ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

খুলনার সবচেয়ে সুন্দর জায়গা । ঝাউবন, লেক, রূপসা নদী । শেখ রাসেল ইকো পার্ক । Rasel Eco park Khulna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2023
  • Shahariar's Days Out.
    My Facebook Profile: / shahariar.ahmed.18
    My Facebook Page: / shahariarsdaysout
    একদিকে লেক, অন্যপাশে ঝাউবন, তার পাশ দিয়ে বয়ে চলেছে রূপসী রূপসা নদী আবার অন্যপাশে দেখা যাচ্ছে উদ্ভোদনের অপেক্ষায় থাকা খুলনা-মোংলা ব্রীজ। এই জায়গাটা হলো sheikh rasel eco park যা খুলনার রূপসা ব্রীজের আগে বটিয়াঘাটার মাথাভাঙ্গায়। একটু ফ্রেশ হাওয়া নেওয়ার জন্য হলেও ঘুরে আসতে পারেন খুলনার শেখ রাসের ইকো পার্ক থেকে।
    খুলনার গল্লামারি থেকে জিরো পয়েন্ট পর্যন্ত ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে অসংখ্য পার্ক। অসংখ্য মানে অসংখ্য। ছোট বড় মাঝারি অসংখ্য, পার্ক আর পার্ক। এসব পার্কের বৈশিষ্ট্য হলো কিছু গাছপালা থাকবে, একটা পুকুর বা লেক থাকবে, কয়েকটা জীবজন্তুর মূর্তি বানানো থাকবে, ব্যাস।
    এসব পার্ক তৈরি হওয়ার পর প্রথমদিকে কিছু ফ্যামিলি পারসন এখানে বেড়াতে আসে। একবার বেড়ানো হয়ে গেলেই, সাধারনত ২য়বার কেউ ওমুখো হয় না। তারপর পার্কগুলো পরিণত হয় প্রেমিক প্রেমিকা নামক এক অদ্ভূত জীবের ব্যাযামাগারে। তারা ঐসব পার্কে যায়, ঝোপঝাড় খুজে নেয় তারপর তারা সেখানে ঠোটের ব্যায়াম করে, শারীরিক কসরত করে। ব্যাস। শেষ খতম টাটা বায়বায়।
    বন্ধুরা, এবার যে পার্কটাতে আমরা এসেছি তার একপাশে আছে চোখজুড়ানো ঝাউবন আর অন্যপাশে আছে পরিষ্কার টলটলে পানির একটা লেক। সত্যি বলতে গেলে পরিচ্ছন্ন সময় কাটতে চাইলে এটা আপনার জন্য উপযুক্ত জায়গা। মনে রাখবেন এই ধরনের পাবলিক পার্কের পরিচ্ছন্নতা নির্ভর করে আমাদেরই উপরে।
    ঝাউবন পার হয়ে বামদিকে গেলেই চোখে পড়বে রূপসা নদীর একাংশ এবং খুলনা মঙ্গলা রেলওয়ে ব্রিজ। এখানেও কিছুটা ফ্রেশ বাতাস গ্রহন করতে পারেন।
    খুলনার মূল সমস্যা হলো, এখানকার উদ্যোক্তারা বড় কিছু করতে চায় না অথবা পারে না। সারা খুলনায় ছড়িয়ে ছিটিয়ে দেখবেন অসংখ্য পার্ক আছে, কিন্তু সেগুলোর একটাও সেইরকম মানসম্মত নয়। যেখানে চট্টগ্রামে নাইট সাফারি পার্কের কার্যক্রম শুরু হয়ে গেছে, সেখানে খুলনায় এখনও সাফারি পার্কের কথা কল্পনাও করা যায় না। সাফারি পার্ক তো দূরের কথা খুলনায় যে একমাত্র চিড়িয়াখানা টা আছে সেটার অবস্থাও এখন খুব একটা ভালো না।
    এটা মানতে হবে খুলনায় এখন তিন-চারটা আমিউজমেন্ট পার্ক আছে। তবে সবগুলোর এই গণ্ডি একদম সীমিত। গিলাতলার অ্যামিউজমেন্ট পার্কটা ছোটপরিসরে চলার মতো। খালিশপুর এর ওয়ান্ডারল্যান্ডের তো রীতিমতো বেহাল দশা। বটিয়াঘাটার রানা রিসোর্ট এর কথা আর কি বলবো। এক বস্তা টাকা হাতে নিয়ে গেলে ফিরতে হবে খালি হাতে।
    খুলনায় যারা উদ্যোক্তা আছেন তারা প্লিজ একটু বড় পরিসরে চিন্তাভাবনা করুন। ছোট ছোট অসংখ্য একই রকম পার্ক তৈরী করার নামে প্রেমিক প্রেমিকাদের জন্য শারিরীক ব্যায়ামের অভয়ারণ্য তৈরী করার কোন মানে নেই। অলরেডি তাদের জন্য অনেক জিম আছে।
    বন্ধুরা এই পার্কে যদি আপনারা অলরেডি ঘুরতে এসে থাকেন, তাহলে হয়তো দেখেই চিনে গেছেন, আমকে কমেন্ট করে জানান এটা কোন পার্ক। আর যদি না চিনে থাকেন এবং আমার ভিডিও দেখে যদি যাওয়ার আগ্রহ হয়, তাহলে কমেন্ট করবেন। আমি পার্কটার নাম এবং ঠিকানা জানিয়ে দিব।
    আর হ্যা যদি ইচ্ছা হয়, তাহলে লাইক বাটনটাতে একটা ক্লিক করে দেন। একজন ইউটিউবারের জন্য ভিডিওতে লাইক হওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভালো হোক আর খারাপ হোক এই ভিডিও করার জন্য আমরা কষ্ট তো করি। অন্তত এই কষ্টটাকে সম্মান দেওয়ার জন্য হলেও ভিডিওগুলোতে আপনাদের লাইক দেওয়া উচিত।
    Music Credits: (No Copyright) Relaxing Music-Relaxing Jungle Sound With Birds, Nature -Meditation & Stress Relief

ความคิดเห็น • 21

  • @dizzycakes4866
    @dizzycakes4866 ปีที่แล้ว +1

    জায়গাটা বেশ সুন্দর, ভবিষ্যতে এখানে আরো ভালো কিছু হবে সেই আশা করছি..

  • @mohaiemin
    @mohaiemin 10 หลายเดือนก่อน +1

    Super 😂

  • @chandanabala8506
    @chandanabala8506 ปีที่แล้ว +1

    Very nice

  • @tasniaafrin9438
    @tasniaafrin9438 11 หลายเดือนก่อน +1

    Eco park

    • @shahariarsdaysout4086
      @shahariarsdaysout4086  11 หลายเดือนก่อน

      জি, শেখ রাসেল ইকোপার্ক।

  • @jannatul__s
    @jannatul__s 4 หลายเดือนก่อน

    Vaiya rupsha bridge theke jete koto time lgte pare?

    • @shahariarsdaysout4086
      @shahariarsdaysout4086  4 หลายเดือนก่อน +1

      ১০ মিনিট সর্বোচ্চ।

  • @user-ne6ee7bf3w
    @user-ne6ee7bf3w 11 หลายเดือนก่อน +1

    Kivabe jabo ekhane.? Jayga ta kothay.?

    • @shahariarsdaysout4086
      @shahariarsdaysout4086  11 หลายเดือนก่อน

      রূপসা ব্রীজের পাশ দিয়ে লবনচোরা পার হয়ে মাথাভাঙ্গায় এই শেখ রাসেল ইকো পার্ক।

  • @saifulsheikh8033
    @saifulsheikh8033 11 หลายเดือนก่อน +1

    এটা কোথায় খুলনার?

    • @shahariarsdaysout4086
      @shahariarsdaysout4086  11 หลายเดือนก่อน +1

      রূপসা ব্রীজের পাশ দিয়ে লবনচোরা পার হয়ে মাথাভাঙ্গায় এই শেখ রাসেল ইকো পার্ক।

  • @user-ku3wr1hw1o
    @user-ku3wr1hw1o ปีที่แล้ว +1

    এখন কি খোলা আছে

    • @shahariarsdaysout4086
      @shahariarsdaysout4086  ปีที่แล้ว

      সম্ভবত দুপুরের পর থেকে খোলা থাকে। আমি শিওর না।

  • @hazrotali4985
    @hazrotali4985 ปีที่แล้ว +1

    Location pls

    • @shahariarsdaysout4086
      @shahariarsdaysout4086  ปีที่แล้ว

      রূপসা ব্রীজের সামনে মাহতাব নগরে।

  • @mthigh123
    @mthigh123 11 หลายเดือนก่อน +1

    খোলা থাকে কখন থেকে.?

    • @shahariarsdaysout4086
      @shahariarsdaysout4086  11 หลายเดือนก่อน +1

      সম্ভবত দুপুরের পর থেকে।

    • @mthigh123
      @mthigh123 11 หลายเดือนก่อน +1

      @@shahariarsdaysout4086 ধন্যবাদ