মাটির পট ভালো কারণ জল বেশি হলে খুব বেশি অসুবিধা হবে না। প্লাস্টিকের পটে জল বেশি হয়ে গেলে অনেক সময় শিকড় পচে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়। Amistar top খুব ভালো, পাশাপাশি Saizox ও ভালো। দুটোর কেমিক্যাল কম্পোজিশন একই যদিও।
অনেক ধন্যবাদ। আমার অন্য অর্কিড আছে বেশ কয়েকটি। কিন্তু গ্রাউন্ড অর্কিড সম্প্রতি এনেছি সিকিম থেকে। এটি হলুদ ফুল ফোটে। এর যত্ন কি একই রকম হবে। অন্য গুলোর স্বভাব চরিত্র ভালই বুঝে গেছি। নতুনটির জন্যে চিন্তায় আছি। তাই প্রশ্ন করা। আশা করি প্রশ্নের জবাব পাবো।
আপনি যে orchid এনেছেন সেটি কি Cymbidium orchid? যদি Cymbidium হয়ে থাকে তবে বাঁচানো একটু মুশকিল কারণ ওরা ঠাণ্ডা না পেলে বাড়বে না, আর গরমে খুব ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। গরমে ছায়ায় রাখুন, জল দেবেন তবে পাতায় নয়। রোদের তাপ থেকে বাঁচাতে হবে, বিশেষ করে দুপুরে। বর্ষায় বেশি বৃষ্টির জল একদম নয়। খুব বেশি সার দিতে যাবেন না গরমে, বর্ষার পর খাবার দেবেন। আপনি Cymbidium এনেছেন এটা ধারণা করেই এগুলো লিখলাম। 😊
এখন গরমে পাতা একটু হলুদ হবে, সরাসরি রোদে একদম রাখবেন না, ভালো করে পাতা ধুয়ে দিন রোজ, জল দেবেন প্রয়োজন মত, এখন যেনো মিডিয়া সবসময় হালকা ভিজে থাকে। পুরো মিডিয়া যেনো কখনোই শুকিয়ে না যায় তাহলে পাতা হলুদ হবে।
দাম এক এক জায়গায় এক এক রকম, তবে ₹250 এর নিচে কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না। পাওয়া গেলেও চারা দেবে বা হয়তো একটা বাল্ব দিতে পারে। অনলাইনে clickorchid.com orchid-tree.com orchidzone.in potsandpetals.in এগুলো দেখতে পারেন। কিন্তু দাম 400-500 বা তার বেশি, তবে বড় গাছ পাঠায়।
Dada, amaryllis lily er jotno ki vabe korbo?? Eto din jantam na ota ki ful kintu otay temon full dayna ghass er moto hoye thake.....jodi ektu suggest korten
আমি এরকম কিছু করি না, এদের জল সরবরাহ করা সবসময় প্রয়োজন, কিছু অর্কিড আছে যাদের জল বন্ধ অর্থাৎ স্ট্রেস দিলে ফুল আসে কিন্তু গ্রাউন্ড orchid সেরকম নয়। আসলে রাতের তাপমাত্রা 25 এর আশেপাশে থাকলেই এদের flower spike আসতে শুরু করে, অন্তত আমি তাই দেখেছি।
Ground orchid টবে লাগানো হয়েছে আপনার কথা মত well Dreneg মাটি কিন্তু গাছের পাতা পচেযাচছে সুট বেরহয়ে সেটা ও পচেযাচছে fungicide দিয়ে ও কোন কাজ হচ্ছেনা। খুবই হতাশাজনক।
আগে মাটি থেকে বের করে দেখুন শিকড় পচে গেছে কিনা, পচে যাক আর না যাক ওই মিশ্রণে আর গাছ বসাবেন না। নতুন মিডিয়া তৈরী করুন- 50% কাঠকয়লা 30% ভার্মিকম্পোস্ট 20% কোকোপিট এই উপকরণ গুলো দিয়ে। শিকড় ভালো করে fungicide দিয়ে ধুয়ে দেবেন। রোদে রাখবেন না, নষ্ট হয়ে যাওয়া পাতা কেটে দেবেন। গাছ বসিয়ে জল দেবেন না, একদিন পর জল দেবেন বা মিডিয়া তৈরির সময় অল্প জল দিয়ে ভিজিয়ে নেবেন, তাতেই হবে।
Namaste sir 🙏
Beautiful flowers plants 👍
Nice information 👍
Happy gardening 👍
Wow super flowers
☺️☺️
Nice information very nice
soooooooooo good
😊😊
ধন্যবাদ দাদা ভিডিওটি র জন্য
😊😊
খুব ভালো লাগলো
আমার খুব ইচ্ছা এই গাছ করার
😊অবশ্যই করুন
Dada apni saaf bad diye ki ki fungicide use koren j kono orchid er khetre?? R ground orchid matir pot a, naki plastic er pot a bosale besi valo hobe??
মাটির পট ভালো কারণ জল বেশি হলে খুব বেশি অসুবিধা হবে না। প্লাস্টিকের পটে জল বেশি হয়ে গেলে অনেক সময় শিকড় পচে যাওয়ার সম্ভাবনা তৈরী হয়।
Amistar top খুব ভালো, পাশাপাশি Saizox ও ভালো। দুটোর কেমিক্যাল কম্পোজিশন একই যদিও।
বর্ষায় কি রিপটিং করা উচিত হবে?
৪.৫ ইঞ্চি টবে দিয়েছিলাম।
যদি পট ছেড়ে গাছ বেরিয়ে যাওয়ার অবস্থায় চলে আসে, তবে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি রিপট করতে পারেন
খুব সুন্দর গাছ।
হ্যাঁ সত্যিই খুব সুন্দর, খুব মিষ্টি রঙ
@@Inlovewithsoilসত্যিই খুব সুন্দৱ,আমি এ গাছ আনবো।
নিশ্চয়ই
@@Inlovewithsoil ৮" ( মাটিৱ) টবে এই গাছ বসাতে পাৱবো কি?
হ্যাঁ পারবেন
Matir Tub Use korbo tooo
হ্যাঁ করতে পারেন
Ete ki sugondhito phool?
না
Ground orchid amar ache...sodyoi lagiechi pot e... amar prosnyo holo.....ekei ki ami matite Mane ground e o bosate pari?.
আমার মতে না বসানোই ভালো, কারণ আমাদের সমভূমির মাটি এই গাছের জন্য সঠিক নয়।
তবে আপনি চাইলে পরীক্ষা করতেই পারেন, একবার বসিয়ে দেখুন কী হয়
জমির মাটিতে লাগানো যাবে?তখন মাটিতে কি কি দেব এবং কিভাবে দেব?
জমির মাটিতে লাগানো ঠিক হবে না, আপনি কোথায় থাকেন আমি জানি না, তবে সমভূমিতে এই গাছ মাটিতে করা খুব মুশকিল। পাহাড়ি এলাকায় ঢালু জমিতে এদের বসানো যেতে পারে।
spathoglotis kotha theke kinbo ?
potsandpetals.in
clickorchid.com
orchid-tree.com
এখানে খোঁজ নিয়ে দেখুন
অনেক ধন্যবাদ। আমার অন্য অর্কিড আছে বেশ কয়েকটি। কিন্তু গ্রাউন্ড অর্কিড সম্প্রতি এনেছি সিকিম থেকে। এটি হলুদ ফুল ফোটে। এর যত্ন কি একই রকম হবে। অন্য গুলোর স্বভাব চরিত্র ভালই বুঝে গেছি। নতুনটির জন্যে চিন্তায় আছি। তাই প্রশ্ন করা। আশা করি প্রশ্নের জবাব পাবো।
আপনি যে orchid এনেছেন সেটি কি Cymbidium orchid? যদি Cymbidium হয়ে থাকে তবে বাঁচানো একটু মুশকিল কারণ ওরা ঠাণ্ডা না পেলে বাড়বে না, আর গরমে খুব ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে।
গরমে ছায়ায় রাখুন, জল দেবেন তবে পাতায় নয়।
রোদের তাপ থেকে বাঁচাতে হবে, বিশেষ করে দুপুরে।
বর্ষায় বেশি বৃষ্টির জল একদম নয়।
খুব বেশি সার দিতে যাবেন না গরমে, বর্ষার পর খাবার দেবেন।
আপনি Cymbidium এনেছেন এটা ধারণা করেই এগুলো লিখলাম। 😊
Amar gach ta onk boro but ful pacchi na.. Dada.. Ki korbo?
রোদ কতক্ষণ পায়? কী সার ব্যবহার করেন যদি জানান তবে ভালো হয়।
Khub sundor rong ful tar..
Kichu link share korben please... tahole kine felte pari... 😃😃
Out of stock 😔
Orchid tree তে পাওয়া যাচ্ছিল, মাঝে মাঝে একটু দেখবেন
jahhhh
দাদা ফুলগুলো কতদিন থাকে??
ফুল মোটামুটি সাতদিন মত থাকে, তবে একটি মঞ্জরীতে প্রায় ৪ থেকে ৫ মাস ফুল হয়।
Akhon pata holud hoye pore jachhe...... ata ki savabik na kono problem hoyeche janale khub valo hoy🙏🙏🙏
শীতকালে পাতা একটু হলুদ হবে, কারণ গাছ এবার বিশ্রাম নেবে। চিন্তা করবেন না, তবে এবার জল দেওয়া কমিয়ে আনতেও হবে নাহলে পচে যাবে।
@@Inlovewithsoil hmm... tai korchi
@@Inlovewithsoil aamar kache 1year beshi hlo aache kintu akhono ful hoyni, dormancy theke berole ki korbo jate ful hoy
@sumandey1938 কতক্ষণ আলো পায়? এই গাছ ভালো আলো না পেলে ফুল দিতে চায় না।
@@Inlovewithsoil light bolte sun light na brightness?
Kothay pabo ai gach
www.orchid-tree.com এখানে পাওয়া যাবে, তবে এখন out of stock
পাতা হলুদ হয়ে যাচ্ছে কি করবো
এখন গরমে পাতা একটু হলুদ হবে, সরাসরি রোদে একদম রাখবেন না, ভালো করে পাতা ধুয়ে দিন রোজ, জল দেবেন প্রয়োজন মত, এখন যেনো মিডিয়া সবসময় হালকা ভিজে থাকে। পুরো মিডিয়া যেনো কখনোই শুকিয়ে না যায় তাহলে পাতা হলুদ হবে।
Dada ground orchid gach kothai pabo r dam koto
দাম এক এক জায়গায় এক এক রকম, তবে ₹250 এর নিচে কোথাও পাওয়া যাবে বলে মনে হয় না।
পাওয়া গেলেও চারা দেবে বা হয়তো একটা বাল্ব দিতে পারে।
অনলাইনে clickorchid.com orchid-tree.com orchidzone.in potsandpetals.in
এগুলো দেখতে পারেন। কিন্তু দাম 400-500 বা তার বেশি, তবে বড় গাছ পাঠায়।
এছাড়া Mukherjee horticulture farm এ ও Gallif street market এ পাওয়া যায়, মাঝে মাঝে আসে।
@@Inlovewithsoil thank you so much dada
Dada, amaryllis lily er jotno ki vabe korbo??
Eto din jantam na ota ki ful kintu otay temon full dayna ghass er moto hoye thake.....jodi ektu suggest korten
এ বিষয়ে আমার একটি ভিডিও আছে, দেখে নিতে পারেন th-cam.com/video/e9QAlJN9MxI/w-d-xo.html
Acha link ta kothay
লিঙ্ক আর এখন কাজ করবে না, কারণ out of stock 😔
Vaiya ki ki mase ful dey ektu valo moto jodi bolten sahajjo hoto🙏
সেপ্টেম্বর থেকে শুরু করে নভেম্বর, কখনও কখনও জুলাই মাসের শেষ থেকেও ফুল আসা শুরু হয়।
Sir. English subtitles please
আমার চারটি কালার ভ্যারাইটি আছে 🥰
ও আচ্ছা 😊
Amar kache deep colour er phool chilo.
এখন নেই?
শরতে কি ফুলের স্পাইক আসার আগে জল দেওয়া বন্ধ করে দিতে হবে ? আমি কয়েকদিন জল দিইনি, এখন মাটি শুকনো, আবার কি জল দেব ?
আমি এরকম কিছু করি না, এদের জল সরবরাহ করা সবসময় প্রয়োজন, কিছু অর্কিড আছে যাদের জল বন্ধ অর্থাৎ স্ট্রেস দিলে ফুল আসে কিন্তু গ্রাউন্ড orchid সেরকম নয়। আসলে রাতের তাপমাত্রা 25 এর আশেপাশে থাকলেই এদের flower spike আসতে শুরু করে, অন্তত আমি তাই দেখেছি।
Dada pls buying link ta dao
www.orchid-tree.com/collections/ground-orchids/products/spathoglottis-light-lavender
দুর্ভাগ্যবশত out of stock, তবুও লিঙ্ক দিয়ে দিলাম
রঙ টা এত ভাল মন খারাপ ভাল হওয়ার রঙ।
😊😊ঠিক বলেছেন
Ground orchid টবে লাগানো হয়েছে আপনার কথা মত well
Dreneg মাটি কিন্তু গাছের পাতা
পচেযাচছে সুট বেরহয়ে সেটা ও
পচেযাচছে fungicide দিয়ে ও
কোন কাজ হচ্ছেনা। খুবই হতাশাজনক।
কবে লাগিয়েছেন, মিশ্রণটা কী সেটা জানাবেন প্লিজ।
Ground orchid চারা গুলো
12 apr রোপণ করে ছিলাম
মিডিয়া মাটি চারকোল বালি
পাতাপচাসর খুব পুরোনো গোবর সার অল্প পরিমাণ।
পাতা পচা সার দেওয়া একদম ঠিক হয়নি, ওখান থেকেই ছত্রাকের আক্রমণ হয়েছে বলে মনে হচ্ছে, শিকড় পচে যাচ্ছে।
এখন কি করব কি করলে গাছ গুলো পুনরায় ভালো বেরে ওঠে
আগে মাটি থেকে বের করে দেখুন শিকড় পচে গেছে কিনা, পচে যাক আর না যাক ওই মিশ্রণে আর গাছ বসাবেন না।
নতুন মিডিয়া তৈরী করুন-
50% কাঠকয়লা
30% ভার্মিকম্পোস্ট
20% কোকোপিট
এই উপকরণ গুলো দিয়ে।
শিকড় ভালো করে fungicide দিয়ে ধুয়ে দেবেন।
রোদে রাখবেন না, নষ্ট হয়ে যাওয়া পাতা কেটে দেবেন।
গাছ বসিয়ে জল দেবেন না, একদিন পর জল দেবেন বা মিডিয়া তৈরির সময় অল্প জল দিয়ে ভিজিয়ে নেবেন, তাতেই হবে।
গ্রাউন্ড অর্কিডের একটাই জাত
এর অন্য কোনো জাত আছে
না না বিভিন্ন জাত আছে, যেমন Cymbidium, কিছু Onicidium ইত্যাদি