কলিজা টা ফেটে গেল, ওনার ছাত্রদের মধ্যে অনেকেই আছেন, যার একটু সদিচ্ছা এই মহান মানুষ টির শেষ দিন গুলো একটু সুন্দর করতে পারে। আফসোস আমরা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ছূটতে গিয়ে মানুষ হতেই ভুলে গেছি।
মেধাবী মানুষ সন্দেহ নেই । ২৭ বছর বয়সে হাইস্কুলের প্রধান শিক্ষক হওয়া চাট্টিখানি কথা নয়। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর সুব্যবস্থা করবেন এ কামনা করছি। তাঁর জন্য দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ পাক উনাকে হেফাজত করুন।
লাখো ধন্যবাদ সময় টিভির সাংবাদিক জুম্মন সাদিক ভাইকে ৷ স্যারকে যথাযথ সম্মানের সহিত উনার সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি🙏
একজন মানুষ গড়ার কারিগর.ও মানবতার প্রতীক কে নিউজে তূলে ধরার জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ,আমি মনে করি এই মানুষ গড়ার কারিগর উনার পাশে আপনারা মানবতার হাত বাড়িয়ে দিন,শুভ কামনা রইলো
এই আবুল জেলা প্রশাসক এবং হাসিনা ও তার উচ্চ পদস্থ থাকা চামচারা কি বাল ছিড়ার জন্য বসে আছে এমনো আছে কলেজে না গিয়ে মাসিক বেতন পাচ্ছে ঠিকই 'মাত্র দুজন ছাত্রী পুরো স্কুল জুড়ে অথচ শিক্ষক রয়েছে ১০ জন তারা বছরের পর বছর বেতন খাচ্ছে 'এরকম কত নজির নিবি 'আর বলছিস শুধু তার ছাত্রের দায়িত্ব যেমন সরকার তেমনি দেশের জনগন পাগল চৌদা ?
আমাদের দেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না। ঢাবির ২২ এ খ বিভাগের পরীক্ষায় যে ফার্স্ট হইছে, তার কাহিনী দেখেন নাই? টাকার কাছে নিজের শিক্ষকের মর্যাদা বিক্রি করে দিচ্ছে।
এত ছাত্র এত মানুষ এই হতভাগা মানুষটির কি কেউ নেই উনার ছাত্ররা সবাই মিলে উনাকে দেখলেই তো সকল সমস্যার সমাধান হয়ে যায় শিক্ষক তো পিতৃতুল্য। ধন্যবাদ সাংবাদিক ভাইকে এই অসহায় মানুষটির সংবাদ পরিবেশন এর জন্য।
তিনি যে বিদ্যালয় গুলোতে শিক্ষক হিসাবে ছিলেন তার সকল শিক্ষার্থী যদি ১হাজার করেও টাকা দিতো কয়েক লক্ষ টাকা অনুদান উঠতো। কারন এক বিদ্যালয়েই সব ব্যাচ মিলে কয়েক শত শিক্ষার্থী থাকার কথা। এসব দেখে তার শিক্ষার্থীদের লজ্জা হওয়া দরকার।
এই পরিণতি দেখে আমাদেরকে এখনই শিক্ষা নেওয়া দরকার আমাদেরও একদিন একই রকম পরিণতি হতে পারে তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে চলি এবং আল্লাহ কথা অনুসরণ করে শেষ বয়সের কথা ভেবে ভালোভাবে চলার চেষ্টা করি
খুব মর্মাহত হলাম।এ ধরনের একজন মহান পেশার মানুষের করুন অবস্থা আমাদের সমাজের চরম অবক্ষয়ের নিদর্শন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তিনিই একমাত্র সমগ্র মখলুকাতের আশ্রয় ও রিজিক দাতা। প্রশাসন একজন অসহায় শিক্ষকের প্রতি এগিয়ে এসেছেন। এজন্য প্রশাসনের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের হেফাজত করুন। আমীন।
আল্লাহ এটা দেখার চেয়ে মরে যাওয়া ভালো না জানি কতো চাএ তার দারায় মানুষ হয়ে বড় যায়গাতে বসে আছে কে জানে আল্লাহ তাকে ভালো জিবনে পিরে আশার তফিক দিন আমিন....!!
ধন্যবাদ সময় টিভি কে এরকম প্রতিবেদন প্রকাশ করার জন্য ♥️ সেই সাথে ওনার সকল ছাত্র ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানাই। আমরা কতটুকু নিছে নেমে গেছি এই ঘটনা তার প্রমাণ বহন করে
কিছুদিন আগে বাসায় একজন শিক্ষক ও তার একটা ছোট মেয়ে এসে বলল আমি একজন শিক্ষক দূর্ঘটনায় হাত পা চলে গেছে।যা পারেন সাহায্য করেন।আফসোস টাকা ছিলো না বাসায় কেউ ছিলো না তাই কিছুই করতে পারি নি তাদের জন্য।তারা চলে যাওয়ার পর খুব কান্না করছি।তারপর আজ চোখে পানি চলে এলো।প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আর কোনো মানুষ গড়ার কারিগর যেনো এভাবে মানবেতর জীবনযাপন না করে🙏🙏
চোখে পানি চোলে এলো আমার বাবা ও একজন হাই স্কুলের শিক্ষক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন শে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পথে চলতে পারে এবং আমরা তিন ভাই বোন যেন মা, বাবা কে ভালো রাখতে পারি।
ওনা কে মশা মাছি যে ভাবে ঘিরে রাখছে, মনে হয় ওনি মরে গেছে🥺 আয়রে জীবন রে, হায়রে খোদা🙏 সবচেয়ে বড় কথা হলো ওনি একজন বাবা। আবাসনের ব্যবস্থা করে দেওয়ায় ধন্যবাদ প্রশাসন কে❤️ বিশেষ ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে
তার তো অনেক ছাত্র আছে তারা কি সবাই মিলে পারেনা এমন একজন শিক্ষেককে সাহায্য করতে। একজন প্রধান শিক্ষক হিসেবে খবরটি দেখার পর থেকে নিজেকে বড় অসহায় লাগছে। চিৎকার করে কাঁদতে পারলে হয়তো মনটা হালকা হতো।মহান আল্লাহ তার হেফাজত করুন।
আমার বাবাও মৃত্যুর আগে ওনার মতো শুয়ে থাকতো। ওনার মতোই জরাজীর্ণ দেহটা ছিলো। শেষ সময়ে কিছু খেতে পারতো না। বাবাতো গত হয়ে গেলেন, এখন আল্লাহ তায়ালা যাতে ওনাকে সুস্থ সবল রাখেন
ওনার প্রাক্তন ছাত্রছাত্রীরা আজ হয়তো অনেকে অনেক ভালো পজিশনে আছে তারা এগিয়ে আসলে এই মানুষ গড়ার কারিগরকে এতো কষ্ট করতে হয়না।।।
Agree
alright
একদম ঠিক বলেছেন।
আমার মনের কথা বলছেন।
পূর্বের কথা মানুষ ভুলে যায়
কলিজা টা ফেটে গেল, ওনার ছাত্রদের মধ্যে অনেকেই আছেন, যার একটু সদিচ্ছা এই মহান মানুষ টির শেষ দিন গুলো একটু সুন্দর করতে পারে। আফসোস আমরা প্রতিষ্ঠিত হওয়ার পেছনে ছূটতে গিয়ে মানুষ হতেই ভুলে গেছি।
মেধাবী মানুষ সন্দেহ নেই । ২৭ বছর বয়সে হাইস্কুলের প্রধান শিক্ষক হওয়া চাট্টিখানি কথা নয়। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁর সুব্যবস্থা করবেন এ কামনা করছি। তাঁর জন্য দোয়া ও শুভকামনা রইল। মহান আল্লাহ পাক উনাকে হেফাজত করুন।
লাখো ধন্যবাদ সময় টিভির সাংবাদিক জুম্মন সাদিক ভাইকে ৷ স্যারকে যথাযথ সম্মানের সহিত উনার সুচিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি🙏
আফসোস, ওখানকার তার স্টুডেন্টের চোখে পড়ে না এগুলো। জাতির জন্য অশনি সংকেত।কেউ কি নেই তার পাশে দাড়ানোর?
সাংবাদিক ভাইকে ধন্যবাদ, মানবিক নিউজ করার জন্য, এরকম আরো নিউজ চাই, তাহলে প্রশাসন ও সাধারন মানুষ এগিয়ে আসবে।
আমার বাবাও একজন শিক্ষক ছিলেন।। দেখে খুবই কষ্ট লাগলো।। শিক্ষক এর চেয়ে মহান পেশা আর কোন পেশা নেই পৃথিবীতে।।
একজন শিক্ষক এভাবে পড়ে আছে,এটা আমাদের জন্য লজ্জাজনক। জাতি হিসেবে আমারা লজ্জিত।
Absolutely right 👌
তুমি কি কিছু করেছ নাকি এমনিই লজ্জিত? আগে নিজে য়াও?
👍👍
Tik bolsan amra Valo kisu sikta party nai
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা যে আমাদের এত সুখে রেখেছেন। আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুক। আমিন।
আল্লাহ স্যারকে সুস্থ করে দিন।
Amin
স্যারের খবরতো রাখেননি এত দিন
@@sohelmusicstation9039 স্যার কে চিনলে খবর রাখতাম।খবরে এসেছে তাই খবর রাখলাম।
Ameen
ওনার মতো মানুষের জন্য যে ব্যক্তি এগিয়ে এসেছেন উনাকে ধন্যবাদ
প্রতি দিন কারো বাড়িতে গেলে সম্মান কমে যায়। আর প্রতি দিন আল্লাহর ঘর মসজিদে গেলে সম্মান বেড়ে যায়🤲
সুবহানাআল্লাহ,,,
Jei massage ta dln ta nischoi valo tobe jayga ta bujhe thik comment koren
ধুর হ্,
আবাল
Dhormo ke use kore like nen. Shei buker pata. Nije koibar Allah er ghore Jan?
ফাইজলামির আর জায়গা পাওনা ফালতু কোথাকার 🌚🌚
সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই বৃদ্ধ ভালো মানুষ ছিলো
শিক্ষিত জাতি হিসাবে আমরা লজ্জিত🥀😓😔😔
right
পাপ করলে পাপের ফল ভোগ করতে হবেই।
সরি, আমাদের লজ্জা বলতে কিছু নেই।।
আসলেই কী আমরা শিক্ষিত জাতি
শিক্ষিত হলেই কি শিক্ষিত জাতি হয়নাকি
বাংলাদেশের ৮০ % শিক্ষিত মানুষ গুলাই
মনে প্রাণে অশিক্ষিত আর এরাই বেশির ভাগ পরিবারের মুরুব্বি দের দেখতে চাইনা
ধিক্কার জানাই এই সমাজকে, যারা গুণী মানুষকে যথাযথ সম্মান দেখাতে পারে না😞
hmm😓😔
যখন কেউ নেই তখনতো রাষ্ট্রের থাকার কথা উনার পাশে। রাষ্ট্র কি তার দায়িত্ব পালন করছে? ভাল থাকুক জাতি গড়ার কারিগররা।🙏❤️
ওনার এমন করুন দশা দেখে চোখে জল চলে আসলো, এনাকে ভালো স্হানে রাখা হোক, এনার পাশে ভালো মানুষেরা থাকবে এই কামনা করছি।
একজন মানুষ গড়ার কারিগর.ও মানবতার প্রতীক কে নিউজে তূলে ধরার জন্য আপনাদের কে অসংখ্য ধন্যবাদ,আমি মনে করি এই মানুষ গড়ার কারিগর উনার পাশে আপনারা মানবতার হাত বাড়িয়ে দিন,শুভ কামনা রইলো
আল্লাহ জনাব কে পরিপূর্ণ ভাবে হেফাজত করুন আমিন
কেউ ওনার দায়িত্ব না নিলেও ওনার এক্স স্টুডেন্টদের উচিৎ তাদের শিক্ষকের পাশে দাঁড়ানো।
Absolutely right.
এই আবুল জেলা প্রশাসক এবং হাসিনা ও তার উচ্চ পদস্থ থাকা চামচারা কি বাল ছিড়ার জন্য বসে আছে এমনো আছে কলেজে না গিয়ে মাসিক বেতন পাচ্ছে ঠিকই 'মাত্র দুজন ছাত্রী পুরো স্কুল জুড়ে অথচ শিক্ষক রয়েছে ১০ জন তারা বছরের পর বছর বেতন খাচ্ছে 'এরকম কত নজির নিবি 'আর বলছিস শুধু তার ছাত্রের দায়িত্ব যেমন সরকার তেমনি দেশের জনগন পাগল চৌদা ?
শিক্ষক-স্টুডেন্ট কখনো এক্স হয়না ভাই।
আমাদের দেশের প্রেক্ষাপটে এটা সম্ভব না।
ঢাবির ২২ এ খ বিভাগের পরীক্ষায় যে ফার্স্ট হইছে, তার কাহিনী দেখেন নাই?
টাকার কাছে নিজের শিক্ষকের মর্যাদা বিক্রি করে দিচ্ছে।
Kno vai manus hisab a ar akta manus ar daiyato nite pare na kw sudhu onar old student ar diyato?
সাংবাদিক ভাইকে অসংখ্য ধন্যবাদ। একজন শিক্ষিত মানুষের অসহায়ত্বের কথা তুলে ধরার জন্য। আশা করি সংশ্লিষ্ট কতৃপক্ষ ওনার জন্য মানবিক সহযোগিতা করবেন।
আমাদের উচিত সবাইকে প্রকৃত শিক্ষিত বানানো,সৎ বুদ্ধি দেওয়া, নৈতিকতা শেখানো
আমরা লজ্জ্বিত আজ,একজন শিক্ষক আজ যাত্রীছাউনি ঘুমাই নিজেদের খুব কষ্ট লাগে শিক্ষকের এই রকম অবস্থা দেখলে 😢😢😢😢😢😢😢
এতো মানুষের ভিড়ে একটা মানুষ পথে ঘাটে পরে থাকে কারো চোখে পড়ে না? কেমন আত্মীয় স্বজন একজন মানুষকে আগলে রাখার ক্ষমতা নেই 😥।
Mukhe bola shohoj bashtob kothin. Nejar selemeyera jekhane dekhena r attio shomoy hole shobai thik pay
এত ছাত্র এত মানুষ এই হতভাগা মানুষটির কি কেউ নেই উনার ছাত্ররা সবাই মিলে উনাকে দেখলেই তো সকল সমস্যার সমাধান হয়ে যায় শিক্ষক তো পিতৃতুল্য। ধন্যবাদ সাংবাদিক ভাইকে এই অসহায় মানুষটির সংবাদ পরিবেশন এর জন্য।
কোথাই মানুষ গরতে পেরেছেন।তিনি কাওকে যদি গরতেই পারতেন অবশ্যই একজন মানুষ উনার জন্য এগিয়ে আসতেন।আমরা মানুষ জাতি হিসেবে লজ্জীত।
শিক্ষক শিক্ষকতাই করা ভালো... রাজনীতি না, আল্লাহ আপনার সহায় হোন। ভালো থাকুন হে মানুষ গড়ার কারিগর
আপনাদের মতো মানুষের মন্তব্যর কারনেই। ভালো মানুষ গুলো রাজনীতি থেকে দূরে সরে গেছে।বর্তমানে রাজনীতি অবস্থা এই জন্য এমন।
এই খানে...
রাজনীতি কি করল...??
হ্যা আপনার মতে, অশিক্ষিত ও খারাপ মানুষেরাই শুধু রাজনীতি করবে😡 তাইতো আমাদের এই অবস্থা।
এরথেকে সিখার অনেক কিছি আছপ
You are wrong.
প্রকৃত শিক্ষার মূল্য এ দেশে পাওয়া খুবই কঠিন
কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলেছি, একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর। তার এই অবস্থা দেখে খুবই কষ্ট পেলাম।
এমন এমন কিছু সামনে আনাই একজন সাংবাদিকদের নৈইতিক দাইত্তো।ধন্যবাদ
তিনি যে বিদ্যালয় গুলোতে শিক্ষক হিসাবে ছিলেন তার সকল শিক্ষার্থী যদি ১হাজার করেও টাকা দিতো কয়েক লক্ষ টাকা অনুদান উঠতো। কারন এক বিদ্যালয়েই সব ব্যাচ মিলে কয়েক শত শিক্ষার্থী থাকার কথা। এসব দেখে তার শিক্ষার্থীদের লজ্জা হওয়া দরকার।
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”
আফসোস এ জাতির জন্য যা আসল সোনা চিনতে পারে নি🙂🥀
একটা ভালো শিক্ষা হলো একটা ভালো ভবিষ্যত এর মূল ভিত্তি।সততা হ'ল সেরা নীতি। আমি যদি আমার সম্মান হারিয়ে ফেলি, তাহলে আমি নিজেকেই হারিয়ে ফেলবো।"
উনার স্বৃতিশক্তি তো এখনো অনেক ভালো!!! মা শা আল্লাহ!! উনার মানসিক অবস্থা তো সম্পূর্ণই সুস্থ!!!
আল্লাহ তাকে মাফ ও হেপাযত করুন আমিন।
সাংবাদিক সাদিক ভাই কে অন্তর থেকে ধন্যবাদ ♥️♥️ ধন্যবাদ ভাই। কিছু সাংবাদিক এর জন্য মন থেকে দোয়া আসে
আমাদের দেশের গৌরব এই সব মানুষ আল্লাহ এনাকে সুস্থতা দান করুক
সাবেক ছাত্রদের এগিয়ে আসা উচিৎ
কি লিখব ভাষা খুঁজে পাচ্ছিনা হে আল্লাহ তুমি থাকে একজন ভাল মানুষের হাতে তুলে দাও যেন মরনের আগ পরযন্ত ওনার সেবা করতে পারে
যাএী ছাউনিতে খালি গায়ের পরে থাকলেও তিনি আমাদের শিক্ষক।আৃামাদের সোনার বার।আামি তাকে কিছু দিতে না পারলেও তার চরণের আমার সালাম রইল।
এই পরিণতি দেখে আমাদেরকে এখনই শিক্ষা নেওয়া দরকার আমাদেরও একদিন একই রকম পরিণতি হতে পারে তাই আসুন আমরা সবাই আল্লাহর পথে চলি এবং আল্লাহ কথা অনুসরণ করে শেষ বয়সের কথা ভেবে ভালোভাবে চলার চেষ্টা করি
অসংখ্য ধন্যবাদ ভাই।অাপনিই যথার্থ বলেছেন।
ধন্যবাদ সময় টিভি সাংবাদিক ভাইকে আমাদের শিক্ষিত জাতির বিবেককে নাড়া দেয়ার জন্য বোঝানোর জন্য।
ঈশ্বর যেন স্যারকে সুস্থ করে তুলে🙏🙏🙏
খবরটা দেখে কান্না করলাম।
একজন গুণী মানুষের উত্তম ঠাঁই চাই।
আল্লাহ্ তুমি রহমত করে এই শিক্ষক কে সবাই সহযোগিতা করলেই ইনসাআল্লাহ্ ভালো হবে।
ওনি যাদেরকে শিক্ষা দিয়েছে আজ তাদের এগিয়ে আসাই শিক্ষক ছাএর ভালোবাসা।
বাংলাদেশের শিক্ষিতরা আজ ঘৃণিত😭
ঠিক বলেছেন ভাই আগে আমরা ইস্কুলের স্যার কে দেখলে পালাতাম বর্তমানে ছেলে মেয়েরা কোনো দাম নেই
প্রাণ হীন শিক্ষা য় শিক্ষিত যারা তারা সারা বিশ্বেই ঘৃণিত।
আল্লাহ পাক আপনি এই স্কুল শিক্ষাকের ওপর রহমত নাযিল করুন।
ইস্কুল জীবনের বন্ধু কখনো হারিয়ে যায় না। প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু পরিস্থিতিতে বন্ধুর পাশে থাকা। দারুন ছিল এপিসোডটা 🥰❤️🥀
খুব মর্মাহত হলাম।এ ধরনের একজন মহান পেশার মানুষের করুন অবস্থা আমাদের সমাজের চরম অবক্ষয়ের নিদর্শন।
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। তিনিই একমাত্র সমগ্র মখলুকাতের আশ্রয় ও রিজিক দাতা।
প্রশাসন একজন অসহায় শিক্ষকের প্রতি এগিয়ে এসেছেন। এজন্য প্রশাসনের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ।
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের হেফাজত করুন। আমীন।
যে দেশে শিক্ষকের মর্যাদা নেই সেখানে সু-শিক্ষার মান কতটা কলুষিত তা সহজেই অনুমেয়।
স্যার আপনাকে প্রনাম। যারা অপনার কদর বোঝে, তারাই আপনার পাশে থাকবে বলে আমি বিশ্বাস করি।
"জীবন থেকে কিছু হারিয়ে গেলে ,
...সেটা নিয়ে আফসোস করোনা,
"এটা জানবে, তার পরিবর্তে ,
... ভালো কিছু তোমার জন্য,
"অপেক্ষা করে আছে!...🙂
এটাই হলো এই জাতির লজ্জা
আহারে জীবন.... এটাই বাস্তবতা
যারা আজীবন দিয়ে যায় তারাই একটা সময় এমন পরিনতি হয়...
শিক্ষা জাতির মেরুদণ্ড । না। পয়সা জাতির মেরুদণ্ড । আল্লাহ তুমি বাংলার মানুষকে হেফাজত করও।
মহান আল্লাহ্ এমন কষ্টের জীবন তুমি কাউকে দিও না তুমি তো রহিমও রহমান আল্লাহ্
বড়ই দুঃখজনক ব্যাপার শিক্ষকের গৃহের ব্যবস্থা করে দেওয়া হোক সাহায্যের হাত বাড়ানো হোক
আল্লাহ এটা দেখার চেয়ে মরে যাওয়া ভালো না জানি কতো চাএ তার দারায় মানুষ হয়ে বড় যায়গাতে বসে আছে কে জানে
আল্লাহ তাকে ভালো জিবনে পিরে আশার তফিক দিন আমিন....!!
সামাজিকভাবে এই রকম পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত
আল্লাহ ওনাকে সুস্ত তাদানকরুনআমিন
No word.... speechless....amra kotota niche jacchi....ei lojja unar sontaner...ei lojja unar paribarer...ei lojja unar students er...ei lojja unar relative er...ei lojja sokol Bangali jatir...emn sikkha r samajik bebostha k kothin ninda janai...karon amra toh manush e hote parlam na ..
হায় রে জীবন
সারা জীবন দিয়েই গেলেন
কিছু পেলেন না।
স্যারের ছাত্রছাত্রী গুলা কই
সবাই এগিয়ে আসলে স্যারের জীবনটার একটু ভালো কাটবে
রাইট
@@pavel6932 হুম ভাই♥
আল্লাহ তুমি কতো কিছু করতে পারো মানুষকে। হে আল্লাহ তুমি আমার ফাহিনুর টা আমার করে দিও। আল্লাহ গো। আমার স্বপ্ন টা তুমি ছাড়া কেউ পারবে। পুরন করতে
লাখো সালাম সাংবাদিক ভাইকে
এটা তার ছাএ ছাএীদের সর্ব প্রথম এগিয়ে আসা উচিৎ ছিলো
৬৩ বছরেও যিনি একবার ও মিথ্যা কথা বলেননি তিনি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা:) 😊😊😊😊😊😊😊
শিক্ষকের ব্যাপারে কোন আলাপ নাই। ফালতু কথার জায়গা পায়না 😏😏😅😂🤣
দোয়া করি আল্লাহ যেন ওনার জন্য ভালো একটা আশ্রয়ের ব্যবস্থা করে দেয় এবং ভালোভাবে বাঁচতে পারে
দুঃখিত স্যার।আমরা লজ্জিত।😭😭
ধন্যবাদ সময় টিভি কে এরকম প্রতিবেদন প্রকাশ করার জন্য ♥️ সেই সাথে ওনার সকল ছাত্র ছাত্রীদের এগিয়ে আসার আহ্বান জানাই। আমরা কতটুকু নিছে নেমে গেছি এই ঘটনা তার প্রমাণ বহন করে
আলেম-উলামা যত বিদ্ধ হয় তাদের সম্মান ততই বৃদ্ধি পায়
ওনার ছাত্ররা দেখে থাকলে অবশ্যই সাহায্য এগিয়ে আসবেন🙏🙏🙏
কিছুদিন আগে বাসায় একজন শিক্ষক ও তার একটা ছোট মেয়ে এসে বলল আমি একজন শিক্ষক দূর্ঘটনায় হাত পা চলে গেছে।যা পারেন সাহায্য করেন।আফসোস টাকা ছিলো না বাসায় কেউ ছিলো না তাই কিছুই করতে পারি নি তাদের জন্য।তারা চলে যাওয়ার পর খুব কান্না করছি।তারপর আজ চোখে পানি চলে এলো।প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আর কোনো মানুষ গড়ার কারিগর যেনো এভাবে মানবেতর জীবনযাপন না করে🙏🙏
সবই মহান আল্লাহর ইচ্ছা, আল্লাহ কাকে কি করেন,তা কেউ বলতে পারেন না,😔
ভালো মানুষের এই পৃথিবীতে কোনো দাম নাই 😔
হ্যা আল্লাহ কেন ভালো মানুষের দুঃখের শেষ নেয়।
যদি কোনো আলেম হতেন তবে মানুষের কাছে সম্মান পেত।।
সব জায়গায় খুঁচা মারিস??
খা*ন*কির পোলা? আলেম শব্দের অর্থ জানিস?
মুর্খ তুমি হে বাংলার সন্তান।
@@imrulkayes538 তুমি মনে হয় যাকাত ফেতরা খাওয়া উর্দু মৌলবি? কেননা তোমরাই মানুষ কে মুর্খ বলে থাকো।
চোখে পানি চোলে এলো আমার বাবা ও একজন হাই স্কুলের শিক্ষক সবাই আমার বাবার জন্য দোয়া করবেন শে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর পথে চলতে পারে এবং আমরা তিন ভাই বোন যেন মা, বাবা কে ভালো রাখতে পারি।
হাইরে জীবন 😔😔
কখন যে কার জীবনের ভরাডুবি হয় কেউ বলতে পারেনা। 😌😌
মানবিক শওকত ভাইয়ের টিমের দৃষ্টি আকর্ষণ করছি।
ওনা কে মশা মাছি যে ভাবে ঘিরে রাখছে, মনে হয় ওনি মরে গেছে🥺 আয়রে জীবন রে, হায়রে খোদা🙏 সবচেয়ে বড় কথা হলো ওনি একজন বাবা। আবাসনের ব্যবস্থা করে দেওয়ায় ধন্যবাদ প্রশাসন কে❤️ বিশেষ ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইকে
উনার প্রাক্তন ছাত্রছাত্রীরা কোথায়?
হে আল্লাহ আপনি মহান এবং করুণাময় কাকে কোথায় রাখবেন তা আপনি জানেন আপনি ছাড়া আর কেউ নেই আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আমিন
এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।এ জাতির জন্য।
মনটা খারাপ হয়ে গেল!!!
পৃথিবীর বাস্তবতা বড় কঠিন!
এর ছাএরা কোথায় তিন ইস্কুলের লখখ লখখ ছাএ এঁরা কিকরে ।
ওনার প্রাক্তন ছাত্র ছাত্রি দের এগিয়ে আসার আহবান জানাই
বিষয়টা লজ্জার, একটা মানুষের থাকার জায়গা হয়নি। এতো আত্নীয় থেকে লাভ কী?
একজন শিহ্মক হল সম্মানিত ব্যক্তি আর আমাদের দেশে এভাবেই সম্ম্নি ব্যক্তিদের সম্মান করা হয়
এসব লোকদের রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত।
স্যারকে আমি সেলোট জানাই, আমাদের সকলের উচিত তার পাশে দাড়ানো
সাংবাদিক সাহেব কে অসংখ্য দোয়া ও ভালোবাসা
কি কষ্ট! আল্লাহ তৌফিক দাও এই মানুষগুলোর জন্য কিছু করার। সকলেই এগিয়ে আসুন।
আমীন।
এইরকম একটা মানবিক নিউজ করার জন্য অনেক ধন্যবাদ সময় টিভি কে।
ওনার প্রাক্তন ছাত্র দের এগিয়ে আসা উচিৎ ।
তার তো অনেক ছাত্র আছে তারা কি সবাই মিলে পারেনা এমন একজন শিক্ষেককে সাহায্য করতে। একজন প্রধান শিক্ষক হিসেবে খবরটি দেখার পর থেকে নিজেকে বড় অসহায় লাগছে। চিৎকার করে কাঁদতে পারলে হয়তো মনটা হালকা হতো।মহান আল্লাহ তার হেফাজত করুন।
হেড মাষ্টার স্যারের সব ছাত্রদের উচিত এই শ্রদ্ধেয় স্যারের পাশে দাঁড়ানো
স্যারের অসহায়ত্বে বিত্তবান সুধীজনদের কৃপা কামনা করছি।
স্যারের জন্য অবশ্যই রাষ্ট্র কর্তৃক ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।
আল্লাহ নিশ্চয়ই উত্তম হেফাজত কারী।
কিছু বলার বাষা নাই স্যার দেশ আপনাকে সম্মান না দিলে ও আল্লাহ আপনাকে অনেক সম্মান দিবে আমিন
আমার বাবাও মৃত্যুর আগে ওনার মতো শুয়ে থাকতো। ওনার মতোই জরাজীর্ণ দেহটা ছিলো। শেষ সময়ে কিছু খেতে পারতো না। বাবাতো গত হয়ে গেলেন, এখন আল্লাহ তায়ালা যাতে ওনাকে সুস্থ সবল রাখেন