ভাইয়া আরসিসি পিলার ছাড়া কি ছাদ দিয়ে ঘর করা যায় এবং সেটা কি ঝুঁকিপূর্ণ হবে আশা করি উত্তর দিবেন, আরসিসি পিলার ছাড়া 600 স্কয়ার ফিটের একতলা বাড়ি নির্মাণে খরচ কত হবে, এবং আরসিসি পিলার দিয়ে 600 স্কয়ার ফিটের একতলা বাড়ি নির্মাণের খরচ কত হবে উত্তর দিবেন।
কোন ফাউন্ডেশন না দিয়ে আরসিসি পিলার দিয়ে এক তলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় 8 থেকে সাড়ে 8 লক্ষ টাকা আরসিসি পিলার দিয়ে না করলে বেশি একটা খরচ কম বেশি হবে না সামান্য কিছু কম বেশি হয়
আসসালামু আলাইকুম,,, ভাইজান আমি একটা বাড়ি করতে চাই,,, 850 বা 900 স্কয়ার ফিটের,,,, দুটো বেডরুম,, একটা হলরুম, একটা কিচেন, দুটো টয়লেট,,, একটা বারান্দা, ফ্লোর টাইলস হবে,, একতলা বাড়ি হবে,,, কত খরচ হতে পারে
আসসালামু আলাইকুম, ভাই আমি গ্রামের বাড়ি করার জন্য ২তলা ফাউন্ডেশন দিয়ে ৪০ফিট ×১৬ফিট করে ৮টা পিলার দিয়েছি। পিলারের দূরত্ব পাস,১৬ ফিট লাম্বা, ৪০ ফিট =১৪" -১২"- ১৪" পিলারগুলো ৯ফিট করে কোরা হয়েছে, বাহিরে সিরি দেওয়া কোথা ছিল যেমন ঃ পিলারগুলো ০ ০ ০ ০ ০ ০ ০ ০ আমি এখন এর সামনে আরো ৪টা পিলার দিয়ে স্কোয়ার করতে চায় কিভাবে করবো আমাকে যদি পরামসো দিতেন আমার উপোকার হত ২র মাঝের দুটি পিলারে সিঁড়ি দিতে চাই, পিলারের দুটি দূরত্ব ১২ ফিট এখান কি সিঁড়ি দেওয়া যাবে, এক্সটা কি আরো পিলার দিতে হবে, দেওয়া গেলে কিভাবে দিবো, সামনে ৪টা পিলার দিতে হলে পিলারের নিচের ভিম গুলা ভেঙে ভিমের রট আগের ভিমের রটের সাতে বাঁকা করে দিলে কি কোন সমস্যা হবে, কিভাবে পিলার ৪টা জয়েন্ট দিলে ভালো হবে,,,,, ভাই আপনার সাথে কথা বলতাম মোবাইল নম্বরটা যদি দিতেন,,,,,, আমার নাম্বার ০১৯২২৬১০০৯৪
আপনি সামনে বরাবর আরো চারটি পিলার দিতে পারেন দেওয়ার পর সিঁড়ি করতে পারেন কিন্তু সিঁড়ির দ্রুত অর্থাৎ পিলারের দূরত্ব একটু বেশি হতে হবে কিন্তু বিল্ডিং এর সিস্টেম হয়ে যাবে ধন্যবাদ বুঝতে সমস্যা হলে দ্বিতীয় বার কমেন্ট করুন
ভাই, একটি প্রশ্ন, পুকুর শুকিয়ে ফাউন্ডেশন দিলে ভাল হবে নাকি পুকুর আগে ভরাট করে তারপর ফাউন্ডেশন করলে ভাল হবে। বর্তমানে পুকুরটি ৪/৫ ফিট গভীর আছে। জানালে উপকৃত হতাম।
আমার বাড়ি ভোলা গেরামে আমিএকটি বাড়ি করতে চাই লম্বা 30 পাশে 20 সাপ দিয়ে তিন রুম রুমের সাইজ হবে 10 12 সামনে বারান্দা কত টাকা দিতে পারে আমাকে একটু জানিও
নেকাব্রর ভাই কেমন আছেন। ভাই ল্মবাই ৩০ ফিট ফাস ২৪ ফিট এরকম একটি বাড়িতে কত হাজার ইট লাগবে বাড়িটিতে কেচিং রুম হবেনা এবং সিরিও হবেনা বাড়ির কুনু বারিন্দা হবেনা সুধু একটি টইলেট হবে এরকম একটি বাড়ি করতে কত টাকা লাগবে জানাবেন নেকাব্রর ভাই প্লিজ
ভাই যদি ভিতরের সাইড়ে কলম/ভিম এর উপরে ওয়াল না হয় উপরে চাদ তাতে কোন সমস্য হবে কারন রুম ছোট ও বড় করার কারনে ভিম থেকে একটু প্রায় এক মিটার দুর হয় (শুধু ভিতরের সাইড় )💗
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া,,ভাইয়া আমাদের বড় একটা বাড়ি আছে কিন্তু আমার নিজের জন্য আমি একটা রুম করতে চাই একটা রুম একটা এটাস্ট টয়লেট এতে কত খরচ পড়তে পারে উপরে ছাদ দিতে চাই রুম টা একটু বড়সড়ই
৩২*৩০ দিয়া ৪টি বেটরুম দুটি এটাস্ট বাথরুম একটি কমন ও একটি কিচেন করতে চাই আনুমানিক কত খরচ হতে পারে আর ইট কত হাজার লাগবে যদি বলতেন ভালো লাগতো আর বাহিরে থাকি আমি চার পাচ মাস পরে দেশে এসে করবো ইনশাআল্লাহ
আসসালামু আলাইকুম ভাই এই বাড়িটা করতে কতদিন সময় লাগবে এবং আমার কাছে তিন লক্ষ টাকা ক্যাশ আছে আমি প্রতি মাসে 43 হাজার টাকা আসে তো আমি তিন লক্ষ টাকার কাজ শেষ করতে কি আমার 2 লক্ষ টাকা জমা করতে পারব আমার বাইরে কোন খরচ নেই একটু জানাবেন তাইলে আমি বাড়ির কাজটি করতে পারি
ভাই আমি একটি দুই ইউনিট বাসা বানাবো,২২ফুট/৭০ফুট জাগা ভাড়া দিবো।তিনতালা ফাউন্ডেশন হবে।খরচ কত হবে বর্তমানে এক তালা কমপ্লিট হবে,একটি ভিডিও চিএ দিবেন।ধন্যবাদ।
দুঃখিত ভাইয়া এভাবে কোন আইডিয়া দেওয়া হয় না কারন চারটি রুমের বিল্ডিং বারোশো স্কয়ার ফুট থেকে 25 স্কয়ার ফিট পর্যন্ত হয় আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট বিল্ডিং করবেন পাশে কত ফুট বিল্ডিং করবেন অথবা স্কয়ার ফিট কত সেটি উল্লেখ করুন সাথে কয় তলা ফাউন্ডেশন দিবেন সেটি লিখুন ধন্যবাদ
ভাই,, আমার ভাড়ি পাইনারচর চিনেন নিশ্চয়ই, আমার একটা হিসেব দিবেন, আমাদের জায়গা লম্বায় অনেক আছে, পাশে কম,পাশে আছে ২৩ পিট, লম্বায় নিতে চাই ৪০ ফিট, এখন কথা হলো, ২৩ বাই ৪০ ফিট ভাড়ি,, করতে কত লাগতে পারে, আর হে একটা রুম ও এটাস টয়েলেট আর ছাদে যাওয়ার জন্য সিরি কম্পিলিট হবে, , বাকি রুম পরে কম্পিলিট করবো, কত লাগতে পারে জানাবেন
ভাই আমি একটা ঘরের ছক আকছি , চাইলে আপনি দেখতে পারেন, এবং কত ফুট জায়গা লাগবে লম্বা, র, পাশে কত টুকু জায়গা দরকার ,, বা কত টাকা খরচ জাবে দুই তলা করলে টাইস ছারা,,,, কিবাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি বলবেন
ভাই আছছালামুআলাইকুম। আমি একজন প্রবসি।আমি দেশে এসে আপনাকে দিয়ে আমার বাড়িটি করাতে চাই।আমার বাড়ি দোহার থানা এবং বাহরাইনে স্বল্প বেতনে কাজ করি।আপনি কি আমার বাড়ির কাজটা করবেন? আমার বাড়িটি হবে ২১/২০ ফুট। ১০/১২ ফিট করে দুটি রুম। এবং বারিন্দায় ৭/৬ ফিট করে দু পাশে টয়লেট ও কিচেন রুম। দুই রুমের সাথে ৪টি থাই গ্লাসের জানালা।আর উপরে টিন সেট। এই বাড়ির সম্পূর্ণ কাজ করতে মোট খরচটা জানালে খুশি হতাম।
এইভাবে বললে আপনাকে খরচ কিভাবে দেব আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট পাশে কত ফুট অথবা মোটি স্কয়ার ফিট কত কারণ আমরা আপনাদের স্কোয়ার ফিট এর উপর বা ফাউন্ডেশন এর উপর খরচে দেখিয়ে থাকি সেটি উল্লেখ করুন
ভাই আমি একটি টিনসেট বাড়ি করতে চাই, কত খরচ পরবে, ৩২ফিট লম্বা চওরা ৯ফিট। বারান্দা দুই সাইটে দুই রুম রুমের সাইস হল,৬ফিট লম্বা ৫ফিট চওরা এখানে রট, সিমেন্ট, এবং ইট কোনটা কি পরিমান লাগবে যদি জানাতেন উপকিত হতাম
৩৪×৩০ ফিট ৪ বেড রুম ২ টয়লেট ১ রান্না ঘর ১ ডাইনিং ১ টা এসটোর সিড়ি দিব আলাদা বাহিরে রং বাদে কত টাকা লাগবে | শুধু গ্রেট বিম থেকে পিলার তোলা যাবে ছাদ করতে চাই দয়া করে জানাবেন
আসসালামু আলাইকুম ভাই কেমুন আছেন ভাই আমি সৌদি আরব থেকে বলছি ভাই আমার একটি জাগা আছে জাগার মাপ হলো লমবায় আছে ৫০ ফিট /৩৭ ফিট টোটাল এই জাগা তোবে রাসতার জন্য ছারা লাকবে না হয়তো পিছনে ৩ ছাইট ছারা লাগতে পারে জদি আপনে চান তো তবে আমি ২ ইওনিট বানাবো আমার বাড়ী মুন্সিগনজ তো ভাই দয়া করে আমাকে বাড়ীর ডিজাইন দেখাবেন আর কতো টাকা লাগবে জানাবেন কিনতু ৬ রুম হবে ৪ টা টয়লেট হবে ২টা কিছেন হবে ২ টা ডাইনিং রুম হবে পিলিছ ঊওর দিবেন
খরচ জানতে হলে আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট পাশে কত ফুট অথবা মোটি স্কয়ার ফিট কত সেটি উল্লেখ করুন কারণ আপনার স্কয়ার ফিট এর ওপর খরচ নির্ভর করে সাথে কয় তলা ফাউন্ডেশন দিবেন সেটি উল্লেখ করুন
ভাই আমি জা বলতে চাই। তা হল এ বারিটাই কিন্ত বারান্দা এটা ছুট আর একটু বর হবে। সেখানে আর আকটা কিচেন আর একটা রুম হবে। আর টয়লেট এর সাথে একটু গুসলখানা থাকবে তাতে সব মিলিয়ে আপনি কত টাকার ভেতরে করে দিতে পারবেন। akdom total rod,cement,bali, mojuri soho intotal amr koto khorch hobe bolle ami khusi hobo....asa kori reply korben...tnx
ভাই সালাম নিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাতুহু ভাই জান আবুল খায়ের কোমপানীর রড কেমন এটা দিয়ে বিল্ডিং করলে কি কোন সমস্যা হবে আমি দোতলা করবো একটু জানাবেন ভাই
ভাই যে টাকার কথা বললেন তার থেকে ৫০হাজার টাকা বেশি দিবো, এবং কি অন্য কোনো ডিজাইনেরর কাজ করি তার মুজুরি আলাদা দিবো আমাকে একটা কাজ করে দেন,,,, আশা করি যদি ভালো হয় তাহলে আমার এলাকার অনেকেই আপনাদের কে দিয়ে কাজ করাবে,,,,
সেটি এভাবে বলা যাবে না কারণ স্কোয়ার ফুটের ওপর খরচ নির্ভর করে আপনি যদি আমার কথাটি মনে রাখেন তাহলে খরচ আপনি নিজেই বের করতে পারবেন এরকম এর একটি কাজ করলে পার স্কয়ার ফুটে তেরোশো টাকা গুনতে হবে
ভাই হিসাবটা ভাল লাগলো, বেডরুম কয়টি যদি বলতেন, আপনাকে দিয়ে বাড়ি করতে চাই, ফোন, নাম্বার দেওয়া যাবে, দুই মাস দরে বাড়ি করার চিন্তা করছি, কেউ বলে টিনসেড করতে,, অনেকেই বলে ছাদ দিতে , আপনার সাথে কথা বলতে চাই
আমি ১ টা বাড়ি করতে চাই।৫ টা রুম, ২টা টয়লেট সামনে বারান্দা হবে।কত টাকা খরচ হবে? আর সি সি পিলার ছাড়া ছাদ করলে ভবিষ্যতে কোন সমস্যা হবে কি না জানতে চাই। ধন্যবাদ
ভাইয়া প্রথমে আমার সালাম নিবেন ভাইয়া আমি একটা বাড়ি করতে চাই যেমন দুই রুম একটা ডয়েয়ং রুম কেচিং রুম দুইটি টয়লেট ও বারান্দা করতে চাই ভাইয়া দয়া করে যদি বলতেন কতো লাখ টাকা পরব
ভাই ভাল আছেন। আমি একটি বাড়ি বানাতে চাই।সামনে বারান্দা সহ দুই রুম, পিছনে দুই রুম, মাঝখানে ডাইনিং , দুইটা এটাচ, একটা কমন টয়লেট, একটা কিচেন, মোট স্কয়ার ফিট 1150 তিন তলা ফাউন্ডেশন,টাইলস সহ এক তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে।জানালে উপকৃত হতাম।
@@mdriaz.4202 এইভাবে বললে হবে না আপনাকে বলতে হবে লম্বায় বিল্ডিংটি কত ফিট করতে চান বা পাশে কত ফিট অথবা স্কয়ার ফিট কত সেটি যদি না হয় তাহলে আপনাকে ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিতে হবে
ভাই আমি উপরে টিন এবং সাইটে উয়াল নিচে পাকা হবেনা মাটি থাকবে লম্বা ২০ হাত এবং পাসে ৮ হাত একটি বাড়ি করবো কত টাকা লগবে? /? এবং কত হাজার ইট সিমেন্ট বালু লাগবে জানাবেন প্লিজ
আচ্ছা ভাই ৩৭ নম্বর বিলডিং টা বললেন ৫ তলা ফাউন্ডেশন দিয়ে খরচ হবে বললেন ৫/৬ লক্ষ, আর এটা কোনো ফাউন্ডেশন হবে না এটাও বললেন ৫/৬ লক্ষ, এখন আমরা,ছাড়া কম বাজেটে সপ্ন দেখি বিলডিং করার জন্য, তাহলে আমরা কি করবো,,,, আমার তো ৩৭ নম্বর বিলডিং টা বাজেট অনুসারে ঠিক আছে, আবার ফাউন্ডেশন ও হচ্ছে ৫ তলা,, কোনটা সঠিক বলে দেন ভাই,,
আপনি সেই বিল্ডিং এর ভিডিওটি দেখতে গেলে আপনাকে 110 নাম্বার ভিডিওতে চলে যেতে হবে আর গিয়ে দেখবেন সেখানে বারান্দা বেশি হয়ে খরচ 10 থেকে 11 লাখ টাকার ভিতরে চলে গেছে
আসসালামুয়ালাইকুম ভাই আপনি কি মিস্ত্রি যদি মিস্ত্রি হয়ে থাকেন আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার বাড়ি কোথায় ঠিকানাটা চাই আমি একটা বিল্ডিং করব আমি কুয়েত থেকে বলছি
তিন রুমের টিনশেড কত খরচ পড়বে সেটি এভাবে বললে হবে না আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট পাশে কত ফুট কত স্কয়ার ফুট কত সেটি বলুন অবশ্যই পেয়ে যাবেন প্রয়োজনে বাংলায় কমেন্ট করুন
ভাই আমি দুই তলা ফাউন ডেশন বাড়ির কাজ শুরু করছি কিনতু ইটের পিলার দিয়েছি। প্রথমে ২৫ ইনচি ৮ মিলি রড দিয়ে ৩ ইনচি ডালাই দিচি। তার পর ইটের গাতনি দিচি ২০। ১৫। ১০ ইনচি গাতনি দি চি ৭ কান তার পর ৫ ইনচি গাতনি দিচি কোন সমস্য হবে কি জানাবেন plz
আমি এখনো নোয়াখালীতে কাজ করিনি এরকম এর একটি কাজ করাতে চাইলে ভাই আমাকে রেট দিতে হবে 280 থেকে 300 টাকা পার স্কয়ার ফিট আপনার এরিয়ার কোন মিস্ত্রি দারায় করালে আপনি 220 টাকা বা 230 টাকা করাতে পারেন
ভাই আমি একটা বাড়ি করছি ফাউন্ডেশন দুই তলা তবে রড দিয়ে না পুরোটা ইটের গাঁথুনি । নিচেই সি সি ঢালাই আছে এবং 35 ইনচি গাঁথুনি দিয়ে শুরু । এই ফাউন্ডেশন দিয়ে কি দুই তলা বাড়ি করা যাবে ? একটু জানালে উপকৃত হব । তিন রুম । তিন টয়লেট । এক কিচেন এবং সিড়ি । মোট 950 ইসকোয়ার ফিট ।
আমাদের বাড়িমুন্সিগঞ্জ বালিগাঁও আমাদের ঘরটা বানাতে পারবেন ২০ ফিট লম্বা ১৭ফিট পাস ১২ফিট বাই ১২ রোম ১ টা বাকি রান্না ঘর ৮ বাই ৯ ফিট ৪ফিট ৪ ফিট আলাদা টয়লেট ওগোসল খানা সামনে খোলা বারান্দা বারান্দতে গিরিল হবে এই বাভে করে দিতে পারবেন কি আর দেয়াল হবে কংক্রিট ব্লক দিয়ে কত টাকা কন্টেক হবে।
@@FahimaConstruction ফাউন্ডিশন দিয়ে তুললে ১৪- থেকে ১৫ লাক টাকা লাগবে আপনি বলছিলেন আর এখন ফাউন্ডিশন ছাড়া ১৩- থেকে ১৪ লাক টাকা লাগবে তাহলে কি নিচের ফাউন্ডিশনের জন্য একলাক টাকা বেশি লাগবে নাকি ভাই একলাক টাকা বেশি লাগলে তো ফাউন্ডিশন দিয়ে তুলা ভালো
ধন্যবাদ ভাই। আমি আপনার প্রায় ডিজাইন দেখি। খুব ভাল লাগে। আমি ১টি বাড়ি বানাতে চাই ২৪বাই ৩০= ৭২০ স্কোয়ার ফিট। ৩ তলা ফাউন্ডেশন,৩টি বেড রুম,১টি ড্রয়িং+ডাইনিং,২টি বাথ রুম। কিচেন বাইরে আলাদা হবে। বিস্তারিত জানালে উপকৃত হব।
দুই তলা ফাউন্ডেশন দিয়ে দুই তালা দুপ্লাস একটি বাড়ি করলে আপনার খরচ পড়বে প্রায় 21 থেকে 22 লক্ষ টাকা
গরীবের ঘর অনেক সুন্দর এরকম একটা তোলতে পারলে নিজেকে অনেক বড়লোক মনে করতাম
আলহামদুলিল্লাহ চেষ্টা করলে আল্লাহ দিবে ইয়ার চেয়ে বড় বিল্ডিং
ভাল
ফাহিমা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
ভাইয়া আরসিসি পিলার ছাড়া কি ছাদ দিয়ে ঘর করা যায় এবং সেটা কি ঝুঁকিপূর্ণ হবে আশা করি উত্তর দিবেন, আরসিসি পিলার ছাড়া 600 স্কয়ার ফিটের একতলা বাড়ি নির্মাণে খরচ কত হবে, এবং আরসিসি পিলার দিয়ে 600 স্কয়ার ফিটের একতলা বাড়ি নির্মাণের খরচ কত হবে উত্তর দিবেন।
কোন ফাউন্ডেশন না দিয়ে আরসিসি পিলার দিয়ে এক তলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় 8 থেকে সাড়ে 8 লক্ষ টাকা আরসিসি পিলার দিয়ে না করলে বেশি একটা খরচ কম বেশি হবে না সামান্য কিছু কম বেশি হয়
এইখানে কি মিস্ত্রি খরচ সহ নাকি স্ত্রী খরচ বাদে চার লক্ষ টাকা খরচ পড়বে
ভাই কেমন আছেন আমি দেখতে চাইজে তিন রুমের একটি বাড়ি ৫থেকে ৬ লাখ টাকার ভেতরে দেখাবেন ভাইয়া প্লিজ আর আপনার বাড়ির দিজাইন গুলো খুব ভালো
ধন্যবাদ ভাই আপনাকে সাথেই থাকুন অবশ্যই চেষ্টা করব
ভাই সবার কমেন্ট পরার জন্য,আপনাকে ধন্যবাদ,সবার সপ্ন আল্লাহ্তালা পুরন করুক আমিন।
আলহামদুলিল্লাহ দোয়া করবেন সব সময় যাতে আপনাদের পাশেই থাকতে পারি
আসসালামু আলাইকুম,,, ভাইজান আমি একটা বাড়ি করতে চাই,,, 850 বা 900 স্কয়ার ফিটের,,,, দুটো বেডরুম,, একটা হলরুম, একটা কিচেন, দুটো টয়লেট,,, একটা বারান্দা, ফ্লোর টাইলস হবে,, একতলা বাড়ি হবে,,, কত খরচ হতে পারে
একতলা বাড়ি করলে আপনার পার স্কয়ার ফিটে খরচ পড়বে প্রায় 1350 টাকা পার স্কয়ার ফিটে
Nc
ধন্যবাদ
ভাই পিলার দিয়ে করলে,,
লাম্বায় ৩৬ ফিট পাশে ২০ ফিট ‘’
ইট,বালি,সিমেন্ট,রট, এসব কিছুর সাধারন হিসাব যদি দিতেন
এবং মোট কত টাকা খরচ হতে পারে,,,,
10 থেকে 11 লক্ষ টাকা খরচ হবে
Sad koto inch dawa hoysa???
আসসালামু আলাইকুম, ভাই আমি গ্রামের বাড়ি করার জন্য ২তলা ফাউন্ডেশন দিয়ে ৪০ফিট ×১৬ফিট করে ৮টা পিলার দিয়েছি। পিলারের দূরত্ব
পাস,১৬ ফিট
লাম্বা, ৪০ ফিট =১৪" -১২"- ১৪" পিলারগুলো ৯ফিট করে কোরা হয়েছে,
বাহিরে সিরি দেওয়া কোথা ছিল
যেমন ঃ পিলারগুলো
০ ০ ০ ০
০ ০ ০ ০
আমি এখন এর সামনে আরো ৪টা পিলার দিয়ে স্কোয়ার করতে চায়
কিভাবে করবো আমাকে যদি পরামসো দিতেন আমার উপোকার হত
২র
মাঝের দুটি পিলারে সিঁড়ি দিতে চাই, পিলারের দুটি দূরত্ব ১২ ফিট এখান কি সিঁড়ি দেওয়া যাবে, এক্সটা কি আরো পিলার দিতে হবে, দেওয়া গেলে কিভাবে দিবো, সামনে ৪টা পিলার দিতে হলে পিলারের নিচের ভিম গুলা ভেঙে ভিমের রট আগের ভিমের রটের সাতে বাঁকা করে দিলে কি কোন সমস্যা হবে, কিভাবে পিলার ৪টা জয়েন্ট দিলে ভালো হবে,,,,,
ভাই আপনার সাথে কথা বলতাম মোবাইল নম্বরটা যদি দিতেন,,,,,,
আমার নাম্বার ০১৯২২৬১০০৯৪
আপনি সামনে বরাবর আরো চারটি পিলার দিতে পারেন দেওয়ার পর সিঁড়ি করতে পারেন কিন্তু সিঁড়ির দ্রুত অর্থাৎ পিলারের দূরত্ব একটু বেশি হতে হবে কিন্তু বিল্ডিং এর সিস্টেম হয়ে যাবে ধন্যবাদ বুঝতে সমস্যা হলে দ্বিতীয় বার কমেন্ট করুন
ভাই, একটি প্রশ্ন, পুকুর শুকিয়ে ফাউন্ডেশন দিলে ভাল হবে নাকি পুকুর আগে ভরাট করে তারপর ফাউন্ডেশন করলে ভাল হবে। বর্তমানে পুকুরটি ৪/৫ ফিট গভীর আছে। জানালে উপকৃত হতাম।
পুকুর থাকতে নিজে থেকে ফাউন্ডেশন দিন ভালো হবে
@@FahimaConstruction কেমন আছেন আমার জমিন টা নিচু রাস্তা থেকে ৫ফুটআমি চাইএকতালা করতে ৩৪+৩৫কতটাকা খরচ হবে তিন রুম please বলিবেন কি?
খুব ভাল লাগল আপনার কথা এবং ভিডিও 👍
আপনাকে আন্তরিক অভিনন্দন
আমার বাড়ি ভোলা গেরামে আমিএকটি বাড়ি করতে চাই লম্বা 30 পাশে 20 সাপ দিয়ে তিন রুম রুমের সাইজ হবে 10 12 সামনে বারান্দা কত টাকা দিতে পারে আমাকে একটু জানিও
আত্ম থেকে সাড়ে 8 লক্ষ টাকা খরচ হতে পারে 1 তলা কমপ্লিট করলে
ভাই এই বাড়িটা আমার ভালো লাগছে। আমি এই ডিজাইনে বাড়ি করতে চাই এবং আপনি কি পারবেন কাজটি করে দিতে
এরকম এর একটি ছোট্ট কাজ আমাকে দিয়ে এলাকার বাহিরে গিয়ে করলে পোষাবে না
নেকাব্রর ভাই কেমন আছেন। ভাই ল্মবাই ৩০ ফিট ফাস ২৪ ফিট এরকম একটি বাড়িতে কত হাজার ইট লাগবে বাড়িটিতে কেচিং রুম হবেনা এবং সিরিও হবেনা বাড়ির কুনু বারিন্দা হবেনা সুধু একটি টইলেট হবে এরকম একটি বাড়ি করতে কত টাকা লাগবে জানাবেন নেকাব্রর ভাই প্লিজ
ইটা বালু রডের হিসাব আমি এইভাবে দিয়ে থাকি না ধন্যবাদ
Bai ai bariti te koita room ase,, plz bolben
ভাই যদি ভিতরের সাইড়ে কলম/ভিম এর উপরে ওয়াল না হয় উপরে চাদ তাতে কোন সমস্য হবে কারন রুম ছোট ও বড় করার কারনে ভিম থেকে একটু প্রায় এক মিটার দুর হয় (শুধু ভিতরের সাইড় )💗
তাতে সমস্যা হবেনা কিন্তু নতুন করে একটি ডিম দিয়ে দিতে হবে একটু চিকন করে সমস্যা হবে না
আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া,,ভাইয়া আমাদের বড় একটা বাড়ি আছে কিন্তু আমার নিজের জন্য আমি একটা রুম করতে চাই একটা রুম একটা এটাস্ট টয়লেট এতে কত খরচ পড়তে পারে উপরে ছাদ দিতে চাই রুম টা একটু বড়সড়ই
ভাইয়া বড়োসড়ো কতটুকু করবেন একটু বিস্তারিত বলুন ধন্যবাদ
রুমের মাপ টা তো আমার জানা নাই ভাইয়া তবে একটু বড়োসড়ো রুমের ভিতর একটা খাট আলমারি ড্রেসিং টেবিল এর সামনে একটু জায়গা যেন নিচে বসার মতো
৩২*৩০ দিয়া ৪টি বেটরুম দুটি এটাস্ট বাথরুম একটি কমন ও একটি কিচেন করতে চাই আনুমানিক কত খরচ হতে পারে আর ইট কত হাজার লাগবে যদি বলতেন ভালো লাগতো আর বাহিরে থাকি আমি চার পাচ মাস পরে দেশে এসে করবো ইনশাআল্লাহ
ইটা বালু রডের হিসাব এভাবে দিয়ে থাকি না ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাই এই বাড়িটা করতে কতদিন সময় লাগবে এবং আমার কাছে তিন লক্ষ টাকা ক্যাশ আছে আমি প্রতি মাসে 43 হাজার টাকা আসে তো আমি তিন লক্ষ টাকার কাজ শেষ করতে কি আমার 2 লক্ষ টাকা জমা করতে পারব আমার বাইরে কোন খরচ নেই একটু জানাবেন তাইলে আমি বাড়ির কাজটি করতে পারি
পারবেন না কেন পারবেন না অবশ্যই চেষ্টা করলে পারবেন ধন্যবাদ
@@FahimaConstruction tnx
আপনাকে ধন্যবাদ স্যার
ফাহিমা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ
ভাই আমি একটি দুই ইউনিট বাসা বানাবো,২২ফুট/৭০ফুট জাগা ভাড়া দিবো।তিনতালা ফাউন্ডেশন হবে।খরচ কত হবে বর্তমানে এক তালা কমপ্লিট হবে,একটি ভিডিও চিএ দিবেন।ধন্যবাদ।
তিন তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে তাই 21 থেকে 22 লক্ষ টাকা
@@FahimaConstruction ধন্যবাদ
ভাই রুমে কয়টা রুম হয়েছে জানালে উপকিত হতাম
এখানে দুইটি বেড রুম আছে
ধন্যবাদ ভাই সুন্দর মতামত জানানোর জন্য
ভাই আমার বারির পাশে পুকুর আছে পিলার দিয়ে এবং দুই রুম এবং টয়লেট হবে এখন একটু বলবেন কতটাকা খরচ হবে এবং ছাদ হবে
লম্বায় দুটি রুম কয় ফুট দিবেন এবং আসে কত ভোট দিবেন কয় তলা ফাউন্ডেশন দিবেন সেটি পুরোপুরি উল্লেখ করুন কবে যাবেন ধন্যবাদ
@@FahimaConstruction
লমবা দরেন ২৪ ফুট হবে এবং এক তলা ফাউন্ডেশন হবে
২০*৩০ একটা বিল্ডি করতেছি, এখন জানালার মাপ গুলো কত কত হলে সবচেয়ে পারফেক্ট হবে।
আপনি যদি একটু ছোট হয় তাহলে চার ফুট বাই চার ফুট জেলা দিতে পারেন এটা মোটামুটি পারফেট
ভাইয়া মোট কতো হাজার ইট,কতো বস্তা সিমেন্ট, এবং ছাদে কত কেজি রড লাগল দয়াকরে জানাবেন।
জি ভাই আমাকে একটা আইডিয়া দেন। ৪টা রুম +টয়েলেট +রান্নাঘর হবে। ২ তলা ফাউনডেসান ১ তলা কমপিলিট হবে।গিরিল জানালা সহ কত টাকা আসতে পারে।
দুঃখিত ভাইয়া এভাবে কোন আইডিয়া দেওয়া হয় না কারন চারটি রুমের বিল্ডিং বারোশো স্কয়ার ফুট থেকে 25 স্কয়ার ফিট পর্যন্ত হয় আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট বিল্ডিং করবেন পাশে কত ফুট বিল্ডিং করবেন অথবা স্কয়ার ফিট কত সেটি উল্লেখ করুন সাথে কয় তলা ফাউন্ডেশন দিবেন সেটি লিখুন ধন্যবাদ
হা ভাই ২৫ পিট বাই ২০ পিট। ২ তলা ফাউনডেসান। ১ তলা কমপিলিট।
ভাই,, আমার ভাড়ি পাইনারচর চিনেন নিশ্চয়ই, আমার একটা হিসেব দিবেন, আমাদের জায়গা লম্বায় অনেক আছে, পাশে কম,পাশে আছে ২৩ পিট, লম্বায় নিতে চাই ৪০ ফিট, এখন কথা হলো, ২৩ বাই ৪০ ফিট ভাড়ি,, করতে কত লাগতে পারে, আর হে একটা রুম ও এটাস টয়েলেট আর ছাদে যাওয়ার জন্য সিরি কম্পিলিট হবে, , বাকি রুম পরে কম্পিলিট করবো, কত লাগতে পারে জানাবেন
আর হে কোনো ফাউন্ডেশন হবে না,
1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করলে সিড়ি সহ 12 থেকে 13 লক্ষ টাকা খরচ হবে
@@FahimaConstruction ভাইজান, পুরো একতলা কমপ্লিট করবো না শুধু একটা রুম আর টয়েলেট আর সিরি,, বাকি রুমে ইটও লাগাবো না, শুধু কলাম গুলো থাকবে,
বাইয়া আসসালামুলাইকুম কেমন আছেন আসাকরি বাল আছেন আমি একটি বাড়ি বানাব ২৬.৫+২৬.৫ ফিট দুতলা ফাওনড়েসন দুতলাই করব তহলে কত টাকা লাগবে জানাবেন বাই
প্রায় 18 থেকে 19 লক্ষ টাকা খরচ হবে
ভাই আমি একটা ঘরের ছক আকছি , চাইলে আপনি দেখতে পারেন, এবং কত ফুট জায়গা লাগবে লম্বা, র, পাশে কত টুকু জায়গা দরকার ,, বা কত টাকা খরচ জাবে দুই তলা করলে টাইস ছারা,,,, কিবাবে আপনার সাথে যোগাযোগ করতে পারি বলবেন
আমার জায়গা কম ,, কত টুকু লাগবে বলেন
ইউটিউবে তিন নাম্বার ভিডিওতে চলে যান নাম্বার সহ বিস্তারিত পেয়ে যাবেন
Fahima Construction ভাই আপনার নাম্বার টা দিয় আর আমি আমার নাম্বার দিয়ার 0096895385427 ইমু আচে
ভাই আছছালামুআলাইকুম। আমি একজন প্রবসি।আমি দেশে এসে আপনাকে দিয়ে আমার বাড়িটি করাতে চাই।আমার বাড়ি দোহার থানা এবং বাহরাইনে স্বল্প বেতনে কাজ করি।আপনি কি আমার বাড়ির কাজটা করবেন? আমার বাড়িটি হবে ২১/২০ ফুট। ১০/১২ ফিট করে দুটি রুম। এবং বারিন্দায় ৭/৬ ফিট করে দু পাশে টয়লেট ও কিচেন রুম। দুই রুমের সাথে ৪টি থাই গ্লাসের জানালা।আর উপরে টিন সেট। এই বাড়ির সম্পূর্ণ কাজ করতে মোট খরচটা জানালে খুশি হতাম।
সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা খরচ পড়বে
৩টা রুম (১২/১৪ফিট) ,২টা টয়লেট ও ১টা ডায়নিংরুম ( ১৫-১৬ফিট) ফাউনডেশন ছাড়া ছাদ হবে। কত টাকা পরবে?
আপনাকে বলতে হবে মোট স্কয়ার ফিট কত অথবা লম্বায় কত ফিট পাশে কত ফিট সেটা জেনে কমেন্ট করুন অবশ্যই পেয়ে যাবেন
+Fahima Construction লম্বায় ৩৫ ফিট আর পাশে ৩০ফিট। ফাউন্ডেশন ছাড়া ছাদ হবে। কত টাকা লাগবে?
+Alif Mahmud??
আসসালামুআলাইকুম ভাই আশা করি ভালই আছেন ভাই এল সিস্টেম 5 রুম করা আছে 5 ইঞ্চি গাঁথুনি দিয়ে উপরে টিন আছে বর্তমানে দোতলা করলে কি করা লাগবে
জিনা এটা তো একটা লাইক দেওয়া ঠিক হবেনা নিচে বিন দিয়েছেন কিনা সেটি উল্লেখ করুন
না ভাই বিন দেওয়া হয় নাই এখন কি করা লাগবে না ভাঙ্গা কি করা যাবে দোতলা
ভাই ৫ টি রুম ১টি এটাস বাথরুম আর একটা কমন বাথরুম হবে।।জাগার সমস্যা নাই দুই তালা ফাইনডেসন দিয়ে একতালা কম্পেলিট কত খরচ হবে।।একটু জানাবেন
এইভাবে বললে আপনাকে খরচ কিভাবে দেব আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট পাশে কত ফুট অথবা মোটি স্কয়ার ফিট কত কারণ আমরা আপনাদের স্কোয়ার ফিট এর উপর বা ফাউন্ডেশন এর উপর খরচে দেখিয়ে থাকি সেটি উল্লেখ করুন
ভাই ৩২ আর ৩৬
খুলনা জেলায় একটা বাড়ি বানাবো ৪০/৪০ নিচ তলা কেমন খরচ পরবে জানাবেন
কয় তলা ফাউন্ডেশন দিবেন যে নিচতলা খালি রাখবেন সেটা উল্লেখ করুন
আমার জন্য ৩৫/৩২ ফিট জমিতে সিরি ছাদ দিয়ে খরচ সহ একটা ডিজাইন পাঠালে ভাল হত।
পরবর্তী ভিডিওতে এরকম বিল্ডিং এর ডিজাইন থাকলে অবশ্যই দেখিয়ে দেবো সাথেই থাকুন ধন্যবাদ
ভাই আমি কি ভাবে আপনার সাথে যোগাযোগ করবো আপনার ফোন নং টা দেন
ভাই আমি একটি টিনসেট বাড়ি করতে চাই, কত খরচ পরবে, ৩২ফিট লম্বা চওরা ৯ফিট। বারান্দা দুই সাইটে দুই রুম রুমের সাইস হল,৬ফিট লম্বা ৫ফিট চওরা এখানে রট, সিমেন্ট, এবং ইট কোনটা কি পরিমান লাগবে যদি জানাতেন উপকিত হতাম
লম্বাই তো বললেন পাশে কত দিন অথবা মোট স্কয়ার ফিট কত সেটা উল্লেখ করেন
Bai apni ki chittagong aste parben
৩৪×৩০ ফিট ৪ বেড রুম ২ টয়লেট ১ রান্না ঘর ১ ডাইনিং ১ টা এসটোর সিড়ি দিব আলাদা বাহিরে রং বাদে কত টাকা লাগবে | শুধু গ্রেট বিম থেকে পিলার তোলা যাবে ছাদ করতে চাই দয়া করে জানাবেন
শুধু একতলা করতে পারবেন ওপরে কখনোই করা সম্ভব হবে না
@@FahimaConstruction kato tk lagbay vi
কত টাকা লাগবে ভাই
ভাইজান, আমি 37/42 ফুট এবং আস্তর না করে দেওয়ালে ও ফ্লোরে টাইলস করলে কত টাকা খরচ লাগবে?
টাইলস বেশি দামি না মেডিয়াম দামের মধ্যে হলে হবে।
দয়া করে জানাবেন
21 থেকে 22 লক্ষ টাকা খরচ হবে
@@FahimaConstruction
2 তলা ফাউন্ডিশান করে
Onyk sundor
ভাই ১২০০ এচকোট ফিড পাঁচ তালা ফান্ডসন দিয়ে দুই ইউনট ফোলোর টাছ দুইটি কিচেন দুইটি টয় লেড এক তালা কম্পিলিট করতে কত খরচ আসবে
5 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করলে আপনার খরচ আসবে প্রায় 19 থেকে সাড়ে 19 লক্ষ টাকা
ভাই আমি আপনার সব ভিডিও দেখি ৩০-ভাই১৫ ফিট এক তলা দুই রুম ভারাদা হবেনা ইন টুটাল খরছ কত হবে
এক তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় 6 লক্ষ টাকা
@@FahimaConstruction ধন্যবাদ ভাই
আসসালামু আলাইকুম ভাই কেমুন আছেন ভাই আমি সৌদি আরব থেকে বলছি ভাই আমার একটি জাগা আছে জাগার মাপ হলো লমবায় আছে ৫০ ফিট /৩৭ ফিট টোটাল এই জাগা তোবে রাসতার জন্য ছারা লাকবে না হয়তো পিছনে ৩ ছাইট ছারা লাগতে পারে জদি আপনে চান তো তবে আমি ২ ইওনিট বানাবো আমার বাড়ী মুন্সিগনজ তো ভাই দয়া করে আমাকে বাড়ীর ডিজাইন দেখাবেন আর কতো টাকা লাগবে জানাবেন কিনতু ৬ রুম হবে ৪ টা টয়লেট হবে ২টা কিছেন হবে ২ টা ডাইনিং রুম হবে পিলিছ ঊওর দিবেন
আপনি যেভাবে বললেন এটার একটি ইঞ্জিনিয়ার এর প্ল্যান তৈরি করতে হবে সেজন্য অবশ্যই একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন ধন্যবাদ
ড্রোয়িং রুম ১ টি,কিচেন ১ টি, বেড়রুম ৪ টি, ব্যাতরুম ৩ টি, এতে কত খরচ হবে জানাবে প্লিজ ভাই
খরচ জানতে হলে আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট পাশে কত ফুট অথবা মোটি স্কয়ার ফিট কত সেটি উল্লেখ করুন কারণ আপনার স্কয়ার ফিট এর ওপর খরচ নির্ভর করে সাথে কয় তলা ফাউন্ডেশন দিবেন সেটি উল্লেখ করুন
ভাই ২৫ফিট বাই ২৮ফিট দুই তালা ফাউন্ডেশন একতালা কমপ্লিট খরচ কতো পরবে।
2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় দশ লক্ষ টাকা
Fahima Construction দশ লাখ টাকা দিলে আপনি করে দিতে পারবেন কি জানাবেন ভাই আমার ভাসা টাংগাইলের সখিপুর
Bhai apnar district
Kothay
Apnar video ta Khub balo ragche
ধন্যবাদ ভাই - ভাই সাদের হিসেব বাদ দিয়ে এমন ঘরের বাকি কাজে করতে প্রতি হাজার ইটে কতো স্কয়ার ফিট করা যাবে? জানাবেন প্লিজ
সরদার এর কাজ বাদ দিয়ে এখানে সর্বমোট লাগবে 10 থেকে 11 হাজার বাকিটা হিসাব করে নিন
এই ডিজাইনের মতন ডিজাইন শুদু একটু বড় যেমন ৩ রোম হবে আর বারান্দায় একটু বড় দুই টা রোম করবো মোট কত খরচ হতে পারে ভাই একটু দয়া করে জানাবেন প্লিজ
লম্বায় কত ফুট পাশে কত ফুট থেকে উল্লেখ করুন
রোমগুলি ৪মিটার পাশে লম্বা ৫ মিটার হবে ৩ টা রোম
মুম্বাই 12 ফিট 10 ইঞ্চি আর পাতলে 10 ফিট 4 ইঞ্চি এইরকম তিনটা রুম। বানাতে কত লাগবে একতলা । ভাই জ্বালা দরজা প্লাস্টার রং বাদে।
কয় তলা ফাউন্ডেশন দিবেন কয় তলা কমপ্লিট করবেন সেটি উল্লেখ করুন
জাস্ট ১ একতলা
ব্রিক ফাউন্ডেশন পুরাতন ভিটা নিচে কত ইঞ্চি দিয়ে শুরু করলে ভালো হবে দাদা
15 ইঞ্চি দিয়ে শুরু করলেই চলবে
Nice...
ধন্যবাদ
জানালার সানসেট গুলা কিভাবে করছেন? ভিডিও চাই
সেটির ভিডিও দেওয়া রয়েছে এই সিরিয়ালে দেখুন
ভাই ৩০বাই ৩২ফিট হলে কত ইস্কার ফিট হয়,একটু বলবেন,আর৮০০ইস্কার ফিট, একতালা ফাউন্ডেশন হলে, কত টন রট লাগতে পারে,একটু বলবেন।
ইটা বালু রডের হিসাব আমি এভাবে দিয়ে থাকি না আপনি চাইলে বিল্ডিংয়ের খরচের নিতে পারেন অথবা আমাকে ডেকে নিয়ে বলতে পারেন
ভাই ব্রিকস ফাউন্ডেশন দিয়ে কি এক তলা ছাদ দেয়া যাবে।।
অবশ্যই দেওয়া সম্ভব কিন্তু নিচে একটি গ্রেড বিম দিতে হবে
ভাই আমি টিনসেট ঘর করতেছি ৩৭ ফিট লম্বা, খরচ হবে ১০০০০০লাখ টাকা বিলডিংয়ে এত কম করে হয়
সেটি স্কয়ার ফিট এর ওপর নির্ভর করে তবে লাশ ভিডিও আপলোড করা আছে এই বিল্ডিং এর খরচ টি জেনে নিন
ভাই আমি জা বলতে চাই। তা হল এ বারিটাই কিন্ত বারান্দা এটা ছুট আর একটু বর হবে। সেখানে আর আকটা কিচেন আর একটা রুম হবে। আর টয়লেট এর সাথে একটু গুসলখানা থাকবে তাতে সব মিলিয়ে আপনি কত টাকার ভেতরে করে দিতে পারবেন। akdom total rod,cement,bali, mojuri soho intotal amr koto khorch hobe bolle ami khusi hobo....asa kori reply korben...tnx
R amar bari sreenagar thana,munshiganj
01815591397
ভাই সালাম নিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাতুহু ভাই জান আবুল খায়ের কোমপানীর রড কেমন এটা দিয়ে বিল্ডিং করলে কি কোন সমস্যা হবে আমি দোতলা করবো একটু জানাবেন ভাই
ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনি আবুল খায়ের কোম্পানির রড ব্যবহার করতে পারেন তাতে কোন সমস্যা হবে না
ভাই যে টাকার কথা বললেন তার থেকে ৫০হাজার টাকা বেশি দিবো, এবং কি অন্য কোনো ডিজাইনেরর কাজ করি তার মুজুরি আলাদা দিবো আমাকে একটা কাজ করে দেন,,,, আশা করি যদি ভালো হয় তাহলে আমার এলাকার অনেকেই আপনাদের কে দিয়ে কাজ করাবে,,,,
আপনার এরিয়ার ঠিকানা বিস্তারিত বলুন ধন্যবাদ
@@FahimaConstruction ভাই আমার বাড়ি টাঙ্গাইল সখিপুর
@@FahimaConstruction কি ভাই কিছু তো বলেন না
গুড
ফাহিমা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ
ভাই সালাম নিবেন..ভাই ত্রই বাড়িটার মতো করে যদি চাঁর রুম বানাতে যায়.কত টাকা খরছ হবে.জানালে খুশি হবো.
সেটি এভাবে বলা যাবে না কারণ স্কোয়ার ফুটের ওপর খরচ নির্ভর করে আপনি যদি আমার কথাটি মনে রাখেন তাহলে খরচ আপনি নিজেই বের করতে পারবেন এরকম এর একটি কাজ করলে পার স্কয়ার ফুটে তেরোশো টাকা গুনতে হবে
ব্রিক ফাউন্ডেশন উপরে কি টিনসেড করা যাবে দাদা ভাই...???
অবশ্যই করা যাবে
ভাই আমি এটা বারি করব আমার নাজেট হল ৬ লক্ষ টা ৩ টা বেড রম ১ টা টয়লেট ১ টা কিচেন হবে কি ভাই আমাকে জানাবেন
অবশ্যই করতে পারবেন ইনশাল্লাহ
@@FahimaConstruction ভাই আমি বারির কাজ টা আপনাকে দিতে চাই আপনার নুম্বার টা দিবেন পিলিজ
আসলামুয়ালাইকুম ভাই কেমন আছেন,,ভাই চারটা রুম দুইটা টয়লেট ত্রক তালা ফাওন্ডিসন কতো খরচ হবে জানাবেন ধন্যবাদ,,
লম্বায় কত ফিট পাশে কত ফিট অথবা মোট স্কয়ার ফিট কত সেটি বলুন কারণ স্কোয়ার ফিটের ওপর খরচ নির্ভর করে
ভাই চার রুম সব গুলি হবে দশ ফিট বায় বারো ফিট ,,লম্বা কতো ফিট হবে দয়া করে আমি হিসাব টা জানিনা আপনি আমাকে বলেন আমি ডুবাই তে থাকি ,,ধন্যবাদ ভাই,,
দুই হাতে তিন ফুট এভাবে হিসাব করলে পেয়ে যাবেন
ভাই হিসাবটা ভাল লাগলো, বেডরুম কয়টি যদি বলতেন, আপনাকে দিয়ে বাড়ি করতে চাই, ফোন, নাম্বার দেওয়া যাবে, দুই মাস দরে বাড়ি করার চিন্তা করছি, কেউ বলে টিনসেড করতে,, অনেকেই বলে ছাদ দিতে , আপনার সাথে কথা বলতে চাই
যে কোন দুটির একটি করতে পারেন কিন্তু সাত দিলে খরচ একটু বেশি পড়বে তিন দিলে খরচ কম পড়বে আপনার এরিয়া ঠিকানা বলুন
@@FahimaConstruction আমি ভাই সাহস পাইনা, এত অল্প টাকার হিসাব দিলেন,
আমি ১ টা বাড়ি করতে চাই।৫ টা রুম, ২টা টয়লেট সামনে বারান্দা হবে।কত টাকা খরচ হবে?
আর সি সি পিলার ছাড়া ছাদ করলে ভবিষ্যতে কোন সমস্যা হবে কি না জানতে চাই। ধন্যবাদ
লম্বায় কত ফিট পাশে কত ফিট বিল্ডিং করবেন অথবা মুটি স্কয়ার ফিট সেটি যদি না পারেন তাহলে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিন
@@FahimaConstruction 1080 স্কয়ার ফিট।
ভাই আমি ১০০০ স্কিয়ার ফিট এক তালা ঘর করতে চাই।ফাউন্ডেশন ছাড়া ৬ রুম এক বাথ রুম একটা কিচেন।কত খরচ পরবে
13 থেকে 14 লক্ষ টাকা খরচ হবে
@@FahimaConstruction 10×10 রুম পিলার ২ তা বা ৩ তা দিয়ে
@@FahimaConstruction ৮ লাখ কোন রকম কিরা যাবে
Bai 3 gala fund diee 1tala compilete korte koto ton rot lagbe
কত ফুট পাশে এবং কত ফুট লম্বা অথবা মোটি স্কয়ার ফিট কত সেটি উল্লেখ করুন তাহলে খরচ পেয়ে যাবেন ধন্যবাদ
@@FahimaConstruction bai 1200 s fit 3 tala fund diee aktala compilite korte koe ton rt lagbe 40/30 fit pls
আমি এরকম একটা বাড়ি করতে চাই ৩ বেড রুমের সেখানে রড কি পরিমান লাগবে প্লিজ একটু জানাবেন
আর এই বাড়িতে কোন রড কি পরিমান লাগছে একটু জানান প্লিজ
লম্বায় কত ফুট বাই কত ফুট অথবা মোট স্কয়ার ফিট কত সেটি উল্লেখ করুন তাহলে খরচ পেয়ে যাবেন ধন্যবাদ
ভাইয়া প্রথমে আমার সালাম নিবেন ভাইয়া আমি একটা বাড়ি করতে চাই যেমন দুই রুম একটা ডয়েয়ং রুম কেচিং রুম দুইটি টয়লেট ও বারান্দা করতে চাই ভাইয়া দয়া করে যদি বলতেন কতো লাখ টাকা পরব
লম্বায় কত ফুট করবেন পাশে কত ফুট বিল্ডিং করতে চান
ভাই ভাল আছেন। আমি একটি বাড়ি বানাতে চাই।সামনে বারান্দা সহ দুই রুম, পিছনে দুই রুম, মাঝখানে ডাইনিং , দুইটা এটাচ, একটা কমন টয়লেট, একটা কিচেন, মোট স্কয়ার ফিট 1150 তিন তলা ফাউন্ডেশন,টাইলস সহ এক তলা কমপ্লিট করতে কত টাকা খরচ হতে পারে।জানালে উপকৃত হতাম।
তিন তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে ষোল থেকে সতেরো লক্ষ টাকা
@@FahimaConstruction ধন্যবাদ আপনাকে।
আপনাকেও আন্তরিক অভিনন্দন
আমি একটি বাড়ি বানাতে চাই।
সামনে বারান্দা সহ ২ রুম।
পেছনে ২রুম।১ টি কিচেন।
১ টি টয়লেট।উপরে ছাদ।
দিয়ে এক তালা কত টাকা
খরছ হতে পারে?
জায়গা ৩ শতক।
@@mdriaz.4202 এইভাবে বললে হবে না আপনাকে বলতে হবে লম্বায় বিল্ডিংটি কত ফিট করতে চান বা পাশে কত ফিট অথবা স্কয়ার ফিট কত সেটি যদি না হয় তাহলে আপনাকে ইঞ্জিনিয়ার এর পরামর্শ নিতে হবে
এই খরচে আপনি আমাকে একটি বাড়ি,বানিয়ে দিতে পারবেন,জানালে উপকার হবে,
আপনার এরিয়ার ঠিকানা বিস্তারিত বলুন
হবি গন্জ,মাধব পুর,ইমু০১৯৮২০৮৫২৭৫
ভাই আমি উপরে টিন এবং সাইটে উয়াল নিচে পাকা হবেনা মাটি থাকবে লম্বা ২০ হাত এবং পাসে ৮ হাত একটি বাড়ি করবো কত টাকা লগবে? /? এবং কত হাজার ইট সিমেন্ট বালু লাগবে জানাবেন প্লিজ
এইবার বুঝতে পারছি কিন্তু রড বালু সিমেন্টের হিসাব এভাবে দিয়ে থাকে না আপনি চাইলে একটি বিল্ডিং এর খরচ জেনে নিতে পারেন ধন্যবাদ
৪ বেডরুম, ২ এটাস্ট বাথ, ১ ডাইনিং, ১ ড্রইং, ১ কিচেন, সামনে বেলকনি থাকবে। এমন ১ তলা বাড়ি নির্মান এ কত খরচ পরবে?
এইভাবে বললে হবে না লম্বায় কত ফুট পাশে কত ফুট অথবা মোট স্কয়ার ফিট কত সেটি উল্লেখ করুন খরচ পেয়ে যাবেন ধন্যবাদ
আচ্ছা ভাই ৩৭ নম্বর বিলডিং টা বললেন ৫ তলা ফাউন্ডেশন দিয়ে খরচ হবে বললেন ৫/৬ লক্ষ, আর এটা কোনো ফাউন্ডেশন হবে না এটাও বললেন ৫/৬ লক্ষ, এখন আমরা,ছাড়া কম বাজেটে সপ্ন দেখি বিলডিং করার জন্য, তাহলে আমরা কি করবো,,,, আমার তো ৩৭ নম্বর বিলডিং টা বাজেট অনুসারে ঠিক আছে, আবার ফাউন্ডেশন ও হচ্ছে ৫ তলা,, কোনটা সঠিক বলে দেন ভাই,,
আপনি সেই বিল্ডিং এর ভিডিওটি দেখতে গেলে আপনাকে 110 নাম্বার ভিডিওতে চলে যেতে হবে আর গিয়ে দেখবেন সেখানে বারান্দা বেশি হয়ে খরচ 10 থেকে 11 লাখ টাকার ভিতরে চলে গেছে
১১০ নম্বর ও দেখেছি, সেটা তো বেশি করেছে বলে টাকার হিসেব বেড়ে গেছে,, আমি যদি সেম ৩৭ নম্বর এর টা মতই করি তাহলে কি যে বাজেটে বলছেন, ঐ বাজেটে পারবো,,,,
তিন তিন রুমের ফ্লাট দুটা বাথরুমে একটা হবে এটাস্ট । ভাই ডিজাইন টা করে দেখান
প্লান তৈরি করতে হলে একজন ইঞ্জিনিয়ার প্রয়োজন প্লান আমি তৈরি করি না
আসলে ভাই আমি একটি বাড়ি করতে চাইতেছি ।বাড়ি হবে তিনটি রোম দুইটি টয়লেট একটি কিচিং রোম। আর আমার বাড়ি থানা সাভার জেলা ঢাকা ইউনিয়ন বন গেরাম।
সমস্যা নেই কিন্তু আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট পাশে কত ফিট বিল্ডিং করতেছেন
@@FahimaConstruction লমবা অনেক ফুট পায় ৫০ ফুট
আসসালামুয়ালাইকুম ভাই আপনি কি মিস্ত্রি যদি মিস্ত্রি হয়ে থাকেন আপনার মোবাইল নাম্বারটা এবং আপনার বাড়ি কোথায় ঠিকানাটা চাই আমি একটা বিল্ডিং করব আমি কুয়েত থেকে বলছি
আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর মোবাইল নাম্বার দিচ্ছি কাজ করাতে চাইলে ফোন দিন 01815591397
Ami akta Bari korte chai motamuti 3rumer tin set only room kmn khoroch porbe Bhai aktu janan please
তিন রুমের টিনশেড কত খরচ পড়বে সেটি এভাবে বললে হবে না আপনাকে বলতে হবে লম্বায় কত ফুট পাশে কত ফুট কত স্কয়ার ফুট কত সেটি বলুন অবশ্যই পেয়ে যাবেন প্রয়োজনে বাংলায় কমেন্ট করুন
ভাইয়া আমি একটা বাড়ি বানাতে চাই 28 ইনটু 30 সাদ হবে সিঁড়ি হবে তিনটা বেডরুম হবে বারান্দা হবে টয়লেট হবে কিচেন হবে না কত টাকা লাগতে পারে প্লিজ জানাবেন
1 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় 10 থেকে 11 লক্ষ টাকা
ভাই আমি দুই তলা ফাউন ডেশন বাড়ির কাজ শুরু করছি কিনতু ইটের পিলার দিয়েছি।
প্রথমে ২৫ ইনচি ৮ মিলি রড দিয়ে ৩ ইনচি ডালাই দিচি। তার পর ইটের গাতনি দিচি ২০। ১৫। ১০ ইনচি গাতনি দি চি ৭ কান তার পর ৫ ইনচি গাতনি দিচি কোন সমস্য হবে কি জানাবেন plz
পিলার সব ১০ ইনচি দিচি
+MD SOAD KHANপ্রবাসী মালেশিয়া কই ভাই জানান
একটা দুই তলা ফাউন্ডেশন কি করে দিলেন
আপনার আরসিসি কলম দেওয়ার দরকার ছিল
আমার বাড়ি ঢাকা কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর
বড় ভাই আপনার বাড়ি কই আমার বাড়ি নোয়াখালী লক্ষী পুর কাজ করলে জানাবেন আমিও ঠিক এরকম একটা বাড়ি করতে চাই আমাকে জানাবেন অবশ্যই ভাই
আমি এখনো নোয়াখালীতে কাজ করিনি এরকম এর একটি কাজ করাতে চাইলে ভাই আমাকে রেট দিতে হবে 280 থেকে 300 টাকা পার স্কয়ার ফিট আপনার এরিয়ার কোন মিস্ত্রি দারায় করালে আপনি 220 টাকা বা 230 টাকা করাতে পারেন
ভাই আপনার মোবাইল নাম্বার দেওয়া যাবে তাহলে কিছু কথা শেয়ার করে নেওয়া যায় আর লাগলে আমার টা ও নিতে পারেন এমু নাম্বার দিবেন প্লিজ
ভাই প্লিজ দয়া করে বলবেন
যদি সেইম বিল্ডিং করি ৯ টা কলাম দিয়ে
শুধু কলামে ১৬" রড কতটুকু লাগবে যদি বলতেন প্লিজ।
আপনাকে রডের ইটের বালুর হিসাব টা এভাবে দিয়ে থাকি না যাদের দিয়ে কাজ করাবেন অথবা আমাকে দিয়ে করাবেন তখন হিসাবটা পেয়ে যাবে
ভাই আমি একটা বাড়ি করছি ফাউন্ডেশন দুই তলা তবে রড দিয়ে না পুরোটা ইটের গাঁথুনি । নিচেই সি সি ঢালাই আছে এবং 35 ইনচি গাঁথুনি দিয়ে শুরু । এই ফাউন্ডেশন দিয়ে কি দুই তলা বাড়ি করা যাবে ? একটু জানালে উপকৃত হব । তিন রুম । তিন টয়লেট । এক কিচেন এবং সিড়ি । মোট 950 ইসকোয়ার ফিট ।
ডিম কত ইঞ্চি বাই কত ইঞ্চি দিয়েছেন এবং কত দিন কাজের বয়স কোথাও কি ফাটলের দাগ দেখা গিয়েছে কিনা সেটি আগে দেখুন
ভাই 20 ইঞ্চি গাঁথুনি দিয়া কি দুই তলা করা যায়
ভাই ৪ বেডরুম এবং ২ টয়লেট একটা কিচেন...টোটাল কথ টাকা লাগবে....
টিন সিটে কথ লাগবে এবং চাদ দিলে কথ লাগবে?.....১ তলা হবে শুধু
সেটি এভাবে বললে হবে না লম্বায় কত ফুট পাশে কত ফুট অথবা মোটি সুপারহিট কত সেটি উল্লেখ করুন অবশ্যই খরচ করে যাবেন ধন্যবাদ
@@FahimaConstruction সাধারণ এর মধ্যে আনুমানিক
আমাদের বাড়িমুন্সিগঞ্জ বালিগাঁও আমাদের ঘরটা বানাতে পারবেন ২০ ফিট লম্বা ১৭ফিট পাস ১২ফিট বাই ১২ রোম ১ টা বাকি রান্না ঘর ৮ বাই ৯ ফিট ৪ফিট ৪ ফিট আলাদা টয়লেট ওগোসল খানা সামনে খোলা বারান্দা বারান্দতে গিরিল হবে এই বাভে করে দিতে পারবেন কি আর দেয়াল হবে কংক্রিট ব্লক দিয়ে কত টাকা কন্টেক হবে।
এখনো ভাই আমার টিম এখন আপনারে দিকে যায়নি তাই এরকম এর একটি কাজ এখন বর্তমানে আমার দ্বারায় করা সম্ভব নয় ধন্যবাদ ভাইয়া
আমার এক টুকরো জমি যা লম্বায় ৫০ ফুট ও চওড়া ২৬ ফুট । দুই তলা ফাউন্ডেশন করতে চায়। কেউ ডিজাইন দিয়ে সাহায্য করলে খুবই উপকৃত হব। ধন্যবাদ।
ভাইয়া ডিজাইন এর জন্য আপনাকে একটি ইঞ্জিনিয়ার এর পরামর্শ নেওয়া প্রয়োজন
@@FahimaConstruction আপনাকে অনেক ধন্যবাদ।
বাই আপনার নাম্বার দেন
ভাই ব্লগ দিয়ে ঘর বানালে খরচ কি ইটের চাইতে কম লাগে
কংক্রিট ব্লকের বিল্ডিং করলে অনেকটাই কম হবে
মান কিরকম হবে
@@FahimaConstruction এটা ক রুম ভাইয়া
আচ্ছা ভাই ছাদে সিট দিয়ে পলিথিন না দিয়ে ছাদ ঢালাই দিছেন এটা ভালো তবে ঢালাইয়ের সমস্যা হয় নাকি
কেন পলিটিন দেওয়া মোটেই ঠিক হবে না কারণ পলিথিনের পর প্লাস্টার ধরবে না কিন্তু সিট ভালো করে বিছিয়ে নিন সমস্যা হবে না
ভাইয়া একটা বিল্ডিং করতে কত লাক টাকা লাগবে লম্বা ৩৩ পাস ৩২ + ৪ রুম ২ টইলেট ১ টা কিচিন ১টা হলরুম ১টা বারিনদা খালি ছাদ হবে
খালি ছাদকরে বিল্ডিংটা হবে
কোন ফাউন্ডেশন না দিয়ে একতলা ছাদ ঢালাই দিয়ে কমপ্লিট করলে আপনার খরচ পড়বে 13 থেকে 14 লক্ষ টাকা
@@FahimaConstruction
ফাউন্ডিশন দিয়ে তুললে ১৪- থেকে ১৫ লাক টাকা লাগবে আপনি বলছিলেন আর এখন ফাউন্ডিশন ছাড়া ১৩- থেকে ১৪ লাক টাকা লাগবে তাহলে কি নিচের ফাউন্ডিশনের জন্য একলাক টাকা বেশি লাগবে নাকি ভাই
একলাক টাকা বেশি লাগলে তো ফাউন্ডিশন দিয়ে তুলা ভালো
ভাই 4 সুতা রড দিয়ে চার রু ফাউন্ডেশন করি তাহলে চার সু তা কত কেজি রড লাগবে রুম হল 12 বাই 13 চার রুম লম্বা একজাসট ইট কত বালি কত কনা কত বলবেন ভাই
দুঃখিত ভাইয়া আমি এভাবে রড বালু সিমেন্টের হিসাব দিয়ে থাকি না আপনি চাইলে একটি বিল্ডিং এর খরচ জেনে নিতে পারেন ধন্যবাদ
আসসালামুয়ালাইকুম তাই হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমি আপনার সাথে কন্টাক্ট করতে চাই বাড়ির কাজে
01815591397
ভাই আমি একটি বিল্ডিং করতে চাই এক তলা চার রুমের 25×25 এসকয়ারফিট ইট গাতুনি কতো টাকা লাগবে
এত অল্প জায়গায় চারটি রুম কিভাবে করবেন
40 ফুট 13 ফুট। 3টি রুম আর একটি খাবার রুম হবে। গ্রামে করব কত টাকা লাগবে ভাই?
6 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে
@@FahimaConstruction ভাই ছাদ দিব
30 ফিট লম্বা পাশে 18 ফিট এই রুকুম করে ছাদ হবে তলা হবে না নিছে টাইজ করা সহ কতো খরচ হবে সব মিলে
সাত থেকে সাড়ে সাত লক্ষ টাকা খরচ হবে
যদি টাইজ না করে এ মনে কতো পড়বে
এই রুকম করে করলে পাশে এক ফিট বেশি কতো খরচ হবে
ভাই আমি ইট দিয়ে বিল্ডিং করলে ভাল হবে না কি ব্লক দিয়ে বিল্ডিং করলে ভাল হবে জানালে খুশী হব
ভাইয়া ব্লক সম্পর্কে আমার তেমন ধারণা নেই
ভাই তিনটা বেডরুম একটা কিচেন দুইটা বাতরুম। একতলা হবে ফান্ডেশন ছাড়া সুদু ছাদ ডালাই হবে।আর খরছটা একটু বলবেন
এইভাবে বললে হবে না লম্বায় কত ফুট পাশে কত ফুট অথবা মুক্তি স্কয়ার ফিট কত সেটি উল্লেখ করুন কয় তলা ফাউন্ডেশন দিবেন কয় তলা কমপ্লিট করবেন
ভালো লাগছে
ফাহিমা কনস্ট্রাকশন এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ
@@FahimaConstruction আপনাকে ধন্যবাদ জানাই
33 বাই 20 ফিট ভিতরে দুই রুম বারান্দায় একটি রুম একটি টয়লেট কত টাকা খরচা হবে এবং মিস্ত্রি কত টাকা দয়া করে আমাকে একটু জানাবেন ঠিক আছে ভাইয়া
কোন ফাউন্ডেশন না দিয়ে একতলা কমপ্লিট করলে আপনার খরচ পড়বে প্রায় 9 লক্ষ টাকা
Nice home
ধন্যবাদ