দারুন, অপূর্ব এবং প্রামাণ্য ব্যখ্যা একেবারে দলিল সহ, আমি 65 বছর বয়সে আগে এসব শুনিনি, আশা করি অনেকেই শোনেননি, একজন প্রকৃত পন্ডিত হবার সব উপকরণ ই তোমার মধ্যে বর্তমান, পরমেশ্বর অনেক দূর তোমায় নিয়ে যান।
দাদা, আপনি ভগবানকে চিনলেও পরম ঈশ্বরকে চিনেননি? ভগবান শব্দের ইংরেজি Lord, যেমন Lord brohma, Lord Bishnu, Lord Shiva! আর পরম ঈশ্বর শব্দের অর্থ God, G= Generator (সৃস্টি), O= Operator (স্থিতি বা পালন), D= Destroyer (প্রলয়)! অর্থাৎ ওঁম কার পরাক্রমশালী মহামায়া আদ্যশক্তি, তিনিই পরম ঈশ্বর? মুসলমানেরা তাদের প্রভুকে আল্লাহ বলে ডাকে কিন্তু একবারও গুগলের Wikipedia তে পড়ে দেখেছেন, তাদের আল্লাহ প্রকৃত অর্থে কে? মোহাম্মদের পিতার নাম ছিলো আব্দুল্লাহ অর্থাৎ মোহাম্মদের জন্মের আগেই হাজারো বছর আগে, আল্লাহ নামটি প্রচলিত ছিলো! তখন কাবা ঘরে ৩৩০টি দেব দেবীর মূর্তি ছিলো এবং তাদের আরাধ্য দেবী ছিলো লাদ, উর্জা এবং মান্নাত? এর মধ্যে উর্জা ছিলো, প্রধান আরাধ্য দেবী, যাকে সে সময়ের আরবীয় খৃস্টান, ইহুদি এবং সনাতনীরা আল্লাহ বলে ডাকতো? উর্জা শব্দের অর্থ উজালা অর্থাৎ আলো, আরবীতে নুর! যিঁনি ছিলেন ত্রিনয়না এবং দশহাত বিশিষ্ট প্রধান আরাধ্য দেবী এবং তাঁর বাহন ছিলো সিংহাসন! আর লাদ ছিলো জ্ঞানের দেবী এবং মান্নাত ছিলো অর্থ, সম্পদের দেবী? ঠিক একই সময়ে ইউরোপে আরাধোনা করা হতো ইথেনা, আফ্রিদীতি ও আনাকার এবং ভারতবর্ষের আসাম, পশ্চিমবঙ্গ এবং উরিষ্যায় আরাধনা করা হতো সরস্বতি, দূর্গা এবং লক্ষীর? অর্থাৎ পৃথিবীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে, একই সেট আপে এবং একই ধ্যান ধারণায়, আফ্রিদীতি, উর্জা এবং দূর্গাকে পরম ঈশ্বর হিসেবে পূজা করা হতো! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোহাম্মদের দাদা এবং পিতা আব্দুল্লাহও দেবী উর্জাকে আল্লাহ নামে পূজা করতো? শুধু তাই নয়, মোহাম্মদ মিরাজে আল্লাহর সাথে দেখা করে এসে যখন বলেন, আমি আল্লাহর সাথে দেখা করে এসেছি, তখন সবাই বলেন, তুমি কি সেই উর্জার কথা বলছো, যাকে আমরা আল্লাহ বলে ডাকি? মোহাম্মদ বললেন, হ্যা আমি সেই উর্জার কথা বলছি, যাকে তোমরা আল্লাহ বলে ডাকো! মজার বিষয় হচ্ছে, মুহাম্মদ কিন্তু একবারো বলেননি, তোমরা যে উর্জাকে আল্লাহ বলে ডাকছো সে একজন পরাক্রমশালী নারী কিন্তু আমার আল্লাহ একজন পরাক্রমশালী পুরুষ! সুতরাং তোমরা তাঁকে আল্লাহ বলে ডেকোনা, বরং রব, রাব্বি অথবা ইলাহ বলে ডাকো? আরো মজার বিষয় হচ্ছে, স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে নিজেকে আল্লাহ নামে পরিচয় দিয়েছেন! অর্থাৎ আল্লাহও বলেননি ইহুদী, খৃস্টান এবং সনাতনীরা দেবী উর্জাকে আল্লাহ বলে ডাকে, কিন্তু আমি দেবী উর্জা নই, তাই আমি নিজেকে তোমাদের প্রভু হিসেবে আল্লাহ নামে নয়, ইলাহ নামে পরিচয় দিচ্ছি? সুতরাং তোমরা আমাকে আল্লাহ নামে নয়, ইলাহ নামে ডাকো! এখন আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ শব্দটি এসেছে, ওঁম থেকে! ওঁম থেকে আলিফ, লাম, মীম এবং আলিফ, লাম, মীম থেকে আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে? ওঁম এর "চন্দ্রবিন্দু" সংস্কৃততে আকার এর সংক্ষিপ্ত রুপ, "ও" লয় অর্থাৎ লকার এর সংক্ষিপ্ত রুপ এবং ওঁম এর পুটলি মকার এর সংক্ষিপ্ত রুপ! সুতরাং ওঁম এর অর্থ যেমন সৃষ্টি, স্থিতি এবং প্রলয় ঠিক তেমন আলিফ লাম মীম এর অর্থ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়? এবং আল্লাহ শব্দের অর্থ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম ঈশ্বর! সুতরাং ওঁম কার পরাক্রমশালী মহামায়া আদ্যশক্তি আর দেবী উর্জা এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই? মোহাম্মদ, বেদের এক এবং অদ্বিতীয়া প্রতিমা বিহীন পরম ঈশ্বরের প্রতিষ্ঠা করে গেছেন! সুতরাং মুসলমানেরাই সঠিক পথে আছে? বরং সনাতনীরাই বেদের এক ও অদ্বিতীয়া পরম ঈশ্বর, ওঁমকার পরক্রমশালী মহামায়া আদ্যশক্তিকে বাদ দিয়ে, নিকৃষ্ট এবং অপবিত্র লিংগের পূজো করছে? সুতরাং আমার সাথে বলুন, জয় পরম ঈশ্বর ওঁমকার মহামায়া আদ্যশক্তি! আর এসব লিংগের পূজো বাদ দিয়ে, পরম ঈশ্বর ওঁমকার মহামায়া দেবী দূর্গা এবং কালীর উপাসনা করুন আর দেখুন ভাগ্য কিভাবে খুলে! কিছুদিন আগেই নরেন্দ্র মোদী বলেছেন, মাকালী ভারতকে বাঁচাবে?জ্ঞানী ব্যক্তির জ্ঞানী কথা! তিঁনি একবারও বলেননি, শ্রি রাম, শ্রি কৃষ্ণ কিংবা মহাদেব বাঁচাবে? কারন তিঁনি পরম ঈশ্বরকে চিনেন, আপনিও চিনুন এবং স্বর্গ লাভ করুন!
আমি এক আধটু গীতা ভাগবত কিঞ্চিৎ চর্চা করি। কিন্তু তাতে তো এ সব কথা নেই।যা বলেছেন ভালোই লাগলো। এমন অজানা তথ্য জানানো র জন্য অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করতে। সনাতন ধর্মের জয় হোক। রাধে রাধে। মদনমোহন দাস শিয়ালদা।।
অসাধারণ অসাধারণ অসাধারণ এক কথায় অনবদ্য অসাধারণ, অনেক সময় আমাদেরও মনে অনেক প্রশ্ন জাগে যে ৩৩ কোটি মানে কি? কি বোঝাতে চাইছে? কিন্তু সেই ভাবে কারোর কাছ থেকেই কোন সঠিক জবাব কখনোই পাইনি , আপনার এই ভিডিওটা এত ভাল হয়েছে ,এত অভূতপূর্ব উপস্থাপনা, যেটা আগে কখনো দেখিনি
প্রামানিক ব্যাক্ষা সহযোগে আলোচনা শুনে ভ্রান্তি নাশ হলো,,,,,, সনাতনী গন বিভ্রান্ত, তাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনার প্রচেষ্টাকে জানাই হার্দিক অভিনন্দন 🙏🏻,,,,,
উনার এই জ্ঞান আর মাধুর্য সত্যি তুলনা হীন। কিন্তু ভারত মাতার বীর সন্তানের ওর প্রয়োজন আছে। রানাপ্রতাপ। স্বামী জী। শিবাজী মাতা দূগ্গা রূপী কন্যা রানী ঝানসি ও দরকার আছে।
ভাই কষ্ট পাবেন না কিন্তু এই দেব দেবি আপনাদের না। এই ৩৩ প্রকার দেব দেবি আর্য দের দেব দেবী। আপনি ত শুদ্র( মুলনিবাসি ভারতিয়)। বহিরাগত আরিয়ান দের দেব দেবী কে মানবেন কেন? আপনি কি জানেন না যে আপনাদের বেদ ধরার অনুমতি নেই? ভেদ ধরা ত দুরের কথা বেদের বানী শুনলে কানে গলিত শিশা ঢেলে দেওয়ার আদেশ ছিল। আপনাদের ছায়া ব্রাম্মন দের উপর পড়লে তারা অপবিত্র হয়ে যেত। পূর্ব পুরুষ দের ইতিহাস জানুন তাহলে আর বহিরাগত মধ্য এশিয়া থেকে আগত আরিয়ান দের দেব দেবী কে মানবেন না। আর যদি ইতিহাস জেনেও ভং ধরেন তাহলে আর কিছু বলার নেই। আর একটা কথা শুদ্র রা কোন সময় আরিয়ান সমাজ বা বৈদিক সমাজের অংশ ছিল না। আরিয়ান রা আসার আগে ভারতের মুলনিবাসি রা শিব, পারবতি, কালি, লক্ষি, কার্ত্তিক, গনেশের পুজা করত। তাই তাদের নাম আপনি বেদে খুজে পাবেন না। বেদের দেব দেবী দের সাথে মুলনিবাসি দেব দেবীর কোন মিল নেই
সোনতনী বলতে গর্ববোধ করি কিন্তু এই সোনতনীদের কিছু অংশকে দাবিয়ে রাখার জন্য আমি খুব দুঃখিত।ঐ জন্য আমরা আজও পিছিয়ে পড়ে আছি। জাতপাত এর জন্য বেশি বেশি দায়ী। ভারতে যতখন এই জাতপাত শেষ না হবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না না না 😂😂😂😂😂😂 আমি রাজস্থান থেকে, মিলন কুমার বিশ্বাস
বিশেষ ভাবে অজ্ঞ ছিলাম, আপনার কাছে এই ধরনের আলোচনা শুনে আমার জ্ঞান অনেকখানি বেড়ে গিয়েছে, আপনার কাছে এই ধরনের অনেক ধার্মিক আলোচনা আরও আশা করছি। প্রণাম জানাই আপনাকে।
ভিডিওটা অবশ্যই ভাল হয়েছে।আসলে পড়াশুনার যেমন বাধ্যবাধকতা বাধ্যবাধকতা আছে হিন্দু ধর্ম চর্চার সেই রকম বাধ্যবাধকতা নেই।আর বাবামায়েরাও এই ব্যাপারে উদাসিন।তাই অনেক হিন্দু হিন্দু ধর্ম সম্পর্কে অজ্ঞ ও উদাসিন।আপনার ভিডিও অবশ্যই এদের দৃষ্টি আকর্ষণ করবে ।
আপনার মত একজন বিচক্ষন পন্ডিতের মাধ্যমে এই ৩৩ কোটি অর্থাৎ ৩৩ প্রকার দেবের বিস্তারিত ব্যাখ্যা জানতে পেরে আমি ধন্য হলাম। আপনার দীর্ঘ জীবন কামনা করি ভগবানের কাছে।
সত্য কথা সকলকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি এভাবে মানুষের ভুল ভেঙ্গে দিয়ে প্রকৃত বা বাস্তবতা তুলে ধরে সমাজকে অন্ধ বিশ্বাস থেকে মুক্ত করবেন। গৌরাঙ্গ পান্ডে- বাংলাদেশ।
অতুলনীয় উপস্থাপনা।ঈশ্বর তোমাকে দীর্ঘজীবি করুক। ভালো থেক। ধন্যবাদ।
দারুন, অপূর্ব এবং প্রামাণ্য ব্যখ্যা একেবারে দলিল সহ, আমি 65 বছর বয়সে আগে এসব শুনিনি, আশা করি অনেকেই শোনেননি, একজন প্রকৃত পন্ডিত হবার সব উপকরণ ই তোমার মধ্যে বর্তমান, পরমেশ্বর অনেক দূর তোমায় নিয়ে যান।
আপনাদের আশীর্বাদ কাম্য
দাদা, আপনি ভগবানকে চিনলেও পরম ঈশ্বরকে চিনেননি? ভগবান শব্দের ইংরেজি Lord, যেমন Lord brohma, Lord Bishnu, Lord Shiva! আর পরম ঈশ্বর শব্দের অর্থ God, G= Generator (সৃস্টি), O= Operator (স্থিতি বা পালন), D= Destroyer (প্রলয়)! অর্থাৎ ওঁম কার পরাক্রমশালী মহামায়া আদ্যশক্তি, তিনিই পরম ঈশ্বর? মুসলমানেরা তাদের প্রভুকে আল্লাহ বলে ডাকে কিন্তু একবারও গুগলের Wikipedia তে পড়ে দেখেছেন, তাদের আল্লাহ প্রকৃত অর্থে কে? মোহাম্মদের পিতার নাম ছিলো আব্দুল্লাহ অর্থাৎ মোহাম্মদের জন্মের আগেই হাজারো বছর আগে, আল্লাহ নামটি প্রচলিত ছিলো! তখন কাবা ঘরে ৩৩০টি দেব দেবীর মূর্তি ছিলো এবং তাদের আরাধ্য দেবী ছিলো লাদ, উর্জা এবং মান্নাত? এর মধ্যে উর্জা ছিলো, প্রধান আরাধ্য দেবী, যাকে সে সময়ের আরবীয় খৃস্টান, ইহুদি এবং সনাতনীরা আল্লাহ বলে ডাকতো? উর্জা শব্দের অর্থ উজালা অর্থাৎ আলো, আরবীতে নুর! যিঁনি ছিলেন ত্রিনয়না এবং দশহাত বিশিষ্ট প্রধান আরাধ্য দেবী এবং তাঁর বাহন ছিলো সিংহাসন! আর লাদ ছিলো জ্ঞানের দেবী এবং মান্নাত ছিলো অর্থ, সম্পদের দেবী? ঠিক একই সময়ে ইউরোপে আরাধোনা করা হতো ইথেনা, আফ্রিদীতি ও আনাকার এবং ভারতবর্ষের আসাম, পশ্চিমবঙ্গ এবং উরিষ্যায় আরাধনা করা হতো সরস্বতি, দূর্গা এবং লক্ষীর? অর্থাৎ পৃথিবীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে, একই সেট আপে এবং একই ধ্যান ধারণায়, আফ্রিদীতি, উর্জা এবং দূর্গাকে পরম ঈশ্বর হিসেবে পূজা করা হতো! সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মোহাম্মদের দাদা এবং পিতা আব্দুল্লাহও দেবী উর্জাকে আল্লাহ নামে পূজা করতো? শুধু তাই নয়, মোহাম্মদ মিরাজে আল্লাহর সাথে দেখা করে এসে যখন বলেন, আমি আল্লাহর সাথে দেখা করে এসেছি, তখন সবাই বলেন, তুমি কি সেই উর্জার কথা বলছো, যাকে আমরা আল্লাহ বলে ডাকি? মোহাম্মদ বললেন, হ্যা আমি সেই উর্জার কথা বলছি, যাকে তোমরা আল্লাহ বলে ডাকো! মজার বিষয় হচ্ছে, মুহাম্মদ কিন্তু একবারো বলেননি, তোমরা যে উর্জাকে আল্লাহ বলে ডাকছো সে একজন পরাক্রমশালী নারী কিন্তু আমার আল্লাহ একজন পরাক্রমশালী পুরুষ! সুতরাং তোমরা তাঁকে আল্লাহ বলে ডেকোনা, বরং রব, রাব্বি অথবা ইলাহ বলে ডাকো? আরো মজার বিষয় হচ্ছে, স্বয়ং আল্লাহ পবিত্র কুরআনে নিজেকে আল্লাহ নামে পরিচয় দিয়েছেন! অর্থাৎ আল্লাহও বলেননি ইহুদী, খৃস্টান এবং সনাতনীরা দেবী উর্জাকে আল্লাহ বলে ডাকে, কিন্তু আমি দেবী উর্জা নই, তাই আমি নিজেকে তোমাদের প্রভু হিসেবে আল্লাহ নামে নয়, ইলাহ নামে পরিচয় দিচ্ছি? সুতরাং তোমরা আমাকে আল্লাহ নামে নয়, ইলাহ নামে ডাকো! এখন আল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ শব্দটি এসেছে, ওঁম থেকে! ওঁম থেকে আলিফ, লাম, মীম এবং আলিফ, লাম, মীম থেকে আল্লাহ শব্দের উৎপত্তি হয়েছে? ওঁম এর "চন্দ্রবিন্দু" সংস্কৃততে আকার এর সংক্ষিপ্ত রুপ, "ও" লয় অর্থাৎ লকার এর সংক্ষিপ্ত রুপ এবং ওঁম এর পুটলি মকার এর সংক্ষিপ্ত রুপ! সুতরাং ওঁম এর অর্থ যেমন সৃষ্টি, স্থিতি এবং প্রলয় ঠিক তেমন আলিফ লাম মীম এর অর্থ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়? এবং আল্লাহ শব্দের অর্থ সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের পরম ঈশ্বর! সুতরাং ওঁম কার পরাক্রমশালী মহামায়া আদ্যশক্তি আর দেবী উর্জা এবং আল্লাহর মাঝে কোনো পার্থক্য নেই? মোহাম্মদ, বেদের এক এবং অদ্বিতীয়া প্রতিমা বিহীন পরম ঈশ্বরের প্রতিষ্ঠা করে গেছেন! সুতরাং মুসলমানেরাই সঠিক পথে আছে? বরং সনাতনীরাই বেদের এক ও অদ্বিতীয়া পরম ঈশ্বর, ওঁমকার পরক্রমশালী মহামায়া আদ্যশক্তিকে বাদ দিয়ে, নিকৃষ্ট এবং অপবিত্র লিংগের পূজো করছে? সুতরাং আমার সাথে বলুন, জয় পরম ঈশ্বর ওঁমকার মহামায়া আদ্যশক্তি! আর এসব লিংগের পূজো বাদ দিয়ে, পরম ঈশ্বর ওঁমকার মহামায়া দেবী দূর্গা এবং কালীর উপাসনা করুন আর দেখুন ভাগ্য কিভাবে খুলে! কিছুদিন আগেই নরেন্দ্র মোদী বলেছেন, মাকালী ভারতকে বাঁচাবে?জ্ঞানী ব্যক্তির জ্ঞানী কথা! তিঁনি একবারও বলেননি, শ্রি রাম, শ্রি কৃষ্ণ কিংবা মহাদেব বাঁচাবে? কারন তিঁনি পরম ঈশ্বরকে চিনেন, আপনিও চিনুন এবং স্বর্গ লাভ করুন!
@@themasteradditiongaming8461 ওরে জিহাদি তোর মাদ্রাসায় গিয়ে এসব ভাট বকিস।
আল তাকিয়া কম কর।
অদিতির পুত্ররা আদিত্য। দিতির পুত্ররা নয়
বাহঃ খুব সুন্দর ব্যাক্ষাটা লাগলো।
আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আমি এই তেত্রিশ "কোটি" দেবতা সম্পর্কে সুস্পস্ট ধারনা পেলাম । আসলেই জানার কোন শেষ নাই।
ভালোবাসা নেবেন ভাই
খুব সুন্দর আলোচনা করেছেন ৷ পরিস্কারভাবে ৩৩ কোটি দেবতা সর্ম্পকে জানতে পরলাম ৷
Just fantastic !! খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা আনেক কিছু জানলাম ৷
সম্পূর্ণ সঠিক তথ্য। অসংখ্য ধন্যবাদ। আপনাকে প্রনিপাত।
আপনার মতই এই অসাধারণ শাস্ত্রজ্ঞ পন্ডিত হিন্দু সনাতনীদের খুবই দরকার।
Ekdomi
Devta ke Banai se
Devta ke Banai se
hindu dharm iblish Shaitan iblished Shaitan Bhagwan
সঠিক
অসাধারণ বিশ্লেষণ।
ঋদ্ধ করেছেন আমার জ্ঞান ভান্ডারকে।
ধন্যবাদ।
আমি এক আধটু গীতা ভাগবত কিঞ্চিৎ চর্চা করি। কিন্তু তাতে তো এ সব কথা নেই।যা বলেছেন ভালোই লাগলো। এমন অজানা তথ্য জানানো র জন্য অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত করতে। সনাতন ধর্মের জয় হোক। রাধে রাধে। মদনমোহন দাস শিয়ালদা।।
সত্য কথা ঈশ্বর আপনার মঙ্গল করুক
জয় মহাকাল
জাগো, হিন্দু সমাজ জাগো। অতুলনীয় ব্যাখ্যা।
অত্যন্ত প্রাঞ্জল এবং একই সঙ্গে সুললিত ব্যাখ্যা। বিশ্লেষণে সরসতা এবং প্রজ্ঞার দ্বৈত অবস্থান অপূর্ব!
খুব খুব উপকৃত হলাম। অনেক দিন থেকেই এই কোটি অর্থ টি জানার ইচ্ছা ছিল যা আজ পূর্ণতা পেল। আমি ভাবতাম যে এতো দেব দেবী তো থাকার কথা না। ধন্যবাদ
🙏🙏🙏
অসাধারণ, অতুলনীয় আপনার ব্যাখ্যা।।স্মৃতি তে ধরে রাখার ক্ষমতা নেই,কিন্তু পরম শান্তি অনুভূত হচ্ছে।।
প্রণাম
🙏ধর্মের এই জ্ঞান অবশ্যই সনাতন ধর্মাবলম্বীদের জানা উচিৎ। তথ্য প্রমানসহ অসাধারণ উপস্থাপনা🙏
অসাধারণ ব্যাখ্যা। আপনার এই ভাবে উপস্থাপনা র জন্য অসংখ্য ধন্যবাদ। ভগবান আপনার মঙ্গল করুন এই ঈশ্বরের কাছে কায় মনবাক্যে প্রার্থনা করি।
অসাধারণ আপনার কথাগুলো তেত্রিশ কোটি শব্দের মানে জানলাম খুব ভালো লাগলো
দাদা ভগবান আপনাকে দীর্ঘ জীবি করুন ।
অসাধারণ অসাধারণ অসাধারণ এক কথায় অনবদ্য অসাধারণ, অনেক সময় আমাদেরও মনে অনেক প্রশ্ন জাগে যে ৩৩ কোটি মানে কি? কি বোঝাতে চাইছে? কিন্তু সেই ভাবে কারোর কাছ থেকেই কোন সঠিক জবাব কখনোই পাইনি , আপনার এই ভিডিওটা এত ভাল হয়েছে ,এত অভূতপূর্ব উপস্থাপনা, যেটা আগে কখনো দেখিনি
সনাতনী জাগরনিতে আপনি এক জন গুরুত্বপূর্ণ প্রচারক। তথ্য সমৃদ্ধ ব্যাখ্যার জন্য অশেষ ধন্যবাদ। ভগবান মঙ্গল করুন।
🙏🌷
অসম্ভব সুন্দর তথ্য। মন চায় আরও শুনি।
প্রণাম
এরকম ব্যাখ্যা এর আগে শুনিনি। তবে এটা শুনেছি যে সৃষ্টিকর্তা এক এবং দ্বিতীয় কেউ নেই।
ভিডিও টি খুব ভালো লাগলো এবং যা এতদিন অস্পষ্টতার সংগে মিশে ছিল আজ পরিষ্কার হলো। ধন্যবাদ।
প্রামানিক ব্যাক্ষা সহযোগে আলোচনা শুনে ভ্রান্তি নাশ হলো,,,,,, সনাতনী গন বিভ্রান্ত, তাদের এই অবস্থা থেকে উত্তরণের জন্য আপনার প্রচেষ্টাকে জানাই হার্দিক অভিনন্দন 🙏🏻,,,,,
অসংখ্যা ধন্যবাদ আপনাকে ।এতো সুন্দর বাখ্যা দেওয়ার জন্য ।
খুব সুন্দর, আপনাকে ধন্যবাদ।
আপনার মতো পন্ডিত যেন , প্রতিটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করে , তবেই হিন্দু বা সনাতনীদের চেতনা জাগ্রত হবে…/
🙏🙏🙏
উনার এই জ্ঞান আর মাধুর্য সত্যি তুলনা হীন।
কিন্তু ভারত মাতার বীর সন্তানের ওর প্রয়োজন আছে।
রানাপ্রতাপ। স্বামী জী। শিবাজী
মাতা দূগ্গা রূপী কন্যা রানী ঝানসি ও দরকার আছে।
ভাই কষ্ট পাবেন না কিন্তু এই দেব দেবি আপনাদের না। এই ৩৩ প্রকার দেব দেবি আর্য দের দেব দেবী। আপনি ত শুদ্র( মুলনিবাসি ভারতিয়)। বহিরাগত আরিয়ান দের দেব দেবী কে মানবেন কেন? আপনি কি জানেন না যে আপনাদের বেদ ধরার অনুমতি নেই? ভেদ ধরা ত দুরের কথা বেদের বানী শুনলে কানে গলিত শিশা ঢেলে দেওয়ার আদেশ ছিল। আপনাদের ছায়া ব্রাম্মন দের উপর পড়লে তারা অপবিত্র হয়ে যেত। পূর্ব পুরুষ দের ইতিহাস জানুন তাহলে আর বহিরাগত মধ্য এশিয়া থেকে আগত আরিয়ান দের দেব দেবী কে মানবেন না। আর যদি ইতিহাস জেনেও ভং ধরেন তাহলে আর কিছু বলার নেই। আর একটা কথা শুদ্র রা কোন সময় আরিয়ান সমাজ বা বৈদিক সমাজের অংশ ছিল না। আরিয়ান রা আসার আগে ভারতের মুলনিবাসি রা শিব, পারবতি, কালি, লক্ষি, কার্ত্তিক, গনেশের পুজা করত। তাই তাদের নাম আপনি বেদে খুজে পাবেন না। বেদের দেব দেবী দের সাথে মুলনিবাসি দেব দেবীর কোন মিল নেই
খুব খুবই সুন্দর যুক্তিপূর্ণ ব্যাখ্যা, আপনাকে অসংখ্যবার প্রণাম। 🙏🙏🙏🙏🙏🙏
দারুন দারুন, আগে শুনেছি কিন্তু আপনার ব্যাখ্যায় পরিষ্কার হলো।👌🏻👌🏻
রব কখনো হাজার হয় না রব এক আল্লাহু মহান😊😊🤲🤲
❤️❤️❤️❤️❤
সনাতনী হয়ে গর্বিতরা লাইক দিন❤🎉
সোনতনী বলতে গর্ববোধ করি কিন্তু এই সোনতনীদের কিছু অংশকে দাবিয়ে রাখার জন্য আমি খুব দুঃখিত।ঐ জন্য আমরা আজও পিছিয়ে পড়ে আছি। জাতপাত এর জন্য বেশি বেশি দায়ী। ভারতে যতখন এই জাতপাত শেষ না হবে ততদিন পর্যন্ত শান্তি আসবে না না না 😂😂😂😂😂😂 আমি রাজস্থান থেকে, মিলন কুমার বিশ্বাস
অপূর্ব,আরো জানতে ইচ্ছে করে। নমস্কার নেবেন।
নমস্কার , আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই , সনাতন ধর্মের গুরুগম্ভীর বিষয়গুলোকে এত সহজ-সরলভাবে সাধারণের বোধগম্য করে তোলার জন্য অনেক ধন্যবাদ আপনাকে । ঈশ্বর আপনার মঙ্গল করুন জয় শ্রী কৃষ্ণ ।
খুব ভালো লাগছে। আপনি সঠিক তথ্য মানুষের সামনে তুলে ধরছেন।যদিও আমি আগে থেকেই জানতাম এই বিষয়ে তবুও আপনার প্রচেষ্টা অনবদ্য...
🙏🙏🙏
সহস্র দনডবত, খুবই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলাম। আরও জানতে চাই।
এক কথায় অসাধারণ ব্যাখ্যা।
অতি অপূর্ব, অসাধারণ, অমায়িক এবং অত্যন্ত সাবলীল ব্যাখ্যা যা পূর্বে আমার জ্ঞান এর পরিধিতে অনুপস্থিত ছিল। অনেক ধন্যবাদ।
🙏🙏🙏
অপূর্ব ব্যাখ্যা এবং একদম সঠিক ব্যাখ্যা।
দারুন। দারুন। আন্তরিক ধন্যবাদ আপনাকে❤️
বিশেষ ভাবে অজ্ঞ ছিলাম, আপনার কাছে এই ধরনের আলোচনা শুনে আমার জ্ঞান অনেকখানি বেড়ে গিয়েছে, আপনার কাছে এই ধরনের অনেক ধার্মিক আলোচনা আরও আশা করছি। প্রণাম জানাই আপনাকে।
অনেক অজানা কে জানতে পারলাম ভগবান আপনার মঙ্গল করুন ধর্মে কর্মে আরো এগিয়ে চলুন । আপনি এভাবেই ভগবানের নাম গুন কীর্তন করে এগিয়ে চলুন।
আপনার সুস্বাস্থ্য কামনা করছি।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম
রাম রাম হরে হরে
অপূর্ব অদ্ভুত সুন্দর কথা বলেছেন নমস্কার জানাই আপনাকে
Aapnar sanatani byakhyar jannya aamra anek kichhu janlam...Dhanyabad
অজ্ঞানতার অন্ধকার দুরিকরণের ব্যাখ্যা। সুন্দর, অতি সুন্দর 💛
নমস্কার, অতীব মনোমুগ্ধকর এবং শাস্ত্রীয় ব্যাখ্যা। অশেষ শুভকামনা, ধন্যবাদ।
খুব ভালো লাগলো।এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই।🙏🙏
দাদা আমি খুশি কারন আগে আমি জানতাম ৩৩ কোটি তো অনেক আর এখন থেকে জানতে পারলাম ৩৩ প্রকার।ধন্যবাদ আপনাকে দাদা, হরে কৃষ্ণ।
আপনার বাচনভঙ্গী যথেষ্ট মনোগ্রাহী। আপনার কথাতেই আপনার সংস্কৃতি ও জ্ঞানের সীমা কিছুটা উপলব্ধি করা যায়। 🙏
আমার প্রণাম নেবেন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ❤❤❤❤❤
অপূর্ব লাগলো. অনেক কিছু জানতে পারলাম. ধন্যবাদ.
Apni onek agiye jan ... Brother rahul hossain & dr. Jakir nayek er opobakkhar jobab dite hobe👍🏻
হরে কৃষ্ণ
হরিবোল প্রণাম আপনাকে 👏 খুব ভাল লাগলো
অতি সঠিক সিদ্ধান্ত এবং সুন্দর আলোচনা করেছেন আপনাকে নমস্কার জয় গৌর ভক্তবৃন্দ
Hare Krishna
Radhe Radhe
খুব সুন্দর ব্যাখ্যা। এটা অনেককে বলেও বোঝাতে পারিনা। আপনার শ্লোকের উৎস জেনে খুবই উপকৃত হলাম। অনেক ধন্যবাদ।
খুব সুন্দর। সঠিক তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ।
ভিডিওটা অবশ্যই ভাল হয়েছে।আসলে পড়াশুনার যেমন বাধ্যবাধকতা বাধ্যবাধকতা আছে হিন্দু ধর্ম
চর্চার সেই রকম বাধ্যবাধকতা নেই।আর বাবামায়েরাও এই ব্যাপারে উদাসিন।তাই
অনেক হিন্দু হিন্দু ধর্ম সম্পর্কে অজ্ঞ ও উদাসিন।আপনার ভিডিও অবশ্যই এদের
দৃষ্টি আকর্ষণ করবে ।
দারুন দারুন খুব সুন্দর, আজকে বুঝতে পারলাম আমাদের কোটির দেবতার নাম
জানি জানার কোন শেষ নাই, সেই জন্যই এই ধরনের ভিডিও গুলো দেখে জানার চেষ্টা করে যায়। অসংখ্য ধন্যবাদ দাদা।
অসাধারণ লাগলো, আপনাকে প্রোনাম দাদা🙏🙏
খুব সুন্দর। ভালো লাগল।
নমস্কার, সত্যি আজ একটা অজ্ঞাত বিষয় জ্ঞাত হলাম। জয় শ্রী রাধে।
Hare Krishna 🙏 love from bangladesh 💕🇧🇩
Jay Ma Durga... Ma go tomar chorane koti koti pranam.....
Aapni Sundar Kory Uposdhapona koreyacho. Dhany badhad.(Thank you) 🙏🙏
অসাধারণ সুন্দর। অপূর্ব ব্যাখ্যা।ভাল থাকবেন। নমস্কার।
প্রাঞ্জল , পরিষ্কার আলোচনা। প্রণাম 🙏
খুব ভাল লাগল। ধন্যবাদ আপনাকে।
অসাধারণ আপনার উপস্থাপন ! প্রণাম 🙏
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে❤❤❤
খুব সুন্দর লাগলো ❤❤❤❤❤❤❤❤❤❤
ঈশ্বর আপনাকে অনেক অনেক বেশি আশীর্বাদ করুক ,আপনার দীর্ঘায়ু কামনা করি, ঈশ্বরের সান্নিধ্য লাভ করুন ,সেই প্রার্থনা করি
অসাধারণ দাদা আপনার যুক্তি🙏🙏🙏🙏
জয় জগন্নাথ কি জয় খুব সুন্দর হয়ে ছে ভাল
আমি ছোট বেলা শুনেছি 76 বৎসর পর আবার শুনলাম আপনাকে ধন্যবাদ
🙏🙏🙏
এত প্রাসঙ্গিক বিশ্লেষণ এর আগে আমি কখনো ধন্যবাদ দাদা আরো কিছু জানার অপেক্ষায় রইলাম
সুপ্রিয় পাঠক দারুন সুন্দর লাগলো অজানাকে জানা গেলো অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার ❤️ 🙏
Hare-Krishna, very nice explanation with proof of Sanatan religious holy books.
অসাধারণ, খুব ভালো লাগলো।
অনেক অনেক কৃতজ্ঞতাঃ ।
খুব সময় উপযোগি ।
আপনার মত একজন বিচক্ষন পন্ডিতের মাধ্যমে এই ৩৩ কোটি অর্থাৎ ৩৩ প্রকার দেবের বিস্তারিত ব্যাখ্যা জানতে পেরে আমি ধন্য হলাম। আপনার দীর্ঘ জীবন কামনা করি ভগবানের কাছে।
🙏🙏🙏
সত্য কথা সকলকে জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি এভাবে মানুষের ভুল ভেঙ্গে দিয়ে প্রকৃত বা বাস্তবতা তুলে ধরে সমাজকে অন্ধ বিশ্বাস থেকে মুক্ত করবেন। গৌরাঙ্গ পান্ডে- বাংলাদেশ।
অতি উত্তম।
অবশেষে জানতে পারলাম।
ধন্যবাদ।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে কৃষ্ণ❤❤❤❤❤
Hare krishna probu dondobot pronam....
Excellent explain ....hare bol...❤❤❤
দারুন বুঝিয়েচেন।।খুব ভালো লাগলো।।। এইরকম জ্ঞান মূলক ভিডিও চাই।।আপনাকে ধন্যবাদ
এই ধরনের সাবলীল ব্যাক্ষা স্কুল গুলোর হিন্দু শিক্ষা বইয়ে থাকা উচিত। ধন্যবাদ আপনাকে।
অল্প কিছু কিছু বুঝতে পারলাম। ধন্যবাদ🙏
দুর্দান্ত 👏👏👏👏👏🙏🙏🙏🙏
ঈশ্বর আপনার দীর্ঘাআয়ু দান করুক।
🙏🙏🙏
বাঃ শুনে খুব ভালো লাগলো ধন্যবাদ
অসাধারন আলোচনা
Wow
Nice
Many more such knowledge will b mostly welcomed.
হরে কৃষ্ণ খুব ভালো লাগলো ❤❤❤ ওঁর নমঃ শিবায়ঃ❤❤❤
খুব ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ |আপনার বাখ্যাগুলো দারুন ভাবে বুঝতে সুবিধা হয়েছে ৷
আপনাকে অসংখ্য ধন্যবাদ
আমার প্রণাম নেবেন
এতো সরল ভাষায় এতো বিশাল তত্ত্ব বোঝানোর জন্য
অসাধারণ দাদা খুব ভালো লাগলো । ধন্যবাদ
হ্যাঁ সঠিক বিবরন।অপুর্ব.......l
সুন্দর ব্যাখ্যা।সঠিক ব্যাখ্যা।