১৫ই অগস্ট ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, "শুভচেতনা" র পক্ষ থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও কিছু গান ও আবৃত্তির মাধ্যমে, স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তারই কিছু অংশ এখানে তুলে ধরা হল। ভারতের স্বাধীনতার যুদ্ধে, বৃটিশদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে কত হাজার হাজার মায়ের কোল খালি হয়ে ছিল। আমরা প্রতিটি ভারতবাসী তাঁদের ঐ বলিদান যেন কখনও, কোন পরিস্থিতিতে, ভুলে না যাই। সাথে তীব্র প্রতিবাদ জানাই সেই সব অমানুষ তৈরি হওয়া পিশাচের বিরুদ্ধে, যারা তিলত্তমাকে ছিনিয়ে নিয়েছে তাঁর মায়ের কোল থেকে, চীরতরে। স্বাধীনতা দিবসে সকল শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে চীৎকার করে বলুন "নির্ভয়া, তিলত্তমার ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে, আজও আমরা কতটা পরাধীন..!! মেয়েদের যদি এমন নৃশংসভাবে হত্যা করা হয়, তবে নাটক করে দুর্গা পূজা করার কোন প্রয়োজন নেই। লোক দেখানো ন্যকামো বন্ধ করুন।
Khub sundor hoyeche programme.👍
Happy independence day ❤
১৫ই অগস্ট ভারতের ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে, "শুভচেতনা" র পক্ষ থেকে ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও কিছু গান ও আবৃত্তির মাধ্যমে, স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করি। তারই কিছু অংশ এখানে তুলে ধরা হল।
ভারতের স্বাধীনতার যুদ্ধে, বৃটিশদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে কত হাজার হাজার মায়ের কোল খালি হয়ে ছিল। আমরা প্রতিটি ভারতবাসী তাঁদের ঐ বলিদান যেন কখনও, কোন পরিস্থিতিতে, ভুলে না যাই। সাথে তীব্র প্রতিবাদ জানাই সেই সব অমানুষ তৈরি হওয়া পিশাচের বিরুদ্ধে, যারা তিলত্তমাকে ছিনিয়ে নিয়েছে তাঁর মায়ের কোল থেকে, চীরতরে। স্বাধীনতা দিবসে সকল শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করে চীৎকার করে বলুন "নির্ভয়া, তিলত্তমার ঘটনায় এটাই প্রমাণিত হয়েছে, আজও আমরা কতটা পরাধীন..!!
মেয়েদের যদি এমন নৃশংসভাবে হত্যা করা হয়, তবে নাটক করে দুর্গা পূজা করার কোন প্রয়োজন নেই। লোক দেখানো ন্যকামো বন্ধ করুন।