ডায়াবেটিকদের ফুট আলসারের ঝুঁকি বেশি, কী এই রোগ? কী ভাবে রেহাই পাবেন ? City Hospital

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.ย. 2024
  • Diabetic Foot :
    ডায়াবেটিকদের ফুট আলসারের ঝুঁকি বেশি, কী এই রোগ? কী ভাবে রেহাই পাবেন?
    #diabeticfoot #diabeticfootulcer #diabeticcare
    ডায়াবেটিকদের মধ্যে শতকরা প্রায় ১০ জনেরও বেশি মানুষের ‘ডায়াবেটিক ফুট আলসার’-এর ঝুঁকি থাকে। কী ভাবে সতর্ক হবেন? রোগের হাত থেকে মুক্তির উপায় কী?
    ডায়াবিটিস রোগ শরীরে সঙ্গে নিয়ে আসে আরও হাজারটা রোগ। লিভারের সমস্যা, কিডনির সমস্যার পাশাপাশি ডায়াবেটিকদের মধ্যে শতকরা প্রায় ১০ জনেরও বেশি মানুষের ‘ডায়াবেটিক ফুট আলসার’-এর ঝুঁকি থাকে। পা ঘেমে যাওয়া, লালচে ভাব, পায়ের চাম়ড়া থেকে তরল পদার্থ বেরিয়ে আসা, পায়ে দুর্গন্ধ- এমন কয়েকটি লক্ষণ দেখা যায় এ ক্ষেত্রে।
    পায়ের আলসারের অন্যতম কারণ হল ‘ডায়াবেটিক নিউরোপ্যাথি’। হাইপারগ্লাইসিমিয়া অর্থাৎ রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে তার প্রভাব পড়ে স্নায়ুর উপরেও। ক্রনিক ডায়াবিটিস রোগীদের পায়ের স্নায়ুর কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি পায়ের পেশি, হাড়, ত্বক একে একে সবই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে।
    কী কী সমস্যা হয় ?
    ডায়াবেটিক ফুট ইনফেকশনের কিছু পর্যায় বা গ্রেডিং আছে। সেটাও জেনে রাখুন
    ১) পায়ে তীব্র যন্ত্রণা ও চামড়ার রং পরিবর্তন হওয়া।
    ২) পায়ের চামড়ায় ক্ষত তৈরি হওয়া।
    ৩) পায়ের মাংস, লিগামেন্টে ক্ষত সৃষ্টি।
    ৪) পায়ের হাড়ে ক্ষত তৈরি হওয়া।
    ৫) নখে পচন ধরে যাওয়া।
    ৬) পুরো পায়ের পাতায় পচন ধরে যাওয়া।
    ডায়াবেটিক ফুট আলসার বার বার হওয়ার আশঙ্কা থাকে। যাঁদের বার বার সংক্রমণ হয়, তাঁদের ১০-৩০ শতাংশ ক্ষেত্রে আঙুল, পায়ের কিছু অংশ অথবা পুরো পা কেটে ফেলার সম্ভাবনাও থাকে। তাই ডায়াবেটিকরা পায়ের যে কোনও সমস্যা দেখলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ডায়াবেটিক ফুট আলসার থাকলে কী ভাবে পায়ের যত্ন নেবেন কী ভাবে?
    ১) পায়ের নখ বড় হওয়ার আগেই কেটে ফেলুন। মাঝে মাঝেই গরম জলে পা ডুবিয়ে রেখে মৃদু সাবান দিয়ে পরিষ্কার করুন। পায়ে নারকেল বা ক্রিম লাগিয়ে নরম করে রাখতে হবে।
    ২) বাড়িতেও খালি পায়ে হাঁটাহাঁটি না করাই ভাল। আঁটসাঁট জুতো না পরে হালকা খোলামেলা জুতো পরুন।
    ৩) রাতে ঘুমোতে যাওয়ার আগে পায়ের তলা এবং আঙুলের ফাঁকে অ্যান্টিফাঙ্গাল পাউডার মেখে নিন।
    ৪) এই রোগে আক্রান্ত হলে অনেক সময় পায়ে সাড় থাকে না। তেমন হলে পায়ে গরম সেঁকে নিতে পারেন।
    ---------------------------
    Prof. Dr. Md. Shahidul Bari
    MBBS, FCPS(Surgery),
    Trained in Plastic & Cosmetic Surgery
    EX-Professor & Head of the Department
    Burn & Plastic Surgery
    Dhaka medical college hospital & Shaheed Suhrawardy Medical College Hospital.
    Chief Consultant, Burn & Plastic Surgery Unit
    City Hospital Ltd.
    বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন :
    সিটি হাসপাতাল
    ১/৮, ব্লক-ই, লালমাটিয়া
    সাতমসজিদ রোড
    মোহাম্মদপুর ,ঢাকা.
    মোবাইল : 01551244159
    -----------------------
    Terms of Use:
    This channel is for informational purposes only. It is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your doctor with any questions you may have regarding a medical condition or health problems. Reliance on any information provided on this channel is solely at your own risk.

ความคิดเห็น •