আসাদ নূর হচ্ছে মুনাফেক!....ওর সাথে ডিবেট হয়েছে.... কিন্তু সে মুনাফেকি করে....ওর সমস্ত প্রশ্নের জবাব দিয়ে পাল্টা ২৩টি প্রশ্ন করা হয়েছে... যার একটির জবাবও সে দেয় নি⭕
@সোহানুর রহমান কোথায় ৪ বছর ? অনেক কম সময়ে। হাদীসের কোন শন তারিখ ঠিক নেই । যে যার খুশি সে ভাবেই শন তারিখ লিখেছে। আপনি আর্সেনিক বিষ বই থেকে জেনে নেবেন। ভারতবর্ষে আর্সেনিক বিষাক্ত রোগী এমনও আছে যারা ১০ /১৫ বছর বা তারও বেশি এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঠিক মত জেনে কথা বলবেন । এই রোগীর অবস্থা অনেকটা কুষ্ঠ রোগীর মত হয়। শরীর পচেগলে পরে আস্তে আস্তে। ধন্যবাদ।
@@gopalkrishnaroy6927 আপনি সাইন্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট হলে হয়তো এই কনফিউশান জাগত না। আর্সেনিক আবিষ্কার ই হয়েছে ৮১৫ খ্রিষ্টাব্দের দিকে। আর নবিজীর জন্ম ৫৭০ খ্রিষ্টাব্দে। একটি মৌল অফিশিয়ালি আবিষ্কার হওয়ার পূর্বেই আমজনতা এটির ব্যবহার, সহজলভ্যতা এবং এটির সঠিক ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান কিভাবে রাখে?
Video টা আমি দেখেছি। আসিফ বাবুর সামনে ইনি বাচ্চা। এই মৌলবীরা ধর্মান্ধ, অজ্ঞ মুসলিমদের কাছে বিরাট পন্ডিত। মৌলবী যা বলবে তাই অন্ধর মত বিশ্বাস করা দেখে মনে হয় এরা আধুনিকতা থেকে শত মাইল দূরে
প্রশ্নটা হচ্ছে, সমস্ত কিছুই যদি আল্লাহর ইচ্ছায় হয়। তাহলে ভালো মন্দ সমস্ত কিছুর দায় ই আল্লাহর। কারণ এখানে আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি কাজ করছে না। শুধু স্রষ্টার ইচ্ছা । আল্লাহ ভালো কাজে আদেশ এবং মন্দকাজে নিষেধ করেছেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই। প্রশ্নটির সঠিক উত্তর দিয়ে উপকৃত করবেন। ধন্যবাদ
স্রস্টা মানুষের ইচ্ছে শক্তিতে স্বাধীনতা দিয়েছেন। ভালো করবেন নাকি মন্দ করবেন আপনার অন্তরের বিষয়! আল্লাহ অন্তরকে দেখেন। মনে করেন আপনি চোর পুলিশ আপনাকে খুব পিটাইতেছে আপনি হাতে পায়ে পড়ে বলছেন স্যার এবার ছেড়ে দেন আর করবোনা! কিন্তু মনে মনে বলছেন একবারতো ছাড়ো তোমার বাড়িতেই আগে করবো!! এখানে পুলিশ আপনাকে ছেড়ে দিয়েছে আপনার ইচ্ছে শক্তির উপরে আপনি চাইলে ভালো হয়ে যেতে পারতেন কিন্তু আপনি সেই ছেছড়া রয়ে গেলেন! আপনার প্রশ্নটি অনেকটা এরকম পুলিশ যেহেতু ছেড়েই দিয়েছে ভালো খারাপ যাই করি দোষ পুলিশের!! জি এখন পুলিশ আপনাকে চূড়ান্তভাবে আবার ধরবে আর সাজা নিশ্চিত করবে কারন আপনি ওয়াদার বরখেলাপ করেছেন! আপনার দায় আপনার বাবাও নিবেনা কারন তিনিও জানেনা আপনি কার জন্ম! বাবার জন্ম হলেও তিনি দায় নিবেন না কারন তার শুক্রাণু চোর ছিলোনা চোরের জন্ম হলো কিকরে??? প্রত্যেক ব্যক্তির তার কর্মফল নিজের আপনি যা নিয়ত করবেন সেভাবে পরিচালিত হবেন।
Apni jormo theke miritu porjonto ja ghotbe allah er kase likha ashe tar mane ai noi aita apnake nirdharon kore dease.sudhu Allah jane apne amon korben.Allah manus ke issha sokti dease. R manus r takdir er akta bepar ashe😊
এককথায় আল্লাহ ভবিষ্যৎ যানে,, আপনি কি করবেন তাই সে লিখে রেখেছে,,আপনি ওটা করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন,,আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি ওটা করবেন বিষয়টা এমন নয়
ঋদবেদে আছে, হে নারী তুমি দৃষ্টি নিচে রাখো, উড়দে দৃষ্টি করোনা। আপন পদযুগল একত্রে মিলাইয়া রাখো। তোমার নাগ যেন কেউ দেখতে না পায়। যদি এমনই লজ্জাবতী হতে পারো, তাহলে নারী হয়েও তুমি সম্মানের পাত্রী হতে পারবে। মহিলারা পুরুষদের মত পোশাক পরিধান করবে না এবং পুরুষরাও তাদের স্ত্রীদের পোশাক পরিধান করবে না। ঋদবেদ গ্রন্থ নম্বর ১০, অনুচ্ছেদ ৮৫, পরিচ্ছে ৩০। পর্দার আরেকটি বিধান পাওয়া যায় হিন্দু ধর্মের সংস্কৃত ধর্মগ্রন্থ মুন সংহীতায়- কি বালিকা কি যুবতি কি বিদ্যা কোন স্ত্রীকেই নিজগৃহেও স্বাধীনভাবে কোন কার্য করা উচিত না । স্ত্রী ধর্ম ১৪৭। স্ত্রীলোক শৈশবে পিতার বসে যৌবনে স্বামীর বসে এবং স্বামী দেখান তো হইলে পুত্র দিগর বসে থাকিবে। স্ত্রী ধর্ম-১৪৭। স্ত্রীলোকগড় পিতা স্বামী পুত্রগণ হইতে বিচ্ছিন্ন থাকিতে ইচ্ছা করিবে না। যেহেতু স্ত্রী লোকেরা ইহাদের নিকট হইতে পৃথক থাকিলে অকার্য অনুষ্ঠান দ্বারা পিত্তকূল ও শশুর কূল কলঙ্কিত হইতে পারে। স্ত্রীধর্ম-১৪৯। ঋকবেদের ১০ নম্বর গ্রন্থে ৮৫ নাম্বার অনুচ্ছেদের ৩০ নাম্বার পরিচ্ছেদে নারীরা পুরুষদের মত পোশাক পর্বে না এবং পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না।
প্রশ্ন কে করলো সেটা বিবেচ্য বিষয় না, উত্তর টা আসল। উনি আসলে নাস্তিকদের কথা বলে উপস্থিত শ্রোতাদের মনোযোগ এরাতে গজামিল উত্তর দিল এটা নিশ্চিত। উত্তরে গজা মিল কিন্তু বডি লেংগুয়েজে কি কনফিডেন্স।
ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিত: তিনি বলেন, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) এ মর্মে হাদীস বর্ণনা করেছিলেন যে, খায়বারে অধিবাসী এক ইয়াহুদী মহিলা বিষ মিশিয়ে একটি ছাগী ভুনা করে তা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে হাদিয়া দেয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি রান নিয়ে খাওয়া আরম্ভ করলেন এবং তাঁর কতিপয় সাহাবীও তাঁর সঙ্গে খেতে লাগলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বললেন, তোমরা হাত গুটিয়ে নাও। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ ইয়াহুদী মহিলাকে লোক মারফত ডেকে এনে বললেন, তুমি কি এ ছাগীর সঙ্গে বিষ মিশিয়েছ? সে বললো, আপনাকে কে সংবাদ দিয়েছে? তিনি বললেন, আমার হাতের এই রান আমাকে খবর দিয়েছে। সে বললো, হাঁ। তিনি বললেন, এরুপ করার উদ্দেশ্য কি? সে বললো, আমি ভেবেছি, যদি তিনি সত্যিই নবী হন তাহলে বিষ তাঁর কোন ক্ষতি করতে পারবে না। আর যদি নবী না হন তবে আমরা তার থেকে ঝামেলামুক্ত হবো। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে কোন প্রকার শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন। যেসব সাহাবী তাঁর সঙ্গে ছাগীর গোশত খেয়েছেন তাদের কেউ কেউ মারা গেলেন এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছাগীর গোশত খাওয়ার প্রতিক্রিয়া প্রতিহত করার জন্য তাঁর বাহুদ্বয়ের মাঝখানে রক্তমোক্ষণ করালেন। বনী বায়াদার মুক্তদাস আবূ হিন্দ আনসারী শিং ও বল্লমের ফলা দ্বারা তাঁর রক্তমোক্ষণ করিয়েছিলেন। [৪৫০৯] সুনানে আবু দাউদ: ৪৫১০ হাদিসের মান: দুর্বল হাদিস
ভাই দয়া করে যদি আরবি হাদীটা উল্লেখ করে দিতেন তাহলে ভালো হতো। কারণ গোস্তের টুকরো টা কথা বলেছে এরকম কিছু তো নজরে পড়লো না । এইজন্য যদি আপনি আরবি হাদীটা কমেন্ট বক্সে দিতেন তাহলে অনেক খুশি হতাম।
Fake and wrong information from Quran brother , lie talk tally no messager no ambasator no incarnation of Allah is nobi nobi is fake cheerer ,human killer
😅😅😅😅 এইটা কত নাম্বার হাদিস ভাই আমাকে একটু বলবেন প্লিজ গোস্ত যদি কথা বলতে পারতো তাহলে বিষ কিভাবে ভিতর ঢুকলো ভাই আপনার মত কি আর বলবো মিথ্যাচার করা লোক আমি আগে দেখিনি
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ كَانَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ أَنَّ يَهُودِيَّةً، مِنْ أَهْلِ خَيْبَرَ سَمَّتْ شَاةً مَصْلِيَّةً ثُمَّ أَهْدَتْهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الذِّرَاعَ فَأَكَلَ مِنْهَا وَأَكَلَ رَهْطٌ مِنْ أَصْحَابِهِ مَعَهُ ثُمَّ قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ارْفَعُوا أَيْدِيَكُمْ " . وَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْيَهُودِيَّةِ فَدَعَاهَا فَقَالَ لَهَا " أَسَمَمْتِ هَذِهِ الشَّاةَ " . قَالَتِ الْيَهُودِيَّةُ مَنْ أَخْبَرَكَ قَالَ " أَخْبَرَتْنِي هَذِهِ فِي يَدِي " . لِلذِّرَاعِ . قَالَتْ نَعَمْ . قَالَ " فَمَا أَرَدْتِ إِلَى ذَلِكَ " . قَالَتْ قُلْتُ إِنْ كَانَ نَبِيًّا فَلَنْ يَضُرَّهُ وَإِنْ لَمْ يَكُنِ اسْتَرَحْنَا مِنْهُ . فَعَفَا عَنْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يُعَاقِبْهَا وَتُوُفِّيَ بَعْضُ أَصْحَابِهِ الَّذِينَ أَكَلُوا مِنَ الشَّاةِ وَاحْتَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى كَاهِلِهِ مِنْ أَجْلِ الَّذِي أَكَلَ مِنَ الشَّاةِ حَجَمَهُ أَبُو هِنْدٍ بِالْقَرْنِ وَالشَّفْرَةِ وَهُوَ مَوْلًى لِبَنِي بَيَاضَةَ مِنَ الأَنْصَارِ . ইবনু শিহাব (রহঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) এ মর্মে হাদীস বর্ণনা করেছিলেন যে, খায়বারে অধিবাসী এক ইয়াহুদী মহিলা বিষ মিশিয়ে একটি ছাগী ভুনা করে তা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে হাদিয়া দেয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি রান নিয়ে খাওয়া আরম্ভ করলেন এবং তাঁর কতিপয় সাহাবীও তাঁর সঙ্গে খেতে লাগলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বললেন, তোমরা হাত গুটিয়ে নাও। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ ইয়াহুদী মহিলাকে লোক মারফত ডেকে এনে বললেন, তুমি কি এ ছাগীর সঙ্গে বিষ মিশিয়েছ? সে বললো, আপনাকে কে সংবাদ দিয়েছে? তিনি বললেন, আমার হাতের এই রান আমাকে খবর দিয়েছে। সে বললো, হাঁ। তিনি বললেন, এরুপ করার উদ্দেশ্য কি? সে বললো, আমি ভেবেছি, যদি তিনি সত্যিই নবী হন তাহলে বিষ তাঁর কোন ক্ষতি করতে পারবে না। আর যদি নবী না হন তবে আমরা তার থেকে ঝামেলামুক্ত হবো। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে কোন প্রকার শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন। যেসব সাহাবী তাঁর সঙ্গে ছাগীর গোশত খেয়েছেন তাদের কেউ কেউ মারা গেলেন এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছাগীর গোশত খাওয়ার প্রতিক্রিয়া প্রতিহত করার জন্য তাঁর বাহুদ্বয়ের মাঝখানে রক্তমোক্ষণ করালেন। বনী বায়াদার মুক্তদাস আবূ হিন্দ আনসারী শিং ও বল্লমের ফলা দ্বারা তাঁর রক্তমোক্ষণ করিয়েছিলেন। [৪৫০৯] সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৫১০ হাদিসের মান: দুর্বল হাদিস
Gosto jodi kotha na bolte pare tahole tmr larynx ta kiser toiri vai. Jodi sobar bojhar mto khomota thakto tahole sobai islam k accept korto. Sobar okad thakena
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খায়বরের একজন ইয়াহূদী নারী ভুনা-বকরীর সাথে বিষ মিশ্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাদিয়া স্বরূপ প্রেরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের গোশত ভক্ষণ করেন এবং সাহাবীদের কেউ কেউ তা ভক্ষণ করে। এ সময় তিনি তাঁর সাহাবীদের বলেনঃ তোমরা তোমাদের হাত উঠিয়ে নাও, (অর্থাৎ তোমরা আর খেয়োনা)। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইয়াহূদী নারীকে আনিয়ে জিজ্ঞাসা করেনঃ তুমি কি এ বকরীর গোশতে বিষ মিশিয়েছ? তখন সে জিজ্ঞাসা করেঃ কে আপনাকে এ খবর দিয়েছে? তিনি বলেনঃ বকরীর এই রানটি। তখন সে নারী বলেঃ হ্যাঁ। [সূত্র: সূনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ), হাদিস নম্বরঃ ৪৪৪৮।] এই হাদিসের সনদ দুর্বল। তবে অপর আরেকটি সনদে এই হাদিসটি হাসান সহীহ হিসেবে প্রমাণিত। ৪৪৪৮ হাদিসের পরের হাদিস অর্থাৎ সূনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ), হাদিস নম্বরঃ ৪৪৪৯ এ উল্লেখ আছে, "আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খায়বরের এক ইয়াহূদী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি বিষ-মিশ্রিত ভুনা-বকরী হাদিয়া স্বরূপ প্রেরণ করে। এরপর তিনি জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এ বকরীর গোশত খাওয়ার কারণে বিশর ইবন বারা ইবন মা'রুর আনসারী (রাঃ) ইনতিকাল করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে উপস্থিত করে জিজ্ঞাসা করেনঃ তুমি কেন এরূপ করলে? এরপর তিনি জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ বর্ণনা করে বলেনঃ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে হত্যার নির্দেশ দিলে, তাকে হত্যা করা হয়। রাবী এ বর্ণনায় শিংগা লাগানোর কথা উল্লেখ করেননি।" শায়খ আলবানী (রহ.) বলেছেন এই হাদিসের সনদ হাসান সহীহ। এই হাসান সহীহ সনদের হাদিসে বলা হয়েছে যে, আবূ হুরায়রা (রাঃ) তিনিও জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। জাবির (রাঃ) এর বর্ণনাকৃত হাদিস উল্লেখ আছে, "এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইয়াহূদী নারীকে আনিয়ে জিজ্ঞাসা করেনঃ তুমি কি এ বকরীর গোশতে বিষ মিশিয়েছ? তখন সে জিজ্ঞাসা করেঃ কে আপনাকে এ খবর দিয়েছে? তিনি বলেনঃ বকরীর এই রানটি।" আবূ হুরায়রা (রাঃ) এর বর্ণিত হাদীসে বলা হয়েছে যে, "তিনি জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ বর্ণনা করে বলেন"। তাই বুঝা যাচ্ছে যে আবূ হুরায়রা (রাঃ) এর বর্ণিত হাদীসেও গোশতের কথা বলার কথাটি ছিলো। আর আবূ হুরায়রা (রাঃ) এর বর্ণিত সনদকে শায়খ আলবানী (রহ.) হাসান সহীহ বলেছেন। সুতরাং গোশতের কথা বলার হাদিসটি প্রমাণিত। এটি দ্বারা রাসুল (ﷺ) এর মুজিজা প্রমাণিত হয়। [শায়খ জুবায়ের আলী যাঈ (রহ.) তাখরিজকৃত দারুস সালাম থেকে প্রকাশিত সুনান আবু দাউদের ইংরেজি অনুবাদ, ৫ম খণ্ড, পৃষ্ঠা: ১০৮-১০৯]
আলহামদুলিল্লাহ। অনেক ভাল লাগল। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
আমাদের জন্য আল্লাহর এক বিশেষ নেয়ামত
হুম
অসাধারণ বলেছেন মাশ আল্লাহ
মাশাআল্লাহ চালিয়ে যান আল্লাহু আকবার
ভালোবাসার আরেক নাম ব্রাদার রাহুল হোসাইন
মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে আমার প্রিয় শায়েখ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহিল আজিম। অর্থ ্মহা পবিত্র আল্লাহ তার জন্য সকল প্রসংশা। মহা পবিত্র আল্লাহ তিনি মহা মহিম।
Adam r sahil এর সাতে ডিবেট টা সেই ছিল😂😂😂😂😂
Sahil r zaid patel ar dibet tao sei chhilo😊😊😊
মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইরান
আলহামদুলিল্লাহ। মোজামিয়া রিয়াদ সৌদি আরব থেকে শুনছি।
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
মাশাআল্লাহ 😊
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাহ বিল্লাহ।
Mash Allah Rahul vaiya Allah Tayala Apnar nek hayat o nek Amol barite din Ameen.
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। অর্থ হলো আমি আমার জীবনের জানা অজানা ছোট বড় সকল অপরাধের জন্য আমার পবিত্র রবের নিকট ক্ষমা প্রার্থনা করছি।
ধন্যবাদ
আল্লাহ তায়ালা যেনো আমাদের নেক আমল করার তৌফিক দেন। আমিন।
আল্লাহ ওনাকে একটু হেদায়েত দান করুন আর
ভালোবাসা অবিরাম কলিজার ভাইজান
আলহামদুলিল্লাহ আমি খুলনা জেলা রূপসা থেকে দেখ ছি ❤
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
আস্তাগফিরুল্লাহওয়া আতুবু ইলাইহি
খুব সুন্দর
আমার প্রিয় হুজুর ব্রাদার রাহল হুসাইন
Allah Huakbar ❤
ঠিক আছে আপনার কথা❤
অসাধারণ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
Mash Allah
Allahuakbar alhamdulillah
আসাদ নূরের সাথে debate করুন... আসাদ নুরের প্রশ্নের উত্তর দিন... দিলে ummar খুব উপকার হবে
আসাদ নূর হচ্ছে মুনাফেক!....ওর সাথে ডিবেট হয়েছে....
কিন্তু সে মুনাফেকি করে....ওর সমস্ত প্রশ্নের জবাব দিয়ে পাল্টা ২৩টি প্রশ্ন করা হয়েছে... যার একটির জবাবও সে দেয় নি⭕
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ।
মাশাআল্লাহ ❤️❤️❤️
মাশা আল্লাহ
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদাদা খালকিহি। ওয়া রিজা নাফসিহি। ওয়া জিনাতা আরশিহি। ওয়া মিদাদা কালিমাতিহি।
Alhamdulillah
হুম
আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
Mas Allah
Mashaallah
মাশাআল্লাহ
❤❤❤❤☝️🇧🇩
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো
Masha Allah ❤️
আপনার জানা নাই। আর্সেনিক বিষ slow poison. এমন ভাবেই আর্সেনিক বিষ কাজ করতে পারে। হতেই পারে।
@সোহানুর রহমান কোথায় ৪ বছর ? অনেক কম সময়ে। হাদীসের কোন শন তারিখ ঠিক নেই । যে যার খুশি সে ভাবেই শন তারিখ লিখেছে। আপনি আর্সেনিক বিষ বই থেকে জেনে নেবেন। ভারতবর্ষে আর্সেনিক বিষাক্ত রোগী এমনও আছে যারা ১০ /১৫ বছর বা তারও বেশি এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঠিক মত জেনে কথা বলবেন । এই রোগীর অবস্থা অনেকটা কুষ্ঠ রোগীর মত হয়। শরীর পচেগলে পরে আস্তে আস্তে। ধন্যবাদ।
আপনি কিভাবে জানেন শন তারিখ যে যার মত দিয়েছে?? যতসব গাধার দল।
Ota ki arsenic 6ilo eta kothai a6e . May be or may not be ..
@@gopalkrishnaroy6927 আপনি সাইন্স ব্যাকগ্রাউন্ড এর স্টুডেন্ট হলে হয়তো এই কনফিউশান জাগত না। আর্সেনিক আবিষ্কার ই হয়েছে ৮১৫ খ্রিষ্টাব্দের দিকে। আর নবিজীর জন্ম ৫৭০ খ্রিষ্টাব্দে। একটি মৌল অফিশিয়ালি আবিষ্কার হওয়ার পূর্বেই আমজনতা এটির ব্যবহার, সহজলভ্যতা এবং এটির সঠিক ধর্ম সম্পর্কে সঠিক জ্ঞান কিভাবে রাখে?
@@Alwaysbecomestrueহলেও সমস্যা নেই। আনসার দিয়েছি দেখেন।
আসিফ ভাইয়ের কাছে পরাস্ত হওয়া এক নাবালক 😁😁😁
Kon video link den
@@hakimulislam9348 asif Mohiuddin leke search den...
Video টা আমি দেখেছি। আসিফ বাবুর সামনে ইনি বাচ্চা। এই মৌলবীরা ধর্মান্ধ, অজ্ঞ মুসলিমদের কাছে বিরাট পন্ডিত। মৌলবী যা বলবে তাই অন্ধর মত বিশ্বাস করা দেখে মনে হয় এরা আধুনিকতা থেকে শত মাইল দূরে
মূর্খ
@@al-iman9734 ডাকলে নাকি ভয় পায় যেতে😁😁
Allah apnar gaan aro bariye din
প্রশ্নটা হচ্ছে,
সমস্ত কিছুই যদি আল্লাহর ইচ্ছায় হয়।
তাহলে ভালো মন্দ সমস্ত কিছুর দায় ই আল্লাহর।
কারণ এখানে আমাদের স্বাধীন ইচ্ছাশক্তি কাজ করছে না।
শুধু স্রষ্টার ইচ্ছা ।
আল্লাহ ভালো কাজে আদেশ এবং মন্দকাজে নিষেধ করেছেন এ ব্যাপারে কোন সন্দেহ নেই।
প্রশ্নটির সঠিক উত্তর দিয়ে উপকৃত করবেন।
ধন্যবাদ
স্রস্টা মানুষের ইচ্ছে শক্তিতে স্বাধীনতা দিয়েছেন। ভালো করবেন নাকি মন্দ করবেন আপনার অন্তরের বিষয়! আল্লাহ অন্তরকে দেখেন। মনে করেন আপনি চোর পুলিশ আপনাকে খুব পিটাইতেছে আপনি হাতে পায়ে পড়ে বলছেন স্যার এবার ছেড়ে দেন আর করবোনা! কিন্তু মনে মনে বলছেন একবারতো ছাড়ো তোমার বাড়িতেই আগে করবো!! এখানে পুলিশ আপনাকে ছেড়ে দিয়েছে আপনার ইচ্ছে শক্তির উপরে আপনি চাইলে ভালো হয়ে যেতে পারতেন কিন্তু আপনি সেই ছেছড়া রয়ে গেলেন! আপনার প্রশ্নটি অনেকটা এরকম পুলিশ যেহেতু ছেড়েই দিয়েছে ভালো খারাপ যাই করি দোষ পুলিশের!! জি এখন পুলিশ আপনাকে চূড়ান্তভাবে আবার ধরবে আর সাজা নিশ্চিত করবে কারন আপনি ওয়াদার বরখেলাপ করেছেন! আপনার দায় আপনার বাবাও নিবেনা কারন তিনিও জানেনা আপনি কার জন্ম! বাবার জন্ম হলেও তিনি দায় নিবেন না কারন তার শুক্রাণু চোর ছিলোনা চোরের জন্ম হলো কিকরে??? প্রত্যেক ব্যক্তির তার কর্মফল নিজের আপনি যা নিয়ত করবেন সেভাবে পরিচালিত হবেন।
Apni jormo theke miritu porjonto ja ghotbe allah er kase likha ashe tar mane ai noi aita apnake nirdharon kore dease.sudhu Allah jane apne amon korben.Allah manus ke issha sokti dease. R manus r takdir er akta bepar ashe😊
সব কিছু আল্লাহর ইচ্ছায় হয় না, মানুষকে আল্লাহ একটি নির্দিষ্ট সময়ের জন্য স্বাধীনতা দিয়েছেন।
এককথায় আল্লাহ ভবিষ্যৎ যানে,, আপনি কি করবেন তাই সে লিখে রেখেছে,,আপনি ওটা করবেন তাই আল্লাহ লিখে রেখেছেন,,আল্লাহ লিখে রেখেছেন বলে আপনি ওটা করবেন বিষয়টা এমন নয়
প্রশ্নের বেকগ্রাউন্ড দেখলেই বুঝা যায় মুসলিম নাকি অমুসলিমের প্রশ্ন.....
শতাব্দীর সেরা কমেডি শো …
ঋদবেদে আছে, হে নারী তুমি দৃষ্টি নিচে রাখো, উড়দে দৃষ্টি করোনা। আপন পদযুগল একত্রে মিলাইয়া রাখো। তোমার নাগ যেন কেউ দেখতে না পায়। যদি এমনই লজ্জাবতী হতে পারো, তাহলে নারী হয়েও তুমি সম্মানের পাত্রী হতে পারবে। মহিলারা পুরুষদের মত পোশাক পরিধান করবে না এবং পুরুষরাও তাদের স্ত্রীদের পোশাক পরিধান করবে না। ঋদবেদ গ্রন্থ নম্বর ১০, অনুচ্ছেদ ৮৫, পরিচ্ছে ৩০। পর্দার আরেকটি বিধান পাওয়া যায় হিন্দু ধর্মের সংস্কৃত ধর্মগ্রন্থ মুন সংহীতায়- কি বালিকা কি যুবতি কি বিদ্যা কোন স্ত্রীকেই নিজগৃহেও স্বাধীনভাবে কোন কার্য করা উচিত না । স্ত্রী ধর্ম ১৪৭। স্ত্রীলোক শৈশবে পিতার বসে যৌবনে স্বামীর বসে এবং স্বামী দেখান তো হইলে পুত্র দিগর বসে থাকিবে। স্ত্রী ধর্ম-১৪৭। স্ত্রীলোকগড় পিতা স্বামী পুত্রগণ হইতে বিচ্ছিন্ন থাকিতে ইচ্ছা করিবে না। যেহেতু স্ত্রী লোকেরা ইহাদের নিকট হইতে পৃথক থাকিলে অকার্য অনুষ্ঠান দ্বারা পিত্তকূল ও শশুর কূল কলঙ্কিত হইতে পারে। স্ত্রীধর্ম-১৪৯। ঋকবেদের ১০ নম্বর গ্রন্থে ৮৫ নাম্বার অনুচ্ছেদের ৩০ নাম্বার পরিচ্ছেদে নারীরা পুরুষদের মত পোশাক পর্বে না এবং পুরুষরাও তাদের স্ত্রীদের মতো পোশাক পরবে না।
আবারো মিথ্যে
সাব্বাস
❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
রাহুল ভাই তোমার মধ্যে অনেক অহংকার তুমি মুমিন হতে পারনাই😂
অহংকার কাকে বলে কি বুঝ?
একটা মাংসের টুকরো কথা বলতে পারে, কিন্তুু মোবাইল, পেলেন,কম্পিউটার, রোবটে কথা কোথায় আছে???😇😄😃😃
16 সূরা নাহাল আয়াত নম্বর 8 এখানেই আপনার উত্তর আছে আয়াতের শেষ অংশে ?
রাসুলুল্লাহ সাঃ এত যুদ্ধ করেছিলেন কেন? এত মানুষ হত্যা করেছিলেন কেন?
তুই কি মুসলিম না কি নাস্তিক
এক মিনিট , ২৪ নং সূরা নুর আয়াত ৫৪ ও ৩
কোথাও প্রাণি সম্পর্কে একটা কথাও বলা নাই। এখুনি আমি কুরআন খুলে দেখলাম 😮। এটা মিথ্যে কথা বলছে।
Vai surah 24 surah name Nur ayat no 45 dekhen uni vule hoyto 54 bole feleche
প্রশ্ন পছন্দ না হলে নাস্তিকরা করেছে এটা কেমন কথা
Ans to diloi, boloder moto kotha bolle hobe.
মুমিন না নাস্তিকরাই এমন প্রশ্ন করে!
প্রশ্ন কে করলো সেটা বিবেচ্য বিষয় না, উত্তর টা আসল। উনি আসলে নাস্তিকদের কথা বলে উপস্থিত শ্রোতাদের মনোযোগ এরাতে গজামিল উত্তর দিল এটা নিশ্চিত। উত্তরে গজা মিল কিন্তু বডি লেংগুয়েজে কি কনফিডেন্স।
প্রশ্নের বেকগ্রাউন্ড দেখলেই বুঝা যায় মুসলিম নাকি অমুসলিমের প্রশ্ন.....
হুজুর তাহলে নবীজির বাবা মা জান্নাতে না গেলে তিনি কি নবী হতে পারে
নবী ইবরাহীম আলাইহিসসালাম এর বাবা নবী নূহ আলাইহি ওয়াসাল্লাম এর ছেলে নবী লুত আলাইহি ওয়াসাল্লামের বউ তারা সবাই জাহান্নামী
কেনো হবে না?
তার মা বাবাতো ছোট বেলাই মারা গেছে । তখনতো তিনি নবীই ছিলেন না!
ইবনু শিহাব (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) এ মর্মে হাদীস বর্ণনা করেছিলেন যে, খায়বারে অধিবাসী এক ইয়াহুদী মহিলা বিষ মিশিয়ে একটি ছাগী ভুনা করে তা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে হাদিয়া দেয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি রান নিয়ে খাওয়া আরম্ভ করলেন এবং তাঁর কতিপয় সাহাবীও তাঁর সঙ্গে খেতে লাগলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বললেন, তোমরা হাত গুটিয়ে নাও। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ ইয়াহুদী মহিলাকে লোক মারফত ডেকে এনে বললেন, তুমি কি এ ছাগীর সঙ্গে বিষ মিশিয়েছ? সে বললো, আপনাকে কে সংবাদ দিয়েছে? তিনি বললেন, আমার হাতের এই রান আমাকে খবর দিয়েছে। সে বললো, হাঁ। তিনি বললেন, এরুপ করার উদ্দেশ্য কি? সে বললো, আমি ভেবেছি, যদি তিনি সত্যিই নবী হন তাহলে বিষ তাঁর কোন ক্ষতি করতে পারবে না। আর যদি নবী না হন তবে আমরা তার থেকে ঝামেলামুক্ত হবো। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে কোন প্রকার শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন। যেসব সাহাবী তাঁর সঙ্গে ছাগীর গোশত খেয়েছেন তাদের কেউ কেউ মারা গেলেন এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছাগীর গোশত খাওয়ার প্রতিক্রিয়া প্রতিহত করার জন্য তাঁর বাহুদ্বয়ের মাঝখানে রক্তমোক্ষণ করালেন। বনী বায়াদার মুক্তদাস আবূ হিন্দ আনসারী শিং ও বল্লমের ফলা দ্বারা তাঁর রক্তমোক্ষণ করিয়েছিলেন। [৪৫০৯]
সুনানে আবু দাউদ: ৪৫১০
হাদিসের মান: দুর্বল হাদিস
ভাই দয়া করে যদি আরবি হাদীটা উল্লেখ করে দিতেন তাহলে ভালো হতো। কারণ গোস্তের টুকরো টা কথা বলেছে এরকম কিছু তো নজরে পড়লো না । এইজন্য যদি আপনি আরবি হাদীটা কমেন্ট বক্সে দিতেন তাহলে অনেক খুশি হতাম।
Fake and wrong information from Quran brother , lie talk tally no messager no ambasator no incarnation of Allah is nobi nobi is fake cheerer ,human killer
bal porechhe
ভাই রাহুল ভাইয়ের লজিক শুনে খুব বিনোদন পাইলাম। হাদিস নং ৪৫১০ সার্চ দিয়ে দেখি অন্য কথা...!!
হাদিশ কত কত কত রকমের হয় ???
গোস্তের টুকরা কথা বলেছেন। তার দলিলি প্রমাণ দেখান।
বেদাতি বলা যাবে না বলতে হবে দ্বীনি ভাই আপনার এইটা এইটা বেদাত! ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ আরও সুন্দর করে বলেছেন!!
Banglar ap ni dr jakirnaik afsus apnar kota gulo jodi hindi tha to soby sun to
বাটপারের দল
তাহলে কি বুখারি শরিফের হাদিটা মিথ্যা?
😅😅😅😅 এইটা কত নাম্বার হাদিস ভাই আমাকে একটু বলবেন প্লিজ গোস্ত যদি কথা বলতে পারতো তাহলে বিষ কিভাবে ভিতর ঢুকলো ভাই আপনার মত কি আর বলবো মিথ্যাচার করা লোক আমি আগে দেখিনি
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ كَانَ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ أَنَّ يَهُودِيَّةً، مِنْ أَهْلِ خَيْبَرَ سَمَّتْ شَاةً مَصْلِيَّةً ثُمَّ أَهْدَتْهَا لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الذِّرَاعَ فَأَكَلَ مِنْهَا وَأَكَلَ رَهْطٌ مِنْ أَصْحَابِهِ مَعَهُ ثُمَّ قَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ارْفَعُوا أَيْدِيَكُمْ " . وَأَرْسَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْيَهُودِيَّةِ فَدَعَاهَا فَقَالَ لَهَا " أَسَمَمْتِ هَذِهِ الشَّاةَ " . قَالَتِ الْيَهُودِيَّةُ مَنْ أَخْبَرَكَ قَالَ " أَخْبَرَتْنِي هَذِهِ فِي يَدِي " . لِلذِّرَاعِ . قَالَتْ نَعَمْ . قَالَ " فَمَا أَرَدْتِ إِلَى ذَلِكَ " . قَالَتْ قُلْتُ إِنْ كَانَ نَبِيًّا فَلَنْ يَضُرَّهُ وَإِنْ لَمْ يَكُنِ اسْتَرَحْنَا مِنْهُ . فَعَفَا عَنْهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ يُعَاقِبْهَا وَتُوُفِّيَ بَعْضُ أَصْحَابِهِ الَّذِينَ أَكَلُوا مِنَ الشَّاةِ وَاحْتَجَمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى كَاهِلِهِ مِنْ أَجْلِ الَّذِي أَكَلَ مِنَ الشَّاةِ حَجَمَهُ أَبُو هِنْدٍ بِالْقَرْنِ وَالشَّفْرَةِ وَهُوَ مَوْلًى لِبَنِي بَيَاضَةَ مِنَ الأَنْصَارِ .
ইবনু শিহাব (রহঃ) থেকে বর্ণিতঃ
তিনি বলেন, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) এ মর্মে হাদীস বর্ণনা করেছিলেন যে, খায়বারে অধিবাসী এক ইয়াহুদী মহিলা বিষ মিশিয়ে একটি ছাগী ভুনা করে তা রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে হাদিয়া দেয়। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একটি রান নিয়ে খাওয়া আরম্ভ করলেন এবং তাঁর কতিপয় সাহাবীও তাঁর সঙ্গে খেতে লাগলেন। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাদেরকে বললেন, তোমরা হাত গুটিয়ে নাও। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ ইয়াহুদী মহিলাকে লোক মারফত ডেকে এনে বললেন, তুমি কি এ ছাগীর সঙ্গে বিষ মিশিয়েছ? সে বললো, আপনাকে কে সংবাদ দিয়েছে? তিনি বললেন, আমার হাতের এই রান আমাকে খবর দিয়েছে। সে বললো, হাঁ। তিনি বললেন, এরুপ করার উদ্দেশ্য কি? সে বললো, আমি ভেবেছি, যদি তিনি সত্যিই নবী হন তাহলে বিষ তাঁর কোন ক্ষতি করতে পারবে না। আর যদি নবী না হন তবে আমরা তার থেকে ঝামেলামুক্ত হবো। অতঃপর রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে কোন প্রকার শাস্তি না দিয়ে ক্ষমা করে দিলেন। যেসব সাহাবী তাঁর সঙ্গে ছাগীর গোশত খেয়েছেন তাদের কেউ কেউ মারা গেলেন এবং রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ছাগীর গোশত খাওয়ার প্রতিক্রিয়া প্রতিহত করার জন্য তাঁর বাহুদ্বয়ের মাঝখানে রক্তমোক্ষণ করালেন। বনী বায়াদার মুক্তদাস আবূ হিন্দ আনসারী শিং ও বল্লমের ফলা দ্বারা তাঁর রক্তমোক্ষণ করিয়েছিলেন। [৪৫০৯]
সুনানে আবু দাউদ, হাদিস নং ৪৫১০
হাদিসের মান: দুর্বল হাদিস
Gosto jodi kotha na bolte pare tahole tmr larynx ta kiser toiri vai. Jodi sobar bojhar mto khomota thakto tahole sobai islam k accept korto. Sobar okad thakena
2:25 8:20 12:00 20:38 34:40 lol 37:00 41:00 omg
আজওয়া খেজুর কি তারা খেতে পারতেননা।
তাহলে হাদীস টি ভুল না ঠিক
ইসলামকে বাঁচানোর জন্য মিথ্যা গালগল্প বলছেন !
গোশত কথা বলছে এটা কোন হাদিসে আছে ??
জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খায়বরের একজন ইয়াহূদী নারী ভুনা-বকরীর সাথে বিষ মিশ্রিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট হাদিয়া স্বরূপ প্রেরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রানের গোশত ভক্ষণ করেন এবং সাহাবীদের কেউ কেউ তা ভক্ষণ করে। এ সময় তিনি তাঁর সাহাবীদের বলেনঃ তোমরা তোমাদের হাত উঠিয়ে নাও, (অর্থাৎ তোমরা আর খেয়োনা)। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইয়াহূদী নারীকে আনিয়ে জিজ্ঞাসা করেনঃ তুমি কি এ বকরীর গোশতে বিষ মিশিয়েছ? তখন সে জিজ্ঞাসা করেঃ কে আপনাকে এ খবর দিয়েছে? তিনি বলেনঃ বকরীর এই রানটি। তখন সে নারী বলেঃ হ্যাঁ। [সূত্র: সূনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ), হাদিস নম্বরঃ ৪৪৪৮।] এই হাদিসের সনদ দুর্বল। তবে অপর আরেকটি সনদে এই হাদিসটি হাসান সহীহ হিসেবে প্রমাণিত। ৪৪৪৮ হাদিসের পরের হাদিস অর্থাৎ সূনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ), হাদিস নম্বরঃ ৪৪৪৯ এ উল্লেখ আছে, "আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ খায়বরের এক ইয়াহূদী নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটি বিষ-মিশ্রিত ভুনা-বকরী হাদিয়া স্বরূপ প্রেরণ করে। এরপর তিনি জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেনঃ এ বকরীর গোশত খাওয়ার কারণে বিশর ইবন বারা ইবন মা'রুর আনসারী (রাঃ) ইনতিকাল করেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে উপস্থিত করে জিজ্ঞাসা করেনঃ তুমি কেন এরূপ করলে? এরপর তিনি জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ বর্ণনা করে বলেনঃ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মহিলাকে হত্যার নির্দেশ দিলে, তাকে হত্যা করা হয়। রাবী এ বর্ণনায় শিংগা লাগানোর কথা উল্লেখ করেননি।" শায়খ আলবানী (রহ.) বলেছেন এই হাদিসের সনদ হাসান সহীহ। এই হাসান সহীহ সনদের হাদিসে বলা হয়েছে যে, আবূ হুরায়রা (রাঃ) তিনিও জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ হাদীছ বর্ণনা করেছেন। জাবির (রাঃ) এর বর্ণনাকৃত হাদিস উল্লেখ আছে, "এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ইয়াহূদী নারীকে আনিয়ে জিজ্ঞাসা করেনঃ তুমি কি এ বকরীর গোশতে বিষ মিশিয়েছ? তখন সে জিজ্ঞাসা করেঃ কে আপনাকে এ খবর দিয়েছে? তিনি বলেনঃ বকরীর এই রানটি।" আবূ হুরায়রা (রাঃ) এর বর্ণিত হাদীসে বলা হয়েছে যে, "তিনি জাবির (রাঃ)-এর হাদীছের অনুরূপ বর্ণনা করে বলেন"। তাই বুঝা যাচ্ছে যে আবূ হুরায়রা (রাঃ) এর বর্ণিত হাদীসেও গোশতের কথা বলার কথাটি ছিলো। আর আবূ হুরায়রা (রাঃ) এর বর্ণিত সনদকে শায়খ আলবানী (রহ.) হাসান সহীহ বলেছেন। সুতরাং গোশতের কথা বলার হাদিসটি প্রমাণিত। এটি দ্বারা রাসুল (ﷺ) এর মুজিজা প্রমাণিত হয়। [শায়খ জুবায়ের আলী যাঈ (রহ.) তাখরিজকৃত দারুস সালাম থেকে প্রকাশিত সুনান আবু দাউদের ইংরেজি অনুবাদ, ৫ম খণ্ড, পৃষ্ঠা: ১০৮-১০৯]
পৃথিবী যতদিন আছে ইসলাম ততদিন থাকবে।
Ar akta Jakir Nayek
প্রশ্নটি যেই করুক আপনি গজামিল না দিয়ে হাদিস মোতাবেক উত্তর দিলেই হয়ে যায়।তা না করে এনিয়ে বেনিয়ে নানান ফাছেক কথা বার্তা বলা কি দরকার?
প্রশ্নের বেকগ্রাউন্ড দেখলেই বুঝা যায় মুসলিম নাকি অমুসলিমের প্রশ্ন.....
juice
Jali mal
Naujobila...jalem.
B.C Rahul
সব ধরনের কথা গজামিল দিয়ে বুঝাচ্ছেন আবার বই বিক্রির ব্যবসাও করছেন, বেশ ভালো। ভালোই লাগচ্ছে।
হ্যা দেখেছি আপনি হিন্দিতে কতটা পারদর্শী ,হাস্যকর,
eta kono jukti holona
শুধুই গলাবাজি
Salla ato missa kotha boly kamny
অনেক হলো। এবার রেহাই দাও।
Gojamil
Sujitpaul tumi tù ĥìnðo Islam bòjben ke ķore faltu
Bond
Nobi
ওই শালা কি বললি
apni ai kotha diye ki bujhaccen
Renault mondol Muslim ñame fig
আল্লাহ আরো আগে জানালে নবি ------!
সহহি হাদিস। আলহামদু
Ha jai keno na biser koto jodi aste aste barte thake