তমালিকা কর্মকার এখন কোথায় আছেন | Tamalika Karmakar | Hariye Jaoya Tarokara | EP: 34

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • তমালিকা কর্মকার এখন কোথায় আছেন | Tamalika Karmakar | Hariye Jaoya Tarokara | EP: 34
    বাংলাদেশের সংস্কৃতি মাধ্যমে যারা খ্যাতি পেয়েও সেচ্ছায় বা অনিচ্ছায় হারিয়ে গেছেন তাদের নিয়েই আমাদের এই আয়োজন হারিয়ে যাওয়া তারকারা। আজ ৩৪ তম পর্বে আমরা তুলে ধরছি একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী তমালিকা কর্মকারের কথা।
    শিল্পমাধ্যমের সঙ্গে তমালিকা কর্মকারের যাত্রা শুরু শৈশবেই নাচ এবং গানের মাধ্যমে। টিভি নাটক দিয়ে তাঁর যাত্রা শুরু হলেও ১৯৯২ সালে তিনি যোগ দেন আরণ্যক নাট্যদলে। দুই যুগেরো বেশী সময়ের এই দীর্ঘ পথচলায় তাঁর অন্যতম মঞ্চ নাটকগুলো হলোঃ জয়জয়ন্তী, ওরা কদম আলী, রাঢাঙ, ময়ূর সিংহাসন, এবং বিদ্যাসাগর, ভঙ্গবঙ্গ, জুবলি হোটেল ইত্যাদি।
    শৈশবেই শিশু শিল্পী হিসেবে টিভি নাটকে যাত্রা শুরু করলেও ১৯৯০ সালে সাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা কোন কাননের ফুল নাটকে মালতি চরিত্রে অভিনয় করে তিনি প্রথম নজরে আসেন। এর দুই বছর পর তিনি অভিনয় করেন বাংলাদেশের নাটকের ইতিহাসের অন্যতম নাটক কোথাও কেউ নেই তে। খুবই ছোট চরিত্রে অভিনয় করলেও শেষ পর্বে কুত্তাওয়ালীকে খুন করা দৃশ্যটি এখনও চির স্মরণীয় হয়ে আছে। এই নাটক তাঁর পরিচিতি বহুগুণ বৃদ্ধী করে দেয়। সেই সুবাদেই আসে চলচ্চিত্রে অভিনয়ের ডাক। ১৯৯৫ সালে তিনি প্রথম অভিনয় করেন গুণী নির্মাতা শেখ নিয়ামত আলী পরিচালিত অন্য জীবন চলচ্চিত্রে। ১৯৯৬ সালে তিনি অভিনয় করেন জনপ্রিয় পরিচালক মালেক আফসারী পরিচালিত এবং তমালিকার বাল্যবন্ধু সালমান শাহ অভিনীত চলচ্চিত্র এই ঘর এই সংসারে। ছবিতে খল নায়িকার চরিত্রে অসামান্য অভিনয় করে তিনি তাঁর অনিনয় প্রতিভার খ্যাতি ছড়িয়ে দেন।
    বর্নাণী ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন অসংখ্য টিভি নাটকে। তাঁর উল্লেখযোগ্য কিছু নাটক ও টেলিফিল্ম হচ্ছেঃ কোন কাননের ফুল, কোথাও কেউ নেই, আগুনপোকা, নয়ন, লাল বেনারসী, আপদ, নষ্ট বাসর, ক্ষনিকালয়, পাপ পুন্য, রাত্রির এক রাত, অলিক ছায়া, চতুর্থমাত্রা, চাঁদ না লতা, আলো, ঠ্যাটারু ইত্যাদি।
    আজকের ভিডিওতে তমালিকা কর্মকারের নাটক, তমাকালিকা কর্মকারের সিনেমা এবং তমালিকা কর্মকারের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে।
    English:
    This Series "Hariye Jaoya Tarokara" is Cine Poison's regular production where we talked about Bangladeshi celebrities who are either not in scene or are irregular (Hariye Jaoya Taroka).
    In today's video we talked about Tamalika Karmakar (Tomalika Kormokar). Here you can learn about her biography, present condition, and about her career (natok, telefilm, film)
    #cine_poison #hariye_jaoya_tarokara #CinePoison
    Script, Voice, and Edit: Tareq Ahmed
    Studio: Britter Baire Films
    Music: Dulcinea
    Artist: Steve Adams
    Follow Us on Facebook:
    Cine Poison: / cinepoison
    Tareq Ahmed : / tareq.ahmed123
    For Query: cinepoison.info@gmail.com

ความคิดเห็น • 79