‘কখনও শখ করলেও একটা ইলিশ মাছ কিনে খাইতে পারবো না’ | Bazar news | Ilish Price

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 533

  • @ashadutjamanrazib3587
    @ashadutjamanrazib3587 2 ปีที่แล้ว +210

    আমি একজন খামারি গত নয় মাস থেকে এখন পযর্ন্ত ফিডের দাম বেড়েছে ১০৫০টাকা প্রতি ৫০কেজি বস্তায় আর আপনারা বলছেন মুরগির মূল্য আদিক কিন্তু বাজারে যে মূল্য আছে তাতেও একজন প্রান্তিক খামারি লস হচ্ছে তাই আপনারা জারা মিডিয়াতে আছেন তারা আমরা যারা খামারিরা আছি তাদের নিয়ে কথা বলুন দয়া করে নয়তোবা একদিন প্রান্তিক খামারি থাকবে না.

    • @faisalhabib1816
      @faisalhabib1816 2 ปีที่แล้ว +11

      আপনার ডিম নিয়ে 3 জন লাভ করে। মানুষ কিভাবে খাবে? আপনি কি ভাবে বাঁচবেন?

    • @MdSumon-er8tc
      @MdSumon-er8tc 2 ปีที่แล้ว +6

      আসসালামু আলাইকুম ভাই,,
      আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ আপনার সাথে একমতাবলম্বী,,
      আমাদের সকল মিডিয়া ভাইদের অনুরোধ করে বলতেছি আপনারা সবাই মিলেমিশে আগে খামারের যতো প্রকার খাবার এবং ঔষধের দাম নিয়ে প্রতিবেধন করেন দেখবন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ডিম এবং মুরগি দাম ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ

    • @mohonanoushit424
      @mohonanoushit424 2 ปีที่แล้ว

      বাংলাদেশে কোন কিছুতেই ভারসাম্য নেই।

    • @Mr.Galileo
      @Mr.Galileo 2 ปีที่แล้ว +5

      আমাদের ও খামার আছে,,, এতো দাম বাড়ার পরেও আমাদের লস গুনতে হয়।লাভ সব করে যারা আমাদের থেকে সাধারণের মাঝে পৌঁছে দেয়ার মিডিয়া।

    • @Fun24360
      @Fun24360 2 ปีที่แล้ว

      Ei obosthar jonno media theke raghob boal marka company dayi.tara nijera murgi palon kore sokol product er jogan day

  • @anamulhaque8935
    @anamulhaque8935 2 ปีที่แล้ว +104

    ইলিশ আমরা না খেতে পারলেও ইন্ডিয়ানরা খেতে পারছে এতেই আমাদের সুখ

  • @pathofjannat
    @pathofjannat 2 ปีที่แล้ว +1

    < হালাল পথে সম্পদ উপার্জনের ১০ টি কোরআন ভিত্তিক উপায় ভিডিও,,

  • @mdshafiqulislam9959
    @mdshafiqulislam9959 2 ปีที่แล้ว +69

    ইয়া আল্লাহ,,, বাংলাদেশের অসহায় মানুষদের হেফাজত দান করুন ।

    • @noyonnoyon3300
      @noyonnoyon3300 2 ปีที่แล้ว +1

      আমার ও একই চাওয়া

  • @hamidarahman6797
    @hamidarahman6797 2 ปีที่แล้ว +48

    আমারদের দেশের মানুষের উচিত মাছ, মাংস কেটে পিচ পিচ করে বিক্রি করা, তাহলে গরিব মানুস, মধ্যে বৃত্ত, নিম্ন মধ্যে বৃত্ত সবাই এক পিচ হলেও খেতে পারবে। যার যতো টুকু দরকার সে ততো টুকু কিনবে। যদি এক পিচ দরকার হয় সে যেন এক পিচ কিনতে পারে সেই ব্যবসথা করা উচিত। এটা আমার আবেদন।

  • @joynalabedin7884
    @joynalabedin7884 2 ปีที่แล้ว +41

    যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্যের দাম কমাতে পারে না,সেই সরকারকে আমরা চাই না।

  • @everbrand8072
    @everbrand8072 2 ปีที่แล้ว +34

    আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ যারা বর্তমানে নিন্মবিক্তে খাতায় নাম লিখিয়েছি, তারা কখনও ইলিশ বা গরু মাংস চাইলেই খেতে পারি না। খাওয়ার স্বপ্ন আজকে দেখলে খেতে হবে একবা বা দুই মাস পরে। এটাই বাস্তবতা।

  • @delwarhussain1735
    @delwarhussain1735 2 ปีที่แล้ว +81

    ভারতে ইলিশ মাছের কেজি ৭০০ টাকা আর আামাদের ১৪০০ টাকা,চিন্তা করছেন আমাদের মাছ আমরা কম টাকা কিনে খেতে পারিনা

    • @amitmallik9342
      @amitmallik9342 2 ปีที่แล้ว

      আমাদের মাছ মানে কি ভাই?

    • @socialreform9200
      @socialreform9200 2 ปีที่แล้ว +10

      @@amitmallik9342 আমাদের মাছ বলতে পদ্মার মাছ।
      যা ভারতে রপ্তানি হয়।আবার মাঝে মাঝে ফ্রিতেও যায়।

    • @mehidihosain6378
      @mehidihosain6378 2 ปีที่แล้ว

      গতকালের কলকাতা নিউজ দেখেন।
      রাতে যে পেয়াজ খেয়ে ঘুমাবেন সেটাও ভারতের।
      খেয়ে দেয়ে কোনো কাজ কাম নাই শুধু সরকার আর ভারতের বদনাম করবে।

    • @amitmallik9342
      @amitmallik9342 2 ปีที่แล้ว +3

      @@socialreform9200 ইলিশ সবচেয়ে বেশি ভারতে যায় বরিশাল থেকে।বরিশালে চাঁদপুর কোথায়?ইলিশ কি একমাত্র পদ্মায় পাওয়া যায় ভাই?গংগায়ও পাওয়া যায়।আর বংগোপসাগর কি কেবল বাংলাদেশের নাকি ভাই?পশ্চিম বংগও তো বংগোপসাগরের উপকূল।

    • @md.afsaruddin901
      @md.afsaruddin901 2 ปีที่แล้ว +2

      আজ চট্টগ্রামে মেঘনার ইলিশ ১কেজি মাপের ৯০০/-, ৩-৪ টা কেজি মাপের ৩৫০/- দরে।

  • @MirMdNasif
    @MirMdNasif 2 ปีที่แล้ว +25

    এতো উন্নয়ন কথা শুনি, কিন্তু সাধারণ জনগণের কি উন্নয়ন হইলো ?

  • @siamffrok6496
    @siamffrok6496 2 ปีที่แล้ว +31

    মুরগির খাদ্যের দাম কমানো হোক সরকার ভর্তুকি দিক তাহলে ডিমের দাম কমে যাবে

  • @ronimd3911
    @ronimd3911 2 ปีที่แล้ว +44

    আমি বুঝি না ইলিশ মাছের এত দাম হবে কেন এটা কি কেউ চাষ করে

    • @HakimOne
      @HakimOne 2 ปีที่แล้ว +1

      চাহিদা বনাম যোগানের জন্য ভাই। সাধারণ মানুষের আয় পণ্যের মূল্যের তুলনায় না বাড়লেও ধনীদের আয় এবং ধনীর সংখ্যা আরো বেড়ে গেছে।

    • @samiullahayan4210
      @samiullahayan4210 2 ปีที่แล้ว +3

      দাম বারবে নাতো কি । দেশের মানুষ ইলিশ মাছ খেলে হাসিনা বুবু তার শশুর বাড়িতে কিভাবে পাঠাবে কি করে

  • @suruzjamal1740
    @suruzjamal1740 2 ปีที่แล้ว +56

    দাম কমাইছে আমাদের মতো সাধারণ মানুষের নিত্য পণ্যের দাম কমে নাই আর দাম কমবে বলে মনে হয় না আল্লাহ যতোই কষ্ট হোক না কেন সামনে দিন গুলো আমারা ঈমান ও আমল করে যেন মিত্যু বরন করতে পারি (আমিন)

  • @bangladeshimumkhulna2826
    @bangladeshimumkhulna2826 2 ปีที่แล้ว +4

    আমাদের মতো মানুষের জন্য পাংগাস মাছ আর ভাত পাইলে ই আলহামদুলিল্লাহ।ইলিশ তো স্বপ্ন দেখি।

  • @Muslimmoods
    @Muslimmoods 2 ปีที่แล้ว +13

    বাজারে যে মূল্য মাছের, গরিব মানুষরা মাছ খেতে হলে তাহলে মাছ কেটে কেটে বিক্রি করতে হবে।।।যার যতটুকু প্রয়োজন ততটুকু নিবেন।।। তাহলেই হয়তো বা মাছ খেতে পারবেন!😒

  • @truthalwayswins6676
    @truthalwayswins6676 2 ปีที่แล้ว +16

    জালিমের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আল্লাহ আমাদের সবাইকে অবশ্যই শক্তি দিবেন এবং বিজয় দিবে আমিন আমিন আমিন,,,,,,,,,🌎 TRUTH ALWAYS WINS 🌎,,,,,,,,,,,,,,,,,, 🌎 TRUTH ALWAYS WINS 🌎,,,,,,,,,,,,,,,,,, 🌎 TRUTH ALWAYS WINS 🌎,,,,,,,,,,,,,,,,,, 🌎

  • @Chowdhurycreative
    @Chowdhurycreative 2 ปีที่แล้ว +11

    ইলিশ মাছ টুকরো করে বিক্রি করা হলে সামান্য হলেও স্বাধ পাবে।

  • @Funshortltd
    @Funshortltd 2 ปีที่แล้ว +14

    আল্লাহ্ পরিস্থিতি
    |
    নিয়ন্ত্রণে করে দাও ।

  • @Anowar5549
    @Anowar5549 2 ปีที่แล้ว +6

    আমার দৈনিক আয় ৫০০টাকা সয়াবিন তেল 200 টাকা এক কেজি আলু 40 টাকা এমতো অবস্থায় আমি কিকরে 700 টাকা কেজির ইলিশ মাছ খাব গত পাঁচ বছরে ইলিশ মাছ কোনদিন খাইসী কিনা মনে নাই শুধু বাজারে যাই মানুষ কিনে দাম শুনে চলে আসে

    • @laluproshad7184
      @laluproshad7184 2 ปีที่แล้ว +1

      Todar naki indiar thakya gdp byasi. .........hassokor

  • @jisanshams
    @jisanshams 2 ปีที่แล้ว +1

    কি আর বলবো!! তবে, রিযিকের মালিক এক আল্লাহ্ রাব্বুল আলামিন।।

  • @noontabassum7888
    @noontabassum7888 2 ปีที่แล้ว +2

    আল্লাহ এই সরকারের বিচার করবো
    বর্তমানে ডিম খেতে ও কষ্ট হচ্ছে

  • @srsajjad-ee9lj
    @srsajjad-ee9lj 2 ปีที่แล้ว +11

    আমাদের বেতন ত আর বাড়ে না সাংবাদিক ভাই

  • @AbdulAhad-kl1yg
    @AbdulAhad-kl1yg 2 ปีที่แล้ว

    বাজারে গিয়ে সব কিছুর দাম দেখে অল্প কিছু বাজার নিয়ে ফিরে আসি হে আল্লাহ তুমি দয়া করো বেঁছে থাকার মতো তৌফিক দান করো

  • @mdsonai3536
    @mdsonai3536 2 ปีที่แล้ว +4

    এটাই আওয়ামী লীগের বাংলাদেশ।

  • @sobujbanglaagrofarm8254
    @sobujbanglaagrofarm8254 2 ปีที่แล้ว +8

    পল্ট্রি ফিডের দাম এ সাপ্তাহে প্রতি কেজিতে বেড়েছে ২.৫ টাকা।

  • @ridernahidislamdhrubo7543
    @ridernahidislamdhrubo7543 2 ปีที่แล้ว +1

    খজ নেন ফারামে। কী অবস্থা তাদের😠😠

  • @সজিবহাসান-ব৬ধ
    @সজিবহাসান-ব৬ধ 2 ปีที่แล้ว +5

    টিসিবির মাদ্ধমে ৫০ টাকা কেজি দরে আমরা গরিব মানুস ইলিশ আর গরুর গোশ চাই😭😭😭😭😭

  • @atkiyafarihaerina6303
    @atkiyafarihaerina6303 2 ปีที่แล้ว +21

    সরকারের পক্ষ থেকে গরিবদের ইলিশ উপহার দেয়া উচিত।

    • @fahim077
      @fahim077 2 ปีที่แล้ว +2

      India er dada der dise to 😆

    • @MdNahid-do4sz
      @MdNahid-do4sz 2 ปีที่แล้ว +1

      Ha kora bosa thako.....

  • @ibrahimbiswass375
    @ibrahimbiswass375 2 ปีที่แล้ว +3

    কথা সত্য ।।
    অনেক ইচ্ছা করে একটা বড় ইলিশ মাছ কিনে খাব,পরিবারের সবাইকে নিয়ে । কিন্তু সেটা স্বপ্নই রয়ে গেলো😭😭😭😭

    • @shatiislam41
      @shatiislam41 2 ปีที่แล้ว

      Thik bolcen vai😥😥😥😥

  • @kunaltithi1851
    @kunaltithi1851 2 ปีที่แล้ว +6

    সত্যি ভাবিনি আমাদের দেশে ইলিশ মাছের এই কোরুন পোরিছথিতি হবে দেশের মাছ খাচ্ছে অন্য দেশের মানুষ

    • @adnankhannsw
      @adnankhannsw 2 ปีที่แล้ว

      Keno amader ki ilish mas khabar odhikar nai? Ilish mas Kebol probashi bangalirai khay. Tobe Indian ghotider amader bangladeshi ilish khabar kono odhikar nai . Karon ai ghoti indian malu ra nimok haram. Era bangladesher ilish kheye pachay chorbi jomiye bangali der bash dite chay .

  • @SammoBD
    @SammoBD 2 ปีที่แล้ว +1

    "পোল্ট্রি ফীডের মূল্যবৃদ্ধি হয়েছে" এটা কোন অজুহাত নয়, বাস্তবতা।
    উৎপাদন খরচ বৃদ্ধির ফলে খামার পর্যায়ে লাভের পরিমাণ এতই সামান্য থাকে যে, অনেক খামার বন্ধ হয়ে গেছে।
    ফীড কোম্পানিগুলো কেন বারবার মূল্যবৃদ্ধি করছে, তার উপরেও প্রতিবেদন করার অনুরোধ জানাচ্ছি।

  • @khadizalazi7813
    @khadizalazi7813 2 ปีที่แล้ว +9

    ডিমের দাম বাড়ার কারণ-
    ১.লেবারের দাম বৃদ্ধি
    ২.বিদ্যুৎ
    ৩.ফিট
    ৪.ছোট বাচ্চা
    ৫.পরিবহন
    ৬.ও সাংসারিক ব্যয় বৃদ্ধি।

    • @gazisalauddin1992
      @gazisalauddin1992 2 ปีที่แล้ว

      👍

    • @RanasBDtv
      @RanasBDtv 2 ปีที่แล้ว

      Ekti karon o sothik noi

    • @md.nurullah530
      @md.nurullah530 2 ปีที่แล้ว

      @@RanasBDtv প্রতিটি কারণ 100% রাইট

    • @RanasBDtv
      @RanasBDtv 2 ปีที่แล้ว +1

      Mul karon hoche durniti

  • @sheikhanower5065
    @sheikhanower5065 2 ปีที่แล้ว +1

    এক বছরের মধ্যে পল্টি ফিডের দাম বেড়েছে কমপক্ষে 40% পক্ষান্তরে টিমের দাম বাড়াও উচিত ছিল ৮ টাকা থেকে বেড়ে ১২+ টাকা.

  • @rumanbhuyanofficial9705
    @rumanbhuyanofficial9705 2 ปีที่แล้ว +1

    নিশ্চই এই জুলুমের বিচার একদিন হবে ইনশাল্লাহ।

  • @sohelmahmud7892
    @sohelmahmud7892 2 ปีที่แล้ว +3

    আল্লাহ সাবাইকে হেফাজত করুন

  • @authorbulbul3256
    @authorbulbul3256 2 ปีที่แล้ว +1

    "সোনা+ ইলিশ"
    ২২ ক্যারেন্ট এক ভরি সোনার দাম ৮৪ হাজার টাকা হয়।
    তাহলে এক কেজি ইলিশের দাম ৮৪ হাজার টাকা হবেনা কেন???
    ইলিশ মাছ তো বিশ্বের সব রাষ্ট্রে নেই???

  • @mdtarique9550
    @mdtarique9550 2 ปีที่แล้ว +3

    সবকিছুর দাম বৃদ্ধি হলে মাছ,মুরগী, ডিমের দাম কম থাকবে কেন?

  • @mdaburaihan00
    @mdaburaihan00 2 ปีที่แล้ว +1

    6মাসে ফিড দাম প্রতি বস্তায় বাড়ানো হয়েছে 1থেকে1.5হাজার টাকা,,,, তবে আবার ডিমের দাম কিন্তু খামারিরা নির্ধারন করতে পারে না ,,,,

  • @kholelkholel1281
    @kholelkholel1281 2 ปีที่แล้ว

    আমি একজন খামারি যারা বলে মুরগির দাম বেড়েছে তারা কি মুরগির খাদ্যের দাম টা বলে দিতে পারে না 3422 টাকা বস্তা আমাদের মুরগি1 50 টাকা বিক্রি করলেও আমাদের খামারিরা লস হয়ে যায় যারা কবর প্রচার করে তারা যেন একটা জিনিস ভেবে নেই যে খাদ্যের দাম বাড়াতেই মুরগির দাম বেড়েছে

  • @BD-Tiger-ShimuL
    @BD-Tiger-ShimuL 2 ปีที่แล้ว +2

    আল্লাহ তুমি তো রহমান। আমাদের রক্ষা করো মাবুদ🤲🥀🤲🥀🤲🥀🤲🥀

  • @mizanrahman6434
    @mizanrahman6434 2 ปีที่แล้ว +1

    এখন যদি বস্তা খাদ্যের দাম ৩৪০০০/- টাকা হয, তাহলে কিভাবে খামারিরা পোষাবে। আমার গত দুই মাস আগে একটি শেট থেকে ৬০/- টাকা লস হয়েছে। আলরেডি এখন আমার খামার বন্ধ।

  • @mdmamunsk1098
    @mdmamunsk1098 2 ปีที่แล้ว +11

    বুঝি না জান্নাতে থেকে ও এদের এত সমস্যা কেন

    • @laluproshad7184
      @laluproshad7184 2 ปีที่แล้ว +1

      Ki obostha. Bangladesh r naki indiar thakya gdp byasi. ........hassokor

  • @কিছুকথাঅমৃত-ণ৬ঠ
    @কিছুকথাঅমৃত-ণ৬ঠ 2 ปีที่แล้ว

    আমি গতকাল ১৫০ টাকা ডজন ডিম কিনেছি আর ইলিশ মাছের দামতো জিজ্ঞেসই করি না ভয়ে কারণ পকেটেতো ইলিশ কেনার টাকা নেই।

  • @ashikrohan6810
    @ashikrohan6810 2 ปีที่แล้ว +1

    বড়ই দুঃখের বিষয় আমার দেশের প্রাকৃতিকভাবে উৎপাদিত মাছ দেশের মানুষের কেনার সামর্থ নেই।

  • @misstykotha2963
    @misstykotha2963 2 ปีที่แล้ว +1

    আমি গরীব মানুষ টাকা নাই,কিনবো কি করে, আর খাবো কেমনে এতো দাম হলে😔

  • @amenaakter9655
    @amenaakter9655 2 ปีที่แล้ว

    Sobaike niye mile mise sondor Hobe ai desta Sei sopno amader sobar.Allah pak sobai ke seta bojar towfiq din amin

  • @shahinali2401
    @shahinali2401 2 ปีที่แล้ว

    আমরা এখন ইউরোপ আমেরিকার মতো দেশে থাকি।আমরা পৃথিবীর ধনী রাষ্ট্রের মধ্যে একটা। আর এই বেক্কেল গুলো আছে খাবার তালে।

  • @shohrabhossain3692
    @shohrabhossain3692 2 ปีที่แล้ว +1

    আমি একটা জিনিস বুঝিনা যে সরকার শুধুমাত্র ডিমের বাজারটা নিয়ন্ত্রণ করতে পারে না সে কি করে পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ করে??

  • @farjanamumu394
    @farjanamumu394 2 ปีที่แล้ว +2

    ইলিশ আমাদের জাতীয় মাছ।আমাদের দেশে অনেক ইলিশ পাওয়া যায়।চাঁদপুর জেলার ইলিশ খুব বিখ্যাত।আমরা বিদেশে ইলিশ রপ্তানি করি,বিদেশে উপহার হিসেবে অনেক সময় পাঠানো হয়ে থাকে।এদেশের উচ্চবিত্তরা ৩৬৪ দিন খুব মজা করে ইলিশ মাছ খায়,আর বৈশাখের দিনটিতে এদেশের অনেক আলালের ঘরের দুলাল দুলালিরা ডাবলের থেকেও বেশি দাম দিয়ে ইলিশ মাছ খেয়ে উৎসব পালন করে থাকে।একসময় এদেশের গরীব মানুষগুলো কম দামে কিছু ঝাটকা ইলিশ খেতে পারতো,এখন তারও অবস্থা নেই।
    অতএব সাংবাদিক ভাই ইলিশ মাছের কথা বলে আমাদের নিয়ে আর উপহাস করবেন না,প্লিজ।।
    কারণ ইলিশ মাছ না খেয়েও অনেক ভালো থাকা যায়। আলহামদুলিল্লাহ।।

    • @aburayhanrafi..
      @aburayhanrafi.. 2 ปีที่แล้ว

      বাকি একদিনের আবার কি হলো সেদিনের খাওয়া বাদ দেয় কেন

    • @farjanamumu394
      @farjanamumu394 2 ปีที่แล้ว

      @@aburayhanrafi.. বৈশাখী তে পান্তা ইলিশ!

  • @MDKamal130
    @MDKamal130 2 ปีที่แล้ว

    আমি একজন কোয়েল খামারি। লেয়ার স্টার্টার ফিটের দাম কত বাড়ছে এটা কি আপনারা জানেন গত বছর ছিল 45 টাকা কেজি আর এবার হয়েছে 70 টাকা কেজি

  • @villagelifebest
    @villagelifebest 2 ปีที่แล้ว

    ইলিশ মাছের এত দাম হওয়ার কারণ কি যেখানে উৎপাদন খরচ লাগে না খাবার খরচ লাগে না সেখানে এত দাম কেন???

  • @AzizulIslam-ho6pn
    @AzizulIslam-ho6pn 2 ปีที่แล้ว

    আমার আব্বু মাছ চাষ করে গত বছর ১বস্তা ফিড (২৫কেজি) দাম ছিল ১১০০ টাকা এ বছর একই ফিডের দাম ১৫০০ টাকা এখন আপনারা শুধু যদি মাছ মুরগির দাম হিসাব করেন তাইলে এটা কতটুকু যৌক্তিক? খামারিদের উতপাদন খরচ বাড়ছে সেটার উপরে প্রতিবেদন করে তার পরে বাজারের প্রতিবেদন করেন

  • @mohammadnuralamsiddique3613
    @mohammadnuralamsiddique3613 2 ปีที่แล้ว

    ১ টা ডিম উৎপাদনে খরচ মোটামুটি ১০ টাকার মত। ১ বছর আগে খরচ হইত ৫-৬ টা।
    আর ১ টা চিপস এর প্যাকেট আগে থাকত ২৫ গ্রাম, এখন দেয় ১৭ গ্রাম। সব কিছুরই দাম বাড়ছে। শুধু ডিম এবং মুরগির নয়।।
    কপট সাংবাদিকতা বাদ দেন। সব কিছু রিসার্চ করে নিউজ করেন।।

  • @M.J.ALAM.
    @M.J.ALAM. 2 ปีที่แล้ว

    ব্যবসায়ীরা ব্যবসা জন্মের করা করে নে।
    তবে এদেশের অবস্থা যা শুরু হয় তা ব্যক্তিগতভাবে লাভবান হতে গিয়েই দেশ ভিত্তিক লাভবান হওয়ার কোন চিন্তা নাই।
    তাই ভবিষ্যতে ন্তুন প্রজন্মের কাছে এদেশ বসবাস করার কোন সহজ রাস্তা বাকি থাকবেনা।

  • @MasudRana-yi8ro
    @MasudRana-yi8ro 5 หลายเดือนก่อน

    যে কোন সরকারক দেশ কে ভাল রাখতে চাইলে সর্ব প্রথম তার উদ্দেশ‍্য হতে হবে মানুষের নিত‍্য প্রয়োজনীয় দ্রব‍্যের দাম কমানু এ ছাড়া দ্বিতীয় কোন অপশন নেই

  • @আমারইচ্ছে-ত৪ঘ
    @আমারইচ্ছে-ত৪ঘ 2 ปีที่แล้ว +2

    কতদিন হলো ডিম খাই না😢

  • @nayanbiswas7600
    @nayanbiswas7600 2 ปีที่แล้ว

    ভাই আমি একজন খামারি আমরা জানি কোন জিনিস চাষ করে উৎপাদন করতে কতটা কষ্ট তবে কোন খামারি তাদের ন্যাজ্জ মূল্য পায় না।লাভ করে যায় ৩য় পক্ষ বা দালালরা😔

  • @shamimshahzad1854
    @shamimshahzad1854 2 ปีที่แล้ว +1

    এই দেশে সরকার আছে বলে মনে হয় না, দ্রব্য মূল্যের উর্ধ্বগতির বিষয়ে তাদের কোনো নজর নেই, তারা খুব আরামে আছে
    আর সাধারণ মানুষ এর জীবন ত্যানা ত্যানা।

  • @mdhridoykhanmdmdhridoy6325
    @mdhridoykhanmdmdhridoy6325 2 ปีที่แล้ว +1

    এই সব। হলো উন্নয়ন।

  • @medeg8956
    @medeg8956 2 ปีที่แล้ว

    আমাদের জনসাধারণের উচিত বয়কট আন্দোলনে যাওয়া! যেটার দামই সিন্ডিকেট করে বাড়াবে সেটাই বয়কট করতে হবে। একসপ্তাহ, দুইসপ্তাহ সবাই একটা পন্য না কিনলে সিন্ডিকেট শায়েস্তা হয়ে যাবে। পচনশীল দ্রব্য তারা রাখতে পারবেনা।

  • @manikhosen6306
    @manikhosen6306 2 ปีที่แล้ว

    ইলিশ মাছ আমার জীবনে কিনতে পারলাম না, আমার ছেলে যদি কোন দিন কিনে আনতে পারে তবে খেতে পারবো,

  • @hasansikder6226
    @hasansikder6226 2 ปีที่แล้ว +3

    লাস্ট ওই ভাইয়ের সাথে আমিও একমত নদীতে যেয়ে মাছ ধরে খেতে হবে,

  • @arif85983
    @arif85983 2 ปีที่แล้ว

    মনে করছিলাম পদ্মা সেতু হলে সব জিনিসের দাম কমবে কিন্তু তা উল্টা হল পদ্মা সেতু হওয়ার পর জিনিসের দাম আরও বেড়ে গেছে

  • @MdJakir-on2vw
    @MdJakir-on2vw 2 ปีที่แล้ว

    আমাদের উচিত হাথে চুড়ি পরে ঘড়ে বসি, বাংলার পুরুষ জারা আছি আমরা বিধবা হয়ে গেছি,আর কত,দুই দিন রাজপথে বক্তব্য দিব আর তিনদিন হাসপাতালে,আর ২৫, দিন পালিয়ে বেরানো। এইসব আমাদের রাজনৈতিক বাংলা দেশ স্বাধীন বাংলাদেশের আবস্থা

  • @mdmashud6134
    @mdmashud6134 2 ปีที่แล้ว

    একমন পিঁয়াজ বিক্রি হচ্ছে একহাজার টাকা,এককেজি ইলিশ কিনতে তেরশো টাকা, হায়রে বাংলাদেশ, সাধারণ মানুষের কোনো মূল্যে নাই, আমরা কোন দেশে বাস করছি।

  • @habibullahbasar8238
    @habibullahbasar8238 2 ปีที่แล้ว

    চট্টগ্রামে অনেক কম দাম
    কিন্তু কেজি প্রতি মাছ ১ কেজি মাছ আসছে ৮/৯ পিছ।
    দাম ৩৫০/৪০০ টাকা,

  • @niloyrahmannill475
    @niloyrahmannill475 2 ปีที่แล้ว

    যে মাছ সর্ব সাধারন মানুষ কিনে খেতে পারে না সে মাছ কি করে জাতীয় মাছ হয়,,তা আমার বোধগম্য নয়,,,এর চেয়ে পাঙ্গাশ কে জাতীয় মাছ করার দাবি জানাই,,কারন সর্ব সাধারন মানুষ পাঙ্গাশ অন্তত কিনে খেতে পারে,,,

  • @saifulkhan1879
    @saifulkhan1879 2 ปีที่แล้ว

    এগুলার দাম বাড়ার কোন নির্দিষ্ট কারণ কেউ দেখাতে পারছে না। কিন্তু দাম ঠিকই বাড়ায়ছে।।।

  • @samimmontasir9298
    @samimmontasir9298 2 ปีที่แล้ว +1

    ভারতের কাছে বাংলাদেশের ইলিশ মাছ রফতানি বন্ধ করুন তাহলে বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে

  • @mddorodi9568
    @mddorodi9568 2 ปีที่แล้ว +1

    আর এক বসর পর গাড়ী বরে টাকা নিয়ে যেতে হয়ে আর বেগে করে বাজার আনতে হবে বাংলাদেশে

  • @arshimul8991
    @arshimul8991 5 หลายเดือนก่อน

    ডিম এখনো বাজারে ডর্জন ১৬০
    আর হেতেরা কয় ১২০ টাকা,,কি অবস্থা 😊

  • @goldmusic2.597
    @goldmusic2.597 2 ปีที่แล้ว +1

    যারা এমন করে তাদের জরিমানা না করে ফাসি দিয়ে দেওয়া উচিৎ তা হলে যদি একটু শান্তি আসে

  • @amineveryonesworld2793
    @amineveryonesworld2793 2 ปีที่แล้ว +1

    Why why like that???☹️🤔

  • @sojibhossain2727
    @sojibhossain2727 2 ปีที่แล้ว

    এখনো মুরগি খামারিরা উৎপাদন করছে এমন ভাবে চলতে থাকলে হয়তো খামারিরা মুরগি উৎপাদন ছেরে দিবে

  • @mdjubayer6300
    @mdjubayer6300 2 ปีที่แล้ว

    (ডিমের দাম কমানোর আগে) প্রতি বস্তায় 500 টাকা কমানো হোক ফিট

  • @mahmudameem8001
    @mahmudameem8001 2 ปีที่แล้ว +2

    ইলিশের দাম সব বাঙালির হাতের নাগালে থাকা উচিত।

  • @mdpalash63
    @mdpalash63 2 ปีที่แล้ว +1

    দাম বাড়ানোর সকল অপকর্মে সরকার সরাসরি জড়িত তা না হলে সব কিছু দাম এতো বাড়লো কেন??
    সরকার এ থেকে টাকা পায়

  • @edrisali1460
    @edrisali1460 2 ปีที่แล้ว

    গত ১৫ বছরে ইলিশ খাই নায়, আর বিদেশে পাটায় ইলিশ... 😑😑😑

  • @IslamKhan-yf9fm
    @IslamKhan-yf9fm 2 ปีที่แล้ว +4

    ইলিশ মাছ ভারতের দাদাদের উপহার দাও আরো বেশি করে 👠👠👠

  • @rizvikhan7488
    @rizvikhan7488 2 ปีที่แล้ว +1

    আমাদের এখন উচিত ২/৩দিন ডিম না খাওয়া। তাহলে ব্যবসাতে লস হইলে ঠিক হবে। যেই পন্যর দাম বারবে ওই পন্যর কাছে যাওয়া কয়েক টিক না।

  • @rocky_pathan
    @rocky_pathan 2 ปีที่แล้ว

    এখানে কারো নজর নাই।মিডিয়া পরে আছে চাল আর সবজি বাজারে ইউনি লিভারের সব রকম পণ্যর দাম আগের চাইতে ডাবল

  • @rejaulkarim3512
    @rejaulkarim3512 2 ปีที่แล้ว +1

    ভারতে কিন্তু পানির দামেই পাওয়া যায়

  • @lovefortree1020
    @lovefortree1020 2 ปีที่แล้ว

    আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জন করতে পেরেছে কিন্তু দেশের অভ্যান্তরে এখনও বিভিন্ন দপ্তর থেকে স্বাধীনতা পাইনি।

  • @rstravelling3318
    @rstravelling3318 2 ปีที่แล้ว +4

    দুর্নীতির কিছু বাদ আর রাখলো নাহ🙄
    এসব অন্যায় অত্যাচার,লুটপাট কবে শেষ হবে😑

    • @laluproshad7184
      @laluproshad7184 2 ปีที่แล้ว +1

      Islam santir poth. Vikari dar kannakati suru. .........hassokor

  • @Prothom_Sokal
    @Prothom_Sokal 2 ปีที่แล้ว

    খাবারের বস্তায় বাড়ে ৫০ টাকা আর দিমের দাম বাড়ে ২ টাকা।।

  • @mashfee2019
    @mashfee2019 2 ปีที่แล้ว

    Ami ajke onek Coste Ekta elish kinte sokkhom hoisi.... Allah'r Kase shukriya...

  • @lalchandshaikh4595
    @lalchandshaikh4595 2 ปีที่แล้ว

    ভারতে এক কেজি গরুর মাংসের দাম ১৮০-২০০ টাকা কেজি , আর বাংলাদেশে ৭০০ টাকা কেজি 😱

  • @mdrafi6118
    @mdrafi6118 2 ปีที่แล้ว

    কোনকিছু খেতে ইচ্ছে করলেও টাকার কারণে খেতে ইচ্ছে করে না এই ১৫ দিনে ১০ হাজার টাকা চলে গেল😥

  • @rabbyhasanhridoy1966
    @rabbyhasanhridoy1966 2 ปีที่แล้ว

    আপনারা শুধু বলেন যে মুরগির দাম বাড়ছে মুরগির দাম বাড়ছে।। কখনো তো মুরগির খাবারের দাম কেন বাড়ছে এটা নিয়ে প্রতিবেদন করতে দেখলাম না।। খাবারের দাম কেন বাড়ছে সেটা নিয়ে একটা প্রতিবেদন করেন।। গত সাত-আট মাসে খাবারের দাম বস্তা প্রতি এক হাজার টাকা বেড়েছে সেটার খোঁজ কি রাখেন? মুরগির খামারীরা যে মরে যাচ্ছে সেটা নিয়ে তো কোনো খোঁজ নাই।

  • @md.mustafizurmd.9715
    @md.mustafizurmd.9715 2 ปีที่แล้ว +1

    মুরগির খাদ্য দাম আকাশছোঁয়া সেই দিকে সরকার কোনো খেয়াল রাখছে।

  • @robiulhossen1724
    @robiulhossen1724 2 ปีที่แล้ว +4

    খাদ্য দাম বেশি সংবাদিক ভাই

  • @muhammadansarulhasan5672
    @muhammadansarulhasan5672 2 ปีที่แล้ว

    খামারি বলে খাবারের দাম বেশি, দোকানদার বলে আরোতে বেশি ।
    আমরা জনগণ যাদের চুরি আর লুটপাটের পয়সা নেই তারা কি করবে ????

  • @s.mhashanulislam3083
    @s.mhashanulislam3083 2 ปีที่แล้ว

    অথচ কোলকাতার বাজারে চিল্লাচ্ছে,,,,,বড় ইলিশ ৫০০ টাকা কিলো,,,৬০০ টাকা কিলো! আর আমাদের ১৫০০ থেকে ২০০০ টাকা

  • @fearless2918
    @fearless2918 2 ปีที่แล้ว

    পল্ট্রি খাবারের দাম নিয়ে সাংবাদিকের কোনো মাথা বেথা নেই সাংবাদিক ভায়েরা পারলে পল্ট্রি খাবারের মূল্য প্রতিবেদন ররুন,দেশের অকেজো মন্ত্রী ও মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন

  • @SkillupWithSalim
    @SkillupWithSalim 2 ปีที่แล้ว

    So sad! really we are very shocked🙂

  • @harunsohid6233
    @harunsohid6233 2 ปีที่แล้ว

    ইলিশ মাছ যদি ৩২ কোটি টন এক দিনে ধরা পড়ে তবুও আমি ইলিশ কিনতে পারবো না আর দাম কমবেও না,

  • @ahnabhossainlisananwarhoss5094
    @ahnabhossainlisananwarhoss5094 2 ปีที่แล้ว

    ইলিশ আমরা খেতে পারি না পারি ভারত তো খেতে পায় এটাই ই আমাদের শান্তি

  • @shimesshimes
    @shimesshimes 2 ปีที่แล้ว

    বংলাদেশের ইলিশ ভারতের লোকেরা কমদামে খায় হাসিনা মদির প্রেম বলে কথা😊😊😊😊💙💙💙

  • @ringkumendez
    @ringkumendez 2 ปีที่แล้ว

    Nodi te giye ki elish mash dhora jabe

  • @farhadkhan384
    @farhadkhan384 2 ปีที่แล้ว +1

    Ei Ktha Guli Bole ito
    Rajer Rajak Ahro Sujuk Kore Deya 👍

  • @mukulbaul6187
    @mukulbaul6187 2 ปีที่แล้ว

    জাতীয় মাছ টা যদি কই অথবা শিং মাছ হইতো তাহলে সবাই কিনতে পার তো। ইলিশ মাছ সবাই খেতে পারে নাহ! অথচ, বাংলাদেশের জাতীয় মাছ। ভারতের মতো যদি বাংলাদেশ সরকার পিছ হিসেবে যেকোনো মাছ অথবা, মাংস যার যার সামর্থ্য অনুযায়ী কিনতে পার তো এবং, সবাই খেতে পারতাম সবকিছু।