রি হয়।
ভাইয়া আমার লেবু গাছের গুরায় পিপরা ধরেছে। কি করব এখন?
গাছের গোড়ায় পিপড়া থাকলে যেকোন কিটনাশক স্প্রে করলেই চলে যাবে। মাটিতে যদি পিপড়া বাসা তৈরী করে তাহলে সমপরিমান বরিক পাউডার ও চিনি ভালভাবে মিশিয়ে নিয়ে পানিদিয়ে পেষ্ট বা ছোট ছোট বল বানিয়ে গাছের গোড়ার কাছে রেখে দিন। সাথে সাথে পিপড়া মরবেনা তবে কয়েকদিনের মধ্যে সম্পূর্ন পিপড়া মরে যাবে।
বছরের কোন সময় ফল হয়?
জানুয়ারী-ফেব্রুয়ারি মাসে ফুল হয় ক্রমে গুটি ও ফল। আবহাওয়া ও পরিচর্যার তারতম্যের কারনে সময় কিছুটা আগে পরে হতে পারে।
@@greenroofgarden1983 ধন্যবাদ
ভাইয়া আমার একটা মালটা গাছ আছে সেটা ফুল হয় এবং ছোট ছোট গুটি ও হয় কিন্তু ঝরে পড়ে ।জৈব সার দিয়েছি 20 / 25 দিন আগে এখন দুই দিন আগে সবজি পচা পানি দিয়েছি কিন্ত আমার গাছের পাতা গুলো হলুদ হয়ে যাচ্ছে । কি করনিও ?
নিয়মিত বিরতিতে (১৫-২০ দিন পর পর) ১০০ গ্রাম হারে ভার্মি কমপোস্ট বা ট্রাইকো কমপোস্ট টবের কিনারার মাটির সাথে মিশিয়ে দিন। তিন মাস পর পর টবে ৫ গ্রাম বোরন মাটিতে মিশিয়ে দিবেন। গাছে ফুল আসতে শুরু করলে ১০-১৫ দিন পর পর ৫ গ্রাম পটাশ সার টবের কিনারার মাটিতে মিশিয়ে দিবেন। এবং ফল পাকা পর্যন্ত এভাবে দিতে থাকবেন। মাটি বেশি ভেজা রাখা যাবেনা। পোকামাকড় বা ছত্রাকের আক্রমন প্রতিরোধে মাসে একবার কীটনাশক ও ছত্রাকনাশক দিতে পারেন। ৭-৮ ঘন্টা রোদ থাকে এমন স্থানে গাছটি রাখুন।
Malta chara Dam Koto
গাছের সাইজ, জাত ও বিক্রেতাভেদে দাম ভিন্ন হবে। আপনার কাছাকাছি নার্সারিতে খোঁজ নিন।
কিছু দিন আগে আমি একটা মালটা গাছ এনে ২০" বালতিতে লাগিয়েছি । তাতে এখন অনেক নতুন শাখা বেরোচ্ছে । সেই সাথে গাছটির কলমের জায়গা থেকে ও দুটো ২" র মতো ডাল বেরিয়েছে । আচ্ছা, ওই ডাল থাকলে কি কোনো অসুবিধা আছে । একটু বলে দিলে খুব ভালো হয় ।
কলমের নীচের ডাল রাখা যাবেনা।
বাজারের কেনা মালটা থেকে বিজ গজানো চারা রোপণ করলে কি মালটা ধরবে...?
৩-৭ বছর লাগতে পারে। তাছারা ফল হলেও মাতৃগুন বজায় নাও থাকতে পারে।
গাছ টবে লাগানোর কতোদিন পর ফলের গুটি আসে দাদা?
কলমের গাছে ১-২ বছরেই ফুল ও গুটি হয়।
ধন্যবাদ দাদা।
@@niveditabasak1298 ♥
মালটা কি ভারতে চাষ করা যাবে।ধন্যবাদ
আবহাওয়ার উপযোগি জাত সংগ্রহ করতে পারলে নিশ্চই যাবে। বিশ্বস্ত নার্সারিতে বা সরকারী হার্টিকালচার সেন্টারে খোঁজ নিলে এ সম্পর্কে বিস্তারিত তথ্য, চারা ও সহায়তা পেতে পারেন।
Obviously
ভাইয়া,, আমি ৭দিন হলো একটা বারি১ মালটার চারা লাগালাম।। এখন কি করনীয়?
আপাতত অপেক্ষা
মালটা গাছ 20" বালতিতে করা যাবে ?
হাফ ড্রাম হলে ভাল হয়। বালতিতে লাগাতে চাইলে ৪০ লিটার বা তার চেয়ে বড় বালতি নিন।
@@greenroofgarden1983 আমার মালটা গাছ গতকাল আনানো হয়ে গেছে । এই মুহুর্তে 20" র বড়ো জায়গা নেই । আপাতত কি আমি তাতে রাখতে পারি ? পরে পাল্টানো যাবে ?
@@kuntalasen9446 বছর খানেক এটাতে রাখতে পারেন। পরে পাল্টে নিলেই হবে।
@@greenroofgarden1983 অনেক ধন্যবাদ ।
@@greenroofgarden1983 আমি কি আমার মালটা গাছটা এখন আর একটু বড় জায়গায় পাল্টাতে পারি ? এখনকার গামলাটা ওপরের ব্যাস হচ্ছে ২৪" আর ওপর থেকে নীচে হচ্ছে ১৫" ।
হা দাদা মাল্টা গাছে কাঁটা হয়?
কোন কোন জাতের মাল্টা গাছে কাঁটা থাকলেও বেশির ভাগ জাতের মাল্টা গাছে কাঁটা থাকেনা।
Vaia gaster dam koto.
আমিতো ছোট চারা কিনেছিলাম। অনেক ধরনের চারা কিনেছিলাম দাম মনে পরছেনা।
আমার মাল্টা গুলো বড় হচ্ছে না। দেড় মাস ধরে একই রকম আছে। আনেক ফল আসছে কি করব।
পরিমিত মাত্রায় পটাশিয়াম জাতীয় সার ও বোরন প্রয়োগ করুন।
দাম কত
গাছের সাইজ, বিক্রেতা ও এলাকা ভেদে দাম ভিন্ন হয়। কাজেই কাছাকাছি নার্সারী থেকে সঠিক দাম জানার অনুরোধ রইল।
কনিষ্ঠ
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, তবে বোধগম্য নয়।