এক নজরে মাইজভান্ডার দরবারের ওরশ। বাংলাদেশের সবচেয়ে বড় ওরস।
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- বাংলাদেশের সবচেয়ে বড় ওরস অনুষ্ঠিত হয় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় মাইজভান্ডার দরবার শরীফ।লক্ষ লক্ষ মানুষের সমাগম এবং তাদের আথিতেয়তা আর শত শত গরু-মহিষের হাদিয়া আসা কিংবা বিশাল এলাকা জুড়ে গ্রাম্য মেলা সবমিলিয়ে জমজমাট একটা ওরস। এখানে আরেকটি বিশেষ দিক হল, উপজেলার হালদা নদী এবং ধুরুং খালের চরের জমিতে জন্মে বিশাল সাইজের মুলা যা সর্বোচ্চ ২০ কেজি পর্যন্ত হয়ে থাকে। কৃষকরা এই ওরসকে কেন্দ্র করে জাপানি জাতের এই মুলা চাষ করে এবং ওরসে বিক্রি করে থাকে।জাপানিজ এই মুলা স্থানীয়রা ভান্ডারি মুলা নামে চেনে। তাছাড়া ওরস উপলক্ষে অথিতিদের আতিথ্য করার জন্য দিনরাত রান্না এবং ভান্ডার খানায় তাদের খাওয়ানো হয়। মাইজভান্ডারেরর প্রবর্তক হলেন সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি (রা.)।২৪ শে জানুয়ারি ১০ই মাঘ মুলত উনার ওরস হয়ে থাকে। এই মহান সাধক ১৯০৬ সালের এই দিনে ইহকাল থেকে পর্দা করেন। ইসলামের প্রচার -প্রসারে সারাদেশে উনার অবদান অনস্বীকার্য।
এক নজরে মাইজভান্ডার দরবারের ওরশ
Title: Perséides
Artist: Yann Falquet
Link: www.facebook.c...
❤❤❤❤