বেকার ছেলের সাথে বাবা মা বিয়ে দিয়েছিলো। বেকার ছেলের সংসার করতে গিয়ে জীবনে অনেকে অনেক কথা শুছি, অনেক কিছু ই সজ্য করছি। আমার স্বামীর আপন জনেরা আমাকে আর আমার সন্তান কে অনেক অবহেলা, খুটা পাইছি। প্রতিটা বিষয়ে ই অপমানিত হতে হইছে বেকার স্বামী বউ বলে। ভরসা পাইছি শুধু আমার বড় ভাই য়ের কাছে থেকে। যেই ভরসা আমার বাবা ও আমাকে দেয় নাই। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার স্বামী এখন কাজ করে। আমি এখন কিছু চাই বার আগে ই সে আমার সব ইচ্ছে পূর্ণ করে। বেকার ছেলে বউ হয়ে সব আতিয় সজন কেই আমার চিনা হইছে। স্বামী টা বেকার না হলে কেউ কেই আমার চিনা হইত না। কেউত যানে না কখন যে কার কি হয়। জীবন ত বদলায় না শুধু বদলে যায় সময়।
Sem amr obosta cilo bekar cilm.bole or barir kew mene nayni onk jamela korcilo but ahn allah dile lak taka pokete niye kj kori Alhamdulillah allah cayle sob somvrb tar bastob promn ami
আমার বিয়ে হইছে আড়াই বছর। আমরা ভালোবেসে বিয়ে করছি। আমার স্বামী এখনো বেকার আমার দুইজনই পড়াশোনা করি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে ,আর আমার স্বামী অনার্স থার্ড ইয়ারে আর স্বামী পড়াশোনার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে, আমাদের সব খরচ আমার শ্বশুর চালায় ।তার অনেক বড় ধানের ব্যাবসা আছে কিন্তু আমার শাশুড়ির কথায় আমার স্বামী কে আর ব্যাবসায় নিলো না,কিন্তু আমার স্বামীই কিন্তূ তাঁদের একমাত্র ছেলে তাদের একটা মেয়ে ও আছে , আমাদের যেগুলো খুবই প্রয়োজন যেগুলো ছাড়া জীবনে চলা যায় না সেগুলো শুধু দেয় । কোনোদিন দশ টাকার বাদাম ও কিনে খাওয়ার টাকা দেয় না, এমন অনেক সময় হয় যে ১০ টাকা ও থাকে না, ঈদের ভেতরে আব্বু জামাকাপড় কিনার টাকা দেয় খালা নানা যে টাকা দেয় ওইগুলো আমরা খরচ না করে রেখে দিই, কোনো আত্নীয়র বাড়ি বেড়াতে গেলে ওখান থেকে খরচ করি কিংবা আমাদের দুইজনের যদি অসুখ হয় তখন খরচ করি আর যদি কিছু খেতে মন চায় ওই টাকা থেকে কিছু খাই। কলেজ এ গেলে আগেই গাড়ি থেকে নেমে গিয়ে ১০ টাকা ভাড়া বাচাই, কলেজ থেকে আসার সময় আবার হেঁটে গিয়ে পড়ে গাড়িতে উঠি এভাবে ২০ টাকা বাঁচে এই ২০ টাকা দিয়ে আমাদের দুইজনের জন্য খাওয়ার জিনিস কিনে আনি। সে অল্প কিছুদিনের মধ্যেই বিদেশ যাবে । তার কিছু না থাকলে ও তার এখন যা আছে তার মধ্যে থেকেই আমাকে কিছু কিনে দেওয়ার চেষ্টা করে । আমাকে অসম্ভব ভালোবাসে সে । বেকার ছেলেকে বিয়ে করে বুঝেছি যে জীবন কতো কঠিন। আশেপাশের মানুষ কে ও দেখেছি। এই দিকে আমাদের জমিতে আবাদ করে সব কাজ করতে হয় আবার সংসারের সব কাজ তো আছেই। সে ও পড়তে যায় সাইকেল চালিয়ে আমার বাবা গাড়ি কিনার জানো ১ লাখ ৫০ হাজার টাকা দিছে তাও কিনে দেয় নি । শখের সময়ে বড্ডো অভাব টাকার। আল্লাহ কবে যে আমার স্বামী কে সফল করবে সেই দিন গুনি । তাও বলি জীবন অনেক সুন্দর কিন্তু কঠিন ও বটে । আমার লেখায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । 😊
আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ সব সময় মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তবে কোনো বিপদে পড়লে মানুষের কাছে সাহায্য নাচে আল্লাহর কাছে সাহায্য চাওয়া টাই সঠিক আমিন
রিজিক হলো আল্লাহর কাছে, আল্লাহই তা বন্টন করে থাকেন, কারো কারো রিজিক অন্য কারো উপর আল্লাহ দায়িত্ব দিয়ে থাকেন, তাই বলে খাবার নিয়ে বা সামান্য আশ্রয় নিয়ে কাউকে খোটা দেয়া কখনো কাম্য নয়, রিজিক আল্লাহ বাড়িয়েই দিবেন, হয়তো নিজের অজান্তেই,
পৃথিবীতে শুধু টাকা 😢😢টাকা ছাড়া কেউ চিনে না টাকাই কষ্ট টাকাই জীবন নষ্ট... সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসো আল্লাহ ছাড়া কেউ নাই সবাই কে কালিমার দাওয়াত রইলো.... লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💗
খোদা হাফেজ ঢাকা আসলেই অন্যরকম ফিলিংস দারুন অভিনয় শামীম হাসান সরকার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু। জুটি বেঁধে সুন্দর মনোরম দৃশ্যে চমৎকার অভিনয় অসাধারণ ভাবে অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
শামীম ভাই ও তানিয়া আপু কিউট একটা জুটি ❤ শামীম ভাই ও তানিয়া আপু জুটি বেঁধে খোদা হাফেজ ঢাকা নাটকটা এককথায় অসাধারণ বাস্তবের সাথে পুরো মিলে গেছে ❤ শেষের দিকে খুবই খারাপ লাগলো।
জদি নাটকের সাথে মিল থেকে থাকে, তাহলে সংসারে আপনার স্বামীর ইনকাম করা অর্থের সঠিক ব্যবহার করুন, পারলে কিছু জমানোর চেস্টা করুন, বিলাসিতা থেকে দূরে থাকুন, পারলে স্বামীকে সাহায্য করুন
অসাধারণ একটা নাটক দেখার পরে আমার দুই চোখ দুটো দিয়ে জল চলে আসসে আসলে বাস্তব তা সঙ্গে আজকে আমাদের সমাজের এই রকম অবস্থা সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤
২১বছর শেষে ২২বছর চাকুরীর চলছে। এখনও বাসা নেওয়ার মত সাহস সঞ্চয় করতে পারি নাই। অর্থ কামাই করলে সব অর্থ খরচ করতে হবে, এমন ভাবা ঠিক না। মধ্য বিত্তদের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আয় বুঝে ব্যায় না করলে জীবনে সমস্যা তৈরী হবেই।
স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম ❤ আমি একজনকে অনেক বেশি ভালো বাসতাম কিন্তু তাকে আমি পাইনি আমি তাকে না পাওয়ার কারণ হচ্ছে আমি বেকার ছিলা ম এখন আমি আর বেকার নই কিন্তু সে আমার পাশে নাই জানি সে অনেক ভালো আছে আমি চাই সে সবসময় ভালো থাকুক তার প্রতি আমার কোনো অভিযোগ অভিমান রাগ কোনো কিছু নেই আমার মতো যারা নিজের প্রিয় জনকে পাননি তারা আমার এ কমেন্ট পড়ে লাইক দিলে আবারো আসবো ❤ ১০/ ৯/ ২৪
অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাটকের পরিচালক কে।এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য। আরো অসংখ্য ধন্যবাদ এই নাটকের ইংলিশে অনুবাদ করার জন্য যাতে বিদেশীরা এটা বোঝে।বিষয়টা আমার অত্যন্ত ভালো লেগেছে।❤💗💓🌹🌹🌹🌹
কিছু কিছু মানুষের জীবনে এরকম কঠিন মূহুর্ত আসে,,,কিন্ত পরে আবার তা ঠিকও হয়ে যায়,,মাঝখানে রয়ে যায় খারাপ সময়ে কাছের মানুষের কথা গুলো,, নাটকটা অনেকটাই বাস্তব সম্মত।😢😢
এই নাটকে ওর মেয়ের বয়স ১০ হবে ওর চাকরির বয়স ১০ সের বেশি হবে কিন্তু এই দশ বছর ওহ শুধু কি দামী বাসায় রয়েছে কম দামী বাসায় থেকে কি পারত না টাকা জমা করে রাখতে এই টাকা পরে কাজে আসত টাকা জমান চাকরি সব সময় নাও থাকতে পারে গড় বাড়ি করুন তাহেলে এমন হবে না
শামীম ভাইয়ের নাটকটা খুব কষ্ট জনক দিয়েছে শেষের দিকে। আসলে কি বাস্তবতা শহরে পারে না টাকার কাছে হেরে যায় নাহলে মানুষের কাছে হেরে যায়। এটাই বাস্তবতা ঢাকা শহর।
খোদা হাফেজ ঢাকা ইন্টারেস্টিং অভিনয় প্রিয় পরিচালক সহিদ উন নবী ভাই আপনার অনুপ্রেরণা শামীম হাসান সরকার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু দ্বারা জটিল অভিনয় নির্মাণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎
ছোট্ট সোনামনি সহ বাকি সবার রুচিসম্পন্ন অভিনয় শামীম হাসান সরকার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু সাথে খোদা হাফেজ ঢাকা ইন্টারেস্টিং অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
আমি ছোট থেকে শাকিব অপুর ছবি দেখার জন্য পাগল ছিলাম,যখন শাকিব অপুর বিচ্ছেদ হয়ে যায় তখন থেকে আমি আর কখনো বাংলা ছবি দেখিনা,, শুধু বাংলা নাটক দেখি,খুব ভালো লাগে বাংলা নাটক❤😂
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অডিয়েন্স আপনাদের সাপোর্ট ই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বেশিবেশি বাংলা নাটক দেখুন,বাংলা নাটকের পাশে থাকুন।ধন্যবাদ সবাইকে
এরকম বিপদে আমিও একসময় ছিলাম বাড়িওয়ালা আমার রুম তালা দিয়েছিল তবে দোকানদার এর কাছ থেকে সার্পোট পাইছি ৭ মাসের দোকান বাকি বকেয়া ছিল তারপরও ঐ ভাবে চাপ দেয়নি এখন অনেক ভালো আছি,,, অনেক সুন্দর দিন কাটাচ্ছি হাজার শুকরিয়া,, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
বেকার ছেলের সাথে বাবা মা বিয়ে দিয়েছিলো। বেকার ছেলের সংসার করতে গিয়ে জীবনে অনেকে অনেক কথা শুছি, অনেক কিছু ই সজ্য করছি। আমার স্বামীর আপন জনেরা আমাকে আর আমার সন্তান কে অনেক অবহেলা, খুটা পাইছি। প্রতিটা বিষয়ে ই অপমানিত হতে হইছে বেকার স্বামী বউ বলে। ভরসা পাইছি শুধু আমার বড় ভাই য়ের কাছে থেকে। যেই ভরসা আমার বাবা ও আমাকে দেয় নাই। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার স্বামী এখন কাজ করে। আমি এখন কিছু চাই বার আগে ই সে আমার সব ইচ্ছে পূর্ণ করে। বেকার ছেলে বউ হয়ে সব আতিয় সজন কেই আমার চিনা হইছে। স্বামী টা বেকার না হলে কেউ কেই আমার চিনা হইত না। কেউত যানে না কখন যে কার কি হয়। জীবন ত বদলায় না শুধু বদলে যায় সময়।
Amon bow koi pai
Sem amr obosta cilo bekar cilm.bole or barir kew mene nayni onk jamela korcilo but ahn allah dile lak taka pokete niye kj kori Alhamdulillah allah cayle sob somvrb tar bastob promn ami
Thik 😊
আমার বিয়ে হইছে আড়াই বছর। আমরা ভালোবেসে বিয়ে করছি। আমার স্বামী এখনো বেকার আমার দুইজনই পড়াশোনা করি আমি ইন্টার সেকেন্ড ইয়ারে ,আর আমার স্বামী অনার্স থার্ড ইয়ারে আর স্বামী পড়াশোনার পাশাপাশি দক্ষিণ কোরিয়ার ভাষা শিখে, আমাদের সব খরচ আমার শ্বশুর চালায় ।তার অনেক বড় ধানের ব্যাবসা আছে কিন্তু আমার শাশুড়ির কথায় আমার স্বামী কে আর ব্যাবসায় নিলো না,কিন্তু আমার স্বামীই কিন্তূ তাঁদের একমাত্র ছেলে তাদের একটা মেয়ে ও আছে , আমাদের যেগুলো খুবই প্রয়োজন যেগুলো ছাড়া জীবনে চলা যায় না সেগুলো শুধু দেয় । কোনোদিন দশ টাকার বাদাম ও কিনে খাওয়ার টাকা দেয় না, এমন অনেক সময় হয় যে ১০ টাকা ও থাকে না, ঈদের ভেতরে আব্বু জামাকাপড় কিনার টাকা দেয় খালা নানা যে টাকা দেয় ওইগুলো আমরা খরচ না করে রেখে দিই, কোনো আত্নীয়র বাড়ি বেড়াতে গেলে ওখান থেকে খরচ করি কিংবা আমাদের দুইজনের যদি অসুখ হয় তখন খরচ করি আর যদি কিছু খেতে মন চায় ওই টাকা থেকে কিছু খাই। কলেজ এ গেলে আগেই গাড়ি থেকে নেমে গিয়ে ১০ টাকা ভাড়া বাচাই, কলেজ থেকে আসার সময় আবার হেঁটে গিয়ে পড়ে গাড়িতে উঠি এভাবে ২০ টাকা বাঁচে এই ২০ টাকা দিয়ে আমাদের দুইজনের জন্য খাওয়ার জিনিস কিনে আনি। সে অল্প কিছুদিনের মধ্যেই বিদেশ যাবে
। তার কিছু না থাকলে ও তার এখন যা আছে তার মধ্যে থেকেই আমাকে কিছু কিনে দেওয়ার চেষ্টা করে । আমাকে অসম্ভব ভালোবাসে সে । বেকার ছেলেকে বিয়ে করে বুঝেছি যে জীবন কতো কঠিন। আশেপাশের মানুষ কে ও দেখেছি। এই দিকে আমাদের জমিতে আবাদ করে সব কাজ করতে হয় আবার সংসারের সব কাজ তো আছেই। সে ও
পড়তে যায় সাইকেল চালিয়ে আমার বাবা গাড়ি কিনার জানো ১ লাখ ৫০ হাজার টাকা দিছে তাও কিনে দেয় নি । শখের সময়ে বড্ডো অভাব টাকার। আল্লাহ কবে যে আমার স্বামী কে সফল করবে সেই দিন গুনি । তাও বলি জীবন অনেক সুন্দর কিন্তু কঠিন ও বটে ।
আমার লেখায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । 😊
Valo thak valo bashar manush gulo😊@@AsifaRahaman-sl7dh
এটা শুধু নাটক না এটা আমার মত গরিবের জীবন কাহিনী 😢🤲
চাকরিটা আমি পেয়ে গেছি এই নাটকটা যারা যারা দেখছে তারাই শুধু লাইক করো
আমি দেখেছি ওই নাটকটা নাটকটা এই শামীম হাসান সরকার খুব গরিব থাকে
শামীম হাসান সরকার টাকার অভাবে সে নাস্তা করে জোড়া কলা দিয়া
নাটকের সাথে বাস্তবে ৯৯% মিল আছে 😢😅
Right
৯৯% না বলি ১০০০ % বলি ভাই
এটা একটা ঠিক বাস্তব কাহিনী । যা আমার জিবনেও এটার অভিজ্ঞতা আছে। আসলে খালি পাত্র কুকুরেও চাটে না। এটাই সঠিক।
অনেক দুঃখ জনক কাহিনী 🥲টাকার কাছে মানুষ হেরে যায়😢😢
আমি যখনই কনো বিপদে পড়েছি আল্লাহকে পাশে পেয়েছি।
আলহামদুলিল্লাহ ❤
@SaraJannat-r6w আলহামদুলিল্লাহ
সব নাটকের মধ্যে এই এক কমেন্ট আর কতবার করবি জানোয়ার
আল্লাহর রাস্তায় থাকলে আল্লাহ সব সময় মানুষকে বিপদ আপদ থেকে রক্ষা করে আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তবে কোনো বিপদে পড়লে মানুষের কাছে সাহায্য নাচে আল্লাহর কাছে সাহায্য চাওয়া টাই সঠিক আমিন
আলহামদুলিল্লাহ আমিন
❤
রিজিক হলো আল্লাহর কাছে, আল্লাহই তা বন্টন করে থাকেন, কারো কারো রিজিক অন্য কারো উপর আল্লাহ দায়িত্ব দিয়ে থাকেন, তাই বলে খাবার নিয়ে বা সামান্য আশ্রয় নিয়ে কাউকে খোটা দেয়া কখনো কাম্য নয়, রিজিক আল্লাহ বাড়িয়েই দিবেন, হয়তো নিজের অজান্তেই,
@@ছোট্টমনিদেরবিনোদন হুম ঠিক
পৃথিবীতে শুধু টাকা 😢😢টাকা ছাড়া কেউ চিনে না টাকাই কষ্ট টাকাই জীবন নষ্ট... সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পথে আসো আল্লাহ ছাড়া কেউ নাই সবাই কে কালিমার দাওয়াত রইলো.... লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💗
লাইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ যিনি তোমাদের সৃষ্টি করেছেন
খোদা হাফেজ ঢাকা আসলেই অন্যরকম ফিলিংস দারুন অভিনয় শামীম হাসান সরকার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু।
জুটি বেঁধে সুন্দর মনোরম দৃশ্যে চমৎকার অভিনয় অসাধারণ ভাবে অসাধারণ অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
ভাই নাটকটা দেখে চোখ দিয়ে পানি বের হয়ে গেল।
ওরা কারা যারা বাংলা নাটক খুবই ভালোবাসেন।
আমি আছি
আমি
Ami ❤
Ami
Ami
জীবনে টাকার খুবই দরকার।
একটা মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলে মেয়েই বুঝে টাকা কি জিনিস 🥹
সত্যিই অসাধারণ। দুঃখের সময় কেউ পাশে থাকে না। কিন্ত সুখের সময় লোকের অভাব হয় না।
অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা রইল শামীম ভাই আপনাদের দুজনের জন্য
@@noyonali826 একটু সাপোর্ট করবেন প্লিজ
SubhanAllah. Eto shundor acting koreychey ei jooti. Ekdom baastob key tuley dhoreychey.
Bhaia & apura, ami nijey chakri hariyechi.
Amar jonno please Dua korbeyn jey ami otti shiggir ekta chakri pai.
Please amar jonno Dua korbeyn.
Monta bhalo korar jonno natok dekhtey ashchilam.
Allah amar jibon key aasaan korey den. Ameen. SumAmeen.
সত্যি অনেক সুন্দর একটি নাটক। শেষের দিকে আমার শরীলের লোম দারাই গেচে। আর এমন বৌ এই সবার দরকার জে যত ঝর তুফান আসোক ন কেন সবসময়ই স্বামী র পাশে থাকবে।
দেশ স্বাধীন করেছে ৫ ই আগস্ট কার ভাই কার বোন তার বাবা সারা দিবেন।
শামীম ভাই ও তানিয়া আপু কিউট একটা জুটি ❤ শামীম ভাই ও তানিয়া আপু জুটি বেঁধে খোদা হাফেজ ঢাকা নাটকটা এককথায় অসাধারণ বাস্তবের সাথে পুরো মিলে গেছে ❤ শেষের দিকে খুবই খারাপ লাগলো।
নাটকটার সাথে আমার সংসার জিবন একদম মিলে গেছে।আলহামদুলিল্লাহ এখন অনেক সুখে আছি।
জদি নাটকের সাথে মিল থেকে থাকে, তাহলে সংসারে আপনার স্বামীর ইনকাম করা অর্থের সঠিক ব্যবহার করুন, পারলে কিছু জমানোর চেস্টা করুন, বিলাসিতা থেকে দূরে থাকুন, পারলে স্বামীকে সাহায্য করুন
বাস্তব জীবনের সাথে অনেকটা মিল আছে।
নাটকটা আমাকে কিছু শিক্ষা দিয়ে দিলো।টাকা থাকলেই খরচ করা যাবে না বিপদ কখনো বলে আসে না
এই নাটক দেখি মনের অজান্তে কাঁদেছি 😢
এতো সুন্দর অভিনয় করে এরা মনে হয় বাস্তব।
সময় আর পরিস্থিতি একসাথে আঘাত করে জীবন তখন বাস্তবতা বুঝতে শেখায়।
অসাধারণ একটা নাটক দেখার পরে আমার দুই চোখ দুটো দিয়ে জল চলে আসসে আসলে বাস্তব তা সঙ্গে আজকে আমাদের সমাজের এই রকম অবস্থা সত্য তুলে ধরার জন্য ধন্যবাদ ❤❤❤❤❤❤❤❤❤
২১বছর শেষে ২২বছর চাকুরীর চলছে। এখনও বাসা নেওয়ার মত সাহস সঞ্চয় করতে পারি নাই। অর্থ কামাই করলে সব অর্থ খরচ করতে হবে, এমন ভাবা ঠিক না।
মধ্য বিত্তদের জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়।
আয় বুঝে ব্যায় না করলে জীবনে সমস্যা তৈরী হবেই।
শামীম ও তানিয়ার নাটক কার কার ভালো লাগে ❤❤❤❤
আর যার ভালো না লাগুক আমার তো ভালো লাগে
আমার
স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম ❤ আমি একজনকে অনেক বেশি ভালো বাসতাম কিন্তু তাকে আমি পাইনি আমি তাকে না পাওয়ার কারণ হচ্ছে আমি বেকার ছিলা ম এখন আমি আর বেকার নই কিন্তু সে আমার পাশে নাই জানি সে অনেক ভালো আছে আমি চাই সে সবসময় ভালো থাকুক তার প্রতি আমার কোনো অভিযোগ অভিমান রাগ কোনো কিছু নেই আমার মতো যারা নিজের প্রিয় জনকে পাননি তারা আমার এ কমেন্ট পড়ে লাইক দিলে আবারো আসবো ❤ ১০/ ৯/ ২৪
ভাইয়া ভাইয়া কমেন্টটা আপনি গতকালকে লিখেছেন তাই না
অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাটকের পরিচালক কে।এত সুন্দর নাটক উপহার দেয়ার জন্য। আরো অসংখ্য ধন্যবাদ এই নাটকের ইংলিশে অনুবাদ করার জন্য যাতে বিদেশীরা এটা বোঝে।বিষয়টা আমার অত্যন্ত ভালো লেগেছে।❤💗💓🌹🌹🌹🌹
সত্যি নাটক টা দেখে চোখে পানি চলে আসল।
আলহামদুলিল্লাহ....
নাটকে প্রায় সবাই ই ভূমিকামতো অভিনয় করলো❤️
কিছু কিছু মানুষের জীবনে এরকম কঠিন মূহুর্ত আসে,,,কিন্ত পরে আবার তা ঠিকও হয়ে যায়,,মাঝখানে রয়ে যায় খারাপ সময়ে কাছের মানুষের কথা গুলো,, নাটকটা অনেকটাই বাস্তব সম্মত।😢😢
ভালো লাগছে ভাই নাটক টা চোখে পানি আটকাতে পারলাম না। ধন্যবাদ পরিচালক কে
অসাধারন,মানুষের বাস্তব জীবনের এই নাটকের পুরোটাই মিল আছে
এই নাটকের সাথে আমার ব্রতমান সময় এক জাসসে। আমার খুব কষ্ট হাসছো 🤣🤣😅😅😢😢😂😂
Seme sitiuon a asi😢😢.takar kase manus hare jay
অভাব মানুষকে কোন জায়গায়, কোন পরিস্থিতি আর কার দরজায় দাড় করার এই নাটকটি তার বাস্তব প্রমান। তবে বাচ্চাটার মৃত্যু না ঘটালে বেশী ভালো লাগতো।
জীবনে অবহেলাটা খুবেই দরকার তবে মানুষ স্বার্থের জন্য প্রয়োজনে কাছে নেয় অপ্রয়োজন এ ছুড়ে ফেলে দেয়।
এই নাটকে ওর মেয়ের বয়স ১০ হবে ওর চাকরির বয়স ১০ সের বেশি হবে কিন্তু এই দশ বছর ওহ শুধু কি দামী বাসায় রয়েছে কম দামী বাসায় থেকে কি পারত না টাকা জমা করে রাখতে এই টাকা পরে কাজে আসত টাকা জমান চাকরি সব সময় নাও থাকতে পারে গড় বাড়ি করুন তাহেলে এমন হবে না
আপনি মনে বাড়ীওয়ালা।
Ai ta natok bastob nh
খুব সুন্দর একটা নাটক 😢😢😢😢 অসহায় হলে কাছের মানুষ চেনা যায়
স্মৃতি হিসেবে কমেন্ট রেখে গেলাম । জীবনের বাস্তবতার সাথে অনেকটাই মিল 27.9.24
ধন্যবাদ পরিচালক একটা অসাধারণ নাটক দেওয়ার জন্য বাস্তবতা সাথে সম্পুর্ন মিল রয়েছে
জীবন বড়ই অদ্ভুত,,, টাকার জন্য নিজের বুকের মানিক অভাবেই হারিয়ে যায়😢
নাটকটা আমাদের বাস্তবতাকে অনেক কিছু শিখিয়ে গেছে এই জেনারেশন কে অনেক কিছু শিখিয়ে গেছে নাটকটা আসলে মনটা ছুয়ে গেছে
আসলে সত্য কথা বলতে পৃথিবী টা অনেক কঠিন টাকা না থাকলে আপোন মানুষ ও পর হয়ে যায় ❤❤❤❤❤❤
পরিচালক অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
বাস্তব জীবন নিয়ে এত কষ্টের নাটক।
অসংখ্য ধন্যবাদ জানাই অভিনেতা এবং অভিনেত্রী এবং পরিচালক দেরকে
Shamim Hasan Sarkar and Tania bristy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
শামীম ভাইয়ের নাটকটা খুব কষ্ট জনক দিয়েছে শেষের দিকে।
আসলে কি বাস্তবতা শহরে পারে না টাকার কাছে হেরে যায় নাহলে মানুষের কাছে হেরে যায়। এটাই বাস্তবতা ঢাকা শহর।
TikTok theke dakhe k k dakta aiso
বাস্তব মুখি নাটক খুবই সুন্দর হইছে ধন্যবাদ শামিম ভাই কে।
হায়রে সমন্দির সমন্দি তোমার ঝাড়ি কিন্তু সেই....
আমার জীবনে সাথে মিল আঁচে আসলেই আবজ শহর
খোদা হাফেজ ঢাকা ইন্টারেস্টিং অভিনয় প্রিয় পরিচালক সহিদ উন নবী ভাই আপনার অনুপ্রেরণা শামীম হাসান সরকার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু দ্বারা জটিল অভিনয় নির্মাণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 🖤🇧🇩🤎
অসাধারণ একটা নাটক
এটায় বাস্তবতা আমাদের জীবনে এমনটায় হয়
ছোট্ট সোনামনি সহ বাকি সবার রুচিসম্পন্ন অভিনয় শামীম হাসান সরকার ভাই এবং তানিয়া বৃষ্টি আপু সাথে খোদা হাফেজ ঢাকা ইন্টারেস্টিং অভিনয় করেছেন ধন্যবাদ 🖤🇧🇩🤎
এই জুটি নাটক আরো দেখতে চাই
বিপদের সময় কারো কাছে জায়গা হয়না সেইটা খুব ভালো করে বুঝে গেছি
আমি ছোট থেকে শাকিব অপুর ছবি দেখার জন্য পাগল ছিলাম,যখন শাকিব অপুর বিচ্ছেদ হয়ে যায় তখন থেকে আমি আর কখনো বাংলা ছবি দেখিনা,, শুধু বাংলা নাটক দেখি,খুব ভালো লাগে বাংলা নাটক❤😂
Same
Fb gurup o joyen hoben
নাটকের সাথে বাস্তব ১০০℅মিল আছে ❤❤❤❤❤❤❤
ওরা কারা যারা শামীম হাসানের নাটক পছন্দ করে
I love you
এই নাটকটা দেখে অনেকটা অনেকটা উপলব্ধি করতে পারলাম যে বিপদের দিনেও আপন ভাই ভাবিরাও পাশে থাকে না
বাংলা নাটকের পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। অডিয়েন্স আপনাদের সাপোর্ট ই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। বেশিবেশি বাংলা নাটক দেখুন,বাংলা নাটকের পাশে থাকুন।ধন্যবাদ সবাইকে
এ শহরের বাড়ি ভাড়া কমানো দরকার।
বাড়িওয়ালাদের কথা ও একটু ভাবেন ,,?সারা জীবনের ইনকাম দিয়া একটা বাড়ি বানায় সেই ভাড়ার টাকায় চলার জন্য
ঠিক বলছেন বেতনের অরদেক টাকা বাড়ি ভাড়া দেয়া লাগে এতটাই বেশি আমরা খেয়ে থাকি আর নাখেয়ে থাকি বাড়ি ভাড়া কেউ কম নেয়না৷ এটার নাম ঢাকার শহর
বেশির ভাগ বাড়ি , বাড়িওয়ালা রা কোটি কোটি টাকা ব্যাংক লোন দিয়ে বানায় , তারা কিস্তি কিভাবে দিবে ।
বেকারত্ব অনেক কঠিন 😢😢
অসাধারণ লাগলো
নাটক টি দেখে চোখে পানি এল মনের অজান্তে
Khub shundor laglo
অসাধারণ হইছে ❤
The most painful thing is losing yourself in the process of loving someone too much, and forgetting that you are special too.
১০০% মিল আছে বাস্তবতার সাথে
Nice ❤
Nc osaradon drama good jobs osaradon nc ❤❤
আশা করি নাটক টা খুব সুন্দর হবে।🙃🙃
এরকম বিপদে আমিও একসময় ছিলাম
বাড়িওয়ালা আমার রুম তালা দিয়েছিল
তবে দোকানদার এর কাছ থেকে সার্পোট
পাইছি ৭ মাসের দোকান বাকি বকেয়া ছিল তারপরও ঐ ভাবে চাপ দেয়নি
এখন অনেক ভালো আছি,,, অনেক সুন্দর দিন কাটাচ্ছি হাজার শুকরিয়া,, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
এভাবে যেনো কোনো মা বাবার কোল খালি না হয়ে যায়
সুসময়ের বন্ধু সবাই দুঃসময়ে কেউ থাকে না পাশে
অসাধারণ
Khob vlo natok,,porichalok k dhonnobat,,❤❤❤❤
স্বৈরাচারীর বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো সেই সব বীরদের জানাই কোটি সালাম
Happy Anniversary 1 month ✊🏼🇧🇩😊
আসসালামু আলাইকুম,
কোটি কোটি সালাম, আল্লাহ শহীদদের সর্বোচ্চ সম্মান দান করুক,আমিন
নাটক টা সত্যি অসাধারণ ❤
নাটকের সাথে বাস্তবের ১০০% মিল
সুন্দর
দারুণ বলেছো
মানসম্মত নাটক
সুন্দর
অসাধারণ নাটক মানুষ বিপদে পরলে কেউ সাহায্য করেনা
চরম বাস্তবতা
সত্তি অসাধারন নাটক
বিপদে না পোরলে আতিও সজন চিনা যায় না
অনেক সুন্দর নাটক
আমার জীবনের সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে বাকিটা কি হবে আল্লাহ ভালো জানেন😭
কখন যে নিজের অজান্তে চোখ দিয়ে পানি চলে আসলো বুঝতে পারলাম না।
ছোটো চাকরিজীবীদের খাবার ও বাসা ভাড়ার পিছনে সিংহভাগ টাকা চলে যায় 😢😢😢
One of the best dramas 🎭 story line awesome
মিরা খুব ভালো করেছে
এটা মধ্যবিত্ত পরিবারের কাহিনী। এরকম প্রায় হয় আমাদের সবার জীবনে
২০০% মিল আছে বাস্তোবের সাথে
Bastobotar sathe miliye kora hoyce natokta onek sundor hoyce
Samim vaiyar natok onk Valo lage
বাস্তবতা আরো নির্মম!