Khub jete icha korche bagori ei video dakhar por.. Ato sundor narration apnar.. Ei lockdown period othoba je kono somoy amader ei monotonous life e ekta odvut anondo dae, alada impact fale apnar ei travel vlogs.. Sob videos e osadharon.. Sune sottie mon vore jay..apnake onek dhonnobad amader ke ato sundor sundor videos upohar korar jonno, karon hoyto oneker pokkhe ato jaygae ghurte jaoa possible hoe othe na tai tara apnar videos dekhei ichha puron kore jara jete chay tara inspiration pae.. Apnar mana village er video tao osadharon chilo..
DADA APNAR SOB VIDEO AMAR KHUB VALO LAGE, R SOB VIDEO GULO KHUBI INFORMATIVE, EI VIDEO TE EKDOM NOTUN EKTA JAYGA DEKHLAM, DADA HARSHIL THEKE KIVABE JABO BAGORI TE JANABEN PLEASE.
খুব সুন্দর হয়েছে তথ্যচিত্রটি। এ জায়গাগুলি সাধারণত তথাকথিত টুরিস্ট প্লেস নয়৷ তাই লোকজন এই সুন্দর জায়গাগুলি ও তার অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে বিশেষ কিছুই জানতে পারেন না। এ ধরণের তথ্যচিত্র সে অভাব পূরণ করতে পারে। খুব ভাল উদ্যোগ। অনেক ধন্যবাদ।
আপনার তৈরি সমস্ত ভিডিও গুলি সম্পুর্ন তথ্য সমৃদ্ধ, তাই সত্যিই খুব ভালো লাগে। খানিকটা যাযাবর আমিও, তবে যদি পুরোপুরি হয়েযাই তাহলে আপনিও খানিকটা দায়ী থাকবেন 😊। আরো নতুন ভিডিও র অপেক্ষায় রইলাম ভালো থাকবেন 🙏🙏🙏
হরসিল থেকে মাত্র 1km কিন্তু কত অপূর্ব। আপনি না থাকলে এই গ্রাম টা অচেনাই থেকে যেত। ব্যাক্তিগত ভাবে আমার পাহাড়ের বড়ো শহরের থেকে ছোট গ্রাম গুলোই ভালো লাগে। আর আপনি ছাড়া সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া অসম্ভব হতো। এরকম 1টা সুন্দর উপহার দেবার জন্য ধন্যবাদ। আপনার ভিডিও গুলো এককথায় অনবদ্য।
Chinmoy da ekta request korbo... somoy pele ekbar south 24-parganar pathar protimar block er.. Gobardhan pur sea beach ta niye ekta vedio din na..Local MLA apnake sob rokom sohojogita korben...He is trying to develop the beach
One more proposal Next Sagar melar Somoy Parle ekta story korun ... darun hobe...Sagar er MLA o apnake help korben all out... Sagar melar Somoy amader jaoa possible noy...kintu apni story korle amader sadh purno hobe
@@rajibdas4102. আপনি বোধহয় জানেন না আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি। সাগরমেলায় অনেকবার News cover করতে গিয়েছি। বছরের পর বছর বিধানসভা অধিবেশন Cover করেছি। অনেক বিধায়ক ও মন্ত্রীর সাথেই আমার ভালো সম্পর্ক।
Chinubabu, i am a senior citizen , apni jekhane jekhane amader niye jan se sob jayegaye ami r jete parbo na,tai apnar video r apekhaye thaki. Your video is very well made, very soothing background music, good commentary r ki bolbo? May God bless you ,may you create more such videos.
দারুন লাগলো চিন্ময় দা, আপনার 1k হওয়ার আগের suscriber,এখন প্রায় 35.5k। এত ভালো বর্ণনা কেউ দিতে পারে না,আমি অনেক blog follow করি ,কিন্তু এত ভালো information পরিবেশন অনেক youtuber দিতে পারেন না। মাঝে মাঝে হিংসা হয় ,দেখে যে যদি আপনার সাথে যেতে পারতাম, অনেক শুভেচ্ছা।
You are probably the best bengali vlogger and I absolutely love and look forward to your videos. They are very informative and also the camera work is great . Keep spreading your work Sir !
অপূর্ব
Bagori, a Beautiful Village Ji...
nice. Thanks.
Excellent
Khub khub sundor..mon ta 6ue gelo
New experience, lots of information, thank dada🙏
Darun....khub bhalo laglo....
ai rokom oporichito akta sajano gram dekhlam....osadharon👍👍👍😃😃😃😃😃
ধন্যবাদ। 😊
যত বার দেখি তত বারই মুগ্ধ হয়ে যাই। সত্যি চিনুদা অপূর্ব👌👌👌
ধন্যবাদ। 🙂
Great effort
Darun laglo.
দারুণ সুন্দর একটা ভিডিও দেখলাম আর কিছু বলার ভাষা নেই এই লকডাউনের সময়ে মন ভালো হয়ে গেল 👍🙏👍
ধন্যবাদ। 🙏
Darun
🙂🙂🙂
খুবই ভালো লাগলো, ভালো থাকুন, আরও নতুন নতুন ভিডিও দেখার আশায় রইলাম
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
খুব খুব সুন্দর হয়েছে
ধন্যবাদ।
Asadharan sundor gram.
😊😊😊
Ha dada darun legeche. Ar apni eto sundor kore explain koren je bolar na. Khub khub valo laglo. R gram ta o khub i sundor ekdom chobir moto
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Bharat er onek kichu dekhini,sara jibon e parbo kina janina,tobe bhai apnar jonno eto notun jaiga dekha hochhe. Hat's off 👌🇮🇳
ভারতবর্ষ এক বৈচিত্র্যময় দেশ। নিজের দেশের ছবিটাই তুলে ধরতে চাই। মানুষ দেখুক। জানুক। ধন্যবাদ। 🙏
খুব ভালো।
ধন্যবাদ।
খুব সুন্দর
ধন্যবাদ।
অসাধারণ লেগেছে আমার
ধন্যবাদ।
Bhishon bhalo laglo
ধন্যবাদ।
Darun laglo
😊😊😊
মিষ্টি রোদের ঝলকানি,
উঁচুনিচু পাহাড়ের সারি।
আর আকাশের নীল-সাদা মেঘ।
~~~~~~~~~~~~~~~~~~~
চোখ জুড়িয়ে গেল...!! 🌺🌺
Mone holo apnar satheye achi, eto shundor blog, dhonnobad dada
😊😊😊
খুব ভালো লাগলো। কিন্তু যাবো কিভাবে?
কিন্নর-কল্পা ট্যুরে কল্পা যখন পৌঁছবেন তখন কল্পার কাছে বাগোরি গ্ৰাম থেকে গাড়ি নিয়ে ঘুরে আসতে পারেন। এটা কিন্নর-কল্পা রুটের অন্তর্গত একটা স্পট।
চমৎকার !! আমার একটা ভালো মাফলারের দরকার। যেমনটি আপনি কিনলেন ঠিক তেমনটি। বাগোরি যেতে হবে।
ওখানে পাবেন। একেবারে পিওর উল। হাতে তৈরি বাড়ির জিনিস। বিলকুল খাঁটি।
@@chinu3981 দারুণ !!!
Kono din jete parbo ki na jani na ..tobe apnar ei video amra soporibare upovog kori
Namkhana theke jete hoy
Khub jete icha korche bagori
ei video dakhar por.. Ato sundor narration apnar.. Ei lockdown period othoba je kono somoy amader ei monotonous life e ekta odvut anondo dae, alada impact fale apnar ei travel vlogs.. Sob videos e osadharon.. Sune sottie mon vore jay..apnake onek dhonnobad amader ke ato sundor sundor videos upohar korar jonno, karon hoyto oneker pokkhe ato jaygae ghurte jaoa possible hoe othe na tai tara apnar videos dekhei ichha puron kore jara jete chay tara inspiration pae.. Apnar mana village er video tao osadharon chilo..
খুবই ভালো লাগল আপনার এই প্রতিক্রিয়া পেয়ে। পাশে থাকুন। দেখতে থাকুন। ধন্যবাদ।
@@chinu3981 😊😊
Bagori khub sundor...Dada muffler ta darun hyeche☺
নিলাম। স্মৃতি হিসেবে থাকবে। 😊
DADA APNAR SOB VIDEO AMAR KHUB VALO LAGE, R SOB VIDEO GULO KHUBI INFORMATIVE, EI VIDEO TE EKDOM NOTUN EKTA JAYGA DEKHLAM, DADA HARSHIL THEKE KIVABE JABO BAGORI TE JANABEN PLEASE.
হেঁটে যাবেন। পরিষ্কার সব উল্লেখ করা আছে।
খুব সুন্দর হয়েছে তথ্যচিত্রটি। এ জায়গাগুলি সাধারণত তথাকথিত টুরিস্ট প্লেস নয়৷ তাই লোকজন এই সুন্দর জায়গাগুলি ও তার অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে বিশেষ কিছুই জানতে পারেন না। এ ধরণের তথ্যচিত্র সে অভাব পূরণ করতে পারে। খুব ভাল উদ্যোগ। অনেক ধন্যবাদ।
এই গ্ৰামটি নিয়ে বা এখানকার মানুষদের নিয়ে কোনো কাজ হয়নি। তাই এই তথ্যচিত্রটি বানিয়ে আপনাদের সামনে পেশ করলাম। আমি চাই এখানকার সম্বন্ধে মানুষ জানুক। 😊
আপনার তৈরি সমস্ত ভিডিও গুলি সম্পুর্ন তথ্য সমৃদ্ধ, তাই সত্যিই খুব ভালো লাগে।
খানিকটা যাযাবর আমিও, তবে যদি পুরোপুরি হয়েযাই তাহলে আপনিও খানিকটা দায়ী থাকবেন 😊।
আরো নতুন ভিডিও র অপেক্ষায় রইলাম ভালো থাকবেন 🙏🙏🙏
যাযাবরের জীবন অনেক বেশি সুখের। 😊
তোমার ভিডিও মানেই,,, নতুনত্ব সব কিছু।
দুর্গম স্থান, হয়তো কেন, কোনোদিন ই হয়তো
যেতে পারবোনা, অসাধারণ সুন্দর করেছো👌
আমি চেষ্টা করি অন্য ধরণের কাজ করতে। সবাই যা দেখায় আমি তা দেখাই না।
@@chinu3981
এটাই তো চাই, দুর্গম স্থানের প্রতি আকর্ষণ টা
একদম আলাদা👍👍
khub khub valo laglo
ধন্যবাদ।
Jabar rastar driyshapat dekhaley aro valo lagto
গ্ৰামটাকে মানুষের কাছে তুলে ধরাই উদ্দেশ্য।
Beautiful laglo chinu da. Aka kothai I am speechless to see the beauti of nature
😊😊😊
Khub sundor video
খুব সুন্দর লাগলো
ধন্যবাদ।
হরসিল থেকে মাত্র 1km কিন্তু কত অপূর্ব। আপনি না থাকলে এই গ্রাম টা অচেনাই থেকে যেত। ব্যাক্তিগত ভাবে আমার পাহাড়ের বড়ো শহরের থেকে ছোট গ্রাম গুলোই ভালো লাগে। আর আপনি ছাড়া সেগুলোর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা পাওয়া অসম্ভব হতো।
এরকম 1টা সুন্দর উপহার দেবার জন্য ধন্যবাদ।
আপনার ভিডিও গুলো এককথায় অনবদ্য।
চেষ্টা করি চেনা ছকে না হাঁটতে। মানুষের কাজটুকুই বেঁচে থাকে। আর কিছু থাকে না। ধন্যবাদ।
খুব ভালো হয়েছে। মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা রইল।
ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন। 🙏
ধন্যবাদ। শুভেচ্ছা নেবেন। 🙏
Darun jabar icche hocche .....
😊😊😊
এক কথায় দারুন।
ধন্যবাদ।
সম্পূর্ণ নতুন কিছু দেখলাম দাদা। ধন্যবাদ।
ধন্যবাদ। সঙ্গে থাকুন।
Chinmoy da ekta request korbo... somoy pele ekbar south 24-parganar pathar protimar block er.. Gobardhan pur sea beach ta niye ekta vedio din na..Local MLA apnake sob rokom sohojogita korben...He is trying to develop the beach
নিশ্চয়ই করব। কীভাবে যাব বলে রাখুন। সময় পেলে গিয়ে জায়গাটা নিয়ে একটা স্টোরি করে আসব।
Thanks Chinmoy da.. Okhankar MLA holen Shri Samir Kumar Jana...Apni Somoy hole bolben ami Samir Babur sathe apnar katha boliye debo ..Uni sob rokom help korben...onar sathe amar kath a hoyeche...apni sudhu jaoar aage amay bolben...amar contact number 9836072496... email: pampishita@gmail.com...ami Bidhan sabhay achi...OSD..post e..
R Bagori Osadharon...r apnar Story/video niye notun kore kichu bolar nei...manosh bhromon hoye jay...koto information paoa jay
One more proposal Next Sagar melar Somoy Parle ekta story korun ... darun hobe...Sagar er MLA o apnake help korben all out... Sagar melar Somoy amader jaoa possible noy...kintu apni story korle amader sadh purno hobe
@@rajibdas4102. আপনি বোধহয় জানেন না আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করি। সাগরমেলায় অনেকবার News cover করতে গিয়েছি। বছরের পর বছর বিধানসভা অধিবেশন Cover করেছি। অনেক বিধায়ক ও মন্ত্রীর সাথেই আমার ভালো সম্পর্ক।
উত্তরাখন্ডের এই অপরিচিত গ্ৰামটি খুবই ভালো লাগল।
অপরিচিত জায়গাগুলোকে তুলে ধরতেই ভালো লাগে।
Good .
😊😊😊
Khub sundor
😊😊😊
Darun kaj
ধন্যবাদ।
অনেক ধন্যবাদ দাদা! আপনার তৈরী ভিডিও গুলো দেখে মনে অনেক শান্তি পাই!
জেনে ভালো লাগল। সঙ্গে থাকুন।।
Very nice video
😊😊😊
দাদা অসাধারণ লাগলো
@@minamajumdar1370 . ধন্যবাদ।
Khub sundar dada.
#abhijitmaity
ধন্যবাদ।
Chinubabu, i am a senior citizen , apni jekhane jekhane amader niye jan se sob jayegaye ami r jete parbo na,tai apnar video r apekhaye thaki. Your video is very well made, very soothing background music, good commentary r ki bolbo? May God bless you ,may you create more such videos.
দারুন লাগলো চিন্ময় দা, আপনার 1k হওয়ার আগের suscriber,এখন প্রায় 35.5k। এত ভালো বর্ণনা কেউ দিতে পারে না,আমি অনেক blog follow করি ,কিন্তু এত ভালো information পরিবেশন অনেক youtuber দিতে পারেন না।
মাঝে মাঝে হিংসা হয় ,দেখে যে যদি আপনার সাথে যেতে পারতাম,
অনেক শুভেচ্ছা।
বাহ্,খুব ভালো লাগল আপনার মতামত পেয়ে। সঙ্গে থাকুন। আপনারাই আমার শক্তি। আরও অন্য ধরণের কাজ করে যেতে চাই।
Apnar video gulo darun😊😊
ধন্যবাদ। 😊
You are probably the best bengali vlogger and I absolutely love and look forward to your videos. They are very informative and also the camera work is great . Keep spreading your work Sir !
Stay tuned. 😊
আপনার ভিডিও খুব ভালো লাগে। কিন্তু ভিডিও এর মধ্যে সমস্ত বিশদে দিলে সুবিধা হয়।
বিশদেই দেওয়া আছে।
এক টুকরো নিস্তব্ধ Bagori. জীবনে কবে যেতে পারব জানি না। যাক তবু আপনি দেখিয়ে দিলেন। আপনাকে অনেক ধন্যবাদ বললেও কম বলা হবে।
চলে যাবেন কখনও। ধন্যবাদ। সঙ্গে থাকুন। 😊
Ekhanei thandai jhome jachchi okhane ki hobe besh bujhte parchi, bhalo thakben
শীতে ওখানে মানুষ থাকে না।
Ekhne kono low budget er hotel er number paowa jbe dada
এখানে বাজেট হোটেল পাবেন না। কিছু হোমস্টে আছে।
👍👍👍👍👍🙏🙏🙏🙏
🙏🙏🙏
বাগোরি থাকার ব্যবস্থা আছে কি চিন্ময়দা ?
না। তবে ভবিষ্যতে হয়ে যাবে।
দাদা বাগোরী তে কি থাকার ব্যবস্থা আছে?
না। হর্ষিল থেকে যেতে পারেন। তবে ভবিষ্যতে হোমস্টে হয়ে যাবে।
Bro you can give good name instead of Ghost
A purba
😊😊😊
খুব ভালো হয়েছে। মকর সংক্রান্তির আগাম শুভেচ্ছা রইল।
শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ। 🙏