রিয়াজুল জান্নাতে প্রবেশের নিয়ম।How to register Nusuk app|madina|Riaz ul jannah entry masjid Nabawi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2024
  • মদিনায় কোথায় রিয়াজুল জান্নাহ?
    রিয়াজুল জান্নাতে ঢুকার নিয়ম।
    কিভাবে রিয়াজুল জান্নাতে ঢুকবো।
    রিয়াজুল জান্নাতে ঢুকার গেট।
    কোন এপ দিয়ে রিয়াজুল জান্নাতে ঢুকবো।
    মদিনা।
    মহানবী হযরত মোহাম্মদ (স:)এর রওজামোবারক।
    মদিনা মনোয়ারা।
    মক্কা থেকে মদিনা।
    মক্কা থেকে মদিনার দুরত্ব।
    মদিনা দেখতে কেমন।
    মদিনাবাসী কেমন মানুষ।
    মদিনায় গিয়ে করা উত্তম।
    কেন রিয়াজুল জান্নাতে ঢুকতে হয়।
    রিয়াজুল জান্নাতে কি আছে।
    যে কারণে রিয়াজুল জান্নাতে ঢুকা যায় না।
    রিয়াজুল জান্নাত কি?
    রিয়াজুল জান্নাতের ভিতর।
    মদিনার ভিতর কেমন।
    মদিনা দেখতে কেমন সুন্দর।
    মদিনায় কি কি আছে।
    madina dekhte kemon
    rijul Jannat ki
    Riyazul Jannat kemom
    modina jiyarit
    মদিনা জিয়ারত করার নিয়ম।
    মদিনায় আগে যাবেন নাকি মক্কায়।
    মক্কা দেখতে কেমন।
    মুহম্মাদ (সা.) যে স্থানকে জান্নাতের বাগান বলেছেন
    দুনিয়ায় জান্নাত রয়েছে। কথাটি শুনতে প্রশ্নবিদ্ধ মনে হলেও সত্য যে, এ দুনিয়ার একটি স্থানকে ‘জান্নাতের বাগান’ ঘোষণা করেছেন বিশ্বনবি। বাস্তবেও সেখানে জান্নাতি পরিবেশ বিরাজ করে। সে স্থান কোনটি?
    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দাফনের মোবারক স্থানকে অনেকেই রওজা বা বাগান বলে সম্বোধন করে থাকেন। তবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি স্থানকে জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। হাদিসে পাকে এসেছে-
    হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
    مَا بَيْنَ بَيْتِي وَمِنْبَرِي رَوْضَةٌ مِنْ رِيَاضِ الْجَنَّةِ وَمِنْبَرِي عَلَى حَوْضِي
    ‘আমার ঘর (বর্তমান দাফনের স্থান) এবং আমার মিম্বরের মাঝের জায়গা (রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ) জান্নাতের বাগানগুলোর একটি বাগান। আর আমার মিম্বর আমার হাওজের উপর অবস্থিত।’ (বুখারি)
    রিয়াজুল জান্নাহ
    রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হুজরা মোবারক বা মিম্বারের পাশের জায়গাটি রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগান হিসেবে পরিচিত। এ স্থানে নামাজ আদায়ের বিশেষ ফজিলত রয়েছে। মসজদে নববির কার্পেট লাল রংয়ের হলেও রিয়াজুল জান্নাহ অংশের কার্পেটের রং সাদা।
    মসজিদে নববির ভেতরের রিয়াজুল জান্নাহ বা জান্নাতের বাগানের অংশে কয়েকটি স্তম্ভ রয়েছে। সেগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থলে উসমানী সুলতান আবদুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মর্মর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা। প্রথম কাতারে ৪টি স্তম্ভের লাল পাথরের এবং পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা রয়েছে।
    পবিত্র নগরী মদিনার মসজিদে নববির বর্তমান মেহরাব তথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সমাধিস্থল সংলগ্ন ডান পাশের স্থানটিই দুনিয়ার জান্নাতের বাগান। হজ, ওমরাহ ও জিয়ারতকারীরা এ স্থানে অবস্থান নামাজ ও ইবাদত-বন্দেগি করে নিজেদের ধন্য করেন।
    সুতরাং রওজা বা জান্নাতের বাগান হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মসজিদে অবস্থিত খুতবার মিম্বার এবং তাঁর ঘর (বর্তমানে সমাধিস্থল) এর মধ্যস্থিত স্থানই রওজা বা (রিয়াদুল জান্নাহ বা জান্নাতের বাগান)।
    আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে দুনিয়ার জান্নাতের বাগান দেখার ও তাতে ইবাদত-বন্দেগি করার তাওফিক দান করুন। আমিন।

ความคิดเห็น • 8

  • @rmtv3779
    @rmtv3779 17 วันที่ผ่านมา

    😢

    • @AshikDramazone
      @AshikDramazone  17 วันที่ผ่านมา

      ❤️❤️❤️❤️

  • @homauankaber6047
    @homauankaber6047 4 หลายเดือนก่อน +1

    Aita mail print kora nila hoba?? Mobile thkbana

    • @AshikDramazone
      @AshikDramazone  4 หลายเดือนก่อน

      ভাই অবশ্যই মোবাইলে দেখাতে হবে অন্যতায় হবে না.. আপনার মোবাইলে এই এপ্স ওপেন করলেই আপনার এপায়েন্টমেন্ট নিলেই সেখানে তা দেখতে পারবেন

  • @SelimKhan-xs7kk
    @SelimKhan-xs7kk 2 หลายเดือนก่อน

    ভাই যারা এখন হজ্ব এ আসছে তারা কি ভাবে ঢুকবে

    • @AshikDramazone
      @AshikDramazone  2 หลายเดือนก่อน

      এখই পদ্ধতি সম্পুর্ন ভিডিও অনুসরণ করুন ভিডিও তে দেখানো হয়েছে কিভাবে এপায়েন্টমেন্ট নিতে হয়

  • @sajansajan-ry2zy
    @sajansajan-ry2zy 5 หลายเดือนก่อน

    ভাই আমার ভিসা মাছুর ছাগির ১৮ আমি কম্পানিতে আছি আমি কি পারবো মানাতে❤

    • @AshikDramazone
      @AshikDramazone  5 หลายเดือนก่อน

      কি করতে চান?