এখনও অনুন্নত দেশের বেশিরভাগ নিটওয়্যার কারখানা !
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
- তিন দশকেও আধুনিক প্রযুক্তি নির্ভর হয়নি দেশের ৮৫ থেকে ৯০ ভাগ নিটওয়্যার কারখানা। ২০-৩০ বছরের পুরান পদ্ধতির যন্ত্র ব্যবহারে চলছে এসব প্রতিষ্ঠান। উদ্যক্তারা বলছেন, প্রতিযোগী দেশের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্ব বাজারে টিকে থাকতে আধুনিকায়নের বিকল্প নেই। উদ্যোক্তাদের এমন পরামর্শে শেষ হলো ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও মেশিনারি প্রদর্শনীর এবারের আসর।
খটাখট শব্দে হস্তচালিত নিটওয়্যার মেশিনে বুননের দিন আর নেই। আধুনিক মেশিনে তৈরি হচ্ছে উন্নত মানের সোয়েটার। পুরান যন্ত্রে যেখানে ঘণ্টায় সর্বোচ্চ ৩-৪টি সোয়েটার বোনা যেত, সেখানে উন্নত এই মেশিনে তৈরি হচ্ছে ১০-১২টি। এভাবেই প্রযুক্তির ছোঁয়ায় ৩-৪গুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে উৎপাদন ক্ষমতা।
পরিসংখ্যান বলছে, দেশে রপ্তানিমুখী ১১শ'র বেশি নিটওয়্যার কারখানার প্রায় ৯০ ভাগই চলছে ২০-৩০ বছরের পুরান পদ্ধতির মেশিন দিয়ে। এমননকি হাতে-কলমে শেখানো হয় যেসব বিশ্ববিদ্যালয়ে তারাও ব্যবহার করেন পুরান যন্ত্রপাতি। আয়োজক ও দর্শনার্থীরা বলছেন, কেবল নিটওয়্যার নয়, দেশের পুরো টেক্সটাইল শিল্পকেই আধুনিক প্রযুক্তিতে রূপান্তর এখন সময়ের দাবি।
আয়োজকদের একজন বলেন, ‘বায়ারের রিকোয়্যারমেন্ট পূর্বে হতো এক লাখ। এখন সেই বায়ারের বাংলাদেশিদের কাছে রিকোয়্যারমেন্ট থাকে ১০ লাখ। দ্যাট মিনস আপনাকে কিন্তু অটোমেটিক যুগে যেতেই হবে।’
কেবল নিটওয়্যার নয়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গত ৪দিন ধরে উন্নত মানের সুতা-ফেব্রিকসহ পুরো টেক্সটাইল খাতের বিভিন্ন ধরনের পণ্য তৈরির অত্যাধুনিক সব যন্ত্র প্রদর্শন করেছে ৩৬ টি দেশের প্রায় ১২শর মতো প্রতিষ্ঠান। তবে প্রদর্শনীতে অংশ নেয়া বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা ছিলো হাতে-গোনা ৮-১০ টি। উদ্যোক্তারা জানান, সরকারের নীতি সহায়তা পেলে তৈরি পোশাকের মতো ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা মেশিন তৈরির স্বপ্নও রূপ নেবে বাস্তবে।
Three decades of modern technology did not depend on 85 to 90 percent of the knitwear factory in the country. These companies are using 20 -30-year-old systems. The entrepreneurs say, there is no alternative to modernization to survive in the global market with competitive countries. The end of the consultation with the entrepreneurs is this year's edition of Dhaka International Textile and Machinery Exhibition.
There is no longer a knitting on hand knit knitwear machine. High quality sweater is being made on modern machines. In an old instrument where maximum 3-4 sweaters were worn in the hour, there are 10 to 12 well-developed machines. In this way, technology touches up to 3-4 times the production capacity.
According to statistics, about 90 percent of more than 1100 knitwear factories in the country are running, with machines of 20-30 years old. Those are the ones that are used in the hands of old universities. Organizers and visitors say that not just knitwear, the entire textile industry of the country is transformed into modern technology now time demands.
One of the organizers said, "The buyer's recoursement would have been one hundred thousand Now the Bangladeshi buyers have a recourse of 10 million. That minus you have to go to the automated era.
Not only the knitwear, at the Bangabandhu International Conference Center, in the last 4 days, the most advanced machinery for the manufacture of various types of goods in the whole textile sector, including high quality yarn, has shown that almost 12 companies from 36 countries However, the number of Bangladeshi organizations participating in the exhibition was 8-10 in hand. The entrepreneurs said that if the government's policy support is made, the dream of making 'Made in Bangladesh' machine, like ready made garments, will also become a reality.
====================
Somoy TV has the sole rights of all contents and it does not give permission to any business entity or individual to use these contents except SOMOY TV (SOMOY Media Limited).
This Channel is the Based on News and Current Affairs. The uploaded all contents are Made by our own team. Also Sometimes We are using some Third-Party materials where we have the specific authorization and permission to use this on TH-cam.
Stay Connected with us:
====================
"SOMOY TV (Somoy Media Limited)" is the Leading 24/7 News Based TV Channel in Bangladesh.
Website: www.somoynews.tv
Google Plus: plus.google.co...
TH-cam: / somoytvnetupdate
Facebook: / somoynews.tv
Twitter: / somoytv
এই অত্যাধুনিক মেশিন বানাতে আজকে আমরা বেকারত্ব জীবন যাপন করছি আমরা আবার সেই পুরনো মেশিন চাই
সব ঠিক আছে,, কিন্তু আমরা যারা অপারেটর ছিলাম সবায় আজ বেকার প্রায় এভাবে বেকারত্বের হার বেড়ে জাবার সম্ভাবনা বেশি।তাই অনুরোধ করছি প্রত্যেক কারখানায় ৫০০ শত পুরনো মেশিন রাখলে আমাদের কর্ম সংস্তান হয়
আজ আমি মেশিন এর জন্য আমি বেকার কেনো এমন করে আমাদের পেটে লাথি মারলো
এই মেশিনের জন্য অনেক লোক বেকার হয়েছে
আমি একটা নিটিং অপারেটর আমার কষ্টে কথা আমি কারো করতে পারিনা কারন আজ আমি বেকার ডিজিটাল মেশিন এর কারনে আমার মতন বহুৎ বেকার বাসায় পড়ে রয়েছে
প্রযুক্তি উন্নত হয়েছে ঠিক আছে কিন্তু আগে যেখানে ১টি মেশিন একজনে চালাতো,এখন সেখানে ৪-৫টি মেশিন একজনে চালাচ্ছে,
শতকরা প্রায় ৭৫%ভাগ মানুষ কর্মসংস্থান হারাচ্ছেন, হাজার হাজার মানুষ কর্মসংস্থান হারিয়ে
পথে পথে ঘুরে একটা কাজের জন্য
তার পরেও প্রযক্তিকে কাজে লাগাতে হবে ভাই না হলে উন্নত বিশ্বের সাথে তাল মিলাতে পারবেনা বাংলাদেশ,কারন কশট খরচ বেশী হবে,,, এত ধাম দিয়ে বায়ার রা কিনবেনা,,তাই আদুনিক মেশিন দিয়ে কম সময়ে কম লেবারে মানসম্মত পোসাক তৈরি করে রপ্তানি করতে হবে
@@easylifebd4243 আর এই হাজার হাজার শ্রমিকের কর্মস্থংস্থানের কি হবে? সরকার কি পারবে এদের নতুন কর্মসংস্থানের যোগন দিতে? এত শ্রমিককে বেকার করে দিয়ে কিসের উন্নয়ন চান আপনারা? এই শ্রমিকেরা যখন কোথাও কাজ পাবেনা তখন সংসারের অভাবে ও পেটের দায়ে ভুলি পথ বেছে নিবে। দেশে অরাজকতা শুরু হয়ে যাবে। এটা কি দেশের উন্নয়ণ??
@@easylifebd4243 তুই বধ্যয় সরকারি চাকরি করছিস আমাদের কি বুঝবি
NicE♥♥♥♥
মাথায় প্রচন্ড প্রেশার নিয়ে জ্যাকার্ড মেশিন গুলো চালাতে হয় শ্রমিকদের । নিডেল ভাংলে জরিমানা। সাত দিন টানা রাত জেগে কাজ করতে হয়। জীবনের আনন্দ অনেক টা মলিন হয়ে যায়। আমার পাঁচ বছর জাইং স্টার মেশিন চালানোর অভিজ্ঞতা থেকে বলছি।
আমরা কি ভাবে চলব
এই মেশিন গুলোর কাজ যারা করে
তারাই জানে কত চাপ সামাল দিতে হয়।
এই মেশিনের কারনে আজ এই সরকারে কেউ ভালো পাই না
amr akta chakri dorkar
যত অটোমেটিক মেশিন আসবে তো মানুষের কাজ হারাবে
উন্নতো মেসিন আইনা বেকার হয়েছি
প্রযুক্তিকে কাজে লাগিয়ে চিন জাপান কিশ্বের বুকে রপ্তানি বানিজ্জ চালিয়ে যাচ্ছে,বাংলাদেশকেও তাই করতে হবে পুরনো সব মেসিন বন্দ করে নতুন আদুনিক যুগে পা দিতে হবে
আপনি ঠিক বলেননি
হায়
Tumi sangbad January Tumi Sambad 1
A machine color karne
Age 1masin chalato 1oparetr.r ekn 6masin 1oparetor chalay baki5jon bekar.khub unnoto hoise.tina😡
এই মেসিনের জন্য অনেক শ্রমিক বেকার হয়েছে
আমাদের কমেন্ট পরেন আপনা।। চার দিক বেবে মেশিন আনেন আপনা।।
আর কত মানুষ কে বেকার করবেন
বেকার বাডছে
Manus bekar kore digital bangladesh