আপনার জমি সরকারের নামে রেকর্ড হলে কী করবেন? কোথায় যাবেন?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 พ.ย. 2024
  • #রেকর্ড #জমি
    আপনার নামে যদি সর্বশেষ নামজারী করা থাকে তবে ধরে নিতে হবে আপনার গমির সকল কাগজ আছে। সেক্ষেত্রে আপনার চিন্তা করার কোন কারণ নাই। আপনি ৩ টি জাযগায় মামলা করতে পারবেন।
    ১। সহকারী কমিশনার (ভূমি) অফিসে ----- খুব সহজে এবং কম সময়ে।
    ২। ল্যান্ড সার্ভ ট্রা্বুনাল আদালতে---------------------২ থেকে ৪ বছর সময় লাগবে
    ৩। দেওয়ানী আদালতে-------------------------------------ছয় মাস থেকে ৩/৪ বছর।

ความคิดเห็น • 100

  • @EagerScenery-bz3ps
    @EagerScenery-bz3ps 6 หลายเดือนก่อน +5

    আসসালামুয়ালাইকুম ভাইয়া আপনার কাছে আকুল আবেদন , আমার কমেন্ট উঃ দিবেন প্লিজ ভাইয়া আমি রংপুর জেলা কাউনিয়া উপজেলা থেকে বলছি আমার মৌজা হয়বৎখা এখানে এই মৌজায় তিন ভাগের একভাগ জমি আর এস, রেকর্ড হয়েছে বাকি দুই ভাগ জমি রেকর্ড হয়নি যেমন ধরেন 1400একর জমি রেকর্ড হয়নি বর্তমানে এই জমি ব্লক করে দিয়েছে সরকার, তার মধ্যে 250একর জমি নাকি 1নামবার খতিয়ানে চলে গেছে এই জমি কি আমরা এলাকাবাসি সরকারের কাছে থেকে মালিকানা নিতে পারবো রেকর্ড করে দয়া করে জানাবেন প্লিজ প্লিজ প্লিজ 😢😢😢

  • @mdrobiulhossain9589
    @mdrobiulhossain9589 วันที่ผ่านมา +1

    আর এস রেকড খাষ ছাড়া নিলাম নিতে পারে কি না, খতিয়ান খাষ ছাড়া নিলাম নিলে ঐ নিলাম টিকবে কি টিকবে না জানাবেন।

  • @Arianbeenaziz
    @Arianbeenaziz ปีที่แล้ว +2

    ভাই আপনার কথাগুলো অনেক ভালো লাগে
    কথাগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলেন!

  • @SahinurIslam-zq6xj
    @SahinurIslam-zq6xj ปีที่แล้ว +1

    মাশাল্লাহ অনেক সুন্দর আলোচনা করছেন ভাই আপনার মতো এতো সুন্দর যুক্তি কেউ দেয় না। আপনার জন্য দোয়া রইল আল্লাহ আপনাকে আরো উচ্চ মর্যাদা দান করুক আমিন

  • @NazrulIslam-y8k
    @NazrulIslam-y8k 3 หลายเดือนก่อน +1

    স্যার আমি সরকার নদীর জমি বন্দবস্ত দিয়েছে,ঐ, জমি কিনেছি, বি আর এস, এর সময়ে আমি। ছিলাম না, এখন ঐ জমি ১ নং।খতিয়ানে উঠে গেছে, এখন আমি কি করবো। জানালে উপকৃত হবো।

  • @jahanmim7178
    @jahanmim7178 ปีที่แล้ว +1

    বি এস রেকর্ড ২নং খতিয়ান ভূক্ত হলে কি করব? জানতে চাই। ধন্যবাদ।

  • @hasanzeem1985
    @hasanzeem1985 ปีที่แล้ว +1

    মা শা আল্লাহ্ ,,,,,,,,,, অসাধারণ হয়েছে আপনার বুঝানো,,,,,,,,

    • @tanzidahmedrafid6600
      @tanzidahmedrafid6600 ปีที่แล้ว

      Q

    • @didarhossen5493
      @didarhossen5493 ปีที่แล้ว

      এক নং খতিয়ানে কি করে খাজনা দিবে ।বাজে ভিডিও দেন কেন !

  • @sportzx744
    @sportzx744 2 หลายเดือนก่อน +1

    nijer jomi sorkar nie gese taka ager malik nise.dolil ase.akhon ki korte pari.nam jari kora hoy nai

  • @shishirroy1021
    @shishirroy1021 11 หลายเดือนก่อน

    ভাইয়া, আমাদের দাদুর ক্রয়ের জমি খ তহশিল হওয়াতে ভূমি অফিস খাজনা নিচ্ছে না। এখন কি করতে হবে ?। জানালে খুশি হব। আপনাকে ধন্যবাদ।

  • @mohammedullah8695
    @mohammedullah8695 4 หลายเดือนก่อน

    জনাব ভিডিওটি ভাল লেগেছে। আমার বংসেরকেউ যদি বিক্রি করে ফেলে তখন কি পিরিএমশন করা যাবে? অনুগ্রহ করে জানাবেন। ধন্যবাদ

  • @mddaliluddin2333
    @mddaliluddin2333 ปีที่แล้ว

    স্যার, দেওয়ানি মামলায় রায় পেয়েছি নামজারির শুনানি তে অনেক সময় নিচ্ছে এই অবস্তায় কি রিট মামলা করা যাবে কি? এভাবে তো ১৭ বছর হয়ে গেল কোন ফলাফল পাচ্ছি না । রীট মামলা সম্পর্কে এবং অর্পিত সম্পত্তি বিষয়ে মামলার একটি নতুন ভিডিও আপলোড দেন। আমরা আপনার নতুন সঠিক তথ্য পাওয়ার জন্য অধির আগ্রহে বসে থাকি।ধন্যবাদ স্যার।

  • @MDkader-c8c
    @MDkader-c8c 3 หลายเดือนก่อน

    Bonbevag jome gulor kevaba amra prokeroto Malik HOTA parbo.pleasse.

  • @MdRiaj-i4l
    @MdRiaj-i4l ปีที่แล้ว

    আমাদের জেলায় ল্যানড সারভে ট্রাইবুনাল শুরু হয়নি। কিনতু মৌজা গেজেট হয়েছে আমাদের করনিয় কি?

  • @HasanAli-zp6rj
    @HasanAli-zp6rj ปีที่แล้ว +1

    স্যার আমি কি ভাবে আবেদন করব আমার জাগার কাগজ ঠিক আছে কিন্তু 1 নং খতিয়ানে চলে গেছে, কি কি লিখতে হবে প্লিজ একটু বলবেন দয়া করে

  • @md.jabarali1923
    @md.jabarali1923 2 หลายเดือนก่อน

    আসসালামু আলাইকুম স্যার আমি একটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি দয়া করে উত্তরটা দেবেন আমার বাড়িতে ২৬ শতাংশ জায়গা আছে মাঠে আসছে ১৫ শতাংশ বাকি জায়গাটুকুর মধ্যে দিয়ে একটা সুইচগেট ১৫ শতাংশ জায়গা জায়গাটুকু আছে সেই জায়গাটুকু পাবলিক আমার কাছ থেকে নিয়ে নিতে চায় তার জন্য কি করনীয় স্যার দয়া করে একটু বলেন দলিলে 26 শতাংশ আছে মাঠ পর্চায় আসছে শতাংশ

  • @jubairalhabib4946
    @jubairalhabib4946 ปีที่แล้ว

    আমাদের মৌজায় এখনও গেজেট হয় নাই৷ তাহলে করনিও কি...? ভাইয়া

  • @nasrinakhter7734
    @nasrinakhter7734 ปีที่แล้ว +1

    ভাই খুব কষ্টে আছি।অনেক জমি জরিপ এ খাস করে নিছে।।আমি তো নিশ্ব।মরে যাওয়া সারা উপায় নেই

  • @shankarsaha9020
    @shankarsaha9020 3 หลายเดือนก่อน

    ভাই আমার জমি খাজনা খারিজ আছে ১৪২৯ সাল পর্যন্ত খাজনা দেওয়া আছে কিন্তু ভুমি অফিসে খাজনা দিতে গেলে বলে আপনার সাবেক দাগ ক তপশিল ও খ তপশিলি এ আছে খাজনা নেওয়া যাবে না কিন্তু কিছু টাকা দিলে খাজনা নিয়ে নেয় ২৩৬০ দাগে অনেক খতিয়ান আছে কিন্তু আমার ৭১/৭৩/৭৫/ খতিয়ানে জমি আছে কিন্তু এই খতিয়ান গূলো কোন তপশিলে নেই ২৩৬০ দাগে ৭৬ নং খতিয়ান ক ও খ তপশিলে আছে এই অবস্থায় আমার কি করতে হবে তা যদি বলতেন খুব উপকৃত হতাম

  • @SaddamHossain-pn5kt
    @SaddamHossain-pn5kt 8 หลายเดือนก่อน

    স্যার আমাদের দাদার বিনিময় করা জমি ৮৮ রেকর্ডের সময় সরকারি ১/১ খতিয়ানে চলে গেছে এবং আমরা land survay tribunal মামলা করছি ১৪ সালে কিন্তু আমাদের কোনো ফলাফল পাইনি

  • @MdAlAmin-wb7qt
    @MdAlAmin-wb7qt ปีที่แล้ว +1

    Thank you so much adv.

  • @al-aminreja9822
    @al-aminreja9822 ปีที่แล้ว

    ভাই,
    আমাদের খাস জমি অন্য একজে সোলেনামা অনুসারে মালিকানা নিয়ে নিছে, ওই জমি নিয়ে তাদের সাথে স্থায়ী ৪৪ এর মামলা চলে, ওরা একটা ভুয়া নামজারী করাইছিলো সোলেনামার উপর, ওই দাগে আমাদের বিএস রেকর্ড আছে। এখন করনীয় কি ভাই

  • @princearman6296
    @princearman6296 ปีที่แล้ว +1

    ভালো লাগলো।

  • @golamrosul008
    @golamrosul008 2 หลายเดือนก่อน

    আমি নিলাম বনিয়াদে জমি ক্রয় করেছি। আরেক জন একই জমি ডিগ্রি বনিয়াদে কিনেছে। এখন এই জমি কে পাবে? এ বিষয়ে আইন কি বলে?

  • @RomanVi-o1h
    @RomanVi-o1h ปีที่แล้ว +1

    ভাইয়া জমির অংশিদার চারজন কিনতু রেকড সার্চ দিলে তিনজনের নাম আসে এটা কিভাবে সমাধান করা যাবে, ভাইয়া বললে খুব উপকার হবে

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  ปีที่แล้ว

      ভূমি অফিসে যে খতিয়ানটি আছে সেটি রাইট

  • @mdshamolmia9165
    @mdshamolmia9165 2 ปีที่แล้ว

    দাদা
    আমার এক খতিয়ানের, এক দাগ, এক মালিকের রেকর্ড সংশোধনের দায়িত্ব নিতে পারবেন? ফী যা লাগে পরিশোধ করবো।

  • @ShafiqulShamul
    @ShafiqulShamul 2 หลายเดือนก่อน

    জমি নিয়ে ঝামেলা বেশি।উপজেলা ভিত্তিক টিম গঠন.করে.কাগজ.দেখে সরকারী.ভাবে.জমি বুঝিয়ে দেয়া উচিত।

  • @RafiqurRahman-xf2ef
    @RafiqurRahman-xf2ef ปีที่แล้ว

    Rdc(revi) court order satey kub bay adobo korey

  • @শারদীয়া-জ৩খ
    @শারদীয়া-জ৩খ ปีที่แล้ว

    বি আর এস খ গেজেট এল সম্পত্তি ছাড়ানোর উপায় কি? প্লিজ জানাবেন🙏🏿

  • @mduzzalhossain1391
    @mduzzalhossain1391 ปีที่แล้ว

    আমাদের অনেক জমি ১/১ এবং ছুট দাগ হয়ে আছে, যে জমির এস এ, সি এস এবং আর এস রেকর্ড আমার দাদা ও বাবা চাচাদের নামে, কিন্তু মহানগর সিটি পর্চা তে ১/১ এবং ছুট দাগ

  • @Jahangiralam-du6wc
    @Jahangiralam-du6wc ปีที่แล้ว

    What is the position of Waqfa Administrator and Acts plz tells me Something.

  • @abdulawal9532
    @abdulawal9532 ปีที่แล้ว +2

    নানার সম্পত্তি এস এ তে সরকারের নামে হয়ে গেছে। সরকারের নামে দেওয়ানি মামলা করে ডিগ্রি পাইছে। বিএস এ নাম জারী করার কি উপায় আছে।

  • @Aktibari
    @Aktibari 6 หลายเดือนก่อน

    স্যার আমার জায়গার উপর দিয়ে বিশাল রাস্তা নিয়েছে কিন্তু আমার পাশে অন্য জমি আছে তাদের জমি থেকে কোন রাস্তা নেয় নি কিন্তু সেই রাস্তার জমি আমার নামেই আছে সরকারি খাস বা সরকারের নামে রাস্তা ওঠে নি এখন আমার কি করনিয়?

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  6 หลายเดือนก่อน

      আমার “ জমি জমার সমস্যা ও সমাধান নামে একটি ফেসবুক আইডি আছে, যাদের সমস্যা তারা এই গ্রুপে এড দিয়ে রাখতে পারবেন

  • @jewelmian8177
    @jewelmian8177 ปีที่แล้ว

    ভিপি ১/১,পর্চাতে মালিক বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক। দলিল আছে দখলেও আছে কিন্তু নামজারি করা হয়নি।এটি সরকার নিতে পারবে?

  • @kuhelichakrabortty9203
    @kuhelichakrabortty9203 ปีที่แล้ว

    সি এসে দেবোত্তর সম্পত্তি এস এ এবং বি আর এস এ ১/১ খতিয়ানে চলে গেছে আজ প্রায় ১৫ বছর। এখন করনীয় কি?

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  ปีที่แล้ว

      আদালতে মামলা করে দেবতার নামে আলাদা খতিয়ান খুলে নিন

  • @sumiyajeon9529
    @sumiyajeon9529 9 หลายเดือนก่อน +1

    Assalamualaikum vaiya apnr stha aktu personally kotha bolte chacci ? Kothay inbox kora jabe ?

  • @taharaj9022
    @taharaj9022 ปีที่แล้ว

    আপনার সাথে কি ভাবে যোগাযোগ করব

  • @Arianbeenaziz
    @Arianbeenaziz ปีที่แล้ว +1

    ভাইয়া আপনার সাথে আমি কথা বলতে চাই!

  • @MdUzzal-q8q
    @MdUzzal-q8q 2 หลายเดือนก่อน

    আমিন

  • @jewelmian8177
    @jewelmian8177 ปีที่แล้ว

    আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারি?

  • @abedreza8532
    @abedreza8532 2 ปีที่แล้ว

    ধন্যবাদ

  • @mdabulkashemmazumder
    @mdabulkashemmazumder 11 หลายเดือนก่อน

    Which date you are speaking please known to me.

  • @mdaziz5066
    @mdaziz5066 ปีที่แล้ว +1

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
    আপনার অফিস কোথায় ঠিকানা দেওয়া যাবে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতাম, ও কাগজপত্র দেখাতাম,

  • @masudshikh692
    @masudshikh692 ปีที่แล้ว

    স্যার আমি আপনার একজন সাবস্ক্রাইবার একটু বলবেন কি,ক এবং খ সম্পত্তির নামজারির খরচের মধ্যে কি এমন পার্থক্য আমরা জানি যে নামজারির খরচ ১১৭০ টাকা, আমার থেকে ৯০০০ টাকা নিয়েছে, এখন আবার বলে আপনার জমি খ খতিয়ানের তাই ডাবল লাগবে অর্থাৎ আঠারো হাজার, বিষয়টা কি একটু জানাবেন প্লিজ উপকৃত হব ধন্যবাদ

  • @MdUzzal-q8q
    @MdUzzal-q8q 2 หลายเดือนก่อน

    মো:উজ্জ্বল হোসেন

  • @sayeedchowdhury4622
    @sayeedchowdhury4622 ปีที่แล้ว +1

    ব্যক্তিমালিকানাধীন সাগরে বিলীন হওয়া জমি BS এবং দিয়ারা খতিয়ান যদি জেলা প্রশাসকের নামে ১নং খতিয়ানে লিপিবদ্ধ হয় তাহলে কি মামলা করে কোর্ট থেক‍ে ডিগ্রী পাওয়া যাবে?

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  ปีที่แล้ว +1

      যদি বর্তমানে জমিতে সাগর প্রবাহিত হয় তবে মামলা করলেও পাবেন না

    • @sayeedchowdhury4622
      @sayeedchowdhury4622 ปีที่แล้ว

      ১৯৭০-১৯৮৫ সালের বিএস জরিপে এবং ২০০৫-২০১৭ সালে দিয়ারা জরিপে ১নং খাস খতিয়ানে জেলা প্রশাসকের নামে পতিত জমি হিসেবে লিপিবদ্ধ আছে।যেহেতু ১৯৭২ সালের আইনে আছে ব‍্যক্তিমালিকানাধীন জমি সমুদ্রে গর্ভে চলে গেলে ফের যদি চর জাগে তাহলে চর জাগা জমির মালিক হবে সরকার।যেহেতু বিএস জরিপ ১৯৭০-১৯৮৫ সালে এবং দিয়ারা জরিপ ২০০৫-২০১৭ সালে ফাইনাল হয় আর ১৯৭২ সালের আইনে আছে জমি সাগর গর্ভে চলে গেলে ঐ জায়গার মালিক হবে সরকার।তাহলে চরজাগা জমির মালিকানা কি আদালতে মামলা করলে জমির মালিকরা ফিরে পাবে?নাকি মালিক সরকার হবে বললে ভালো হয়।চরজাগা উক্ত জমিতে বেড়িবাধ রক্ষা করার জন‍্য সরকারি অর্থায়নে ম‍্যানগ্রোভ ফরেস্ট বা বনায়ন করছে আর কিছু ভূমিখেকো মানুষ চরজাগা জমি নিয়ে আদালতে মামলা করে নিজেদের জমি দাবি করে ঐ বনায়নের গাছ কেটে জমি দখল করছে।

    • @imrulkayes402
      @imrulkayes402 4 หลายเดือนก่อน

      সাগর কি। নদি লানা

  • @mdnazim4350
    @mdnazim4350 ปีที่แล้ว +1

    আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো বা আপনার ফোন নাম্বার কি ভাবে পাবও

  • @akantoapon5760
    @akantoapon5760 ปีที่แล้ว +1

    আইনের শাষন ভিষন জরুরি এখন ৷
    যদি সরকারি কর্মকর্তা/কর্মচারিদের নির্বুদ্ধিতার কারনে আমাদের যে কষ্ট হয় তার কারনে ঐ আদালতেই তাদের শাস্তির বিধান রাখা একান্ত জরুরি ৷

  • @shankarsaha9020
    @shankarsaha9020 3 หลายเดือนก่อน

    ভাই দয়া করে আমার কমেন্ট এর উওর টা দিবেন

  • @ranihaldar3206
    @ranihaldar3206 ปีที่แล้ว

    দাদা আপনার সাথে এ বিষয়ে আমার কিছু কথাআছে তাই যদি আপনার নামবারটা দেন ত্হলে অনক ভালোহবে দাদা

  • @moslemaparvin8900
    @moslemaparvin8900 2 ปีที่แล้ว +1

    ভাইয়া।।।। ফেসবুকের লিংক টা দিবেন দয়া করে।

  • @mrmohin2011
    @mrmohin2011 หลายเดือนก่อน

    আমাদের জমি সরকারের নামে গেজেট হয়েছে জমি টা মামলা চলতে ছে আপনি কোন ওপকার করতে পারবেন ভাই পারলে বইলেন ভাই মামলা টা জিতে দিতে পারলে আপনাকে খুসি করে দেভ ভাই

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  26 วันที่ผ่านมา

      আমি উকিল নই

    • @alsidali-i3m
      @alsidali-i3m 24 วันที่ผ่านมา

      গেজেট জমি খারিজ করা যায় কি ভাবে ​@@landlawproblemnsolutionBD

  • @MdUzzal-q8q
    @MdUzzal-q8q 2 หลายเดือนก่อน

    সিএস রেকর্ড হালশন বাবার নামে

  • @RafiqurRahman-xf2ef
    @RafiqurRahman-xf2ef ปีที่แล้ว

    Who is dc than court dc

  • @mdshamolmia9165
    @mdshamolmia9165 2 ปีที่แล้ว

    রেকর্ড হয়েছে ১৯৭৯,দেখলাম ২০২২।এখন করনীয়?

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  2 ปีที่แล้ว +1

      দেওয়ানী আদালতে ঘোষনামূলক মামলা করুন ভাই

    • @mdshamolmia9165
      @mdshamolmia9165 2 ปีที่แล้ว

      আর ও আর রেকর্ডে যৌথ রেকর্ড হয়েছে, শুধু সিএস এ তাদের হিস্যা কলামে নাম আছে। মন্তব্য কলামে আমরা দখলদার হিসেবে আছি, যা হিস্যার চেয়ে বেশি।

  • @jemsbond319
    @jemsbond319 2 หลายเดือนก่อน

    দাদা আমার বাবা মারা যাওয়ার পরে আমি ১০ দিন আগে মিউটিশন করতে দেই। কিন্তু তারা বলে এল এ ভিপি ক ভিপি খ জায়গা চলে গেছে।বাবার নামে বি আর এস রেকর্ড আছে। আর সম্ভবত আমি ২১ সালে খাজনা কেটেছিলাম।এবং একেই দাগে আমার চাচাদের কাছ থেকে জমি ক্রয় করা আছে।কয়েটা দলিল রেকর্ড হইছে আর কয়েকটা হয়নি ক্রয়ক্রিত জমি।এখন আমি কি করতে পারি দাদা??

  • @robinhaque3717
    @robinhaque3717 ปีที่แล้ว

    আপনি আলাপের সময় নিজেই এতো কনফিউজড থাকেন। একই কথা ২-৩ বার রিপিট করেন যে ক্লান্ত লাগে আপনার ভিডিও দেখতে!

  • @sohidkazi7674
    @sohidkazi7674 2 ปีที่แล้ว

    ভাই আমি ৪৪ ডিসিম জমি কিনেছি
    কিন্তু নাম জারি করিনাই
    এখন নাম জারি করতে গিয়ে ছি
    ওরা বলে
    একি দাগে সরকারি জমিন আছে
    তাই নাম জারি হবেনা এখন কি করতে পারি

  • @nasrinakhter7734
    @nasrinakhter7734 ปีที่แล้ว

    ভাই একটা রিপ্লাই দেন

  • @JamalUddin-wc4hi
    @JamalUddin-wc4hi 10 หลายเดือนก่อน +1

    Dear Sir,
    Please note I have pure CS,SA record and continuing exact dalil but not BRS record and others occupied land. Please let me know what I have to do just right now. Please provide your mobile number as well. This is most probably need to case or miscase at land survey tribunal first. Then it's processing for.....
    ❤❤❤❤

    • @landlawproblemnsolutionBD
      @landlawproblemnsolutionBD  10 หลายเดือนก่อน

      সিএস মালিক একজনে কিন্তু বিএস রেকর্ড,দখল অন্যজনের ।জমি কার? কিভাবে জমি ফিরে পাওয়া যাবে?
      th-cam.com/video/LSH7w1NrBXg/w-d-xo.html

  • @tuhinbaruahridoy8274
    @tuhinbaruahridoy8274 2 ปีที่แล้ว

    Vaya apnar number ta ki pawa jabe

  • @kazisrabon3792
    @kazisrabon3792 ปีที่แล้ว +1

    আপনার মোবাইল নাম্বারটি কি পেতে পারি?

  • @mdmasudrana6910
    @mdmasudrana6910 2 ปีที่แล้ว +1

    স্যার আমাদের চেম সমস্যা দয়া করে আপনার নাম্বার টা দেন

  • @shahinalam-us2ns
    @shahinalam-us2ns ปีที่แล้ว +1

    স্যার আপনার ভিডিওতে আপনার নাম্বারটি দিন যাতে আমরা যোগাযোগ করতে

  • @tohachowdhury3982
    @tohachowdhury3982 ปีที่แล้ว

    1965সালের পুর্বে বিনিময় সম্পত্তির বিসয়ে বলা যাবে

  • @nasrinakhter7734
    @nasrinakhter7734 ปีที่แล้ว +1

    ভাই দয়া করে আপনার নাম্বার টা একটু দেন

  • @abujobayer4451
    @abujobayer4451 ปีที่แล้ว

    ভাই আপনার নাম্বার টা আমাকে দিন। আমি একটু কথা বলতে চাই।

  • @Peaceoflifeinyourownhands
    @Peaceoflifeinyourownhands 2 ปีที่แล้ว +1

    দাদা আপনার মোবাইল নম্বর টা দেওয়া যাবে

  • @mirhossin702
    @mirhossin702 ปีที่แล้ว

    সার আপনার নাম্বার দিবেন একটু যোগাযোগ করবো

  • @TajulMolla-bg9bh
    @TajulMolla-bg9bh ปีที่แล้ว +1

    স্যার আপনা মোবাইল ফোন নাম্বার দিন

  • @MdUzzal-q8q
    @MdUzzal-q8q 2 หลายเดือนก่อน

  • @akramgazi
    @akramgazi ปีที่แล้ว

    Please nomber sir

  • @odin7046
    @odin7046 5 หลายเดือนก่อน

    টাকা দিলেই করে দেয় আপনি তো জানেন এই দেশে টাকা ছাড়া কিছু চলে না তাইলে সেটা নিয়া পরমার্শ দেন করে কত টাকা দিলে হবে।

  • @zohirulhuda6623
    @zohirulhuda6623 ปีที่แล้ว

    আমি সিংগাপুর প্রবাসী আমার একটা জমি নিয়ে কেইস চলতেছে আমি আপনার সাথে কিছু আলাপ করতে চাই দয়া করে আপনার ফোন নাম্বার সেন্ড করলে খুশি হব

  • @ArifChowdhury-c3t
    @ArifChowdhury-c3t ปีที่แล้ว

    Contact numbers

  • @marzuqmasud9374
    @marzuqmasud9374 ปีที่แล้ว

    আমি একজন প্রবাসী মহিলা । আলহামদুলিল্লাহ,প্রায় ২৩ /২৪ বছর থেকে দেশের বাইরে আছি। কিছু আপন জন এই সুযোগে ঝামেলা বাধিয়ে খতি করার চেষ্টা করছে। Please আপনার মোবাইল নাম্বারটা একটু দিন। আমি অনেক বিপদে আছি। পরামর্শ নিব আমি আপনাকে বিল দিব। আমাকে বড় বোন মনে করে আপনার মোবাইল নাম্বারটা একটু দিন please.

    • @mdsohan2587
      @mdsohan2587 ปีที่แล้ว

      আপনার,জমির,কি,সমস্যা,ফোনে,বলেন,০১৭৪২৫৫২২০৩

  • @samimahmed7772
    @samimahmed7772 ปีที่แล้ว

    Sir apnar phone namber ta aktu deban ba Facebook macengar link

  • @golamrosul008
    @golamrosul008 2 หลายเดือนก่อน

    আমি নিলাম বনিয়াদে জমি ক্রয় করেছি। আরেক জন একই জমি ডিগ্রি বনিয়াদে কিনেছে। এখন এই জমি কে পাবে? এ বিষয়ে আইন কি বলে?

  • @abdulkhalaquekhalaque9905
    @abdulkhalaquekhalaque9905 ปีที่แล้ว +1

    ধন্যবাদ