Dhadhina Natina Karaoke Music With Lyrics
ฝัง
- เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024
- Dhadhina Natina Lyrics by Lopamudra Mitra :
Dhadhina Natina Song Is Sung by Lopamudra Mitra from Bhalobaste Balo Bengali Album. Music Composed by Samir Chatterjee.
Song Name : Dhadhina Natina
Album Name : Bhalobaste Balo
Singer : Lopamudra Mitra
Music : Samir Chatterjee
Music Label : Saregama India Ltd
Dhadhina Natina Song Lyrics In Bengali :
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা,
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা
ধাধিনা নাতিনা, ধাধিনা নাতিনা
ভোরের দরজা হাট,
নাতিনা ধাধিনা শুনছি নতুন শতাব্দিটার ডাক।
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা,
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা
আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয়
আজকে যেটা দোটানাতে কালকে সে নিশ্চয়,
জীবন মানে উঠা-পড়া জীবন ভাঙ্গা-গড়া
ভাঙ্গতে গড়তে উঠতে পড়তে সময় চলে যায়,
মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়।
ধাধিনা নাতিনা, ধাধিনা নাতিনা
ভোরের দরজা হাট,
নাতিনা ধাধিনা শুনছি নতুন শতাব্দিটার ডাক।
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা,
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা
মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে
বুকের ভেতর খরা কখন, কখন বৃষ্টি ঝরে,
আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায়
মন্দ ভালো সাদা কালোয় জীবন বয়ে যায়।
ধাধিনা নাতিনা, ধাধিনা নাতিনা
ভোরের দরজা হাট,
নাতিনা ধাধিনা শুনছি নতুন শতাব্দিটার ডাক।
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা,
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা
যেটা আমার ভালো সেটা মন্দ তোমার কাছে
শুয়োপোকা উধাও হলে প্রজাপতি বাঁচে,
সীতার জন্য পাতাল আছে রামের বনবাস,
সীতার জন্য পাতাল আছে রামের বনবাস
খড়ম মাথায় নিয়ে ভরত রাজ্য পাবে না আজ।
এই দেশের ভালো দশের ভালো সবাই নাকি চায়
কথায় কথায় শত-বরষ অমনি চলে যায়,
কেউবা খেলো প্রচুর খেলো কেউ পেল না মোটেই
ভাবছি নতুন শতাব্দিটার কপালে কি জোটে।
ধাধিনা নাতিনা, ধাধিনা নাতিনা
ভোরের দরজা হাট,
নাতিনা ধাধিনা শুনছি নতুন শতাব্দিটার ডাক।
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা,
ধাধিনা নাতিনা, নাতিনা ধাধিনা..