পাবনা জেলার নামকরণের ইতিহাস।৬৪ জেলার নামকরণের ইতিহাস পর্ব-২৮।পাবনা জেলা। Naming history of Pabna.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • প্রত্নতাত্ত্বিক কানিংহাম অনুমান করেন, প্রাচীন রাজ্য পুন্ড্র বা পুন্ড্রবর্ধনের নাম থেকে, পাবনা নামের উদ্ভব হয়ে থাকতে পারে। পৌন্ড্রবর্ধনের জনপদ গঙ্গার উত্তর দিকে অবস্থিত ছিল। চলতি ভাষায় পুন্ড্রুবর্ধন থেকে পৌন্ড্রবর্ধন, বা পোনবর্ধন থেকে পোবাবর্ধনরূপে, উচ্চারিত হতে হতে ‘পাবনা’ হয়েছে।
     কয়েকজন ইতিহাসবিদ মনে করেন-‘পাবনা’ নাম এসেছে ‘পদুম্বা’ থেকে। কালক্রমে পদুম্বাই স্বরসঙ্গতি রক্ষা করতে গিয়ে, বা শব্দগত অন্য ব্যুৎপত্তি হয়ে ‘পাবনা’ হয়েছে। ‘পদুম্বা’ জনপদের প্রথম সাক্ষাৎ মেলে খ্রিস্টীয় একাদশ শতকে, পাল নৃপতি রামপালের শাসনকালে। ইতিহাসে উল্লেখ আছে, রামপাল বেদখরাজ্য বরেন্দ্র কৈবর্ত শাসকদের কাছ থেকে, পুনরুদ্ধারের জন্য ১৪ জন সাহায্যকারীর, শরণাপন্ন হয়েছিলেন। তাদেরই একজন ছিলেন পদুম্বার সোম নামক, জনৈক সামন্ত।
     এক কিংবদন্তির মতে- গঙ্গার পাবনী নামের একটি নদীর, মিলিত স্রোতধারার নামানুসারে ‘পাবনা’ নামের উৎপত্তি হয়েছে, এসম্পর্ রাধা রমন সাহা তার ‘পাবনা জেলার ইতিহাস’ গ্রন্থে উল্লেখ করেছেন।
     অপর একটি সূত্রে জানা যায় ‘পাবন’ বা ‘পাবনা’ নামের একজন দস্যুর আড্ডাস্থল থেকেই, একসময় ‘পাবনা’ নামের উদ্ভব হয়েছে।
     অনেকের মতে- ফরাসি শব্দ ‘পানবহ’ যার অভিধানিক অর্থ হল তুলা বা তুলাজাত দ্রব্য।
    প্রাচীনকাল থেকেই এ অঞ্চলে অসংখ্য তাঁতীর বসবাস ছিল। এই সব তাঁতীরা তুলা বা তুলাজাত দ্রব্য থেকে, কাগজ তৈরী করত। এই জাতিবাচক শব্দ ‘পানবহ’ থেকে পাবনা শব্দের উৎপত্তি ঘটেছে বলে মনে করা হয়।
     আবার কেউ কেউ বলেন, পুন্ড্রবর্ধনের বংশধর, রাজা জয়বর্ধনের আমলে পাবনা শহরের, পাঁচ মাথা দুর্গামন্দির, তথা বর্তমানে সোনাপট্রির স্থানে, পান্ডবভূমির একটি সাব-কাচারী বাড়ি ছিল। তখনকার সময় পান্ডব প্রশাসনের বৈঠকখানা কেন্দ্রীক, একটি জনপদ গড়ে উঠেছিল, সেই জনপদটির নামকরণ হয় পান্ডবখানা। উচ্চারণের সুবিধার্থে কালক্রমে `পান্ডবখানা` শব্দ থেকে ‘ন্ড’ এবং ‘খা’ বর্ণগুলো লোপ পেয়ে, কালের বিবর্তনে ‘পাবনা’য় রূপান্তর হয়।
     পাবনা জেলার ইতিহাস থেকে জানা যায়- ১৭৯০ সাল অবধি, বর্তমান পাবনার বেশীরভাগ অংশ, রাজশাহী জেলার একটি থানা হিসাবে ছিল। পরর্বতীতে ১৮২৮ সালের ১৬ অক্টোবর, পাবনাকে জেলা হিসেবে ঘোষণা করা হয়।
    #History & Traditions #History#Traditions#Traditions & History

ความคิดเห็น •