পেঁয়াজের আকাল, বাংলাদেশ নাকাল, বনি আমিনের সকাল: Good morning from my lovely Chittagong

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 149

  • @BoniAmin
    @BoniAmin  5 ปีที่แล้ว +5

    Ariful ISLAM@আলহামদুলিল্লাহ, তুমি যে একজন বাংলাদেশী 'পাক্কা মুসলমান' তোমার কমেন্টের ভাষাতেই তা স্পষ্ঠ। কিন্তু একটা বিষয় আমার মাথায় আসেনা, যে মা-জননী তোমাকে দশ-মাস দশ-দিন তার জঠরে ধারণ করলো, যে সহোদরা মেয়েটি একই পেটে জন্মিল, সেই মা ও বোনদের সাথে তুমি মুসলিম হয়ে কিভাবে 'ইসলামিক উপায়ে যৌন কর্ম (জ্বেনা) করার ইচ্ছা প্রকাশ করতে পারো!!!!!! তোমার বাংলাদেশী মুসলিম হিজাবী মা-জননী এবং তোমার সুন্দরী যুবতী বোনটি সউদী দাসী হয়ে রফতানী হয়ে আরব দেশে যাওয়ার আগে তাদেরকে আমার সালাম পৌঁছে দিও, হে বাংলাদেশী 'ওয়াজ শ্রবণকারী' মুমিন তোমাদের মা-জননীর জঠর ও পেটকে আমার শত-সহস্রবার ধিক্কার। অভিশাপ দিচ্ছি তোমার হিজাবী বোনটি যেন আরো শত সহস্রবার উপর্যপুরি ধর্ষিত হউক তোমারই পূজনীয় এবং শ্রদ্বেয় সেই আরবী মুসলিম শেখদের 'ঈমানী দন্ড' দিয়ে। (মনে রেখো তোমার কমেন্ট এবং তোমাকে আমার চ্যানেল থেকে আমি কক্ষনো ডিলিট বা ব্লক করবো না। কারণ তুমি এবং তোমার মত বাংলাদেশী মুসলমানেরাই 'বাংলাদেশী মুসলিমদের ৮০% কাফের' আমার সে বহুল আলোচিত বাণীকে ধীরে ধীরে প্রতিষ্ঠিত করছো। আমি তোমাদের মত বাংলাদেশী ওয়াজ শ্রবণকারী মুসলমানদের মুখোশ খুলবোই ইশাল্লাহ।) আল্লাহ হু আকবার। - বনি আমিন, চট্টগ্রাম, বাংলাদেশ (১১/১২/২০১৯)

    • @biswajeetchatterjee1962
      @biswajeetchatterjee1962 4 ปีที่แล้ว

      আপনার কথা গুলো শুনতে বেশ ভালো লাগে

    • @amitghosh4225
      @amitghosh4225 4 ปีที่แล้ว

      Please control your emotion. Let them bark. You do what you feel best. Regards.

  • @mdanowarulhaque382
    @mdanowarulhaque382 5 ปีที่แล้ว +2

    আমি বনি আমিন এর আন্তরিকতাপূর্ণ ভিডিও ধারন,প্রচার,ধারা বর্ণনার একজন পাঁড় ভক্ত।জানিনা আর কেউ এ রকম আছেন বলে জানা নেই।কোনদিন দেখা পেলে জীবন ধন্য হতো।ধন্যবাদ জনাব।আছি আপনার সাথে আজীবন।

  • @k.mhannan5437
    @k.mhannan5437 5 ปีที่แล้ว +2

    I watch almost all of your videos, I have become a fan of watching your actions. ভালো থাকবেন খুব ভালো। সেই প্রত্যাশা রইল।

  • @skyviewtvchannel4030
    @skyviewtvchannel4030 5 ปีที่แล้ว +1

    আমাদের বাড়ি চৌমুহনী পাশাই দাদা খুব সুন্দর লাগছে আপনার প্রতিবেদন। আপনার জন্য দোয়া কামনা করি

  • @نورمحمد-ج3د8ظ
    @نورمحمد-ج3د8ظ 5 ปีที่แล้ว +6

    বনি আমিন ভাইজান, ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল অবস্থা, আর আপনিও আমাদের কে ডিজিটাল অনেক কিছু দেখালেন, ধন্যবাদ আপনাকে

  • @ashisdas5635
    @ashisdas5635 5 ปีที่แล้ว +2

    > ভাল লাগছে আপনার বাংলাদেশের কর্মসূচী। ভাল থাকবেন​। ধন্যবাদ​।

  • @saifulislam-ce1gg
    @saifulislam-ce1gg 5 ปีที่แล้ว +2

    অনেক ভালো লাগে যখন দেশের সুরটা শুনি আর তারিখটা বলেন

  • @mkaminmulla
    @mkaminmulla 5 ปีที่แล้ว

    অসাধারণ একটা ব্লগ হয়েছে... ধন্যবাদ 💐

  • @sabbirahmed1483
    @sabbirahmed1483 5 ปีที่แล้ว +2

    তুমি খুব সুন্দর করে কথা বলো বনি কাকু। একটু কলকাতার টান আছে কিন্তু আমার খুব ভালো লাগে। ভালো থেকো বনি কাকু

  • @kanchanroy1301
    @kanchanroy1301 5 ปีที่แล้ว +1

    Khub sundar laglo

  • @Sojibkhan-pv5mb
    @Sojibkhan-pv5mb 5 ปีที่แล้ว +1

    ভাই আপনার এই ভিডিও দেখে আমার দেশের কথা অনেক মনে পরছে ভিডিও টা অনেক ভালো লাগছে,,, ধ্যনবাদ ভাই,,,,।

  • @Gogreengoelectric
    @Gogreengoelectric 5 ปีที่แล้ว +1

    বনি আমিন জী জিন্দাবাদ, খুব ভালো লাগলো বাংলাদেশ কে "মা" বলে আখ্যায়িত করার জন্য । আমরা ভারতীয় রা "ভারত মাতা" বলে আখ্যায়িত করে আসছি স্বাধীনতা পরবর্তীকালে কিন্তু এই প্রথম বাংলাদেশ কে " মা" সুনলাম আপনার মুখ থেকে। আর পিঁয়াজ ভারতের বাজারে ১০০-১২০ টাকা কেজি কারণ মহারাষ্ট্রে ও মধ্যে প্রদেশ খুব বন্যায় পিঁয়াজ নষ্ট হয়ে গেছে এবং একশ্রেনীর ফোঁড়ে ব্যাবসায়ী আছে তারা পুরো সুযোগ সুবিধা নিচ্ছে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন। জয় হিন্দ জয় বাংলাদেশ জয় অস্ট্রেলিয়া।

  • @jewelhossain6459
    @jewelhossain6459 5 ปีที่แล้ว +1

    Apnar kota gulu onak anado dy. Thank you sir

  • @skranaskrana5629
    @skranaskrana5629 5 ปีที่แล้ว +2

    শুভ সকাল স্যার ঘুম থেকে উঠে সবার আগে আপনার ভিডিও টা দেখলাম । সপ্নের মত লাগছে সবকিছু দুদিন আগে ও সারাদিন এক সাথে কাটালাম

  • @chittabiswas9920
    @chittabiswas9920 5 ปีที่แล้ว +3

    নমস্কার দাদা । উপস্থাপনা টি খুবই ভাল লাগল । ধন্যবাদ

  • @nazmulhossain53
    @nazmulhossain53 5 ปีที่แล้ว +3

    বনি ভাই, বাংলাদেশের মানুষের জন্মনিয়ন্ত্রণ আগের থেকে অনেক উন্নত হয়েছে যদি আপনি পার্শ্ববর্তী দেশগুলোর সাথে তুলনা করেন।এছাড়া, আগের বছর গুলোর চেয়ে অনেক নিয়ন্ত্রণে চলে আসছে। আরও সচেতন হোক সেটাই কামনা করি।
    অবশ্য আপনার অস্ট্রেলিয়ার মতো এতো বেশী নিয়ন্ত্রিত না এটা সত্যি 🙂।
    ধন্যবাদ

    • @BoniAmin
      @BoniAmin  5 ปีที่แล้ว +2

      ha ha ha ha right u are my dear brother

    • @nazmulhossain53
      @nazmulhossain53 5 ปีที่แล้ว

      💚❤

  • @bablubaidya3499
    @bablubaidya3499 4 ปีที่แล้ว

    ভীষন ভালো লাগলো স্যার। আপনার নিজের দেশের নিজেদের প্রিয় বাজারের পুঙ্খানুপুঙ্খ বিবরণ জানতে পেরে ভীষন ভালো লাগলো। তবে একটানতুন জায়গার নাম
    জানতে পারলাম স্যার *সীতাকুণ্ড* আমার ঘর ও এই সীতাকুণ্ড গ্ৰামের তবে স্যার বাংলাদেশ না কলকাতার কোনো এক গ্ৰাম সীতাকুণ্ড।
    আমাদের এখানে ও মাঝে মাঝে পারদ চড়ে যায় স্যার পিঁয়াজের দাম কি আর করা, একটু কম খাওয়া হয়।
    *পিঁয়াজের আকাল বাংলাদেশ নাকাল বনি আমিন স্যারের সুন্দর সকাল* অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই খুব ভালো থাকবেন 🙏🌷💞

  • @mehedihasanrabbi8868
    @mehedihasanrabbi8868 5 ปีที่แล้ว

    কথাগুলো খুবই খুবই খুবই ভালো লাগছে ha ha ha ha 😂 😜😆😂 😜😆😆 😂

  • @mdhasanmiahp1706
    @mdhasanmiahp1706 5 ปีที่แล้ว +1

    বিউটিফুল

  • @pradipghosh5148
    @pradipghosh5148 4 ปีที่แล้ว +1

    Very nice thanks. U Sangita y

  • @manojnaskar3069
    @manojnaskar3069 5 ปีที่แล้ว +1

    Khub valo niyantron in Bangladesh for onion.

  • @SUBRATONANDI
    @SUBRATONANDI 5 ปีที่แล้ว +1

    সত্যিই আপনি অসাধারণ, প্রিয় বনি আমিন স্যার। ভাল থাকবেন সবসময়।

  • @abdulwohab6620
    @abdulwohab6620 5 ปีที่แล้ว +2

    স্যার বাজার গুলো যখন দেখতে পেয়েছি খুব ভালো লাগছিল আপনি ভালো আছেন তো আব্দুল ওহাব মালায়শিয়া থেকেই 10.12.2019.

  • @RabiulIslam-mb9gs
    @RabiulIslam-mb9gs 5 ปีที่แล้ว

    আপনার ভাবনার সাথে আমার ভাবনার অনেকটাই মিল খুঁজে পায় আমি বিভিন্ন ক্ষেত্রে

  • @jhonrmarak1714
    @jhonrmarak1714 5 ปีที่แล้ว +3

    আপনাকে বাংলাদেশে এসেছেন আপনাকে স্বাগতম জানাই

  • @kishorkumarsarkar8845
    @kishorkumarsarkar8845 5 ปีที่แล้ว +1

    দাদা খুব সুন্দর

  • @kgm51
    @kgm51 5 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম, দেশের বাড়িতে এসেছেন দেখে খুব ভালো লাগল আশা করি আমাদের এলাকায় একদিন আসবেন মৌলভীবাজার জেলা কমলগঞ্জ থানা, আরেকটি কথা সেই তিন মাতা আর সাথে থাকা কয়েকজন হাতা এদের তো কারোই এই নিয়ে মাথা ব্যাথা নেই যদি থাকতো এমন হতো না পেঁয়াজের দাম বাড়লে কি আর না বললেই কি, তবে আপনাকে দেশে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @mdrohidul6939
    @mdrohidul6939 5 ปีที่แล้ว +1

    খুবই ভালো।

  • @crazyfoodreview1460
    @crazyfoodreview1460 5 ปีที่แล้ว +2

    ভিডিওটি অসাধারন লেগেছে। আর আপনি চট্রগ্রাম আসলেন কোন খবর পেলাম না। আপনাকে কাছে পেয়েও মিস করে ফেললাম।

  • @Prakriti2022
    @Prakriti2022 5 ปีที่แล้ว +3

    নদীমাতৃক এই বাংলাদেশের এই জীবন জীবিকা দেখে খুবই ভালো লাগলো। তবে আমার খুবই প্রিয় একজন গায়ক...শেফালী ঘোষের গাওয়া সেই বিখ্যাত গান " ওরে কর্ণফুলীরে......." এই সেই কি কর্ণফুলী নদীর কাছাকাছি বাজার ??? .........আগরতলা, ত্রিপুরা, ভারত।

    • @user-nl3ps2ud6f
      @user-nl3ps2ud6f 5 ปีที่แล้ว +1

      Hmm..আসবেন দিদি বাংলাদেশে

  • @Lorland
    @Lorland 5 ปีที่แล้ว +1

    ভাই কেমন আছেন আপনাকে দেখে খুব খুশি হলাম ভাল থাকবেন।

  • @redsun.24
    @redsun.24 5 ปีที่แล้ว +1

    স্যার আমি আপনার একজন ফ্যান কারন বাংলাদেশ সম্পর্কে আপনার মতের সাথে আমার মতের দারুন মিল আছে৷ আপনার প্রচুর ভিডিও দেখে বিভিন্ন দেশ সম্পর্কে জেনেছি যা আমার খুব ভালো লাগে৷ যা হোক আপনি দেশে এসেছেন জেনে আপনার সাথে দেখা করতে ইচ্ছা করছে যদি আপনার সম্মতি পায়....আমি বর্তমানে চাকুরী সূত্রে কিশোরগঞ্জ আছি....

  • @skranaskrana5629
    @skranaskrana5629 5 ปีที่แล้ว +2

    সময় হলে কিশোরগঞ্জ ঘুরে আসতেন পারেন গ্রাম বাংলার অনেক রুপ চিত্র

  • @mdanwarsheikh1737
    @mdanwarsheikh1737 5 ปีที่แล้ว +1

    বনি আমিন আপনাকে দেখার অনেক ইচ্ছা আমার আপনার ভিডিও দেখি।

  • @cingko7467
    @cingko7467 5 ปีที่แล้ว +1

    মিস করছি দেশকে ১২ বছর আগে দেশ ছেড়েছি

  • @garygeorge-wi7co
    @garygeorge-wi7co 4 ปีที่แล้ว

    This market looks good.

  • @amitshukla5116
    @amitshukla5116 5 ปีที่แล้ว +1

    Boni Amin Da Kolkata teoo peyaajerr onnek daam....😂😂😂😂

  • @Cityboy74
    @Cityboy74 5 ปีที่แล้ว +1

    Bony Bhai , In our childhood there was a cycle stand under the stairs at karnafuly market . Oh bye the way I was raised up in Agrabad T & T Colony .

  • @sobujbangla9491
    @sobujbangla9491 5 ปีที่แล้ว

    অসাধারণ ....ধন্যবাদ স্যার !!!!

  • @moniroo7
    @moniroo7 5 ปีที่แล้ว +1

    Haha moja paylam, good luck 🥰🥰

  • @কবিতাকথন-ঘ৬হ
    @কবিতাকথন-ঘ৬হ 5 ปีที่แล้ว +1

    আচ্ছালামু আলাইকুম।আমি আপনার একজন ফ্যান।
    আমি ময়মনসিংহ থেকে বলছি।আপনি ময়মনসিংহে আসেন প্লিজ।অনেক সৌন্দর্যময় আমাদের ময়মসিংহে।

  • @sujitkumardas817
    @sujitkumardas817 5 ปีที่แล้ว +1

    অনেক অনেক ধন্যবাদ জানাই আপনার এই ভিডিও টি দেখে খুবই মন খারাপ লাগছে কারণ একটুর জন্য আপনাকে দেখতে পেলামনা তবে দেখা করবো দাদা।

  • @sajibchakma8365
    @sajibchakma8365 5 ปีที่แล้ว +2

    চট্টগ্রামের পেঁয়াজের বাজার ঘুরে সারা দেশের সার্বিক পরিস্থিতি যাচাই না করাই ভাল । আমাদের চট্টগ্রামে একটু দাম কমই থাকে । ঢাকাতে চায়নার পেঁয়াজ ১৫০ করে , মিশরের পেঁয়াজ আরোও দাম বেশি । যাক অন্তত আপনার ভিডিওর মাধ্যমে চট্টগ্রামের পেঁয়াজের দর জানতে পারলাম ।

  • @lukmankhan4544
    @lukmankhan4544 5 ปีที่แล้ว +1

    অনেক মিচ করি বাংলাদেশ

  • @Olivia-c3u3z
    @Olivia-c3u3z 5 ปีที่แล้ว +4

    গুরু তুমি বিক্রমপুরে আসো...আমি ছোট মানুষ চিটাগাং এ যেতে পারব না...তোমায় দেখার অনেক ইচ্ছা আমার...ভালোবাসা সবার জন্য হয় না....বিবেককে বুঝাতে পারলেও মনকে ত বুঝাতে পারি না।

  • @lukmankhan4544
    @lukmankhan4544 5 ปีที่แล้ว +1

    ধন্যবাদ বনি আমিন ভাই।

  • @purnoshamol8354
    @purnoshamol8354 5 ปีที่แล้ว +1

    দাদা লাক্কা মাছ কি?

  • @OkOk-fj8yv
    @OkOk-fj8yv 5 ปีที่แล้ว +1

    Science TH-cam better from other social platform.

  • @shajib6955
    @shajib6955 5 ปีที่แล้ว +1

    Intro এর বাঁশির মিউজিক, পরিপূর্নটা কোথায় পাবো?

  • @MdRajib-ti4nc
    @MdRajib-ti4nc 5 ปีที่แล้ว +1

    ধন্যবাদ

  • @shamimhossain4415
    @shamimhossain4415 5 ปีที่แล้ว +1

    very nice your video

  • @ishaqueali9650
    @ishaqueali9650 5 ปีที่แล้ว +1

    banglades...........

  • @rakibulhassan3354
    @rakibulhassan3354 5 ปีที่แล้ว +1

    দারুণ লাগছে

  • @Rajib1991_Hassan
    @Rajib1991_Hassan 5 ปีที่แล้ว +1

    আমাদের শেরপুরে আসেন । আপনার দাওযাত

  • @tuhinlee5157
    @tuhinlee5157 5 ปีที่แล้ว +1

    মিরসরাই আমার বাড়ি।

  • @garygeorge-wi7co
    @garygeorge-wi7co 4 ปีที่แล้ว

    Prices are reasonable, very similar to Indian vegetable.

  • @amitraja7213
    @amitraja7213 5 ปีที่แล้ว +1

    Very nice video

  • @shahinferdoush7399
    @shahinferdoush7399 5 ปีที่แล้ว +1

    ধন্যবাদ।

  • @mosarafhossain5728
    @mosarafhossain5728 5 ปีที่แล้ว +4

    প্রথমে কাকু আপনাকে রিকশায় দেখে ফিসফিস করে হাসলাম, আর পরে আপনি যখন পেঁয়াজের দাম ১০০ ডলার প্রতি কেজি বলতে যাচ্ছিলেন তখন খুব জোরে হেসে দিলাম। সবজি গুলো খুব ফ্রেশ মনে হচ্ছে, বাস্তবে কি তাই? নাকি আপনার হাই কোয়ালিটি ক্যামেরায় শ্যুট করায় এমন ফ্রেশ দেখাচ্ছে? শেষের দিকে আপনার পেছনে দুটো ছেলে দাঁড়িয়ে ছিল, ওরা খুব আনন্দ পেয়েছে। ভালো থাকবেন কাকু

    • @mosarafhossain5728
      @mosarafhossain5728 5 ปีที่แล้ว +1

      @@ashiqikbalhridoy3623 আসলে দাদা আপনি আমার কথাটা নেগেটিভ ভাবে নিচ্ছেন, আমি কিন্তু ওইরকম চিন্তা ভাবনা থেকে কথাটা বলিনি। আর এই "বনি আমিন" চ্যানেল এর ভিডিও ব্লগে আমি কোনো নেগেটিভ কমেন্ট করবো এটা আমার চিন্তার বাইরে। প্লীজ বিষয় টি পজিটিভলি দেখবেন

  • @Tofail_Hossain
    @Tofail_Hossain 5 ปีที่แล้ว +1

    মীরসরাই আমাদের এলাকা।

  • @wholemadinah2055
    @wholemadinah2055 5 ปีที่แล้ว

    মনটাকে হালকা করে মন দিয়ে পড়ুন....
    আজ আমি মারা গেলে হয়তো খুব কাঁদবে সবাই,,,
    যে আমার শত্রু ছিলো, সেও আমাকে দেখতে আসবে,,,
    বাড়ি ভরা কত মানুষ, কত হৈ চৈ থাকবে কিন্তু আমি আর বলবো না....
    মা এত হৈ চৈ ভালো লাগছে না, বাড়ি থেকে চলে গেলাম, একটু পর ফিরে আসবো,,,
    কিছু মানুষ পানি গরম দিচ্ছে আর কিছু মানুষ খাটিয়া আনতে গেল। একদল গেল কবর খুড়তে। তখন হয়তো আর বলবো না,.... মা, অমুক মারা গেছে, কবর খুড়তে গেলাম।।।
    এক সময় বাঁশ ও কাটা হলো। বাড়ির আঙিনায় এনে বাঁশগুলো টুকরা টুকরা করে কাটছে। পানিও গরম হলো গোসল দেওয়ার জন্য... এমন কি কবরও খোড়া হয়ে গেলো।।।
    কিছু মানুষ আমাকে এক কোনে নিয়ে একটা মশারী টাঙিয়ে গোসল দিবে...তখন উঠে আর বলবো না পানিটা বেশ গরম হয়েছে, আর একটু ঠাণ্ডা করে নাও।।।
    গোসল করানোর পর আমাকে কিছু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে.... তখন আর বলবো না মুখের কাপড়টা একটু সরিয়ে দাও, নিশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে।।।
    একসময় কান্নাকাটি বেশ বেড়ে গেলো কারণ এখন আমাকে মাটি দেবার জন্য নিয়ে যাবে। এমন কি কাধে উঠিয়েও ফেললো। তারপর সেই ঘরটার সমনে দিয়ে নিয়ে যাবে যে ঘরে আমি নাকি সারাটা জীবন কাটিয়েছি।।।
    একসময় রাস্তায় আনা হবে। মা জননী পিছে পিছে এসে খুব কাঁদবে কিন্তু আর বলতে পারবো না... মা, অমুক জায়গায় যাচ্ছি, চিন্তা করো না একটু পরই ফিরে আসছি.....
    অতঃপর সবাইকে বিদায় দিয়ে আমাকে নিয়ে হাটা দিবে কবরস্থান এর দিকে, পাশে শত শত মানুষও হাটবে.... কেমন হবে সেই কষ্টের মুহূর্তগুলি একটু চিন্তা করতে পারি কি আমরা???
    এমন করে তো আমিও অনেক বার আস ছিলাম অন্য একজন এর লাশ নিয়ে, আজ সবাই আমাকে নিয়ে যাচ্ছে চিরবিদায় এর দেশে রেখে আসতে মুহূর্তগুলি চিন্তা করতে খারাপ লাগে তাই না কিন্তু এই টা যে সত্য কারন আল্লাহ বলেন:>জীব মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে (সুরা আন-কাবুত-৫৭)।।।
    কত মানুষকে মৃত লাশ বলে ডাকতাম, আজ সবাই আমাকেই লাশ বলে ডাকছে.. এইভাবে কিছুক্ষণ হাটার পর আমাকে কবরস্থানের এক পাশে নামাবে কারণ আমার জন্য সবাই নামাজ পরবে মানে জানাজার নামাজ এইভাবে আমিও কতজনের নামাজ পরছিলাম আজ সবাই আমার জন্য পরবে।।।
    একসময় নামাজ পড়া শেষ হবে আমাকে আবার কাধে করে কবরের পাশে আনা হবে.... তারপর কিছু মানুষ হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে দিবে যা আমিও কিছু মানুষকে এইভাবে নামাতে দেখেছি, আজ সবাই আমাকে নামাচ্ছে।।।
    একসময় সবাই হাতে হাতে ধরে আমাকে কবরে নামিয়ে ফেললো, ঠিক ঠাক মত শরীরটা ভাজ করে শুইয়ে দিলো। আহ এইতো আমার পৃথিবী থেকে বিদায় নেয়া। চোখ জোড়া খুলে পৃথিবীটাকে শেষবারের মত দেখতেও পারছি না.... দেখতেও পারলাম না কে কে এসেছে আমাকে মাটি দিতে।।।
    অবশেষে আমাকে বাঁশ আর পাটি দিয়ে মাটি দিয়ে দিলো... কি অন্ধকার কবরের ভিতর, না পারবো মাকে ডাক দিতে, না পারবো কবর ভেঙ্গে বেরিয়ে আসতে কখনো কি একটু চিন্তা করে ছি আমরা.....??
    আহ এইতো আমাদের জীবন....
    জন্মের সময় কত আদর নিয়ে দুনিয়াতে এসেছিলাম....
    আবার মরার সময়ও কত আদর নিয়ে বিদায় নিলাম.....কিন্তু চিন্তার বিষয় হচ্ছে এর মাঝে কতটুক কি সাথে নিতে পারছি।।
    কেউ কি কখনও ভেবেছি এভাবে.............শে­­য়ার করে অন্য কে ভাবার সুযোগ করে দীন...।
    আমাদের আজ নিজেকে বদলাতে হবে। আশা করি ডিলীট করার আগে কোন একজনকে অবশ্যই সেন্ড করবেন,,মানুষের ঘর বদলায়।
    কাপড় বদলায় ।
    কুটুম বদলায় ।
    বন্ধু বদলায় ।
    ♀কিন্তু সে নিজেকে বদলায়নি। ,,,,,,,,,,,,,
    দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস করুন,,
    ♀শুধু এইটুকুই মনে করে যে, হয়তো এই আযান আপনি শেষ বারের মতো শুনছেন। হয়তো আপনার রব আল্লাহ আপনাকে শেষ বারের মতো ডাকছেন।
    90% লোক এই মেসেজটি
    ফরওয়ার্ড করেনি।
    কিন্তু আপনি নিশ্চয় করবেন।কারণ আল্লাহর দিনের খবর দিতে দেরি করতে নেই। অবশ্য যে আল্লাহর কাজে লেগে যায় আল্লাহ নিজে তার কাজে লেগে,,,,,

  • @afrozarahman4690
    @afrozarahman4690 5 ปีที่แล้ว +1

    Boni Amin bhai, Salaam, lakka dry fish er bhorta amar meye ebong amar khubi ekta pochonder khabar chilo, ami NY e ei dry fish er bhorta baniye , manushder khaiye onek Shunam aurjon korechi, emon aubostha hoyechilo oneke ei bhorta ta baniye dibar abdar korto tokhon abossho shokoler abdar rokhkha korechilum, ekhon tader recipe diyechi, tara nijerai shomoi pele banai, by the way eto delicious bhorta banano shikhechilum amar Dhaka home er domestic worker er kaj theke jodio shey Barisal er meye tobe khub chomotkar lakka/ laitta dry fish er bhorta banate parto, aj shey beche nai, onek treatment koriyechilum kintu takay bachate pari ni, shey cancer akranto hoye mara giyech,shey amar boyoshe onek choto chilo, takay ami onek bhalobashtum, eto history likhar ektai karon shey ( Saleha ) meye tir name, mara jabar por theke , amar ei prio khabar banano badh diyechi, r khawa hoi na,emotionally onek kichu likhe fellum, pls. don’t take it otherwise, apnara bhalo thakben, 🙏

  • @cd-is6zt
    @cd-is6zt 5 ปีที่แล้ว +2

    নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেরা উৎপাদন না করে পরের উপর দোষ এবং ভরসা করা উচিত নয়৷

  • @DPChwdrY
    @DPChwdrY 5 ปีที่แล้ว +1

    Vaia apner sathe meet korbo. Ami Dhaka Elephant Road thaki.

  • @murshidayesmin2414
    @murshidayesmin2414 5 ปีที่แล้ว +1

    EXCELLENT. ...

  • @mostafakamal1000
    @mostafakamal1000 5 ปีที่แล้ว +1

    বনি আমিন ভাইয়া, আমাদের উখিয়া -টেকনাফ এলেকা সংসদ আসন নং-297, এই এলাকায় মরন নেশা ইয়াবার কারবারীদের দাপট , আনেবক আছে পাগড়ির ভিতরে ইয়াবা মরন নেশা ব্যবসায় জড়িত , আমার কাছে ইয়াবা কারবারী আনেকের ছবি আছে , এই নিয়ে একটি প্রতিবেদন আপনার চেনেলে প্রচার করার জন্য অনুরোধ রহিল ।আপনাকে অশেষ ধন্যবাদ ।

  • @nma3624
    @nma3624 5 ปีที่แล้ว +1

    আমার প্রাণ চট্টগ্রাম।।

  • @rupeshkw8451
    @rupeshkw8451 4 ปีที่แล้ว +1

    Welcome

  • @samolasmol8061
    @samolasmol8061 5 ปีที่แล้ว

    বাংলাদেশে পেয়াজ দাম কম আছে মালায়েসিয়া অনেক দাম।

  • @বাংলায়ধর্মশাস্ত্রপাঠ

    ১০ ডিসেম্বর আমার জন্মদিন ছিলো দাদা।।

    • @BoniAmin
      @BoniAmin  5 ปีที่แล้ว

      amitav kumar I wish you HBD

  • @jewellerycreation3836
    @jewellerycreation3836 5 ปีที่แล้ว

    🥰😍❤️

  • @purnoshamol8354
    @purnoshamol8354 5 ปีที่แล้ว +1

    ধন্যবাদ দাদাভাই

  • @we5community110
    @we5community110 5 ปีที่แล้ว +1

    দাদা,টাইটেল টা ভালো ছিল। দেখার আগেই কমেন্ট করলাম। 😂

  • @ashokram8956
    @ashokram8956 5 ปีที่แล้ว +1

    দাদা আপনাকে একটু দেখতে চাই। আপনি চট্টগ্রামে আর কয়দিন থাকবেন। আমি আপনার আশেপাশেই আছি। কিভাবে দেখা করব দাদা একটু জানালে খুশি হব। আর আপনি চিটাগং এর কোন জিনিসটা খেতে চান আমাকে বলবেন আমি নিয়ে আসব আপনার জন্য। প্লিজ দাদা আপনাকে দেখার সুযোগটা আমাকে দিবেন দয়া করে

    • @BoniAmin
      @BoniAmin  5 ปีที่แล้ว

      Ashok@ my email is LITUBONI@GMAIL.COM

  • @mamunuddin5312
    @mamunuddin5312 5 ปีที่แล้ว +1

    দেখ দেখি কান্ড বনি মাসি চট্টগ্রামে....

  • @sharatdas4350
    @sharatdas4350 5 ปีที่แล้ว +1

    আপনার চিটাগাং ভাষা শুনতে ভালো লাগে

  • @meshtarua
    @meshtarua 5 ปีที่แล้ว +1

    Thank You so Much

  • @ashokkumardas4781
    @ashokkumardas4781 5 ปีที่แล้ว +1

    100 Bangladeshi taka = 83.46 Indian rupees. In Indian states bordering BD cost of onion is similar. Perhaps in Indian areas stated above, the onions sold are also imported from outside.

  • @armanhossienhossien120
    @armanhossienhossien120 5 ปีที่แล้ว

    Vry nice

  • @narayanbiswas7283
    @narayanbiswas7283 5 ปีที่แล้ว +1

    দ্য গ্রেট..........

  • @dipoksarker4435
    @dipoksarker4435 5 ปีที่แล้ว

    আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ।
    ঢাকায় থাকি। দিনাজ পুর বাড়ী

  • @mdshefayothcox285
    @mdshefayothcox285 4 ปีที่แล้ว +1

    গত এক মাস আগে ২৫০ টাকা

  • @ArifurRahman-cp2fh
    @ArifurRahman-cp2fh 4 ปีที่แล้ว

    পেঁয়াজের জন্মনিয়ন্ত্রের সময় সীমা শেষ ! বর্তমানে 35/40 টাকা Kg পেঁয়াজ ।

  • @dipoksarker4435
    @dipoksarker4435 5 ปีที่แล้ว

    আপনার সব ভিডিও দেখি

  • @mrbelalchittagong1551
    @mrbelalchittagong1551 5 ปีที่แล้ว

    বনি আমিন ভাই এটা ২নং গেইট এর কনফুলি মারকেট নাকি

  • @ranjanshil5749
    @ranjanshil5749 5 ปีที่แล้ว +1

    বনি ভাই আপনি দেশে কবে এসেছেন

  • @emdadhusain2272
    @emdadhusain2272 5 ปีที่แล้ว +1

    কি বলেন ১০০ টাকা কিলো তাও আবার কন্ট্রলে আছে দাম। গত বছর বা তার আগেও এই সিজনে ২০/২৫ টাকা কিলো ছিল পিয়াজ। এবার মরক লেগেছে পিয়াজে। সামনের জুনে যখন রমজান শুরু হবে তখন ৫০০ টাকা কিলো খেতে হবে পিয়াজ।

  • @gopaldas-1345
    @gopaldas-1345 5 ปีที่แล้ว +1

    Here at Kolkata onion is sold at RS.150/-.

  • @adnanahmed6461
    @adnanahmed6461 5 ปีที่แล้ว +1

    বনি স্যার কেমন আছেন

  • @anusingha7071
    @anusingha7071 5 ปีที่แล้ว +3

    আমার প্রচন্ড ইচ্ছে আপনাকে যদি একবার দর্শন করতে পারতাম, যদি বলেন আমি আগামী ১৫-২০ দিনের মধ্যে দেশে আসবো, আমি বর্তমানে মধ্যপ্রাচ্যে আছি।

  • @paikarimodhughorsatkhira
    @paikarimodhughorsatkhira 5 ปีที่แล้ว +1

    😆😆😆😆

  • @rahmanvlogs7368
    @rahmanvlogs7368 5 ปีที่แล้ว

    Maharashtra ma kilu 60 Rupees

  • @shirendrareang2448
    @shirendrareang2448 5 ปีที่แล้ว +1

    😂🤣

  • @jonyfar290
    @jonyfar290 5 ปีที่แล้ว +1

    Apni akon koi

    • @jonyfar290
      @jonyfar290 5 ปีที่แล้ว +1

      Patenga asen

  • @MijanurRahman-ri4hd
    @MijanurRahman-ri4hd 5 ปีที่แล้ว +1

    100 Taka kg onion it doesn't matter to you because you live in Australia and you earn lots of money. I suggest you, stay in Bangladesh then you will understand the problem of lower and middle income people.

  • @Abdullah-ct3kw
    @Abdullah-ct3kw 5 ปีที่แล้ว

    আমাকে সু শিক্ষিত মা দাও আমি সুশিক্ষিত জাতি দেব।

  • @arkabanerjee1627
    @arkabanerjee1627 5 ปีที่แล้ว +1

    Kolkata onion..Indian rupees..140..dada

  • @zobayerhossain4546
    @zobayerhossain4546 5 ปีที่แล้ว +9

    আপনি ভিডিও তে বলেছেন যে আপনি Chittagong এ বড় হইছেন। তাহলে আপনার মুখে indian language কেন?
    কাচা মরিচ কে বলতেছেন কাচা লংকা।
    জা indiar রা লংকা লেংুয়েজ ইউস করে।যতই Australia থাকেন না কেন,কেও কুনু দিন তার নিজের দেশের language ভুলে জেতে পারে না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তার সাথে আমার মনে হয়েছে আপনার ভিতর প্রপার দেশপ্রেম নেই। আছে শুধু india প্রেম। দয়া করে আর এই গরিব বাংলাদেশে আসবেন না। আসলে india তে আসবেন। আর আপনি ইচ্ছে কতে কাচা মরিচ কে কাচা লংকা বলায়
    আপনার চেনেল আনসাবক্রাইব করলাম। ধন্যবাদ

    • @BoniAmin
      @BoniAmin  5 ปีที่แล้ว +3

      thank u, love u, just get lost

    • @Eagle-w7g
      @Eagle-w7g 5 ปีที่แล้ว

      Oh dear, you unsubscribed just because of a Boni Amin's replacement word for green chili? Let me tell you Mr. Hossain, your and your type of Bangladeshi cheap emotion will not make your country any better than what it is now. Economic progress has only one language. It is called language of money.
      I am not an Indian and never been to India.

  • @jonyfar290
    @jonyfar290 5 ปีที่แล้ว +1

    amar sathe aktu dekha korben

  • @sonjueditpoint4820
    @sonjueditpoint4820 5 ปีที่แล้ว +1

    আর কিছুদিন আগে আসলে হতো তখন দাম দিল 220 টা কিলো